এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২২ জুলাই ২০১১ ০৯:৪১ | 89.203.49.18
  • শমীক, ওটা ব্রেখটের বিখ্যাত নাটক 'দ্য রেজিস্টিবল রাইজ অব আর্তুরি উই' এর ক্লিপিংস।
  • m | ২২ জুলাই ২০১১ ০৯:৪০ | 117.194.35.65
  • শমীক,শিষ্ট আর দুষ্ট দুই চ্যানেল মিলিয়ে দেখেছিলে কিঃ)
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৪০ | 72.83.103.132
  • দিদি তো শুনলাম এই একুশের হোর্ডিং ও ঐ এলাকা থেকে সরিয়ে দিয়েছিলেন।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৩৯ | 72.83.103.132
  • সেতো মহাকরণ সংলগ্ন এলাকা থেকে !
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৩৬ | 123.242.248.130
  • এক পাব্লিক দোকানে কম্পু সারাতে দিয়েছিল, ওএস লোড করতে দিয়েছিল। সে দোকান সমস্ত পার্টিশন উড়িয়ে পুরো হাডি ফর্ম্যাট করে দিয়েছে। সমস্ত ডেটা গন।

    এই অবস্থায় কি আর কোনওভাবে সেইসমস্ত ডেটা রিকভার করা যায়?
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৩৫ | 123.242.248.130
  • ব্রিগেড নাকি কাল রাতেই সমস্ত সাফ করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে, রাতের খবরে কইল।
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৩৩ | 123.242.248.130
  • কেসি, দুলাইন লিখে দিন প্লিজ। ইউটিউব খোলে না।
  • m | ২২ জুলাই ২০১১ ০৯:৩২ | 117.194.35.65
  • কিন্তু দিদি যে হোর্ডিং লাগিয়ে পরিবেশদূষণ করতে মানা করেছেন!!
  • kc | ২২ জুলাই ২০১১ ০৯:২৯ | 89.203.49.18
  • বর্তমান মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে দেখলেই আমার এই নাটকটার কথা খুব মনে আসে।



  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:২৯ | 72.83.103.132
  • গুরুর।

    চোখের জল মুছতে গুরু ধরুন।
  • m | ২২ জুলাই ২০১১ ০৯:২৭ | 117.194.35.65
  • দেখেছো,মামু র চোখের জল শুনেই তোমার কি রকম একটা ব্রিলিয়ান্ট আইডিয়া এসে গেলো!ঃ))

    তবে বিজ্ঞাপন টা কিসের হবে,ব্র্যান্ড মমতার নাকি আবপর সেই নিয়ে কিছু ভাবলেঃ))
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:২৫ | 72.83.103.132
  • Telegraph এর রিপোর্টিংটা কিন্তু মন্দ না।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ০৯:২৩ | 122.252.231.10
  • * আবাপর
  • Arpan | ২২ জুলাই ২০১১ ০৯:২২ | 122.252.231.10
  • আবাপ্র হাতযশ কিনা কে জানে, সুভাষ দত্তও বেশ মিউমিউ কালকের ব্রিগেডের পরে।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:২১ | 72.83.103.132
  • প্রতিদিনের লড়াই এবার হবে 'জাগো বাংলা' র সাথে ঃ)
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:২০ | 72.83.103.132
  • মাঝখান থেকে বর্তমানের বদল টাও কিন্তু লক্ষ্যণীয়।

    বর্তমান এখন প্রতিদিনের থেকে বেশি সহনীয়।
  • kc | ২২ জুলাই ২০১১ ০৯:১৮ | 89.203.49.18
  • এখন কিন্তু লড়াইটা 'প্রতিদিন' ভার্সেস 'আবাপ'।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:১৪ | 72.83.103.132
  • হ্যাঁ, ঐটা হার্ড ফ্যাক্ট । আরো অনেকগুলোই।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:১৩ | 72.83.103.132
  • ক্ষী ক্ষাণ্ড, মামুর আজকাল এতেই চোখে জল এসে যাচ্ছে !! ঃ)

    নতুন এক সেট বিজ্ঞাপন বানালে হয়।
    বাঙালীর চোখে জল ? কেন ?
    হোর্ডিং এ সুনীল গঙ্গো, মমতা শঙ্কোর মতন মামুর ছবি থাকবে খন। দাড়ি বেয়ে টপটপ জল পড়ছে ঃ)

    তবে কী জানি, আবাপ র ঐ ঝাঁ-চকচকে ব্র্যাণ্ড বুদ্ধের প্রোমোশনের থেকে এই জল পড়া টালির ছাদের বাড়ির ব্র্যান্ড মমতা গাথা একটু বেশি সহনীয় লাগে ঃ)
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:১২ | 123.242.248.130
  • অনিন্দ্য জানা পড়ে আমারও কান্না পেল। sob ...

    "আমি আজ রাইটার্সে যেতাম না। কোনও অ্যাপয়েন্টমেন্টও তাই রাখিনি। কিন্তু তা-ও যাচ্ছি। এটা দেখাতে যে, যে মহাকরণ দখল করতে গিয়েছি অভিযোগ তুলে ১৮ বছর আগের একুশে জুলাই আমার ১৩ জন সহকর্মীকে পুলিশ গুলি করে মেরেছিল, সেই মহাকরণে আমি ঢুকছি সেই একুশে জুলাই। সম্মানের সঙ্গে। জনতার রায়ে রাইটার্স দখল করে!'

    নাটক হোক, ন্যাকামো হোক আর যাই হোক, হার্ড ফ্যাক্ট এইটাই :) শুধু এইটুকুর জন্য সবকিছু জাস্টিফাই করা যায়।
  • m | ২২ জুলাই ২০১১ ০৯:০০ | 117.194.35.65
  • জ্বরে কান্নাকাটি করে শরীর আরো খারাপ লাগছে।

    অনিন্দ্য জানা পড়ে ছেলের বাপ কাঁদতে কাঁদতে চলে গেলো।

    ওদিকে দুঃখের আঁচ পেয়ে ছেলে সর্দিজনিত খোঁনা গলায় তৃণমূল-জিন্দাবাদ বলে যাচ্ছে।
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:০০ | 123.242.248.130
  • শীত গ্রীষ্ম বর্ষা, বামফ্রন্টই ভরসা ... এটা অনেক পুরনো শ্লোগান। তৃণমূল এটা একটু পাল্টে নিয়েছে এই আর কি।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৮:৫৮ | 72.83.103.132
  • এগুলো কাল বলেছেন ?

    বলে থাকলে তো ভাল !

    "...কিন্তু তার থেকেও তাৎপর্যপূর্ণ, দলের নেত্রী হিসেবে কর্মীদের সংযত হতে বলা এবং মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ।
    কারণ, লোকসভা, বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েতের একাংশে ক্ষমতাসীন হওয়ার পরে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আসছে, বিলক্ষণ জানেন মমতা। তাই দলকে ‘বার্তা’ দেওয়ার জন্য মোক্ষমতম অস্ত্রটি ব্যবহার করেছেন তিনি। নিজের সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত দিয়েছেন। সাফ বলেছেন, “অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলা গড়ার জন্য মা-মাটি-মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা-ওরার রাজনীতি মুছতে বলেছে। নিজেরা অন্যায় করবেন না। আপনাদের সঙ্গে সব সময় দেখা না-হলেও সব খবর আমার কাছে আসে। বিশৃঙ্খলা কিন্তু বরদাস্ত করা হবে না। বলুন, চুরি করবেন না। কেউ অন্যায় করলে আটকাবেন।”
    একই সঙ্গে দলকে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘বিশৃঙ্খলা’ এবং ‘অন্যায়’ তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না। বিরোধী দল সিপিএমের তোলা সন্ত্রাসের অভিযোগকে গুরুত্ব দিলেন না। কিন্তু কৌশলে নিজের দলকে ‘সতর্ক’ থাকতে বললেন। এবং রাজ্য জুড়ে যে বিপুল জনসমর্থনের ঢেউয়ের চূড়ায় তিনি ভাসছেন, সেই পরিস্থিতির ফায়দা নিয়ে আগামী পঞ্চায়েত ভোটেও জয় নিশ্চিত করার আহ্বান জানালেন কুশলী রাজনীতিকের কায়দায়। জানিয়ে রাখলেন, প্রশাসনের হরেক ব্যস্ততার মধ্যেও পুজোর পরে জেলা-সফরে বেরোবেন তিনি। সরকারি কাজের পাশাপাশি দলের জেলাওয়াড়ি কাজকর্মের খতিয়ানও তখন নেবেন। গ্রামীণ ভোটব্যাঙ্ককে অটুট রাখার এই কাজ কিন্তু তিনি এ দিন ব্রিগেড থেকেই শুরু করে দিলেন। কর্মীদের সংযত এবং মানুষের পাশে থাকার নির্দেশ তারই প্রথম ধাপ। ...

    “ছাত্র-যুবদের বলছি, নিজেদের এলাকার উন্নয়নে নিজেরাও এগিয়ে আসুন। রাস্তা তৈরির জন্য নিজেরাই ইট বিছোন, সবুজের জন্য গাছের চারা পুঁতুন। হাসপাতালে কাউকে নীচে শুয়ে থাকতে দেখলে এগিয়ে গিয়ে বলুন, আমি কী সাহায্য করতে পারি আপনাদের? ময়লা দেখলে একটু সরিয়ে দিন।”

    ...একই লপ্তে তৃণমূল নেত্রী আবার দলকে স্মরণ করিয়ে দিয়েছেন, “সিপিএমকে শাস্তি মানুষ দিয়ে দিয়েছেন! তাদের আর বিচার করার দরকার নেই! কেউ ওদের গায়ে হাত দেবেন না। খুন করবেন না।”
  • pi | ২২ জুলাই ২০১১ ০৮:৫২ | 72.83.103.132
  • অ্যাড ব্লক কিস্‌সু কাজের না ঃ(

    ভাল কথা, ফাফ চালাতে গেলেই আমাকে রোজ একবার করে জিগায়, এই প্রোগ্রামটা তোমার মেশিনে কীসব করতে চায়।
    আমি না করে দি।
    হ্যাঁ বল্লে কি নতুন ভার্শন গুঁজে দেবে ?
  • pi | ২২ জুলাই ২০১১ ০৮:৫১ | 72.83.103.132
  • হ্যাঁ, ভাষণে বাইশে শ্রাবণে রবীন্দ্র জন্মদিন হাইলাইট করা ( এটাই তো বলেছেন মনে হল) মার্কা ফপা গুলো হাস্যকর।

    কিন্তু ঐ, কেসিদা যা বল্লেন, বাকি ভাষণ এমন কিছু খোরাক বা ধুর লাগেনি।

    এই ডিউটি ই বিউটি কি শীত-গ্রীষ্ম-বর্ষা, তৃণমুল ই ভরসা, এগুলো তো দারুণ ক্যাচলাইন । বদলা নয় বদলের মত ই।

    আমার সবচে খোরাক লেগেছে চিরঞ্জিতকে।
    এই দু'দিন আগে প্রেমের গানের লিস্টির ঐ অত পছন্দের গানটা দিদির জন্য গেয়ে দিল !!

    তারপর নাকি আবার কীসব বলেছে, আজ 'মজার' দিন না কি।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ০৮:৪৫ | 122.252.231.10
  • ধুর, ফাফ-র জন্য অ্যাডব্লক প্লাস নামালাম। কিন্তু মোটেও ফ্ল্যাশ অবজেক্ট ব্লক করতে পারে না। ঃ(
  • pi | ২২ জুলাই ২০১১ ০৮:৪২ | 72.83.103.132
  • বাকি লেখাটা খুব খারাপ লাগেনি।
    মমতার জনতার সাথে ইন্টার অ্যাকশনের বর্ণনায় খুব কিছু জল মিশিয়েছেন তো মনে হলনা।
    জনতার এই 'দিদি' আবেগ তো ফ্যাক্ট। সেই আবেগের কিছুটা তো লেখাতে গড়াবেই।

    প্রতিদিনের প্রতিবেদনগুলোর থেকে অন্তত ঢের ভালো।
  • prateek | ২২ জুলাই ২০১১ ০৮:৪০ | 24.162.193.106
  • আমারো ঃ)
  • m | ২২ জুলাই ২০১১ ০৮:২২ | 117.194.35.65
  • অনিন্দ্য জানার লেখাটা পড়ে আমার চোখ থেকে দুইফোঁটা জল কি বোর্ডে গড়িয়ে পল্লোঃ(
  • m | ২২ জুলাই ২০১১ ০৮:১৫ | 117.194.35.65
  • ঐটা কাঠ গোলাপ- কাঠমালতী নামেও পরিচিত।
  • m | ২২ জুলাই ২০১১ ০৮:১২ | 117.194.35.65
  • আমার বক্তৃতা পাচ্ছে।আজ্জো সাভানাতে নাকি একটা দা র উউম আইসক্রিমের দোকান আছে- খুব বিখ্যাত।
    খেয়েছো
  • pi | ২২ জুলাই ২০১১ ০৮:০৯ | 128.231.22.142
  • আর এটাই বা কী ভাট যে ,'তখন নিশ্চয়ই তিনি জানতেন না যে তিনি ব্রিগেডে পৌঁছনো মাত্রই ম্যাজিকের মত বৃষ্টি ধরে যাবে! কী করেই বা জানবেন, সকাল থেকে তাঁর ঘরের সামনে ভীড় জমিয়েছেন কাতারে কাতারে লোক ' !
  • aka | ২২ জুলাই ২০১১ ০৭:৫৯ | 24.42.203.194
  • গৌতম ভটচায আজকাল কি ভাটই না বকে। উফ।
  • amit | ২২ জুলাই ২০১১ ০৪:৫৮ | 128.103.93.206
  • যাগ্গিয়ে, তোমরা গপ্পো কর, আমি বাড়ি যাই। খিদে পেয়েছে।
  • amit | ২২ জুলাই ২০১১ ০৪:৫৭ | 128.103.93.206
  • পড়েছি আগে।
    ঃ)ঃ)
  • nk | ২২ জুলাই ২০১১ ০৪:৫১ | 151.141.84.114
  • সত্যবতীর ক্ষেত্রে ধীবর সমাজ বলে ও ততটা নয়(মানে ধীবররাজের মেয়েকেই বা অনার কিলিং করতে কতক্ষণ? বা আউটকাস্ট করে দূরে ফেলে আসারই বা বাধা কই?) যতটা পরাশর নিজে পূর্ণ দায়িত্ব নিয়ে পিতৃত্বস্বীকার থেকে ছেলেকে মানুষ করা পর্যন্ত সব করলেন বলে।
    কিন্তু কুন্তীর ক্ষেত্রে কর্ণের বাবা হিসাবে যিনি ছিলেন তিনি ফিরেও দেখেন নি, হয়তো খবরও নেন নি কী হলো ছেলের। কুন্তী নিজে তখন কিশোরীমাত্র, পালক বাপের ঘরে সাবধানে মানুষ, তাকে পরামর্শই বা দেয় কে সাহসই বা দেয় কে? কুন্তীর পাশে সে লোক দাঁড়ালে কুন্তী ওভাবে ছেলেকে ফেলে দিতে পারতো?

    আর সূর্য ধর্ম ইন্দ্র অনিল--এনাদের ওরকম দেবতা হিসাবে না দেখে ভিন্ন ধরনের ভিন্ন গোষ্ঠীর ভিন্ন রেসের মানুষ হিসাবে দেখলে আরেকটা সম্ভাবনাও ফুটে ওঠে।
  • amit | ২২ জুলাই ২০১১ ০৪:৩৯ | 128.103.93.206
  • পাই,
    মহাভারতের কথার লেখকের পরিচয় পাওয়া সম্ভব? এটা তো গল্প বা কবিতা নয়। গবেষণা ভিত্তিক/আলোচনা মূলক লেখা, তাই জানতে চাইছি। বুঝে নাও ঠিক কি জানতে চাইছি।
    এই হল প্রশ্ন।
  • amit | ২২ জুলাই ২০১১ ০৪:৩৭ | 128.103.93.206
  • না দেখি নাই। দেখবো বাড়ি ফিরে।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৪:৩৫ | 128.231.22.142
  • হ্যাঁ, আর সেজন্যই মনে হয় বিদুরের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবং সেটা একটা লুকোছাপা কেস হয়ে থাকাটা।

    আর, কুমারী মাতার ব্যাপারটাও রাজপরিবারের মনে হয় না স্বীকৃত ছিল। মানে, কুন্তীর ব্যাপারটা। আর কোন উদাহরণ আছে কি ?
    সত্যবতীর ক্ষেত্রে তো ধীবর সমাজ, সেখানে সমাজের চক্ষু অত রক্তবর্ণ নয়।

    আর,এই দুর্বাসার কথা মনে হচ্ছে যেন আরো কোথাও পড়েছি।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৪:৩০ | 128.231.22.142
  • অমিত, এটা দেখেছিস ?

    M

  • nk | ২২ জুলাই ২০১১ ০৪:২৭ | 151.141.84.114
  • তোমার দ্বিতীয় লাইনটাই মনে হয় শেষ প্রশ্নটার উত্তর। ঃ-)
    আর প্রথম লাইন প্রসঙ্গে, ব্যাসের আগে কিন্তু ভীষ্মকে অনুরোধ করা হয়েছিলো, কিন্তু ভীষ্ম নিযুক্ত হতে পারবেন না কইলেন, কারণ তার সেই প্রতিজ্ঞা। তখন ব্যাসকে ডাকা হয়। সেই হিসাবে বলেছিলাম ফার্স্ট চয়েস মনে হয় ছিলো সুটেবল দেবর(যদি থাকতো)।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৪:২২ | 128.231.22.142
  • সেটা দেবর বলে নাকি নিজের গর্ভস্থ + মহান ঋষি , এই জায়গা থেকে ?
    আর দাসীপুত্রের থেকে রাজ সিংহাসনের উত্তরাধিকারী আসা রাজপরিবারে কতটা কাম্য ছিল সে প্রশ্নও তোলা যায়।

    যাহোক, তাহলে তো উল্টো প্রশ্নটাও করা যায়, এতই স্বাভাবিক ও স্বীকৃত চয়েস হলে বিদুরকে নিয়োগ করা হল না কেন ?
  • pi | ২২ জুলাই ২০১১ ০৪:১০ | 128.231.22.142
  • এই খবরটা সেদিনই প্রতীকদা দিয়েছিল।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৪:১০ | 128.231.22.142
  • হ্যাঁ, ভয়ের কী আছে !
  • amit | ২২ জুলাই ২০১১ ০৩:৩৯ | 128.103.93.206
  • পাই আমার ও প্রশ্ন পায়। অভয় দিলে করি।
  • nk | ২২ জুলাই ২০১১ ০৩:৩৬ | 151.141.84.194
  • অম্বিকা আর অম্বালিকার ক্ষেত্রে ই দেখা যায় দেবরের নিয়োগ সমাজস্বীকৃত। সেরকম কেউ না থাকলে অবশ্য দেখে শুনে বেছে বাইরে থেকেই আনা হতো।
    আজকের প্যারালাল নর্মে দেখলে ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে বেছে নেবার মত। তখন তো এই হাই টেকনোলজির সুবিধা ছিলো না।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৩:২৭ | 128.231.22.142
  • আরে কেউ তো বটেই, যেটা লুকানো হয়েছে।

    আর দেবরের নিয়োগ সমাজ স্বীকৃত ছিল ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত