ধ্যাঃ, আমাদের মামী অত বুড়ি না। গোঁসাইবাউর ক্ষি বয়েস কম নাকি? আর তিনি থাগতেন রাণাঘাটে, মামী থাগতো তিব্বতে না সিমলেয় কোথায় যেন।
pi | ২০ জুলাই ২০১১ ১৬:১৬ | 72.83.103.132
ওটা মনে হয় কাজুর অন্যদের বুকের স্টোন অপারেশনে সহায়তা করার অভিজ্ঞতাপ্রসূত পোস্ট।
kumu | ২০ জুলাই ২০১১ ১৬:১৫ | 122.160.159.184
কবি? তাইলে আমাদের গোস্বামীদাদা,আগে ডাড়ি ছিলো না।
siki | ২০ জুলাই ২০১১ ১৬:১৪ | 123.242.248.130
কাজুর ০৪ঃ০৫এর পোস্ট পড়ে মনে হচ্ছে না, একটা দীর্ঘশ্বাস গোপন করার ব্যর্থ চেষ্টা? ;-)
m | ২০ জুলাই ২০১১ ১৬:১২ | 117.194.36.186
কাজুর বুকের পাথর!! কুমু কি শেষে রেগে গিয়ে পাথরচাপা দিলে!
Kaju | ২০ জুলাই ২০১১ ১৬:১২ | 59.163.201.173
আমার বুকে কোনো পাথরটাথর নাই। দিব্য আছি। ঃ-))
siki | ২০ জুলাই ২০১১ ১৬:১০ | 123.242.248.130
বিশ্বাস করো, আমি একজন সাহিত্যিককেও চিনি না!
তোমাদের মাইরি কত বিখ্যাত বিখ্যাত লোকের সঙ্গে আলাপ। আমায় কেউ পোঁছেও না।
তবে কাজুর বুক থেকে পাথরটা একটু সরেছে মনে হচ্ছে। কাজু, আরেকটু খোলসা করে হবে নাকি?
m | ২০ জুলাই ২০১১ ১৬:০৭ | 117.194.36.186
সে সব তোমাকে বলি, আর তুমি গিয়ে তাকে খ্যাঁক করে ধরো আর কি!! সাহিত্যাকাশে সে বেশ প্রসিদ্ধিলাভ করেছেঃ))
pi | ২০ জুলাই ২০১১ ১৬:০৭ | 72.83.103.132
ফেসবুকে তো সারাক্ষণ ই লড়াই হয়। সে পাততাড়ি হোক কি বাঙালী কেন নিজভূমে চাকরবাকর কি সুলতানা বিবিয়ানা না চুলটানা বিবিয়ানা ? শ্যামাপ্রসাদ মুখুজ্জে থেকে বাম রাজাকার তো আছেই।
Kaju | ২০ জুলাই ২০১১ ১৬:০৫ | 121.244.209.245
মাইমা, সে যারা ভুলতে পারে না, তারা কষ্ট পায় অকারণে। যার জন্যে এত কিছু, সে তো ফিরেও না চা-আ-আ-য়। যারা পারে, তারা নিশ্চিন্ত একদম, কারণ এক তরফায় তো কোনো পরিণতি নেই শেষ অব্দি।
siki | ২০ জুলাই ২০১১ ১৬:০৩ | 123.242.248.130
আচ্ছা, ফেসবুকের লড়াইটায় ইন্দোদাদাকে পাঠিয়ে দিলে কেমন হয়? ইন্দোদাদা খুব লড়াই চাইছিল। কাল থেকে নাকি লাগাতার স্যান্ডো করে যাচ্ছে।
siki | ২০ জুলাই ২০১১ ১৬:০১ | 123.242.248.130
মামী, এখন, এই বয়েসে এসে দুঃখু হয় না সেই অ-দেড়েল কবির জন্য? (আমারো দাড়ি নেই, তাই আমি একাত্ম হতে পারছি) বুকের মাজারে হিদ্হিদ্হিদিক্কার ওঠে না?
pi | ২০ জুলাই ২০১১ ১৫:৫৭ | 72.83.103.132
তো, সেটা পার হয় কীকরে ? সাঁতরে ?
m | ২০ জুলাই ২০১১ ১৫:৫৬ | 117.194.36.186
কাজু, এক কবি ছিলেন, বেশ বন্ধু, তো তিনি একদিন ঝপাং করে জানালেন প্রেম এসে গেছে- আমার আসে নি(মিনিমাম প্রস্তুতি লাগে তো , তাছাড়া দাড়িও নেই)। কম বয়সে তাকে কঠোর ভাষায় ছিছিক্কার করেছিলাম- তো তিনি এই গান টি চান্স পেলেই শুনিয়ে দিতেন।
সিকি দেখে অবধি বিরহ বেদনায় জ্বলে যাচ্ছে। খুব চলবেঃ)
pi | ২০ জুলাই ২০১১ ১৫:৫৫ | 72.83.103.132
সেটা ওখানে দিয়ে কয়ে এসো। তাল বলে একজন প্রচুর বকাঝকা খেয়েছেন। আমিও। ঃ(
আজ্ঞে। প্রাচীনকালে তালপাতায় লেখাপড়া হত পাঠশালায়। ছাত্রদের হাতে সেই তালপাতার বাণ্ডিলকেই পাততাড়ি বলা হত।
siki | ২০ জুলাই ২০১১ ১৫:৫১ | 123.242.248.130
অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর ছেঁড়া তালপাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে
জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙুর, কখনো কোপাই, কপোতাক্ষর গানে গাঙর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই
তোমাকে চেয়েছি, ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তাঁর নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে তাঁরই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙাল হলাম, আরেক কাঙালের পেতে দেখা নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই
আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় পেয়েছো তুমি আমিই তোমার পুরুষ, আমিই তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা বার বার আসি আমরা দুজন, বার বার ফিরে যাই আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই
pi | ২০ জুলাই ২০১১ ১৫:৫০ | 72.83.103.132
সৈকতদা, হুম।
আচ্ছা, পাততাড়ি কোত্থেকে এসেছে ? ফেসবুকের গ্রুপে এ নিয়ে রীতিমতন লড়াই বেঁধেছিল। একদল বলেন, তালপাতার বাণ্ডিল গুটিয়ে কেটে পড়া তো আরেকদল বলে এখানে কোথাও তাল ফাল কিস্যু নাই।
তালেবর এ যে তাল নেই সে নিয় অবশ্য সকলে সহমত। কিন্তু সেটা আরব তালিব থেকে এসেছে না তামিল তালিভুর, তা নিয়েও দেখি বিষম দ্বন্দ্ব।
siki | ২০ জুলাই ২০১১ ১৫:৪৯ | 123.242.248.130
কুমুদি, বুইতে পারবেন না কই নাই। তবে ঐ যা বললাম, অভিঘাতটা ত্যামং করে লাগবে কিনা জানি না। চ্যাংড়াদের গান কিনা। তবে জন্মজন্মান্তরের গান।
গানটা সন্ধ্যেবেলায় পাবেন, এখন কথাগুলান শুনুন (আসলে পোচোন্ডো ঘুম্পাচ্ছে, চোখ খোলা রাখার জন্য আনতাবড়ি টাইপ করছি)
siki | ২০ জুলাই ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
তবে ভয় নাই। কুড়ি বেশি দূরে যায়নি। চলে যাবে হয় তো সেদিন, শেষের সেদিন, বড় ভয়ংকর। কুড়ির ভিসা প্রসেস হচ্ছে। আমার যে ক্ষবে হবে! তা হলে আবার সাগরপারে গে' দেখা হত।
আর যে পারি না ... ঃ(
saikat | ২০ জুলাই ২০১১ ১৫:৪২ | 202.54.74.119
পগার - গ্রামের পেছন দিকে ফাঁকা মাঠ, বাড়ীঘরের পর। অনেক ক্ষেত্রে ময়লা ফেলার জায়গা।
siki | ২০ জুলাই ২০১১ ১৫:৪২ | 123.242.248.130
ঃ ))
ওমনাথ কী সব গান শোনে মাইরি! একটারও নাম শুনি নি, টোটাল ট্যান খেয়ে গেছিলাম। ওমনাথ, লিখে দেব বাড়ি গিয়ে, এখন ঘুম্পাচ্ছে।
পাই কাল লিখল, আমার সকল নিয়ে বসে আছি (যেমতি শীতের বিকেলে আইসক্রিমওলা), তাই পড়ে আমার আবার ঝটপট আরও দুটো গান মনে পড়ে গেল, তোমায় নতুন করে পাবো বলে, আর আমি রূপে তোমায় ভোলাব না।
আর সেই সাথেই আমার মামুর গান মনে পড়ে গেল। আমি পুপে তোমায় ভোলাব না। ঃ-))
Kaju | ২০ জুলাই ২০১১ ১৫:৪১ | 121.244.209.245
মাইমা, সে তো দু তরফা হলে না হয় আমারে দেব না ভুলি-ই-ই-তে হল। কিন্তু এক তরফা ব্যাপারে নজর সে দূর গয়ে তো জিগর সে দূর হওয়াই ভালো না? আর সিকির তো এখানে এক না ১.০০০১ তরফা। তবে? শুধুশুধু এত বিরহসঙ্গীত গেয়ে 'তুহি আমায় পাগল করলি রে' হয়ে লাভ কী?
pi | ২০ জুলাই ২০১১ ১৫:৩৭ | 72.83.103.132
:))
kumu | ২০ জুলাই ২০১১ ১৫:৩৬ | 122.160.159.184
ডিডিদা,কাল রাত থেকে এরা সবাই যে যার পছন্দের প্রেমের গানের লিস্টি দিচ্চে,ভাবুক,করুণ,উদাস,রঙিন মুখে।
আর সিকি কইলো,কুমুদির অ্যাতো বয়েস হয়ে গেচে,সে কী আর প্রেমের গান শুনে বুঝতে পার্বে?
তাই আমিও ঠুকে দিলুম একখানা লিস্টি।
q | ২০ জুলাই ২০১১ ১৫:৩২ | 61.12.12.83
ঃ-)))))
dd | ২০ জুলাই ২০১১ ১৫:৩১ | 124.247.203.12
তোমার খোলা হাওয়া ... বন্ধ করো। দেখছো না হেঁচে মরছি। বিরহ মধুর হলো আজি .... আর ইদিকে ডায়াবিটিসের ঠ্যালায় মরি বিদায় করেছো যারে ..... সে ব্যাটা ফিরে এয়েছে। কইছে দু মাসের মাইনা বাকি। চিনিলে না আমারে কি?..... এই পাচ বছরেই এতো মুটিয়ে গ্যালাম,তায় টাক পরে। ঈঃ। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে... সর্দি খুব বসে গ্যাসে। কর্টিজান ছাড়া উপায় নেই। যখন নীরব দুরে .... তখন বুঝবে কানেকটিভিটি নেই।
কিন্তু সবাই এমন লিস্ট বানাচ্ছে ক্যানো? থিমটা কি ?
q | ২০ জুলাই ২০১১ ১৫:৩০ | 61.12.12.83
হুঁ, প্রচুর শান্তি বৈঠক হবে এবার থেকে। মনমোহন ইস্তফা দিয়ে বিদেশমন্ত্রী হতে চাইবে।
kumudini | ২০ জুলাই ২০১১ ১৫:২৮ | 122.160.159.184
ঐ তিনিঞ্চি লম্বা পার্থকে কী বলে মিতার পছন্দ হোলো?
অবশ্য অতিথি,ধন্যি মেয়েতে ভাল অভিনয় করেছিল।
তাও,এত বেঁটে!
মিটিনে লাঞ্চো দিল দুটি রোগা স্যান্ডুইচ,একটি আপেল,স্যুপ,মোতিচুরের লাড্ডু(২)।
pi | ২০ জুলাই ২০১১ ১৫:২৩ | 72.83.103.132
রাত দুটো সে প্রশান্ত মহাসাগর পারে। না, সেও তিনটে। আমাদের অতলান্তিক পারে খিড়কি দিয়ে আলো সেঁধিয়ে গেছে তো !
kumu | ২০ জুলাই ২০১১ ১৫:২২ | 122.160.159.184
তোমার খোলা হাওয়া,
বিরহ মধুর হল আজি,
বিদায় করেছ যারে,
চিনিলে না আমারে কী
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
যখন নীরবে দূরে
pi | ২০ জুলাই ২০১১ ১৫:২২ | 72.83.103.132
তবে, এবার মনে হয় শান্তি এল বলে। অন্ততঃঘন ঘন শান্তি বৈঠক তো হবেই।
pi | ২০ জুলাই ২০১১ ১৫:২০ | 72.83.103.132
দেফু, প্যারী কুড়িকে দেখে সিকির এত কিছু হল, আর এই মারকাটারি কর দিদিমণিকে দেখে সাংবাদিকবাবুর একটু আধটু স্লিপ হবে না ?
dd | ২০ জুলাই ২০১১ ১৫:১৮ | 124.247.203.12
এখোন আম্রিগায় রাত দুটো ফুটো না ?এখনো জেগে আছো আর এয়ার্কি মারছো ? ক্যানো ?
পগার এসেছে সাগর থেকে। ফোগলা আর হাঁপানীর রোগ থাকলে সাগরের উচ্চারন অনেকটা ওরকম শোনায়। তবে শ্রোতা কানে খাটো হলে ব্যাপারটা আরো জমে।
pi | ২০ জুলাই ২০১১ ১৫:১৫ | 72.83.103.132
dd দা, ঃ))
এই পগার কথাটা এসেছে কোদ্দিয়ে ?
pi | ২০ জুলাই ২০১১ ১৫:১৪ | 72.83.103.132
সিকি, ওমনাথকে একটা ক্যাসেট টু এম্পিথ্রি টিউটোরিয়াল দিয়ে দিয়ো খন ! নইলে ওর লিস্টির ১ থেকে ৫ এ তো পুরো ট্যান যাচ্ছি।
dd | ২০ জুলাই ২০১১ ১৫:১৩ | 124.247.203.12
পোচুর ট্যাকা ধার করে তারপর পগার পার হলেই "তবু আমারে দিবো না ভুলিতে" গানটা সর্থক ভাবে গাওয়া যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন