অর্পণ Cute PDF Professional টা এ হচ্ছে কিন্তু পেজ্গুলো অর্গানাইজ করতে পারছি না। শমীক তোমার লিং টা এখনো দেখে উঠতে পারিনি।
til | ২৯ জুন ২০১১ ১০:৫৪ | 165.12.252.211
দুটো প্রশ্ন ঃ (১) আজকাল আবাপ ও Telegraph খুললেই প্রচুর পপ আপ ডানদিকে আসে্ছ। বাড়ীতে, অফিসেও। এই জ্বালাতন কি করে এড়াবো, pop up block করা আছে মনে হয়, তবুও। একটু ডিতেলসে দেবেন।
(২) মোটামুটি কাজ চলার মত রঙ্গীন টিভি (দেশে, কলকাতায়) কি কিনবো? এখানে গুরুতে সব লাখ বে লাখের মনসবদারদের আনাগোনা, জানি, সেজন্যে ভয়ে ভয়ে জিগাচ্ছি। মানে জনতা টিভির প্রসঙ্গে জানতে চাই। LCD ফিডি নয়, তবে ফ্ল্যাট স্ক্রীন হলে মন্দ হয় না under 10K।
de | ২৯ জুন ২০১১ ১০:৫৩ | 59.163.30.4
বম্ম, পিন্টু ভট্টাচার্য্যের গাওয়া --
আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে দুখের সাথে জানাশোনা হলো আমাকে তোমরা সবাই পথের পথিক বোলো।
মাল্টিপেজ পিডিফ বানাব, Adobe Acrobat 9 ছাড়া আর কি কোন সফ্ট ওয়ার আছে ? থাকলে কি প্রসেস এ বানাব?
M | ২৯ জুন ২০১১ ০৯:১৫ | 59.93.196.50
চিন্টুবাবু আবার মানসী নিয়ে টানা হ্যাঁচরা করে ক্ষেন? আশ্চজ্জি!
পাজি শমীক, সুদুমুদু দুঃখু দেয়।
আমায় এই গানটা ঠিক ঠাক বলে দাও তো কেউ,আমি বলচি কিন্তু ইউটুইব খুঁজে পাচ্ছে না।
সুখের সাথে ভাব হলো যে দুঃখের সাথে জানাশোনা হলো আমাকে তোমরা সবাই পথের পথিক বোলো।
Bratin | ২৯ জুন ২০১১ ০৯:০৩ | 117.194.98.193
কাবলি দা, মার্কেটে এসে গ্যাছেন তো!! কলকে রাতে আমার সাথে প্রায় ১ ঘন্টা ভাট হল। বেলুড় ভাটের পরিকল্পনা ইত্যাদি হল। তবে কাবলি দা প্রায় শ তিনেক পাতা পিছিয়ে আছেন ভাট পাতা তে। দ্রুত পড়ে সেম পেজে আসার চেষ্টা করছেন।ঃ-))
siki | ২৯ জুন ২০১১ ০৮:২৪ | 123.242.248.130
সান্দা, গলা টেপার জন্য কোনও শাঁকচুন্নি পেত্নী পাওয়া যাচ্ছে না?
Kulada Roy | ২৯ জুন ২০১১ ০৫:৩৪ | 74.72.54.134
বহুদিন আগে আকাশবানীতে পদ্মানদীর মাঝি গীতিনাট্যটি শুনতাম। ওখানে ধনঞ্জয় ভট্টাচার্য গান করেছিলেন। একটি গান ছিল-- কই যাওরে পদ্মার ঢেউ আমার কথা শুইনা যা। এই গীতিনাট্যটি কি কারো কাছে আছে? থাকলে লিংক দেবেন।
SS | ২৯ জুন ২০১১ ০৪:৫৭ | 99.120.125.223
সায়ন, জ্বর, গলাব্যথা ইত্যাদি নিয়ে রাত দুটোয় গুরুতে লিখছো? আশেপাশে কেউ নেই যে একটু মুখরোচক খাবার কিনে এনে দিতে পারে?
nk | ২৯ জুন ২০১১ ০৪:৫৩ | 151.141.84.114
ওরে অচিন্ত্য, থ্যাংকু, অনেক অনেক অনেক। আমি যত্ন করে তুলে রাখছি এটা।
achintyarup | ২৯ জুন ২০১১ ০৪:২৯ | 59.93.242.60
জ্বর হলে মাঝরাতে কম্পুটার খোলা ভাল নয়কো।
ডুবিতেছি ইত্যাদিও মানসীরই কবিতা। তার নাম নিষ্ফল কামনা।
বৃথা এ ক্রন্দন। বৃথা এ অনল-ভরা দুরন্ত বাসনা।
রবি অস্ত যায়। অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো। সন্ধ্যা নত-আঁখি ধীরে আসে দিবার পশ্চাতে। বহে কি না বহে বিদায়বিষাদশ্রান্ত সন্ধ্যার বাতাস। দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে আছি দুটি আঁখি-মাঝে। খুঁজিতেছি, কোথা তুমি, কোথা তুমি। যে অমৃত লুকানো তোমায় সে কোথায়। অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম, ওই নয়নের নিবিড় তিমির তলে, কাঁপিছে তেমনি আত্মার রহস্য-শিখা।
তাই চেয়ে আছি। প্রাণ মন সব লয়ে তাই ডুবিতেছি অতল আকাঙ্ক্ষা-পারাবারে। তোমার আঁখির মাঝে, হাসির আড়ালে, বচনের সুধাস্রোতে, তোমার বদনব্যাপী করুণ শান্তির তলে তোমারে কোথায় পাব -- তাই এ ক্রন্দন।
বৃথা এ ক্রন্দন। হায় রে দুরাশা, এ রহস্য এ আনন্দ তোর তরে নয়। যাহা পাস তাই ভালো, হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকু, প্রেমের আভাস। সমগ্র মানব তুই পেতে চাস, এ কী দুঃসাহস! কী আছে বা তোর, কী পারিবি দিতে? আছে কি অনন্ত প্রেম? পারিবি মিটাতে জীবনের অনন্ত অভাব? মহাকাশ-ভরা এ অসীম জগৎ-জনতা, এ নিবিড় আলো-অন্ধকার, কোটি ছায়াপথ, মায়াপথ, দুর্গম উদয়-অস্তাচল,
এরি মাঝে পথ করি পারিবি কি নিয়ে যেতে চিরসহচরে চিররাত্রিদিন একা অসহায়? যে জন আপনি ভীত, কাতর, দুর্বল, ম্লান, ক্ষুধাতৃষাতুর, অন্ধ, দিশাহারা, আপন হৃদয়ভারে পীড়িত জর্জর, সে কাহারে পেতে চায় চিরদিন-তরে?
ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব, কেহ নহে তোমার আমার। অতি সযতনে, অতি সংগোপনে, সুখে দুঃখে, নিশীথে দিবসে, বিপদে সম্পদে, জীবনে মরণে, শত ঋতু-আবর্তনে বিশ্বজগতের তরে ঈশ্বরের তরে শতদল উঠিতেছে ফুটি; সুতীক্ষ্ণ বাসনা-ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে? লও তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য-বিকাশ, মধু তার কর তুমি পান, ভালোবাসো, প্রেমে হও বলী, চেয়ো না তাহারে। আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের
শান্ত সন্ধ্যা, স্তব্ধ কোলাহল। নিবাও বাসনাবহ্নি নয়নের নীরে, চলো ধীরে ঘরে ফিরে যাই।
hu | ২৯ জুন ২০১১ ০৩:৩৫ | 98.223.88.150
খাবার অর্ডার করে দাও না কেন? দিল্লীতে তো দেখতাম সাধারন রেস্টুরেন্টেই স্যুপ পাওয়া যেত। লুরুতে পাওয়া যায় না? বাড়ির মত হবে না জানি। তবু কি আর করা!
হুচি, আসল খাবার দাবার ইয়ানি কি গরগরে লাল ডিমের্ঝোল অ্যান্ড গরম ভাত। কিন্তু গলা দিয়ে জল ছাড়া কিছু নামছে না। তার উপর একটা ট্যাবলেট খাবার আধ ঘন্টার মধ্যে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। খুব সম্ভব ওই এজি"থ্রো'মাইসিন টা। গলাটা ঠিক হলেই সেরে যাবো।
একপ্লেট অ্যাসর্টেড জিলাটিন ক্যাপসুলের খোল, লাল-কালো জর্মন ফ্ল্যাগের মত বি-কমপ্লেক্স, ইটালিয়ান সবুজ-শাদা নোভোব্যাক্ট, শুভ্রপুরুষ এজিথ্রোমাইসিন ইত্যাদি। একেবারে বাইরের লেয়ারে ছোটো ছোটো ফুটকি ফুটকি লিভোসেট্রিজিন। রেডিয়াস বরাবর বেশ কিছু রোমিলাস্ট আর লিভোফ্লক্সাসিন। মাঝে মধ্যে উঁকি মারছে র্যানট্যাক দেড়শো এমজি'রা। প্যানাসিপ সাড়ে ছশো মোটা-মোটারা থিকথিক করছে তিতকুটে পাঁচনের মত। জ্যান্ড্রিল গুলো একটু জলে গুলে নিতে বেশ শান্ত হয়েছে, রঙও খোলতাই। উপর থেকে পলিবিয়ন সিরাপ স্বাদমত ছড়িয়ে দিতে হবে। আর গেলার আগে জাস্ট অল্প মিট'স লিংটাস। ব্যাস!
Du | ২৯ জুন ২০১১ ০২:১৩ | 216.110.92.7
টেনেসি উইলিয়ামসেরি (ছড়িয়ে থাকতে পারি কিন্তু গুগ্লাতে মন নেই)'হু'জ অ্যাফ্রেইড অফ ভার্জিনিয়া উলফ' দেখা হয়ে গেল প্লেনে। মনে থেকে যাবে। আর লিজ টেইলর। এইরকম স্বপ্নের নায়িকা যে এইরকম একটা চরিত্রকে এতটা অবাধে ফোটারে পারেন , কল্পনা করা যায় না। সুচিত্রা সেন, মধুবালা বা হলিউডেও কেউ কি সাহস করতেন?
Tim | ২৯ জুন ২০১১ ০২:১৩ | 198.82.19.194
রেসিপি নেই? রান্না করবো না, এমনি জ্ঞানপিপাসা। ঃ-)
Sibu | ২৯ জুন ২০১১ ০১:৫৯ | 66.102.14.1
তবু গল্প করা যেতেই পারে। সেই যে শুনেছিলাম আনারকলি পোলাও। তাতে এক একটা দানার অর্ধেক লাল, আর বাকী অর্ধেক অর্ধস্বচ্ছ।
Tim | ২৯ জুন ২০১১ ০১:৫৭ | 198.82.19.194
এমনকি তেমন খাইয়েও নেই। ব্ল্যাঙ্কি থাকলে হতো।
Sibu | ২৯ জুন ২০১১ ০১:৫৫ | 66.102.14.1
নাঃ। তেমন রাঁধুনী আর কোথায়?
Tim | ২৯ জুন ২০১১ ০১:৫৩ | 198.82.19.194
এখন খাবারের গল্প হবে বুঝি?
Sibu | ২৯ জুন ২০১১ ০১:২৯ | 66.102.14.1
নীরদকুন্তলা, লুচি-চিনি-ছোলা, দধিতে সন্দেশরূপং।
hu | ২৯ জুন ২০১১ ০১:০৩ | 12.34.246.72
মুচিরাম গুড়ের ঐ লাইনটার আগে-পিছে কি ছিল? সেই যে - লুচি-চিনি-ছোলা (লোচনচঞ্চলা) ..
nk | ২৯ জুন ২০১১ ০০:৫৪ | 151.141.84.194
একটা গল্প লিখো সেই সময়টা নিয়ে। আর নিজে না লিখলে আমায় বকলমা দিও। ঃ-)
I | ২৯ জুন ২০১১ ০০:৫২ | 14.99.31.207
ওম্মিতা সুদিব্য সন্দেশ এনেছিল।
I | ২৯ জুন ২০১১ ০০:৫০ | 14.99.31.207
আমি তো বেলি নাই ! বেলিচি কি? মনে পড়ে না। অজ্জিত বেলিচিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন