এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ১১ জুলাই ২০১১ ২০:৪৬ | 59.93.210.159
  • সারছে!!!

    মানে সেই সিনটা....... মানে যাগ্গে।
  • aka | ১১ জুলাই ২০১১ ২০:৪৪ | 168.26.215.13
  • কিন্তু কিউবেন কাকে বলে?
  • nk | ১১ জুলাই ২০১১ ২০:৪৪ | 151.141.84.194
  • তাই তো বলি, চিরকালই কেন আকাকে আর্কিমিডিস বলে সন্দেহ হতো ? ঃ-)
  • amit | ১১ জুলাই ২০১১ ২০:৪১ | 128.103.93.210
  • যাক গে, এখন কাজে যাই, চ্যাট করছি দেখলে কেস খেয়ে যাব। পরে কথা হবে।
  • amit | ১১ জুলাই ২০১১ ২০:৪০ | 128.103.93.210
  • হা হা!! আকা ঠিক ই বলেছ, যদি হাতে ধরতে পেতাম তো তাই ই করতাম। আরও মজা শুনবে, বসের কোন পুরোনো ছাত্র আছে, এখন প্রফেসর, তার কাছে এটা বের করার প্রোগ্র্যাম আছে। কিন্তু পাতি বলে দিল এইটুকুর জন্য ওকে আবার বিরক্ত করা কেন, তুমি খুঁজে বের কর কিভাবে করা যায়! বোঝো!!
  • aka | ১১ জুলাই ২০১১ ২০:৩৭ | 168.26.215.13
  • আচ্ছা ঐ কিউবেন টা কানায় কানায় ভর্তি বালতিতে চোবালে যে জলটুকু উপচে পড়ত সেটা একটা মেজারিং কাপে মেপে নিলে হত না?
  • amit | ১১ জুলাই ২০১১ ২০:৩৩ | 128.103.93.210
  • নিতাই আমায় সল্যুউশন পাঠিয়েছে। অনেক ধন্যযোগ তারে ও বাকিদের। কিন্তু, ইয়ে মানে আমি দাঁত ফোটাতে পারলাম না। অঙ্ক আসেনা বলেই এই লাইনে আসা, কে জানত যে কমলি নহি ছোড়েগা। দেখি কতদূর কি করা যায়। বাপস!!!

    দে,
    আমি এখনও কোন জার্নাল রেফারেন্স খুঁজে যাচ্ছি, যদি সহজে কিছু পাই আর কি। নইলে ঐ আঁক কষতে গেলে আমার হাতে হ্যারিকেন ইত্যাদি।
  • nk | ১১ জুলাই ২০১১ ২০:২৭ | 151.141.84.194
  • প্যাপারজ্যাক ঃ-)
  • Tim | ১১ জুলাই ২০১১ ২০:২৫ | 173.163.204.9
  • নিতাইদা কি চীজ? সুইস না আম্রিকান? ঃ-)
  • nk | ১১ জুলাই ২০১১ ২০:২১ | 151.141.84.194
  • আচ্ছা, কোন্‌ চীজ ভালো? বলুন তো আপনেরা। নিজ নিজ পছন্দকে অবশ্য ব্যাখা করতে হবে। কেন ভালো, কোন জিনিস বানাতে ভালো, কোন খাবারে দেওয়া যায়। এইসব। ঃ-)
  • Kaju | ১১ জুলাই ২০১১ ২০:১৮ | 59.93.255.221
  • সত্যি নেতাই আজ দ্যাখালো ক্যা চীজ হৈ উয়ো ! আমি তোমার পাখা হৈয়া গেলাম আজ। অর্কুটে আমার জন্যে লিখেছিল, আজ কাহারেও মন খুলিয়া পোশোংসা করিও। এতক্ষণে সেটা কাজে লাগিল।
  • Lama | ১১ জুলাই ২০১১ ২০:০১ | 117.194.242.216
  • অটোক্যাড জাতীয় কিছু একটাতে সত্যিকারের মতো সলিডের ওয়্যারফ্রেম বানিয়ে কেটেকুটে নিলেই তো হয়। সফটওয়্যার নিজেই ভল্যুম বার করে দেবে।
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৯:৫৬ | 122.248.183.1
  • হুমম। এখনও কাজাচ্ছি। এই বার দোকান বন্ধ করে বাড়ি যাবো।
  • nk | ১১ জুলাই ২০১১ ১৯:৫৩ | 151.141.84.194
  • একটা ইয়ে মানে কোড লিখলেই তো হতো।
    কোঅর্ডস, অ্যাংগেল, লেংথ এসব ইনপুট দাও, রান করো, ভলুম পাও। ঃ-)
  • Netai | ১১ জুলাই ২০১১ ১৯:১০ | 121.241.98.225
  • @অ্যাবাস্টভ
    ঃ))
  • abastab | ১১ জুলাই ২০১১ ১৯:০৮ | 61.95.189.252
  • দেখাই যাচ্ছে নেতাই বাবুর দিনটা ভালো গেছে।
  • Arpan | ১১ জুলাই ২০১১ ১৯:০৭ | 202.91.136.71
  • ঃ)
  • Arpan | ১১ জুলাই ২০১১ ১৯:০৭ | 202.91.136.71
  • টেস্ট:
  • Netai | ১১ জুলাই ২০১১ ১৮:৩৩ | 121.241.98.225
  • এ তোমার বিনয় আকাদা। ঃ))
    একটা কিউব কে এই মাত্র একই পদ্ধতিতে কেটেকুটে দেখলাম। সহি বেরোলো।
  • aka | ১১ জুলাই ২০১১ ১৮:২১ | 168.26.215.13
  • এই জিনিষ আমায় সারা জীবন ধরে খাতা পেন্সিল দিয়ে বসিয়ে দিলেও পারবনি।
  • Netai | ১১ জুলাই ২০১১ ১৮:১৮ | 121.241.98.225
  • মনে হচ্ছে সলভ করে ফেলেছি। হ্যাঁ, ভেক্টর অ্যালজেব্রা ছাড়াই।

    ট্রায়াঙ্গুলার পিরামিডের আয়তনের সুত্র-
    V1=(1/6)abc √[1+2cos(ά1) cos(β1) cos(γ1)- cos(ά1)* cos(ά1) - cos(β1) cos(β1)- cos(γ1) cos(γ1)] এইটে দিয়ে।

    সুত্র http://en.wikipedia.org/wiki/Parallelepiped
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৮:১৭ | 122.248.183.1
  • এই মরেছে । ইন্দ্রানী দি, এক বার ও দেখি নি।

    যাতে ঝগড়া না হয় সেই চেষ্টা করছিলাম ঃ-((
  • de | ১১ জুলাই ২০১১ ১৮:১০ | 223.191.113.184
  • হুম! মিটিন সেরে এলুম!

    নেতাই,
    আমার মনে হয় অতো ঝাম না করেই এটা বার করতে পারা উচিত, গ্রুপ থিওরি আর স্পেস গ্রুপের ফান্ডা থাকলে -- সমস্ত কমপ্লিকেটেড স্ট্রাকচারকে যদি হাতে কষে বার করতে হতো তাহলে তো ---! এসব কাজ গুণীজনেরা আগেই সেরে গেছেন। সে যাগ্গে, অমিত আগে বলুক স্ট্রাকচরটা নিয়ে তারপরে আবার ভাববো!

    পাই নয়, এখন নতুন ডিম্যন্ড, মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটী হলো ২*পাই!
  • til | ১১ জুলাই ২০১১ ১৭:৫০ | 124.169.5.110
  • ওহ dd দা, হাইড্রোজেন পড়ে মরুক, পাই কি আছে ?আই মীন পাই এর ভ্যালু কি বাড়েনি?
    আমাদের অফিসে কেমিস্ট্রি বিভাগে দেখিপিরিয়ডিক টেবিল বোর্ডে সাঁটানো, প্রথমদিন অবাকই হয়েছিলাম! সেতো কাশীরাম দাসের মহাভারতের টাইমের ব্যাপার!
  • quark | ১১ জুলাই ২০১১ ১৭:৪০ | 14.139.199.1
  • কবীর সুমন উবাচ
    http://tinyurl.com/6xl4p89
  • i | ১১ জুলাই ২০১১ ১৭:৩৩ | 220.235.96.200
  • ব্রতীন,
    তুমি আমাকে কতবার 'ঝগড়া' করতে দেখেছ?
  • kc | ১১ জুলাই ২০১১ ১৭:২১ | 194.126.37.78
  • যাহা কাম তাহাই মিস্ট্রি -- কামিস্ট্রি -- কেমিস্ট্রি (অপিনিহিতির ফলে)-- [কুড়ি সমাস]
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৭:১২ | 122.248.183.1
  • কে(মন) যেন মিষ্ট্রি ( মধ্যপদলোপী কর্মধারয়)
  • panini | ১১ জুলাই ২০১১ ১৭:০১ | 14.96.15.95
  • "কেমিস্ট্রি" - সমাস ও ব্যাসবাক্য লিখ (২+৫)
  • siki | ১১ জুলাই ২০১১ ১৭:০১ | 123.242.248.130
  • কুড়ি আজ এসেছিল তবু আসে নাই জানায়ে গেল। সকালে এল। আধঘণ্টাও বসল না, আরেক গুঁপোর সঙ্গে চা খেতে চলে গেল। আমাকে ডাকলোও না। চা খেয়ে এল, আবার সেই গুঁপোর সাথে হাত ধরাধরি না-করেই এক ক্যাবে চড়ে ক্লায়েন্ট আপিস চলে গেল। ফিরল এই খানিকক্ষণ আগে, সাড়ে তিনটেয়। এসেই কেমন দুষ্টু কুড়ি, সাড়ে চাট্টেতেই কিনা ভেগে গেল!
  • kc | ১১ জুলাই ২০১১ ১৬:৫৩ | 194.126.37.78
  • শমীক, ঃ-))

    গোটা দশেক টুকরো গ্রিলড চিকেন, সঙ্গে পনেরোটামতন প্রন। একটা আইসক্রিম। নো ভাত, নো বিরিয়ানি, নো রুটিফুটি। বেশ ঝরঝরে লাগছে। এবার একটা গ্রিন টি। এরকম খেলে আর ঝগড়া করার এন্থু থাকেনা। টিলবাউকে ছেড়ে দিলাম। ;-)
  • siki | ১১ জুলাই ২০১১ ১৬:৩৯ | 123.242.248.130
  • গানের রিকো সমেত পোস্ট পড়লে তার উত্তর কেসিবাবু দ্যান না।

    আমি কেমিস্ট্রি ভালোবাসতাম। খুউব। স্পেশ্যালি অর্গ্যানিক কেমিস্ট্রি একেবারে জলের মত বুঝতে শিখে গেছিলাম, ইনঅর্গ্যানিকেও প্রায় হিরো হয়ে যাচ্ছিলাম। ভেবেই রেখেছিলাম, জয়েন্ট না পেলে কেমিস্ট্রি অনার্স পড়ব।

    অতঃপর ফোকাসটা স্লাইটলি শিফট করে যায় কেমিস্ট্রির থেকে কেমিস্ট্রি পাঠরতার দিকে। জনৈকা কেমিস্ট্রি পাঠরতার সঙ্গে বিশেষ কেমিক্যাল রিলেশনশিপ স্থাপিত হয়, পরে তার সঙ্গেই প্রেম ও বিয়ে করে আজীবন অশান্তি ভোগ করছি ঃ-) (ডিঃ জয় গোঁসাই)
  • kumu | ১১ জুলাই ২০১১ ১৬:২৬ | 122.160.159.184
  • total vol সম্বন্ধে অমিতের কোন idea/literature support আছে??
  • Netai | ১১ জুলাই ২০১১ ১৬:১৮ | 121.241.98.225
  • চার টুকরো নয়। কাটাকুটি করে পাঁচ টুকরো ট্রায়াঙ্গুলার পিরামিড পেয়েছি। এর চার টুকরের ভল্যুম খচ খচ করে বেরিয়ে যাচ্ছে। পঞ্চম টুকরো নিয়ে মহা ঝ্যাম। ভেক্টর অ্যালে্‌জব্রা ছাড়া উপায় নাই মনে হচ্ছে।
    এসব করতে গিয়ে হয়েছে কি ঐ ১২ ফেসওলা পলিহেড্রনের অভাবে আমি কিউবের মত কিছু পেলেই কাটাকুটি শুরু করেছি। মনে মনে। ল্যাপটপ বন্ধ করে খানিক কাটাকুটি করলাম। পছন্দ হলনা। পেন্সিল কাটার খাপের মধ্যে ঢুকিয়ে কাটাকুটি করলাম। ড্রয়ার খুলে ওখানেও কাটাকুটি। খেতে বসে টেবিল টাও কাটলাম। আর কতোক্ষন এরম কাটবে কাটাকুটি করে কে জানে।
  • ph | ১১ জুলাই ২০১১ ১৬:০৫ | 220.227.148.193
  • ডিডিদাদা এবার আমার চাগরী খোয়াবে ঃ)) চেয়ারে বসে খ্যাক খ্যাক করে হেসে চলেছি !!!
  • kumu | ১১ জুলাই ২০১১ ১৬:০৪ | 122.160.159.184
  • হাইড্রোজেন বাবু?সেই হালকা চেহারার হাসিখুসি বাবুটি,যিনি সর্বত্র ঘুরে বেড়ান?

    তিনি আছেন,পেছনে আরো ১১৭ জনকে নিয়ে, এই দেখুন তাদের কী মিষ্টি মিষ্টি নাম।
    http://en.wikipedia.org/wiki/Periodic_table_(large_version)
  • aka | ১১ জুলাই ২০১১ ১৫:৫৯ | 24.42.203.194
  • ডিডিদা ঃ)))।
  • sinfaut | ১১ জুলাই ২০১১ ১৫:৪৯ | 121.241.218.132
  • হ্যাঁ হ্যাঁ এইরকম অন্যরকম ভাট হোক। ডোডেকা, কাটাকুটিকোকা, হ্যালাফ্যালা সব রকম হেড্রন নিয়ে কথা হোক, সে অ্যাক বেশ নতুন হবে।
  • Netai | ১১ জুলাই ২০১১ ১৫:৪৮ | 121.241.98.225
  • ডিডিদার লেখা পড়ে এত্তো হাসি পেলো। হ্যা হ্যা করে হাসলাম খানিক শব্দবিহীন। বস ভগ্গ্যিস দেখেনি।
  • dd | ১১ জুলাই ২০১১ ১৫:৪০ | 124.247.203.12
  • কেমিস্ট্রি আমার খুব ফেবারিট সবজেক্ট ছিলো। যদ্দিন পড়েছি।

    ঝাঁকে ঝাঁকে মার্ক্স পেতাম। মোটা মোটা সব নম্বর।

    বেশ কয়েকবার তো একবারেই পাস হয়ে যেতাম। তবে এখন বোধয় কেমিস্ট্রির আইন কানুন সব বদলে গেছে।

    আচ্ছা,হাইড্রোজেন কি এখনো আছে?
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৫:৩৪ | 122.248.183.11
  • আর ভালো লাগে না J & J তেও এক গাদা ট্রেনিং করতে হবে । ভেউ ভেউ। ঐ বয়েস আর হয় ?? ঃ-((
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৫:৩৩ | 122.248.183.11
  • kc মুড ভালো হলে একটু গান হোক। বর্ষার গান। রিমঝিম ঝিম বৃষ্টি , কিংবা ওগো বর্ষা তুমি ঝরো না ওমন করো, কিংবা যেকোন বর্ষার গান।
  • kumu | ১১ জুলাই ২০১১ ১৫:৩১ | 122.160.159.184

  • প্রব্লেমটা আসলে অমিতের,নেতাইএর নয়।
    তা তিনি কই?মাজে মদ্যে এট্টু আওয়াজ দিন্না।
  • Arpan | ১১ জুলাই ২০১১ ১৫:৩০ | 202.91.136.71
  • বোঝো! আইটিঅলাদের ওপর এত রাগ ক্যানে?

    আমি তো নেতাইয়ের লেখা বেশ বুঝতে পারছি।
  • Ishan | ১১ জুলাই ২০১১ ১৫:২৭ | 117.194.35.223
  • গুরুর কথা ভবিষ্যদ্বাণী করার জন্য তাঁকে কবিগুরু উপাধি দেওয়া হয়। সে অবশ্য অনেক পরের কথা। কম বয়সে কবি ইশকুল থেকে ড্রপ আউট হন। তখন তাঁকে কেউ পাত্তা দিতনা। ভবিষ্যদ্বাণীতে কেউ কানও দেননি।

    কবির বাবা অবশ্য হীরে ঠিকই চিনেছিলেন। এই জন্য কবির বাবা তাঁকে ৫০০ টাকা পুরষ্কার দিয়েছিলেন। সঙ্গে দুঃখ করে বলেছিলেন দেশের রাজা যদি এই ভবিষ্যদ্বাণী বুঝত তবে তারা তাঁকে মাথায় তুলে নাচত।

    অবশ্য কবি পরে নিজে নিজে ইংরিজি শিখে ভবিষ্যদ্বাণী ট্রান্সলেট করেন। তখন বিদেশীরা তাঁকে নস্ট্রাডামুস উপাধি দেন। উড়নচন্ডী স্বভাবের জন্য সেই খেতাব অবশ্য তিনি ধরে রাখতে পারেননি। কিন্তু সে অন্য কথা।
  • kc | ১১ জুলাই ২০১১ ১৫:২৬ | 194.126.37.78
  • হ্যাঁ, হ্যাঁ দেবযানী, খুব কড়া করে এইসব কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে ভাট করেন তো। যত্ত সব কম্পিউটারোলা আর স্ট্যাটের দল এসে মাঝে মাঝেই কিসব আটভাট বকে যায়। কিস্যু বুইতারিনা। বুঝিনা এই ভাটগুলোও। কিন্তু টেসটা আলাদা। এটা দিব্য বুইতে পারি।

    হোক হোক। ওরা বেশ জব্দ হোক।
  • Kaju | ১১ জুলাই ২০১১ ১৫:০৪ | 121.244.209.245
  • যিনি-ই হউন, তিনি যৎপরোনাস্তি দূরদর্শী ছিলেন স্বীকার করতেই হবে। গুচ বলে একটা সাইট হবে একদিন অদূর ভবিষ্যতে এবং তার ভাট পাতায় একদিন যে এই জিনিস হবে, তা তিনি মনশ্চক্ষে দিব্যদর্শন করেছিলেন!
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৫:০০ | 122.248.183.11
  • ইয়ে, কোন কবি?ঃ-))
  • dd | ১১ জুলাই ২০১১ ১৪:৫৫ | 124.247.203.12
  • "উদ্ধত যতো ভাটের পাতায় ডেকাহেড্রন গুচ্ছ"..... কবি কয়েছিলেন।
  • Bratin | ১১ জুলাই ২০১১ ১৪:৫৫ | 122.248.183.11
  • কেমেষ্ট্রি র মিষ্ট্রি আমার জন্যে নয়। উচ্চ মাধ্যমিকে কান ঘেঁষে পাস করেছিলুম। ঃ-((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত