এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২০ জুলাই ২০১১ ০০:২৯ | 198.82.19.192
  • যদি বলো হ্যাঁ বল্লাম না, কারণ ওখানে " তাড়াতাড়ি সামলিয়ে উঠবো" লাইনটা আমার বড্ড অপছন্দ।কানে লাগে। কেন যে ঐ জায়গাটা ঠিক করে ন্যায় না কেজানে।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০০:২৯ | 122.172.41.176
  • এই যে দেখেছি কাগজ দিয়ে তৈরী ফুলে
    পরাগরেণু আপনি জাগে তোমায় ছুঁলে
    কার তাতে কি?
    আমরা যদি এই অকালেও স্বপ্ন দেখি।

    অ্যানাদার ওয়ান।
  • m | ২০ জুলাই ২০১১ ০০:২৯ | 117.194.32.80
  • ঈপ্সিতা, ভাটিয়ালি সম্পর্কে যা বলার ছিলো বলা হয়ে গেছে।কোনো শব্দ বা বাক্য তুলে তোমার 'আলোচনা' করতে ইচ্ছে হলে করতে পারো। আমার এই আর বিষয়ে একটি কথাও বলার নেই।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০০:২৭ | 202.3.120.4
  • "জেনো উড়বই, তুমি ঠোঁটে নিও খড়কুটো" আর
    "যদি বল আড়ি, তোমাকেও ছেড়ে যেতে পারি"

    এই দুটো লাইনের জন্য "যদি বল হ্যাঁ" বারবার শুনি।
  • pi | ২০ জুলাই ২০১১ ০০:২৬ | 72.83.103.132
  • নাঃ, ওগুলো লিখে দিলে রুমির ঐ ঝিনুকের মুখ খোলার মত হয়ে যাবে। ঃ)
  • Tim | ২০ জুলাই ২০১১ ০০:২৫ | 198.82.19.192
  • আসলে গানটা, ""বিরহ... বড়ো ভালো লাগে""। কেরদানি করলাম আর কি।
  • Tim | ২০ জুলাই ২০১১ ০০:২৪ | 198.82.19.192
  • কত্তার গানের ব্যাপারে আমার অভিজ্ঞতাও আংশিক ইন্দোদার মত। ছোটবেলায় ভালো লাগতো না। কৈশোরে ভালো লাগতে শুরু করে। কেজানে মনে নেই, হয়ত ক্লাস টেনের আসেপাশেই। সেই ভালো লাগা রয়ে গেছে। ভারি ভালো লাগে। বিরহ। ঃ-)
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০০:২৩ | 202.3.120.4
  • ..আমি গব্বর সিং?
  • I | ২০ জুলাই ২০১১ ০০:২৩ | 14.96.58.199
  • আমি বলবো?
    সুমন-তোমার তুলনা আমি খুঁজি না কখনো
    চন্দ্রবিন্দু-আমার ভিনদেশী তারা
    রবিবাবু-যদি এ আমার হৃদয়দুয়ার
    আমি হেথায় থাকি শুধু...
  • pi | ২০ জুলাই ২০১১ ০০:২১ | 72.83.103.132
  • পামিতাদি , ঃ)

    তোমাকে চাই ক্লিশে হবেনা।

    তবে জাতিস্মর আমার জন্যও ...

    আর আছে। আরো কিছু কিছু আছে। কিন্তু সেগুলো আমি কাউকে দেবোইনা ! ঃ)
  • Arpan | ২০ জুলাই ২০১১ ০০:২০ | 112.133.206.18
  • তুমি সন্ধ্যার মেঘমালা।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০০:১৭ | 202.3.120.4
  • ইশে, ক্লিশে, তবু - তোমাকে চাই?
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০০:১৬ | 202.3.120.4
  • আপাততঃ সাইলেন্স জোনে চলে এসেছি। গান শোনা যাবে না। দুপাশে দুটি ঘুমন্ত শিশু। নইলে আবার শ্রেণীর খাতায় লিখে আসবে, বিছানায় ঘুমোতে ঘুমোতে ইউটিউব শুনতে পাই।
  • aranya | ২০ জুলাই ২০১১ ০০:১৫ | 144.160.226.53
  • পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের গানের পরিপ্রেক্ষিতে বাংলায় কোনটা হতে পারে ভাবছিলাম, আর আমারও জাতিস্মর-টা মাথায় ভাসছিল।
  • Netai | ২০ জুলাই ২০১১ ০০:০৬ | 182.64.70.12
  • অমি ঈশ্বরের স্মরনাপন্ন হলাম। প্রথাগতভাবে লোকে ঈশ্বরের স্মরনাপন্ন হয় বিপদের শেষ মুহুর্তে। অমি অবশ্য শেষ মুহুর্তের জন্য অপেক্ষা না করে হাতে সময় থাকতেই ঈশ্বরকে ডাকাডাকি করছি। শাস্ত্রে বলে গেছে, আপনি মন দিয়ে ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর আপনার ডাকে সড়া দেবেন। আমিও পেলম। বাংলা ভাষায় যোগাজোগ করার রিস্ক নিলাম না। রাষ্ট্র ভাশাতেই জিঞ্জাসা করলাম-
    'হে ঈশ্বর, আপনি কি ব্যাস্ত্য আছেন?'
    এটা বিনয়্‌সূচক প্রশ্ন। ভদ্রতার খাতিরে অধিকাংশ প্রশ্নকর্তাই করে থাকেন। আমিও করলাম। প্রষ্‌ন করার প্রায় সাথে সাথেই স্পষ্ট বেতারবাণী শুনতে পেলাম-
    'না। ব্যাস্ত নই। আপনি বলুন। আমি শুনছি'
    ঈস্বর ব্যাস্ত নন শুনে আমি অবাক হলাম না। ঈস্বরকে আমার কাতর অনুরোধ জানালাম-
    'হে ঈস্বর আমি এখন আনজারের পথে। অজানা আনজারের পথেও বলতে পারেন। শুধু আনজার নয়। গুজরাটের কোন জায়গাই বা আমি চিনি'
    আমাকে বাধা দিয়ে ঈস্বর বলে উঠলেন।-
    'আপনি চিন্তা করবেননা। কখন পৌছবেন তাই বলুন।'
    'বাসওয়ালারা বলছে রাত্রি আটটার সময় আনজার আসবে।'
    'ঠিকাছে ঠিকাছে। আনজারের এক বাগান আনজার কি বাগীচায় নেমে পড়বেন। ওখানে আমার লোক থাকবে। আপনাকে জায়গায় পৌঁছে দেবে।'
    এতোক্ষণে নিশ্চিন্ত হলাম।
    'ধন্যবাদ ঈশ্বর।'
    নিশ্চিন্ত হয়ে আমি ফোন রেখেদিলাম।

    ঈশ্বর কথা রেখেছিলেন। বৃষ্টিবিঘ্নিত দূর্যোগের রাত্তিরে ঈশ্বরের ফিট করা ড্রাইভার আমাকে গেস্ট হাউসে পৌছে দিয়েছিলেন। সবকিছুই হল ঈশ্বরের কথামত। শুধু ঈশ্বরের সাথে আমার আর কথা হল না। সোমবার তিনি অন্য কাজে ব্যাস্ত ছিলেন।
    ঈশ্বর আপনার মঙ্গল করুন ঈশ্বর সিং।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০০:০৫ | 202.3.120.4
  • ওহ, আজ পুরো লিংএ লিংএ ছয়লাপ করে দিচ্ছি।
  • pi | ১৯ জুলাই ২০১১ ২৩:৫৯ | 72.83.103.132
  • আমার কলকাতার বাড়িতে কিছু টাইনেলন আছে। দরকার হলে জানিও, পাঠাবার বন্দোবস্ত করতে পারি।
    মামুকে যখন দিয়েছিলাম লাগবেনা বলে ফেরত পাঠালো তো !
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:৫৭ | 202.3.120.4
  • জাতিস্মর অদ্ভুত গান।
  • pi | ১৯ জুলাই ২০১১ ২৩:৫৭ | 72.83.103.132
  • কয়েক বছর আগের একটা অনুষ্ঠানে ঐ জাতিস্মরের সাথে জয় গোস্বামীর একটা পাঠ ছিল।
    ইউটিউবে শোনা হলেও ওটা আমার কাছে সবচে নাহোক, অন্যতম সেরা অনুষ্ঠান।
  • siki | ১৯ জুলাই ২০১১ ২৩:৫৫ | 122.162.75.15
  • ইপিস্তা নামটা ভালো তো!

    জাতিস্মর আমার এখনও পর্যন্ত শোনা সেরা প্রেমের গান। কোনও কথা হবে না।

    ইন্দোদাদা,

    কত্তার গলায় সইতে পারি এমপিথ্রি তোমার মেলে ভেজে দিলাম। প্রাপ্তিসম্বাদ জানিও।
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:৫৩ | 202.3.120.4
  • বাচ্চাদের টাইলেনল তুলে দিয়েছে জানো না? এখন তো আর পাওয়া যায় না। আমার কাছেই দু তিনটে না খোলা পড়ে আছে। মট্রিনটা দেখছি। তবে কলকাতায় পাঠাতে পাঠাতে একদম ভালো হয়ে যাবে।
  • pi | ১৯ জুলাই ২০১১ ২৩:৫২ | 72.83.103.132
  • প্রবাসের সুখ দুঃখের ভাগ বাঁটোয়ারা করতে কার না ভাল লাগে, আমারো লাগে, করেওছি, এই পাতাতেই।
    এ নিয়ে প্রশ্ন কেন উঠছে তাই জানিনা।

    আর কেবলি কথাটা লোকের কেবলি কেন চোখ এড়িয়ে যায় জানিনা ঃ(

    হ্যাঁ, এটাও ঠিক, আমার জন্য (বোল্ড এন্ড আন্ডারলাইন ঃ)), 'কেবলি' সেসব করতে চাইলে আরো অনেক ফোরাম ই ছিল। অছেও। এমনি গল্প গুজব করার জন্যই আলাদা করে বানানো ঠেক। আছে অর্কুটের স্ক্র্যাপবুক কি ফেবুর দেয়াল। সেখানেও মায়াপাতা থেকে রিয়েলের বন্ধুত্ব এমনকি সত্যিকারের আত্মীয়তা তৈরি হয়ে থাকে।
    গুরুর ভাটপাতায় আমি সেসবের ও বেশি কিছু পেতাম বা পাই বলেই মনে করি।
    ভাটপাতার কারুর বিয়ের কি বাড়ির ভোজের থেকেও সেগুলো আমার কাছে অনেক বেশি প্রাপ্তি।
    সেসব পাচ্ছিনা মনে হলে, বা কেবলি ঐসব হলে, বা তা বাদে অন্যরকম কোন আলোচনা ( কি সমালোচনা, তর্ক-বিতর্ক) বন্ধ বা বেশিরভাগের জন্য আনওয়েলকাম হয়ে গেলে হয়তো এই ভাটপাতাকে আলাদা মনে হওয়াটা, বা এটার প্রতি আলাদা টানটা থাকবেনা।

    আবারো বল্লাম, এটা আমার ব্যক্তিগত
    মত। একজন সরব পাঠকের চাহিদাও বলা যেতে পারে। না মিটলেও কিছুই না ঃ)

    সামাজিক দায়িত্ব না কিসের ট্যাগ লাগানোর
    কথা উঠেছে , সেটাও ক্যানো উঠলো বুঝি নাই। আমার কোন পোস্ট থেকে ভুল বুঝে ভুল বুঝে একথা উঠে এসে থাকলে ক্ল্যারিফাই করে দি।
    ইন ফ্যাক্ত আমার আর আলাদা করে বলারো কিছু নেই, এব্যাপারে মামু অনেক আগেই খোলসা করে দিয়েছে, সেটার সাথে আমি সম্পূর্ন সহমত।
    ঐ কম্যুনিটির 'ওপেন' ফ্যাক্টর , নীরব পাঠকের উপস্থিতি , গণমাধ্যমের চরিত্র ইত্যাদি।

    তবে সে যাই হোক, মিঠুদি যে আমার নামের বাননটি ভুল লিখল্প এতে আমি সত্যি রেগে গেছি । x-(

    আসলে রেগে গেছি আরো এই কারণে যে কদিন আগে গুরুর ফেবু কম্যু তে বানান নিয়ে নানা ফাণ্ডা দেওয়া একজন আমার নামের বানানটা এই লিখছিলেন। তো, সে নিয়ে বলতে বলেন কি, আমার নামের যে ইংরিজি বানান লিখি তাতে তো বাংলাদেশের উচ্চারণে ইপছিতা হয় !! ঃ((

    উফ্‌ফ ! কী নামের ফেরেই যে পড়েছি !
    একটা ভালো নামের সন্ধানে আছি।
    পেয়ে গেলেই এপিঠ ওপিঠ করিয়ে নেবো।
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:৫১ | 202.3.120.4
  • আমার তখন দশম শ্রেণী, সেই যে "আজও আকাশের পথ বাহি", "বাঁশি শুনে আর কাজ নাই", "ঘুম ভুলেছি নিঝুম" "মালাখানি ছিল হাতে" ইত্যাদির প্রেমে পড়লাম - সে আর গেল না।
  • m | ১৯ জুলাই ২০১১ ২৩:৪৯ | 117.194.32.80
  • পারমিতা, বড় দুবোতল টাইলানল আর মট্রিন আনতে পারলে খুব ভালো হতো। টিনটিনের জন্যে ঐ দুটো খুব দরকার।এখন আবার জ্বর চলছেঃ((
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:৪৯ | 198.82.19.192
  • কর্তার গান শ্রীকুমার বন্দ্যোঃ ভালো গেয়েছিলেন।
  • I | ১৯ জুলাই ২০১১ ২৩:৪৭ | 14.96.58.199
  • আসলে হয়েছে কী, পরান বারুজ্জ্যে কর্তার গান বেশ ভালো গায়। তো সেই পরান বারুজ্জ্যে টিভি'র একটা খাজা প্রোগ্রামে দিয়েছে ধাঁ করে এই গানটা গেয়ে । আর পড়বি তো পড় গানটা আমারি ঘাড়ে হুড়্‌মুড় করে এসে পড়েছে। তখন থেকে আসলটা শোনার জন্য ইচ্ছা হচ্ছে।
    অথচ ছোটবেলায় কর্তার গান কী খাজা লাগত রেডিওতে ! যেই রেডিও উঠে গেল, ঘরে গিন্নি এল, অমনি কর্তার গান ফিরে এলো।
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:৪৫ | 198.82.19.192
  • মামীকে,
    হুলোতে আবার আপত্তি কিসের?

    যদিও হুলো নামে আমার এক বন্ধু ছিলো। ভারি নামকরা বিজ্ঞানী, তাই নামটা ফাঁস কল্লাম না।
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:৪৪ | 122.172.41.176
  • আমি আপাততঃ "পাগলা মনটারে তুই বাঁধ" যেকোন সিচুয়েশনে মনোনীত করছি।
  • mita | ১৯ জুলাই ২০১১ ২৩:৪৪ | 64.191.211.55
  • মিঠু, দিব্যেন্দুর যাবার কথা কিছুদিনের মধ্যে, কি দরকার বল?
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:৪২ | 122.172.41.176
  • ম, দেশের এক জনতা দেশে ফিরছে জানি। কিন্তু তার হাতে শুধু একবেলা আছে। কি দরকার?
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:৪১ | 198.82.19.192
  • জাতিস্মর নমিনেট করা যায় কিনা ভাবছি।
  • m | ১৯ জুলাই ২০১১ ২৩:৩৯ | 117.194.32.80
  • আমেরিকার জনতা,কেউ কি ইদানীংকালে দেশে ফিরছো- যদি ফেরো তাইলে একটা দরকার ছিলো..
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:৩৫ | 122.172.41.176
  • আরে রেগে যাবো কেন, আমি গানটা খুঁজছি। মানে ইউটিউব না। কিন্তু এই গানটা শুধুই দেখার। তাই ইউটিউব ছাড়া পেলাম না।
  • m | ১৯ জুলাই ২০১১ ২৩:৩৩ | 117.194.32.80
  • জেন্ডার বায়াস না থাগলে হুলো থাকতি পারেঃ)
  • I | ১৯ জুলাই ২০১১ ২৩:৩৩ | 14.96.58.199
  • পামিতাদি, গ্যালন গ্যালন থ্যাংকু।
    মনে হলো- সইতে পারি "না ' বলা।
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:৩০ | 198.82.19.192
  • পামিতাদি রেগে যেওনা। এট্টু ফক্কুরি করলাম। ঃ-)

    পিথিমির সেরা বলা তো হেব্বি চাপ। আমি দু একটা ভেবেও কেমন পিথিমির ডাইমেনশন ভেবে লিখতে পারলাম না।
  • aka | ১৯ জুলাই ২০১১ ২৩:২৯ | 168.26.215.13
  • মিছিল সেরে এসে কইছি এই নিয়ে আমার বিস্তর বলার আছে।
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:২৮ | 198.82.19.192
  • ডিপেন্ডস। কুলোর বাইরে কে আছে। ঃ-)
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:২৬ | 198.82.19.192
  • ইলু ইলু।
    এর্চে ডিরেক্ট আর কম্প্যাক্ট গান দেখি নাই। প্লাস ফ্রি মানে বই। ঃ-)
  • m | ১৯ জুলাই ২০১১ ২৩:২৬ | 117.194.32.80
  • শুদু বাতাস নাকি কুলোর!
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:২৫ | 122.172.41.176
  • পিথিমির সেরা প্রেমের গান কি?
  • aka | ১৯ জুলাই ২০১১ ২৩:২৪ | 168.26.215.13
  • সিঁফো আমারে রাম ওরফে বিষ্ণু কইল। জানতাম মেয় সামায় হুঁ।
  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:২২ | 198.82.19.192
  • ন্যাবলা হবে।
  • aka | ১৯ জুলাই ২০১১ ২৩:২২ | 168.26.215.13
  • Paramita | ১৯ জুলাই ২০১১ ২৩:২২ | 122.172.41.176
  • এইটা চিরকাল কনফিউশান ছিলঃ

    আমি সইতে পারি "না" বলা

    নাকি

    আমি সইতে পারি না-বলা

  • Tim | ১৯ জুলাই ২০১১ ২৩:২১ | 198.82.19.192
  • সিফোঁ,
    ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত