নীনাদি, কিছু করার নেই, আমার ঐ একখানাই টিশার্ট আছে এখন ঃ)
r2h | ১৯ জুলাই ২০১১ ২২:৪৫ | 198.175.62.19
রাইটো। আমার কাছে পাতার ভেতরের আর বাইরের সম্পর্কের দেওয়ালটা ইম্পর্ট্যান্ট।
তবে কিছু কিছু ক্ষেত্রে রিকন্সেলিয়েশন একেবারেই অসম্ভব হয়ে পড়ে। এট্টু ডায়ালগবাজি করতে ইচ্ছা করছে
frankly my dear i don't give a damn ঃ)
Paramita | ১৯ জুলাই ২০১১ ২২:৪৪ | 202.3.120.4
আজ আমি ফিরে এসেছি তোমার পাশে বসেছি বলো তোমার কথা শুনবো আজ শুনবো বলে আজ রাখি নি কাজ তোমার কথাহারা গান যার ঠিকানা জানা নেই, জানা নেই স্তব্ধতার গান শোনো।
প্রতিটি ঘরে ঘরে আর দেয়ালে প্রতি রাস্তার দেখেছি কথা বলে দার্শনিক শুনেছি কথা ভরা মাঙ্গলিক মানুষ মানুষের হাত ধরে মুখর হতে চায় প্রাণ ভরে তবু সে মুখরতার বুকে বাসা বাঁধে স্তব্ধতার নীরবতা স্তব্ধতার গান শোনো।
মানুষ কথা বলে যায় কথার কথা বলে যায় কথা বলে, কথা না শোনে কথা শোনে, কথা না শোনে কথার মানে থাকে না থাকে না তার কোনো দাম, কোনো দাম স্থব্ধতার গান শোনো।
আমার চোখে রাখো চোখ কথার অবসান হোক এখন আর কোন শব্দ নয় এখন আর কোন কাব্য নয় এখন তুমি আমি আর কোনো কথায় বাঁধা নেই, বাঁধা নেই স্তব্ধতার গান শোনো।
এই এক্ষুনি হবে! আমি তোর নড়াটা ধরে ঝুলিয়ে দুম দুম করে পাঁচিলে তোর মুন্ডুটা ঠুকে দিলাম। নে, এবার কী করবি কর! গানটাকে অমন করে অশ্লীলায়িত করার অধিকার তোকে কে দিয়েছে!!
siki | ১৯ জুলাই ২০১১ ২২:৩৯ | 122.162.75.15
নীনাদি এবং মিতাদি কেন হাসল শিবুদাকে উদ্দেশ্য করে, বুইলাম না। এক্ষপ্লেইন করে দাও।
Tim | ১৯ জুলাই ২০১১ ২২:৩৯ | 198.82.19.192
কতদিন ভাচ্চুয়াল ক্যালাকেলি হয় না! ঃ-(
Nina | ১৯ জুলাই ২০১১ ২২:৩৭ | 12.149.39.84
সিকি, বতীন যে এখনও এলনা কেন এলনা জানিনা পাই গানটা গা তো সোনা ঃ-))
Nina | ১৯ জুলাই ২০১১ ২২:৩৫ | 12.149.39.84
শিবু ঃ-)))))))))
siki | ১৯ জুলাই ২০১১ ২২:৩৩ | 122.162.75.15
জোড় হাত করে জানাচ্ছি, অন্যায় আমরা সকলেই করছি। যারা যারা এর মধ্যে জড়িয়ে পড়েছি, সকলেই অন্যায় লিখছি, অন্যায় বুঝছি। একে অপরকে। অথচ এই তো, দু সপ্তাহ আগেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল।
বিগেমের পোস্ট ভালো লাগে নি। বিগেম তুমি খুব রুড হয়ে গেছিলে সেই পোস্টে। ভালো লাগে নি।
আমার নিজের পোস্ট ফিরে পড়লাম। সেই একই দোষে দুষ্ট। ঠিক ভদ্রতা রাখতে পারি নি। মাপ চাইছি।
হুতো একগাদা মশলা দিয়েছিল, অনেকটা বেঁচে গেছে। সবাইকে দিলাম। পাই, বিগেম, টিম, ইন্দ্রাণীদি, আর যারা যারা দুঃখ পেয়েছেন, সমস্ত স পা এবং নী পা, সবার কাছে হাত জোড় করে মিনতি জানাচ্ছি, সব ভুল বোঝাবুঝির অবসান হোক, সবাই মশলা খান।
আমরা প্রত্যেকেই অল্পবিস্তর উত্তেজিত হয়ে পড়েছি, উত্তেজিত হয়ে থেকেছি, ফলে কেউই র্যাশনালি চিন্তাভাবনা করে উঠতে পারি নি। এটা ঠিক নয়।
একটা কথা সবাই মনে রাখবেন, অ্যাট দা এন্ড অফ দা ডে, এটা একটা ভার্চুয়াল পাতা। মায়াপাতা। যা ঝগড়া মনকষাকষি এখানেই শুরু করুন, এখানেই মিটিয়ে ফেলুন। এখানকার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও ব্যক্তিমানুষকে জাজ করতে যাবেন না। পাতার বাইরে বন্ধুত্বটা বন্ধুত্বেই থাকুক। মতান্তর যেন মনান্তর না হয়।
প্লিজ। সবাই মিলে এবার থামুন। আমিও থামি।
Nina | ১৯ জুলাই ২০১১ ২২:৩৩ | 12.149.39.84
কোনো মানে হয়, মাত্র আধঘন্টা গুরু খোলা যায় এই হতভাগা আপিশে--তার সবটাই চলে গেল ব্যক গিয়ারে পড়তে ঃ-((
কিকিয়া, রাগুমেয়ে , চড়াই পাখীর মতন ফুরুক ফুরুক করে ( আমার মনে হয়) ওর প্রতি আমার বড্ড টান---হুতোটা একটা মিষ্টি গুড় ছেলে , ব্রতীন হুরুম্দুরুম করা এক সুবোধ বালক--পাই তো মনের মতন একটি সুর---অনেক লম্বা লিস্ট --সময় নেই--সব্বাই আমার মনের মানুষ হয়ে গেছে--কাউক্কে ছড়তে পারব না --কারুর দোষ দেখতে পাইনা আমি--- গুরুতে আমর সবাই যে যার মতন গুলতানি করে যাব--কখনও বকব কখনও গলে লাগাব--যখন যা মন চায় --বটম লাইন আমরা যে সবাই সবাইকে ভালবাসি--এটাই সার কথা--ব্যাস!! সব্বাইকে অনেক ভালবাস জনিয়ে গেলুম---আবার আসব, বরবার আসব
হুতো অমন সুন্দর টি শার্টার সঙ্গে লুঙ্গী পড়বি জানলে দিতাম না--রাগ-ইমো এখানে।
M | ১৯ জুলাই ২০১১ ২২:২৮ | 59.93.202.133
আর তাত বুঝে আরো তাতিয়েতে সিঁফোর ভুমিকা নাই, সেখানেও কবি যাহাকে পোষ্ট করছিলেন,তাহাকেই বলিয়াছেন, খুব অস্পষ্ট তো ছিলো না সে বক্তব্য ও।
স্যরি গাইজ।
ইন্দোর আমি অকৃতি অধম, আজ সারা সকাল শুনেছি।বোধায় বানান্টা ভুল বলছি। থ্যাঙ্কু, ঠিক সময়ে ঠিক লিং দেবার জন্য। খুব মন ভালো হয়ে গেসলো।
mita | ১৯ জুলাই ২০১১ ২২:২৮ | 64.191.211.55
শিবু, ঃ))
Sibu | ১৯ জুলাই ২০১১ ২২:২৬ | 66.102.14.1
তিমির গানের পরের লাইনঃ
সে যে নাগাল পেলে, লুঙ্গি ফেলে, লাগায় চোখে ধাঁধাঁ।
ডিঃ - মিতার জন্য নহে।
aranya | ১৯ জুলাই ২০১১ ২২:২৫ | 144.160.226.53
হুতো-যে বাস্তবিক অর্থেই একজন শিল্পী, সে সন্দেহ আমার বরাবরই ছিল। প্যান্ট খুলে নেওয়ার হুমকিতে বিচলিত না হয়ে ধাঁ করে একপিস আত্মপ্রতিকৃতি নামিয়ে দেওয়া - নাঃ, মনেপ্রাণে শিল্পী না হলে এ জিনিস সম্ভব নয়। ছবিটা হয়েছেও বেড়ে। গালাগাল হজম করে, সেই বেদনাকে শিল্পে রূপান্তর -শুধু প্যান্টস্ অফ নয়, হ্যাটস্ অফ। '.. দিনরাত সন্দেহজনক বন্ধুবান্ধব, এবং আমার নিজেরও আনাগোনা' - এই লাইনটাও ঘ্যামা লাগল। এই মুহূর্তে একটু 'নো প্রতিবাদ' মুডে বা মোডে আছি, বয়সটা কেমন হুড়হুড়িয়ে বেড়ে গেছে, ধেড়ে বয়সে কচি সাজার গাল আর খেতে চাই নে। তবে, ভয়ে ভয়ে এটুকু জানিয়ে যাই - লুঙ্গি বিপ্লবে আমিও আছি। সেই কোন সরল শৈশবে, আশির দশকে, iit-kgp-তে দুই বাংলাদেশী বন্ধু ছিল - হাসান আর রেজা, তাদের প্রভাবে আমিও বড় লুঙ্গি-প্রিয়।
r2h | ১৯ জুলাই ২০১১ ২২:২১ | 198.175.62.19
বুঝতে না পারার তো কিছু নেই, আমি কালই বলেছি আমি হাওয়ায় তীর ছুঁড়িনা। আমি চিরকালে ব্যাদড়া বালোক, বকা ঝকা ভালো ভাবে নিই না।
আমি দুটো বাক্য পাল্টে দিচ্ছি,সেই খোকাখুকু টা ব্যাক স্পেস মেরে করে দিলামঃ বড় হয়ে গেলে তো অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়, যেমন আমরা অন্যকে বলি, তাই প্লিজ তর্কটা খুব ভালো দিকে মোর নিচ্ছে নাতো, তাই এটাকে আর এগোতে দেবেন্না প্লিজ।
আর হুতোকে, ছোট্ট সোনা হুতো,ওভাবে আমাকে নিয়ে যে খিল্লি খিল্লি পোষ্ট গুলো করে পিছনে পরেছো, সেটা সবাই বুঝতে পারে।তাতে আমি ই তো কখন ও রেগে উঠতে পারি,আর বড়রা রেগে গেলে বকে দেয় জানোতো?
ক্ষী হলো? হাঁ করে চেয়ে আছেন কেন মহাই রা? হলো না? ওক্কে চলো, আমি না খুউউউব খারাপ কিছু করে ফেয়েছি।ক্ষমা, প্লিজ, ক্ষমা.............. টেন্ডস টু ইনফাইনাইট।
ইসে, হুতো আরেট্টা খুব পিকচারেক্স হবে, আমি টেনে তোমার প্যান্টু খুলে দিয়েছি,(যেটার অর্থ সবাই জানে, লজ্জায় ফেলে দেওয়া, প্যান্টু খুলে কিছু দেখিয়ে ফেলানো নয়, ওয়াক)আর তোমার চারধারের বন্ধুরা বেগতিক দেখে পালিয়ে যাচ্ছে আর তুমি ভেবলে চুষী চুষছো, যদিও পোষ্ট গুলো সবার গুলিয়ে গেছে,চুষী কবি এক্ষেত্রে যাদের কথা বুঝিয়েছেন তাতে নিজেও পরছেন:P।
আর ইন্দ্রানী, আপনার খুরধার বুদ্ধিতে কঠিন জিনিস ভাবতে আর বুঝতে গিয়ে সহজ ভাবনা ক্ষী হারিয়েছেন? আপনি ই তো প্রথম প্রচ্ছন্ন হুমকি না কি যেন স্টার্ট করলেন না? আরে, ওটা হুমকি কে কইলো? খ্যাল করলে দেখতেন,ওটা আসলে সজোরে নাকে ঘুঁষি চালানো।কোনো লুকোছাপার কিছুই নয় ওটা।
ওক্কে বন্ধুরা খুশী থাকো, আর আমি ভয় পাবো পাবো ভেবেও আবার লিখে ফেললাম। অ্যাল।
যাগ্গে কাউকে তো নীচে নামতেই হবে, নইলে এর শেষ নেই। আমার আপত্তি নেই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন