এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ০৮ জুলাই ২০১১ ১০:০০ | 124.247.203.12
  • জাস্ট ভাবা যায় না।

    দিল্লীতে তুমুল বৃষ্টি আর সন্ধ্যে ব্যালা সিকি বাড়ী ফিল্লো পুরো সান বার্ন্ট হয়ে।
  • siki | ০৮ জুলাই ২০১১ ০৯:৩৩ | 123.242.248.130
  • আজ শুক্রবার। কুড়ি একেবারে চোখ ঝলসে দিচ্ছে :-|
  • kc | ০৮ জুলাই ২০১১ ০৯:২৮ | 89.203.49.18
  • রিমঝিম তো কালকে কুইট করে গেল না?
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ০৯:১০ | 117.194.44.24
  • কালকের চ্যালেঞ্জ দেখলাম। এখন আমার প্রথম পছন্দ রিমঝিম মিত্র।
  • siki | ০৮ জুলাই ২০১১ ০৮:৫১ | 123.242.248.130
  • সকাল সকাল সন্ধ্যা মুখো শুনতে শুনতে এলাম। প্রাণটা খুশ হয়ে গেল।
  • y | ০৮ জুলাই ২০১১ ০৭:৫১ | 59.164.98.195
  • বুঝলুম! এদিকে সবাই কিনা ভাবত এন্দার ফেক!!
  • prateek | ০৮ জুলাই ২০১১ ০৬:১২ | 24.162.193.106
  • মুখবই তে ব্রাত্য বসু দিয়ে সার্চালে স--- বসু দিকে পয়েন করতাসে।।নাহ ন্যাড়া-দাকে ধরতে হবে। রাজারহাটে যদি একটা গতি হয় ঃ)
  • RATssss | ০৮ জুলাই ২০১১ ০৪:৩৩ | 63.192.82.30
  • আমিও...
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০২:৫০ | 12.149.39.84
  • নিশি, আম্মো এক পিস মাত্তর ঃ-((
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:২৫ | 151.141.84.114
  • খুঁজে খুঁজে দেখলাম ভাইগুলোর নামে মিল এরকম বাড়ী কিছু ছিলো কিনা! আঁতি পাতি করে খুজে শেষে জ্যেঠাদের জেনারেশনের এক চার ভাই পাওয়া গেল, বিমল,কমল, শ্যামল, অমল। ঃ-)
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:২০ | 151.141.84.114
  • সায়ন টিম বড়াই স্যান এরা সকলেই একমাত্র না?
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:১৮ | 151.141.84.114
  • আমার কেন জানি ধারণা হয়েছিলো গুর্চ তে যারা লেখে টেখে বেশীরভাগই একমাত্র সন্তান। কোনো ভাইবোন নেই। কেন এমন ধারণা হয়েছিলো কেজানে!
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০২:১৭ | 115.184.120.44
  • ইশ্‌ নিশিকুসুম স্মৃতি খুঁড়ে কোন্‌ সব ব্যথা ইয়াদ দিলাচ্ছো!!
    নাহ্‌, রিটায়ার কল্লাম। গুডনাইট!
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০২:১৭ | 12.149.39.84
  • ঃ-)) আমার বন্ধু চৈতালী তার দুই দিদি শেফালী দীপালী --এবার যখন চতুর্থ মেয়ে হল--তার বাবা নাম দিলেন ডোবালি ঃ-)))) অবশ্য--চার মেয়ে দুই ভাই এর দুটি করে তাও ঃ-((
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:১৬ | 151.141.84.114
  • কিন্তু ঝল্লরী-বল্লরী আরো ভালো। ঃ-)
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:১৩ | 151.141.84.114
  • আরো দুই বোন থাকলে দোয়েল পায়েল ঃ-)
  • pi | ০৮ জুলাই ২০১১ ০২:১২ | 128.231.22.142
  • ঃ)
    হ্যাঁ, বোনেরও খুব শখ ছিল তো আমার। অনেক ধাড়ি বয়স অব্দি বোন চাই বলে বায়না করে গেছি। আমার খাতায় সেই হ-হ-পা বোনের জন্যও অনেক নাম লেখা থাকতো তো। আমার উইশলিস্টির নামের সাথে মিলিয়ে মিলিয়ে। ঃ)
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০২:১২ | 12.149.39.84
  • তা পাইরে বেতসীলতা খুব মানাইতঃ-)

    সান্দার মনে হয় খুব কাহিল অবোস্তা---
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০২:১২ | 115.184.120.44
  • আরো দুই থাকলে কোয়েলী-কাকলী। ঃ-)
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:১০ | 151.141.84.114
  • পাই, ধরো তোমরা যমজ হলে, দুই বোন। নাম দিতো, কুহু ও কেকা ঃ-)
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০২:০৯ | 115.184.120.44
  • হুঁ, গৌরের কবচ পড়ে ইস্তক সে ইচ্ছাও জন্মেছিল, সে আর হ'ল কই! উত্তম-মধ্যম যথেষ্ট পেলাম। নারায়ণ কূপিত হয়ে দেখা দেননি। ঃ-(
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:০৮ | 151.141.84.114
  • মধ্যমনারায়ণ তেল মাখো সান্দা। ঃ-)
  • pi | ০৮ জুলাই ২০১১ ০২:০৭ | 128.231.22.142
  • এই কুহু নামটার উপর যে আমার কদ্দিনের লোভ !
    আমার সেই নামের ডায়রির অনেকগুলো পাতা জুড়ে কুহু তার এক নং পোজিশন ধরে রেখেছেইল।

    ইশ, এমনও তো হতে পারতো, আমি হবার আগে, মা খুব করে শরদিন্দু পড়ছে। আর মনে মনে ঠিক করছে, মেয়ে হলে নাম দেবো কুহু। নাকি রট্টা ? বেতসী ?
    তারপর সব ভোট পড়বে কুহুর উপর।

    নাঃ, সে অবস্থা আর কই ছিল ! সকাল থেকে উঠে লাফ ঝাঁপ করে সংসারের এত্ত এত্ত কাজ সেরে দাদাকে পড়িয়ে, খাইয়ে, স্কুলে পাঠিয়ে আইতে যাইতে দু'ঘণ্টা দু'ঘন্টা করে বাদুড়ঝোলা হয়ে আপিস করে ...
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০২:০৬ | 115.184.120.44
  • কুসুমনানী, পেট পুরো হুভার ড্যাম হয়ে গেছিল। এখন ওসব মাখলে আর দেখতে হবে না। এক যদি পলিমাটি পেতাম একতাল, লেপে বসে থাকতাম।
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:০৬ | 151.141.84.114
  • আমার ব্যক্তিগত মত হলো লেখক কবি শিল্পীদের একটা সময়ের পরে অবসর নিয়ে নির্জনবাস করা উচিত। পাঁচ পাব্লিকের টানাটানিতে গিয়ে দরকার কী? যা রচিত হয়ে গেছে তাতো হয়েই গেছে, সেখানেই তো স্রষ্টা যা বলার বলে দিয়েছেন, ব্যক্তিমানুষটাকে গিয়ে গিয়ে বলতে হবে কেন?
  • nk | ০৮ জুলাই ২০১১ ০২:০২ | 151.141.84.114
  • তবে শরদিন্দুর শর্ট স্টোরিগুলো তীক্ষ্‌ন্‌তায় অনেক ছাড়িয়ে যায় উপন্যাসগুলোকে। শর্ট স্টোরির নারী চরিত্রগুলো ও আগুনের বর্শার মতন, মোটেই দুধে-আলতা নরমসরম টাইপ না। সেই উল্কা, রুমা, তিত্তি, সোমদত্তা, ইতি, এলা।
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০২:০১ | 12.149.39.84
  • নিশিকুসুম, এক্কেরে ঠিক বলেছিস--সত্যি রে দেখে কেমন মায়া হল--এই প্রথম কেমন যেন মনে হল বুড়ো হয়ে গেছেন---মানে ঐ হুইল চেয়ারটা বেশ ধাক্কা দিল মনে
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০১:৫৯ | 12.149.39.84
  • পাই, একেবারে ঘরোয়া আসরে পেলে এই কোশ্নোটা করব---আমার পেটের মধ্যে গুলোচ্ছে! সুমিতদাকে ধরব ডিটেলস এ লিখতে এই বিষয়ঃ-))

    সান্দা তুই মাথায় পেটে জবাকুসুম মাখ---;-)
    শরীর কেমন এখন?
  • nk | ০৮ জুলাই ২০১১ ০১:৫৮ | 151.141.84.114
  • হ্যাঁ, গৌড় মল্লারেই শিখরিণী। কুহু ছিলো তার পরিচারিকা।
  • nk | ০৮ জুলাই ২০১১ ০১:৫৭ | 151.141.84.114
  • এই সুনীলের বর্তমান অবস্থা জেনে দুঃখ হয়। আগেকার সুনীল যে অন্যরকম ছিলো সে আগের লেখাগুলো থেকেই মালুম হয়। সেই কালো রাস্তা সাদা বাড়ী! সেই দিকশূন্যপুরের নীলু, গড়বন্দীপুর থেকে সেতু পার হয়ে মুক্তিপুর, ঈশ, সেইসব লেখা আর হবে না।
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:৫৬ | 128.231.22.142
  • শিখরিণী গৌড়-মল্লারে, না ?
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:৫০ | 128.231.22.142
  • এই রেগে যাবার গপ্পো আগে জানা থাকলে বোধহয় আমি যেটা বলেছিলাম, আর কইয়ে পারতুম না।
    তবে উনি মিষ্টি করে হাসলেন, যখন বল্লাম, আগের নীলুকে বেশ মিস করি।
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০১:৪৮ | 115.184.120.44
  • nk'র নুতন নাম নিশিকুসুম আমার পছন্দ হয়েছে। বেশ ডিম্বাকৃতি নাম।

    আকাদা'কেও আকাশকুসুম নাম দেওয়া যেতে পারে। ঃ-)
  • nk | ০৮ জুলাই ২০১১ ০১:৪০ | 151.141.84.114
  • বড়াই, সেই উত্তরার গানের জন্য থ্যাংকু, অনেক দেরি হয়ে গেল যদিও, কিন্তু থ্যাংকু বাসি হলেও খাওয়া যায়, পুলিপিঠার মতন। ঃ-)
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০১:৪০ | 12.149.39.84
  • পাই, তার একটু আগেই, সুনীলের এক স্তোত্রতে একটু ভুল ধরায়---যিনি ধরেছিলেন তিনিও মানি গুণি, নামটা জানিনা, কিন্তু ঐ বিশেষ সারিতে সুনীলের পাশেই বসেছিলেন---তা সুনীল ভীষণ রেগে গেলেন---বল্লেন ডেকোরাম নষ্ট করা হয়েছে --একে এসেছেন হুইল চেয়ারে , তায় বড় ক্লান্ত দেখাচ্ছিল--নইলে আমার খুউব কোশ্নো পাচ্ছিল --চেপে গেলাম, মানে অমিত হাতে চিমটি কেটে বল্ল " একেবারে চুপ" ঃ-((
  • nk | ০৮ জুলাই ২০১১ ০১:৩৯ | 151.141.84.114
  • পাই, nk কে নৃত্যকালী ও ডাকতে পারো। ঃ-)
  • nk | ০৮ জুলাই ২০১১ ০১:৩৮ | 151.141.84.114
  • কোন জ্বর? সে কী? জ্বর তো একটাই, প্রেমজ্বর। কালাজ্বর পালাজ্বর পীতজ্বর সবই তার স্লাইট ভেরিয়েশন। ঃ-)
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:৩৬ | 128.231.22.142
  • নিনাদি, ঐ রেফারেন্স নিয়ে কোন প্রশ্ন দর্শকে করেনি ?
    কোন বইতে জ্যোতিরিন্দ্রনাথ ও কথা কইলেন, সেটা কেউ জানতে চাইলো না ? আর এতদিন সে কথা উঠে আসেনি ই বা ক্যানো, সেকথাও উঠলো না ?
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:৩৫ | 128.231.22.142
  • সান্দা, মেইল দেখবেন।

    সুমিতদা, আপনিও ঃ)
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:৩৪ | 128.231.22.142
  • nk কে কি আমরা নিশিকুসুম বলে ডাকবো ?
  • aka | ০৮ জুলাই ২০১১ ০১:৩৩ | 168.26.215.13
  • কোন জ্বরের কথা হচ্ছে?
  • I | ০৮ জুলাই ২০১১ ০১:২৮ | 14.96.165.22
  • নিশি মোক্ষম দেছে !
  • Nina | ০৮ জুলাই ২০১১ ০১:২৮ | 12.149.39.84
  • সুমিতদা ঃ-))) সেই জন্যেই তো কথাটা হাটে ছেড়েছি--অন্য বিদগ্‌ধ জনে কি কন? সুনীল গাঙ্গুলী কে প্রশ্ন করা হয়নি--শুধু ওনার গপ্প-সপ্প শুনেই অন্য প্রোগ্রামের ঘরে ছুট দিয়েছি---তুমি লেখনা প্লিজ গুরুতে ---ডিটেলসএ ---হয়ে যাকঃ-)
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:২৮ | 128.231.22.142
  • না, না , জ্বর হলেই আমার মনে হয় আমি তুষারপাতের মধ্যে মাত্র একখানি জ্যাকেট ( কম্পেয়ার্ড টু মাই ইজ্যুআল থ্রি) পরে বসে আছি। আর বরফ মনে হলেই ডিমের সাদা অংশ মনে পড়ে তো।
    তাছাড়া জ্বর অর নো জ্বর, ডিমের্সাদাব্বেটার।
  • prateek | ০৮ জুলাই ২০১১ ০১:২৫ | 129.108.242.16
  • রাজমা চাউল ক্যাটরিনা/ঐশ্বর‌্যা রাই শেয়ার করতে চাইলেও অখাদ্য!
  • nk | ০৮ জুলাই ২০১১ ০১:২১ | 151.141.84.114
  • তারে কয় বাসনাকুসুম। ঃ-)
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০১:১৯ | 115.184.120.44
  • পাই দেখেছো তো জ্বর হলেই কেমন লাল কুসুমওয়ালা ডিম খেতে ইচ্ছে করে! ঃ-)
  • sayan | ০৮ জুলাই ২০১১ ০১:১৬ | 115.184.120.44
  • ডিম হল মট্টে। কুসুম জানি না।
    পলিটবুড়ো নির্ঘাৎ জিঙ্গা।
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:১১ | 128.231.22.142
  • বোঝো !
    কুরি মানে পাঁঠা ?
  • pi | ০৮ জুলাই ২০১১ ০১:০৯ | 128.231.22.142
  • ও সান্দা, মন খারাপ করে না।
    ভেবে ভেবে লিখে দাও দিকিনি, ডিমকে কী বলে ?
    ডিমের কুসুম ? কুসুম ? কুঁড়ি ? কুড়ি ? ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত