এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ১৯ জুলাই ২০১১ ০৪:৫৩ | 151.141.84.114
  • বীতংসবাবু নাকি? ;-)
  • sahishnu | ১৯ জুলাই ২০১১ ০৪:৩৮ | 143.111.80.27
  • রাগের মাথায় আল্টপকা মন্তব্য
    কেউ করে ফেলেছেন ,তাই আর লেবু না কচলানো ভলো, এই এটিচুড কিন্তু সেই মন্তব্যকারির স্যানিটি যুক্তিবোধ ব্যালান্স কে একরকম তুচছ করা। এট আমর ব্যক্তিগত জায়গা থেকে বলছি। আমি নিজে ব্রতীন বাবুর অবস্থায় বহুবার নিজেকে পেয়েছি, হিন্দু-মুসলমান ও আরো নানাবিধ বিতর্কে 'পোলিটিকালি ইন্‌কারেক্ট' অবস্থান নিয়েছি। আর সর্বশক্তি দিয়ে নিজেকে ডিফেন্ড করেছি--আমার বিশ্বাস আমি আজকের থেকে কম যুক্তিবাদী বা ব্যলান্সড ছিলাম না। উদাহরন দি।
    ধরুন আমার পাড়ায় একটা বিশেষ ধর্মের মানুষ বার্বার দাঙ্গা চালায় ,প্রায়র কোন তথ্যের অনুপস্থিতিতেঅর(আন্ডারলাইন), আমাকে যদি একটা পলিসি তৈরি করতে হয়, তা হবে সেই মানুষদের বিরুদ্ধে বায়াসড আমাকে যদি কমেন্ট করতেই হয়, আমার বক্তব্যে ওদের প্রতি অবিশ্বাস থাকবে। পাতি স্ট্যাটিস্টিকাল ডিডাক্সন আমাকে এই কথাগুলো বলাবে।
    আর এগুলো না করে যদি আমি 'শুভ বুদ্ধি' , 'একি বৃন্তে দুই ফুল ' ইত্যাদিতে ভেসে গিয়ে অন্য কথা বলি, সেটাই হবে 'অযৌক্তিক' ও 'সেন্টিমেন্টাল'।
    এবারে সমস্যাটা হল এই প্রায়র ডেটা- ডেড নলেজ। এটার আদান-প্রদান আর 'প্লেন ডিডাক্সানের' ইন্টারেকশন আলোচনার অভিমুখ ঘুরিয়ে দিতে পারে। অন্য একটা টইয়ে আকা বাবু ঠিক এরকমি কিছু ডেটা চাইছিলেন ইস্লামের ইϾট্রন্সিক সমস্যাকে বোঝার জন্য । আমি হলে এই আলোচনার এটাই ফোকাল পয়েন্ট বানাতাম । এই ডেটার সংগ্রহ একটা 'নন-ট্রিভিআল' ব্যপার, কিন্তু এর সাথে তার্কিকের মৌলিক বুদ্ধিমত্তার কোন সম্পর্ক নেই।

    ডকু শেয়ার করা ইত্যাদি সেই র ডেটা পয়েন্ট আদান-প্রদানের প্রচেষ্টা। এখানে বৌদ্ধিক শ্লাঘার কোন গলপ আসে না । আমি তর্কের এই দুই এলিমেন্ট , আরোহিত ডেড ইনে্‌ফা, ও অন্যদিকে ইনহেরেন্ট ফ্লুইদ ইন্টেলিজেন্সের ফারাক এইজন্য হাইলাইট করলাম, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা বলে এসব শেষে ইগোর গল্পো হয়ে যায় । আর এই ফারাকটা না বুঝলেই একটি নতুন আসিমেট্রি/ বৈষম্যর জন্ম হয় । যেখানে এক পক্ষ কে মনে করা হয় , বুদ্ধির বড়াই করা ধর্ম-নিরোপেক্ষ ও অন্যজন আবেগ-প্রবন প্লেন জো। এরকম কোন বিভাজন কৃত্তিম দুর্ভাগ্য-জনক ও প্যারাডক্সিকাল। আর এই পান্ডিত্যের গল্পো ইত্যাদি এইসব আরো উস্কে দেই, -- যেমন প্রথম লাইনে বল্লাম দু-পক্ষকেই একপ্রকার তাচ্ছিল্য করা হয়ে যায়।
  • rimi | ১৯ জুলাই ২০১১ ০১:৪৮ | 24.42.203.194
  • ওফ্‌ফ ব্যাং কি সেন্টু দিলি! ঃ-)))
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০১:৪৭ | 122.252.231.10
  • হনুকেঃ আমার বক্তব্যটি আদৌ গুরুত্বপূর্ণ কিছু নয়। ব্যাখ্যার কোন প্রয়োজন দেখছি না।
  • sayan | ১৯ জুলাই ২০১১ ০১:২৪ | 115.242.167.85
  • ওমনাথের অ্যালিয়াস - বিং ঃ-)
    গুড নাইট!
  • omnath | ১৯ জুলাই ২০১১ ০১:১৮ | 117.194.200.202
  • পাতা ১৬৩৯০ Date :15 Jul 2011 -- 11:29 AM হনুদার পোস্ট।

    যাক এবার ঘুমোই।

    এটা অপ্পনকে, যে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে?
  • aka | ১৯ জুলাই ২০১১ ০১:১৩ | 168.26.215.13
  • সান্দা কি মানে জিগ্যেস করল তাই বললাম। সাথে একটু সাসপেন্সও তৈরি হল। আমার পরবর্তী অ্যাম্বিশন সাসপেন্স থ্রিলার তৈরি করব।
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০১:১৩ | 122.252.231.10
  • আম্মো।
  • sayan | ১৯ জুলাই ২০১১ ০১:১৩ | 115.242.167.85
  • হুম্‌। বুঝিলাম। পাতক = পাপ।
    বাক্যে প্রয়োগ ঃ- আমি পাতক করেছি।
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০১:১২ | 122.178.199.46
  • ঘুমুতে যাই।
  • I | ১৯ জুলাই ২০১১ ০১:১২ | 14.96.156.69
  • রাবন্দা কতকাল আসেন না। রাবন্দাকে হারিয়ে আধকানা হয়ে আছি। একেই মানুষের এত দুঃখু, তার মধ্যে লোকে আবার রাগঝাল করে।
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০১:১০ | 122.178.199.46
  • আকা, হঠাৎ ইংরিজিতে ""what'' বললি কেন রে?
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০১:০৯ | 122.178.199.46
  • পাতক থেকে পাতকী এসেছে মনে হয়। মহাপাতক কথাটা শুনিস নি?
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০১:০৮ | 122.252.231.10
  • একজ্যাক্ট মানে জানি না। মনে হয় পতিত।
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০১:০৮ | 122.178.199.46
  • খুব বেশি ডিগ্রির পাপী মনে হয়।
  • aka | ১৯ জুলাই ২০১১ ০১:০৬ | 168.26.215.13
  • what
  • sayan | ১৯ জুলাই ২০১১ ০১:০৬ | 115.242.167.85
  • তবু কি মানেটা এককথায় বলবে! ঃ-(
  • aka | ১৯ জুলাই ২০১১ ০১:০৫ | 168.26.215.13
  • লোকে পোস্টের মধ্যে একটা শব্দ নিয়ে কখন ইটালিক্স দেয়? এটা জানলেই আজ থেকে আমি কোটসের মধ্যে ইটালিক্স দেব।
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০১:০৪ | 122.178.199.46
  • সায়ন, না ভাটিয়ে গিয়ে সুকুমার রায় পড়। ওটা অর্পণ সুকুমার রায় থেকে ঝেড়েছে।
  • sayan | ১৯ জুলাই ২০১১ ০১:০২ | 115.242.167.85
  • অপ্পন্দা আমাকে পাত্‌কী মানে তো বোঝালোই না, উল্টে কে কোন্‌ কুন্ডু'কে নরকে পাঠিয়ে সব ঘেঁটে দিয়ে গেল। পাত্‌কী'র কাছাকাছি আমি চিনি শুধু কেত্‌কী'কে। কেত্‌কী শর্মা (হেঁ হেঁ গুগল করে লাভ নাই), ভালো নাচতে পারে, ভালো নাচাতেও পারে।
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০১:০০ | 122.252.231.10
  • আরে ওমনাথ খুঁজে বের করেছে! যাতা তো। কিন্তু হানুর প্রশ্নটা কোথায়?
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০০:৫৭ | 122.178.199.46
  • সত্যি রে রিমি আমি যখনি আকার এই এত ধরণের স্কিলের কথা ভাবি আর আকা একসঙ্গে যেরকম মাল্টিটাস্কিং করে, তখন আকা আমার বন্ধু ভেবে খুব গব্বো হয়। ঃ-)) আকাকে আর ট্রেনিং দেওয়ার কী আছে, ও এমনিই যা জানে, তাতেই ভজহরি মান্না ফেল মেরে যাবে।
  • omnath | ১৯ জুলাই ২০১১ ০০:৫১ | 117.194.200.202
  • অপ্পন ১৬৩৬৪ পাতার Date :14 Jul 2011 -- 03:21 PM এর মানে জানতে চেয়েছিল হানুদা।
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৪৬ | 151.141.84.194
  • ডিডি, মনে হয় আরো দুজন রাজা ফ্রী ছিলেন। কিষ্কিন্ধ্যার বালী আর মাহিষ্মতীর কার্তবীর্যার্জুন।
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৪৫ | 151.141.84.194
  • ঈশ, বেচারা আকা! ঃ-)
  • rimi | ১৯ জুলাই ২০১১ ০০:৪৪ | 24.42.203.194
  • হ্যাঁ হ্যাঁ ঠিক, আকাকেই শিখিয়ে পড়িয়ে এমন ট্রেনিং দেওয়া হবে যে বাড়িতেই রোজ ... উল্‌প্‌স!! আর হোম সার্ভিসও চালু করতে পারিস, আকার প্রতিভা কাজে লাগিয়ে।
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৪২ | 151.141.84.194
  • রাবণ শুক্কুরবারের রাতে কী খেতো? কোন্‌ পানীয়?
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০০:৪০ | 122.178.199.46
  • আরে রিমি, আকাও যদি আসে, তবে আর আমাদের ভজহরিতে যাওয়ার দরকার হবে কেন!! ;-))
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৩৯ | 151.141.84.194
  • "মরিয়া না মরে রাম এ কেমন বৈরী" এটা কে কোথায় কেন বলেছিলো? রামের ছদ্ম মারা যাবার কোনো সীন তো উহু মনে পড়ে না!
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০০:৩৭ | 112.133.206.18
  • ওমনাথ, সে কি আর করে দেখিনি? রেজাল্টসেট নাল আসছে।
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৩৭ | 151.141.84.194
  • মনে হয় এইসব সিম্বলিক! কারণ বেদবতী সীতা সম্ভবা স্বয়প্রভা সব ঘেঁটে ঘন্ট পাকিয়ে যাচ্ছে। কালাকালের কোনো ঠিক থাকছে না। আর এদিকে আন্ডার্গ্রাউন্ডের তিন দাদু, রাবণের দাদু এঁরা-- মালী সুমালী মাল্যবান, এনারা হাসছেন।
  • rimi | ১৯ জুলাই ২০১১ ০০:৩৭ | 24.42.203.194
  • বাপ্স!! ব্যাংএর কি বুকের পাটা মাইরি!!!!

    তবে সাম্পানসুদ্ধু নিয়ে নিলে আকা বেচারা একা হয়ে যাবে। তখন হয়তো আকাও ব্যাংএর পুষ্যি হয়ে যেতে চাইবে ঃ-(((
    এতোগুলো পুষ্যিকে ভজহরিতে খাওয়াতে গেলে ব্যাং যে ফতুর হয়ে যাবি গো।।
  • omnath | ১৯ জুলাই ২০১১ ০০:৩৭ | 117.194.200.202
  • হ্যাঁ ওটা ডিডির বোতলবন্দী রামের প্রভাব। রাবন টাইপো হয়ে রাম হয়ে গেছে। ঃ-)
  • omnath | ১৯ জুলাই ২০১১ ০০:৩৫ | 117.194.200.202
  • ইউনিকোডে "আগুন চাপা ছাই ' দিয়ে গুরুচন্ডালিতে গুগুল করে দেখ। ;-)

    উত্তরপুরুষ কেস টা ডিডি দিগভ্রান্ত হয়ে ৯০ ডিগ্রি উল্টোপাল্টা করেছেন।
  • I | ১৯ জুলাই ২০১১ ০০:৩৪ | 14.96.156.69
  • ডিডি-র পোস্তো দেখেন। "শেষটায় রাম (বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন) স্রেফ একটি থাপ্পর মেরে...'
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৩৪ | 151.141.84.194
  • আরে ব্যাঙ, এ যে বর্ণমালার বইয়ের সেই ছড়া হয়ে গেল, "উমা রুমা ঝুমা
    ওরা হয় তিন
    রুচি আর বুচি
    নাচে ধিনধিন।"
    ঃ-)
  • omnath | ১৯ জুলাই ২০১১ ০০:৩২ | 117.194.200.202
  • অনরন্যকে মোস্ট লাইকলি রাবন থাবড়া দিয়েছিল। তাতেই ব্যাটা মরে যায়। মানে ডি ডি যা বললেন। পরে রাম রাবনকে কেলিয়ে হিসেব শোধবোধ করে। মাইরি রাবণ তাইলে মরার আগে কি প্রচন্ডো বুড়ো হয়েছিল । এই জন্যে সব শেষে যুদ্দু করতে এসেছিল।
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০০:৩১ | 122.178.199.46
  • কী আশ্চয্যি!! এদিকে আমাকে আবার বাপেরবাড়ির পাড়ার লোকে আর বন্ধুরা ডাকে মিমি বলে। আমার ডাকনামটা একটু ছেঁটে দিয়ে।
  • sayan | ১৯ জুলাই ২০১১ ০০:৩১ | 115.242.167.85
  • আমাকে পাই স্পেসিফিক কিছু লেখেনি তবু আইড্‌ল হ্যান্ড ইত্যাদি -
    ছোট্টো করে। গুরু নামক গণমাধ্যমে যখন থেকে ব্রতীনদা ঐ ভুলভাল কমেন্টটি করেছে, বাচ্চা বুড়ো নির্বিশেষে আমরা সবাই জানি ওর এরকম লেখা উচিত হয়নি। এটা বোধহয় কমেন্টকারী নিজেও মানবে। তো এবার সবাই প্রশ্ন করলে, কোন্‌ মানসিকতা থেকে এই বক্তব্য পেশ করলে। ব্রতীনদার ভুল অনেক, নিজের কথা অন্যের মুখে বসানো থেকে শুরু করে নেমকলিং, হিটিং বিলো দ্য বেল্ট ইত্যাদি। পাই, এগুলোরও প্রতিবাদ হয়েছিল। ব্রতীনদার সত্যি অর্থে উচিত ছিল এতোগুলো ভুলভাল কথা লেখার সব দায়ভার নিজে নিয়ে নিঃশর্তে ক্ষমা চেয়ে নেওয়া, যেটা আর্যদাও বলেছিল। ব্রতীনদা সেটা করলো না। সরি বলা সহজ, ফীল করা খুব কঠিন। যদি ও সরি বলতোও, যে কোনও সময় যে কোনও কথা চালাচালির সময় মনের কোথাও এই অস্বস্তিটা থাকতো, যে ওয়ান্স হি সেইড সামথিং সো ডেরগেটরি, থাকতো না? আমি তোমাকের কারও চলে যাওয়াটা জাস্টিফাই করতে পারলাম না। কারণ সব প্রশ্ন, উত্তর, চাপান, উতোর ছাপিয়ে এখানে অনেক অনেক ইগো উঠে এসেছে। তোমাকেই লিখছি কারণ তোমার এই সব ছেড়ে চলে যাওয়ার ইচ্ছার কথা তুমি পাবলিকলি লিখলে। তো, এই সব কিছু এরকম ব্যক্তিগত স্তরে নামিয়ে না আনলেই কি নয়? ব্রতীন ভুল করেছে, আর সেই ভুল "সেইভাবে' স্বীকার করেনি। "সেইভাবে' লিখলাম, (এটা ইট্যালিক্স করতে চাইলাম, কারও মন্তব্য নয়) কারন এই সবকিছু শুরু হওয়ার পরে যখন ও দেখেছিল যে সব ওর হাতের বাইরে বেরিয়ে গেছে, হি ডিডন্ট হ্যাভ হোয়াট ইট টেকস টু সীক অ্যাপলজি এনি মোর। অবশ্যই জাস্টিফায়েড নয় এটা। অ্যান্ড দেয়ার্স হিজ ডিফিট। এটা, আমার মনে হয়, আমরা যারা এখানে এই গোটা ব্যাপারটায় থাকলাম, সামহাউ অর দ্য আদার, সবাই বুঝি যে কে ঠিক, কে ভুল।

    তোমার চলে যাওয়া দিয়ে প্লিজ কিছু বোঝাতে চেও না। একটা ভুল দিয়ে (ব্রতীনদার মন্তব্য) আরেকটা ভুল (তোমার চলে যাওয়া) গুরু জাস্টিফাই করতে পারবে না। আমার আরও লেখা পাচ্ছে, কিন্তু আমার এবার বোধহয় থামা প্রয়োজন।
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:৩১ | 151.141.84.194
  • বড়াই, অনরণ্য তো মারা গেল রাবণের হাতে।
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০০:৩০ | 112.133.206.18
  • কিন্তু ডিডি তো লিখলেন রামের উত্তরপুরুষ। সে তালে আবার রাবণের দেখা পায় ক্যামনে?
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:২৯ | 151.141.84.194
  • দুইজনকে পুষ্যি নেবে ব্যাঙ। রিমি আর ঝিমি। ছোটোবেলা আমার নাম ছিলো ঝিমি। ঃ-)
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০০:২৯ | 122.178.199.46
  • মোস্ট গ্ল্যাডলি রিমি। সাম্পানশুদ্ধু।
  • Arpan | ১৯ জুলাই ২০১১ ০০:২৮ | 112.133.206.18
  • ক্ষী মুস্কিল, কোশ্নটা কোন পাতায় ছিল?
  • I | ১৯ জুলাই ২০১১ ০০:২৮ | 14.96.156.69
  • ধেত, ডিডি সব রামের ঘোরে উল্টাপাল্টা লেখে। অনরণ্য রামের পুর্বপুরুষ হলে সে রামের হাতে মারা যায় কী করে?
  • byaang | ১৯ জুলাই ২০১১ ০০:২৮ | 122.178.199.46
  • *সুখের
  • rimi | ১৯ জুলাই ২০১১ ০০:২৭ | 24.42.203.194
  • ওরে ব্যাং আমাকে পুষ্যি নিবি রে? সারা জীবন তোর মেয়ে হয়ে থাকবো!!
  • nk | ১৯ জুলাই ২০১১ ০০:২৬ | 151.141.84.194
  • ডিডি, নিশিকান্তোর ধন্যবাদ বুঝিয়া লন। অনরণ্য রামের এত আগে হলে(বেশ কয়েক পুরুষ আগে) সেই রাবণ কী করে এতদিন থাকে? এ কী অন্য রাবণ?
    আর সম্ভবা র জন্যো আগাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত