এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৮ জুলাই ২০১১ ০১:০৮ | 122.252.231.10
  • পলিটবুড়োকে কী বলে?
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০১:০৬ | 66.102.14.1
  • কুড়ি রাজমা-চাওল শেয়ার কত্তে চাইলে বুঝতে হবে মতলব খারাপ। সিকিকে অখাদ্য খাইয়ে মারতে চাইছে।

    তবে রাজমাতে কিমা থাকলে অন্য কথা।
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০১:০৩ | 115.184.120.44
  • হুঁ, পাঁঠাকে বলে কুরি, মুরগীকে কোলি ...
    কোনও মানে হয়! ধুস, মনখারাপ হয়ে গেল ঃ-(
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:০৩ | 128.231.22.142
  • ওহে আমি আজকের কথা কই নাই সিকি। সিকির শিকে ছেঁড়ার হাইপোথেটিক্যাল একটি দিনের কথা কইছিলাম।
    তোমার কাছে এসে হেসে হেসে কুড়ি রাজমা চাউল শেয়ার কত্তে চাইলে হরে দরে সেটাকে কী কইবে ?
    ভাল ? না, খারাপ ?
  • pi | ০৮ জুলাই ২০১১ ০০:৫৬ | 128.231.22.142
  • টিম, হুঁ। অনেকটা ঠিক আজ ঃ)
  • I | ০৮ জুলাই ২০১১ ০০:৫৪ | 14.96.165.22
  • হয়তো দেখবে ইলিশকেও ব্যাটারা ইলিশ না বলে অন্য কিছু একটা বলে। এরকম কতো ঝড়ঝাপটা আসবে জীবনে !
  • I | ০৮ জুলাই ২০১১ ০০:৫২ | 14.96.165.22
  • বলে তো বলুক না। লোকে তো কতকিছুই বলে। সব কি গায়ে মাখলে চলে?
  • I | ০৮ জুলাই ২০১১ ০০:৫০ | 14.96.165.22
  • হ্যাঁ, কিন্তু তাই বলে অমন দুঃখীর মত চুপচাপ ভাটপাড়া ছেড়ে চলে গেলে তো হবে না !
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০০:৩৪ | 115.184.120.44
  • চিংড়ি'কে মালায়ালামে চেম্মীন বলে।
  • I | ০৮ জুলাই ২০১১ ০০:৩২ | 14.96.165.22
  • সিকি-র ওম্নি মাসুল? কবে হবে গা?
  • kc | ০৮ জুলাই ২০১১ ০০:৩১ | 89.203.49.18
  • বিলাসখানি তোড়িতে একটা ভাল বন্দিশ আছে, ''কাহে করত মোসে ঝগড়া......
  • siki | ০৮ জুলাই ২০১১ ০০:৩১ | 122.162.75.91
  • নাঃ। তোড়ি আসলে ধুঁধুল ফল। এখানকার ডেলিকেসি সবজি। ঠিক ঝিঙের মত দেখতে হয়, কিন্তু শিরগুলো ভেতরদিকে ঢোকা, আর গা অনেকটাই মসৃণ।

    ওটা যে ধুঁধুল, জানবার পরে হেসে ফেলে একজনকে বলে ফেলেছিলাম, এ মা, ওটা তো আমরা ছোবড়া হিসেবে ইউজ করি, আর শুনেছি দুর্ভিক্ষের সময়ে গ্রামের মানুষ ধুঁধুল খায়। তোমরা কি রোজ খাও নাকি? ... শুনে সে যারপরনাই অসন্তুষ্ট হয়েছিল।
  • aka | ০৮ জুলাই ২০১১ ০০:২৮ | 168.26.215.13
  • আপিসের সামনে দাঁড়িয়ে এমন অ্যাই কুড়ি করে ডাক পেরেও দেখতে পারো। গেঞ্জীটা ছিঁড়ে নিতে ভুলো না।

  • I | ০৮ জুলাই ২০১১ ০০:২৭ | 14.96.165.22
  • কী তোড়ি? বিলাসখানি?
  • siki | ০৮ জুলাই ২০১১ ০০:২২ | 122.162.75.91
  • জীবন গিয়েছে চলে কুড়ি, কুড়ি বছরের পার ...

    ১। কুড়ি রাজমা চাওল খায় নি। আজ আমার টেবিলে বসেই লাঞ্চ করল। অন্য কিছু খাচ্ছিল। আমি ঠিক ওর প্লেটের আইটেম খেয়াল করতে পারি নি, ওকে খেয়াল গিয়ে ... আইপড, ফ্রুটকেক, লে'জ চিপসের সঙ্গে রাজমাটা ঠিক খাপ খায় না। সরসোঁ দা সাগ আর মক্কি দি রোটি হলে জমে যাবে।

    ২। পটাশম্যাম, দু-তিন সপ্তাহ আগেও পাওয়া যাচ্ছিল ঝিঙে, ইদানিং কেবলই তোড়ি আসছে, নাকি বর্ষার জন্য ঝিঙে আসছে না, সেই রকমই দাবি করল সবজিওলা।

    ৩। চিংড়িকে মালয়ালমে ঝিঙা বলে? জান্তুম না। হিন্দিতে ঝিঙ্গা বলে জানি।

    ৪। হুতো, অনবদ্য।

    ৫। ব্রতীন যাচ্ছেতাই রকমের আনরোমান্টিক। সিকিনী হল গেঁড়ি।

    ৬। আজ শিকে ছিঁড়েছে। আপিস থেকে বেরোবার আগে কুড়ি আমার দিকে তাকিয়ে এক সেকেন্ডের জন্য মধুর হাসি হেসেছে। আশায় বাঁচে চাষা। কুড়ি, হাসি তো ফাসি।

    ৭। ঘুমোতে গেলাম। কবে বিষ্টি আসবে, কে জানে!
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:৫৭ | 198.82.18.140
  • শুরুর কিচুক্ষণ পর থেকেই এরকম।
  • aka | ০৭ জুলাই ২০১১ ২৩:৫১ | 168.26.215.13
  • কুড়িকে নিয়ে চটি বেরলে সেই চটি কিনবই কিনব এ আমার দৃঢ় অঙ্গীকার।
  • kc | ০৭ জুলাই ২০১১ ২৩:৪৭ | 89.203.49.18
  • সুমিতবাবু, নিনাদি, ইউটিউবের লিং থাকলে দিন। এ সব মণিমুক্তোর কাছে কোথায় লাগে 'ডহরবাবু'র খবর। লোকটা কি বুড়ো হয়ে পেগলে গেল? নাকি শুরু থেকেই এরকম? এটা আমার সিরিয়াস প্রশ্ন।
  • sumit | ০৭ জুলাই ২০১১ ২৩:৩৭ | 69.204.77.223
  • বঙ্গ সম্মেলন থেকে ফিরেই নীনা তার অননুকরণীয় ভাষা ও ভঙ্গীতে একটা চট্‌জলদি রিপোর্ট তুলেছে বাংলালাইভে।
    http://www.banglalive.com/feedback/majlish.asp?CurrentPage=1&PageIndex=&Action=Next&Section=majlish&LastLink=10&PrevLastLink=10

    তাতে একটা চমকপ্রদ খবর পাওয়া গেল। নীনার কথাতেই: "সুনীল [গাঙুলি] বল্লেন বাল্মীকি প্রতিভা লিখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ..."। তা হতেই পারে, নারীঘটিত দুর্বলতার সঙ্গে রবীন্দ্রনাথের যে অনৃতলিখনের অভ্যাসও ছিল (রবীন্দ্রনাথ, জীবনস্মৃতি-বাল্মীকি প্রতিভা, রচনাবলী ১৭) -- এ সত্য সম্পর্কে সুনীল ছাড়া আর কেই বা আছেন যে আমাদের অবহিত করবেন! নীনার কাছে প্রশ্ন রইলো কোন অন্ধকূপে ডুব দিয়ে সুনীল এই রত্নটি এনে আমাদের উপহার দিলেন, সে সম্বন্ধে কিছু খবরও পাওয়া গেলো কিনা। গতবছর বঙ্গ সম্মেলনের রবীন্দ্রমেধে সুনীল আমাদের হৃদ্‌স্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন রাণু অধিকারী, লেনার্ড এল্‌ম্‌হার্স্ট ও রবীন্দ্রনাথের ত্রিভুজের ইঙ্গিত দিয়ে। এছাড়া তাঁর সম্পাদিত অমূল্য সংগ্রহ "রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা"-র "একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাজাহান" "গান"-টির কথা তো ভোলার নয়। আমার জানতে ইচ্ছে হয় এ সবই একটি খনির মণি কিনা। অলমতি--
    পুনশ্চ- বাংলালাইভে লেখার পদ্ধতি এখনো রপ্ত হয়নি তাই ভাটিয়া৯ই ভারাক্রান্ত করলাম, গুরুস্থানীয়রা মাপ করবেন।
  • I | ০৭ জুলাই ২০১১ ২৩:৩৫ | 14.96.165.22
  • ধেত ! সিকিনি হচ্ছে সিকি-র বৌ।
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:৩৪ | 198.82.18.140
  • সিক নি গান বাজনার ব্যাপার। কেসিদা ভালো বলতে পারবে।
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ২৩:৩৩ | 117.194.100.40
  • আর সিকনি র সাধুভাষা হলো সিকিনি। বুঝিলে!! ঃ-))
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:৩২ | 198.82.18.140
  • আই আই টির সিট কম কিন্তু ইঞ্জিনীয়ারিং এর অন্য ইন্সটিটিউট আছে তো। মানে কেউ যদি পড়াশুনোটা করতে চায় করতে পারে মেধা অনুযায়ী। কিন্তু এম ডি তে তো সঃ/বে সঃ মিলিয়েও কম। কেন জানো?
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ২৩:৩০ | 117.194.100.40
  • ও ই হলো আর কি!!ঃ-))

    বলতে বলতে হরভজনের ৪০০ উইকেট!! টেস্ট ইতিহাসে ১১তম ব্যক্তি।

    জ্জিও পাগলা!!
  • I | ০৭ জুলাই ২০১১ ২৩:২৯ | 14.96.165.22
  • তিমি,
    তেমনটা তো শুনিনি। কিন্তু এখেনে তো আই আই টি-র ও সীট খুব কম।
  • kc | ০৭ জুলাই ২০১১ ২৩:২৭ | 89.203.49.18
  • ব্রতীন, সেটা তো 'সিকনি'।
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ২৩:১৭ | 117.194.100.40
  • আচ্ছা এখানে 'সিকিনি' মানে শীত কালে নাক দিয়ে যে সব রাম/শ্যাম/যদু রা বেরোয় তাদের কথা বলা হয়েছে?
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:১৪ | 198.82.18.140
  • ইন্দোদা,
    আমাদের দেশে এম ডির সিট এত কম কেন? এম ডি এ¾ট্রান্সের পর প্রতি বছর বন্ধুদের দেখে খারাপ লাগে। দেশে কি স্পেশালিস্ট ডাক্তার দরকারের থেকে বেশি ?
  • kc | ০৭ জুলাই ২০১১ ২৩:১০ | 89.203.49.18
  • তিমি, অতি উত্তম। দারুণ।
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:০৯ | 198.82.18.140
  • হুতোদাকে নিয়ে কবিতাঃ

    দাও ফিরে সে হুতো
    লও আট্টু হেইচ
  • I | ০৭ জুলাই ২০১১ ২৩:০৭ | 14.96.165.22
  • আবার দিব্য হৈসে
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:০৭ | 198.82.18.140
  • হুতোরে,
    খাসা! কি ভাষা! ঃ-)
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২৩:০৫ | 198.82.18.140
  • প্রাণের আরাম
    লেবু আর রাম
    সিকিনির তরে
    সিকি ঝালমুড়ি
    বিকিনির খোঁজে
    তুলতুলে কুড়ি
    এই দাবদাহ
    ভ্রুকুটির খ্যালা
    বৃষ্টি নামলে
    প্রণয়ের ম্যালা
    মেঘমল্লারে
    ঝিল্লির রবে
    যত কচিকাঁচা
    গীতি ও কবিতা
    কটিদেশে ক্ষীণা
    নৃত্যের ছলে
    তটিনীর পাড়
    নিক্কণে আজি
    পটির পাহাড়
    তবু কুড়ি কুড়ি
    খোকাদের হাসি
    জল্লাদে ছুরি
    হে সর্বনাশী
    দ্যাখাও দিলোনা
    টাকাটাও জলে
    আজকে আসেনি
    টাইমের কলে।
  • I | ০৭ জুলাই ২০১১ ২৩:০১ | 14.96.165.22
  • দিব্য হইসে !
  • r2h | ০৭ জুলাই ২০১১ ২২:৫২ | 198.175.62.19
  • আছে তো, একটু অপ্রত্যক্ষ ভাবে আছে আরকি। প্রথম লাইনে চটি আর চতুর্থ লাইনে চাটি থাকলে পুনরাবৃত্তি হবে না? কি যে বলেন।
  • kc | ০৭ জুলাই ২০১১ ২২:৪৪ | 89.203.49.18
  • খাসা কবতে। কোথাও একটা ভিটে-মাটি-চাঁটি কথাটা ঢুকিয়ে দিলে একদম ক্ষীর হয়ে যাবে। অ হুতো।
  • r2h | ০৭ জুলাই ২০১১ ২২:৩৮ | 198.175.62.19
  • পর্বে পর্বে কবিতায় লিখলে সমকাল এবং প্রাসঙ্গিকতার নিকটতর হওয়া যেত, কিন্তু আমি তো চিরকালের বিপ্লবী।

    কবিদের চটি
    শিশুদের পটি
    আঙিনায় ঘুঘু
    খাঁখাঁ ভিটে মাটি
    শ্যামচাচা ঘাঘু
    উলুবনে বাঘ
    ফ্যাকাশে মাতাল
    বৃথা খুঁটিনাটি
    কুড়ি না একুশ
    পাঞ্জাবী খুকি
    কবিতা লিখেছে
    তাঁহার ভ্রূকুটি
    এহেন দুপুরে
    ডহরমাধব
    তোমার বাড়িতে
    সব পরিপাটি
    সিকিটাক জলে
    পোয়াটাক রাম
    সবুরের মেওয়া
    প্রাণের আরাম
  • nk | ০৭ জুলাই ২০১১ ২২:০৪ | 151.141.84.194
  • বড়েম, তোমার তো স্রেফ খই দুধ খেয়ে থাকা দরকার, অল্প চিনি নিও সাথে। ঃ-)
  • nk | ০৭ জুলাই ২০১১ ২২:০২ | 151.141.84.194
  • হু, আসলে সিলেবাসগুলো আমাদের দিকে খুব পোক্ত, কিন্তু প্রয়োগের কালেই বিশদে বিপদ। ঃ-)
  • nk | ০৭ জুলাই ২০১১ ২২:০০ | 151.141.84.194
  • ভূগোলে ইতিহাসে গোল পাকিয়ে আমাদের এক বন্ধু কইতো গান্ধীর ডান্ডি অভিযান নিয়ে, কী ভাগ্যিস উনি স্কটল্যান্ডের ডান্ডী চলে যান নি।
    ঃ-)
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২১:৫৮ | 198.82.18.140
  • পাই, জ্বর কমলো?
  • hu | ০৭ জুলাই ২০১১ ২১:৫৭ | 12.34.246.72
  • তবে আমার মনে হয় সিলেবাসটা বেশ ছিল। সিক্স থেকে এইট পৃথিবীর ইতিহাস। সিক্সে প্রাচীন যুগ, সেভেনে মধ্যযুগ, এইটে আধুনিক যুগ। নাইন-টেনে শুধু ভারতীয় উপমহাদেশের ইতিহাস - প্রাচীন-মধ্য-আধুনিক। ভালো করে পড়ালে এর থেকে বেশ একটা আইডিয়া হয়।
  • Tim | ০৭ জুলাই ২০১১ ২১:৫৬ | 198.82.18.140
  • দৌড়োনো তো ভালো। শরীর ভালো থাকে, মেদ জমেনা।
  • M | ০৭ জুলাই ২০১১ ২১:৫৩ | 59.93.167.168
  • আমার আবার ইতিহাস পরীক্ষার দিন ক্ষী পেট মোচরাতো।সেইটেই মনে আছে।এদিকে আমি কিছু জানতে চাইলে লোকে পাত্তা দেয় না। এই পেট মোচরানো নিয়ে আমার কতো জানতে চাওয়া। যাগ্গে।

    আমি কাল সকালে কচুরী আর জিলিপি সখ করে খেলুম, মানে অত্যন্ত স্মৃতিকাতর না ক্ষী শব্দটারে, ভুলেই গেছি, তা হয়ে।তা ক্ষী বলবো সন্ধ্যে অবধি গলা পজ্জন্ত ভর্তি হয়ে রইলো।কিচু খাওয়ার দরকার হলো না।আর সকালে সেই মোচরানো।দুকুর পজ্জন্ত কিচু দরকার হলো না। ভাবচি এই আক্রাগন্ডার বাজারে সকালে দুটো করে কচুরী খেয়ে নিলেই বেশ কাজ হবে।
  • nk | ০৭ জুলাই ২০১১ ২১:৫৩ | 151.141.84.194
  • সেদিন আমাকে একজন বললো আচ্ছা কী কী সুকীর্তি সুনীতি বা আর কোনো কিছুর জন্য আকবরকে আকবর দ্য গ্রেট বলতে হবে?
    আমি ভেবে দেখলাম ক্লাস সিক্সে সেভেনে মোগল ইতিহাস যা পড়েছি তার কিস্‌সু মনে নাই, বাপরে পরীক্ষায় বিরাট বিরাট সব লিখতে হতো, কিন্তু সেগুলো সেরেফ যা যা বলা থাকতো তাই। কোনো অনুসন্ধান ব্যাখা বিশ্লেষণ নতুন প্রশ্ন তোলা কিস্‌সুর কোনো স্কোপ নাই। সত্যি তো আকবরের সভার মাইনে করা লোকেরা যা লিখতো তাতে তো তাকে দ্য গ্রেট বলবেই, কিন্তু রাজপুতেরা বা মালবের বাজবাহাদুরের লোকেরা বা বাংলার লোকেরা কী মনে করতো?
    অবশ্য আলেকজান্ডারকে দ্য গ্রেট বল্লে আকবরকেও বলা যায়। আকবর তো অন্তত ৫০ টি বছর কাজ করেছে, কিছু কিঞ্চিত ভালো কাজ করেই ফেলতে হয় এতদিন কাজ করলে, কিন্তু আলেকজান্ডার তো কেবল তার দলবল নিয়ে দৌড়ে বেড়াতো। ঃ-)
  • hu | ০৭ জুলাই ২০১১ ২১:৫০ | 12.34.246.72
  • বেতসী নামটাই সবচেয়ে সুন্দর। বেশ ছিপছিপে। এদেশে অবশ্য বেটসি বলবে।
  • hu | ০৭ জুলাই ২০১১ ২১:৪৮ | 12.34.246.72
  • স্যোশাল সায়েন্সকে তো আমাদের সময়ে খুব উঁচু চোখে দেখা হত না। 'ভালো রেজাল্ট' করে কেউ ইতিহাস পড়তে চাইছে শুনলে লোকে পাগল ভাবত। ইতিহাস তো দূরের কথা, ভূগোলটাই পড়তে দিল না মেনস্ট্রীম বিজ্ঞানের সাথে।
  • hu | ০৭ জুলাই ২০১১ ২১:৪৪ | 12.34.246.72
  • আমাদের ইতিহাস পড়াতেন সুপ্রিয়াদি। ক্লাস সেভেনে গ্রীষ্মের দুপুরে কুবলাই খাঁ পড়াতে পড়াতে বললেন - আমার নাকটা কুবলাই খাঁর মত না? কুবলাই খাঁ সম্পর্কে এর চেয়ে বেশী কিছু আর মনে নেই ঃ-)
  • nk | ০৭ জুলাই ২০১১ ২১:৪১ | 151.141.84.194
  • বীরশ্রী যৌবনশ্রী বান্ধুলি বেতসী সবাই তুমি সন্ধ্যার মেঘ এ। বিগ্রহপাল অনঙ্গ নয়পাল লক্ষ্মীকর্ণ, সবাই। এমনকি অতীশ দীপংকর ও। ঃ-)
  • pi | ০৭ জুলাই ২০১১ ২১:৪০ | 72.83.103.132
  • টিম, বিস-পচ্চিস ও নামানো যায় ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত