এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৬:১২ | 123.242.248.130
  • পাগলা দাশু এলেই হয়। যাও সবে নিজ নিজ কাজে ঃ-)))

    সায়ন, কাল তোকে হকিস্টিক দিয়ে পেটাই কল্লুম, ভুলে গেছিস? আবার সুপুরি দেবার সাহস দেখাস?

    পটাশম্যাম, নিজের দু দুখানা লেখা অর্ধেক ঝুলে পড়ে রয়েছে, পুরো শিব্রাম হয়ে গেছি। উইকডে-তে ভাবি উইকেন্ডে লিখবই লিখব, উইকেন্ডে ভাবি উইকডে-তে। সকালে ভাবি রাতে সব ঘুমিয়ে পড়লে বসব, রাতে ভাবি সকাল সকাল উঠে লিখতে বসব। ভাবাভাবি এত বেড়ে গেছে, লেখার সময় জুটছে না।

    তবে লিখছি একটা। অনুবাদ নয়, নিজের লেখা। শেষ হবে শিগগিরই। আর শেষ হলে গুরুতেই দেব। ছাপাবে কিনা, সেটা অবশ্য সম্পাদকের সাথে "অফলাইনে' ডিসকাস করে নেওয়া যাবে ঃ-))

    খুশবন্ত সিং কিনবেন কেন? আমার তো পড়া শেষ, দেখা হলে আমার থেকে নিয়ে নেবেন।
  • dukhe | ১৮ জুলাই ২০১১ ১৬:০৬ | 122.160.114.85
  • খাণ্ডবদহন পর্বে এইবার কমণ্ডলু হস্তে কুমুদিনীর প্রবেশ ।
  • sayan | ১৮ জুলাই ২০১১ ১৬:০৫ | 121.242.29.160
  • কুমুদির কমেন্টগুলি যেন বয়ে যাওয়া পেটে শীতল থানকুনি পাতার প্রলেপ।
  • kumudini | ১৮ জুলাই ২০১১ ১৬:০৫ | 122.160.159.184
  • সিকি,আরেকটা অনুবাদ হোক না কেন।আগেরটা বড্ড ভাল লেগেছে।খুশবন্ত সিং-এর বইটা কিনে নেব।
  • sayan | ১৮ জুলাই ২০১১ ১৬:০৩ | 121.242.29.160
  • টিকি-হারা সিকি'কে আসনপিঁড়ি করে বসিয়ে কুলোয় করে বাতাস করার জন্য সুপুরি ফ্লোট করলাম। এনি টেকার?
  • kumudi | ১৮ জুলাই ২০১১ ১৬:০১ | 122.160.159.184
  • কথায় কথা বাড়ে,পেছনের একশো পাতা ভাট পড়ে এটাই মনে হল।

    উত্তেজিত হয়ে, যে কথা মনে নেই সেটাও মুখ/মাউস দিয়ে বেরিয়ে গেছে।আর সিকি যা বল্ল,সকলের লেখার /প্রকাশ ভঙ্গী এক নয়,তাই আরো ভুল বোঝাবুঝি বেড়ে গেছে।

    তবে উত্তেজনা কাউকে আপত্তিজনক মন্তব্য করার লাইসেন্স দেয় না,নিশ্চয়ই না।

    আর এও বলব,বাগ্‌যুদ্ধের কুশীলবদের যতটুকু দেখেছি ,প্রত্যেকেই অতি চমৎকার মানুষ।সকলেই সকলের প্রয়োজনে হাত বাড়িয়ে দেন,এও দেখেছি।

    সাময়িক ভুলবোঝাবুঝি মুছে ফেলতে পারলেই সকলেরই ভাল লাগবে।

    ক্ষমাহীনতার ক্ষমা নেই-এটা আমি বিশ্বাস করি,তাই লিখলাম।
  • Arpan | ১৮ জুলাই ২০১১ ১৫:৫৮ | 202.91.136.71
  • পুরুতঠাকুর যেন। খানিক কুলোর বাতাস দিয়ে শেষে ওঁ শান্তি! ঃ-)
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৫:৫৪ | 123.242.248.130
  • আপনি মশাই ধৈর্য ধত্তে জানেন না। পিথিমীর উল্টোদিকে এখন গভীর রাত্তির, জানেন না? ভোর হলে আবার শুরু হবে।
  • dukhe | ১৮ জুলাই ২০১১ ১৫:৫৩ | 122.160.114.85
  • ফুরিয়ে গেল ? আমার যে কেমন একটা নেশা ধরে গেছে ।
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130
  • না ইশান। ঠিক আছে।

    একমত। ব্রতীনই ভালো বলতে পারবে ঃ-) না বললে আরও ভালো করত, এটাতে আরও একমত। ঃ-)) তবে ঐ আর কি, বলে ফেলেছে, প্রতিবাদ এসেছে, দুটোই একে অন্যের পরিপূরক হয়ে গেছে। তারপরে প্রলম্বিত প্রতিবাদটা একদিকের পাল্লা ভারি করে ফেলেছে।

    যাক। ওঁ শান্তি।
  • Ishan | ১৮ জুলাই ২০১১ ১৫:৩৩ | 122.248.183.1
  • কেসি।
    আছে বলেছিলাম কি? তাইলে হার্ড ড্রাইভ খুলে দেখব। তার আগে কনফার্মেশন দিতে হবে যে আমার কাছে আছেই। ঃ)

    সিকি,
    ধুর আমি টোটালি উল্টো বলেছিলাম। অনলাইন গুলো অফলাইনে কম নিয়ে যাওয়াই ভালো। ঃ)

    আর ব্রতীন কি ভেবে কি করেছে সে তো আমি জানিনা। সেটা ব্রতীনই ভালো বলতে পারবে। তবে রেগে হোক বা না রেগে ওগুলো না বললেই ভালো করত।

    ** আমিই কি বিষয়টা টেনে লম্বা করছি? কারো মনে হলে জানাবেন। তৎক্ষণাৎ চেপে যাব। ঃ)
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৫:২২ | 123.242.248.130
  • না, ইশান আমিও সেটা সমর্থন করি, ভাট বিষয়ক অফলাইন ডিসকাশনগুলো অনলাইন যত কম করা যায় ততই ভালো। কিন্তু কিছু কিছু জিনিস, যে অফলাইন ডিসকাশনগুলো উৎপন্ন হচ্ছে গুরুর অনলাইন বিহেভিয়ার থেকে, যে বিহেভিয়ারগুলো একটু সামগ্রিক ইচ্ছে থাকলেই পরিবর্তন করে ফেলা যায় আর গুরুর অনলাইন সপা-র বেস বাড়িয়ে ফেলা যায়, সেটাও কি অনলাইনে আলোচনা করা যাবে না?

    এখন, অফলাইনের কতটা অনলাইনে আনা যেতে পারে সেটাও ডিবেটের টপিক হতে পারে। ব্রতীনের বাড়িতে কালকে কী মেনু ছিল, সেটাও অফলাইন টপিক, ব্যাং দিল্লি এলে আমি ব্যাংকে দিল্লি ঘুরিয়ে দেখাবো কিনা সেটাও অফলাইন টপিক হতে পারে, তেমনিই কেউ যখন বলছে গুরুর আলোচনার স্ট্যান্ডার্ড অত্যন্ত হাই, আমরা তাই ঢুকতে ভয় পাই, সেটাও অফলাইন টপিক।

    যাই হোক, ব্রতীনের সরি বলা উচিত ছিল একবার, কিন্তু প্রতিবাদের টোনটা প্রথম থেকেই তীর্যক হয়ে যাওয়ায় ... জানি না সেই জন্যে কিনা, ব্রতীন ভুল স্বীকার করতেই চায় নি আর। বলা ভালো, ব্রতীনকে সেই স্পেসটা দেওয়া হয় নি।
  • kc | ১৮ জুলাই ২০১১ ১৪:৪৬ | 194.126.37.78
  • ঈশেনের কাছে ফুয়েন্তেসের The Death of Artemio Cruz নরম কপি আছে না? থাগলে দেবা?
  • Arpan | ১৮ জুলাই ২০১১ ১৪:৪১ | 202.91.136.71
  • শান্তনুদা, ব্যপারটা হল অত সিকিওরিটি চেকে আমার একটু ঝাঃ জ্বলে। ঃ)
  • Ishan | ১৮ জুলাই ২০১১ ১৪:৩৯ | 122.248.183.1
  • সিকির পোস্ট সম্পর্কে দুটো কথা।

    ব্রতীন বিনা "প্রোভোকেশন'এই বেশ কিছু বাজে কথা বলেছে। বিশেষ করে পাইকে নিয়ে। সেটা ঠিক প্রোভোকেশন দিয়ে শুরু হয়নি বোধহয়। আমি হলে সেগুলো বলার জন্য সরি বলে নিতাম। ব্রতীনেরও বলা উচিত বলেই মনে করি।

    কিন্তু "কোদাল'কে "কোদাল' বলার মধ্যে কদর্থটা কোথায়, ফ্র্যাঙ্কলি আম্মো সেটা বুইতে পারিনি। এ ছাড়াও ব্রতীনের নামোল্লেখেই যেরকম রিঅ্যাকশন দেখছি, সেটাও ঠিক মনে হচ্ছে না।

    *** আর হ্যাঁ, সিকির লেখা পড়ে এটাও মনে হল। ভাট বিষয়ক "অফলাইন' ডিসকাশনগুলো একটু কম হলে মনে হয় ভালো হয়। ব্যক্তিগত মতামত। ঃ)
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৪:৩৭ | 123.242.248.130
  • অক্ষরধাম দেখে ফেরার পথে বিয়ার খাও না। কে বারণ করেছে?
  • Netai | ১৮ জুলাই ২০১১ ১৪:৩১ | 115.248.46.229
  • আমি ৭ বছরের দিল্লীবাসে একবারই অক্ষরধাম গেছিলাম। লাইট এন্ড সাউন্ড বাদে তেমন ভালো লাগেনি কিছু। আমার অবশ্য এমনিতেই বেড়াতে ভালো লাগেনা। বিয়ারের প্ররোচনা থাকলে তো ঘুরতেই পারিনা একেবারে। অক্ষম।
  • santanu | ১৮ জুলাই ২০১১ ১৪:২৫ | 91.226.168.2
  • আমি একটু কম বিয়ার খেয়ে অক্ষরধাম দেখতে চাই, অর্পন কিরকম বাগড়া দিচ্ছে দ্যাখো ঃ-)
  • kc | ১৮ জুলাই ২০১১ ১৪:২২ | 194.126.37.78
  • বতীন, কালকের ভোজের মেনু কী ছিল? ফোটু ক্ষই?
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৪:১৪ | 123.242.248.130
  • হুঁ, লাল লাইট জ্বলা শিং, বাবল ওড়ানো সাবানজল ভরা কৌটো, আইসক্রিম, মেগা মেগা পাঁপড়, বাঁশিওলার বঁশিতে লম্বি জুদাইয়ের সুর, সমস্ত কিছু উপেক্ষা করে একজন জওয়ান চুপচাপ দাঁড়িয়ে পাহারা দিয়ে যাচ্ছে অমর জওয়ান জ্যোতি। দশ মিনিট বাদে তার বিশ্রাম, লেফট রাইট করে পিছিয়ে গিয়ে বসছে ভেতরে, তার জায়গা নিচ্ছে আরেক জওয়ান, পরের দশ মিনিটের জন্য।

    ইন্ডিয়া গেট রক্‌স। এনিটাইম। রং দে বাসন্তীর সীনগুলো মনে করো। ঃ)
  • kc | ১৮ জুলাই ২০১১ ১৪:১০ | 194.126.37.78
  • বোতীন,
  • Ishan | ১৮ জুলাই ২০১১ ১৩:৫১ | 122.248.183.1
  • ভুল করে ডায়াপারের কথাটা মিস করে গেছি সোহাগ। ভেরি ছরি। কিন্তুক সুমেরু জেঠুর ইনটেনশনটি মোটেও আউট অফ কোচ্চেন না। এও বলে দিলাম। ঃ)
  • Arpan | ১৮ জুলাই ২০১১ ১৩:৫১ | 202.91.136.71
  • ইন্ডিয়া গেটের চারপাশে একটা হট্টমেলা টাইপের জিনিস বসে। কার্নিভাল মেজাজে লোকজন ঘোরাঘুরি করে। অলস দুপুরে সেইটা খারাপ লাগে না। আর যাদের ছবি তোলার বাতিক, তারা এনজয় করবেই। গ্রান্টি।
  • sharanya ba sohag | ১৮ জুলাই ২০১১ ১৩:৪৮ | 122.160.159.184
  • জেঠু,আজকাল আমরা ডায়পার ছাড়া বেরোই না।

    কোল ভাসানোটাসানো আউট অফ কোশ্চেন।
  • Ishan | ১৮ জুলাই ২০১১ ১৩:৪৬ | 122.248.183.1
  • আমিও একবার দিল্লী গিয়েছিলাম। ঋভুর মতই বয়সে। গিয়ে দেখলাম সেই একই রকম পিচের রাস্তা। আর গাব্দা গাব্দা বাড়ি। নতুন কিছুই দেখার নেই। ইন্ডিয়া গেট নামের একটা গেটও দেখেছিলাম অবশ্য। কিন্তু তার তলা দিয়ে গলে কী সুখ টের পাই নাই। ঃ(
  • Arpan | ১৮ জুলাই ২০১১ ১৩:৪৬ | 202.91.136.71
  • অক্ষরধাম ঢোকার জন্য বিশাল লাইন পড়ে। সিকিওরিটি চেক ইত্যাদি আবশ্যিক। তাতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বেরিয়ে যাবে।
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৩:৪৪ | 123.242.248.130
  • পনেরো মিনিট খালি টাইম পেয়েছি। এই ফাঁকে দুটি অপ্রিয় কথা কয়ে নিই।

    যেরকমটি ভয় করেছিলাম, সেরকমটিই হয়েছে। ব্রতীন আপাতত লেখা বন্ধ করেছে ভাটিয়ালির পাতায়। আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে আর কি।

    চারদিন ধরে চলা নিন্দে প্রতিবাদ ছিছিক্কারের ঝড় গতকাল নাগাদ থেমে গেছে দেখে আমি আর কিছু লিখি নি, তবে হয় তো আমার আরও আগেই লেখা উচিত ছিল।

    ব্রতীন কিছু ভুল কথা লিখেছিল মুম্বই বিস্ফোরণের অভিঘাতে, বলা ভালো, নিজের মনোভাবের সঠিক ইন্টারপ্রিটেশন করতে পারে নি। ... আমরা যখন ভাটিয়ালিতে লিখি, কেউ গামা গামা থিসিস লিখতে বসি না, অলস খেয়ালের আলফাল বকি এখানে। উইকি বা গুগুল ডেটার সাথে ম্যাচ করার বাধ্যবাধকতা এখানে থাকে না। ফলে এখানে টাইপ করা সমস্ত কথাগুলোকে ফেস ভ্যালুতে নেবারও তেমন কোনও চাপ থাকে না। কিন্তু সো-কল্‌ড পলিটিক্যাল কারেক্টনেসের মহিমা এমনই, কেউ একটা লুজ টক এখানে করে ফেললেই তাকে এমনভাবে চেপে ধরে তর্জনগর্জন করা হয়, যার সঠিক প্রতিশব্দ হিসেবে আমার "হাউলিং' বা "সর্বসমক্ষে বিবস্ত্র' করা টাইপের শব্দ ছাড়া আর কিছু মাথায় আসছে না।

    ব্রতীন যা বলেছিল তা ঠিক বলে নি, অন্তত সর্বাংশে ঠিক বলে নি, সেটা নিন্দনীয়, আমরা সবাইই কমবেশি তার প্রতিবাদ করেছি, কিন্তু সেই প্রতিবাদের লেভেলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া হল, সরি হুতো, সরি পাই, আমি তোমাদের দুজনকারই নাম নেব, স্পেশালি তোমরা, ব্যাপারটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলে, যেন ব্রতীন তলোয়ার হাতে রাস্তায় বেরিয়েই পড়েছে মুসলমানদের কচুকাটা করতে।

    হিন্দু মুসলমানের মত সেন্সিটিভ বিষয় জনতা খায় ভালো। লেজিটিমেট অফেন্স নিয়ে প্রতিবাদ করতে করতে করতে করতে, এমন জায়গায় নিয়ে যাওয়া হল, যে শেষতম পোস্টটি পড়েও মনে হল তোমাদের প্রতিবাদ জানানো শেষ হয় নি। এই স্পেসিফিক প্রতিবাদের ধরণটা আমার নিজের চোখে অত্যন্ত নিন্দনীয় ঠেকেছে। অত্যন্ত। খুব চোখা চোখা ভাষায় ব্রতীনকে বিঁধে যাওয়া হয়েছে প্রতিবাদ কর্মসূচির প্রথম পোস্ট থেকে।

    একটা বুড়ো ঘেয়ো কুকুরকেও কেউ যদি ক্রমাগত কেউ লাঠি দিয়ে একটানা খুঁচিয়ে যেতে থাকে, সে-ও একসময়ে বিরক্ত হয়ে আক্রমণকারীর ওপর গর্জে উঠবেই, তখন আক্রমণকারী ভাবতেই পারে, এই কুকুরটা এই রকমই, চান্স পেলেই কামড়াতে আসে।

    ব্রতীনের ক্ষেত্রেও ঘটনাটা ঘটল এরকমই। একটানা ঘেঙিয়ে ঘেঙিয়ে ব্যাপারটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হল যে ব্রতীন টেম্পার হারিয়ে আরও কিছু বলে ফেলল, ফলে তাকে দাগিয়ে দেওয়া আরও সহজ হল, যে দ্যাখো, এইটাই ব্রতীনের শ্রেণীচরিত্র। তখন সে কোদালকে কোদাল বললেও তার অন্য মানে করে তার "মানে' জানতে চাওয়া হয়, মানে, ওভারঅল, ব্যাপারটাকে এমনভাবে নিয়ে যাওয়া হয়েছে, এমন টোনে কৈফিয়ৎ চাওয়া হয়েছে, যেন মনে হচ্ছিল ব্রতীন হাঁটু গেড়ে বসে কান ধরে নিঃশর্তে ক্ষমা চাওয়া পর্যন্ত প্রতিবাদ থামবে না।

    প্রতিবাদটা অন্যরকম হতে পারত, যে যার মত খারাপ লাগাটা ভালোভাবে জানিয়ে থেমে যেতে পারত। ইন্দ্রাণীদি যেমন জানিয়েছেন।

    তর্কপ্রিয় হওয়া ভালো, কিন্তু সেই তর্ক অন্যপক্ষের কোনখানে গিয়ে লাগে, সেটা বোঝার মত হুঁশ থাকাটাও জরুরি। নিজের খারাপ লাগা ব্যক্ত করতে গিয়ে অন্যকে একেবারে নীরব করে দেওয়াটা সুস্থ তর্কের মধ্যে পড়ে না।

    একটা মৃত বিষয় খুঁচিয়ে তুললাম। আবারও কথা চালাচালি হবে। আমি গুরুর প্রথম দিন থেকে আছি, কোনও অন্যায্য কথার প্রতিবাদ কী এক্সটেন্টে হয় সে বিষয়ে আমি অভিজ্ঞ। কিন্তু সবাই তো তা নয়? সবার লেখার হাতও শমীক কি পাই কিম্বা হুতোর মত নয়। মনের কথা সবাই একভাবে ব্যক্ত করতে পারে না। সবাই সমান ভাবে বুঝতেও পারে না। ... মনে পড়ছে অনেকদিন আগে কোনও এক ঈদের দিনে মাটনের আকাল হবার গল্প ভাটিয়ালিতে লিখেছিলাম, "আধ কিলো মাংসও দিতে রাজি হল না কোনও মোল্লার পো'। সেই মোল্লা উক্তি নিয়েও প্রতিবাদ উঠেছিল।

    পলিটিকাল কারেক্টনেসের চাপ গুরুর পাতায় এত বেশি, এত এত বশি যে অনেক নবাগতই এখানে লিখতে ভয় পান। অনেক পুরনো লোকও ছেড়ে চলে গেছেন এই পলিটিকাল কারেক্টনেসের ঠেলায়। বা, লিখলেও না-লেখার মতন করে লেখেন। এই কথা আমাকে অফলাইনে অনেকে বলেছেন, যে ওখানে তো বড় বড় বই পড়া শেষ না করলে লেখাই যায় না, তোমরা পণ্ডিত মানুষ, তোমরাই লেখো, আমরা পড়ে শান্তি পাই।

    ব্রতীনকে ভাটিয়ালিতে প্রশ্ন করলে ব্রতীন এসেমেস করে উত্তর দিচ্ছে। ব্রতীন, ভুল বোঝাবুঝি যা হয়েছে, সেটা ভুলে গিয়ে চলে এসো। তোমার কথা বলার মত অনেক লোক পেয়ে যাবে। ভাটিয়ালি শুধুই জ্ঞানীগুণীদের আস্তানা নয়। ভালো অনুবাদক বা বড় কলামনিস্টের আখড়া নয়। পাতি পাবলিকও এখানে ভাট মারতে পারে।
  • Ishan | ১৮ জুলাই ২০১১ ১৩:৪৩ | 122.248.183.1
  • কুমুদিদি আমারে আপনি কন। ক্কি ক্কান্ড।

    নিজের দুঃখের কথা বিশদে আর কি লিখব। প্রথমে আমার গাড়িতে একটা রিকশা ধাক্কা মারল। তারপর একপাটি চটি হারিয়ে গেল। তারপর সুমেরু আমার মাথা প্রায় ভেঙে দিয়েছিল। সেখানেই শেষ নয়। হুতোর সুইট কন্যাকে দেখে কোলে না নেওয়া অসম্ভব। অমি যতবার কোলে নিয়েছি ততবার সুমেরু তাকে "গঙ্গা গঙ্গা' বলে প্রোভোক করছিল। মেয়েটি অবশ্য হুতোর মতই ভদ্র। আমার কোল মোটেও ভাসায়নি।

    তবে খাওয়া-দাওয়া গুচ্ছ হল। ব্যস। ঃ)
  • kumudini | ১৮ জুলাই ২০১১ ১৩:৩৪ | 122.160.159.184
  • ঈশান,এট্টু বিশদে লেখেন না কালকের গপ্পো!
  • Netai | ১৮ জুলাই ২০১১ ১৩:৩৪ | 115.248.46.229
  • আমিও তো আইআইটি যাই। প্রতি শনিবার না হলে অল্টারনেট শনিবারে। কিচু নামি দামি বন্ধু আছে। গিয়ে ফুটবল খেলি। তারপর মাতৃমন্দিরে রাত্রে খেয়ে রোব্বার দুপুরে জেএনউতে গিলি। শম্ভুদার ক্যান্টিনে।
  • Ishan | ১৮ জুলাই ২০১১ ১৩:২২ | 122.248.183.1
  • সুমেরু দিব্বি আছে। কাল ফুর্তির চোটে আমার মাথা প্রায় ফাটিয়ে দিয়েছিল। আল্টিমেটলি ফাটেনি দেখে সে কি হাসি।
  • s | ১৮ জুলাই ২০১১ ১৩:১৯ | 117.194.102.32
  • পাঠিয়ে দেব শমীক।

    কুমুদিদি,
    সক্কলে ভাল।
    থ্যাঙ্কু
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৩:১১ | 123.242.248.130
  • বিয়ারের থেকে ভালো হবে। গ্র্যান্টি। পস্তাবে না। বিয়ারের ক্যানগুলো গাড়িতে রেখেও দিতে পারো। ফেরার পথে খেতে খেতে ফিরতে পারো।

    আইআইটি থেকে অক্ষরধাম মোটামুটি কুড়ি পঁচিশ কিমি।
  • kumudini | ১৮ জুলাই ২০১১ ১৩:১০ | 122.160.159.184
  • কানের কাছে কলকাতার পেলেনের কথা কইয়েন না,আপনেগো দয়া//মায়া /করুণা নাই???ঃ-(
  • kumu | ১৮ জুলাই ২০১১ ১৩:০৭ | 122.160.159.184
  • সামরান,তুমি,ছেলে,সুমেরু সব কুশল মঙ্গল?
  • santanu | ১৮ জুলাই ২০১১ ১৩:০৬ | 91.226.168.2
  • আমার কলকাতার প্লেন বিকেল ৫ টায়। আসলে ঐ ফ্রীজে রাখা বিয়ার গুলো ও খেতে হবে তো, তাই একটু তাড়া করছিলাম।

    অক্ষরধাম যদি বিয়ার এর থেকে ভালো হয় - তবে তাই হবে।
  • kumudini | ১৮ জুলাই ২০১১ ১৩:০৫ | 122.160.159.184
  • ইয়েস,যত তাড়াতাড়িই হাঁটেন,আড়াই/তিন ঘন্টা লাগবেই।তাচ্চেয়ে ধীরে সুস্থে দ্যাখেন,দেখারই জিনিস।
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৩:০৫ | 123.242.248.130
  • সামরান, আমায় জিমেলে পাঠিয়ে দেবে? এখানে হারিয়ে যাবে।
  • s | ১৮ জুলাই ২০১১ ১৩:০৩ | 117.194.102.32
  • শমীকের আরেক্ষান-

  • santanu | ১৮ জুলাই ২০১১ ১৩:০১ | 91.226.168.2
  • কুমুদিনি, না, না আমার বান্ধবী ও তার বর আছে দিল্লি আই আই টি তে।
  • siki | ১৮ জুলাই ২০১১ ১৩:০১ | 123.242.248.130
  • শান্তনু, হবে না।

    আটটায় বেরোলে পৌনে নটায় ঢুকতে পারবে। অক্ষরধাম দেখতে কিছু না হোক তিন ঘণ্টা লাগবেই। কেটেকুটে দুঘন্টার নিচে নয়। এগারোটায় দেখা শেষ হবে। পৌনে বারোটায় ফিরতে পারবে ঃ-)
  • kumudini | ১৮ জুলাই ২০১১ ১২:৫৫ | 122.160.159.184
  • শান্তনু কি দিল্লী আই আই টি তে আছেন?
  • kumudini | ১৮ জুলাই ২০১১ ১২:৫২ | 122.160.159.184
  • বিভীষণের মতো ছেলে হয় না,এ আমি বরাবর কয়ে আসচি।

    অক্ষরধাম সত্যি দেখার মতো,এট্টু হাঁটতে হয় অবশ্যি।
  • santanu | ১৮ জুলাই ২০১১ ১২:৫১ | 91.226.168.2
  • ধন্যযোগ সিকি। না, মেট্রো, অটো নয়, আমার বান্ধবীর একটা সাদা লম্বা মতো টয়োটা আছে ড্রাইভার সমেত।

    তাইলে সকাল ৮ টায় বেরোলে, ১১ টার মধ্যে, তিনি ঘুম থেকে ওঠার আগেই ব্যাক।

    হয়ে যাবে মনে হচ্ছে।
  • byaang | ১৮ জুলাই ২০১১ ১২:৪৯ | 122.178.199.46
  • অবিশ্যি বিয়ের আগে বিভীষণ যখন আম্রিগায় ছিল, তখন একদিন ফোনে জিজ্ঞেস করলো, কেমন বাড়ি আমার পছন্দ। বললুম ""দিল চাহতা হ্যায়তে আমীর খানের অস্ট্রেলিয়ার ফ্ল্যাটটা যেরকম ছিল, ওরকম''।
    ব্যাঙ্গালোরে আসার সময়ে বিভীষণ আর কোনো চান্সই নেয় নি, আমার মতামত জানার। আমাদের কোলকাতা পাঠিয়ে দিয়ে নিজে ব্যাঙ্গালোরে এসে বাড়ি নিয়ে মালপত্তর সেট করে তবে আমাকে ব্যাঙ্গালোরে আসতে দিয়েছিল।
  • abastab | ১৮ জুলাই ২০১১ ১২:৪০ | 61.95.189.252
  • আচ্ছা চিকেন চাঙ্গেজী বলে বস্তুটি কোথায় খেয়েছিলাম, ঐ পরাঠেবালে গলিতে কি? খেলে রক্ত গরম হয়ে ওঠে।
  • siki | ১৮ জুলাই ২০১১ ১২:৪০ | 123.242.248.130
  • মেট্রোতে ঘণ্টাখানেক লাগতে পারে, চেঞ্জ টেঞ্জ মিলিয়ে। অটোয় গেলে তিরিশ মিনিট।

    ব্যাং আমায় চড় মারলে আমি খেলবো না। পলিটিক্যালি ইনকারেক্ট চড়!!!
  • byaang | ১৮ জুলাই ২০১১ ১২:৩৮ | 122.178.199.46
  • সিকির কথায় মনে পড়লো, প্রথম যখন দিল্লি গেছি, বাড়ি খুঁজছি। আর বিভীষণ সমানে আমাকে মুনিরকা, বসন্তকুঞ্জ, সিআর পার্ক এইসব জায়গায় ফ্ল্যাট দেখিয়ে চলেছে, আর আমিও বিরক্তি দেখিয়েই চলেছি। একদিন একটা বড় রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো বেশ সুন্দর সুন্দর ছিমছাম দোতলা, তিনতলা বাড়ি। একটা বাড়ি দেখে বললাম ""আমি মুনিরকা, বসন্ত কুঞ্জের ফ্ল্যাটে থাকতে চাই না, তুমি নেহাৎ যদি জোর কর, নিমরাজি হয়ে ঐ দোতলাবাড়িটার মতন বাড়িতে থাকার চেষ্টা করতে পারি।'' কাছে গিয়ে দেখা গেল ওটা কেনিয়ার এমব্যাসির বাড়ি। তখন মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা থাকত না, নয়তো বিভীষণের ছানাবড়া চোখের ছবি তুলে রাখা যেত।
  • siki | ১৮ জুলাই ২০১১ ১২:৩৭ | 123.242.248.130
  • শান্তনু, সকাল সাড়ে আটটা বা নটায় খুলে যায়।

    মেট্রোতেও আসতে পারো। মেহরু প্লেস থেকে অক্ষরধাম। দুবার ট্রেন চেঞ্জ আছে অবশ্য। http://www.delhimetrorail.com/zoom-route-map.aspx
  • siki | ১৮ জুলাই ২০১১ ১২:৩৫ | 123.242.248.130
  • সামরান,

    থ্যাঙ্কু, গ্রাৎসে, Tak, ধন্যযোগ।

    এখনো দেখি নি, আপিস থেকে খুলবে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত