এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২২ জুলাই ২০১১ ১০:৩৬ | 121.241.98.225
  • শেয়ার কর্তে নেই। প্রভুত ক্ষতি হয়। শেয়ার সর্বনাশা। লোকে সব খুইয়ে পথে বসেছে এমনো হয়েছে। BSE এখন ১৮৬৮০। তবুও মার্কেট থেকে দুরে থাকাই ভালো।
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৩৫ | 72.83.103.132
  • লোক ?
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৩৪ | 72.83.103.132
  • আচ্ছা, সিকির আপিসে ইদানীংকালে দরখাস্তের পরিমাণ বেড়ে যায়নি ? গুরুর নী পা ও তো কিছু কম নাই !

    আর আবার এই হাতকাটা অ্যাডমিন জুড়লো !
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১০:৩৪ | 59.163.201.173
  • আরে কুড়ির কথা কইনি, ওই অ্যাডমিন ভদ্দরলোকের !
  • saikat | ২২ জুলাই ২০১১ ১০:৩৩ | 202.54.74.119
  • সিকিদের আপিসে কি র‌্যাম্প আছে? দরকার পড়বে মনে হচ্ছে।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:৩১ | 123.242.248.130
  • নাঃ। সব ভালো জিনিস অন্যের সাথে শেয়ার কত্তে নেই।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১০:৩০ | 59.163.201.173
  • ওনার একটা ছবি তুলে এখুনি কুমুদিকে মেল করে দাও আর বলে দাও কুমুদি ওনারে নেমন্ত করেচেন।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:২৯ | 123.242.248.130
  • ইকিরে!! আমি কি রংকানা নাকি?

    গেঁড়ি আপিসে শুরু করে নি, শুরু করেছিল সরকারই।

    হ্যাঁ ট্রেনিং হয়েছিল তো। লিখেছিলাম, সেইসব ট্রেনিংয়ে যাতে বুড়োরা যায় তার জন্য ভালো হোটেলে ভালো খানাপিনা সমেত ট্রেনিং হয়েছিল। তা বুড়োরা সেইসব ট্রেনিংয়ে যেত খেতে, খাওয়া হলেই চেয়ারে বসে ঘুমিয়ে টুমিয়ে চলে আসত। কাজের কাজ কিছু হয় নি।

    তবে চাপে পড়ে সব্বাই শিখে নিয়েছে। নতুন নতুন ছেলেপুলে গেঁড়ির মত যরা জয়েন করেছিল, তারা খুব তাড়াতাড়ি শিখে নিতে পেরেছে, এখন তারাই আস্তে আস্তে সিনিয়র হয়ে গেছে।

    আরেকটু উঁচু পোস্টে যারা, ডেপুটি সেক্রেটারি, ডিরেক্টর, তারা তো আইএএস, আইইএস। তারা শিখেটিখেই আসে।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:২৬ | 123.242.248.130
  • ওদিকে অ্যাডমিনে আরেকজন জয়েন করেছেন কদিন হল, তিনি আজ হাতকাটা গেঞ্জি এবং লুঙ্গি পরে এসেছেন।

    চোখ ফেরানো যাচ্ছে না!
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:২৬ | 72.83.103.132
  • নীল ? শিওর ?
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:২৫ | 72.83.103.132
  • সিকি, সেই যে গেঁড়িরা আপিসে যেটা শুরু করেছিল। বুবুভা তে যেটা লিখেছিলে।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:২৫ | 123.242.248.130
  • কুড়ি আজ ... ইয়ে ... তদুপরি আজ শুক্কুরবার ...

    মভ কালারের টপ আর ঘন নীল জিনস ...

    গায়ে কাঁটা দিচ্ছে মশাই!!
  • Netai | ২২ জুলাই ২০১১ ১০:২৪ | 121.241.98.225
  • হুম হুম।
    কাল সারারাত অক্লান্ত পরিশ্রম করে সিটিভিল খেলার পর আজ দিনমানে একটু কর্মবিরতির দরকার ছিল।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১০:২৩ | 121.244.209.245
  • এটা সেই ঔড্র কায়দার ব্যাপারে ছিল, একবার ভুল হলে স্টার্ট করো গোড়া থেকে। বাবারে কী খাটনি ! ভাবলেই গায়ে কাঁটা দেয়।
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:১৯ | 72.83.103.132
  • ক য়ে তো কুড়ি !
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:১৮ | 123.242.248.130
  • নেতাই ঘুমো, তোর আর বুঝে কাজ নেই ঃ-)
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:১৬ | 72.83.103.132
  • নাঃ, ঠিক বোঝোনি।
    আর বোঝাতে পারবোনা যদিও ঃ((
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:১৫ | 123.242.248.130
  • আচ্ছা, মুজতবা আলিবাবু সেই দেশে বিদেশে বইতে যে একটা ছড়া খানিকটা লিখেছিলেন ...

    ক-রে কমললোচন শ্রীহরি
    খ-রে খগ আসনে মুরারি
    গ-রে গরুড় ...

    এর পুরোটা জানা আছে কারুর?
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:১৪ | 72.83.103.132
  • নেতাই সকাল শুরুই করলো ধাঁধা দিয়ে।
    ঘুম পাচ্ছে বলে হাই উঠছে নাকি হাই উঠছে বলে ঘুম পাবে ?
  • m | ২২ জুলাই ২০১১ ১০:১৪ | 117.194.35.65
  • বুঝলাম,আলুবখরা মানে ক্ষেত্র বিশেষে আলুই..
    যাক, সন্দেহ নিরসন হলো না যদিওঃ)))
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:১৩ | 72.83.103.132
  • তবে সিরিয়াসলি, কিছু কিছু অ্যাড দেখলে মনে হয়, লোকে সিরিয়াসলি এগুলো দ্যায় ! সিরিয়াস প্রশ্ন এটা।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:১৩ | 123.242.248.130
  • আমার আবার আজ দুকুরে পার্টি। সকাল সকাল কাজ সেরে নিচ্ছি। দুপুরের্দিকে ঘুমবো।
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:১৩ | 72.83.103.132
  • ওটা তো নির্মল আনন্দর পাতা ঃ)

    কাগুজে গুরুর ব্যক্তিগত বিজ্ঞাপনের পাতার জন্য ওটিকে মডেল ভাবা হচ্ছিল ঃ)
  • Netai | ২২ জুলাই ২০১১ ১০:১২ | 121.241.98.225
  • আজ আমার খুব ঘুম পাবে।
    সকাল থেকেই হাই তুলছি হাঁইহাঁই করে।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:১২ | 123.242.248.130
  • আমাদের কী ই-ফাইলিং চালু হয়েছে?
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:১০ | 72.83.103.132
  • আচ্ছা, দিল্লিতে যে তোমাদের সব ই-ফাইলিং চালু হয়েছে, এর জন্য পুরানো লোকজনের কি আলাদা ট্রেনিং দেওয়া হয়েছে ?
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:০৯ | 123.242.248.130
  • প্রতিদিনের**

    দুইয়ের পাতাটাও তো দারুণ চিত্তাকর্ষক! এত জ্যোতিষী আছে কলকাতায়? সঙ্গে আবার ম্যাজিক কিং এ সরকার!
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:০৯ | 72.83.103.132
  • প্রতিদিন পড়ে তো প্রতিদিনই কান্না পায় !
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:০৮ | 72.83.103.132
  • ফেসবুকে সরকারের আরো কি একটা চালু হয়েছে। কী, কোথায় কিছু মনে পড়ছে না ঃ(
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:০৮ | 123.242.248.130
  • এদিকে প্রতিদিনীর ফাস পেজ পড়েও তো কান্না এল। ক্ষী আবেগ!!
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:০৩ | 72.83.103.132
  • সিকি, ক'দিন আগেই কাগজে পড়লাম।
    কোন একটা টইতে দিয়েওছিলাম মনে হচ্ছে।
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:০২ | 72.83.103.132
  • হ্যাঁ, গুরু শস্তায় পুষ্টিকর পন্থায় বিশ্বাস করে কিনা ( না করে অবশ্য উপায় ও নেই ঃ)), তাই আমাদের জন্য হোর্ডিং মানে ঐ বড় বড় ফ্লেক্স বা ব্যানার ই।
  • siki | ২২ জুলাই ২০১১ ১০:০১ | 123.242.248.130
  • কোথায় লিখেছে?
  • m | ২২ জুলাই ২০১১ ১০:০১ | 117.194.35.65
  • সরি** ব্যানার না, হোর্ডিং
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৫৯ | 72.83.103.132
  • ও সিকি, দেখেছো, দঃ চব্বিশ পরগণায় ঐ ফেসবুকে পুলিশের ব্যাপারটা চালু হয়েছে !
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৫৯ | 72.83.103.132
  • ঘুষ দেওয়া লিগ্যাল করে দেখা যেতে পারে এই লোক-আয়ুক্ত তে বেশি করে অভিযোগ জমা পড়ছে কিনা।
  • m | ২২ জুলাই ২০১১ ০৯:৫৯ | 117.194.35.65
  • অ্যাঁ!!!!কিন্তু তুমি যে বল্লে হোর্ডিং- ব্যানার আর হোর্ডিং কি এক হলো- আলু আর আলুবখরা কি এক!ঃ((

    সৈকতের ছবি দিয়ে গুরুর ব্যানার বা হোর্ডিং এর কথা হচ্ছিলো তো- এর সঙ্গে গুরুর ব্যানার কোথায় আছে বা আমার জানা না জানার কি সম্পর্ক!ঃ((
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৫৮ | 72.83.103.132
  • এই যে সুমন লিখলেন, শতাব্দী রায়ের করা অভিযোগ ও পুলিশ নেয়নি। ঐ আয়েষা খাতুনের ব্যাপারে।
    জানতে ইচ্ছে করে উনি সে ব্যাপারে দিদিকে কিছু অবহিত করেছেন কিনা। নাকি শুধু নেচে টেচেই চলে গেলেন।
    পুলিশের এই দলদাস হওয়া নিয়ে তো ভাষণে মনে হয় কোন উচ্চবাচ্য শুনলাম না।

    ঐ মহাকরণ এলাকা থেকে একুশের হোর্ডিং সরানো হয়েছেও নাকি দিদির নির্দেশে। ঐ এলাকা থেকে তো আগেই সব সরানোর কথা হয়েছিল, তাই না ?
    তালে তৃণমূলের হোর্ডিং সরানোর জন্য দিদির নির্দেশের অপেক্ষা করতে হবে কেন কে জানে।
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৫৪ | 123.242.248.130
  • গুজরাটে আছে জানি। দিল্লির ব্যাপারে খোঁজ নিতে হবে।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৫৪ | 72.83.103.132
  • শমীক, দিল্লিতে লোক-আয়ুক্ত বা ওরকম কিছু আছে ?
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৫৩ | 72.83.103.132
  • এই ঘুষ দেওয়া লিগ্যাল করাটা প্রথমে অন্তত একটা ছোট জায়গায় পরীক্ষা করে দেখলে হয়। যেমন শুধু দিল্লি।
    যেখানে মনে হয় এই ঘুষের ব্যাপার সবচে বেশিও।
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৫২ | 123.242.248.130
  • সুমনের গানই মনে পড়ে যায় ...

    ব্রিগেডে মিটিং হবে,
    গ্রাম থেকে আসা মুখ
    ব্রিগেডে মিটিং শেষ
    বেচারা আগন্তুক।
    ব্রিগেডে মিটিং হবে
    কথার পাহাড় হলো,
    পাহাড়ের চূড়ো দেখে
    এবার ফিরবে চলো।
    ব্রিগেডে মিটিং শেষ,
    পড়ে থাকা ময়দানে
    ছায়ামূর্তিরা আসে ...
    জীবিকার সন্ধানে। ঃ)
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৫২ | 72.83.103.132
  • তবে কি সিপিএমের স্বেচ্ছাসেবীরা খুলছিল ? ঃ)
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৪৯ | 72.83.103.132
  • কৌশিকবাবুর প্রস্তাবটা আমার ভালোই লাগে।
    একবার করে দেখলেই তো হয়।
  • pi | ২২ জুলাই ২০১১ ০৯:৪৮ | 72.83.103.132
  • মামীর বোধহয় জানা নেই, যায় না, অলরেডি আছে। ঃ)
    কোলকাতার প্রাণকেন্দ্র ছাড়াই বর্তমানে অনেক জায়গায় গুরুর ব্যানার লাগানো আছে ঃ)
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৪৬ | 123.242.248.130
  • কিন্তু এই ব্যাপারে সকলের কী বক্তব্য?

    http://www.anandabazar.in/22desh6.html
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৪৬ | 123.242.248.130
  • মানে, নিউজে ক্লিপিংও দেখালো, অনেক লোক মিলে ব্রিগেডে বাঁশ খুলছে। ব্যাকগ্রাউন্ডে বলল, যারা খুলছে তারা নাকি সবাইই তৃণমূল স্বেচ্ছাসেবী।

    তা হবে! এত অন্ধকার, আলাদা করে সমর্থক চেনা-ও যায় না ঃ-)
  • m | ২২ জুলাই ২০১১ ০৯:৪৫ | 117.194.35.65
  • কোলকাতার প্রাণকেন্দ্র ছাড়া গুরুর হোর্ডিং আর কোথাও লাগানো যায়!যাওয়া উচিত!!
  • siki | ২২ জুলাই ২০১১ ০৯:৪৫ | 123.242.248.130
  • দুষ্ট চ্যানেল দেখা সময় হয় না। টিভি খালি পাই রাত সাড়ে দশটায়, খেতে বসে। তখন কেবল ইটিভি বাংলা নিউজ দেখি। তারানন্দে তো এখন অ্যাঙ্কর হান্ট চলছে খালি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত