এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৫ জুলাই ২০১১ ২৩:১৯ | 168.26.215.13
  • এসব ব্যপারে আমার আজকাল প্রভূত জ্ঞান। শনি-রোববার রাতে সাম্পান পড়া ধরে। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে টড়ে তারপর মন দিয়ে শুনেছি কিনা জানতে পড়া ধরে।

    কিন্তুক আমারে কেউ ছেনছিবিট বলে না কেন? একটা অনশন শুরু করব নাকি?
  • hu | ১৫ জুলাই ২০১১ ২৩:১৯ | 12.34.246.72
  • সিঁফোর পোস্টের রেফারেন্স যখন এলো তখন বলি, এত কিছুর পরেও 'ধর্মের দোহাই দিয়ে যাদের মানুষ (পড়ুন হিন্দু) খুনের ট্রেনিং দেওয়া হয়' জাতীয় কথা হয়েছে। মানুষ = হিন্দু এমন সরল ইকোয়েশন দেখলে অস্বস্তি হয়, ভয়ও হয়। আমার তবুও ধারনা ব্রতীনদা বেশি চিন্তাভাবনা না করেই কথাগুলো লিখেছেন। এখন থেমে গেলেই ভালো হয়। এত তীব্র প্রতিক্রিয়া মানুষকে আরো অসহিষ্ণু করে তোলে।
  • M | ১৫ জুলাই ২০১১ ২৩:১৯ | 59.93.240.237
  • ইসে, তক্ক করে,বাবারে!!!
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ২৩:১৮ | 117.194.243.60
  • সব্বাই দল বেঁধে রোববার ব্রতীনের বাড়ি চিংড়ি ইলিশ উড়িয়ে আসুন ।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:১৮ | 198.82.20.25
  • ও আজ্জোদা, উইকি কি বলছে বিষাক্তও হয় তোঃ
    ...the venom by the African tarantula Pelinobius muticus also causes strong hallucinations.
  • M | ১৫ জুলাই ২০১১ ২৩:১৬ | 59.93.240.237
  • সিঁফোর জন্য ও ব্যাঙের চাট্টি কানমোলা বরাদ্দ করা উচিৎ, সঙ্গে আমার তরফ থেকেও চাট্টি।

    বাবা টিম, কইলেই তো হইতো, কাল তোমারেও সেন্সিটিভ বলে দিতুম, আমার তো মনে হলো ঐ তিনটেই ঝগড়া করে মরছে।

    এদিকে আমার ছেলের ক্ল্যাশ অফ টাইটানে কি বড় বিছের সাথে পারসিয়াস লড়ে মরছে, আর কি আবাজ।আচ্ছা, আমার ছেলেটাই কি আবাজ সর্বস্য সিন্মা ভালো বাসে নাকি এমন পিস আর কিছু আছে?
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:১৫ | 122.178.255.179
  • তবেই বোঝ! ভয়ের চোটে ত-বর্গ ক-বর্গ জড়িয়ে যাচ্ছে। আমার কী হবে?
    হে বাবা লোকনাথ, এযাত্রা বাঁচিয়ে দাও, আর কক্ষনো রণে, বনে, জঙ্গলে কোত্থাও যাব না।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:১৫ | 198.82.20.25
  • দাঁড়াও টারান্টুলা নিয়ে এট্টু পড়ে আসি।
  • aka | ১৫ জুলাই ২০১১ ২৩:১৪ | 168.26.215.13
  • টিম হতেই পারে, তাই তো বললাম একটার বেশি মিনিং আমি এই মুহূর্তে ভাবতে পারছি। সেক্ষেত্রে আমি একটা রুল অফ থাম্ব মেনে চলার চেষ্টা করি বেনিফিট অফ ডাউট বক্তার পক্ষে দাও। আর দ্বিতীয় কথা যা কাল থেকে বলার চেষ্টা করছি তাহল ইগো এবং ইমোশন ক®¾ট্রাল না করতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ও শেষে ছেলেমানুষী ইগোর লড়াইতে পরিণত হয়। যা এখন হয়েছে বলে আমার মনে হচ্ছে। এতে করে মূল বিষয় ট্রিভিয়ালাইজড (অক্ষদার থেকে ধার নিলাম) হয়।

    বাই দা ওয়ে টারান্টুলা ঠিক বিষাক্ত নয়। যদিও কামড়ালে লাগবে তাতে ছেনছিবিটিতে আঘাত লাগবেই।
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২৩:১৪ | 115.184.127.240
  • ওটা জল-কেলি হবে। না ব্যাঙদি?
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:১৩ | 122.178.255.179
  • ভয়ে কোটেশন মার্কও দিতে পারছি না।
    ও সিকি, কোটেশন মার্কের বদলে নতুন একটা কোনো চিহ্ন বার করতে পারিস, ঐ বোল্ড, আন্ডারলাইনের সঙ্গে?
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:১৩ | 198.82.20.25
  • ভেবে দেখলাম টাইপো নিয়ে ইয়ার্কি করা পলিটিকালি ইনকারেক্ট। ঃ-)
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:১২ | 198.82.20.25
  • জল কেষ্টা?
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:১১ | 122.178.255.179
  • আমি মনে সাহস আনান জন্য ফাইজলামি করার চেষ্ট করছি বটে। কিন্তু
    ব্যাঙদির পোস্টের প্রসঙ্গে অনেক কথা বলা যায়, বলার আছে। সময় পেলে লিখবো।
    এই লাইন দুটো ভাবলেই হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে জল কেষ্টা পাচ্ছে। আজ রাতের ঘুম গেল।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:১১ | 198.82.20.25
  • টারান্টুলা কি সবাইকে কামড়ায়? মানে নগণ্য লোকজনে্‌ক কামড়ে কি বিষ অপব্যয় করে?
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:০৮ | 122.178.255.179
  • অত ছেনছিটিবিটি কীসের হ্যাঁ? টারান্টুলায় কামড়েছে?
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:০৬ | 198.82.20.25
  • ক্যানো, আমি কি ছেনছিটিব নই? অ্যাঁ?
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:০৫ | 122.178.255.179
  • আমি কক্ষনো ভাবি নি, তিমি এই লেভেলে সেন্টু খেতে পারে!! বাবা তিমি, একটু সুখেন দাস টাইপ হয়ে গেল না, শেষ পোস্টটা?
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২৩:০৩ | 115.184.127.240
  • বা বেটা। শোনো, সেন্টু খেও না। তোমার সঙ্গে পরে হচ্ছে।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:০১ | 198.82.20.25
  • সায়নকে,
    বেশ, কাটিয়ে দিলাম। অনধিকার প্রবেশের জন্য দুঃখিত।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২২:৫৯ | 198.82.20.25
  • আজ্জোদা এর একটা মানে এও হয় যে আমাদের দেশের বাইরের সমস্ত মুসলমান টেররিস্ট, বা অন্তত ভারতের পক্ষে ক্ষতিকারক।
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২২:৫৯ | 115.184.127.240
  • টিম, প্রশ্নটা হুতো'কে করলাম কারণ ওকে খুব ডিস্টার্বড লাগছে। সিঁফো'র পোস্ট নিয়ে আমার কিছু বলার নেই, যেমন অন্য অনেক পোস্ট নিয়েই নেই। আমি কখনও রবাহুতো'কে এরকম দেখিনি, তাই কথা বলতে চাইছি। আশা করি বোঝাতে পারলাম।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২২:৫৭ | 122.178.255.179
  • পাই আমার পোস্টে তুই দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকে দুঃখ দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২২:৫৫ | 198.82.20.25
  • হুতোদা যা বলার বলবে। আমি সায়নকে সিফোঁর পোস্টটা রেফার করলাম। একটু পেছনে আছে। হয়ত দেখেছিস অলরেডি।
  • aka | ১৫ জুলাই ২০১১ ২২:৫৫ | 168.26.215.13
  • জানি না। এর মোর দ্যান ওয়ান মিনিং আমি ঠিক এখনই ভাবতে পারছি। ব্রতীন তখন কি মনে করে বলেছে বলতে পারব না।

    তো আমার যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে তাহল ও মিন করতে চেয়েছে ""মোল্লা"" মানে পাকিস্তানের টেররিস্ট। ""মোল্লা"" মানে মুসলমান বোঝালে সবাই তাতে ইনক্লুডেড হত নিজের দেশের লোকও। এখানে ভারত বনাম পাকিস্তান জাতীয়তাবাদ ইত্যাদি বেশি বলেই মনে হয়েছে। আমি এর মধ্যে জাতি বিদ্বেষ এখনও খুঁজে পাই নি।
  • pi | ১৫ জুলাই ২০১১ ২২:৫১ | 128.231.22.142
  • আকাদা, তার উত্তরে ব্রতীনদা ঐ কথা বলার পর ধরে নিয়েছি তো।

    আমাদের দেশের হলে ' আমি তাদের মোল্লা ভাববো না' মানে কী ?
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২২:৪৯ | 115.184.127.240
  • হুতো, তোমাকেই লিখলাম কারণ তোমার "যুক্তি ঠিক কাজ করছে না' অথবা কোনও "ব্যাখ্যা'ই তোমার "কাছে গ্রহণযোগ্য হচ্ছেনা'। গ্রহণযোগ্যতা মানে কী হুতো? অন্যের কনফেশন আদায়? নাকি ক্ষমাস্বীকার করানো? আমি মনে করি না যে এ দুটোর কোনওটাই শান্তিপূর্ণভাবে গৃহীত হতে পারে বলে। আমি কেন লিখছি বলো তো এই কথাগুলো? কারণ কিছুটা হলেও এই চাপান-উতোরে আমি কিছু ব্যাখ্যা দিয়েছি, এবং সেগুলো নিরপেক্ষ নয়। আসলে অনেক কথা হয়ে গেছে, এবং সেগুলোর মধ্যে একটা মানুষকে অপ্রিয় অনেক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে যেগুলো অন্য অবস্থায় ঠিক সুস্থভাবে নেওয়া যেত না। একটা মানুষের শিক্ষা, সে ধর্মবিদ্বেষী কি না সেই নিয়ে খোলা পাতায় কথা হলে, তুমি বোঝো না, ঠিক কেমন লাগতে পারে? আমি মোল্লা-প্রসঙ্গ সম্পূর্ণ ভুল মেনে নিয়ে একটা প্রশ্ন করছি, সহনশীলতা কাকে বলে? যদি তোমার মনে হয়, এটা নিয়ে কথা বলা যেতে পারে, লিখতে পারো এখানে। চুপ করে যেও না কারণ সেক্ষেত্রে অন্য যে কোনও সময় এই নিয়ে কথা হলে এইসব পুরনো প্রসঙ্গ আবার উঠে আসবে। সো, লেট'স টক!
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২২:৪৮ | 122.178.255.179
  • আপত্তি তোলা নিয়ে আমি কোনো আপত্তি করি নি। কিন্তু এ ব্যাপারে আমার যা মনে হয় সেটা লিখেছি।
  • aka | ১৫ জুলাই ২০১১ ২২:৪৭ | 168.26.215.13
  • পাই এত ধরে নিলে হবে কেন? ব্রতীন উত্তর দেয় নি মানেই ব্রতীন মোল্লা বলতে মুসলমান বলেছে তার থেকে বেশি সহনশীলতা দরকার। নইলে আসল সমস্যা আকাশে উড়ে যায় আর অধিকাংশ ""ডিবেটের"" মতন এটাও একটি ইগোর লড়াইতে পরিণত হয়। এটাও আল্টিমেটলি তাই হয়েছে।
  • pi | ১৫ জুলাই ২০১১ ২২:৪১ | 128.231.22.142
  • লিখবো না ভেবেছিলাম। কিন্তু আমার নাম যখন বারবার উঠছেই , তখন কিছু জিনিস বলা দরকার।

    ব্যাঙদির পোস্টের প্রসঙ্গে অনেক কথা বলা যায়, বলার আছে। সময় পেলে লিখবো।

    আগে আকাদা ও নেতাইয়ের পোস্টের উত্তরটা একটু দি।

    হুতোর সোজা সাপ্টা প্রশ্ন ছিল, মোল্লা কে ? কেসিদা নাসিরুদ্দীন বলেন। কিন্তু ব্রতীনদা হুতোর প্রশ্নের কোনো জবাব না দিয়ে নিজের অন্য বক্তব্য বলতে থাকে।

    লক্ষ্য করে দেখো, ওসময় আলোচনার শুরুতে ওখানে সবাই , ইনক্লুডিং বড়ম ব্রতীনদাকে একটা ধর্ম নিয়ে অকারণ দাগাতে বারণ করছিল।

    আমার কাছে প্রথম থেকেই কনফ্যুশন ছিল , ব্রতীনদার সমস্যার জায়গাটা কোথায়, ইন জেনেরাল মুসলমান, না পাকিস্তান, না মুসলামান দেশ হিসেবে পাকিস্তান।

    হুতোর প্রশ্নের কোন উত্তর ব্রতীনদার দিক থেকে না আসাতে আমার মনে হয়, মুসলমানদের বলা হয়েছে।
    আমি জানতে চাই, ব্লাস্টে আমাদের দেশের 'মোল্লা' মরলে কী বলবে ?

    এর উত্তরে ব্রতীনদা স্পষ্ট জানায়, আমাদের দেশের হলে ' তাদের আমি মোল্লা হিসেবে নয়, ভারতবাসী হিসেবে দেখি ' ।

    এটাকে বোল্ড এন্ড আন্ডারলাইন করলাম ঃ)
    এই পোস্ট টা নিয়ে কী বক্তব্য ?

    এর মানে কী বুঝবো ? তোমরা কী বুঝবে ? অন্য দেশের হলে তাদের মোল্লা হিসেবে দেখে, তাই নয় কি ?

    এখানেই তো স্পষ্ট করে বলে দিতে পারতো , কাউকেই মোল্লা বলছে না। একবার ও মিন করেনি।
    বোঝাই যখন যাচ্ছে, মোল্লা শব্দ নিয়ে কন্‌ফ্‌য়ুশন ও আপত্তি , আর সেটা যদি আদৌ বলতে না ই চেয়ে থাকে, তো , সেখানেই নিজে ক্লিয়ার করে দিতে পারতো তো !

    আমি এবং অন্য অনেকেই এই উত্তর পেয়ে ধরে নিয়েছে, এবং নেওয়া স্বাভাবিক, যে ব্রতীনদা এদের মোল্লা বলছে।

    এবং তার পর বলেওছে।
    আপত্তিটা ডিরোগেটরি সেন্সে ব্যবহার করা নিয়ে এবং সেটা করে হয়েছে।

    সেটা নিয়ে অনেকে আপত্তি তুলেছে। তুলতেই পারে।
    যারা আপত্তি তুলেছে, তারা যে কেউ লিখলেই তুলত। অচেনা, গুরুতে অনিয়মিত লোক লিখলেও তুলতো, এবং তোলেও।

    কিন্তু আপত্তি তোলা নিয়ে এত আপত্তি কীসের ?

    ঐ , শান্তনুদার পোস্ট অনুযায়ী, আমাদের চেনা পরিচিত লোক বলে ? ঃ)

    চেনা পরিচিত লোক হলে তাহলে কোন মতপার্থক্যই প্রকাষ করা যাবেনা ?
  • Arpan | ১৫ জুলাই ২০১১ ২২:৩৮ | 112.133.206.18
  • ন্যাড়াদা সেদিন বিফ কারি পেলে?
  • aka | ১৫ জুলাই ২০১১ ২২:৩৭ | 168.26.215.13
  • যাঃ আমার বয়স বেড়ে গেল?
  • nyara | ১৫ জুলাই ২০১১ ২২:৩১ | 209.131.62.115
  • শুধু পলিটিকাল কারেক্টনেসই কীই? এর মধ্যে একটা হোলিয়ার-দ্যান-দাউ অ্যাটিটিউডও আছে বোধহয়। বয়েস বাড়লে অন্যের মধ্যে নিজের অল্পবয়েসের প্রতিচ্ছবি দেখে মাঝে মাঝে নিজের কাছেই লজ্জা করে। আগে ছিলাম হুতো, এখন ব্রতীনের দিকটা একটু-আধটু দেখতে শিখছি। বিশেষতঃ দেশে ফিরে আসার পরে। আমি এখন গ্যালারিতে বসা নির্দল। হাততালি দিতে পারি, দুয়ো দিতে পারি।
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২২:২৯ | 182.64.71.247
  • একটি বৃত্ত ৯ মিটার ব্যাসার্ধের। যেকোনো একটি ব্যাস PQ এর সমান্তরাল জ্যা RS। কোন RQP= ৩৫ ডিগ্রি। প্রশ্ন ছিল বৃত্তচাপ RS এর মান কত। ক্যালকুলেটর হীন কোনো পরীক্ষার প্রশ্ন। আমি বৃত্তচাপের বদলে জ্যা পড়েছি। বোঝো ঠ্যালা।
  • kc | ১৫ জুলাই ২০১১ ২২:২৬ | 89.203.49.18
  • নিশি, যারা ঝগরুটে তাদের গলা চুলকায় কচু খেলে। ঃ-)
    তিমি আছে তো। জিমেলে মেল কোরো।
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২২:২৩ | 182.64.71.247
  • নাস্তানাবুদ নাকি নাস্তাবাবুদ কোনটা সঠিক বিভ্রান্ত হয়ে নতুন শব্দ বানালাম।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:২১ | 151.141.84.194
  • ঐ ক্ষমা আর ইগ্নোরের ডিডি আসল ডিডি নাও হতে পারেন। কারণ যে জন্য ক্ষমা আর ইগনোর সেই পোস্টটা কোথায়????
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:২০ | 151.141.84.194
  • ভুল অংকটা কী ছিলো?
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২২:১৯ | 182.64.71.247
  • সকাল থেকে একটা অংক ভুল পড়ে পাজল ভেবে ভুল করে খুব হেনস্থিত হয়েছি।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:১৯ | 151.141.84.194
  • আমার ঘোরতর সন্দেহ হয়, কচুতে সবার গলা চুলকায় না। একই কচুতে কারু গলা চুলকায়, কারু চুলকায় না। ঃ-)
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২২:১৯ | 198.82.20.25
  • নিতাইদা,
    দুটোই। পোস্টটাকে ইগনোর এবং ওঁকে ক্ষমা। ঃ-)
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২২:১৭ | 182.64.71.247
  • ক্ষমা নয়। ইগনোর করতে বলেছিলেন বোধহচ্ছে।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:১৭ | 151.141.84.194
  • কেসি, গলা চুলকায় না? ঃ-)
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:১৬ | 151.141.84.194
  • যাক, এবারে আর ধোকা খান নি। ঃ-)
    কিন্তু, কচু খেলেন শেষে???? ঃ-)
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২২:১৬ | 182.64.71.247
  • ডিডিদার আজওতো একটা পোষ্ট ছিল। ভ্রান্তিবশত পোষ্ট করার কারনে ক্ষমা চেয়ে।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২২:১৫ | 198.82.20.25
  • কেসিদা, তোমার ইমেল আইডি ফেসবুকে আছে?
  • kc | ১৫ জুলাই ২০১১ ২২:১৪ | 89.203.49.18
  • নিশি, এবারে খেলাম আম-কই, আর কচু-বড়ি-টোম্যাটো-কাঁচলঙ্কা দিয়ে ট্যালটেলে ঝোল।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:১০ | 151.141.84.194
  • কেসি, আপনার উইকেন্ড শুরু হয়ে গেছে না? বেস্পতিবার রাতে ডালের ধোকা খান বলেছিলেন, এবারো কী খেলেন? ঃ-)
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:০৮ | 151.141.84.194
  • থানইঁটের বারোটা মুখ--সেই পোস্টের পরে তো আর কোনো পোস্ট দেখলাম না ডিডির।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২২:০৬ | 198.82.20.25
  • ডিডিদা তো কাল এসেছিলেন। একবার লিখেই চলে গেলেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত