এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:৩২ | 151.141.84.194
  • ফরিদা র কবিতাটাই বা কেন কেউ দিচ্ছেন না????
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:২৯ | 151.141.84.194
  • আহা বাবরকে নিয়ে একটা মজবুত রোমান্টিক উপন্যাস (ন্যাতপ্যাতে রোমান্টিক না, চেঙ্গিজীয় টাইপ, সেই পাহাড় ও স্তেপের আখ্যানের মতন) পড়ার আমার খুব শখ, কিন্তু কেউ লেখে না। ঃ-(
  • M | ০৪ জুলাই ২০১১ ২১:২৮ | 59.93.209.223
  • কদিন ধরেই ছেলের জিওগ্রাফি আর ইংলিশ টিচার ছেলের উপর ক্ষেরে গেছে, কেন কে জানে! একদিন শুধু ছেলের জিও খাতায় লিখেছিলেন ওর খাতা নাকি এক্সট্রিমলি ডার্টি, আর আমি ডার্টির কিছুই দেখতে পাইনি, আর খাতাটাও ক্যামন রোগা মতন,বলেছেন নাকি খাতার পেজ ছিঁড়েছে, তো আমি খাতাতেই লিখে পাঠিয়েছিলাম, খাতার পেজ ও ছেঁড়েনি, আর এক্সট্রিমলি ডার্টি বলতে কি বুঝিয়েছেন একটু ছেলেকে বলবেন, ও বুঝতে পারেনি। তো তারপর থেকেই এটা চলছে,এখন দেখছি বেচারী দুমিনিট অন্তর হিসু করতে আসছে আর হোমওয়ার্ক করছে।পৈলানে কখন ও এই ফালতু জিনিস গুলো ফেস করতে হয়নি। বিরক্ত লাগছে।এখন মহিলা রোজ ই কারন খুঁজবেন ছেলেকে জ্বালানোর। নয়া নয়া উপদ্রপ। আবার পৈলানের টিচার ভীষন ভালো ছিলেন বলে সেখানে স্টুডেন্টরা আর তাদের বাপ মায়েরা মাথায় চড়ে নাচতো। অদ্ভুত পরিস্থিতি।সব কিছুই এখানে চরম হবে। মাঝামাঝি কিছুই নাই। মাঝে মাঝে মনে হয় আমি আর আমার ছেলেটাই বোধায় অ্যাব। অন্য লোকেরা ক্যামন খুল থাকে।হেঁ হেঁ করে।ভাল্লাগেনা।
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:২২ | 151.141.84.194
  • আমি বই বেশী মোটা দেখলে শুরুর কিছু মাঝের কিছু আর শেষের কিছু খাবলা খাবলা পড়ে ফেলি। ভালো লাগলে তারপরে কন্টি পড়ি, না লাগলে কাটিয়ে দিই। এই টেকনিক কাজে লাগাতে পারেন। ঃ-)
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২১:১৭ | 121.241.98.225
  • মঙ্গলে রজনী গেলেই মঙ্গল মে জঙ্গল হয়ে যাবে।

    বাদ্‌শাহ নামদার পড়িনি এখোনো। সাইজ দেখে ভয় খেয়েছি।
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:১৪ | 151.141.84.194
  • তানসেন তো ওখানেই থাকতেন সেই আকবরের আমলে অবশ্য। কিন্তু তেনার স্পিরিট? সে তো রয়েই গেছে। তাঁকে ধরুন মিয়াঁ কি মল্লার বাজিয়ে বৃষ্টি নামিয়ে ফেলবে।
    "বাদ্‌শাহ নামদার" পড়লেন?
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২১:১৩ | 122.167.74.170
  • ছিঃ মঙ্গল গ্রহে রজনীকান্তের কী কাম? একটা ওভারহাইপড ন্যাড়া গ্রহ। রজনীকান্তকে শনি ছাড়া মানায় না। রজনীকান্ত শনির রিং ধরে ঝুলছে ভাবতেই .....
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২১:১২ | 121.241.98.225
  • সাধাসাধি করি তো। তবে ঐ মেঘমল্লারটা তেমন ভালো করে সাধিনি। রুনাকা ঝুনাকা মোরি পর্যন্ত পারি। ঐটুক সাধায় কি আর কিছু নামে?
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২১:০৯ | 121.241.98.225
  • মঙ্গলগ্রহে রজনীকান্ত। ভাবতেই কেমন। আহাহাহা
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:০৯ | 151.141.84.194
  • সাধাসাধি করে কিছু নামাতে পারেন না, নেতাই?
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:০৮ | 151.141.84.194
  • কোন্‌ গ্রহে? কাছাকাছির মধ্যে ভালো গ্রহ তো ... না তেমন তো দেখি না! তবে রজনী হয়তো হাইপারট্রাভেল করে আশেপাশেই পেয়ে যাবে। ঃ-)
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২১:০৮ | 121.241.98.225
  • বৃষ্টি কই নামেনি। উপরেই ভাসছে মেঘ হয়ে এখোনো।
  • aka | ০৪ জুলাই ২০১১ ২১:০৫ | 24.42.203.194
  • না রজনীকান্ত যদি জানত ২০১২ তে পৃথিবী ধ্বংস হবে তাহলে অন্য গ্রহে বাড়ি বানিয়ে রাখত।
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:০৩ | 151.141.84.194
  • এই নেতাই, বৃষ্টি কি নামলো আপনার ওখানে?
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২১:০১ | 121.241.98.225
  • যে জিনিষ লিখতে চেয়েছিলাম হুবহু তাই লিখেছি। আমি জানতামই ভুল।
    কেউ ধ্বংস করতে চাইলে রজনীকান্ত কড়কে দেবে?
  • nk | ০৪ জুলাই ২০১১ ২০:৫৯ | 151.141.84.194
  • ক্ষুরস্যধারা নিশিতা না কি যেন বলে, ক্ষুরের ধারের মতন ধারালো দৃষ্টি বলতে গেছিলো মনে হয়। ঃ-)
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২০:৫৮ | 122.167.74.170
  • আকা, তোর সেই সুইটমতন বসটাকে একবার শুধো না, তার কাছে কাকুর নতুন বাড়ির গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে কিনা?
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২০:৫৫ | 122.167.74.170
  • ক্ষুরদৃষ্টিটা কী বস্তু??
    খরদৃষ্টি লিখতে চেয়েছিলি বুঝি?
  • aka | ০৪ জুলাই ২০১১ ২০:৫৫ | 24.42.203.194
  • গুড। এবারে ২০১২ তে যে পৃথিবী ধ্বংস হবে না তা কি করে বোঝা যাচ্ছে?
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২০:৫৩ | 121.241.98.225
  • ক্ষুরদৃষ্টিতে সূর্য যাতে ভষ্ম না হয়ে যায়?
  • nk | ০৪ জুলাই ২০১১ ২০:৪৮ | 151.141.84.194
  • ফরিদার যে কবিতা বেরিয়েছে, সেটা কেউ তুলে দেবেন? কোনো টইয়ে বা এখানেই? খুব বড়ো হলে হাফাহাফি করেও দিতে পারেন। আগাম থ্যাংকু।
  • aka | ০৪ জুলাই ২০১১ ২০:৪৭ | 24.42.203.194
  • আচ্ছা বল দিকি রজনীকান্ত কেন চোখে সানগ্লাস লাগায়?
  • nk | ০৪ জুলাই ২০১১ ২০:৪৭ | 151.141.84.194
  • এই কি সেই ভালো নাচতে পারা রজনীকান্ত?
  • aka | ০৪ জুলাই ২০১১ ২০:৪৫ | 24.42.203.194
  • আরে রজনীকান্তও আমার ইমেল আইডি হ্যাক করতে পারে নি।
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২০:৪৪ | 122.167.74.170
  • লিস্টি থেকে
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২০:৪৩ | 122.167.74.170
  • আজই আমি আমার লিস্টি তোকে ঘ্যাচাং করবো। আর নয়তো কোনো হ্যাকার্স ব্লগে তোর ইমেল আইডি পোস্ট করবো।
  • aka | ০৪ জুলাই ২০১১ ২০:৪০ | 24.42.203.194
  • সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মতন জঘইন্য জিনিষের ইনভিটেশন আমি নিইও না কাউকে পাঠাই ও না। আমার সোশ্যাল কর্তব্য পালন করছি।
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২০:৩৮ | 122.167.74.170
  • আকা কি কোনোদিনও কোনো কাজেই লাগবে না?? ঃ-((
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২০:৩৩ | 121.241.98.225
  • কিচু না জেনেও বলা যায়-
    বাদুরবাগানে বাদুর নাই। আদুর গায়ে ছেলেপিলে পাবেন।
    চোরবাগানে চোর নাই। ডাকাত আছে।
    রামবাগান কিংবা যদুবাগানে বাগানের বদলে কংক্রীটের বীরামহীন জঙ্গল।
  • nk | ০৪ জুলাই ২০১১ ২০:২২ | 151.141.84.194
  • আচ্ছা পুরানো কলকাতার এই বাগানোয়ালা জায়্‌গাগুলোর এখন কী অবস্থা? এই যেমন বাদুরবাগান চোরবাগান রামবাগান যদুবাগান?
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২০:২২ | 122.167.74.170
  • এই যো সব আম্রিগানরা! কারুর কাছে গুগল+য়ের নেমন্তন্ন আছে নাকি? থেকে থাকলে আমারও চাই।
  • Netai | ০৪ জুলাই ২০১১ ২০:১৯ | 121.241.98.225
  • আমের প্রতি আম জনতার স্বাভাবিক দুর্বলতা।
  • nk | ০৪ জুলাই ২০১১ ২০:১৮ | 151.141.84.194
  • আমি অনেক পরে এলাম। যার যার বিবাহবার্ষিকী আর জন্মদিন ছিলো, সবার জন্য শুভেচ্ছা।
  • nk | ০৪ জুলাই ২০১১ ২০:১৭ | 151.141.84.194
  • আমবাগান হলে আম্মো আছি। সে যেখানকার আমবাগান ই হোক। পলাশীর আমবাগানে হলেও। ঃ-)
  • Sibu | ০৪ জুলাই ২০১১ ২০:০২ | 50.0.5.191
  • এই এই, আমবাগান ডিসেম্বরে। আমাকে বাদ দিয়ে আমবাগান ভাট হলে গুরুই ছেড়ে দেব।
  • M | ০৪ জুলাই ২০১১ ২০:০০ | 59.93.209.223
  • সুতোকে, হ্যাবাড্ডি,আরো হাসি খুশী হয়ে ওঠো।
  • kc | ০৪ জুলাই ২০১১ ১৯:৫৯ | 89.203.49.18
  • হ্যাঁ হ্যাঁ, একটা ওই আমবাগানওলা ফিস্টি কর দেখি। এই চার দেয়ালের মধ্যে ভাট আর ভাল্লাগেনা।
  • Sibu | ০৪ জুলাই ২০১১ ১৯:৫৬ | 50.0.5.191
  • আমবাগান ভাড়া হবে এখানে নেমোতোন্নো হবে না!!!

    আর বোধি অতি পাজি ছেলে। ফেবুতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৯:৫৫ | 122.248.183.1
  • কাটলাম!!
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৯:৪৩ | 122.248.183.1
  • ও শিবু দা, প্ল্যান হলো না আমরা আম-বাগন ভাড়া নিয়ে ফিস্টি করবো!! তুমি বৌদি আর মেয়ে কে নিয়ে আসবে।

    এতক্ষণ বোধির সাথে ভ্যাট করে এলাম বারিস্তা থেকে। ভারী অমায়িক ছেলে। আমার খুব পছন্দ হয়েছে।

    কী সব ছেলে বেলুড় অবধি যেতে পারে না!!

    তিল দা, কুমু দি, দে কলকাতায় এলেই আমাকে পিং করো। কোন চাপ হবে না।

    তিল দা, বেলুড় DLF থেকে ২৭ কিমি। বারাসাত মনে হয় আরো বেশী হবে।
  • Sibu | ০৪ জুলাই ২০১১ ১৯:৩০ | 50.0.5.191
  • বোতীন আমাকেও বাদ দিল ঃ(। সামনের বার আর কাঠবিড়ালী রোস্ট খাওয়াব না।
  • til | ০৪ জুলাই ২০১১ ১৮:৩৩ | 124.169.30.142
  • বেলুড় অ্যান্ড বারাসাত।
    হুইচ ইজ নিয়ারার টু ক্যাল?
  • kumudini | ০৪ জুলাই ২০১১ ১৮:১০ | 122.160.159.184
  • ইকীরে,বাচ্চা বাচ্চা ছেলে সব,সামান্য বেলুড় যেতে পাচ্চে না,খাটের তলায় লুকোচ্চে।
    বেলুড় থেকে হাওড়া এসো,নদী পেরোতে অসুবিধে (ঃ-))হলে।আর হাওড়া থেকে মানুষ তিব্বত,কন্যাকুমারী-সর্বত্র যেতে পারে।কাজু কল্কেতাতেই থাকে তো,না কী।
    এমনকি বড়াই অব্দি রোজ সোদপুর (না খড়দা?)থেকে এসে রোগীদের দেখাশুনো কচ্চে!
  • til | ০৪ জুলাই ২০১১ ১৮:০৩ | 124.169.30.142
  • বৎস ব্রতীন, লুড়ুভাটের সেকেন্ড শো নাই? ডিসেম্বরে???
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ১৭:৫৪ | 59.163.201.173
  • আচ্ছা, ন্যাতাইবাউ-ও আমারে নুন দিয়ে খাবার তাল কচ্চে। কীদিঙ্কাল ! দাঁড়াও তোমারে আমি সস দিয়া খাইতেছি।

    বোতিন্দা, কোন্নং? ফোন্নং? দিতাসি, কিন্তু বেলুড় যাইতে কইয়ো না। গিয়া রেতে ফেরা বড় হ্যাপা, এই ঘন বরষায় নৌকাপার হতে ডর লাগে। অথচ বেলুড় যাবার উটি-ই শ্রেষ্ঠ পথ আমার। রাগ কইরো না।

    ঞঝজঙখছচঞঘজ
  • til | ০৪ জুলাই ২০১১ ১৭:৫৪ | 124.169.30.142
  • *আমি ৫' ! কবে দেশে যাবো সেই অপেক্ষায়!
  • til | ০৪ জুলাই ২০১১ ১৭:৪৯ | 124.169.30.142
  • দে-দি পেটুক? বলি, অমন ছিলিম কেউ পেটুক হলে হয় না।
    আমার এখন একটাই প্যান্ট সম্বল, রোজ সেটা পরেই অফিস যাই, জামা পালটে কেবল। কারণ, সব ছোট হয়ে যায়। এদেশের প্যান্ট আবার আমার দেড়গুণ লম্বা, আমি 5' ! kabe deshe Jaabo sei apexaay!
  • Netai | ০৪ জুলাই ২০১১ ১৭:৪৩ | 121.241.98.225
  • একটু লবন দেওয়া কাজু না থাকলে ভাটের আসর কেমন জোলো জোলো লাগে।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৭:২৭ | 122.248.183.1
  • কাজু তোমার নাম্বার টা চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত