এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৬ জুলাই ২০১১ ০০:০৬ | 115.184.102.27
  • জানি তো। বেলান-ধুর। জায়গার নামেই ধুর আছে ;-))
  • Tim | ১৬ জুলাই ২০১১ ০০:০৫ | 198.82.20.25
  • কন্যা কেন, সতীন আনলেও হবে। চিত্রনাট্য ও লেখা হয়েই আছে।
  • Arpan | ১৬ জুলাই ২০১১ ০০:০৪ | 122.252.231.10
  • শনিবার দুপুরেও বসে। ধুর জায়গা। ঃ)
  • nk | ১৬ জুলাই ২০১১ ০০:০৪ | 151.141.84.194
  • পায়েল-দোয়েল ও চলতে পারে, বা কুহেলী-কাকলি। ঃ-)
  • sayan | ১৬ জুলাই ২০১১ ০০:০৩ | 115.184.102.27
  • আরে ব্যাটা থ্যাঙ্ক্যু দাও ক্যানো! আগে গিয়ে পৌঁছোও। ৫০০সি পোচুর ফ্রিকোয়েন্সী, বোধহয় প্রতি পাঁচ মিনিটে, উইকেন্ড হলে একটু কম, তবে রিং রোড খালি পাবে, নইলে উইকডেজ'এ ন্যাড়াদাদের বাড়ির সামনে পুরো হাট বসে যায় ;-)
  • nk | ১৬ জুলাই ২০১১ ০০:০১ | 151.141.84.194
  • আহা দলে ভারী হবার জন্য ব্যাঙের উচিত কন্যা আনা। যমজ আরো ভালো হয়, এক ধাক্কায় মেজরিটি। নাম সাজেস্ট করছি কুহু ও কেকা। ঃ-)
  • sayan | ১৬ জুলাই ২০১১ ০০:০১ | 115.184.102.27
  • ওহে নিশিকমলি, এমনটা হলে যে মারা পড়বো বাপ! প্লিজ ডিমকে দাগরাজি কোরও না ঃ-(
  • Arpan | ১৬ জুলাই ২০১১ ০০:০১ | 122.252.231.10
  • সান্দা, ভালো করে চেক করে নিয়েছি। বনশঙ্করি বাস স্টপ থেকে মাত্র ২ কিমি। সোজা রাস্তা। থ্যাংকু ফর এভ্রিথিং।

    আর মাঝে মাঝে কল-টল করিস। উইকডেজের সন্ধে ছ'টা থেকে সাত'টা জেনেরালি মাই আনওয়ান্ডিং টাইম। ঃ)
  • byaang | ১৬ জুলাই ২০১১ ০০:০০ | 122.178.255.179
  • টেঁটিয়া
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৯ | 122.178.255.179
  • অবিবাহিত পুরুষটি আরো বড় তেঁটিয়া, সেই আমাকে মাঝে মাঝে বলে "তুমি চলে যাও তো, আমি এই বাড়িটায় আরাম করে একা থাকতে চাই'' ঃ-(
    আমার মায়ের অভিশাপে আমার এই হেনস্থা।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৯ | 151.141.84.194
  • বিবাহিত মোরগ-মুরগীর ডিম ছাড়া আর কোনো ডিম খাবেন না। ঃ-)
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৭ | 198.82.20.25
  • তারপরে কম্পিউটারটা চুরচুর করে দিতে হবে, যাতে নতুন করে ইনস্টল না করা যায়।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৭ | 122.178.255.179
  • যদি তাই হয়ে থাকে, তবে আমার ঐ কালো আঙুল আমারই একটা ক্লিভার দিয়ে কুচিয়ে দিস।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৭ | 117.194.243.60
  • আর ব্যাঙ (নাকি বেঙী), বিবাহিতের সঙ্গে অবিবাহিত পুরুষকেও বিদেয় করুন । আপদের শান্তি ।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৭ | 151.141.84.194
  • দুখে, ভেবে দেখুন তৃ প বু ভু র আমলেও কি এমন হয়েছিলো কখনো? এ এক নতুন ইতিহাস!
    ডিঃ মঃ ঃ-)
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৬ | 115.184.102.27
  • হ্যাঁ হ্যাঁ! ইস্কুল শুধু ডিলিট কেন? শিফ্‌ট+ডিলিট করে দেওয়া হোক।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৬ | 122.178.255.179
  • পাইবাস্কো, তোর 11:53PM টা ই কি আমার পোস্টের প্রসঙ্গের পোস্ট?
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৫ | 117.194.243.60
  • গরররররর -
    হে বাবা লোকনাথ, হে বালক ব্রহ্মচারী, এদের সুমতি দাও ।
  • pi | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৫ | 128.231.22.142
  • চব্বিশ ঘণ্টা ?
    ঘুমের মধ্যেও জ্বালাতন ?
    ব্যাঙাচি কি মশা নাকি ?
  • nk | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৫ | 151.141.84.194
  • খোলামেলা মাঠে তপোবনের মতন চরে বেড়াবে সবাই, নেচার থেকে শিক্ষে নেবে, মাঝে মাঝে উপদেশ দেবেন ঋষিরা বা দাড়িদাদু বা ক্যাকোফোনিক্স বা এটাসেটামিক্স।
  • pi | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৪ | 128.231.22.142
  • অপ্পন, ঃ)
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৩ | 122.178.255.179
  • অপ্পনটা এমন কুচুক্ষুরে!! ঃ-(
  • pi | ১৫ জুলাই ২০১১ ২৩:৫৩ | 128.231.22.142
  • নতুন ভাটপাতা ঃ
    --------- -----------------
    আগের আলোচনার লিং ঃ http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=4&porletPage=1

    এগুলোর পরেও সহনশীলতা যদি নাই দেখাবো , তো আলোচনায় কেন যেতে চাইবো, বোঝাতে চাইবো কেন ?

    লক্ষ্য করে দেখো, আমি ওখানে একবার ও ব্রতীনদাকে গোটা ধর্মবিদ্বেষী বলে দাগাই নি। একটা গোটা দেশের উপর বিদ্বেষ আছে মনে করেই বোঝানোর চেষ্টা করেছিলাম ওখানের সাধারণ মানুষ ওটা মনে করেন না।
    সেজন্য বলি, ঐ ডকুমেন্টারি টা দেখার কথা। যেখানে ভারত নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের বক্তব্য রয়েছে।

    এর আগে আমি গুরুতে আগে হয়ে যাওয়া একটা লিন্‌ক দি, যাতে আমি নিজেই ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলেছিলাম,তোমাদের সাথে তর্ক করেই ঃ)
    সেটা ব্রতীনদাকে দেখতে বলায় আর ওখানে আলোচনাটা করতে বলায়, বল্লো, করবে না, পিটি দা আসায় ফুরফুরে মেজাজ ইত্যাদি।
    তো, আমি বলি, এই ফুরফুরে মেজাজে 'ওয়ার এন্ড পিস' ডকুমেন্টারিটা অন্তত দেখতে পারে, ওটা ভারি কিছুনা।

    এবার এর থেকে ব্রতীনদা মনে করে, আমি আমার সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে ব্রতীনদাকে একটি 'বই পড়তে' বলেছি , যেটা কিনা শক্ত না, তাই ব্রতীনদার পক্ষে বোঝা সম্ভব হবে !!

    এবং তার পর, পাকিস্তানে হয়ে যাওয়া ব্লাস্টের খবর দেওয়ার পর ও বলে পড়বে না, ও সেই এক ই কারণ।

    এর পর থেকে আমার যাবতীয় পোস্ট ছিল এই লাইনে, যে আমি কোনোভাবে এরকম কিছু বলিনি, ব্রতীনদা শক্ত লেখা বুঝতে পারবে না , এই মর্মে কোনোকিছু মিন করিনি, বলি তো নি ই ,ব্রতীনদা ভুল বুঝছে । ভুল বুঝতে বারণ করেছি।

    এটা 'ঝগড়া' ছিল ?

    এর পর থেকে শুরু হল আমার নমে সম্পূর্ণ ভুল কথা বসিয়ে 'কোট' করা।
    এবম্‌গ তার ভিত্তিতে আমাকে চর্জ করা , আমার সুপিরিয়র কমে্‌প্‌লক্স আছে।
    আমার পরবর্তী আপত্তি , 'ভনভনানি' , 'ঘুআনঘ্যানানি' সব এখান থেকে।

    যাদের এগুলোতে ও এই 'ঝগড়া' তে এত আপত্তি, তারা একবার ব্রতীনদাকে এটা তো বুঝিয়ে বল্লে পারতো, যে আমি এরকম কিছু মিন করিনি ! আমার পোস্টে থেকে সেটা তো স্পষ্‌ত ছিল, নাকি ?
    তা না করে ঝগড়া চালিয়ে যাচ্ছি বলে আঙুল তোলা হল।

    কী কড়া আমি ব্রতীনদাকে বলেছি ? আমি কী বলে দাগিয়েছি ?

    হ্যাঁ, হয়তো চেনা পরিচিত লোক বলেই করিনি। এ বিষয়ে ভুল বোঝাবুঝি কাটনওর চেষ্টা করে গেছি। আলাদা করেও।

    আমাকে কিন্তু দাগানো হয়েছে,, সুপিরিয়র কমে্‌প্‌লক্সিটি আছে বলে। তার পর বলা হয়েছে, একটা পাবলিক ফোরামে বলা হয়েছে আমি কীকরে বন্ধু ছিলাম, আমাকে সব লিস্ট থেকে ডিলিট করা হবে।

    এবং করাও হয়েওছে। )

    সে হোকগে যাগ ঃ)

    কিন্তু ঐ সহনশীলতা কি ঝগড়া নিয়ে আমার দিকে আঙুল তুল্লে তো খেলবো না ঃ)
  • nk | ১৫ জুলাই ২০১১ ২৩:৫২ | 151.141.84.194
  • ইস্কুল টিস্কুল সব ডিলিট করে দিন। আসুন "ইতিহাসের পাতা ছিঁড়ে ওড়াবো আজ ঘুড়ি" ঃ-)
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৫২ | 122.178.255.179
  • হ্যাঁ, আমার আপত্তি। ইস্কুল তুলে দিলে একটা হাড়বজ্জাত চব্বিশঘন্টাই আমাকে জ্বালাতন করে মারবে। তখন কে সামলাবে?
  • Arpan | ১৫ জুলাই ২০১১ ২৩:৫২ | 122.252.231.10
  • হ্যাঁ, বেঙ্গীবেটি তো রাত ন'টায় রোজ ঘুমুতে যায়। সবাই জানে। ঃ)
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ২৩:৫০ | 117.194.243.60
  • তা সেটাই আবার চলুক না ।
    ইস্কুল তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে শুরু করলাম । কারো আপত্তি ?
  • kc | ১৫ জুলাই ২০১১ ২৩:৪৮ | 89.203.49.18
  • ভাটপাতায় এর থেকে বড় ডিবেট ছিল পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা নিয়ে।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৪৮ | 122.178.255.179
  • একজন ডায়াবিটিসের, হাইপারটেনশনের রুগীকে এইভাবে ধমকি দিয়ে জাগিয়ে রাখলে ধম্মে সইবে??
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:৪৬ | 122.178.255.179
  • দুখেবাবু, এখনি থামাবেন না, প্লিজ। আগে আমার পোস্ট নিয়ে কী কী সব লেখার আছে সেগুলো লেখা হয়ে পোস্ট না হওয়া অব্দি ঘুমোতে যেতে পারছি না।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ২৩:৪৩ | 117.194.243.60
  • এই বিষয়ে পোস্টের সংখ্যা সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে ।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ২৩:৪১ | 117.194.243.60
  • ওরে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ ।
    আর তো পারা যায় না ।
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২৩:৪০ | 115.184.102.27
  • কারণ পাই জানে ব্রতীন্দা চলে যায়নি ঃ-)))
    স্যরি, ব্রতীনদা ;-) ওয়েলকাম ব্যাক!
  • Bratin | ১৫ জুলাই ২০১১ ২৩:৩৭ | 117.194.101.160
  • Pi, Stop it . enough is enough কালকে আমি যখন ছিলাম তখন তুমি লেখো নি কেন। আমি চলে যাবার পরেই বা লিখছো কেন?
  • siki | ১৫ জুলাই ২০১১ ২৩:৩৩ | 122.162.75.202
  • গুরুর ইতিহাসে এটা কি দীর্ঘতম ডিবেট হতে চলেছে?
  • sinfaut | ১৫ জুলাই ২০১১ ২৩:২৯ | 117.194.237.223
  • আকা ১০.৫৫ pm,

    তোমার সুবিধেমতন গ্রহনযোগ্য একটা মীনিং বার করছ মানে কিন্তু তুমি যথেষ্ট সহনশীল নও। আসলে ভয়ে আছো, পরিচিত লোকটি হে ভগমাণ প্লিজ যেন জাতিবিদ্বেষী না হয়। আলোকিত সার্কলের মধ্যে থাকা লোকজনের এইসব বিদ্বেষ... না না আসতেই পারে না, ওসবই হিট অফ দ্য মোমেন্ট। হইল না কিন্তু তাইলে আকাদা, হোক না যেকোনোবিদ্বেষী তাতে কী হয়েছে, আমাদের তো তারে তারে যোগাযোগ মাত্র, এমন মনে করতে পারলেই সেটা হচ্ছে প্রকৃত সহনশীলতার পরিচয়।
  • pi | ১৫ জুলাই ২০১১ ২৩:২৯ | 128.231.22.142
  • এবার আমার আপত্তির জায়গাটা লিখি।

    ব্রতীনদার ঐ পোস্টের পর আমার কাছে এটা স্পষ্ট হয়, আর এখানে লিখেওছিলাম, বোধহয় তিমিকে, ব্রতীনদার ইন জেনেরাল মুসলমান নিয়ে সমস্যা নেই মনে হয়। সেটা তো ভাল। অন্যো ফোরামের কিছু উদাহরণ এনেছিলাম। যেখানে দেশের মুসলমান মানেও লোকে সন্দেহের চোখে দেখে, কী প্রচণ্ড মাত্রায় ঘৃণা পোষণ করে।

    আমার আপত্তি ছিল, পুরো পাকিস্তানকেই দেশ হিসেবেই ইন জেনেরাল দেগে দেওয়া নিয়ে। অন্য দেশের মুসলমান হলেই তাদের মোল্লা ভাববো, তাদের সবাইকে টেররিস্ট ভাববো , তাই নিয়ে।

    এর আগে ব্রতীনদা আরো দুটো শব্দ ব্যবহার করে, ঐ 'মর্কট' আর ঐ ব্যাটার ছেলেরা ।

    এবং তারপর গোটা দেশটার 'বারোটা বাজানো'।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:২৯ | 198.82.20.25
  • বম্মা আর ব্যাঙদি বল্লো বাবা টিম। সান্দা বল্লো বেটা। কেমং একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্চে।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:২৮ | 122.178.255.179
  • এক্ষুনি একজন আমাকে জিটকে লিখলো ""তুই কি ট্রাফিক পুলিশ, যে ঝগড়া ঠিক রাস্তায় চালানোর চেষ্টা করতে গেছিস?''

    আচ্ছা এটাও কি পলিটিকালি ইনকারেক্ট পোস্ট?
  • sayan | ১৫ জুলাই ২০১১ ২৩:২৭ | 115.184.127.240
  • সেই কোন এক বাবা নিত্যানন্দস্বামীকে পুলিশ ধরেছিল ভুলভাল কেসে। তার বিরূদ্ধে ফাইলড কেস সাজানো প্রমাণ করতে তার উকিলেরা ডাক্তার দিয়ে নাকি তাকে পরীক্ষা করিয়েছে আর ডাক্তারের রিপোট অনুযায়ী বাবা নিত্যানন্দের "ফীচার' নাকি "বালক'এর মত, সুতরাং তার দ্বারা ওই সব কাজ হতে পারে না। এরপরেও আকাদা বালক হতে চায়!
    এই যে তিনি। সবাই মনে মনে প্রণাম করে নেবেন
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:২৫ | 198.82.20.25
  • ব্যাঙদি পুউরো ঘেঁটে গ্যাছে। এট্টু ক্যালি ফস খে নাও বরং। ঃ-)
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:২৫ | 198.82.20.25
  • সেতো মনে হয় সিন্মা দেখে। এরকম একটা কি দেখিয়েছিলো না?
    আমার এক বন্ধু আছে মাকড়শায় প্রবল ভয় খায়। বিস্তর লাফালাফি করে দেখতে পেলেই। এদিকে বন্দুক হাতে বদমাশ দেখলে ঘাবড়ায় না।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:২৩ | 122.178.255.179
  • বানানটাও ইনকারেক্ট হল! ঃ-((
  • aka | ১৫ জুলাই ২০১১ ২৩:২৩ | 168.26.215.13
  • টিম হতে পারে, টারান্টুলার বহুরকম স্পিসিস আছে। বেশিরভাগই তেমন বিষাক্ত নয়। একটা জেনারাল মিথ আছে টারান্টুলা খুব বিষাক্ত, কিন্তু ততটা নয়।
  • M | ১৫ জুলাই ২০১১ ২৩:২২ | 59.93.240.237
  • যাঃ শাঃ(সৌজন্যে হনু)

    সবাই সেন্সিটিভ(যারা হতে চাইছে)
  • hu | ১৫ জুলাই ২০১১ ২৩:২২ | 12.34.246.72
  • হ্যালুসিনেশন ভালো তো! মনে হয় ট্যারান্টুলার কথা ভেবেই লেখা হয়েছিল - বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না..
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:২১ | 198.82.20.25
  • ব্রম্ভচারী আবার ক্ষি কথা!
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২৩:২১ | 198.82.20.25
  • রিলে অনশন তো? আম্মো আছি।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২৩:২০ | 122.178.255.179
  • নিঘ্‌ঘাত বালক ব্রম্ভচারীর অভিশাপ লেগেছে আমার। সেই যে কোন একটা টইয়ে ওনাকে নিয়ে ইয়ার্কি মেরেছিলুম।
    এখন লোকনাথকে সাপোর্টিয়েছি বলে এবার লোকনাথে আর বালকে ডুয়েল হতেই পারে।
    এই পোস্টটা ভীষণভাবে পলিটিক্যালি ইন্‌কারেক্ট হল। কিন্তু তবু আটকাতে পারলুম না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত