সাথে একলাইন গানটার নাম লিখে দিলে আমাদের মত অভাজনরা উপকৃত হয়।
pi | ২১ জুলাই ২০১১ ০৮:৪৬ | 72.83.103.132
একা মোর গানের তরী একটু আগেই গুনগুনাচ্ছিলুম। বঁধু এমন বাদলের পর ই আমার ঐটে কেন মনে আসে কে জানে !
siki | ২১ জুলাই ২০১১ ০৮:৪৫ | 123.242.248.130
আমারো পরাণো যাহা চায় গানটা শুনে বাইল্যকালে মনের মাজারে প্রথম লজিকের উদয় হয়। কতভাবে যে বিশ্লেষণ করতাম গানটার! আমার পরাণ এখন চানাচুর খেতে চায়, অতএব, তুমি চানাচুর।
এ ছাড়াও অনেক অসইব্য অসইব্য উপমা মাথায় আসত গানটাকে ঘিরে।
pi | ২১ জুলাই ২০১১ ০৮:৪৪ | 72.83.103.132
মহীন কি লিস্টে আসেইনি ! ওমনাথের লিস্টিতেও না !
এইটা দিলুম ঃ)
siki | ২১ জুলাই ২০১১ ০৮:৪৪ | 123.242.248.130
সবাই ইউটিউবের লিং দেয়। আমি কিছুই খুলতে পারি না।
এখানে পিঞ্জর সিনেমার "একা মোর গানের তরী' কেউ লিখেছে?
aka | ২১ জুলাই ২০১১ ০৮:৩৮ | 24.42.203.194
- আর কিই বা দিতে পারি।
তবে এই গানটা নিয়ে বাড়িতে ব্যপক ঝামেলা হয়। এটা ডিঃও বলতে পারেন।
pi | ২১ জুলাই ২০১১ ০৮:২১ | 72.83.103.132
কী কাণ্ড ! বালিকা বধূ দেখে আমারো প্রচুর বিয়ের শখ জেগেছিল। হিন্দিটা।
মনে পড়লো, সচিনকেও বেশ লাগতো। তবে চিনি সত্যি ই মিষ্টি ! আর সবচে মিষ্টি ঐ গানটা।
pi | ২১ জুলাই ২০১১ ০৮:১৭ | 72.83.103.132
ঘরোন্দা বলতে মনে পড়লো এক আকেলা আর দো দিওয়ানে শহর মে।
সুরে যে কত তফাত হয়ে যায় ! ঠিক সুর ও না, সুর তো কিছুটা কাছাকাছি। মানে, স্বরগুলো। গায়কের জন্য ? তাও না মনে হয়। যদিও ভূপিন্দরের ঐ কিঞ্চিত সানুনাসিক গলা নিয়ে আমার একটু আলাদা ইয়েই আছে,তাই বলে রুনা লায়লাও তো খারাপ লাগে না। মনে হয় লয় এর তফাতের জন্য।
এক আকেলা এত্ত ভাল লাগে, আর দো দিওয়ানে মোটেও না। মোটেও না বলাটা ঠিক হল না, আবুদানা ঢুণ্ডতা হ্যায়, আশিয়ানা ঢুণ্ডতা হ্যায় ... এই দুটো লাইন ভাল লাগে।
মৌসমের দিল ঢুণ্ডতা হ্যায় ও তাই, ফাস্ট গানটা জাস্ট পোষায় না, আর স্লো ভার্শন টা ? আর ডির সুর, গুলজারের কথা আর ভূপিন্দরের গলা এমনই খাপ খাপে যে শুনলেই ফুরসতের রাত দিন ঝুপ করে আশেপাশে নেমে আসে। ঐ এক্টু ন্যাসাল ছোঁয়ায় বরসিলি সর্দি শুনলে মনে হয় না , সত্যি একটু কম্বলের ওম নিয়ে বসি ? ( ডিডিদার অবিশ্যি ভিক্সের ইনহেলারের কথা মনে পড়তে পারে )
আবার কখনো কখনো দুটো লয়েই মানায়। দু;রকম আমেজ আসে। সেই সেদিন অভ্যু 'যখন পড়বে না মোর 'শুনিয়েছিল দুই লয়ে। চিত্রলেখাদির দ্রুত লয়ের গানটা একটু বেশি ভাল লাগলেও সুচিত্রা মিত্রের ধীর গতিতে গানটার যেন অন্য একট মানে। সেটাও সুন্দর।
aranya | ২১ জুলাই ২০১১ ০৮:১০ | 144.160.226.53
আমার ধারণা ছিল রিমি-ই তোমায় সুন্দর সব স্বাস্থ্যকর আইটেম খাওয়ায় ঃ-)
aranya | ২১ জুলাই ২০১১ ০৭:৫৬ | 144.160.226.53
আকা ঃ-) বালিকা বধু সিনেমাটা বেশ করেছিল, বাংলা ভার্শন-টা দেখি না কোথাও, শুধু হিন্দীটা পাওয়া যায়। রেসিজম্ ইত্যাদি নিয়ে তুমুল তক্কাতক্কির পর গানের এই ব্রেকটা দরকার ছিল।
aka | ২১ জুলাই ২০১১ ০৭:৪৫ | 24.42.203.194
অরণ্যদা বালিকা বধুর গান। ঃ) মা বলল কি খাওয়াবি? আমি বলেছিলাম আমারই তো বউ কত আর খাবে ও তোমাদের থেকেই হয়ে যাবে। তখন মেনে নিলে আজ আর ছেলের এই দূর্দশা হত না। ঃ(
aka | ২১ জুলাই ২০১১ ০৭:৪১ | 24.42.203.194
এই গানটার দুটো ভার্সনই ভালো লাগে। এই একমাত্র গান যেটা আমার ফ্রেডির থেকেও অন্য কারুর গাওয়া ভালো লাগে।
সামবডি টু লাভ - আনা হাথাওয়ে
ফ্রেডি মার্কারি
aranya | ২১ জুলাই ২০১১ ০৭:৩৭ | 144.160.226.53
আকা, মাধ্যমিকের পর বিয়ে, ওয়াও, গানটার মারাত্মক ইম্প্যাক্ট তার মানে, বাড়ী গিয়ে শুনতে হবে।
hu | ২১ জুলাই ২০১১ ০৭:২৪ | 98.223.88.150
হ্যাঁ, ঘরোন্দার গানটা খুব প্রিয়।
hu | ২১ জুলাই ২০১১ ০৭:২৩ | 98.223.88.150
না না, 'হাত ধরে তুমি' বাদ। ওটা ছুটি সিনেমাতেই ভালো লাগে ঃ-)
ইন্দ্রাণীদি, ঃ-))))
aka | ২১ জুলাই ২০১১ ০৭:২২ | 24.42.203.194
যাঃ সবাই কেমন চলে গেল। দুর শেষের আর একটা গান দিয়ে চলে যাব।
এই গানটা দেখার পরে মাকে বলেছিলাম একটা বিয়ে দিতে তখন সবে মাধ্যমিক দিয়েছি।
i | ২১ জুলাই ২০১১ ০৭:২২ | 137.157.8.253
এখন তো গান শুনতে পারব না তবে আন্দাজ করতে পারছি ঘরোন্দার গানটা। ব্যাপক গান।
i | ২১ জুলাই ২০১১ ০৭:২১ | 137.157.8.253
আর দুইখান অতুলপ্রসাদী - ওগো নিঠুর দরদী আর পাগলা মনটারে তুই বাঁধ।
সিনিমার গানের কথা কইঃ এক কালে আশা ছিল ভালোবাসা ছিল বেজায় পপুলার হয়েছিল , লোকেফুল্শয্যের দিনেও তারস্বরে লাউডস্পীকারে বাজাতো।অনুরূপ আরেকটি প্রেমের গান হল তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে... ঃ)))
aka | ২১ জুলাই ২০১১ ০৭:১৭ | 24.42.203.194
ঘরোন্দা -
aka | ২১ জুলাই ২০১১ ০৭:১১ | 24.42.203.194
এই দুটোই আমার প্রিয় গান। বিশেষত চাঁদেরই সাম্পান।
চাঁদেরই সাম্পান -
নীড় ছোট (বর্ডার লাইন ন্যাকামো পিকচারাইজেশনটা ঃ() -
aka | ২১ জুলাই ২০১১ ০৭:০৫ | 24.42.203.194
মানে সত্যি এগুলো খুব ভালো প্রেমের গান?
'আমার হাত ধরে' র থেকে কি 'আঁখিয়ো কি ঝরকো সে" বেটার লাগে?
hu | ২১ জুলাই ২০১১ ০৬:৪৮ | 98.223.88.150
হ্যাঁ, সুরের মিল আছে।
hu | ২১ জুলাই ২০১১ ০৬:৪৭ | 98.223.88.150
ঃ-)) কতবার ভেবেছিনু হেবি কেনু গান। আমার পরান যাহা চায় ও তাই। ভালোবেসে সখি নিভৃতে যতনে সুমনের গলাতেও সুন্দর।
pi | ২১ জুলাই ২০১১ ০৬:৪৬ | 128.231.22.142
*তবুও
pi | ২১ জুলাই ২০১১ ০৬:৪৫ | 128.231.22.142
আরে এটাই বলতে যাচ্ছিলুম !
আজ চোখের জলের লাগলো জোয়ারের সাথে এর সুরের মিল আছে না ?
pi | ২১ জুলাই ২০১১ ০৬:৪৩ | 128.231.22.142
এই গানটি যদিও আমার প্রিয়, বিশেষ করে সাগর সেনের কণ্ঠে, তবুই কথার জন্য এটাকে কেনুর লিস্টে ঠেলবো।
কতবার ভেবেছিনু।
আর এই গানটাও, চিন্ময়ের গলায় ভালো লাগলেও কথা ভালো লাগেনা।
ভালোবেসে সখি নিভৃতে যতনে।
hu | ২১ জুলাই ২০১১ ০৬:৩৯ | 98.223.88.150
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা
pi | ২১ জুলাই ২০১১ ০৬:৩৭ | 128.231.22.142
বঁধু এমন বাদলে বল্লুম যে ইন্দ্রাণীদি । গানটা অদ্ভুত সুন্দর।
হুচে, ওটা সত্যি মনে হয় ছুটির এফেক্ট।
বঁধু কোন আলো লাগলো চোখে, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে , আমার প্রাণের পরে চলে গেল কে।
hu | ২১ জুলাই ২০১১ ০৬:২৪ | 98.223.88.150
'ছুটি' সিনেমায় 'এই লভিনু সঙ্গ তব' গানের প্রয়োগও চমৎকার লেগেছিল। শুরু হয়েছিল 'আলোকে মোর চক্ষুদুটি, মুগ্ধ হয়ে উঠল ফুটি' দিয়ে।
hu | ২১ জুলাই ২০১১ ০৬:২৩ | 98.223.88.150
আসলে 'হাত ধরে তুমি নিয়ে চল সখা' বোধহয় এত ভালো লাগে 'ছুটি' সিনেমার জন্য। আলাদা করে লিরিক অত ভালো লাগছে না।
hu | ২১ জুলাই ২০১১ ০৬:১৮ | 98.223.88.150
তাই? বড্ড ভুল হয়ে গেছে ইন্দ্রাণীদি।
i | ২১ জুলাই ২০১১ ০৬:১৫ | 137.157.8.253
হু, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা অতুলপ্রসাদী নয় গো। গীতিকার সম্ভবতঃ ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
অতুলপ্রসাদের সব প্রেমের গান বলা হয়ে গেছে? বঁধুয়া নিদ নাহি তো দেখলাম, বঁধু এমন বাদলে তুমি কোথায়? তারপর আর কতকাল থাকব বসে দুয়ার খুলে বঁধু আমার, তারপর আমার ঘুম ভাঙানো চাঁদ,তারপ আজ আমার শূণ্য ঘরে আসিল সুন্দর.. শেষ হবে না।অতুলপ্রসাদী গান প্রায় সবই প্রেমের অপেক্ষার । দ্বিজেন্দ্রগীতি হয়ে গেছে? সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি আমি /পরাবো বলিয়া তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি/
রজনীকান্তর গান? আমি স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া-
পরে আবার।
nk | ২১ জুলাই ২০১১ ০৫:৪৯ | 151.141.84.194
তখন ভুলে গেলাম অচিন্ত্য, চন্দ্রকেতুগড় নিয়ে জানতে চাই। টই খুলে দিন না দুচার কথা যা দেখলেন।
mita | ২১ জুলাই ২০১১ ০৫:৩২ | 71.191.42.195
অচিন্ত্য, নিউ মার্কেটের আগুনে কি কেউ আহত/হত হয়েছেন?
nk | ২১ জুলাই ২০১১ ০৫:২৬ | 151.141.84.194
ফেভি মহেঞ্জোদড়োর ওয়াচ টাওয়ার নিয়ে রেফ সহ কিছু দিন, দুপয়সা। কীসের ওয়াচ টাওয়ার? কারা কাজ করতো? ওখানে শহরের ম্যানেজমেন্টের ব্যবস্থাটাই বা কী ছিলো?
nk | ২১ জুলাই ২০১১ ০৫:২৩ | 151.141.84.194
আমারও খুলছিলো না।
pi | ২১ জুলাই ২০১১ ০৫:০৫ | 128.231.22.142
গুরু কি এতক্ষণ বসে ছিল ? নাকি আমারি ঝামেলা হচ্ছিলো ?
এদিকে বুলবুলভাজারা সবাই গায়েব !!
pi | ২১ জুলাই ২০১১ ০৫:০৩ | 128.231.22.142
বঁধু, এমন বাদলে তুমি কোথা
achintyarup | ২১ জুলাই ২০১১ ০৪:২৯ | 59.93.246.233
আমি আপাতত একটা গানের লিস্ট দিচ্ছিঃ আমারে ভেঙ্গে ভেঙ্গে কর হে তোমার তরী
mita | ২১ জুলাই ২০১১ ০৪:১৭ | 71.191.42.195
জাতিস্মর টা কে মোটামুটি কমন নিয়ে নেওয়া যায়। ঃ)
hu | ২১ জুলাই ২০১১ ০৪:০৩ | 98.223.88.150
তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো
hu | ২১ জুলাই ২০১১ ০৩:৪৮ | 98.223.88.150
আচ্ছা, আমিও লিস্ট দিই। আমার লিস্টটা যদিও এতক্ষনে সবাই মিলে লিখে দিয়েছে। যাক গে, আরেকবার।
ভিনদেশী তারা যদি বল হ্যাঁ তোমার সামনে নতজানু আমি এইটা তোমার গান আমার ভিতরে বাহিরে জাতিস্মর তোমাকে চাই কাঙালপনা আর অসংখ্য অসংখ্য দাদুগান - ইন্দোদা কাল বলল যে গানটা - বড্ড প্রিয় - যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু আজি শ্রাবন ঘন গহন মোহে জীবন মরণের সীমানা ছাড়ায়ে আজি বিজন ঘরে এমন দিনে তারে বলা যায় শাঁওন গগনে ঘোর ঘনঘটা মরন রে তুঁহু মম শ্যামসমান আমরা দুজনা স্বর্গখেলনা রচিব না ধরনীতে তোমার খোলা হাওয়া তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ
এইসব গান পুজা না প্রেম পর্যায় অত খেয়াল থাকে না বাপু!
ওহ! দুখানি অতুলপ্রসাদী মনে পড়ে গেলঃ বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা
pi | ২১ জুলাই ২০১১ ০৩:৩৫ | 128.231.22.142
শুদ্ধদার এই মহাভারতটা নিয়ে কিছু নামালে কিন্তু ইন্টারেস্টিং হবে ।
nk | ২১ জুলাই ২০১১ ০৩:৩১ | 151.141.84.114
বাবার কাছে পরীক্ষা দিয়ে যুধিষ্ঠির ১০০ তে ১০০ পেয়ে গেল। ঃ-)
fevi | ২১ জুলাই ২০১১ ০৩:৩১ | 80.219.208.17
মহেঞ্জোদারোতে কুমোর আর গাড়ী, দুটো চাকাই ছিল।
তালা-চাবির ক্রেডিটটা মিশরের। মহেঞ্জোদারোতে নাকি ওয়াচ টাওয়ার ছিল।
nk | ২১ জুলাই ২০১১ ০৩:৩০ | 151.141.84.114
পরশুরাম আর ভীষ্মও এক।
hu | ২১ জুলাই ২০১১ ০৩:৩০ | 98.223.88.150
পাণ্ডু আর শিবও তো এক।
hu | ২১ জুলাই ২০১১ ০৩:২৯ | 98.223.88.150
যুধিষ্ঠির আর ধর্মের সিনটা দারুন লাগে।
nk | ২১ জুলাই ২০১১ ০৩:২৮ | 151.141.84.114
মাদ্রী চরিত্র আর হিড়িম্বা চরিত্র যে একজনই করেছেন, সেটা লক্ষ্য কল্লে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন