এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২২ জুলাই ২০১১ ১৮:২১ | 168.26.215.13
  • ম, সাভানা ঘরের কাছের দীঘা। কিন্তু গেছি একবার একদিনের জন্য। তাতে সরেল উইড ঘোস্ট টুর আর কিছু ছবি ছাবা ছাড়া কিছুই হয় নি। এর পরের বার অবশ্যই মাথায় রাখব। সাভানা সুন্দর শহর একদিকে সমুদ্র সৈকত অন্যদিকে ইতিহাস। খুব বেশি নাই।
  • aka | ২২ জুলাই ২০১১ ১৮:১৮ | 168.26.215.13
  • সকাল থেকে উঠে এত খাই খাই কেন?
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১৮:১৪ | 202.91.136.71
  • নাঃ, খিদে পেয়ে গেল। বাড়ি যাই।
  • kc | ২২ জুলাই ২০১১ ১৭:৩৫ | 89.203.49.18
  • লাল শাক ভাজা (উপরে একটু নারকেল ছড়িয়ে) ডিমভরা ট্যাংরা মাছ সর্ষে দিয়ে, ঘটিমতে ঝোলঝোল আলুপোস্ত, একটু ভাত। zইন্দেগি কিৎনা হাসিন।
    সবাই ভাল থাকুন। রবীন্দ্রসঙ্গীত শুনুন।
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৭:০৪ | 122.160.159.184
  • জিন্দেগি কেমন লাগছে,ঐশিক বাবু?বিয়ে কোরে?
  • dukhe | ২২ জুলাই ২০১১ ১৭:০৪ | 122.160.114.85
  • আশিকের জিন্দেগি কি এখনও সেশ হয়নি ?
  • aishik | ২২ জুলাই ২০১১ ১৭:০২ | 122.181.132.130
  • লামাদা'র কবিতা টা বেশ লাগল, তা আরো কয়েকটা হোক.........
  • siki | ২২ জুলাই ২০১১ ১৬:৫৯ | 123.242.248.130
  • হুম্‌। বাড়ি গেলাম।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৬:৫৭ | 121.244.209.245
  • * অবলোকন করবে ও মর্মোদ্ধার করবে নির্ভুলভাবে

    বাদ পড়েছিল
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৬:৫৬ | 121.244.209.245
  • হেত্বাভাসকে জাপ্টে ধরে মূল বক্তব্যের উপর থেকে স্বীয় এবং অন্যান্যদের মনোযোগকে বিঘ্নিত করবেন না কমরেড। আমাদের মুখ্য উদ্দেশ্য হল কুড়ি আপনার লেখাগুলি স্বচক্ষে অবলোকন করবে এবং তারপর ...
  • siki | ২২ জুলাই ২০১১ ১৬:৫১ | 123.242.248.130
  • আরে সে তো আম্মো বলি এবং বুঝি। তাইলে কি আম্মো হিন্দিভাষী?
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৬:৫০ | 121.244.209.245
  • মানে হিন্দী বলে এবং বোঝেও, তুমি তো উহার সাথে বাক্যালাপ করো হিন্দীতেই নাকি? ওঃ আর পারি নে।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • প্রতিবাদ!! মুখে কথা বসাবেন না কমরেড। কুড়ি পঞ্জাবীভাষী।

    কুড়ি হিন্দিভাষী হলে আমিও তাই।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৬:৪৭ | 121.244.209.245
  • দীপ্তেন্দা জিগেস করেছিল কেন হিন্দিতে লিখলাম। কারণ হল - কুড়ি তো হিন্দীভাষী, তাই উহার সম্পর্কে হিন্দী প্রতিশব্দটির অভিঘাত এবং স্থান-কাল-প্রসঙ্গে তাৎপর্য বাংলার থেকে অনেক বেশী। আরো যথোপযুক্ত হত যদি কুড়িবিষয়ক পোস্টগুলি হিন্দী হরফে লেখা যেত, তাতে করে কী হত, সিকি ধরুন বেশ রসিয়ে রসিয়ে লিখছে, ঠিক সে সময় কুড়ি মনে করুন সিকির সিটের পেছন দিয়ে যাচ্ছে, সিকি খেয়াল করেনি, হঠাৎ কুড়ির চোখে পড়ল এগুলো, দেড়েলও কাছাকাছি আসছে কিছু বলতে কুড়িকে, তাকে কুড়ি নিঃশব্দে দেখালো সিকির মনিটরের দিকে, কিছু একটা আন্দাজ করল কুড়ি, তারপর ...
  • siki | ২২ জুলাই ২০১১ ১৬:২৯ | 123.242.248.130
  • দীপ্তেন্দা অ্যাকেবারে অন্তর্যামী। সে টলও বটে আর সাঙ্ঘাতিক ফেয়ারও বটে।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৬:২৮ | 123.242.248.130
  • লামা, না। ওটা ওঁদের গায়ে হলুদ হোক স্টাইল।
  • Lama | ২২ জুলাই ২০১১ ১৬:১০ | 203.132.214.11
  • এটিম সেটিম নহে
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৬:০৬ | 121.244.209.245
  • ওক্কে, Tim মানে আমাদের তিমির অ্যাপ্রেজালও টেনিদার হাতে?
  • Lama | ২২ জুলাই ২০১১ ১৬:০৫ | 203.132.214.11
  • শুনতে কেমন "গেরস্তের খোকা হোক' গোছের লাগল ঃ)
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৬:০৪ | 220.227.148.193
  • লামার পাশের টেবিলে নতুন কুড়ি হোক !!
  • Lama | ২২ জুলাই ২০১১ ১৬:০০ | 203.132.214.11
  • একটা কবিতা লিখিচি। পড়ি?

    (গলা খাঁকারি)
    প্রথমেতে করি আমি সেল্ফ অ্যাপ্রেইজাল।
    তার পরে করি আমি টিম অ্যাপ্রেইজাল।।

    যা খুশি রেটিং পাই, নাহি খেদ তাতে।
    মাইনে যেন বাড়ে মোর, থাকি দুধে ভাতে।।

    অডিটের লাল দাগ যেন নাহি লাগে।
    ভিসা ছাপ যেন মোর পড়ে আগে ভাগে।।

    কচি কচি ট্রেনি যেন ঘোরে আশেপাশে।
    সেমিনারে ম্যানেজার দেখে যেন হাসে।।

    মক্কেলের সুনজরে সদা যেন থাকি।
    তাহলেই আপনারে মানিব যে লাকি।।

    কেমন? বলেছিলাম না আমি জয় গোঁসাইয়ের পাড়ায় থাকি? আর আমার খুড়শ্বশুরকে টিভিতে দেখিয়েচে?
  • dd | ২২ জুলাই ২০১১ ১৫:৪৯ | 124.247.203.12
  • সাদি সুধার মানে বিবাহিতা ?

    আমি তো ভাবলাম বর্ননা দিচ্ছো, সিধে এবং সাদা, - ঐ টল,ফেয়ার,গোলগাল গোছের কিছু।

    তা বাছা, বাংলায় লেখো না ক্যানো? গুছিয়ে ?

    এই হপ্তায় সেন্নাইতেই আটকে গ্যালাম। কাল যা হোক করে একটা সিনেমা দেখতে যেতে হবে, সিংহম আছে, আছে হ্যারি পটার,ট্রান্সফর্মার ৩ আর জিন্দগি কি একতা জানি। রোব্বার দিনটায় আমার কথা ভাবলেও কান্না পাচ্ছে। সিকি হলে পাউন্ড খানেক গার্লিক ব্রেড খে' নিতো।
  • fevi | ২২ জুলাই ২০১১ ১৫:৪৫ | 80.219.208.17
  • দ্বি-, -দ্বয়, যুগ্ম।

    দুই মহিলা।

    আসি মামনিরা,আবার দেখা হবে।

    ০, ১।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
  • বাইনরির বাংলা উদয়ন।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
  • কাজু পিছিয়ে পড়ো। ৬ই জুলাই এগারোটা ছেচল্লিশ এএম থেকে। প্রথমেই বলেছিলাম কুড়ি সদিসুদা হৈ।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৫:৩১ | 59.163.201.173
  • বাইনারি-র কেউ বাংলা করতে পারো?
  • kumudini | ২২ জুলাই ২০১১ ১৫:২৭ | 122.160.159.184
  • ইকী?ক্যাবল তিলস্যার বুঝেছেন সিকির বেদনা ?

    আমার ২-৫৭ পোস্তো দেখো।
  • til | ২২ জুলাই ২০১১ ১৫:২৫ | 165.12.252.211
  • সমব্যথী হলেও কি সারা পৃতিবীতে রাষ্ট্র করবো?
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৫:২৪ | 59.163.201.173
  • কবি কি সত্যিই বলেছিলেন, কুড়ি সাদিসুদা হৈ? তাহলে তো সিকি সত্যিই নওলকিশোর আর ওই দেড়েল আয়ানঘোষ।

    'সমাপ্ত' মানে এবার থেকে ডাকিনী মানে লুঙ্গিনীপর্ব শুরু আর কী।
  • m | ২২ জুলাই ২০১১ ১৫:২৩ | 117.194.43.204
  • অ্যাডাল্ট থিমের দিকে এগোচ্ছে।এরপর রাতের স্লটে সম্প্রসারণ হবেঃ(
  • siki | ২২ জুলাই ২০১১ ১৫:২৩ | 123.242.248.130
  • একমাত্র তিল আমার ব্যথাটা বুইলেন।

    সমব্যথী নয় তো?
  • siki | ২২ জুলাই ২০১১ ১৫:২২ | 123.242.248.130
  • ডাকিনী ফাকিনী নয়। লুঙ্গিনী আমাদের অ্যাডমিনের নতুন পাবলিক। ক্যাবের রোস্টার বানানো, বাথরুমের কল দিয়ে জল পড়ছে কিনা, স্টেশনারির ইনডেন্ট ঠিক হচ্ছে কিনা, এসব যে টিম দ্যাখে, সেই টিমে। নতুন জয়েন করেছে, হরিয়ানভি।

    ওর আর আমার মধ্যে স্টেটাস ডিফারেন্স আছে না? মোস্ট প্রব, ও পাকা এমপ্লয়িও নয়, কনট্র্যাক্ট এমপ্লয়ি। লুঙ্গি লুঙ্গিতেই থাকুক। এমনিতে আমি প্রবল লুঙ্গিবিদ্বেষী তবে ব্যতিক্রম নিয়মের পরিচায়ক হইতেই পারে।

    আর যাই হোক, কুড়ি থেকে লুঙ্গিনীর দিকে ফোকাস শিফটিত হচ্ছে না, হবে না।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৫:২১ | 220.227.148.193
  • আচ্ছা দেড়েলকে লুঙ্গিনীর সঙ্গে কফি খেতে পঠালে কেমন হয়? হৃদয়ব্যাথয় নীল কুড়ি সিকিকে তার মনোবেদনা জানাবে - আহা উহু।
  • til | ২২ জুলাই ২০১১ ১৫:১৯ | 165.12.252.211
  • উহুঁ, ব্রাইট সাইডটা কেউ দেখছে না!
    প্রেমিকাঅ(?) র বর থাকা তো বরং নিরাপদ। আর আম্মো সিকি সাহেবও কি এমন নওল কিশোর!
  • siki | ২২ জুলাই ২০১১ ১৫:১৭ | 123.242.248.130
  • আব্বে, কে বলেছে সমাপ্ত হল? আমি কি প্রথমদিনই বলি নি যে কুড়ির কনুই অবধি কাচের চুড়ি, অর্থাৎ কুড়ি সদ্যবিবাহিত? আর তোদের কে কে জানিস না যে আম্মো তাই?

    আমার মুখে কথা বসানো হচ্ছে। গর্‌র্‌র্‌র্‌র্‌। প্রতিবাদ। প্রতিবাদ। "সমাপ্ত' হল বক্তব্যের মাধ্যমে কবি ক্ষী বলতে চেয়েছেন? জবাব চাই জবাব দাও।
  • m | ২২ জুলাই ২০১১ ১৫:১৫ | 117.194.43.204
  • সুবন্নোলতু করে ফেলো নাঃ(
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১৫:১৪ | 59.163.201.173
  • ইস, কুড়িকাহিনী শেষে এইভাবে সমাপ্ত হল?। আজকের পিজা পর্ব দেখচি খুব দরকার ছিল। না হলে সিকি বেচারা আরো কতদিন মায়ার খেলায় ডুবে থাকত কে জানে।

    বয়ফেরেন্ড হলেও হত, বর !! কোনো গল্পলেখক এমন করলে তাকে শুধু বলতাম - বর্বর।

    জিগেস করো আমি সিকিকে সকালেই বলিচি, কি হে সিকি? 'ঝাড়ি' function এতদিন সিগনেচার হিসেবে কুড়ি ছিল, আজ ওই ডাকিনী থুড়ি লুঙ্গিনী এসে override করে দিয়েচে। আর কুড়ি থাকে? এ তো পিওর function overriding ! এ আবার বলে দিতে হয়?

    আচ্ছা, সিকি এই গপ্পের ল্যাখক নয় তো? অচিরেই হয়ত ছাপিয়ে দেবে আর আমরা আরো একটি মর্মবিদারক ট্র্যাজেডি পড়ে আহা উহু করব?
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৫:১২ | 220.227.148.193
  • সিকি ফুলচাষ করতে শুরু করুক - কুড়িবাহকও হতে পারবে।
  • saikat | ২২ জুলাই ২০১১ ১৫:০৩ | 202.54.74.119
  • সিকি জলবাহক হবে? পিজাবাহক-ও হতে পারে। মোটর সাইকেল তো আছেই।
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৪:৫৭ | 122.160.159.184
  • আগেই কয়েচি,২-০৯ পোস্তোতে।
    শেষ নাহি যে,শেষ কথা সিকি বলবে!
  • dukhe | ২২ জুলাই ২০১১ ১৪:৫৬ | 122.160.114.85
  • সিরিয়াল কখনও শেষ হয় ? আমি তো মহাভারতেরও একটা সিকুয়েল লিখব ভাবছি ।
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৪:৫৬ | 121.241.98.225
  • 02:48 PM এর পোষ্টে সিকিদা কেমন বুকে পাথর চাপা দিয়ে হাসছে।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৪:৫৫ | 220.227.148.193
  • জ্জিও, বাঙালি জাগো, চা খাও !!
  • siki | ২২ জুলাই ২০১১ ১৪:৫৪ | 123.242.248.130
  • সমাপ্তি কোথায় দেখলে?
  • m | ২২ জুলাই ২০১১ ১৪:৪৮ | 117.194.35.65
  • এরম গানের ওপারে টাইপের সমাপ্তির জন্যে কু কাহিনীর গপ্পোকার কে ধিক্কারঃ((
  • siki | ২২ জুলাই ২০১১ ১৪:৪৮ | 123.242.248.130
  • ঃ-))))))
  • dukhe | ২২ জুলাই ২০১১ ১৪:৪৩ | 122.160.114.85
  • সিস্কি আবার কী করবে ? ড্রিঙ্কস ব্রেকে জল পৌঁছবে । টুয়েলভথ ম্যানের যা কাজ ।
  • saikat | ২২ জুলাই ২০১১ ১৪:৩৮ | 202.54.74.119
  • অর্পণের 2:18-র কু-এ ভর্তি পোস্টটার দিকে তাকানো যাচ্ছে না !
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৪:৩৫ | 122.160.159.184
  • আজ রাতে?

    সিকি কয়-সিকিনী,
    কতদিন ভালো করে মুখখানি দেকিনি।

    ইয়েস,ছেলে -মেয়ে নির্বিশেষে, লুঙ্গী নামক পরিধেয়টি(?) নিয়ে ঘোরতর আপত্তি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত