ধ্যাৎ! গনেশ তো দিব্যি! গনেশ যখন কৃষ্ণ হয়ে যায় তখন আর ভালো লাগে না। একটু আড়ষ্ট লাগে। আর যুদ্ধু হল তো! ভীষ্মের শরশয্যা কি দারুন! চোপড়ার থেকে তো এক কোটি গুন ভালো।
nk | ২১ জুলাই ২০১১ ০৩:২৫ | 151.141.84.114
যুদ্ধু তো হচ্ছে! কেন না?
Tim | ২১ জুলাই ২০১১ ০৩:১৯ | 198.82.21.247
দ্রোণও ভালো, এইবার মনে পল্লো। কিন্তু মহাভারত হচ্ছে আর যুদ্ধু হচ্ছেনা, এইটা বাপু আমার ক্যামন ক্যামন লাগে। ও আর গণেশকেও ভাল্লাগেনি। বড়ো কৃত্রিম। একটা ছোটোখাটো হাতি ক্ষি এতই দূর্লভ?
nk | ২১ জুলাই ২০১১ ০৩:১৭ | 151.141.84.114
দ্রোণ আর বিরাট রাজা চৈনিক। গান্ধারী মনে হলো জাপানী। যুধিষ্ঠির আর দুর্যোধন দুজনকেই চমৎকার লাগলো।
pi | ২১ জুলাই ২০১১ ০৩:১১ | 128.231.22.142
কিন্তু ভীমকে কেমন দেখতে ছিল ? চৈনিক সৈনিক টাইপ ?
হুচে, লিস্টির কোন শেষ নাই, অতএব .... ঃ)
Tim | ২১ জুলাই ২০১১ ০৩:০৮ | 198.82.21.247
না না সে দেখতে গেলে হিড়িম্বাকে সবথেকে ভাল্লেগেছে। আর দ্রৌপদী। ঃ-)
কাল ছিলাম না, আর কালই সবাই মিলে গানের লিস্টি বানিয়ে ফেলল ঃ-(
nk | ২১ জুলাই ২০১১ ০২:৩৬ | 151.141.84.194
চাবি কে আবিষ্কার করেন জানেন? (আমি একেবারে হাসতে হাসতে পড়ে গেছিলাম, চাবিও যে আবিষ্কার করতে হয়েছে, সেটাই প্রথমে মাথায় খেলছিলো না। ঃ-) তারপরে বুঝলাম এতো সামান্য ব্যাপার নয়! সেই কোন্কালের টেকনোলজি আজো ব্যবহার করে যাচ্ছি আমরা!)
achintyarup | ২১ জুলাই ২০১১ ০২:৩৪ | 59.93.246.233
বড় গাড়ি পাওয়া গেছে বলে শুনিনি। কিন্তু ছোট গাড়িই যথেষ্ট
nk | ২১ জুলাই ২০১১ ০২:২৮ | 151.141.84.194
খেলনা গাড়ী না, বড়ো বড়ো গাড়ী যাতে ঘোড়া বা ষাঁড় জুতে দিয়ে লোকেরা নিজেরা নিজেরা চড়ে বেড়াতে পারে, সেরকম কি পাওয়া গেছে? সেরকম চাকার ব্যবহার জিগ্গেস করছিলাম।
achintyarup | ২১ জুলাই ২০১১ ০২:২১ | 59.93.246.233
চাকার ব্যবহার ছেল। মৃৎ -নির্মিত শকট পাওয়া গেছে দেখনি? সে অবশ্য চন্দ্রকেতুগড়ের থেকেও অনেক পাওয়া গেছে। আমি নিজেই একখানা চাকাহীন শকট নিয়ে এসেছি কিনা। সে সব আবার মিউজিয়ামে জমা দিতে গেলে বিস্তর ঝুলোঝুলি করতে হয়। দেখে-টেখে তারা অবশ্য বলে দিলে যে মালটা শুঙ্গ কি কুষাণ পিরিয়ডের।
pi | ২১ জুলাই ২০১১ ০২:০২ | 128.231.22.142
স্বপ্নাভদার কাছে চাইলেই পাওয়া যাবে।
omnath | ২১ জুলাই ২০১১ ০২:০০ | 117.194.195.4
হ্যাঁ আমিও ওখান থেকে আবার সিন্ডেরেলা শুনলাম। একই রকম ভালো লাগল। কিন্তু সেভ করতে চাই যে !! ঃ-(
nk | ২১ জুলাই ২০১১ ০১:৫৯ | 151.141.84.194
আমার নানা কোশ্নো পায়। ডিডি ও ডিডি, আছেন? ১। মহেঞ্জোদাড়োতে এত ঘেঁষাঘেষি সব বাড়ী ছিলো, তালাচাবির কী খবর? তালাচাবি কি তখন আবিষ্কার হয়েছিলো? খোঁড়াখুড়ি করে চাবি জাতীয় কিছু পাওয়া গেছে? ২। মন্দির কখন তৈরী শুরু হয়? ৩। ভারতে মন্দির আর গ্রীসে মন্দির এসব কি একই সময়ে শুরু হয়েছিলো? ৪। চাকার ব্যাবহার কি হরপ্পা মহেঞ্জোদাড়োতে ছিলো?
..... আরো আসছে। ঃ-)
Tim | ২১ জুলাই ২০১১ ০১:৫৬ | 128.173.185.47
হ্যাঁ আমার ভীষ্মকে বেশ ভালো লেগেছিলো।
nk | ২১ জুলাই ২০১১ ০১:৪৬ | 151.141.84.194
হুচি, জানো, ব্রুক সায়েবের ওটা পুরোটাই পেয়ে গেলাম তিনভাগে, স্প্যানিশ সাবটাইটেল অবশ্য এক্সট্রা এসে গেল, কিন্তু তাতে তো কোনো অসুবিধা নেই। কাল ভীষ্ম প্রথম দিনের যুদ্ধের ডে ইজ ওভার বলে দিলেন এই পর্যন্ত দেখা হয়েছে। ঃ-)
pi | ২১ জুলাই ২০১১ ০১:৪৬ | 128.231.22.142
এই যে ওদের গান। আমার কয়েকটা ভালো লেগেছিল। কয়েকটা ভালো হতে হতেও কেটে গ্যালো বলে মনে হল। তবে খুব ভালো করে শুনিনি। একবার মাত্র কান বুলোনো।
সিন্ডেরেলা শুনেছি রেডিওতে। ওদেরই বোধহয়। ক্যাসেটটা পাই নি অনেক খুঁজেও। এদিকে অনুশ্রী-বিপুল-এর সব গান ইসনিপ্সে তুলে দিয়েছে। রঞ্জনপ্রসাদ সেদিন পার্কস্ট্রীট প্ল্যানেট M এ একটা যুবকের হাতে প্রায় জোর করে নিজের অ্যালবাম তাক থেকে নামিয়ে ধরিয়ে দিয়ে বলে গেল - শুনে দ্যাখো, আমি জানতে চাই আজকের ছেলেদের আমার এই গান কেমন লাগে। জানিও। আমি বয়স্ক লোকটাকে দেখে বিশেষ না বুঝে সিডিটা উল্টে দেখে ছোকরাকে জিগালাম - অ্যাঁ? ইনিই কি রঞ্জনপ্রসাদ? সে বলল, কি জানি তাই তো মনে হচ্ছে এখন !! ওর কলেজের সিনিয়র হিসেবে মা সহ ঐ দোকানেই আলাপ ওর ভদ্রলোকের সাথে, মনে হল। কি আজব, কাউন্টার থেকে কিনে দিল না সিডিটা, শুধু তাক থেকে নামিয়ে হাতে গুজে দিল। ওদিকে আমি দাঁড়িয়ে আছি কারণ রঞ্জনা আমি আর আসব না সিনেমার গান বাজাচ্ছে দোকানটায় আর আমি প্রথমবার শুনছি।
nk | ২১ জুলাই ২০১১ ০১:৩৮ | 151.141.84.194
এম না? আর? ঃ-)
sayan | ২১ জুলাই ২০১১ ০১:৩৬ | 115.241.15.251
রাবণ মন্দোদরিকে ইঙ্গিতে সিপিআর দিতে বলছিলেন।
nk | ২১ জুলাই ২০১১ ০১:৩৬ | 151.141.84.194
আর কুমুদিনি, কালকে "খেলা যখন ছিলো" এর লিংক দেবো। ভালো আছো কুমু? কাঠবেড়ালিরা?
nk | ২১ জুলাই ২০১১ ০১:৩৩ | 151.141.84.194
কেসি দেখলাম নিশিকান্তোকে কী একটা দিয়েছেন, পরে খুলে দেখবো, এখন থ্যাংকু লন।
nk | ২১ জুলাই ২০১১ ০১:৩১ | 151.141.84.194
আর ছোলাভাজা?
achintyarup | ২১ জুলাই ২০১১ ০১:২৯ | 59.93.240.83
যাই ছানটান করে আসিগে
achintyarup | ২১ জুলাই ২০১১ ০১:২৭ | 59.93.240.83
তাছাড়া আমার বাদামভাজা হেব্বি লাগে
achintyarup | ২১ জুলাই ২০১১ ০১:২৬ | 59.93.240.83
দুর, কেউ কিচ্ছু জানে না। একটা সাধারণ জ্ঞানের সহজ পোস্নের উত্তর পজ্জন্ত কেউ দিতে পারে না।
pi | ২১ জুলাই ২০১১ ০১:২৫ | 128.231.22.142
ওমনাথ, স্বপ্নাভ-সায়ন্তনীর গান শুনেছিস ?
achintyarup | ২১ জুলাই ২০১১ ০১:২৩ | 59.93.240.83
কিন্তু কেন?
nk | ২১ জুলাই ২০১১ ০১:২২ | 151.141.84.194
কিছুই পত্তে পারি নি। ঃ-( যাহারা যাহারা যা যা দিয়াছেন বেচারা নিশিকান্তোকে, সবের জন্যই স্ব স্ব ধন্যবাদ বুঝিয়া লইবেন। ঃ-)
achintyarup | ২১ জুলাই ২০১১ ০১:২১ | 59.93.240.83
আরে সে তো আমারো প্রশ্ন
nk | ২১ জুলাই ২০১১ ০১:১৯ | 151.141.84.194
আমি কোথায়?
I | ২১ জুলাই ২০১১ ০১:১৯ | 14.96.146.35
কেসি-ই বা কোথায় যায়?
I | ২১ জুলাই ২০১১ ০১:১৫ | 14.96.146.35
কেন?
achintyarup | ২১ জুলাই ২০১১ ০১:১১ | 59.93.245.226
সবাই এর ওর তার মুখে কথা বসাচ্ছে, আমিই বা ছাড়ি কেন? পর্শু থেকে একটা কঠিন এবং কু পোস্নো আমার মনে ঘুর্পাক খাচ্ছে। রাবণ মারা যাওয়ার সময় মন্দোদরীর বুক চাপড়াচ্ছিলেন কেন?
pi | ২১ জুলাই ২০১১ ০১:০৪ | 128.231.22.142
হ্যাঁ। আর নিজেরগুলোকেও টইতে তোল না !
omnath | ২১ জুলাই ২০১১ ০১:০৪ | 117.194.195.4
ভুল বোঝা এড়াতে - "অন্য গল্প বলে" আর 'ইচ্ছে ফিরুক" দুটি অতীব উৎকৃষ্ট অ্যালবাম। হায় সে সব গান কেউই ডিজিটালে নিয়ে আসার ব্যথা নেয় নি বলে ইসনিপ্স এব্যপারে নীরব। যাগ্গে, ইন্দোদা গল্প বলছে এতক্ষণ দেখি নাই। বেশ কিছুটা লিখে যখন শেষ করে বা না করে শুতে যাবে, কেউ একজন খপ করে ওগুলো কপি করে টইতে বেঁধে রেখো।
Tim | ২১ জুলাই ২০১১ ০০:৫৮ | 128.173.185.47
ইয়ে, ওমনাথের গুলোও টুকে রাখতে হবে। ভালো কাজ।
I | ২১ জুলাই ২০১১ ০০:৫৮ | 14.96.146.35
সেইদিন হইতে স্থির করিয়াছি, একেলাই যাইব। শঙ্কুমহাশয়ের মুখে ঝামা ঘসিয়া দিব। আগামী শুক্রবার প্রাতে হিমি ও হিম উ সহযোগে আমি বীর বাঙ্গালী অবিনাশচন্দ্র পারমাদান নামক ভয়ালভয়ঙ্কর শ্বাপদসংকুল নরখাদক-অধ্যুষিত মহা অরণ্যের উদ্দেশ্যে যাত্রা করিব। আড়াই দিন তাঁবু খাটাইয়া থাকিব ও পেট্রোম্যাক্সের আলোকে ডায়ারি লিখিব; প্রভাতে সপুত্র ভেকশিকার খেলিব। শঙ্কু মহাশয়ের ( ও আমার বীরত্ব সম্পর্কে পরিবারস্থ আর যাঁহার মনে কিছুমাত্র সংশয় আছে) মুখ একেবারে দিস কাইণ্ড অফ স্মল হইয়া যাইবে।
সেই কোন পাঁচটায় দাঁড়াবার কথা তবু আজো তুমি যথারীতি লেট পথ চেয়ে একা একা শেষ করে ফেললাম কয়েক প্যাকেট সিগারেট কবে থেকে প্ল্যান করে অনেক কষ্ট করে কেটেছি টিকিট অ্যাডভান্স এমনি বেয়াক্কেলে সব মাটি করে দিলে আর ফিরে পাব কি এ চান্স? ওরিয়েন্টের মুখে ভিড় ফাঁকা হয়ে গেল বোম্বে-টা হয়ে গেল রিলীজ দূখে এবং রাগে বড় অসহায় লাগে হাত পা করছে নিশপিশ
সুপর্ণা এখনো কেন তুমি এলেনা
এমন দারুন ছবি না দেখার আফশোসে মনটা করছে আনচান এখন পর্দা জুড়ে হয়তো নাচছে সুরে হাম্মা হাম্মা রহমান ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা) হলের অন্ধকারে নির্জনে কেঁদে মরে দেওয়াল ঘেঁষা দুটো সীট নাক কান মলা খাই আর যেন না দাঁড়াই এই ছিঁড়ে ফেলছি টিকিট ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা) চলন্ত সাইকেল একটা বখাটে ছেলে চলে গেল দিতে দিতে শিস তার সুখী মুখ দেখে হিংসায় থেকে থেকে জীবনটা মনে হয় বিষ
সুপর্ণা এখনো কেন তুমি এলেনা
ক্ষতি যা হবার ছিল সবই তো হয়েই গেল কিছু আর নেই তো করার সিনেমা না দেখা হোক আরো দেরি হয় হোক তবু তুমি এসো একবার ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা) এখনো আসতে যদি দূঃখে বরফ নদী আবার গলত জেনো ঠিক এব্যাপারে ভুল নেই চোখ দুটো তোমাকেই দেখত চেয়ে অনিমিখ ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা) চৌরঙ্গীর বুকে যে কোনো হোটেলে ঢুকে দুজনে খেতাম চিলিফিস কেবিনের নির্জনে একান্তে মনে মনে নিভৃতের নিতাম হদিশ
সুপর্ণা এখনো কেন তুমি এলেনা
(রঞ্জনা ঘরাণার সার্থক উত্তরসূরী বলব না কি এই গানকে?) আমার কথা বলি, কাজি কামাল নাসের বহু দিন থেকে বাংলা গান নিয়ে পরীক্ষা নিরিক্ষা করছেন। প্রথম অ্যালবাম বেরোয় প্যান মিউজিক থেকে 'ছোট্ট খবর' পল্লব কীর্তনীয়ার প্রথম ক্যাসেট এর সাথে সাথে। ইন ফ্যাক্ট পল্লবের ক্যসেটটাতেই এর গানের অ্যাড শুনি প্রথম। সেই অ্যাডের গোটা তিন গান বেশ পছন্দ হয়ে কিনতে গেছিলাম অথচ পাইনি ওর অ্যালবাম। ফলে দ্বিতীয় অ্যালবাম 'কেমন আছেন' বেরোবার সঙ্গে সঙ্গে কিনি। তাতেই ছিল সূপর্ণা। কাজি কামাল নাসের আমার মতে সুমনের পরের একমাত্র নিখুত ছন্দে গান লেখা লোক। ওর গানগুলো কবিতা বা ছড়া হিসেবে পড়লেও কোথাও ছন্দ কাটে নি কখনো। সৈকত কুন্ডু এব্যাপারে সর্বশেষ। কারণ এরা ছাড়া একমাত্র কিংশুক মোটামুটি ঠিক ছন্দে লিখলেও নিখুঁত নয়। ছোট্ট খবর অ্যালবামটা অবশেষে পেলাম আমার কলিগ ও মাসকাটে রুমমেট এর সংগ্রহ থেকে। ৪০ টাকা দিয়ে ক্যাসেট থেকে mp3 করে রেখেছি। কিন্তু সেই তিনটে গান ছাড়া ঐ অ্যালমের আর কোনোটাই তেমন দাগ কাটেনি। তার পরেও আরো দুটো ক্যাসেট বেরোয় ওঁর 'অন্য গল্প বলে," "আর ইচ্ছে ফিরুক'। http://www.4shared.com/account/dir/vwIsuVg1/_online.html#dir=14683815
কাজী কামাল নাসের এর অন্যতম ভালো কাজ হল ২০০০ এর শতাব্দী বরণের সময় HMV যখন 'আগামী পৃথিবী শোনো বের করল, তখন সাগরিকা থেকে "অন্য গানের সীমানায়" বের করা। সব কথা ও সুর ছিল ওঁর নিজের। HMV র থেকে ঢের ভালো হয়েছিল সাগরিকার গানগুলো। এর মধ্যে শেষ গানটা অনবদ্য ও অসাধারণ। নেহাত প্রেমের গান নয় বলে লিস্টি করিনি। ঃ-)
বলে রাখা ভালো রূপঙ্কর ও স্বাগত -র কিছু ভালো গান এই কাজী কামাল নাসের এর লেখা ও সুর করা।
অন্য গানের সীমানায় - গানসূচী ================ রাত শেষে ভোর এসে ছুঁয়ে দিল আমায় ভালোবেসে - শ্রীকান্ত নতুন শতক ডাকছে আয় অন্য গানের সীমানায় - লোপামুদ্রা আগামীর দিন আগামির রাত - রূপঙ্কর ও স্বাগত দেখব তোমায় আবার - শম্পা কুন্ডু মিলেনিয়ামের ধুমধাড়াক্কা - শিলাজিৎ শতক গিয়ে শতক আসে - লোপামুদ্রা আদ্যিকালের এই প্রিথিবী - শ্রীকান্ত ও ইন্দ্রনীল একুশ শতক হোক একুশের মতো - শ্রীকান্ত ডাকছে নতুক শতক - ইন্দ্রনীল এসো নতুন শতাব্দী - শ্রেয়া, শ্রীতমা, অনিন্দিতা, শ্রীজয়ী ( বাচ্চারা )
I | ২১ জুলাই ২০১১ ০০:৪১ | 14.96.146.35
যাহা হউক, ভণিতা ছাড়িয়া মূল কথায় প্রবেশ করি। নিজ দুঃখের বিস্তারিত বিবরণ দিয়া আপনাদিগকে বিব্রত ও বিরক্ত করিব না। গৃহিণী কিছুকাল হইল আব্দার জুড়িয়াছেন একটি সপ্তাহান্ত জনকোলাহল হইতে দূরে কোনো সভ্যতাবহির্ভূত স্থানে গিয়া বিশ্রাম লইবেন। একে প্রৌঢ়বয়সের দারা, তদুপরি হিমি। না মানিয়া কোথায় যাইব। ভাবিয়াচিন্তিয়া ঠিক করিলাম বনগ্রাম শহরের অন্তঃপাতী পারমাদান নামক গহন বিজনবনে গিয়া জুলাই/আগস্ট মাসের একটি সপ্তাহান্ত অতিবাহিত করিব। একেলা যাইতে সাহস জুটিল না, শঙ্কু মহাশয়কেও সঙ্গে যাইতে প্রস্তাব দিলাম। শঙ্কুমহাশয় প্রথমে " হ্যাঁ হ্যাঁ সে খুব ভালো হবে, পারমাদান আমারো অতি প্রিয় স্থান, একসাথে যাবো চলুন' বলিয়া আমাকে মহাবৃক্ষের মগডালে চড়াইলেন। আমিও যৎপরোনাস্তি আমোদিত হইলাম। বিজনস্থানে না জানি কতরূপ বিপদের আশঙ্কা, অস্ত্রধারী একটা ষণ্ডাগুণ্ডা থাকিলে মনে কিঞ্চিৎ বল হয়, পুত্রের ত কেবল মুখেই বীরত্ব; গৃহিণী তথৈবচ।
হা ! কোথায় কী ! দিন যত অগ্রসর হয়, শঙ্কুমহাশয় ক্রমেই তত বাঁকিয়া বসেন। নানারকম তারেনাক্কা-বারেনাক্কা জুড়িয়া দিলেন। কদাচ বলেন, -এখন থাক, পরে যাবো, কখনো বলেন- বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সুবিধার নহে। বোঝো ! যাইবেন ত বনগ্রামের বনে, বন শুনিয়া কী জঙ্গলমহাল ভাবিয়া বসিলেন!
শেষে একদিন থাকিতে না পারিয়া চাপিয়া ধরিলাম-আপনার ব্যাপারটা কী মশায়, বলুন তো ! শঙ্কুবাবু বলিলেন, রসুন অবিনাশবাবু , এই বৃদ্ধ বয়সে বড় গানের বাই চেপেছে, তানকর্তব করতে মন আইঢাই করছে। যান, আপনি একলাই যান গে, আমি চাট্টি বিলাসখানি তোড়ি গাই ---
এইরূপ বলিয়া বিকট জিহ্বাভঙ্গি করিয়া -অ্যাঁ-অ্যাঁ রবে আমাকে ভেংচি কাটিলেন ও ততোধিক বিকট মুখব্যাদান করিয়া এবং সাবধানতাপূর্বক আপন কর্ণপটহ হস্তে আচ্ছাদিত করিয়া গান জুড়িয়া দিলেন-কাঁহে করত মেসো ঝগড়া----
আমি টিকিতে না পারিয়া পলাইয়া আসিলাম।
pi | ২১ জুলাই ২০১১ ০০:২১ | 128.231.22.142
শেষ লাইনটাআ যা-তা ! ঃ)
I | ২১ জুলাই ২০১১ ০০:১৮ | 14.96.146.35
প্রৌঢ়ত্বের সীমায় আসিয়া দারপরিগ্রহ করিয়াছি। কিছুই নহে, নিছক দুইবেলা চা-পান করিবার শৌখিনতাটুকুর জন্য শঙ্কুমহাশয়ের মুখাপেক্ষী হইয়া থাকা গায়ে বড় বাজিত। শঙ্কুমহাশয় আপন গুমোরে ( ভাবের বশে প্রায়শঃই উক্ত ব্যক্তি আপনাকে পৃথিবীশ্রেষ্ঠ বৈজ্ঞানিক বলিয়া জাহির করিতেন) আমাকে মনে মনে তুচ্ছতাচ্ছিল্য করিতেন ও আপনার দুই-একটা অতি বিকট রকম পরীক্ষানিরীক্ষার ফলাফল আমার উপরে যাচাই করিয়া দেখিতেন (জৃম্ভণাস্ত্রের কথা মনে পড়িলে এখনো দেহে শিহরণ জাগে)। গৃহিণী আসিয়া সেই শঙ্কু-মুখাপেক্ষার হাত হইতে আমাকে রক্ষা করিয়াছেন। ছয় বৎসর পূর্বে একটি পুত্রসন্তানও জন্মলাভ করিয়াছে। উহার নাম রাখিয়াছি হিমু। আপনাদের নিশ্চয় ঢিমুবানরের প্রসঙ্গ মনে আসিয়াছে। বানরটি আমার বড় ন্যাওটা হইয়াছিল। ঢিমুকে স্মরণ করিবার নিমিত্ত পুত্রের নাম রাখিয়াছি (অন্ত্যমিলযুক্ত) হিমু। আরো একটি তুচ্ছ কারণ আছে। ঢিমু যেমনি তাহার ঢিমা গতির নিমিত্ত পুর্বোক্ত নাম প্রাপ্ত হইয়াছিল, আমার পুত্রও সেইরূপ আপনার নাম স্বীয়কার্যবলে অর্জন করিয়াছে। বালকটি সাতিশয় গুণ্ডা। তাহার তাবৎ কার্যকলাপে শরীরের রোম খাড়া হইয়া উঠে ও গায়ের রক্ত হিম হইয়া যায়। সেহেতুও নাম রাখিলাম হিমু।
কথাপ্রসঙ্গে, গৃহিণীর নাম পাল্টাইয়া -আজ দুইবৎসর হইল-রাখিয়াছি হিমি। অধিক আর কী কহিব। বুঝ জ্ঞানী যে জানো সন্ধান।
pi | ২১ জুলাই ২০১১ ০০:১৮ | 128.231.22.142
এর জন্যই আপাতত ওমনাথের খাওয়া পাওনা রইলো। এগুলো esnips এও নেই ? আমার এখানে esnips এর সার্চ কেন কাজ করছেনা কেজানে !
I | ২১ জুলাই ২০১১ ০০:০২ | 14.96.146.35
আমি শ্রী অবিনাশচন্দ্র মজুমদার লিখিতেছি। আপনারা, সমবেত গুরু ও চণ্ডালগণ যে বিস্মৃতিপ্রবণ নহেন, সেই ভরোসা করিয়াই আমার পুনর্বার লেখনী ধারণ। সঠিক ধরিয়াছেন,আমিই সেই গিরিডিস্থিত পাগলা বৈজ্ঞানিক শ্রীযুক্ত ত্রিলোকেশ্বর শঙ্কু মহাশয়ের বিখ্যাত প্রতিবেশী। বহু দীর্ঘকাল পরে লিখিতে বসিলাম। অভ্যাস নাই। সেই বাল্যকালে প্রবন্ধ রচনা, তৎপরে আশ্চর্যদ্বীপে যাইয়া সেই ভয়াবহ বিপদের মধ্যে ডায়ারিলিখন-ইহাই সম্বল। কিন্তু আজ নিতান্ত বাধ্য হইয়াই শঙ্কুমহাশয়ের স্বরূপপ্রকাশার্থে অনভ্যাসের ফোঁটা পরিতে হইল। চড়চড় করিলে নিজগুণে ক্ষমা করিয়া দিবেন।
Somnath | ২১ জুলাই ২০১১ ০০:০২ | 117.194.203.72
Date :20 Jul 2011 -- 02:47 AM এর পরে, দুটো গান মাথা থেকে বেরিয়ে গেছিল। সৌগত-র 'আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে' আর "পূর্ণিমা'।
এটা নিয়ে কিছু বলি। প্রথম ক্যাসেটটা পাই এক বন্ধুর থেকে। অ্যালবামটির নাম - "একা"। সব গানের কথা সৈকত কুন্ডু, সুর সৈকত ও সৌগত, সঙ্গিতায়োজন অমিত বন্ধ্যোপাধ্যায়, শব্দযন্ত্রী অজিতপ্রসাদ (স্টুডিও ওম) সাগরিকা (Popular 31165 Streo) ডিজাইন - সাইবার ওয়ার্কস। (এত সব লেখার কারন, কেউ যদি কোনোভাবে ক্যাসেটটি বা গানগুলি যোগাড় করে দিতে পারেন, চিরকৃতজ্ঞ থাকিব, যাহা আদেশ খাওয়াইবো, ইত্যাদি।)
তো সেই প্রথম সৈকত কুন্ডু র নাম শোনা আর গানগুলো, এত ভালো কথা আর এত সুন্দর সুরে গান , নতুন বাংলা গান, বহুবহুদিন শুনি নি বলে যাকে বলে মন্ত্রমুগ্ধ। ছবি দেখে সৌগত ও সৈকত কে দুভাই বলেই মনে হয়েছে। ক্যাসেটটা সেই অনুজপ্রতিম বন্ধু আমার আরেক ক্যালানে কে শুনতে দিয়ে শেষে হারিয়ে ফেলল, আমি গানগুলো রেকর্ড করে নেওয়ার আগেই। সে এক প্রচন্ড লস। যাকে বলে অতুলনীয়। তার কত পরে লোপা, শ্রীকান্ত, রূপঙ্কর, মনোময়, শমীক, নীপনিথি, ইত্যাদি লোকে পুজোর গানের ক্যাসেটে সৈকত কুন্ডুর লেখা গান গাইছে। ঐ - যাও পাখি, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, আজ শ্রাবণের আকাশ ইত্যাদি।
সিকি মন থেকে লিখল দেখে আমি ও টুকে দেবার লোভ সামলাতে পারছি না, কারন আপনারা বেশিরাই এই গান শোনেননি গ্র্যান্টি।
আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে যত দুরেই থাকবে তুমি যে রূপেই যে ভাবে খুঁজবে তোমায় হরিণী রোদ পূর্ণিমা চন্দন সবুজ পাতায় হলুদ পাতায় পাগল হওয়া মন এই মাটি ধান কপাল ছুঁলে তোমায় ফিরে পাবে আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে তোমার থেকেই শুরু আমার সকল বর্ণমালা যার কোনো শেষ হয় না তাতেই চরণ রেখে চলা আমায় গানের প্রান্তে তুমি পোঁছে দেবে কবে আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে
(এবার এটা প্রেমের গান না অন্য কিছু তা নিয়ে তর্ক করলে খেলব না)
তো, পূর্নিমা গানটা লেখার কিছু নেই, কারণ ঐ অপূর্ব সুর লিখে বোঝানোর নয়। বরং অন্য একটা গানের কথা লিখি। এই ক্যাসেটের শেষ গান। প্রথমবার শুনে স্তব্ধ-গর্বিত হয়েছিলাম এই গান বাংলা ভাষায় লেখা হয়েছে গাওয়া হয়েছে - এই শ্লাঘায়
প্রতিদিন খবর আনে খবর কাগজ সুপ্রভাতে প্রতিদিন মরছে মানুষ কাশ্মীরে কি জেহানাবাদে সচিত্র বর্ণমালায় থমকে থাকা স্বপ্নের লাশ প্রতিদিন নতুন খবর রোমাঞ্চিত চায়ের গেলাস কাটা গলা কাটা মাথা পাকস্থলী এফোঁড় ওফোঁড় রক্তের ফিনকি লেগে শুকনো ভাতের থালার ওপর ধড়হীন মুন্ডমালার সমবেত অট্টাহাসি আজকের টাটকা খবর দিন ফুরোলেই কালকে বাসী বলো বলো কী যায় আসে, কী যায় আসে তোমার আমার রাজনীতি মারবে যাদের তারা তো লাশ সংখ্যা গোনার অনন্ত সংখ্যা দ্যাখো দুলছে চেনা আঙুলগুলি উদাসীন আকাশ দ্যাখে গণদাহের দীপাবলী দ্যাখো দ্যাখো ভালোমানুষ নিছক দ্যাখায় কীই বা ক্ষতি উলঙ্গ চাঁদও দ্যাখে ছিন্ন হওয়া গর্ভবতী সচিত্র খবর দ্যাখো শিউড়ে উঠছে গোপন সুখে অশ্লীল রক্ত লেগে তোমার আমার সবার মুখে মৃত ওই গর্ভ আবার যন্ত্রণা পেয়ে উঠবে হেসে ছড়াবে বিষের নেশা মায়ের স্তনবৃন্তে মিশে নিরক্ত চাঁদের নীচে জন্ম নেব তুই ও আমি প্রতিটি শবের দেহ আমার নতুন জন্মভূমি
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন