সিরিয়াসলি বোলে তো হলদিরামের কাছে। ওর পাশেই কী একটা জায়গা আছে। তে দিয়ে নাম। মনে পড়ছে না ঃ( খালি মনে আসছে, তেলেনাপোতা ঃ(
pi | ১৮ জুলাই ২০১১ ০৩:২৫ | 72.83.103.132
টেস্ট
Tim | ১৮ জুলাই ২০১১ ০৩:২২ | 173.163.204.9
এই প্রথম ব্রাজিলের হারে একটুও দুঃখু পেলুম না। বেশ হয়েছে!
nk | ১৮ জুলাই ২০১১ ০২:৪৪ | 151.141.84.114
সে আমি দিয়া আর দিয়ার বাবা র আমল থেকেই জানি। ঃ-)
pi | ১৮ জুলাই ২০১১ ০২:৩৫ | 72.83.103.132
এবার আমাকে জিগাবেন না যেন, দাদার বাড়ি কোথায়। কারণ, উত্তর আসবে, কইখালি ঃ)
pi | ১৮ জুলাই ২০১১ ০২:১৯ | 72.83.103.132
আমি জানি। আমার দাদার বাড়ি যেখানে , সেখানে।
nk | ১৮ জুলাই ২০১১ ০২:১০ | 151.141.84.114
কেউ জানেন, কইখালি জায়গাটা কোথায়?
nk | ১৮ জুলাই ২০১১ ০১:৪৯ | 151.141.84.114
কইয়ের কথা আর কইয়েন না। সেই কই ও নাই, সে কানকো ও নাই, সে কনৈলা ও নাই । ঃ-( আর রাম আর অযোধ্যা? "অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে, শুনিয়া মরি যে হাসিয়া।"(রেফঃ সুকুমার) ঃ-) কিন্তু সম্ভবা? সে তো আছে! রাম যখন আছে! ঃ-)
aka | ১৮ জুলাই ২০১১ ০১:২৬ | 24.42.203.194
না আমি শুধু ঘুমে আছি, ছুটির দিন দুকুরে এখন সাঁতারে যাইতে হইব, নইলে আর একজনের ভাত হজম হচ্ছে না। নতুন কাকে ইসে খেতে শিখেছে বাপের ঘুমের দফা রফা। না সন্ন্যেসী হয়ে যাই।
Tim | ১৮ জুলাই ২০১১ ০১:১৭ | 173.163.204.9
আমি বেগুনে আছি। কটা বড়োসড় চিংড়িতেও আছি। আর পাঁটা। কই আর কই? ল্যাদোশও নাই।
I | ১৮ জুলাই ২০১১ ০১:১৩ | 14.99.231.93
নাঃ, আমি কইতে থাকি না। সে কইও আজকাল আর নাই রে ভাই। যে, মেঘ এট্টু ডাকল কি ডাকল না অমনি কানকো ন্যাংচাতে ন্যাংচাতে খেজুর গাছে গিয়ে উটলো। আজকাল বরম ইসবগুল ভাল্লাগে। কাঁটা নাই। গোলাপ ও কোদালগাছ নৈব নৈব চ।
Tim | ১৮ জুলাই ২০১১ ০১:১২ | 173.163.204.9
এ ক্ষোন ব্রাজিল? ক্ষি মেকানিকাল খ্যালা রে ভাই! ঃ-(
nk | ১৮ জুলাই ২০১১ ০১:০১ | 151.141.84.194
ডিডি ও বড়াই, আপনারা কইতে থাকলেই আমি "সম্ভবার সন্ধানে" বলে টই খুলে ইউনিকোডে গিয়ে সেখানে কাপিপেস্ট করে করে দেবো। কোনো চিন্তা নাই, কইতে থাকেন। ঃ-)
nk | ১৮ জুলাই ২০১১ ০০:৫৯ | 151.141.84.194
কৃত্তিবাসের বই আমার লগে নাই। তবে ছায়া ছায়া মনে আছে, দক্ষিণ পাতালে সীতাকে খুঁজতে গেছে বানরবাহিনি, সেখানে এক ডাকসাইটে সুন্দরী এক মারাত্মক সুন্দর প্রাসাদে, বানরসেনা তাকে সীতা ভাবছিলো, কিন্তু সে কইলো "সম্ভবা আমার নাম হেমা মোর সখী/ হেমার বচনে আমি এই পুরী রাখি", এইখানে আমার বিরাট খটকা, সম্ভবাকে সীতা ভাবলো কেন? হেমা কে? সে এত বড়োলোক কীকরে? এতবড়ো প্রপার্টি র দেখাশোনার দায়িত্ব সে সম্ভবাকে দিল কেন? সম্ভবা আবার গাড়ী চালিয়ে ঘোরে, এদিকে সন্ন্যাসিনীর মতন অজিন পরে মাথায় জটা রেখে থাকে, এই মহিলা আসলে কে?
dd | ১৮ জুলাই ২০১১ ০০:৩৯ | 122.167.21.209
পোষ্কার করে ল্যাখো না ক্যানো? সম্ভবা me, উগে উগে।
হ্যা হ্যা হ্যা হ্যা
I | ১৮ জুলাই ২০১১ ০০:৩৮ | 14.99.231.93
ডিডিরে জ্বালায়েন না। উনি এখন এক গেলাস কুপ্রস্তাবের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করতেছেন। আর নাইট বেচারা মরিয়া যাইতেছে।
I | ১৮ জুলাই ২০১১ ০০:৩৪ | 14.99.231.93
আরে, আমারে জিগান। আমিই সম্ভবা। যুগে যুগে।
dd | ১৮ জুলাই ২০১১ ০০:৩৩ | 122.167.21.209
অ্যাট নিশিকান্তো
অণরন্য হুলিয়ে আছেন। এখন এট্টু ইসে আছি,কাল রেফারেন্স দিবো 'খনে। সম্ভবাও চেনা চেনা লাগছে, ঠাহর হচ্ছে না।
nk | ১৮ জুলাই ২০১১ ০০:২৭ | 151.141.84.194
ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্র এনাদের ব্যাপারও খুব গোলমেলে ঠেকছে!
prateek | ১৮ জুলাই ২০১১ ০০:২৬ | 24.162.193.106
সিজার আজ আবার বগলি না দেয়!
nk | ১৮ জুলাই ২০১১ ০০:২৬ | 151.141.84.194
এদিকে দশরথের মন্ত্রীদের নিয়ে আমার কিছু কোচ্চেন ছিলো,তারপরে উপদেষ্টামন্ডলীর মধ্যে বামদেব জাবালি... তারপরে আবার সম্ভবা বলে একজন, তাঁকে কৃত্তিবাসে পেয়েছিলাম, বাল্মিকীর মূল রামায়ণে ও কি তিনি আছেন? খুঁজে যাচ্ছি খুজে যাচ্ছি। এদিকে অনরণ্য, তাঁকেও খুঁজে পাচ্ছি না। এদিকে ডিডি ও কিছু রা কাড়েন না।
pi | ১৮ জুলাই ২০১১ ০০:১৮ | 72.83.103.132
হাঁড়ি হাঁড়ি পাই !!
dd | ১৮ জুলাই ২০১১ ০০:১৭ | 122.167.21.209
ইন্দোদা রে, কুপ্রস্তাব তো হাঁড়ি হাঁড়ি পাই।
কিন্তু বড়ো আলস্য। বাড়ী ফিরে এক কাপ চা খেলেও সময়টা বেটার হয়- এম্নি সব আইডিয়া। রামে তো দুরস্থান।
এ কোন সগাল? রাতের চেয়েও বেশী ডার্ক?
pi | ১৮ জুলাই ২০১১ ০০:১৫ | 72.83.103.132
কিন্তু ডিডিদার কৈশোরে এই অকালহেমন্ত কেন ?
I | ১৮ জুলাই ২০১১ ০০:১৩ | 14.99.231.93
কেউ কুপরস্তাব-ও দেচ্ছে না? হাঁ ডিডিদা?
m | ১৮ জুলাই ২০১১ ০০:১২ | 117.194.40.12
নির্বিকল্প সমাধি ব্যাপারটা মন্দ না- তবে শীতঘুমে থেকেও মাঝেমাঝে এত কুৎসিত আর বিরক্তিকর লাগে যে যাস্ট কিছু বলতে(লিখতে) ইচ্ছে করে না।
pi | ১৮ জুলাই ২০১১ ০০:১২ | 72.83.103.132
ঃ))
একটু মেইল দেখবেন ডিডিদা।
dd | ১৮ জুলাই ২০১১ ০০:০৯ | 122.167.21.209
এই হেমন্তের অ্যাপেল অর্চার্ডে আমি এক মুর্ত্তিমান ধপাস।
না পুঁছলো আমায় অ্যাডাম, না পরলাম নিউটনের মাথায়। ম্যাক আমায় আদখানাও কামড়ালো না।
স্রেফ পোকায় খে' গ্যালো।
pi | ১৮ জুলাই ২০১১ ০০:০৭ | 72.83.103.132
ব্রতীনদাকে যে কত কিছুর জন্য থ্যাংকু বলার আছে। আরেকবার দিয়ে গেলাম । ঃ)
dd | ১৮ জুলাই ২০১১ ০০:০৩ | 122.167.21.209
জানেন। সাহিত্য টাহিত্য পড়া ছেড়েই দিয়েছি। ঐ যে সব নাম করেন, লাতিন আম্রিগান, আপগান, তুরষ্কী। কারুর লেখাই পড়ি নি। নান।
খুব ইচ্ছে চাগালে নিজেই একটা পুর্ব পৌরাণিক গপ্পো লিখে নিজে নিজেই পড়ে ফেলি। সস্তায় হয়।
ছবি মানে পেইনটিং নিয়েও একদা আমি ছিলাম ভুলেভালা। এখন চিনিও না। কোন্টা দেওয়াল কোনটা ক্যানভাস।
(আঁতেল)ছিনেমাও দেখি না। অ্যান্ড নো নাটোক ফর অ্যাটলিস্ট টোয়েন্টি ইয়ার্স। বেশী ই হবে।
পরমহাঁস, আমি এক নির্বিকল্পো হাই। জীবন এক কুয়াসা।
Arpan | ১৮ জুলাই ২০১১ ০০:০০ | 122.252.231.10
ঘুমোইনি, কাজাচ্ছিলাম। আর আধ ঘন্টা পরে খেলা।
kumu | ১৭ জুলাই ২০১১ ২৩:৫৭ | 14.99.201.173
বারোটাও বাজেনি,পাঁচ মিনিট বাকী,এর মধ্যে সব ঘুমিয়ে পল্ল!এদিকে আপিস থেকে গুরু খুলবে না!
ঠিকাছে,গুড নাইট তবে।
kumudini | ১৭ জুলাই ২০১১ ২৩:৫৩ | 14.99.201.173
মিঠু,কী খেলে,কে কী পরে গ্যালো,কী নিয়ে ভাটালে সব লেখো গুচিয়ে। ঐ এক লাইনে কাজ চলবে না।
nyara | ১৭ জুলাই ২০১১ ২৩:৫০ | 12.233.202.194
জীবনে আর কিছুই রইলনা। কাল অথৈ ল্যাম্ব চপস ও আরও তামসিক খাদ্য দরিয়ায় দুটি মাত্র ল্যাম্ব চপ, একটি ঝলসানো রামপাখি ও দু গেলাস ইস্পাহানি লাল মদ্য খেয়েই কেলিয়ে লাট।
কীভাবে বেঁচে আছি এসে দেখে যা নিখিলেশ।
kumudini | ১৭ জুলাই ২০১১ ২৩:৪৬ | 14.99.201.173
কাল আবার কিসের ছুটি?
dd | ১৭ জুলাই ২০১১ ২৩:৩৭ | 122.167.21.209
শেয়ার মার্কেট ওঠে নামে,ডোবে,ওড়ে। আমার বয়ে গ্যাছে। আমি সীনেই নেই।
পলিটিস্কেও নেই। তিনো ছিপিয়েম সবাইকেই দু চোক্ষে দেখতে পারি নে। কে জিতলো হারলো তাতে নিতান্তো মাইল্ডলি ইন্টেরেস্টেড। প্র্যাক্টিক্যালি জিরো।
ইসব্যাংগোল মোনবাগান তো ভুলেই গেছি। কৃকেটে হাই ওঠে।
এ কেমন অন্ধোকার,ফুলে গন্দো নেই। এ তো বেশ ভাবতে পারছি।
আমি বোধয় পরমহাঁস হয়েই গেছি।
m | ১৭ জুলাই ২০১১ ২৩:৩৪ | 117.194.40.12
আজ আমরা ব্রতীনের বাড়িতে সাংঘাতিক ভুরিভোজ খেয়েছি- যারা যেতে পারেনি তারা কিমিসকিমিস!!ঃ)) ব্রতীন আরেকবার ধন্যবাদ দিলাম। থ্যাংকুঃ)
aka | ১৭ জুলাই ২০১১ ২৩:২৯ | 24.42.203.194
এ হয়েছে আমার জানি কেমন ইসেতে অরুচি হয়েছে। অবিশ্যি গত পরশুই ডাক্তার দেখিয়ে এয়েচি।
Arpan | ১৭ জুলাই ২০১১ ২৩:২৮ | 112.133.206.18
যত নীলচেই হোক, ব্ল্যাক মানডে যেন না হয়। শালা কবে যে আবার শেয়ার মার্কেট উঠবে! ঃ(
dd | ১৭ জুলাই ২০১১ ২৩:২৬ | 122.167.21.209
ঐ হিংস্র ঝড় তাইলে থামলো?
স্বভাবভীতু ভামেরা আবার গুটি গুটি ফিরে আসছে। গুনে দেখুন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন