এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২১ জুলাই ২০১১ ১৪:১৮ | 123.242.248.130
  • মামী, একটু ধারাবিবরণী হোক না! ক্ষী মিস করছি!

    আম্মা মহাশ্বেতা হলে তিনি হিন্দিতে বলবেন কেন?
  • Arpan | ২১ জুলাই ২০১১ ১৪:১৭ | 202.91.136.71
  • আম্মা মানে মহাশ্বেতা?
  • m | ২১ জুলাই ২০১১ ১৪:১৭ | 117.194.37.50
  • সঙ্গে মমদি র স্বভাবসিদ্ধ টিপ্পনি, অঙ্গভঙ্গী চলছে- সেটা না দেখলে রসাস্বাদন অসম্ভব- উলুত্‌পুলুত আনন্দে সেদ্ধ হয়ে যাচ্ছিঃ)))))))))))))))))))
  • siki | ২১ জুলাই ২০১১ ১৪:১৫ | 123.242.248.130
  • দুখে, যোগেন চৌধুরি।
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৪:১৫ | 220.227.148.193
  • কুমুদি, আপনার আশঙ্কা অমূলক। এই পারিপার্শ্বিকে আপনার মহনতা প্রকাশ করই উদ্দেশ্য ছিল শুধু। ভুল বুঝবেন না।
  • siki | ২১ জুলাই ২০১১ ১৪:১৪ | 123.242.248.130
  • আম্মো ফতোয়াটা নিলাম না।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১৪:১৪ | 122.160.114.85
  • যোচো আবার কেডা ? আম্মাই বা কে ?
  • kumudini | ২১ জুলাই ২০১১ ১৪:১৩ | 122.160.159.184
  • ঈশানের কথা মেনে নিয়ে আপাতত লুঙ্গী বিতর্ক বন্ধ।
  • m | ২১ জুলাই ২০১১ ১৪:১২ | 117.194.37.50
  • ব্রিগেডে আবার কি -' ব্রিগেডে ভালোকরে ভিজে বাড়ি গিয়ে চান করে গরম চা খেল মন ভালো হয়ে যাবে'ঃ)

    লুঙ্গি তো দূরের কথা, লোকেরা ধুতিও পরে নি, সব পাজামাঃ)

    যোচো, জয়, সন্ধ্যারায়, রঞ্জিতমল্লিক,দীপংকর হয়ে এখন শুভাপ্রসন্ন বক্তব্য রাখছেন- না, অনুপ ঘোষাল গান শেষ করে এখন মমদির আম্মা হিন্দিতে দেখে দেখে ভাষণ পড়ছেন, এখন সমীর আইচ..
  • Ishan | ২১ জুলাই ২০১১ ১৪:১০ | 122.248.183.1
  • আচ্ছা, ভালো কথা। আগামী পনেরো দিন গুরুতে কোনো বিতর্কিত তক্কো করবেন না। গুরুর স্কেলেবিলিটির গুরুতর সমস্যা দেখা দিয়েছে। বুলবুলভাজা অবধি উড়ে যাচ্ছে। সারাতে হবে। উৎকৃষ্ট তক্কো করে কেউ প্রোভোক করবেন না। তালে ন্যাজেগোবরে অবস্থা সামলাতে দেরি হবে।

    আগেই বলে দিলাম।
  • Arpan | ২১ জুলাই ২০১১ ১৪:০৯ | 202.91.136.71
  • কুমুদির প্রধানত ভয় পরের্বার লুঙ্গিপ্রেমীদের পাশে দাঁড় করিয়ে ফরিদা ওঁর ছবি তুলবে।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১৪:০৮ | 122.160.114.85
  • মোটা লোকেদের জন্য লুঙ্গির বিকল্প নেই । চট করে আঁট হয় না ।
  • Ishan | ২১ জুলাই ২০১১ ১৪:০৮ | 122.248.183.1
  • আজকে ট্রাম-বাস খুব কম। চায়ের দোকানের একটা লোক বলল, আজ তৃণমূলের বন্‌ধ। ঃ)
  • Arpan | ২১ জুলাই ২০১১ ১৪:০৬ | 202.91.136.71
  • কেসি, এই 2:02-এর রিয়ালাইজেশন এতদিনে হল?!
  • kumudini | ২১ জুলাই ২০১১ ১৪:০৫ | 122.160.159.184
  • মহাকবি,সেইটে দিয়ে আপনি আমার সেই বিশালাকার ছবিটি তোলেন্নি?পাশে রোগা লোকেদের দাঁড় করিয়ে?

    গুরু ও চন্ডালেরা সেই দেখে ----------------

    যাগ্গে--------
  • kc | ২১ জুলাই ২০১১ ১৪:০২ | 194.126.37.78
  • আজকের ব্রিগেড প্রমাণ করেছে যে, ক্ষমতায় থাকলেই ব্রিগেড ভরানো যায়। জয় ক্ষমতা, তুমিই .....
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১৪:০২ | 122.160.114.85
  • ব্রিগেডে ? বহু লোক এসেছে । প্রধানতঃ লুঙ্গি পরে ।
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৪:০১ | 220.227.148.193
  • সেটা আবার কার কি করলো? একটা নতুন কিনব ভাবছি - সে কিনে দিচ্ছে না ঃ(
  • Netai | ২১ জুলাই ২০১১ ১৪:০০ | 121.241.98.225
  • কেসিদার সমস্যা তাইলে অন্য জায়গায়???? সংগ্রামই হোক কেসিদার বাঁচার রাস্তা।
  • kumu | ২১ জুলাই ২০১১ ১৩:৫৯ | 122.160.159.184
  • হ্যাঁ,হ্যাঁ,ফরিদার ক্যামেরাটা সর্বাগ্রে দূর করা হোক।

    ব্রিগেডে কী হয়েছে,মিঠু?
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৩:৫৮ | 220.227.148.193
  • আম্মো হেব্বি গেম্বাজ। angry bird এ ছেলেকেও হারাতে পারি ঃ))

    ফেস্বুকে একদা চিড়িয়াখানা বানিয়েছিলাম - কিছুই বুঝিনি, ধরা পরে যাব বলে আর খুলে দেখিনা।
  • m | ২১ জুলাই ২০১১ ১৩:৫৬ | 117.194.37.50
  • হায় হায়, ব্রিগেডে এদিকে বাঁধ ভেঙ্গে যাচ্ছে , এদের কোনো খেয়াল আছেঃ((
  • kc | ২১ জুলাই ২০১১ ১৩:৫৫ | 194.126.37.78
  • নেতাই আমি যে বাড়িতে রাত্তিরে ঘুমাই, সেখানেও এক গেমবাজ অত্যাচারি মহিলা আছেন। এই গেমের জন্য বাড়িতে কম্প্যুটারের দখলএর লড়াই, ""আমাকে ক্লান্ত করে''।
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৩:৫৪ | 220.227.148.193
  • এই পত্থম্বার দেখলুম kc আমি যা জানি বলে জানে আমি তা জানিনা ঃ))
  • kc | ২১ জুলাই ২০১১ ১৩:৫২ | 194.126.37.78
  • ফরিদা, এলপিপি, প্রসেস ডাটা, আর কবিতার বাইরে কোনও জগতে থেকোনা।
    এসব ভাল লয়।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১৩:৫১ | 122.160.114.85
  • ফের প্রকাশ্য ফোরামে লুঙ্গিদ্বেষী মন্তব্য ! নেহাৎ সিকি আড়ি করেছে, নইলে ওকে এক্ষুণি কুমুদিনীর নামে ফতোয়া জারি করতে বলতাম ।
  • Netai | ২১ জুলাই ২০১১ ১৩:৫১ | 121.241.98.225
  • কেসিদা এইসব গেমটেম না খেলেই ফোড়োন কাটছে। ব্যাচেলর হয়ে বিবাহিত পুরুষদের টই তে বিশেষজ্ঞের কমেন্ট!!!!!!!!!!!!
  • kc | ২১ জুলাই ২০১১ ১৩:৫০ | 194.126.37.78
  • মানসিকভাবে চ্যালেঞ্জড লোকেরাই, মানে ওই যাদেরকে মেন্টাল বলে তারাই এই গেমটেম গুলো খ্যালে। ব্যাং এরকমই কিছু বলতে চাইছিস?

    ঠিক কথা।
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৩:৪৯ | 220.227.148.193
  • ঐ যে পাঠালো কাজু। আর কোনো এসেমেস পাই নি তো।
  • Netai | ২১ জুলাই ২০১১ ১৩:৪৭ | 121.241.98.225
  • পরার্থে আত্মত্যাগ সবাই ঠিক বুঝবেনা জানতাম। নেতাজী সুভাষ যেমন দেশমাতৃকার চরণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সবাই তার ঐ আত্মত্যাগকে যথাযত সম্মান দিতে পারবেনা জেনেও। তেমন ই আমরা সিটিভিল খেলে যাই। বাকিদের হ্যাটা আমাদের গায়ে লাগেনা।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৪৬ | 122.178.192.104
  • কাকে?
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৩:৪৫ | 220.227.148.193
  • অ্যাডিয়েছি ঃ))
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৪৪ | 122.178.192.104
  • কুচুটে কালোয়াতি গায়কদের জন্য এইসব মানসিক চ্যালেঞ্জ নয়।
  • kumudini | ২১ জুলাই ২০১১ ১৩:৪৩ | 122.160.159.184
  • বহুকষ্টে লুঙ্গী-বিরোধী প্রচার চালিয়ে অনেকটাই সফলতা পেয়েছিলাম,কিন্তু এই ডামাডোলের বাজারে কিছু লোক আবার লুঙ্গীকে মেনস্ট্রীমে ফিরিয়ে আনতে চাইছে।

    ভুরু কুঁচকে দেখে গেলাম।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৪৩ | 122.178.192.104
  • হ্যাঁ এইসব খেলেটেলে সময় নষ্ট করলে লোকের পেঃ কাঠি করার সময় পাওয়া যায় না কিনা! না খেলাই ভালো।
  • siki | ২১ জুলাই ২০১১ ১৩:৪২ | 123.242.248.130
  • একটা দুটো পলিটিকাল ইনকারেক্ট কথা না হলে ঝগড়া লাগবে না।
  • kc | ২১ জুলাই ২০১১ ১৩:৪১ | 194.126.37.78
  • আমি এইসব গেমফেমে নাই। যারা এইসব খ্যালেট্যালে, তাদেরকে আমি আমার ছেলের থেকেও অধম মনে করি।

    এরপরেও ঝগড়া লাগবেনা?
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৪০ | 122.178.192.104
  • ভাই নেতাই, ঐ অ্যাত্তোসব থাকতে হলে বেম্মোচারী সন্ন্যেসী হলেই হয়, ফেসবুক লাগবে কেন?
  • Netai | ২১ জুলাই ২০১১ ১৩:৩৮ | 121.241.98.225
  • ব্যাংদি একেবারে ভুল। সিটিভিলেতে ভিরুতার কোনো স্থান নেই। আসলে এই খেলায় যা দরকার তা হল, ধৈর্য, সংযম, ত্যাগ,তিতীক্ষা আর পরপোকার করার মনোবাসনা (এ জিনিষগুলো সবার থাকেনা)। সর্বোপরি গভীর মানবতা বোধের পরীক্ষা দেবার ঊপযুক্ত প্লাটফর্ম।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৩৭ | 122.178.192.104
  • কাজুকেও নেমন্তন্ন করলুম।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৩৫ | 122.178.192.104
  • ও হ্যাঁ আর আছে আমার কাছে
    বডিগার্ড ১জন
    ফ্ল্যাক জ্যাকেট ১টি
    বডি আর্মার ১টি
    বুলেট প্রুফ ভেস্ট ২টি
    স্ট্যাবপ্রুফ ভেস্ট ৬টি
    নাইট ভিশন গগলস ১টি
    অনেক কষ্টে ইটালী সিরিজের সময়ে দুটো দ্বীপ কিনেছিলাম, ব্যাটাচ্ছেলেরা এসে কেড়ে নিয়ে গেল, তখন আমি কোলকাতায় গেছিলাম বলে।
  • siki | ২১ জুলাই ২০১১ ১৩:৩৫ | 123.242.248.130
  • নারদ নারদ।

    ভুলভাল বলতে কবি কী বলতে চেয়েছেন? নেতাইকে কি লুঙ্গি পরানো হবে?
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৩২ | 122.178.192.104
  • নেতাইয়ের সঙ্গে হবেই হবে।
    ঝগড়া
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:৩১ | 122.178.192.104
  • সিটিভিল আর রেস্টুর‌্যান্ট সিটি দুটৈ ভুলভাল খেলা। বোকা আর ভীতুদের জন্য।
  • Netai | ২১ জুলাই ২০১১ ১৩:৩০ | 121.241.98.225
  • খেলা টেলা সব ভুলভাল। কোনো খেলাই ভালো নয়। সিটিভিলা ছাড়া। আমি একটা হোটেল বানিয়েছি অনেক কষ্ট করে। কোনো রিটার্ন পাচ্ছিনা। ভীষন মনোকষ্টে আছি।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১৩:২৯ | 122.178.192.104
  • বানান আর উরুশচারণ নিয়ে কেউ ধমক দিও নি। আমি গেঁয়ো মাফিয়া। অস্তর ব্যবহার করতে জানি, কিন্তু ইংরিজিটা তেমন শিখে ওঠা হয় নি আর কি!

    ব্লান্ডারবাজ বন্দুক ১টি
    গার্জা৯ বন্দুক ২টি
    ডার্টিসিরিঞ্জ ২টি
    ক্লোরিটেক জিডিএস ১টি
    ক্লেমোর ১টি
    চেন গান ২টি
    .৫০ ক্যালিবার রাইফেল ১টি
    মেশিন গান ২টি
    গ্রেনেড লঞ্চার ১টি
    টমি গান ৩টি
    হর্নেট স্নাইপার রাইফেল ১টি
    .৪৫ ক্যাল পিস্তল ২টি
    স'ড অফ শটগান ২টি
    হ্যাকস ২টি
    সেমিঅটোমেটিক শটগান ১টি
    অটোমেটিক রাইফেল ১টি
    হ্যান্ড গ্রেনেড ২টি
    গত পরশু আমার আর্মারিতে কন পাচিনো ঢুকে বাকি সব অস্ত্র লুঠ করে নিয়ে গেছে। ঃ-(
  • siki | ২১ জুলাই ২০১১ ১৩:২৫ | 123.242.248.130
  • আমাকেও পাঠিয়ে লাভ নেই। আমি কোনও খেলাতেই নেই। কম্পিউটারেও গেমের অ্যাপ্লিগুলোকে ডিলিট করে দিয়েছি, সলিটেয়ার পর্যন্ত।
  • Kaju | ২১ জুলাই ২০১১ ১৩:২১ | 121.244.209.245
  • হ্যাঁ পাঠিয়েচি। ঃ-)
  • pharida | ২১ জুলাই ২০১১ ১৩:১৭ | 220.227.148.193
  • কাল গানের লিস্টি ছিল
    আজ gun এর। বাঃ
  • Arpan | ২১ জুলাই ২০১১ ১৩:১৬ | 202.91.136.71
  • দাও।

    তবে যদি ভাবো এসব করে লোকে তোমার সাথে ঝগড়া করবে, সে গুড়ে বালি। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত