ঐ ভাষায় কি আমার জন্য? বলতেই হবে তুমি অগোছালো লেখাও খুব ভালো লেখো।
তবে এবার আমার আসতেও বেশ ভয় করবে।কম কথা তো নয় কিছু পলিশড না হয়েও ভুল জায়গায় মুখ খুলেছিলাম। তবে যে কটা পোষ্ট তর্কের সময় দেওয়া প্রতিটাই ঠিক ছিলো আমার ভাবনায় , এখন ও।আর আমার জন্য গুরুর কিছু হারাবার ও নেই, যাবার ও নেই।এই যা মাথা নীচু করে যাচ্ছি, যেটা কখন ও স্বপ্নেও ভাবি না।আর হ্যাঁ সেটাও নিজের কোনো ভুলেও নয়।খুব বিরক্ত লাগছে।
dd | ১৮ জুলাই ২০১১ ২২:২৪ | 122.167.5.191
অ্যাট নিশিকান্তো
অনরণ্য উত্তর খন্ডের ২১ অধ্যায়ে আছে। রামের উত্তর পুরুষ। দশরথের ঠাকুদ্দা বোধয়।
ইন্টেরেস্টিং লেগেছিলো কেননা He was the last king standing। বাকী রাজারা রাবণের বশ্যতা স্বীকার করে নিয়েছিলো। তো যুদ্ধ শুরু হলো।
শেষটায় রাম স্রেফ একটি থাপ্পর মেরে অনরণ্যের ভবলীলা সাংগ করলেন। এরকম কথা আর শুনি নি। সম্মুখ সমরে বিনা অস্ত্রাঘাতে মৃত্যু খুব অবমাননকর।
আর বিষ্ণুপুরাণে একই গল্পো আছে। তবে তাতে অনরণ্য রাবণের শরাঘাতেই নিহত হয়েছিলেন।
সম্ভবাটা খুঁজি নি।
kc | ১৮ জুলাই ২০১১ ২২:১২ | 89.203.49.18
খুব বাজে হল।
pi | ১৮ জুলাই ২০১১ ২১:৪৫ | 72.83.103.132
ক'দিন ধরে গুরুতে একটা জিনিস দেখে বেশ অবাক লাগছিল। অস্বস্তি ও। নিচের পোস্টটা তখন ই করতে শুরু করেছিলাম।
আজ সকালে উঠে নন পোস্ট পড়ে মনে হল ।জানিনা ঠিক কী মনে হল। সব তালগোল পাকিয়ে যাচ্ছে।
গুছিয়ে কিছু লিখতে পারবো না। সরি।
কথাগুলো অনেকটাই আগেও বলা। আবার বললে ভনভন করা হবে। অথচ কথাগুলোর বক্তব্য কিছু শুনছে, বুঝছে কিনা জানিনা। বুঝলে এই নতুন নতুন অভিযোগ আসার কথা ছিল না। এদিকে বলা মানেই ... এই প্যারাডক্সের থেকে মুক্তি কোন পথে জানা নেই।
আবার কথা বলে কোন লাভ যে নেই, জানা আছে। তবে যেহেতু, অভিযোগ উঠেছে, ক্ল্যারিফিকেশনের একটা দায় থাকে। হয় খণ্ডানো, নয় ক্ষমা চাওয়া। নইলে, হ্যাঁ, আমিও মনে করি, দায়িত্বজ্ঞাহীনতা হয় ঃ)
গুরুতে কী লেখা যাবে, র্যাদার, কী লেখা যাবে না তা নিয়েও সংশয় হচ ছিল, তাই নিয়ে আলোচনা চাইছিলাম বলেই লিখতে শুরু করেছিলাম, কাল। আজ মনে হয়েছে, সেটা নিরর্থক। র্যাদার, কী লেখা যাবে, কী যাবে না, সেটা নিয়ে আন্দাজ পেয়ে গেছি। সেজন্যই আর লিখবো না বলছি। ঠিক অভিমান টান করে নয়। যেগুলো লেখার তাগিদ অনুভব করতাম, সেগুলো লেখা যাবেনা জেনে বলছি, লিখতে পারবোনা। আমার অক্ষমতা।
এই পাবলিক ফোরামে কিছু মন্তব্য খারাপ , অনুচিত লেগেছিলো। এই পাবলিক ফোরামে অকারণে ব্যক্তিগত আক্রমণ, অপমানের শিকার হলাম। এসব নিয়ে কয়েকজন বল্লেন। যাঁরা বল্লেন, তাঁদের অনেক ধন্যবাদ।
অনেকেই কিছুটি বল্লেন না। আজ অনেক অনেক লম্বা পোস্ট করা কারুর থেকে তখন একটা লাইন ও বেরোতে দেখিনি। একটা শব্দ ও না। তা নিয়ে কোনোরকম অভিযোগ নেই। এক্সপেক্টেশন ও ছিল না। নিজের প্রতি না এলে আমাদের অনেক কিছুই গায়ে লাগে না, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ওনরকম শ্লেষ না করেই বলছি। লাগলেও অনেকে প্রকাশ করেন না। সেও ঠিক আছে। আমি নিজেও কী সবসময় করেছি ? করিনি। এখনি মনে পড়ছে, ক'দিন আগে ইন্দ্রাণীদিকে যখন বলা হয়, ঝগড়া কোরো না। খুব আপত্তিকর লেগেছিল। বলা হয়নি।
এই উদাহরণটাই মনে আসার একটা কারণও আছে বোধহয়।
আগেও এক দুবার মনে হয়েহে্চ, এবার আরো বেশি করে মনে হল, যখন কোন কথা বলতে চাইছি, তর্কাতর্কি করছি, তখন এই পাশ থেকে 'ঝগড়া' কোরোনা জতীয় স্টেঅটমেন্ট গুলো খুব অস্বস্তিকর লাগে। হ্যাঁ, সে অস্বস্তি, ব্রতীনদার আমাকে বলা কথাগুলো শোনার থেকে খুব কিছু কম নয়।
হ্যাঁ, কেউ কেউ এই বিতর্ক হয়তো পড়েন ই নি। ইন্টারেস্ট নেই বলে। সেই নিয়েও কোন সমস্যা নেই।
কিন্তু অবাক এবং খারাপ লাগে, তাঁরা যখন উল্টে অভিযোগ করলেন,ধমক দিলেন, নানারকম শ্লেষপূর্ণ তির্যক মন্তব্য করে গেলেন, প্রতিবাদ করার জন্য। নিজের খারাপলাগা প্রকাশ করার জন্য।
হ্যাঁ, খারাপ আমার লেগেছিল। প্রচণ্ড।
ব্রতীনদাকে কোনোকরম কোন ছোট করে, বোঝাবুঝি সংক্রান কোনোরকম কটাক্ষ করে আমি একবারের জন্য ও কিছু বলিনি।
এগুলো নিয়ে অন্য কেউ বল্লেও আমার খারাপ লাগে। তাই আমি নিজেও এব্যাপারে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি, যাতে আমি নিজে কখনো এরকম অ্যাটিচুড না দেখাই। সেখানে আমার কাছে এই সুপিরিয়রিটি কমে্প্লক্সের অভিযোগটা খুব ই খারাপ লাগার ও আপত্তিকর। আমি তো এটা শুনে কোন ঝগড়াতে যাইনি। আমার তখনকার পোস্ট পড়ে দেখা হোক, আমি ব্রতীনদাকে বোঝানোর চেষ্টা করেছি, ভুল বুঝছ। বোঝেনি। কারণ জানতে চেয়েছি। হ্যাঁ, 'খুঁচিয়ে' ই কারণ জানতে চেয়েছি , কারণ এই অভিযোগটা, ব্যক্তিগতভাবে আমার পক্ষে হজম করা কষ্টকর।
আমি যখন সেটা বোঝাতে চাইছিলাম এবং ব্রতীনদা বুঝছিলো না, তখন কাউকে সেই বোঝানোতে সাহায্য করতে দেখেছি কি ? ঝগড়া বা খোঁচানো নিয়ে যাঁদের এত আপত্তি ?
এরপর যখান কারণ দর্শানো হল, সেটা সম্পূর্ণ আমাকে মিসকোত করে। কোটেশন মার্কের মধ্যে এমন একটা কথা বসানো হল, যার ]৭০% আমার বলা কথা নয় , আর যার মানে আমি যা বলতে চেয়েছি, তার থেকে ১০০% ১আলাদা।
হ্যাঁ, এই মিসকোটেশন নিয়ে আমি প্রশ্ন তুলি , খোঁচাই। কারণ কোন সদুত্তর পাই না।
এদিকে তার বেসিসে করা আমার নামে সুপিরিয়রিটি কমে্প্লক্সের অভিযোগ বহাল থাকে !
আমার জানতে চাওয়াকে খোঁচানো, ঝগড়া করা, ভনভনানো বলে যাদের এত আপতি,ব্রটীনদার দিক থেকে আমার সম্বন্ধে করা অভিযোগ গুলো বারবার আসাতে তাদের সবার আপত্তি দেখিনি তো তখন !
এবার শুরু হল তার ভিত্তিতে পাবলিক ফোরামে আমাকে অপমান করা । ডিলিট করার হুমকি , করা, চুপ করার হুমকি, এবং তার পর ঐ ভাষায় ...
ও হ্যাঁ, জানিয়ে রাখি, এসবের মাঝেও আমি ব্রতীনদাকে 'অফলাইনে' বোঝানোর চেষ্টা করছি, আত্মসম্মান বিসর্জন দিয়েই করেছি, যে তুমি ভুল বুঝছো পুরো। আমি এরকম কোন ইঙ্গিত দিয়নি।
উত্তরে সেই এক ই জবাব পেয়েছি, যা বোঝার ঠিক বুঝেছে, আমার সুপিরিয়রিটি ক্মপ্লেক্স ইত্যাদি ।
এখন আমার একটা কথা মনে হচ্ছে। আজ সিকির পোস্টে ঐ এখানে অনেকে ভাল লেখেন , এর মধ্যে লিখবো না, ঐ কথাগুলো শুনে। কারণ অফলাইনে এরকম কথা আমি এর আগেও ব্রতীনদার থেকে শুনেছি। আর সেজন্য এর আগেও ব্রতীনদা লেখা বন্ধ করে দিয়েছিল। তখন ভাটে কার পোস্টে ব্রতীনদার এ কথা মনে হয়েছিল জানিনা,আমার মত কাউকে আঙুল তুলে অভিযোগ ও মনে হয় করেনি। কিন্তু তখন আমি ই এটা নিয়ে বুঝিয়েছিলাম, সে বোধহয় ব্রতীনদা ভুলে গেছে ঃ)
nk | ১৮ জুলাই ২০১১ ২১:৩৮ | 151.141.84.194
হেরম্ব মৈত্র র গল্পটা খুঁজে পেলে? নেতাই? ঃ-)
nk | ১৮ জুলাই ২০১১ ২১:৩৭ | 151.141.84.194
ইন্সফিশিয়েন্ট ডেটাতে এই মুশকিল যে কোনোকিছু প্রেডিক্ট করা চাপ। ঃ-)
Netai | ১৮ জুলাই ২০১১ ২১:২৬ | 115.248.46.229
হ্যাঁ। এই পর্যন্তই তথ্য ছিল। অপর্যাপ্ত।
nk | ১৮ জুলাই ২০১১ ২১:২৫ | 151.141.84.194
ক্রুশ্চেভ হলে তো রাশিয়ায় বাড়ি হতেই হবে। ঃ-)
Netai | ১৮ জুলাই ২০১১ ২১:২৩ | 115.248.46.229
ক্রুশ্চেভ টা কোন জন। রাশিয়ার যার আদি বাড়ি?
Netai | ১৮ জুলাই ২০১১ ২১:২১ | 115.248.46.229
মইদ্যে অবশ্য সেই আর পাঁচ খানা মেলের মত। Hi,
Im a smart & bubbly person looking for my special one for life!
View Proposals Chat Now Regards Nikita
nk | ১৮ জুলাই ২০১১ ২১:২০ | 151.141.84.194
কোন নিকিতা? উফ, আমি ভাবলাম ক্রুশ্চেভ! ঃ-)
Netai | ১৮ জুলাই ২০১১ ২১:১৯ | 115.248.46.229
নিকিতা আমায় মেল করেছে। সাবজেক্ট দিয়েছে-Someone Special is waiting for you!
nk | ১৮ জুলাই ২০১১ ২০:৫৬ | 151.141.84.194
এদিকে বীতংস কোয়ান্টামজগতের মার্ক্সবাদ নিয়ে কী যেন বলেই পালিয়ে গেলেন! এরকম করলে হয়? খুলুন না টই! ঃ-) সেদিন ব্রহ্মানন্দের মূল নিয়েও কী একটা তিনি কইলেন, লোকে টুইয়ে দিলো। এরকম কল্লে খেলবো কী করে???? ঃ-)
একটিবার চুরি করে উঁকি মেরে দেখতে গিয়েই---দেখি কিনা কুমুর 'দিলি কা লাড্ডু" খাওয়ার ডাক--আহা কি অনন্দ আকাশে বাতসে--লাড্ডু খেয়ে তৃপ্তচিত্তে সব্বাইকে একটা বিগ হাগ দিয়ে গেলুম---সব ভাটুরেরা আনন্দে আশিখানা হয়ে থাক ---সুখে দুখে ঝগড়ায় ভালবাসায় আমরা একসঙ্গে ছিলাম, আছি থাকব--- বতীন তোমার বাড়ী নেমন্তন্নে আমার রেনচেক নিয়ে রাখলাম, নভেম্বরে দেশে যাব তখন ক্যাশ করব পাই তোর কাছ এলাম বলে সেই ফালুদাটা খাওয়া হয় নাই বলে কিকিয়া এবার কলকাতায় তোর হাতের রান্না না খেয়ে ফিরবনা (শুচি-ফিজি রে জিগিয়ে নেব লিস্টটা) হুতো বাড়ী হল?? উইকেন্ডে ? সোহাগ জিগায় রোজ --কদ্দুর??
nk | ১৮ জুলাই ২০১১ ২০:১১ | 151.141.84.194
দাশরথি কে দাশু বলা সম্ভব। ঃ-)
M | ১৮ জুলাই ২০১১ ২০:০৯ | 59.93.245.138
গর্র্র্র,
আমাকে নিয়ে খিল্লি নয়।:X
কবি পাগলা দাশু কাকে বলেছেন?
কিছুক্ষন পর পর জিগিয়ে যাবো।
nk | ১৮ জুলাই ২০১১ ২০:০৮ | 151.141.84.194
আর এই বীতংস দেখি আসে, যেই না ওকে নামের মানে জিজ্ঞেস করি, অমনি পালায়। ঃ-)
nk | ১৮ জুলাই ২০১১ ২০:০৭ | 151.141.84.194
হেই ডিডি, সম্ভবা আর অনরণ্য কোথায়? আমি ইউনিকোড বাগিয়ে "খাপ পেতেছেন শম্ভুমামা"র স্টাইলে বসে আছি যে! পর পর পর পড়বি পাখি ধপ! ঃ-) (আড়ালেঃ ওটা শম্ভুমামাই ছিলো তো? ঃ-))
aka | ১৮ জুলাই ২০১১ ২০:০৩ | 168.26.215.13
ভাবছি হুতো, পাই আর বোতিনকে প্যাঁক দেব। পলিটিকালি কারেক্ট প্যাঁক মনে পড়ল না বলে কাটিয়ে দিলাম। (মাইরি এটা মঃ)
aka | ১৮ জুলাই ২০১১ ২০:০১ | 168.26.215.13
বড়মর ব্রাউজার হল অস্ত্র আর নাম না করা তীর হল শস্ত্র।
M | ১৮ জুলাই ২০১১ ১৮:৫৯ | 59.93.245.138
ইসে, ক্ষমা চাওয়ার।
M | ১৮ জুলাই ২০১১ ১৮:৫৮ | 59.93.245.138
ব্যাস, এবার ক্ষমার বহর কমাও, নইলে আর ক্ষমা নেই।
r2h | ১৮ জুলাই ২০১১ ১৮:৫০ | 198.175.62.19
বড়ম, আমি সেদিনই বলেছিলাম, এটা আমাকে বলা না হলে করজোড়ে ক্ষমাপ্রার্থনা। সেটা এখনো অ্যাপ্লিকেবল। তোমাকে খোঁচানোর কোন উদ্দেশ্য আমার নেই, তার কারনও দেখিনা। তোমার নাম না করা তীর আমার গায়ে লেগেছিল, তাই রেসপন্ড করেছি। ভুল করে থাকলে দুঃখিত আবারও বলছি। তখনও বলেছিলাম, খুব সরাসরি। আর গুছিয়ে কথা বলা সম্ভব কি না তা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কথা বলা হয়েছে, আমার কাছে সেটাই যথেষ্ট, তার পেছনে কি সীমাবদ্ধতা ছিল, সেটা না বলে দিলে আমি বুঝতে পারিনা, তার প্রয়োজনও দেখিনা। সেদিন বললাম না, সব কিছু আর বুঝি কই! তবে আমাকে বলা হয়নি এমন কথায় রেসপন্ড করে থাকলে ক্ষমাপ্রার্থী, আবারও, সেদিন জানতে পারলে আর এত কথা লিখতে হতোনা।
M | ১৮ জুলাই ২০১১ ১৮:৩০ | 59.93.245.138
ভালো,ভালো, ঠিক.........
হুতো , যেটা তোমায় বলা, সরাসরি তোমায় বলা হয়েছে।যেটা নিয়ে ভেবে চলেছো, সেটা তোমায় , পাই বা টিমকে বলা হয়নি, তবে সে তীর ঠিক জায়গায় পৌছেছিল।
আর টিমকে উদ্দেশ্য করে কিছুই বলিনি।
আর না পোষালে কথা বলো না,কিন্তু আমার নামটা এবার ইগনোর করলে ভালো হয়। আর হ্যাঁ, আমার দ্বারা গুছিয়ে কথা বলা সম্ভব নয়, সব ভালোমানুষরা একজায়গায় বসে দোষ গুলো খচাৎ খচাৎ করে বার করে বলে দাও, একযোগে স্যরি বলে যাবো নাহয়।তবে এই আর কি, আমায় খুঁচিয়ে খুঁচিয়ে মারতে হলে যে ক্যাপা দরকার সেটা তোমার আছে কিনা তাতে আমার ঘোর সন্দ আছে।
hu | ১৮ জুলাই ২০১১ ১৮:০৯ | 12.34.246.72
একটা কথা না লিখে পারলাম না। এই কদিনে যারা সরব ছিলেন তারা সকলেই বিভিন্ন সময়ে দুঃখপ্রকাশ করেছেন। টিম ভুল বোঝাবুঝি হলে তার জন্য ক্ষমা চেয়েছে। হুতো একই কথা বারবার টেনে আনার জন্য দুঃখপ্রকাশ করেছে (যদিও ব্যক্তিগত মত এই নিয়ে আলোচনা জরুরী ছিল)। আকাদাও দেখলাম ব্রতীনদাকে সরি বলল। পাই-এর দুঃখপ্রকাশের জায়গা নেই, ওকে মিসকোট করা হয়েছে বারবার। কিন্তু যার কিছু মন্তব্য নিশ্চিত ভাবেই ডেরোগেটরী তাকে একবারও তার জন্য দুঃখপ্রকাশ করতে দেখি নি। এবং তার পরেও গুরুতে যারা নিয়মিত আনাগোনা করেন তাদের বিরক্ত হতে দেখেছি এই প্রসঙ্গ এত বেশি কেন টানা হল তা নিয়ে। অফলাইনের দাক্ষিন্যবঞ্চিত এক নিছক পাঠকের কাছে গুরুর এই আচরন তার চরিত্রবিরোধী।
(ডিঃ প্রায় সব বিষয়ে চুপ করে থাকা আমি কেন আজ হঠাৎ করে দু-চার লাইন খরচ করে ফেললাম এই তামাদি হয়ে যাওয়া বিষয় নিয়ে তার ব্যাখ্যা দিতে আমি অপারগ)
r2h | ১৮ জুলাই ২০১১ ১৭:৪০ | 67.96.80.214
শান্তি। তবে চিনির পরতে মুখ কিটকিট করছে। ব্রতীনদার কাছে কিছু প্রশ্ন রয়ে গেল। বড়ম এর ধেড়ে খোকাখুকুর কচি থাকার চেষ্টা ইত্যাদি অবশ্য নিজেই বোঝার চেষ্টা করছি, দেখি পারি কিনা। আবার কি কি জ্বলে যাবে, তার দায় নেওয়ার ইচ্ছা নাই, দায়বদ্ধতার ছদ্ম বোঝায় এমনিতেই ঘাড় টনটন করে।
এতবড় এগটা যুদ্ধু হল, দু এগটা লাশ না পড়লে কি আর যুদ্ধুর মান থাগে? লোকে ক্ষি বলবে? শহীদের অক্ত হবেই হবে ব্যর্থ,। শহীদ হামি টোমায় তুলছিনা তুলবনা।
এটাও ডিডির মতন হলনা। (তাই বলে ক্ষি চেষ্টা কব্ব না?)
M | ১৮ জুলাই ২০১১ ১৭:২৯ | 59.93.245.138
সেরেছে, পাই ও অভিমান করে চলে যাবে?
কিন্তু আমার একটা পোশ্চেন ছিলো, পাগলা দাশু কবি কাকে বললেন?
kumudi | ১৮ জুলাই ২০১১ ১৭:২৫ | 122.160.159.184
পাই,ক্ষত যত,ক্ষতি যত-তাদের মিছে করে দাও,প্লীজ-এইটুকুই বলতে চাই।
kumu | ১৮ জুলাই ২০১১ ১৭:১৯ | 122.160.159.184
ক্ষেউ বাদ নয়। আকা,রিমি,দুখে,কাজু,সবাই বেলকাম।আগেই বলে দিয়েচি নাম বাদ গেলে সরি। তিলস্যার,নীনা,ডিডিদা,রঞ্জনদা,কেডিদা,অচিন্ত্য,আপনেরা আবার গ্যালেন কই?আসেন,লাড্ডু খান।
quark | ১৮ জুলাই ২০১১ ১৭:১৯ | 14.139.199.1
লাস্ট পোস্টের মিছিল!
pi | ১৮ জুলাই ২০১১ ১৭:১৮ | 72.83.103.132
কাল একটা পোস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম।
পারলে আজ লিখে দেব।
এবং সেটা আমর গুরুতে লাস্ট পোস্ট।
তোমরা ব্রতীনদাকে জানিয়ে দিতে পারো সে নির্দ্বিধায় ফিরে আসতে পারে।
সবাইকে অনেক ধন্যবাদ।
aka | ১৮ জুলাই ২০১১ ১৬:৪৭ | 24.42.203.194
আর আমি বোধহয় নিহত সৈনিক। তবে কেন পায় না বিচার ইত্যাদি ইত্যাদি।
হানুরে প্রোভক করছি।
dukhe | ১৮ জুলাই ২০১১ ১৬:৩৯ | 122.160.114.85
যুদ্ধুক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলাম বলে মিষ্টিতে বাদ পড়লাম ? তবে লাড্ডুগুলি দিল্লির হলে কোন ক্ষোভ নাই ।
সিকি,তুমি আর নতুন কী কইবে,আরেন্টি স্যার কবে লিকেচেন-নিশীথশয়নে ভেবে রাখি মনে ইঃ
ব্রতীন,হুতো,অর্পণ,পাই,সায়ন,বড়ম,ব্যাঙ,সিঁফো,ছোটাই,টিম,ঈশেন,মিঠু,সামরান,সিকি,নেতাই,আর সবাই(নাম বাদ গেলে সরি)--এই দ্যাকো হলদিরামের লাড্ডূ এনিচি,আর তেমন কিচু পেলুম না। মিষ্টিমুখ করে সব জমিয়ে ভাটে বোসো দিকি।
h | ১৮ জুলাই ২০১১ ১৬:৩৩ | 203.99.212.53
কি হাঃ। ঝগড়া করলো অন্য লোকে, আমি শুদু মুদু প্যাঁক খেলাম। ক্রমশঃ মাইরি আর্জো আমায় 'স্নেহের হিজিবিজিবিজ' গোছের ট্রিটমেন্ট দিচ্ছে।
aka | ১৮ জুলাই ২০১১ ১৬:২৮ | 24.42.203.194
বোঝো!
১। বোতিনের রাজনৈতিক বক্তব্য নিয়ে আপাতত কোন বক্তব্য নাই।
২। কোদাল ইত্যাদি নিয়েও বক্তব্য নাই, বোতিন অলরেডি এক্ষপ্লেইন করেছে। সেদিন মনে হয় আমিই শুরু করেছিলাম। মোটের ওপর বোতিনকে জিগ্যেস করা সঙ্কেÄও কিছু বলছিল না। তাতে কিঞ্চিত মাথা গরম করেছিলাম। সেটা ঠিক হয় নি সরি বোতিন।
৩। পাইয়ের সাথে বোতিনের কথোপকথন অনেক সময়েই বেশ বেসুরো লেগেছে। তা তক্কাতক্কির সময়ে অমন হয়। পরে একটু সরি বললেই মিটে যায়। পাইয়ের পোস্ট পড়ে কখনোই মনে হয় নি পাই বোতিনের সিরিয়াস বই পড়া ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছে। ওটা বোতিনের ভুল মনে হয়েছে।
৪। আর তক্কাতক্কি করতে গিয়ে এই লেভেলে চলে গেলে খুব মুশকিল। একটি লোককে দু একটি বাক্য দিয়ে জাজ করলে কেন হবে? বক্তব্যকে বক্তার থেকে আলাদা করতে পারলেই ডিবেটের কনটেক্সট চেঞ্জ করা যাবে। (কি দিলাম, হনুর পোস্টের মতন হল কি? মাইরি চেষ্টা করেও পারি না)।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন