সিকি, রবিবার সকাল বেলা IIT দিল্লি থেকে অক্ষরধাম যেতে আসতে কতোটা সময় লাগতে পারে? আর সকাল বেলা ঢুকতে দেয়? তাইলে আমি ৩১ তারিখ একটা ট্রাই মারব।
byaang | ১৮ জুলাই ২০১১ ১২:৩১ | 122.178.199.46
মারবো টেনে এক চড়, দিল্লি গিয়ে আমি নাকি ও ক্যালকাটায় খাব! দিল্লি হাটে আমার মোস্ট ফেভারিট ছিল কাশ্মিরি খানা রিশতা আর গুস্তবা। সে আর পাওয়া যায় কিনা কে জানে!
siki | ১৮ জুলাই ২০১১ ১২:২৯ | 123.242.248.130
মন্ত্রীর বাড়ি বলতে, বিভিন্ন মন্ত্রকের অফিসগুলো। রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, ইন্ডিয়া গেট, আর ল্যুটিয়েনের দিল্লি। লোকগুলোকে দিল্লিদর্শনের মধ্যে ধরলে দিল্লি দেখার মজাই মাটি। লোকগুলোকে বাদ দিয়ে দিল্লি শহরটাকে দ্যাখো। ইতিহাসের শহর।
ভালো লাগবে।
siki | ১৮ জুলাই ২০১১ ১২:২৬ | 123.242.248.130
বৎসে, আমার মতন পাঁড় নাস্তিক, ঠাকুরে অ্যালার্জিওলা পাবলিক যখন তোমায় অক্ষরধাম যেতে বলেছি, তখন তার কারণ অবশ্যই আছে।
অক্ষরধাম মন্দিরটা আমরা চোখের সামনে তৈরি হতে দেখেছি। ধর্ম্নিয়ে ভড়ং অ্যাপার্ট, ইহা এই মুহূর্তে এশিয়ার টপ ফাইভ সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি। বিশাআআআল বড় পুরো মন্দিরের সমস্ত কাজকর্ম হয়েছে পিঙ্ক স্টোন দিয়ে, সম্পূর্ণ প্রাগৈতিহাসিক পদ্ধতিতে। হাতে করে, ছেনি বাটালি দিয়ে। কোনও মেশিন ইউজ করা হয় নি। দেখবার মতন আর্কিটেকচার। না দেখলে মিস করবে।
খাবে, লালকেল্লার দিন করিমসে, বিকেলে দিল্লি হাটে। পরদিন (পয়সা খুব বেশি হলে) ওহ ক্যালকাটায়। দিল্লিতে অথেন্টিক মুঘলাই খানা বলতে একমাত্র করিমস, বাঙালি খাবারের তেমন অপশন নেই। করিমস বাদ দিলে যে কোনও জায়গাই সমান।
জামা মসজিদও অবশ্যই দেখবে।
এয়ারপোর্ট থেকে গুরগাঁও পনেরো কিলোমিটার, আমার বাড়ি তিরিশ। নয়ডা নয়, গাজিয়াবাদ। আমার বাড়িতে থাকলে ঘোরাটা ফিরি, বাড়ির খুব কাছেই অক্ষরধাম। আরেকটু এগোলেই পুরানা কিলা।
আগ্রায় কোথায় খাবে জানি না। ড্রাইভারকে বলে দেবে, সে মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে যাবে। রাস্তায় যেখানে মনে হবে, খাবে। ঐভাবে বিস্তারিত জানি না, বাইরে কোথায় খাওয়া উচিত বা অনুচিত। আমি শুধু দিল্লি এনসিআরের খবর রাখি।
M | ১৮ জুলাই ২০১১ ১২:২৬ | 59.93.172.10
তবে আমার কিছু বলার ছিলো, একটু কুন্ঠিত ভাবে বলেই ফেলিঃ
আমরাও বড় ঋভুকে ঐ ছোট ঋভুর বয়সেই বোধায় তাজমহল নিয়ে গেসলাম,মানে তার রিকোতেই, নাকি আরেট্টু কুঁচো তখন, মোটকথা সেভেন ওয়ান্ডার পরে তার ইচ্ছে হয়েছিলো।এদিকে আমাদের সেসব দেখাই ছিলো। তো হারামজাদা ছেলে তাজমহলে চাট্টি ছোটাছুটি করেই তারপরেই বললো, বাড়ী চলো, পোগো দেখবো।
byaang | ১৮ জুলাই ২০১১ ১২:১৮ | 122.178.199.46
কুমু আমার প্রায় সবই দেখা তবে আগ্রা বাদ দিয়ে। আগে তো গুরগাঁওয়ে থাকতাম। ছেলেও দেখেছে ইন্ডিয়া গেট কিন্তু তার কিছুই মনেই নেই। তাকে ডলস মিউজিয়ামটিও আরেকবার দেখানোর ইচ্ছে আছে। সে একবছরেরটি হওয়া মাত্র তাকে বগলদাবা করে এনে ব্যাঙ্গালোরে পুরে ফেলা হয়েছে।
kumu | ১৮ জুলাই ২০১১ ১২:১৬ | 122.160.159.184
রাইট,সূর্যাস্তের পুরানা কিল্লা।আর দেখা না থাকলে ইন্ডিয়া গেট দেখিও ছেলেকে।
s | ১৮ জুলাই ২০১১ ১২:১৩ | 117.194.102.32
শমীক, আজ্ঞে। আমি অর্কুটে নাই, কাজেই তোমার ক্লিপ দেখি নাই, জানতামও না যে তোমার কাছে আছে। সে যাজ্ঞে, এই ক্লিপগুলো সেলফোনেই ছিল এদ্দিন। ক্যামনে নামায়, আপ্লোডায় জানতাম না, আজ সাহস করে করতে গিয়ে দেখলাম দিব্যি হয়ে গেল!
থ্যাঙ্কু বল!
byaang | ১৮ জুলাই ২০১১ ১২:১২ | 122.178.199.46
আমায় কেটে ফেললেও আমি অক্ষরধামে ঢুকবো না। যেখানেই বেশি তেল, সেখানে আমি নেই। সূর্যাস্তর সময় পুরানা কিলাটা দেখার ইচ্ছে আছে।
Arpan | ১৮ জুলাই ২০১১ ১২:১১ | 202.91.136.71
খাবে আবার কোথায়? জামা মসজিদ দেখতে গেলে করিমস আর পরাঠাবালে গলি। একটাও মিস করা যাবে না।
Arpan | ১৮ জুলাই ২০১১ ১২:১০ | 202.91.136.71
সূর্যাস্তের সময় হুমায়ুনের সমাধি বা পুরানা কিলা কোন একটা কভার কোরো। মন ভরে যাবে।
আর অক্ষরধামের ভেতরে ঢুকলে মোটামুটি ঘন্টা চারেক লাগবে। তার কমে হতে দেবেই না।
byaang | ১৮ জুলাই ২০১১ ১২:০৭ | 122.178.199.46
এই সব - কোথাও খেয়ে নাও, রাস্তায় লাঞ্চ সেরে নাও, ইত্যাদিগুলোর বিশদই চাইছিলাম আর কি! আর ওসব বাহাই মন্দির, অক্ষরধাম-ফাম দেখার কোনো ইচ্ছেই নেই। আর মন্ত্রীসান্ত্রীদের বাড়ি দেখে কী করবো, অ্যাঁ? বজ্জাতের হাড় সব এক একেকটা!! পুরনো দিল্লি ঘোরার ডিটেল্সটা বরং ভালো করে দে। পুরনো এবং নতুন দিল্লির নতুন সব রেস্তোঁরাগুলোর নাম-দাম-ঠিকানা দে। এমনি এমনি কি তোকে শুধিয়েছি নির্ঘন্ট বানাতে? আর এমন একেকটা কথা বলিস না, রাত দুপুরে দিল্লি নেমে আমি নাকি উজিয়ে নয়ডা যাব! পাশেই আমার গুরগাঁও আছে কী করতে!
siki | ১৮ জুলাই ২০১১ ১১:৫৯ | 123.242.248.130
দুখে ঃ-))
s কি সামরান? তুমি তুলেছো নাকি? এদিকে আমিও তো তুললাম অর্কুটে। দেড় মিনিটের দুটো ক্লিপ।
siki | ১৮ জুলাই ২০১১ ১১:৫৮ | 123.242.248.130
নির্ঘণ্ট
শুক্কুরবার রাতে ফিরে হোটেলে বিশ্রাম (একা এলে আমার বাড়িতেও থাকতে পারো, সপরিবারে এলে জায়গা হবে না ঃ-| )
শনিবার সকালে একটা ক্যাব নিয়ে দিল্লি দর্শন। শনি রবি আমার ছুটি থাকে, সো, আম্মো ঘোরাতে পারি। দেখার জিনিসের মধ্যে, অক্ষরধাম, লালকেল্লা, জামা মসজিদ, কুতুব মিনার, এবং মধ্য দিল্লির রাজবাড়ি মন্ত্রীবাড়ি সমূহ। সাথে ফ্রি দিল্লি হাট, সময় পেলে, এবং বারাপুল্লার ফ্লাইওভারে চড়ে সেমি-আকাশপথে দিল্লিদর্শন। বাঁদিকে হুমায়ুনের টম্ব, ডানদিকে লোটাস টেম্পল একসাথে দেখা যায়।
লাল কেল্লার লাইট অ্যান্ড সাউন্ডটা কাটিয়ে দাও, ওটা পচে গেছে। বরং চলে এসো পুরানা কিলায়। লেজার শো-তে দিল্লির ইতিহাস, দিল্লির প্রেমকাহিনি। সেই মহাভারতের আমল থেকে ইংরেজদের আমল পর্যন্ত। মাস্ট সী।
সব কভার করতে লাগবে দেড় দিন। অতএব, যা যা প্রথম দিনে হবে না, তা হবে দ্বিতীয় দিনে। সঙ্গে সরোজিনী নগরে শপিং। সেদিন রোববার। সুতরাং আমি সঙ্গে থাকতে পারি রাজু গাইড হিসেবে।
সোমবার ল্যাদ খেয়ে, দুপুর দুপুর বেরিয়ে যাও আগ্রার উদ্দেশ্যে। ঘণ্টা চার পাঁচ লাগবে। হোটেলে গিয়ে রেস্ট নাও।
বুধবার, সকালে বেরিয়ে পড়ো। এন রুট ফতেপুর সিক্রি। আগ্রা থেকে ১৯ কিমি দূরে। রাস্তায় লাঞ্চ করে নাও, বিকেলের মধ্যে দিল্লি ফেরত। সোজা এয়ারপোর্টে চলে যাও।
s | ১৮ জুলাই ২০১১ ১১:৫৫ | 117.194.102.32
হাই টেনশন-এ শমীক। ভিডিও ক্যান কাঁপে, পুরা নাই ক্যান, এই সব বিষয়ে কেউ প্রশ্ন তুলিবেন না প্লিজ। যা আছে, যেটুকু আছে, সেটুকুতেই খুশি থাকুন।
আমি যতক্ষণ আরেক্ষান আপ্লোডাই, ততক্ষণ এইটাই দেখুন-
dukhe | ১৮ জুলাই ২০১১ ১১:৫৪ | 122.160.114.85
সিকি, হোম-লোন সামলানো আর এমন কী ? আমাকে মন্ত্রী করলে এসব ছোটখাটো স্বজনপোষণ-কাম-দলতন্ত্র-কাম-দ্বিচারিতা তো নস্যি । সবাই জনস্বার্থে সেই উদ্যোগটা নিন । ঈশান এট্টু দেবব্রতবাবুকে বলে দিলেই হয়ে যাবে । গুরুজনেরা সেই দাবিতে মিছিল করুন, মোমবাতি জোগানোর ভার আমার ।
byaang | ১৮ জুলাই ২০১১ ১১:৩৯ | 122.178.199.46
মাগো, কুমুর 11:37 এর পোস্ট পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। তার আগে অবিশ্যি শান্তনুর পোস্ট পড়ে কেমন অসাড় মত হয়ে ছিলুম।
kumu | ১৮ জুলাই ২০১১ ১১:৩৭ | 122.160.159.184
শান্তনুকে শুভেচ্ছা,অল দ্য বেস্ট ইত্যাদি।
আমার বরের বিয়েটাই তেমন ভাল হয় নি,আরেকটু দেখে শুনে দেয়া উচিত ছিল।
siki | ১৮ জুলাই ২০১১ ১১:৩১ | 123.242.248.130
ফাগল নাকি? পাব্লিকলি বলার হলে কবেই কইয়া দিতাম ঃ-)
অত সহজ না। খুঁজতে আমিও মন্দ জানি না। বলে দিলেও পাবে না। মে বি সারনেমটা আফটার বিয়ের। মুখবইতে বিয়ের আগের সারনেমে আছে হয় তো।
santanu | ১৮ জুলাই ২০১১ ১১:৩১ | 91.226.168.2
কুমুদিনি, তাহলে আমার বউভাগ্য ও ভালো হবার দিকে। এই শনিবার রাতেই বলেছে, "আমার (বৌএর) রোজগার টা আর একটু বেড়ে গেলেই তোমাকে আর এই ভিক্ষেবিত্তি করতে হবে না"
আশায় বাঁচে চাষা
byaang | ১৮ জুলাই ২০১১ ১১:২৯ | 122.178.199.46
আমাকে নামটা বল, আমি খুঁজে দিচ্ছি।
siki | ১৮ জুলাই ২০১১ ১১:২৭ | 123.242.248.130
পাইলাম না তো। নাম দিয়ে সার্চালে সব দেড়েল সর্দারদের ছবি আসছে।
kumu | ১৮ জুলাই ২০১১ ১১:২১ | 122.160.159.184
কুড়ি মুখবইতে নাই?
kumudini | ১৮ জুলাই ২০১১ ১১:২০ | 122.160.159.184
কত ভাগ্যে সিকি বৌ পেয়েচে!
kumudini | ১৮ জুলাই ২০১১ ১১:১৮ | 122.160.159.184
ব্যাঙ,ল্যাপি খোলো,টিকিস কাটো,এতে আর গোল হবে কী!
siki | ১৮ জুলাই ২০১১ ১১:১৬ | 123.242.248.130
দ্যাহেন দুখে, চা খাইলে কুনো চাপ নাই, ঝারি মারলেও চাগ্রি যাবার চান্স নাই। পায়ের চপ্পল থিকা লিংকডইন প্রোফাইল সবই দেখা যাইতে পারে নিরাপত্তার বলয়ে বইস্যা, কিন্তু ফটো তুলতে যদি কয়েন, তাইলে দুইখান কথা আছে।
আপনে কি আমার হোমলোন-খান রিপেমেন্টের দায়িত্ব লইতে পারবেন? তাইলে আমি জনস্বার্থে কুড়ির ফটো তুলব, গ্রান্টি ঃ-) বাকি আমার খাওয়া পরা, ও আমার বউ সামলে নিতে পারবে। চাপ নাই ঃ-)))
kumudini | ১৮ জুলাই ২০১১ ১১:১৬ | 122.160.159.184
@শিবু,বাঃ,শুনে খুশী হলাম।
byaang | ১৮ জুলাই ২০১১ ১১:১৪ | 122.178.199.46
দাঁড়াও কুমু, আগে তো টিকিট কাটি। তাপ্পর বেলকাম কোরো। এখনো কিস্যু ঠিক হয় নি। ঃ-))
চইল্যা আইসো। দিল্লিতে অতি মনোরম আবহাওয়া। গরম একেবারে নেই। মাঝে মাঝে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। সর্বক্ষণ ঠান্ডা হাওয়া বইছে। রোদের তেজ নাই।
kc | ১৮ জুলাই ২০১১ ১০:২২ | 194.126.37.78
বোতীন, ভাটের গপ্প আর ফোটু ক্ষই?
kc | ১৮ জুলাই ২০১১ ১০:১৩ | 194.126.37.78
দে শুধু 'দা' নয়। 'কাটারি'ও। ঃ-)
dukhe | ১৮ জুলাই ২০১১ ১০:০৮ | 122.160.114.85
ব্রতীন মনে হয় মোচা এঁচোড়ের পদ রাখেনি । আমি হলে মেনুতে শুধু মোচা আর এঁচোড় রেখে সিকি আর দে-দাকে ইস্পেশাল নেমন্তান্ন দিতাম ।
byaang | ১৮ জুলাই ২০১১ ০৯:৫০ | 122.178.199.46
সিকি আছিস? তোর দিল্লিতে এখন গরম কেমন রে? পরের হপ্তায় গেলে ঘোরাঘুরি করতে কতটা কষ্ট হবে জানতে চাইছি।
abastab | ১৮ জুলাই ২০১১ ০৯:৪৯ | 61.95.189.252
হোক হোক কোয়ান্টাম জগতে মার্ক্সবাদী অবস্থান নিয়ে আলাদা টই খুলেই আলোচনা হোক। আমারতো শুনেই রীতিমতন রোমাঞ্চ হচ্ছে।
bitongsho | ১৮ জুলাই ২০১১ ০৯:৪২ | 108.194.169.197
অরণ্য বাবু, লঘু আড্ডাই অনেকেই ভাল খেলতে পারেন না । যেমন আমি। কিরম আন্ডার-স্টিমুলেটেড লাগে। আর সহনশীলতা রেসিজম এগুলো নিয়ে আলোচনা করার জন্য খুব বেশী বৌদ্ধিক শ্রম মনে হয় না দরকার, আবার বিষয়-গুলো জরুরি। অনেকের মতামতে আলোচনা সমৃদ্ধ হয়। তবে কেউ যদি এখন অনুরোধ করেন , কোয়ান্টাম জগতে মার্ক্সবাদী অবস্থান নিয়ে আমার ব্যাখ্যা শুনতে, আমি দুখের সাথে বলব আমি অপারগ। এখানে আমি এ নিয়ে একটা কথাও বলব না ,বরঞ তাকে টইপত্তর বিভাগে আহ্বান করব। কিছুদিন ঘুরে দেখেছি, এসব বিশেষ তর্কে সবার আগ্রহ ঠিক সমান হয় না। সেই কারনে খুব ভুল বোঝাবুঝিও হয়। তবে অন্য অনেক আলোচনা এখানেও হলে ভালই হয়।
siki | ১৮ জুলাই ২০১১ ০৮:৪৬ | 123.242.248.130
ব্রতীন কী উৎসবে খাওয়ালো? আমি কেন ডাক পেলুম না?
i | ১৮ জুলাই ২০১১ ০৮:৪৫ | 137.157.8.253
টইপত্রর লেখাপত্র একটু গুছিয়ে গাছিয়ে তুলে রাখার যাতে হারিয়ে না যায় - স্ট্রাকচারড আর কি। এইরকমই মনে হয়েছে আমার। ভাটিয়ালিতে সেইটা হয় না। সাজানো বাগান নয়।ফুল ফল আগাছার পাশাপাশি অবস্থান। ভাটুরের চারণভূমি তাই। প্রথম পাতা তাই বলছে। তবে কোনটা ফুল, কোনটা ফল, আগাছাই বা কি ও কেন-এসবই আপেক্ষিক।
i | ১৮ জুলাই ২০১১ ০৮:৩৮ | 137.157.8.253
প্রথম পাতায় তো সাফ সাফ বলাই আছে-যে যা খুশি লিখতে পারেন পোস্ট করতে পারেন। তারপর এডিটিংএর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই ইত্যাদি বলা আছে। তারপর ঐ চারণভূমির কথা বলা আছে। তাইলে প্রবলেম কোথায়?
aranya | ১৮ জুলাই ২০১১ ০৮:১৭ | 144.160.226.53
ভাট পাতার আদর্শ চরিত্র সম্বন্ধে অন্য ভাটুরেরা কি মনে করেন ? বাঙাল-ঘটি, খাওয়া-দাওয়া, ইস্ট-মোহন - এ সব লঘু বিষয়ে আড্ডা মারতে তো আমাদের সবার-ই ভালো লাগে, মারিও। তার সাথে রেসিজম, সহনশীলতা, পরধর্মসহিষ্ণুতা ইত্যাদি সিরিয়াস বিষয় নিয়েও কি এখানে কথাবার্তা বলা যেতে পারে, না সেগুলো কোন টইতে যাওয়া উচিত?
pi | ১৮ জুলাই ২০১১ ০৬:৫০ | 72.83.103.132
হুম। তেঘরিয়া।
nk , ঃ)
যাহোক, একটা গত দু'দিন ধরে মনে হচ্ছে ....
aka | ১৮ জুলাই ২০১১ ০৫:১৫ | 24.42.203.194
কার কথা হচ্ছে? বিষ্ণু নাকি?
nk | ১৮ জুলাই ২০১১ ০৫:১০ | 151.141.84.114
পাই, সে কাছে এবং দূরে, সে চলে এবং চলে না। সে এইখানে ঐখানে সবখানে আবার কোনোখানে না। "তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদ্দন্তিকে।" সে এক মুহূর্ত মাত্র আবার সেই অনন্তকালের। ঃ-)
pi | ১৮ জুলাই ২০১১ ০৪:৪৫ | 72.83.103.132
তবে এয়ারপোর্টের কাছে অতি অবশ্যই। অবশ্য আমার কাছে লেকটাউন থেকে নিউটাউন, কালিন্দী থেকে কইখালি, সল্টলেক থেকে ডিএলেফ, বেলেঘাটা থেকে বাগুইআটি, সবই এয়ারপোর্টের কাছে। বস্তুতঃ এয়ারপোর্ট আমার মানসম্যাপে একটি অনির্দিষ্ট, ধূসর, সীমাহীন পূর্বদিকের ভূখণ্ডবিশেষ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন