আজ্জোদা ফিলিমে নামলে টামলে জানিও। একটা অটোগ্রাপ নিয়ে আসবো।
kumu | ২১ জুলাই ২০১১ ২১:৪১ | 122.161.13.210
আমিও একখানা প্রেমের গানের লিং দিই?সবাই এত দিল। দেখতে ভালো না লাগলে চক্ষু বুইজ্যা শোনেন।
aka | ২১ জুলাই ২০১১ ২১:৪১ | 168.26.215.13
আমীর খান আমাকে কোন একটা সোশাল নেটওয়ার্কিংয়ে যোগ করেছেন। আমিই সেলিব্রিটি।
pi | ২১ জুলাই ২০১১ ২১:২৪ | 72.83.103.132
কিন্তু ভবিষ্যত দাদুকে কী দেখে চেনা যেতে পারে ? দাড়িও তো সব উপড়ে নেওয়া হয়েছিল। জন্মেই গুংগা টুংগা বলার কোন রেকর্ড ও নেই।
আচ্ছা, এত দাদুকাহিনীতে দাদুর জন্ম নিয়ে কোন বেত্তান্ত নেই ? সেই আমাদের শিশুদের রামকৃষ্ণ/সারদামা/বিবেকানন্দের এর প্রথম অধ্যায়ে যেমন থাকতো। জন্মের আগের মায়ের/বাবার/কাকা/পিসির শয়নে, স্বপনে, জাগরণে নানারূপ অলৌকিক দৃশ্য অবলোকন, জন্মানোর মুহূর্তে আরো নানাপ্রকার ... দাদুর বেলায় কিচ্ছুটি হয় নাই ?
Arpan | ২১ জুলাই ২০১১ ২১:০০ | 122.252.231.10
একদম। ঃ)
kc | ২১ জুলাই ২০১১ ২০:৫২ | 89.203.49.18
এতদ্বারা ব্রতীনের ঝান্ডা অপ্পনের হাতে অর্পণ করা হইল। ঃ-)
দূর দূর, আজকের ভাষণটা আমি শুনেছি। খুব একটা খারাপ ভাষণ ছিলনা মোটেই। এর থেকে অনেক ছড়ু ভাষণ আগে অনেক দিয়েছেন। আজকে, আগের থেকে অনেক পরিণত লাগল।
aka | ২১ জুলাই ২০১১ ২০:০৫ | 168.26.215.13
মমতার ভাষণ নিয়ে কিছু বলার নেই, কিন্তু মুশকিল হল ওনার কাজকম্মোও ওনার ভাষণের মতন। এখনও অবধি এϾট্র লেভেল ম্যানেজারের মতন কাজকম্মো, প্রচূর উৎসাহ কি দিশা টিশা কম।
pi | ২১ জুলাই ২০১১ ১৯:৫৬ | 72.83.103.132
ঃ))))
দাদু মনে হয় ঐদিন কবর থেকে উঠে বসবেন। পুনর্জন্ম ও হতে পারে। ঐদিনের জাতকদের প্রতি একটু খেয়াল রাখতে হবে। লক্ষণ টক্ষণ বিলক্ষণ মিলে গেলে বিশ্বভারতী থেকে তাকে নেক্সট গুরু হিসেবে গ্রুম করতে পারে।
ভালো কথা, পরের সাঁই পাওয়া গেল ?
q | ২১ জুলাই ২০১১ ১৯:৩২ | 61.12.12.83
আজকে নাকি বলেছে "বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করব।' ঃ-))))))))
pi | ২১ জুলাই ২০১১ ১৮:১৯ | 72.83.103.132
আর কবীর সুমন যদিও মমতার বেশ কিছু ব্যাপার নিয়ে ওনার উপর হাড়ে হাড়ে খচা, হ্যাঁ ,এই প্রতিদিনের প্রতিদিনের পূজার্চনা, জয় গোস্বামী, শাঁওলি মিত্র -সবার আচরণেই উনি বেশ বিস্মিত ও হতাশ, তবে মমতার বক্তৃতা নিয়ে এই আয়াসমেন্ট টা এখনো পোষণ করেন।
" .... মমতার ভাষণ কিন্তু সেদিন বিশেষ ভাল লাগেনি আমার। খুব তীক্ষ্ঞ কণ্ঠে ভাষণ দিচ্ছিলেন তিনি। লক্ষ্য করলাম নিতান্ত মৌলিক বিষয়ে তিনি সরাসরি কথা বলছেন। ইনিয়ে বিনিয়ে নয়, সরাসরি। সে জন্যই হয়তো সাধারণ মানুষ এত সহজে বুঝতে পারছিল তাঁর কথা। কিন্তু অস্বীকার করব না, আমার পাশ্চাত্য-প্রভাবাচ্ছন্ন শহুরে, আধুনিক বোধে তেমন কোনো তরঙ্গ তুলতে পারছিল না তাঁর ভাষণ। মাঝেমাঝে খুব সহজ সরল কিছু ঠাট্টা করছিলেন তিনি। সকলে হৈ হৈ করে উঠছিল। লক্ষ্য করছিলাম, মাঝে মাঝে তিনি কোনো শব্দ বা কারো নাম নিয়ে খেলছেন, মজা করছেন, একটু সময় ও নিচ্ছেন, টানা কথা বলে যাচ্ছেন না। তাঁর ঐ যতিগুলো যেন মেপেই দেওয়া।অসাধারণ লোক যাতে সঙ্গে থাকতে পারে। তারপরেই তিনি হঠাৎ কথার, অভিযোগের , প্রতিবাদের তুবড়ি ছোটাচ্ছিলেন। স্বর তীক্ষ্ঞ থেকে তীক্ষ্ঞতর। শ্রোতারা উদ্বেল হয়ে উঠছিলেন। বুঝলাম, এই মানুষটি সরাসরি ছুঁতে পারছেন এতজন সাধারণ মানুষের হৃদয়কে। এঁরাই তো আমাদের দেশের জনসাধারণ। তাঁর ভাষণের একটি কথাও আমার মনে থাকেনি। বরং জ্যোতি বসুর ভাষণের দু'একটি কথা আমার আজ ও মনে আছে। কিন্তু তা হলেও আমি সম্যক বুঝতে পারছিলাম যে বাংলার সাধারণ মানুষের মনে এই মানুষটির স্থান অনেক অন্তরঙ্গ জায়গায়। তাঁর ভাষণের কোন ও অংশ আমার মনে দাগ কাটল কিনা সেটা বড় কথা নয়।অসাধারণ মানুষ বিশেষ করে মেয়েরা তাঁর উক্তিগুলি নিয়ে কথা বলছেন, সভার দু'দিন পরেও পাড়ার দোকানে দোকানে মানুষজন কথা বলছেন, মন্তব্য পালটা মন্তব্য করছেন এটাই আসল। এটাই গণতন্ত্র। বের্টোল ব্রেশটের একই লেখায় এককালে পড়েছিলাম - 'Wie soll die grosse Ordnung aufgebaut werden,ohne die Weisheit der Massen' - 'জনতার প্রজ্ঞা ছাড়া বিশাল ব্যবস্থাটি গড়ে তোলা হবে কী করে ? ' ...... "
Kaju | ২১ জুলাই ২০১১ ১৮:১২ | 121.244.209.245
এই একরৈখিক বহুরৈখিক আগে পড়েছি না? ১৩ মে কি আশপাশ। এখানেই।
pi | ২১ জুলাই ২০১১ ১৮:০৯ | 72.83.103.132
মমতার বাংলা প্রসঙ্গে কলিম খানঃ
"এই মুহূর্তে বিশ্বের, ভারতের, পশ্চিমবাংলার শাসনশীর্ষ থেকে যে-ভাষায় কথা বলা হয়, তাকে বলে দেহভিত্তিক দৃষ্টিভঙ্গিতে তৈরি একরৈখিক বিশেষ্যভিত্তিক (প্রতীকী) ভাষা। সাধারণত এই ভাষায় একটি বাক্যের দুরকম মানে হয় না, এর বিপরীতে যে-ভাষার খবর আজ আমরা জানি, তাকে বলে আত্মাভিত্তিক দৃষ্টিভঙ্গিতে তৈরি বহুরৈখিক ক্রিয়াভিত্তিক ভাষা ; সাধারণত সে-ভাষায় বাক্যের একাধিক মানে হয়। এ-ভাষা কোনো নতুন ভাষা নয়, মানবসভ্যতার ইতিহাসে এই বহুরৈখিক ভাষার প্রচলন ছিল বৈদিক যুগের প্রারম্ভকালে এবং মধ্যযুগের বাংলায়। (গ্রীস রোম প্রভৃতি দেশে তার কিঞ্চিদধিক প্রচলন থাকলেও, হোমর-পরবর্তী যুগে সে ভাষা বিলুপ্ত হয়ে যায় ; যদিও মানুষের মর্যাদাহরণের ও মানুষের বহুরৈখিক ভাষার উপর আক্রমণের ঘা-এর চিহ্ন তাদেরও বুকের গভীরে আজও বিদ্যমান।) এখন দেখা যাচ্ছে, শ্রীচৈতন্যমহাপ্রভুর কালের সেই মধ্যযুগীয় বহুরৈখিক বাংলাভাষা তৃণমূল দলটির মাধ্যমে এই নির্বাচনের মুখ্য ডাক (স্লোগান) রূপে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, আর তা ঘটেছে খানিকটা তৃণমূলের অজান্তেই। সেই বহুরৈখিক ভাষাতেই দলটি জনসাধারণের উদ্দেশ্যে ভোট দেওয়ার ডাক দিয়েছিল এবং পশ্চিমবাংলার ভোটার সেই ডাকের অর্থ বুঝেও গিয়েছিলেন এবং তাতেই তাঁরা বিপুলভাবে সাড়াও দিয়েছেন।
মা মাটি মানুষের বাঁচার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন - এই জাতীয় হাজার হাজার হোর্ডিং ঝুলিয়ে তাতে এই বাক্যের মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছিল। একটু ভাবলেই দেখবেন, এই বাক্যটির ইংরেজি অনুবাদ করা যায় না ; করার চেষ্টা করলেই এর অন্তর্নিহিত মানেটি বদলে যায়। হয়তো সেকারণেই তৃণমূল দলের তরফে এর কোনো ইংরেজি অনুবাদ প্রচার করা যায় নি। বাংলাভাষার এই স্বভাব রয়েছে কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারতের, মঙ্গলকাব্যের, বৈষ্ণব-কীর্তনের, হিন্দু-মুসলিম পদকর্তাদের পদাবলীর, লালনফকির ও রবীন্দ্র-নজরুলের গানের, রয়েছে গ্রামবাংলার মানুষের মুখের ভাষায়। (বাংলার মানুষ অ্যাকাডেমিক-শহুরে-একরৈখিক-প্রতীকী-বাংলাভাষার পাশাপাশি এখনও যে মধ্যযুগীয় বহুরৈখিক ভাষাবোধ ব্যবহার করে থাকেন, অর্থাৎ একালের বাংলাভাষী দুরকমের বাংলাভাষায় কথা বলেন একথা রবি চক্রবর্তী ও আমি আমাদের বাংলাভাষাঃ প্রাচ্যের সম্পদ ও রবীন্দ্রনাথ গ্রন্থে সপ্রমাণ ব্যাখ্যা করেছি।)তার মানে, এই আহ্বান পুরোপুরি বাংলা আহ্বান, বাঙালির মনের মাটি থেকে উঠে আসা নিষ্কলুষ বাংলা ভাষায় প্রচারিত আহ্বান এবং শুধুমাত্র বাংলাভাষীদের জন্য বলা একপ্রকার বহুরৈখিক ভাষায় বলা ভোট দেওয়ার ডাক। এমনকী পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসও তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে সেই ডাক দিয়েছেন, তাঁদের নিজেদের অজ্ঞাতসারে। অর্থাৎ, বিশ্বের শাসকশ্রেণী যে ভাষা ব্যবহার করে, পশ্চিমবাংলার অধিকাংশ ভোটদাতা ও ভোটপ্রার্থী বাঙালিরা তাদের এই নির্বাচনে তার বিপরীত ভাষায় ভাব-বিনিময় করেছেন, এবং তাকে ভোটের ফলাফলে রূপান্তরিত করেছেন।"
Kaju | ২১ জুলাই ২০১১ ১৭:৪৮ | 59.163.201.173
ভালো আইডিয়া দিলাম, কারুর পছন্দ হল না। আসলে কে দিয়েছে, এটাই বেশী ইম্পর্ট্যান্ট কিনা ! আমি নিশ্চিত আজ যদি তিলুবাবু মানে আপনাদের শঙ্কু মহাশয় এখানে থাকতেন, এই মুহূর্ত থেকে এই নিয়ে গবেষণা শুরু করে দিতেন, আর কদিনের মধ্যে একটা যুগান্তকারী আবিষ্কার করেও ফেলতেন। ঃ-(
pi | ২১ জুলাই ২০১১ ১৭:৪৭ | 72.83.103.132
কল্লোলদা, গুচ্ছ মেইল ডেলাতে হবে। মনে হচ্ছে সময় যাবে। দরকারি হলে মামু আর guruchandali অ্যাকাউন্টটাতে করে দেবেন।
এখন আমার গুরুর কাজকম্মো থেকে ল-অ-ম্বা ছুটি ! ঃ)
বাকি সবাইকেও বলছি, গুরু নিয়ে কোন মেইল হলে saikat.guru তে করতে।
m | ২১ জুলাই ২০১১ ১৭:৪৫ | 117.194.37.50
কাজু, এইবার আমি খানিকটা হতাশ, গত ২১শে দিদির সেই অজস্র মুকুতাভান্ডার এই বার খালিঃ( উনি সেবার ছিলেন কল্পতরু- এইবার কোথায় কি।খালি ২ মাসে প্রায় সব প্রতিশ্রুতি পালন করে ফেলেছেন তার দিকে অঙ্গুলি নির্দেশ।
ভাবছি গাইবো, তুমি আর নাই সে দিদিঃ(
mita | ২১ জুলাই ২০১১ ১৭:৪১ | 64.191.211.55
মিঠু!!!! ঃ)))
m | ২১ জুলাই ২০১১ ১৭:৩৭ | 117.194.37.50
এরপর হাতজোড় করে জাতীয় সঙ্গীত,শুনতে পেয়ে ছেলে এসে সামনে দাঁড়িয়ে গেলো, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে,সামনে দিদি পাশে ছেলে। শেষ হবার পর শুরু হলো
আমরা কারা- তৃণমূল লড়ছে কারা-ঐ এই জলপাইগুড়িতে- জিন্দাবাদ হুগলিতে-জিন্দাবাদ বাগদাতে- জিন্দাবাদ
এই তাপসপাল ও- তৃণমূল চিরঞ্জিত ও- তৃণমূল দেবশ্রীও- ঐ সংস্কৃতিতে-ঐ চাকরীতে-ঐ বাংলাবাঁচাতে-ঐ
লড়ছে কারা জিতলো কারা আমরা কারা
মা মাটি মানুষ জিন্দা আ আ বাদ- ধন্যবাদ ধন্যবাদ।
ঠিকাছে তালে এবার যাই, এখন মহাকরণে যাব।
kallol | ২১ জুলাই ২০১১ ১৭:৩৬ | 220.226.209.2
ইপ্পি - পুরোনো মেল ডিলিট কর। মেল ফিরে আসছে।
Arpan | ২১ জুলাই ২০১১ ১৭:৩২ | 202.91.136.71
হ্যাঃ, ফরিদা ভাবেটা কী? সোনার মটরডাল দিয়ে দিদিকে দিল্লিতে ধরে রাখতে পারলে না। খিল্লি ছাড়া তো কিছুই করোনি তখন। এখন পস্তালে হবে!
Kaju | ২১ জুলাই ২০১১ ১৭:২৫ | 59.163.201.173
মাইমা কী খাটছে সারাদিন ! পু-উ-রো প্রো-রিপোটারের মত উক্তি তুলে দিচ্ছে।
গুরুতে এরকম কিছু করা যায় না - কোনো কথা এর কাছাকাছি হলেই অটোমেটিকালি ল্যাখা হয়ে যাবে? এই যেমন টিভি থেকে শুনে শুনে লিখতে হচ্ছে, জাস্ট ল্যাপিটারে লয়ে যাও টিভির সমুখে, কথাগুলি আপনিই টাইপ হয়ে যাবে? অবশ্য যেটা দরকার বলে মনে করছে ইউজার, সেটাই, সব না।
একই রকম ইউজার মনে যা ভাবছে লিখবে বলে, সেটা স্ক্যান করে টাইপ হয়ে যাবে। তাহলে কত টাইম সেভ হবে ভাবুন তো?
Lama | ২১ জুলাই ২০১১ ১৭:২৫ | 117.194.235.207
হবে হবে। সব হবে।
কুমুদিকে দেওয়া হবে কাঠবেড়ালি, কাঠবাদাম ও কাঠপিঁপড়ে উন্নয়ন মন্ত্রক
তবে কিনা মন্ত্রীত্ব দিয়ে হবেটা কি? সোনার মটরডাল বই তো নয়!
kumu | ২১ জুলাই ২০১১ ১৭:১৯ | 122.160.159.184
লামা আমার অনুরোধকে পাত্তা দিলো না? অভিমান!
pharida | ২১ জুলাই ২০১১ ১৭:১৮ | 220.227.148.193
পুজোয় কি দিল্লিতে আমরা দিদিকে পাবো না? চন্দবিন্দু, লোপা সব একঘেয়ে হয়ে গেছে। নিদেনপক্ষে একটা রিয়েলিটি শো?
Arpan | ২১ জুলাই ২০১১ ১৭:১৬ | 202.91.136.71
যাঃ, আকা দিদিকে নিয়ে দুষ্টুমি করে না। ঃ)
Lama | ২১ জুলাই ২০১১ ১৭:১৬ | 117.194.235.207
আমি সেলিব্রিটি হতে পারলে মামীকে বিনিপয়সায় অটোগ্রাফ দেবো। আর অটোমেটিক্যালি কোনো একটা কমিটির মেম্বার হয়ে যাবো। মাঝে মাঝে ডিডিদার সঙ্গে মিটিঙে দেখা হবে। নিজের পঞ্চাশ হাজার টাকা খচ্চা করে বেড়াব আর বই কিনব। আর ডিডিদার পয়সায় খাব রাম।
m | ২১ জুলাই ২০১১ ১৭:১৫ | 117.194.37.50
কি কষ্ট করে কাজ করতে হচ্ছে, রাইটার্সে খাবারজল ছিলো না,ভাবুন কি হাল(মুচকি হাসি )এরমধ্যেই তরী বাইতে হচ্ছে,দূর্গম গিরি কান্তার মরু..
বাংলার মাকে সম্মান জানিয়ে, ঐ আম্মাকে সেলাম জানিয়ে.. শীতগ্রীষ্ম বর্ষা- তৃণমূল কংগ্রেস ভরসা।
১টা বছর অপেক্ষা করুন,দেখবেন বাংলা সচল হয়ে জোরে জোরে দৌড়চ্ছে। আমাকে ভুতের মত খাটতে হচ্ছে,সব সময় আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না,আমি কিন্তু সব খবর পাই,যেখানে একটু দুষ্টুমি হবে সঙ্গে সঙ্গে অ্যাকশান, সব কিছু সহ্য করবো কিন্তু বিশৃংখলা বরদাস্ত করবো না- আমি কিন্তু সব খবর পাই। ডিউটি এটাই তৃণর বিউটি।
pharida | ২১ জুলাই ২০১১ ১৬:৫৯ | 220.227.148.193
হুলা হুলা হুলা .....
pi | ২১ জুলাই ২০১১ ১৬:৫৮ | 72.83.103.132
ওদিকে ফেসবুকের বিমান বোস কমরেডদের লাল সেলাম ঠুকেছেন। চীনের সাহায্য নিয়ে ঠিক সময়মতো বৃষ্টিটাকে নামিয়ে ব্রিগেডের সভায় জল ঢেলে দেবার জন্য। ঃ)
m | ২১ জুলাই ২০১১ ১৬:৫৫ | 117.194.37.50
কি কি করতে হবে বলুন তো, সামনে রমজান মাস- ভাইবোন দের বিরক্ত না করে পাড়ায় পাড়ায় কাজ করুন। পারলে একটু রোজা করুন।শরীর ভালো থাকবে,আমি তো কয়েকটা করি।এরপর আসছে বাইশে শ্রাবণ-সাত আট নয়,মাথায় রাখবেন একদিকে রবীন্দ্র অন্যদিকে নজরুল। পুজোর আগে ট্র্যাফিক সিগন্যালে একটু একটু রবীন্দ্রসঙ্গীত বাজবে। সারা বাংলায় পাঁচ কোটি গাছ লাগানো হবে..
এখন দেখছেন তো বৃষ্টি থেমে গেছে, সারাদিন এত বৃষ্টি হলো, আপনারা সব কাদার ওপরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন দেখুন থেমে গেছে,এটাই পরিবর্তন। ইলেকশানের আগে থেকেই দেখছি। আগে মিটিংএর দিন খুব বৃষ্টি হতো। মনটা আপনাদের সাদা,তাই কাদা আপনাদের কিছু করতে পারবে না।
মামীর অসাধারন ধারাভাষ্যের জন্যে কোনো মেডেল টেডেল দেওয়া হোক।
dukhe | ২১ জুলাই ২০১১ ১৬:৫১ | 122.160.114.85
একটি সূত্রে শুনেছিলাম আর্মির আপত্তির কারণে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেননি । সত্যিমিথ্যে জানি না ।
kumudini | ২১ জুলাই ২০১১ ১৬:৫০ | 122.160.159.184
মিঠু,এইসব- সোনার মটরডাল ইঃ সত্যি সত্যি বল্লো?
দুখে আবার এই মহিলাকে-------- বলে ক্ষেপে উঠেছিল!সকলে মিলে বলেকয়ে নিরস্ত করা গেছে।
pharida | ২১ জুলাই ২০১১ ১৬:৪৯ | 220.227.148.193
ইং - ১৯/১ জাহির পেয়েছে কুককে।
siki | ২১ জুলাই ২০১১ ১৬:৪৬ | 123.242.248.130
হ্যাঁ, সে কেসও চলছে। আর্মিতে পোচুর ঘাপলা চলে ঃ-) বড় বড় ঘাপলা। মিডিয়া সবটা জানতে পারে ন।
pharida | ২১ জুলাই ২০১১ ১৬:৪৫ | 220.227.148.193
সিকি, দেশের আর্মির এক নম্বর লোকটারও তো বয়সের কীসব হেরফের এর কেস চলছে - সে ১৯৫০ এ জন্মেছিল না ১৯৫১ - এক বছরের সুবিধা বাওয়া - কম নয়।
m | ২১ জুলাই ২০১১ ১৬:৪১ | 117.194.37.50
জীবনটা কি, আজ আছি কাল নেই। কতটুকু লাগে , পার্লামেন্টের মাইনে টা নিয়ে,প্লেন ফেয়ার ,ভাতাটাতা ঠিক করে রাখলে ককোটি টাকা রাখতে পারতাম। কিন্তু... কি বলুন তো, মরলে সেই একটা সাদা কাপড় ছাড়া আর কিছু লাগবে না.. সোনাদানা দিয়ে কি হবে , সোনার মটরডাল খাবো, মুক্তোর চচ্চড়ি খাবো, নাঃ ( স্বর্গীয় হাসি)
siki | ২১ জুলাই ২০১১ ১৬:৪১ | 123.242.248.130
নিরুপম সেন সাদা ধুতিপাঞ্জাবি পরেন্না। প্রতিমবাবু ধুতির গেঁজেয় রিভলবার নিয়ে ঘুত্তেন। এগুলো কি কোনও উদাহরণই নয়, দীপ্তেন্দা? তুশ্চু পঞ্চাশহাজার টাকার জন্য রেলোয়ের কর্মকর্তা হবেন? পঞ্চাশহাজারে ক্ষী হয় আজগের দিনে?
Netai | ২১ জুলাই ২০১১ ১৬:৪১ | 121.241.98.225
কাজু ডিডিদার কতখানি শুভাকাঙ্খি সন্দেহ থেকে যাচ্ছে। আসল ঊদ্দেশ্য গাছে তুলে মই কেড়ে নেওয়া নয় তো?
siki | ২১ জুলাই ২০১১ ১৬:৩৯ | 123.242.248.130
হাতে আবার সময় আছে। আজ পোধানমন্ত্রীর গপ্পো বলি।
এই যে বড় বড় স্ক্যাম হয়, টুজি স্ক্যাম, এই স্ক্যাম, ঐ স্ক্যাম, আর এ. রাজা জেলে যাবার আগে বলে যায় যা করেছি প্রধানমন্ত্রীর নির্দেশমতই করেছি, পিএমও আপিসের অ্যাপ্রুভাল নিয়ে করেছি, আর তার কোনও প্রমাণ দিতে পারেন না, এসব কিন্তু সত্যিই হয়।
কোনও খবরের কাগজ জানতে পারবে না, কেবল ভেতরের লোক জানতে পারে, কিন্তু সার্ভিস এগ্রিমেন্ট অনুযায়ী সে সেকথা কোথাও বলতেও পারে না।
মিলিটারির অত ডেজিগনেশন মনে নেই টেই, মোদ্দা কথা একটা খুব তেএঁটে জেনারেল টাইপের লোক আছে, বাঙালি, পাতি বাংলায় খচ্চর বললে নাকি কম বলা হয় তার সম্বন্ধে, তার সহকর্মী আর্মিদেরই ইভ্যালুয়েশন, এই বছরের একতিরিশে জুলাই রিটায়ার করতে যাচ্ছিল, এদিকে কয়েক দিনের জন্য সে লাস্ট একটা প্রোমোশনে চলে যেতে পারে, যদি প্রমোশনটা পায়, তা হলে তার সার্ভিস লাইফ এক বছর বেড়ে যাবে, একষট্টিতে রিটায়ার করবে, মানে সামনে বছর জুলাই এন্ডে।
সে লোক নাকি এগারোটায় আপিসে এসেই বারোটার সময়ে বারে ঢুকে যায়, সারাদিন মাল টানে, আর পারলে ফৌজিদের ওপর কাঠি করে। কিন্তু কীভাবে কীভাবে যেন তার উঁচুতলার সমস্ত বাঙালিদের হাত করা আছে। মোটামুটি আর্মির উঁচুতলায় মন্ত্রীসান্ত্রী লেভেলে হাত করা বড় ব্যাপার না। তিনি এখন বসে পড়েছেন, সেই প্রমোশন তার চাই। পুরো ডিফেন্স মিনিস্ট্রির কেউ চায় না ঐ লোকটার প্রমোশন হোক, মানে ওকে আরও এক বছরের জন্য কেউই সহ্য করতে প্রস্তুত নয়, আর ওর এক বছর টেনিওর বেড়ে গেলে অন্য অনেক ডিজার্ভিং জেনারেলের পদোন্নতি আটকে যাবে, মানে ঐ লোকটাকে পদোন্নতি দেওয়া যায় কী একটা ক্লজকে নাকি সাপ্রেস করে (বিশদে জানি না)।
লোকটা টাইমলি, এ মাসের গোড়ায় ধরে ফেলেছে পোনোব মুখুর্জিকে। পোনোববাবু নিজেও একটি রতনবিশেষ, রতন তিনি ঠিকই চিনে ডিফেন্স সেক্রেটারিকে নির্দেশ দিয়ে দেন এর প্রমোশনের জন্য। ডিফেন্সের সেক্রেটারি কিম্বা পিআরও, তিনিও বাঙালি, পোনোববাবুর পিএ, তিনিও বাঙালি, এখন ফাইল নিয়ে এসে হত্যে দিয়ে পড়ে আছেন ডিফেন্স মন্ত্রালয়ে, আর এই মন্ত্রালয়ে এই প্রমোশন পোস্টিং ইত্যাদি ব্যাপারগুলো দেখে গেঁড়িদেরই ডিপার্টমেন্ট। গেঁড়িও বাঙালি, তার যে আন্ডার সেক্রেটারি, তিনিও বাঙালি। মিলিটারির ঐ বিশেষ পোস্টে কাউকে বসাতে গেলে ফাইনাল সম্মতি লাগে পিএমও-র। পিএমও-তে যিনি সর্বেসর্বা, তিনিও বাঙালি।
এই মুহূর্তে কারুরই ইচ্ছে নেই রুল ব্রেক করে ঐ লোকটাকে প্রমোশন দেবার , কিন্তু পোনোববাবুর হুড়কো খেয়ে সবাইকে কাজ করে যেতে হচ্ছে সমস্ত সেকশন সমস্ত ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিয়ে ঐ লোকটাকে পোস্টিং দেবার, এবং সেটা একত্রিশে জুলাইয়ের আগে, নইলে সে রিটায়ার করে গেলে আর কিছুই করা যাবে না।
পোধানমন্ত্রীর আপিসে এই ধরণের রিকোয়েস্টের উত্তর বা সম্মতি আসতে সময় লাগে পনেরো দিন মিনিমাম। আজ জুলাইয়ের একুশ তারিখ। কিন্তু পোনোববাবু সেখানেও চ্যানেল করে রেখেছেন, লোক পেন হাতে রেডি হয়ে আছে, অর্ডার পৌঁছলেই সাইন করে দেবে। লোকটাকে এখন প্রমোশন না দিয়ে আর কোনও রাস্তা নেই।
এই একটি বা দুটি বাঙালির জন্য বাকি সমস্ত বাঙালিকে ইচ্ছের বিরুদ্ধে একটি নীতিবিরুদ্ধ কাজ করে যেতে হচ্ছে। কোনওদিন যদি ভিজিল্যান্স কমিশন বসে, তা হলে এই অনিচ্ছুকদের মধ্যে থেকেই একটি দুটি বাঙালি ফাঁসবে, সেই আর্মি জেনারেল বা পোনোব মুখার্জির কিস্যুটি হবে না। পিএমও বলবে, আমাদের কাছে তো কোনও খবর ছিল না, আমরা কেবল অর্ডারে সই করেছি। নিয়ম দেখা আমাদের কাজ নয়।
ডিডিদা, ওগুলোতে আটকাবে না। উল্টোগুলো কেউ করতে সাহস করে না তাই। আপুনি শুরু করলে সেটা আপুনার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট হয়ে থাকবে। সৌরভ বাঁইবাঁই করে জামা ঘোরানোর পর ওটাই দাদাগিরি আইকন হয়ে গেছে, তার আগে কেউ কি সাহস করেছিল?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন