এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৪ জুলাই ২০১১ ০৩:৫৯ | 198.82.21.71
  • আকাদা, ঠিক। পরেও লিখেছে বটে, কিন্তু সেখানেও মৌলবাদীদের কথাই বলে থাকতে পারে।
    সেইটা বেইনিফিট অফ ডাউট দিলেও পাকিস্তানের বারোটা বাজানো ইত্যাদি মন্তব্যের জন্য দিতে পারছিনা।
  • amit | ১৪ জুলাই ২০১১ ০৩:৫৩ | 128.103.93.210
  • পাই,
    এনকাউন্টারের কথা তুলতে পারতাম , তুলিনি। কারণ আমরা সবাই জানি। আমরা কেউ ই থামতে জানি না যে।
    কিন্তু ধরা পড়ার পর, শাস্তি ঘোষণা হতে বছরের পর বছর গড়ায় কেন। শাস্তি ঘোষণা হলে শাস্তি ঝুলিয়ে রাখা হয় কেন।
  • aka | ১৪ জুলাই ২০১১ ০৩:৫২ | 24.42.203.194
  • ইন ফেভার অফ ব্রতীন। মোল্লা কথাটা ব্রতীন প্রথমে মোল্লা নাসিরুদ্দিনকে বোঝাতে ব্যবহার করেছে। ঠিক মোল্লা মানে মুসলমান অর্থে নয়।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ০৩:৫১ | 198.82.21.71
  • পাই, জানা কথা। মেজরিটি রসগোল্লা চায় বলেই না রসগোল্লা বিক্কিরি হচ্ছে। অন্যরকম চাইলে সেটাই মেইনস্ট্রিম হতো। ঃ-)
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৩:৪৮ | 128.231.22.142
  • অমিত, তাহলে তো সবচে ভাল, এনকাউন্টার ! ঃ)
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৩:৪৬ | 128.231.22.142
  • তবে আরো মুশকিল হল, ব্রতীনদার কথাগুলো আমি ঠিক করে বুঝতেই পারছিনা।
    মোল্লা নিয়ে বলতে গিয়ে দেশের মোল্লাদের কথা জিগালাম। তো বল্লো, তাদের নিয়ে কোন আপত্তি নেই। এটা মন্দের ভালো।
    কারণ বহু বহু লোকের কাছে দেশের মুসলমানদের নিয়েও প্রচুর সমস্যা।
    সেদিন গুরুর ফেসবুল গ্রুপে তুমুল তর্ক হয়ে গেছে এ নিয়ে।
    শিক্ষক , অধ্যাপকরা এসে এসে বলে যাচ্ছেন, সাচার কমিটির কথা ভুলভাল। এদেশের মুসলমান মানেই তারা বিদেশের চর, এমনকি তাদের হয়ে কেউ কথা বল্লে তিনিও এজেন্ট ! ঐ সুশান্তদার আসামের মুসলমানদের নিয়ে একটা লেখা তুলে এনে বলা হল , উনি এজেন্ট ঃ)

    যাহোক, ব্রতীনদার সমস্যা মনে হয় পাকিস্তান নিয়ে। তো, তখন সেদেশের মানুষের কথা জানে কিনা জানতে চাইলাম তো সেটা জাস্ট কাটিয়েই দিল।

    টিম , বুঝেছি।
    এবার আজকের উদাহরণই দ্যাখো। তুমি অন্যরকম খবরাখবরের এক্সপোজার পাবার কথা বলেছো। কিন্তু ব্রতীনদা তো সেগুলো জাস্ট পড়তে বা শুনতেই চাইছে না ! ঃ)

    এবার ?
  • amit | ১৪ জুলাই ২০১১ ০৩:৪৪ | 128.103.93.210
  • যুদ্ধ টুদ্ধ থাক। সন্ত্রাসবাদী হামলা, যারাই করে থাকুক, হিন্দু, মুসলিম বা যে কোন।ধর্মের কথাও থাক। কথা হল আমাদের পুলিশ বা anti terrorist group এদের ধরতে পারে না। ধরলে সাজা ঘোষণা হতে বেলা বয়ে যায়, সাজা ঘোষণা হলে শাস্তি হয় না, আমাদের ই পয়সাতে বসিয়ে বসিয়ে খাওয়ানো হয়। এগুলো যদি পরিবর্তন করতে না পারি আমরা আমাদের দেশ, তাহলে এই রকম হবে। এর জন্য মুসলমান, বা পাকিস্তান কে দোষ দেওয়ার কোন মানে হয়না।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ০৩:৩৪ | 198.82.21.71
  • শিক্ষিত মানে ডিগ্রিওলা বলিনি, যদিও প্রথমে সেটাই সবার মনে হয়।
    এক্সপোজার পাওয়া বলতে অল্টারনেটিভ মিডিয়ায় ঘোরাফেরা করার কথা বলেছি। যেখানে মেইনস্ট্রিম মিডিয়ার পরিবেশিত রসগোল্লা ছাড়াও অন্যান্য খবরাখবর আসে।
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৩:২৯ | 128.231.22.142
  • নাঃ, এটার সাথে শিক্ষিত, এক্সপোজার পাওয়া এগুলোর কোরিলেশন বোধহয় হয় না। আরেসেস, শিবসেনা করা লোকজন শিক্ষিত, এক্সপোজার পাওয়া নন ?
    কানপুরে যে অধ্যাপকের আপিসের টেবিলে করসেবা করা পাথর দেখেছি, তাঁর নাম শুনলে সেই ফিল্ডের লোকজন...

    ঐ সরাসরি 'মোল্লা মার' বলা না হোক, কিন্তু পাকিস্তানের প্রতি যুদ্ধ প্রস্তাবে দেশের যে বিশাল অংশের সায় পাওয়া যাবে, তাঁরা শিক্ষিত, এক্সপোজার পাওয়া নন ?
    এঁরাই তো বরং মেজরিটি।
    মিডিয়ার বেশিরভাগ ক্যাম্পেন ই তো এই লাইনে।

    এনিয়ে আমি হুতোর সাথে অনেকটাই একমত।

    তবে, তার সাথে এটাও বলব, যেটা ঐ টইতে লিখেছিলাম, এটাকে কাউণ্টার করতে গিয়ে অনেক সময়ি ইসলামী মৌলবাদ, জেহাদ এই ফ্যাকটরগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়, সেটাও ঠিক না।
    গতবার ঐ ঘটনার পর অরুন্ধতী রায়ের লেখাগুলো পড়তে গিয়ে আমার সেইটা মনে হচ্ছিল। কথাগুলো ওভাবে বল্লে কাজের কাজের করার চেয়েও উল্টো ফল বেশি হয়।
    preaching to the converted হয়েই থেকে যায়।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ০২:৫৬ | 115.241.72.127
  • ওই যে বললাম, আগে আমাদের দায়িত্বশীল মিডিয়া "টেররিজ্‌ম ট্যুরিজ্‌ম'এর কভারেজ সম্পর্কে যত্নবান হোক, তারপরে রিলিজিয়াস ভেন্ডেটা নিয়ে কথা হবে। ব্রতীনদার স্টেটমেন্টগুলো ইম্পালসিভ, আর ড্যামেজিং। সকালে নিজে সেটা পড়লেই বুঝবে।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ০২:৪৪ | 128.173.185.47
  • শিক্ষিত, যথেষ্ট এক্সপোজার পাওয়া জনতা এরকম করলে সেটা মানতে অসুবিধে হয়। গুরুচন্ডালীর চৌহদ্দির মধ্যে এইরকম আমি এর আগে আর দেখিনি। আশাও করিনি।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ০২:৩৫ | 115.241.72.127
  • এই প্যানিক খুব একটা আনকমন নয়। গোটা পৃথিবীর মিডিয়া যদি "ইসলামিক টেররিজম'এর রেটরিক সৃষ্টি করে থাকতে পারে তাহলে ব্রতীনদা'র সুইপিং স্টেটমেন্টগুলোকে আমি আউট অফ প্লেস করতে পারলাম না। ভয় থেকেই রাগের জন্ম। একটা বাস স্টপ জুড়ে মানুষের শরীরের ছেঁড়াখোঁড়া অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখলে (মিডিয়া সেগুলো ফলাও করে বারবার দেখাতে থাকলে) এমন রিয়্যাকশন অবশ্যম্ভাবী। সেঁকো বিষ তো নিত্যনতুন কতই খাচ্ছি, এটা আর নতুন কী! তবুও, ওভারল ছবিটা বোধগম্য হওয়া দরকার। নইলে এমন সেন্টিমেন্ট আসবেই।
  • i | ১৪ জুলাই ২০১১ ০২:২৩ | 137.157.8.253
  • ব্রতীনের পোস্ট দেখে কি আর বলব ...কিছু আর বলার নেই। ছিঃ।
  • r2h | ১৪ জুলাই ২০১১ ০২:১৩ | 198.175.62.19
  • দুটি রাষ্ট্রের সম্পর্ক বা ইন্টেনশন নিয়ে আমার কোন বক্তব্য নেই। রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যায় সেটা বুঝি।
    কিন্তু 'মোল্লার মতন" 'মোল্লা মেরে"... এরকম সরাসরি জাতিবিদ্বেষমূলক পোস্ট দেখে অত্যন্ত খারাপ লাগছে।
  • nk | ১৪ জুলাই ২০১১ ০২:০৮ | 151.141.84.114
  • কিন্তু আরেকটা দেশের লোক মারলেই যে নিজের দেশের লোক বাঁচানো নিশ্চিত করা যায় তা তো না! নিজের দেশের গুন্ডা মাফিয়ারা ও তো কম যায় না, তারাও এসব নাশকতা ঘটাতে পারে নিজেদের নানারকম হিসেবনিকেশ চোকাতে।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০০:০০ | 117.194.100.11
  • আর হ্যাঁ । প্রত্যেক দেশের ই নিজেদের লোকেদের বাঁচানোর অধিকার আছে। হ্যাঁ দরকার হলে মোল্লা মেরেও!!
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৫৫ | 117.194.100.11
  • পাই, তোমাদের গম্ভীর তঙ্কÄ কথায় যেতে চাই না। ভারী লেখা চেষ্টা করলে বোধহয় আমি ও বুঝতে পারবো খানিকটা।

    আর যুদ্ধের ভয়াবহতা খানিক টা আমি বুঝি।

    যাক গে!! সব্বাই ভালো থাকুক!! আমি কাটলাম!!
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২৩:৫৪ | 198.82.21.71
  • ওয়র অ্যান্ড পিস অত্যন্ত ভালো ডকু। এবং দূর্ভাগ্যজনক ভাবে এখনও প্রাসঙ্গিক।
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:৫৩ | 128.231.22.142
  • ঐ টইটা পড়লে দেখতে আমি অন্তত এই ইসলামী জঙ্গীপনার বিরুদ্ধেই বলেছিলাম। ধর্মীয় মৌলবাদের সাথে এটার সম্পর্ক তো অস্বীকার করা যায়না। কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধং দেহি বলে আরো বাঃ এর মত কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৫১ | 117.194.100.11
  • আকা পড়ে নি। বললম PT দা ফিরে এসেছে তাই মনটা ফুরফুরে।
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:৪৯ | 128.231.22.142
  • তবে ভাটে তোমার একটা পুরানো পোস্ট পড়ে ফেলেছি বলে উত্তর না দিয়ে পারছিনা।
    বলেছ, সামনাসামনি যুদ্ধ করে দেশটার বারোটা বাজিয়ে দেওয়া উচিত ?
    দেশ মানে কী বোঝ ?
    দেশের মানুষকেও দেশ মনে করো তো ?
    তা, ওদেশের কজন সাধারণ মানুষ এগুলো সমর্থ করেন , জানো কি ? বরং উল্টো কথাগুলো ও তো অনেক শোনা যায়, সেগুলো শুনে কী মনে হয় ?
    গুরুতে ওয়াক্কাস মীরের লেখা বেরোচ্ছে, পড়েছ কখনো ?

    আর পারলে অনন্ত পটবর্ধনের war and peace টা একটু দেখতে বলব। চিন্তা করো না।
    খুব ভারি কিছু না।
    যেরকম ফুরেফুরে মেজাজ নিয়ে এখন এগুলো লিখছো, সেই মেজাজেই দেখতে পারবে।
    শুনতে পারবে, ওদেশের সাধারণ মানুষ কী বলেন ?

    নাকি, অন্য দেশ মানেই তাঁরা মোল্লা অতএব তাদের হত্যা করা মানে ন্যায়ের প্রতিষ্ঠা ? ঃ)
  • aka | ১৩ জুলাই ২০১১ ২৩:৪৮ | 168.26.215.13
  • এই মুহুর্তে ব্রতীন বলল যুদ্ধ করে ফুটিয়ে দাও পরের মুহুর্তে বলল এখন একটু নির্মল আনন্দ হয়ে যাক। ব্রতীনের যুদ্ধ চাওয়াটাও কি এরকমই সিরিয়াস মানে চিন্তা না করে হঠাৎ বলে দেওয়া - ইমপাল্‌স? তাহলে কিছু বলার নেই তবে যুদ্ধ টুদ্ধ খুব সিরিয়াস ব্যপার চায়ের দোকানে আড্ডা মারার সময়েও সমঝে বলতে হয়। নইলে কোল্যাটারাল ড্যামেজ হয়, নিজের ক্ষতি হয় তো বটেই অন্যেরও হয়।
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২৩:৪৭ | 198.82.21.71
  • জন্ম ইস্তক দাঁড়িয়ে বসে শুয়ে নিরীহ লোকের মরাই তো দেখে আসছি। আমার জানাশোনার মধ্যে কাউকে তো কিছুই করে উঠতে দেখলাম না। এতে আশ্চর্য্য হওয়ার কি আছে?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৪৫ | 117.194.100.11
  • সেখানে প্রিভেন্টিভ মেজার তো আছে। এ ক্ষেত্রে? এখানে তুমি কী করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীহ লোক গুলোর মরা দেখবে?
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:৪৪ | 128.231.22.142
  • তুমি যদি অন্যের পোস্ট না পড়ো তো তোমার পোস্টও অন্যের পড়ার মানে হয়নাঃ)
    আর এই তোমার মনে ফুরফুরে হাওয়া বওয়ার নমুনা ?
    তা, এই খবরের পর ও বইছে ? ঃ)
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২৩:৪৩ | 198.82.21.71
  • হ্যাঁ ঐটাই বলতে চেয়েছিলাম। ঠান্ডা ঘরে থেকে যুদ্ধ চাওয়া সোজা।
  • aka | ১৩ জুলাই ২০১১ ২৩:৪২ | 168.26.215.13
  • ব্রতীন ব্লাড সুগারের কোন ওষুধ আছে?
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২৩:৪১ | 198.82.21.71
  • পারেই তো। এগুলো আমাদের ব্যক্তিগত ক্ষতি। বড়োদের কাছে কোল্যাটেরাল ড্যামেজ।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৪১ | 117.194.100.11
  • না পড়বো না। PT দা মার্কেটে এসে গেছে । এখন নির্মল বসন্তের ফুরফুরে হাওয়া। আর কিছু চাই না।ঃ-))
  • aka | ১৩ জুলাই ২০১১ ২৩:৪০ | 168.26.215.13
  • টিম যুদ্ধ হলে কিন্তু আর কোন প্রিভিলেজড ক্লাস নেই, সব ক্লাস সমান। ঠাণ্ডা ঘরে যুদ্ধং দেহি খুব সহজ, আমার অন্তত যুদ্ধক্ষেত্রে গেলে ফেটে যাবে। যুদ্ধ হলেও ফেটে যাবে।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৯ | 117.194.100.11
  • কিন্তু যে নিরীহ পথ-চলতি লোক গুলো মারা যাচ্ছে? তার তোমার আমার হতে পারে? তখন টিম?
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৮ | 128.231.22.142
  • ঐ টইটাতে আলোচনা হোক না । পুরানোগুলোও একটু পড়ো। এনিয়ে অনেক কথা হয়ে গেছিলো।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৭ | 117.194.100.11
  • আকা তোমার এই সমস্যা সমাধানের কী উপায় আছে বলে মনে হয়?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৭ | 117.194.100.11
  • সদার প্রস্তাব খারাপ নয় । ভেবে দেখা যেতে পারে!!
    ঃ-))
  • sda | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৫ | 117.194.195.239
  • তারচে বরং পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করুক ভারত। সমাজ কয়েকশ বছর পিছিয়ে গেলেও সাধারন মানুষের প্রাণগুলো তো বাঁচবে। সাধারণ মানুষের অসহায় মৃত্যু আর তার পলিটিক্যালি আÒট্রাকারেক্ট জাস্টিফিকেশন অন্ততঃ শুনতে হবে না। ঃ)
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৪ | 198.82.21.71
  • তুমি আম জনতা নও। তুমি আমি প্রিভিলেজ্‌ড ক্লাস। যুদ্ধ টুদ্ধ হলে আমাদের অসুবিধে না হবারই কথা। আমাদের যাকে বলে উইন-উইন সিচুয়েশন।
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:৩৩ | 128.231.22.142
  • টইটা তুল্লাম। একসময় এ নিয়ে অনেক কথাবার্তা তর্ক-বিতর্ক হয়েছিল।
    ইসলামী জঙ্গীবাদ আমিও সমর্থন করিনা, কিন্তু তার রুট শুধু ধর্মেই রয়েছে তাও মনে করিনা, একটা দেশের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তার সমাধান হয়ে যাবে তাও মনে করিনা , বরং উল্টোটা। ওরকম উগ্র জাতীয়তাবাদের জন্য এগুলো আরো বেশি কতে হয় বলে মনে করি।
  • aka | ১৩ জুলাই ২০১১ ২৩:৩২ | 168.26.215.13
  • একটা যুদ্ধ হলে অন্তত মিলিয়ন লোক মারা যাবে, এতে করে তিন বছরে দুটো হামলা। ঠিক এই ভাবে এইকথাটা বলতে ভালো লাগল না। কিন্তু তুমি বোধহয় এটাই শুনতে চেয়েছিলে।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:৩০ | 117.194.100.11
  • হাই লেভেল টক চালিয়ে কী সুবিধে হয়েছে আমাকে বুঝিয়ে বলো?? আমি আম জনতা ।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:২৭ | 117.194.100.11
  • না তোমাকে খপর দেব খন!!ঃ-))
  • aka | ১৩ জুলাই ২০১১ ২৩:২৬ | 168.26.215.13
  • তাহলে হাই লেভেল টক না চালিয়ে যুদ্ধ হলে ব্রতীন যুদ্ধে যাবে?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:২৫ | 117.194.100.11
  • তাদের আমি মোল্লা বলে নয় ভারতবাসী হিসাবে দেখি । পাই তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম কি?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:২৪ | 117.194.100.11
  • bb এর আগে শুধু মুম্বাই তে যত লোক মরেছে তার সব ক'টার কারণ আমরা কী জানি ? এটা তো চেনা ছক। ক'দিন পরেই x,y,z দল এই বিস্ফোরনের দায় স্বীকার কারে হিরো বনে যাবে। আর আমরা হাই লেভেল টক চালিয়ে যাব!!
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:২৩ | 128.231.22.142
  • ব্রতীনদা, এই ব্লাস্টগুলোতে আজ অব্দি কতজন 'মোল্লা' মারা গেছেন, খোঁজ নিয়েছো কখনো?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:২০ | 117.194.100.11
  • ইয়ে, সুসংবাদ সুসংবাদ!! PT দা ফিরে এয়েচেন!!
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২৩:১৯ | 117.194.100.11
  • আইডিয়াল সিচ্যুয়েশন মানে পাকিস্তানের টেররিস্ট রা রাতারাতি কোন এক মন্ত্রবলে অহিংসা তে বিশ্বাস করতে থাকবে। তাদের নেতা ভারত প্রতি হিংসা ত্যাগ করে পাকিস্তানের উন্নতি তে মন দেবে । এই সব আর কী।ঃ-))
  • aka | ১৩ জুলাই ২০১১ ২৩:০৬ | 168.26.215.13
  • আর ব্রতীন আইডিয়াল সিচুয়েশন কাকে বলল? পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ না করাটা?
  • pi | ১৩ জুলাই ২০১১ ২৩:০৬ | 128.231.22.142
  • এদিকে গুরুর ফেসবুক গ্রুপের থ্রেডে থ্রেডে বন্দেমাতরম ধ্বনি চলছে। একের পর এক রং দে বাসন্তির গান, লতার জারা ইয়াদ করো কুরবানি ইত্যাদি।
  • M | ১৩ জুলাই ২০১১ ২২:৫৬ | 59.93.194.196
  • ব্রতীন অভিমান করে ঘুনু কত্তে চলে গেছে।

    এদিকে আমার ছেলেকে একটা মামা কাহিনী পড়ে শোনাতে হবে ভাবলেই ভয়ে হিম হয়ে যাচ্ছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত