এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dukhe | ২২ জুলাই ২০১১ ১৪:৩২ | 122.160.114.85
  • কুড়ি, দেড়েল আর স্যাণ্ডো । পরিষ্কার ত্রৈরাশিক ।
  • saikat | ২২ জুলাই ২০১১ ১৪:২৫ | 202.54.74.119
  • যাদের লুঙ্গী নিয়ে আপত্তি তাদের কি ছেলে-মেয়ে নির্বিশেষে আপত্তি?

    কিন্তু এবার সিকি কী করবে?
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৪:২৩ | 121.241.98.225
  • অবশ্যই ভগ্নাংশ। ত্রৈরাশিকের কোনো সম্ভবনা নাই। দেখাই যাচ্ছে-
    ভগ্ন হৃদয়, ভগ্ন আশা
    ভগ্ন মনের স্তব্ধ ভাষা

    আজকে রাতে আঁধার নামুক সবচে কালো।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৪:১৯ | 220.227.148.193
  • আস্তে, কুমুদি বকবেন।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১৪:১৮ | 202.91.136.71
  • লুঙ্গি যখন রইল হাতে
    লুঙ্গিনীর রইল ক্ষী?

    গান হোক।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৪:১৭ | 220.227.148.193
  • অপ্পন অসইব্য কথা কইলো কিন্তু।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১৪:১৬ | 202.91.136.71
  • ভগ্নাংশ না ত্রৈরাশিক? হাতে রইল লুঙ্গি।
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৪:১৩ | 121.241.98.225
  • এখানে কবি নিজস্ব ক্ষমতাবলে 'সিকিদা' র বদলে 'সিকি' ব্যবহার করেছেন।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৪:১২ | 220.227.148.193
  • "কে তুমি লুঙ্গিনি-
    আগে তো দেখিনি

    গান হোক
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৪:১১ | 121.241.98.225
  • *ছেঁড়া
  • pharida | ২২ জুলাই ২০১১ ১৪:১১ | 220.227.148.193
  • বা, লুঙ্গি পরিহিতা লুঙ্গিনি।
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৪:১০ | 121.241.98.225
  • সিকি ভাগ্যে নাহি ছিল
    শিকে ছঁএড়া লাক
    দেড়েলে কুড়লো কুড়ি
    সিকি হতবাক
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৪:০৯ | 122.160.159.184
  • সিকি-কুড়ি-দাড়ি কথা সমাপ্ত।

    না ক্ষি শুরু?
  • dd | ২২ জুলাই ২০১১ ১৪:০৮ | 124.247.203.12
  • বাকী থেকে গেলো এখনো সেই গেঞ্জী পরা ডাকিনী। সেই স্যান্ডো উইচ।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৪:০৩ | 123.242.248.130
  • অর্পণ, "আচ্ছা লাগতা হ্যায়' ঃ-))
  • dd | ২২ জুলাই ২০১১ ১৪:০৩ | 124.247.203.12
  • drowning one's sorrow in garlic bread টা বড্ডো বেশী কাব্যিক চাপ হয়ে গেলো।
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৩:৫১ | 122.160.159.184
  • সিকির্ভাগ্যতরী
    দাড়ির বাধায় গেল ঠেকি!!!!

    ঃ-)ঃ-)ঃ-)))))
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১৩:৪৮ | 202.91.136.71
  • "anything" can happen over a pizza!
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৩:৪৭ | 122.160.159.184
  • সিকির ১ঃ৪৩ পড়ে এতক্ষণে মনটা একটু ভাল্লাগলো।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৩:৪৩ | 123.242.248.130
  • এক পাবলিকের তিনজন রেফারাল আমাদের দোকানে জয়েন করেছে, তাই রেফারাল বোনাস হিসেবে তিনি কিঞ্চিৎ পহাকড়ি পাইয়াছেন, তাই খাইয়ে আনলেন। ধ্যাদ্ধেড়ে সোহনা রোডের প্রান্তে অগতির গতি হল পিজ্জা হাট। কুড়ি ও কুড়ির টিমও গেছিল সাথে। গিয়ে ক্ষী বলব, ক্ষী মুগ্‌ধ হয়ে গেলাম, যখন শুনলাম কুড়িও নন ভেজ এবং অনলি নন-ভেজ। ঠিইক আমার মত। এই আনন্দে একবার হ্যান্ডশেকও করে ফেললাম, তারপরে ব্যাপারটাকে কমপেনসেট করতে গিয়ে সঙ্গের দেড়েল সর্দারের সঙ্গেও হ্যান্ডশেক করতে হল, কারণ তিনিও নন ভেজ এবং অনলি নন ভেজ।

    কুড়ি, সর্দার, আমি এক টেবিলে বসে একটাই মেগা পিজা ভাগ করে খেলাম, কত গপ্পো করলাম, এবং গপ্পের মাধ্যমেই অত্যন্ত মনোবেদনার সঙ্গে শেষের দিকে আবিষ্কার করলাম, ঐ দেড়েল সর্দারই কুড়ির বর।

    মনের দুঃখে একটা বদলে দুটো গার্লিক ব্রেড খেয়ে ফেললাম।
  • siki | ২২ জুলাই ২০১১ ১৩:৩৮ | 123.242.248.130
  • কুমুদির ওয়ান লাইনারটা একঘর ঃ-))
  • siki | ২২ জুলাই ২০১১ ১৩:৩৮ | 123.242.248.130
  • কিংবা এসবই অলীক ছড়ানো?

    আজ দুখে কই?
  • kumu | ২২ জুলাই ২০১১ ১৩:২৬ | 122.160.159.184
  • ভাগ্যে মেসো ছিলো পাইয়ের কাছে!
  • kc | ২২ জুলাই ২০১১ ১৩:২৪ | 89.203.49.18
  • আমার এগটা সিরিয়াস কোচ্চেন পাচ্ছে।
    পাই কি সত্যি সত্যি এরকম ছড়ায়? নাকি এরকম ছড়ানোর খুব শখ? ঃ-)
  • pharida | ২২ জুলাই ২০১১ ১২:৫১ | 220.227.148.193
  • পাই curry !!
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১২:৫১ | 59.163.201.173
  • ভুলোমনে উত্তপম ভাজি ভিনিগারে
    চেখে দেখি রামো রামো, টক কেন আরে?
  • pi | ২২ জুলাই ২০১১ ১২:৪২ | 72.83.103.132
  • ও , না না, রোববার সকালের উত্তাপম ও পছন্দের ছিল।
    সেদিন এখানে ইন্ডিয়ান স্টোরে গিয়ে সেই স্মৃতি জাগরুক হওয়াতে এক প্যাকেট কিনে ফেল্লুম।
    ছবি দেখে মনে হল উত্তপম। লেখা ছিল মাল্লাপম না কী যেন। আর বেশিরভাগ ই তামিলে লেখা মনে হয়। সিংহলিও হতে পারে।
    শ্রীলঙ্কার । ঐ দোকানেবেশিরভাগ ই শ্রীলঙ্কার।
    তা, সে জিনিশ বাড়ি এনে আগের শনিবার তো খুব ভাবলাম, একটা ব্রেক হবে, ম্যাগি থেকে।
    এদিকে প্যাকেটের পিছনের নির্দেশাবলী মাত্তর দু' লাইনের। তাতে কেবল লেখা আছে নুন , চিনি, ভিনিগার দিয়ে ফেটিয়ে নাও।
    এবার আমি পড়েছি ধন্দে।
    ফেটিয়েই খেয়ে নেবো ?
    মানে, ভাজার কথা তো কিছু কয় নাই। তাই ভাজলে যদি কিছু হয়ে যায় !
    মশামেসোকে জিগালাম। তিনি আমাকে কেনার সময় ই পই পই করে বারণ করেছিলেন্ন, অতএব এখন রেলা দেখিয়ে বল্লেন, এনিয়ে কিছুই বলবেন না। কোনো হেল্প না।

    ঠিকাছে।
    অতএব সেল্ফ-হেল্প।
    টেস্ট করেই টেস্ট করবো বলে মনস্থ করলাম।
    ফেটানোর পর মুখে দিয়ে দেখলাম সে যা বস্তু, ভাজলে কি পোড়ালেও তার থেকে খারাপ কিছু হওয়া সম্ভব না।
    একটু দোনোমোনো করতে করতেই ভাজতে শুর করেছিলাম।
    তো দেখি, সে মাল খালি পুড়ে যায় ! সংশয় আরো ঘনীভূত হল।
    তালে বোধহয় ভাজা উচিত ছিল না। এইজয় ই বোধহয়।

    ঐ কিছু পোড়া লাগা অবস্থাতেই তুলে নিলুম।
    খেতে গিয়ে দেখি , রামোঃ ! কী টক !!

    ভারি রাঅগ হল। এমনি ই যদি টক দেওয়া আছে তো আবার ভিনিগার দিতে বলা কেন বাপু !

    যাহোক, এদিকে এত্তখানি ব্যাটার পড়ে।
    ব্যাজার মুখে ভাজতে শুরু করলাম।
    ভাবলাম, এবার তেলটা একটু বেশি দিয়ে দেখি বরম।

    আমার নাজেগাল অবস্থা দেখে মজা পেয়ে টিপ্পনী কাটার জন্য মশামেশো ও হাজির তখন।

    তেলটা ঢালতে যাচ্ছি যখন, চেঁচিয়ে উঠলো ! সিংহলীরা কি ভিনিগারে ভাজে নাকি ??

    তখন দেখি, তাই তো, তেলের বদলে তো ভিনিগার ঢেলেছি !
    আগেরবার ও তাই, বলাই বাহুল্য।
    ঃ(
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১২:৩৪ | 117.194.100.253
  • আমি কাটলুম। আপিস যাবো। ওখানে J & J নেট-ওয়ার্কে কোন সাইত অ্যাকসেস করা যায় না। ঃ-((
  • lcm | ২২ জুলাই ২০১১ ১২:৩৩ | 69.236.172.99
  • বাটুরা=দামড়া লুচি
    কুলচা=বেঁটে মোটা রুটি
  • siki | ২২ জুলাই ২০১১ ১২:৩২ | 123.242.248.130
  • কাজুর ঐ পোস্টটা পড়ে আমার মনেও কু গাইল।

    কিন্তু আমি কি এতই কু? ছিঃ।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১২:৩২ | 59.163.201.173
  • চ-ক-বি-ভ



  • siki | ২২ জুলাই ২০১১ ১২:৩১ | 123.242.248.130
  • ন্যাঃ। বাটুরা আলাদা, কুলচা আলাদা।

    বাকিটা গুগল করে দেখে নাও।
  • pi | ২২ জুলাই ২০১১ ১২:২৭ | 72.83.103.132
  • তাইলে তো ছোলে কুলচে জীবনেই খাইনি ঃ(

    ছোলে বাটুরেই দশ বছর হল।
    আশা করি অপ্পন ঐটি আমার নাম করে খেতে পারবে না। x-(

    কানপুরের হোস্টেলের ঐ একটি খাদ্যের প্রতিই বিশেষ আকর্ষণ জন্মেছিল।
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১২:২৬ | 117.194.100.253
  • ঈশস!! পুরো বড়দের ব্যাপার!! ঃ-))
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১২:২৫ | 59.163.201.173
  • আসাটাই স্বাভাবিক, কু-উ-উ-উ ঝিক ঝিক করে। কুড়ির মধ্যেই তো কু আছে।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১২:২৪ | 220.227.148.193
  • ঐ ঘন্টা দুয়েক বড় আনন্দের ছিল।

    ওখানে বিড়ি "খাওয়াটাও"মনে থাকবে ঃ))।

    আমাদের অফিসে সিসিডির ভেন্ডিং মেশিন আছে। তাই ঐ বিত্‌ঘুটে পরিবেশকে কাঁচকলা দেখাতে পারি।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১২:২৩ | 202.91.136.71
  • আমার মনে আবার কু আসছে কাজুর পোস্ট পড়ে। নাঃ, থাক।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১২:২১ | 59.163.201.173
  • কফি খাইয়ে হলে আরো খোলতাই হত ব্যাপাট্টা। আসলে আফটার অল, কুড়িকে ১৫০ টাকার কফি খাইয়েই কাজ হাসিল করা তো।
  • pi | ২২ জুলাই ২০১১ ১২:২০ | 72.83.103.132
  • সিসিডি আমারো মোটে পোষায়না। কেন জানিনা, পরিবেশটাই।
    ঠিক ঐ দিল্লির এয়ারপোর্টের মতন লাগে। একটু বেশি ই কিটকিটে মিষ্টি।

    ফরিদাদা, আমাদের সেই মিনি মিনি ভাট ভাট সিসিডির বাইরে ঐ রাস্তায় বসে অনেক বেশি জমেছিল, তাই নয় নাকি ?
    এমনকি যে মামুকে কিছুতে সিসিডি থেকে বের করা যাচ্ছিলো না, সেই মামুও নিগ্‌ঘাত মানবে সে কথা।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১২:১৮ | 220.227.148.193
  • পাই যা তা ছড়াচ্ছে - ছোলে কুলচে আর ছোলে বাটুরে নাকি এক !! হো হো হো !!!
  • pharida | ২২ জুলাই ২০১১ ১২:১৬ | 220.227.148.193
  • tagline দিলামঃ)

    "কুড়প্রীত ছিমছাম চপ্পল পায়ে
    সিসিডির কফি খেয়ে "anything" চায়।"
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১২:১৬ | 202.91.136.71
  • ঠিকাছে, আজ বিকেলে পাইয়ের নাম করে খেয়ে নেবো একটা। ঃ)
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১২:১৫ | 202.91.136.71
  • কোটেশনের পারফেক্ট ব্যাভার শিখতে গেলে কোটেশ্বর রাওয়ের কাছে কেলাস নাও।
  • pi | ২২ জুলাই ২০১১ ১২:১৫ | 72.83.103.132
  • ঃ))

    কিন্তু ছোলে কুলচার জন্য হঠাৎ মনটা হুহু কোরে উঠলো !! গোটাগুটি দশ বছর হল খাইনা !!

    এটাই ছোলে বাটুরে তো ?
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১২:১৩ | 117.194.100.253
  • না অর্পন, (লেসন লার্ন্ট থেকে ) আমি কোটেশানের মধ্যে কিছু থাকলে বেশী সতর্ক হয়ে যাচ্ছি। ঃ-))
  • lcm | ২২ জুলাই ২০১১ ১২:১২ | 69.236.172.99
  • স্টারবাক্‌স নয়। এখন হচ্ছে পিট্‌স।
    http://www.peets.com/

    ২০০৯-এ পিট্‌স এর স্টক প্রাইস ছিল কুড়ি ডলারের কাছাকাছি, ২০১১-তে ৬০ ডলারে পৌঁছে গেছে।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১২:১২ | 202.91.136.71
  • হুম, আর আমারে লোকে কুপ্র্রীত নাম দিসে! ঃ(
  • saikat | ২২ জুলাই ২০১১ ১২:১০ | 202.54.74.119
  • আরে , আমার কিসু হয়নি। পাপী মন কিনা, তাই anything দেখে পাপ কথা মনে আসছিল !
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১২:০৯ | 59.163.201.173
  • আচ্ছা এই যে পাইদি বারবার আমায় কইচে, পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়ছে, পিছিয়ে না পড়লে জানব কেঙ্কয়ে কে কী বল্ল, তার থেকেই তো নিউ কথা অঙ্কুরিত হবে, তাই না?

    যদিও বেশী পিছিয়ে পড়তে গেলে আমার কাজকম্মো তো চৌপাট হবে।

    কী মুস্কিল, পিছিয়ে না পড়লে বলবে পিছিয়ে পড়ো, আর পিছিয়ে পড়লে বলবে কাজু পিছিয়ে পড়ছে ! মহা গেরো তো !
  • siki | ২২ জুলাই ২০১১ ১২:০৭ | 123.242.248.130
  • আমার আপিসের পাশে একটা মল আছে, সেখানে নিরুলাজ আছে, ডমিনোজ আছে, পিজ্জা হাট আছে, আরও দু চাট্টে ঘ্যামা রেস্তোরাঁ আছে, আর বাইরে গাছতলায় পনেরো টাকায় সুস্বাদু পেট ভরানো মন ভরানো ছোলে-কুলচার ঠেলাগাড়ি আছে। সহাবস্থান একেই বলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত