এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ২৪ জুন ২০১১ ১৩:০২ | 59.93.212.169
  • ঐ দ্যাখো,জানিনা বললুম তো।অত পুরস্কারের খপর রেখে হবে টা ক্ষী?
  • Ishan | ২৪ জুন ২০১১ ১২:৫৭ | 122.248.183.1
  • আমাদের ন্যাশানাল অ্যাওয়ার্ডটাই তো বিএফজেএ, নাকি?
  • M | ২৪ জুন ২০১১ ১১:৫৩ | 59.93.212.169
  • যাঃ
  • M | ২৪ জুন ২০১১ ১১:৫১ | 59.93.212.169
  • জানিনা,তবে ইনি মহুলবনীর সেরেঞ সিনেমার কাহিনীকার হিহাবে বি এফ জে এ পুরস্কার পেয়েছেন বলা আছে। এটা কোন্ম পুরস্কার জিগিয়ে লজ্জা দিবেন্না।
  • M | ২৪ জুন ২০১১ ১১:৪৮ | 59.93.212.169
  • ডিডি দাদা পিলিজ বিস্কুট আর আলেকজান্ডার নিয়ে পদ্দো লিখুন।
  • nyara | ২৪ জুন ২০১১ ১১:৪৮ | 203.110.238.17
  • তপন বন্দো একজন আছেন যাঁর লেখা আমার ভাল লাগে। হাল্কা হাসি-টাইপের লেখা - হিমানীশ গোস্বামী ঘরানার। ছেলেবেলায় আনন্দমেলায় ওনার একটা দারুণ গপ্প পড়েছিলাম জাপানী বোমাতঙ্কের সময়ে কয়লার ঘরকে বাংকার করে সবাই ঢুকে বসেছিল। লামা বা ব্যাঙ কি আমাকে সেই গল্পটা খুঁজে দিতে পারবে?

    ইনি কি সেই তপন বন্দো?
  • kumudini | ২৪ জুন ২০১১ ১১:৪৬ | 122.160.159.184
  • সোসনময় জীবন,চিড়বিড়ে গরম,এর মধ্যে সক্কাল বেলা ডিডিদা মনে করিয়ে দিলেন সেই কোন দুপুরবেলাগুলো- ছোটোকাকুর কেনা পুরোনো পাঞ্চ ম্যাগাজিন পড়ার কথা,পায়ের কাছে গুটিশুটি ন্যাওটা(বেড়াল)।
  • dd | ২৪ জুন ২০১১ ১১:২৯ | 124.247.203.12
  • Punch ম্যাগাজিন এখন বোধয় আর নেই। বছর চল্লিশ আগে এই হিউমর বেসড পাক্কা বৃটিশ ম্যাগাজিন চলতো রমরমিয়ে। কার্টুন আর মজার মজার আর্টিকেল।

    ষাঠের দশকে এটাতে নিয়মিত চলতো টবি কম্পিটিশন। পাঠকদের জন্যে। তাতে ঐ সব নানান মজার কমপিটিশন থাকতো। এই ব কলমের মতন।

    যেমন ধরুন "শেষের কবিতা" যেনো একটি বাচ্ছাদের জন্য লেখা গল্পো, সেই মতন রিভিউ লিখুন। বা " বোতিন চেঁচিয়ে বল্লো খ্যাঁকশ্যালের কথা আমি জানি না। জানেন না আমি সবুজ বাড়ীতে থাকি" - এইবার বাকী গল্পোটা লিখে ফেলুন, বা "বিস্কুট ও আলেকজান্দার" নিয়ে পদ্দো লিখুন। এমতি।

    আপুনেদের ব কলম নিয়ে হুড়োহুড়ি পড়ে সেসব কথা মনে পল্লো, আর লিখেও দ্যালাম।
  • M | ২৪ জুন ২০১১ ১১:২৭ | 59.93.212.169
  • মন্দিরে চলে এসো এখন ও রাত কম
    শুনবে ঘুঙুরে বাজে ভারতনাট্যম।
  • M | ২৪ জুন ২০১১ ১১:২৪ | 59.93.212.169
  • অন্যমনে ভ্রমনে

    তপন বন্দ্যোপাধ্যায়
  • M | ২৪ জুন ২০১১ ১১:২৩ | 59.93.212.169
  • অপ্পন ঃ)

    পাহাড় পড়েছে ঝুঁকে ,ঝুঁকে পড়ে চুমু খাচ্ছে সমুদ্রের জল
    সীগাল উড়ছে দুরে,ঢেউয়ের ডগায় কিছু নৌকা টলমল
    বিচের উপর হাঁটি,রৌদ্র এসে ছুঁয়ে যায় তন্ময় শরীর
    তাতেও ভাঙে না সাড়,সন্ধ্যেরাতে দেখা যায় চাঁদের গভীর।

    আমার আবার বৈরাগ্য আসছে।
  • r2h | ২৪ জুন ২০১১ ১১:২২ | 67.96.80.214
  • কি নাম বইয়ের? আর লেখকের?
  • M | ২৪ জুন ২০১১ ১১:১৮ | 59.93.212.169
  • বিশাখা শহর থেকে ঘন্টা চারেকের পথ
    চলতে চলতে ট্রেন ঢুকে পড়ছিলো এক লম্বা টানেলে
    পর পর কত না পাহাড়
    পর পর কত না টানেল
    পুর্বঘাট ভেদ করে পৌঁছাতে চাইছি আজ ক্রমশ দক্ষিনে।
  • Arpan | ২৪ জুন ২০১১ ১১:১৬ | 202.91.136.71
  • জল ভাঙা মানে 2H2O = 2H2 + O2 এইরকম কেসটা?
  • M | ২৪ জুন ২০১১ ১১:১৫ | 59.93.212.169
  • একটু দাঁড়াও সখী,কদিন পরেই ঠিক ফিরে আসব ফের
    আদার ব্যাপারী আমি খবর নেবই ঠিক জাহাজের।
  • M | ২৪ জুন ২০১১ ১১:১২ | 59.93.212.169
  • একটা বই সেদিন জল ভেঙে লাইব্রেরি থেকে তুলে আনলাম,যারপর থেকে আমি আর ছেলে কেতরে গেসলাম,সে বই আজ খুলেচি।

    লেখকের সম্পক্কে বলা আছে ঃএ পর্যন্ত্য কবিতার বই,পঞ্চাশটির বেশী উপন্যাস,তিনশোর বেশী ছোটগল্প..........ইত্যাদি,প্রভৃতি,আর গুচ্ছ পুরস্কারের কথা।

    ভ্রমনের বিষয়ক।শুরু হচ্ছে অধ্যায় গুলো একেকটা দু চার লাইনের কবিতা দিয়ে, সেগুলো কার লেখা নেই যখন ধরে নেওয়া যেতেই পারে লেখকের।

    সেগুলো এমনঃ

    ট্রেনে উঠলেই আমি মনে মনে রাজা
    নিশ্বাসে ভরে নিই হাওয়া তরতাজা।

    আমি সে থেকে ঐ শুরু গুলোই পড়ে চলেছি।
  • Arpan | ২৪ জুন ২০১১ ১১:০৭ | 202.91.136.71
  • আচ্ছা, বাড়ি গিয়া করুম। হালার অফিসে ধইরাবাইন্ধা হোসন করতাসে। ঃ(
  • prateek | ২৪ জুন ২০১১ ১১:০৩ | 128.138.65.254
  • অপ্পন,বকলমে frnd req টা অনুমোদন করুন মহায়, FB তে ঃ)
  • M | ২৪ জুন ২০১১ ১১:০৩ | 59.93.192.21
  • আমি আবার আজ বহুদিন পরে চান কল্লুম, নেতাইয়ের বকলমে।যাও নেতাই আমার বকলমে খেয়ে নাও।
  • Netai | ২৪ জুন ২০১১ ১১:০৩ | 121.241.98.225
  • সমর সেন শর্মা ভদ্রলোক তো দু জায়গাতেই আছেন।
  • bakalame prateek | ২৪ জুন ২০১১ ১১:০০ | 128.138.65.254
  • বেশ,এক্টা পাব্লিশ্‌ড পেপার আরো কয়েকজন মিলে টুকে অন্য এক্টা জায়্‌গায় পাঠায়।।এই তুক্লি বাবারা সবাই কলিকাতার।।একজন তো আবার CU! rejected and rebuked!

    এই ব্যাপার গুলো এক্ষপোস করা দর্কার
  • Netai | ২৪ জুন ২০১১ ১০:৫৫ | 121.241.98.225
  • সকালে ঘুম থেকে উঠে ইঃস্তক চান করার জন্য মনটা কেমন আন্‌চান করছিল। এদিকে ঘরে প্রচন্ড জলাভাব। তার উপর আমার হয়ে বকলমে চান করবার লোক ও নাই। কি করি কি করি।

    সাসপেন্স।
  • Arpan | ২৪ জুন ২০১১ ১০:৫০ | 202.91.136.71
  • হ্যাঁ, নিজে না পারলে বকলমে লিখুন মহায়। ঃ-)
  • siki | ২৪ জুন ২০১১ ১০:৪৮ | 123.242.248.130
  • একটু বাংলায় বা ইংরেজিতে লিখে দিন্না!
  • prateek | ২৪ জুন ২০১১ ১০:৪৩ | 128.138.65.254
  • একটু লিন্‌ক টা পরুন না মশাই,সবেতে সামারি চাই ? ঃ)
  • Sibu | ২৪ জুন ২০১১ ১০:৪৩ | 193.247.250.7
  • লসাগু বোধহয় গত বছর গেছিল। কিন্তু শীতে। যাই হোক, ওকে ডাইরেক্ট জিগিয়ে নাও।
  • Netai | ২৪ জুন ২০১১ ১০:৪১ | 121.241.98.225
  • ইহা কি হইল? মানে ieee লিন্‌কটা
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:৪০ | 70.76.78.47
  • ইকিরে রেতের বেলা (দিনের বেলা) এট্টু নাহয় গোলাম-চোর খেলিচি, তাই বলে এতো কতা ?
  • r2h | ২৪ জুন ২০১১ ১০:৩৫ | 67.96.80.214
  • হ্যাঁ, তার মধ্যে পাইও। তার মানে এটাই কি গুরুর সম্পাদকীয় অবস্থান?
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:৩২ | 70.76.78.47
  • উরেঃ নিজেকে ক্যামোন হিরো হিরো লাগতাসে
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:২৮ | 70.76.78.47
  • হ্যাঁ ফ্যামিলি নিয়েই তো, তারপর ১০০০ কিমি ড্রাইভের পর মোটেল না পেলে মুস্কিল। লসাগু কবে গেছে ?
  • prateek | ২৪ জুন ২০১১ ১০:২৭ | 128.138.65.254
  • ৩০ মিটার, বিডির মাঠে?? আপাত নিরীহ একটা পাসে স্লাইড করে এসে গোল
  • dd | ২৪ জুন ২০১১ ১০:২৬ | 124.247.203.12
  • কান্না পেয়ে যায়।

    এমনতরো ছেলেমানুষী দেখলে অস্বস্তি হয়। এত্তো যে পড়াশুনা কল্লেন, আপুনেদের ই জিগাই, তার পর বিলাত আম্রিগায় হুঁদো হুঁদো চাগরী বাগরী কল্লেন, মায় কালেজে ইউনিভার্সিটিতে ছাত্র ঠ্যাঙালেন, এই , এই ই তার রেজাল্ট ? অ্যাঁ ?।

    সারা রাত জুড়ে এ সব কি খোকামি ? ছি ছি ছি। ছ্যাঃ। এ সবের জন্যেই আর হেথায় এসতে ইচ্ছে করে না।

    তবে আমার বেস' লেগেছে শী ভুত = বশীভুত।

    আর তিন = বোতিন সেটা কেউ খ্যাল করেন্নি বোধয়।

    ভেবে দেখলাম এর অন্য ভেরিয়েশন ও হয় , যেমতি কচ = কবচ, গোর = গোবর, কিন্তু ততো জমে না।

    আরেট্টু চিন্তা করতে হবে।
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:২৬ | 70.76.78.47
  • ওঃ তাই বল ... বিডি স্কুলের ।
  • Sibu | ২৪ জুন ২০১১ ১০:২৫ | 193.247.250.7
  • বাইনারী,

    গরমে ইয়েলোস্টোন মোটেল রিজার্ভ করাই ভাল। যদি ফ্যামিলি নিয়ে আস তাহলে তো অবশ্যই। স্কুল বন্ধ সুতরাং প্রচন্ড ভীড়।

    AAA থেকে একটা গাইড বই তুলে নাও। হোটেল মোটেল নিয়ে ওদের একটা সেকশন থাকে। আর লসাগু গেছে ইয়েলোস্টোন। ওকেও জিগাতে পার।
  • abastab | ২৪ জুন ২০১১ ১০:২৫ | 61.95.189.252
  • ভিক্টর অমলরাজ যেমন ঝেড়েছিলো ইস্টবেঙ্গলকে?
  • siki | ২৪ জুন ২০১১ ১০:২৫ | 123.242.248.130
  • প্রতীকি রহস্য?
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:২৫ | 70.76.78.47
  • ঘুম পেয়ে গেল। যাই। তবে প্রতীকের রহস্যটা রয়েই গেল।
  • prateek | ২৪ জুন ২০১১ ১০:২৩ | 128.138.65.254
  • প্রথম টা ঃ)।।আমাদের BD র এক্টা community আছে না? মনে পর্ছে??
  • Netai | ২৪ জুন ২০১১ ১০:২০ | 121.241.98.225
  • গোলটার একটু বর্ননা পাওয়া যাবে? ৪ জনকে ডজ করে বাঁ পায়ে প্লেস? নাকি ৩০ মিটার দুর থেকে দুরপাল্লার শট?
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:১৫ | 70.76.78.47
  • স্নেহাংশু না স্নেহেন্দু ?

    মানে .... ইসে .... ঠিক ...
  • prateek | ২৪ জুন ২০১১ ১০:০৫ | 128.138.65.254
  • ওর্কুটে তোমার friend-list এ আছি।। স্নেহান্‌শু নামে।।Hare এর সাথে তোমার গোলটা এখনো মনে আছে ঃ)
  • Binary | ২৪ জুন ২০১১ ১০:০০ | 70.76.78.47
  • প্রতীক, আমি কি আফনারে চিনি ?
  • Arpan | ২৪ জুন ২০১১ ০৯:৫৯ | 122.252.231.10
  • বকলমে তিনুমূল?

    প্রতীক, হ্যাঁ।
  • prateek | ২৪ জুন ২০১১ ০৯:৫৭ | 128.138.65.254
  • পাই, দয়া কর ঃ)
  • prateek | ২৪ জুন ২০১১ ০৯:৫৬ | 128.138.65.254
  • পোশ্নো binary কি ঊদ -দা???
  • pi | ২৪ জুন ২০১১ ০৯:৪২ | 128.231.22.142
  • তিনু-বতিনু।

    আন্না। এই শেষ।
    তবে এবার থেকে বতিনুদা বলেই ডাকবো ভাবছি। ঃ)
  • Binary | ২৪ জুন ২০১১ ০৯:২০ | 70.76.78.47
  • আম্রিকার জনগনকে জিজ্ঞাসা ছিলো। জুলাইতে, ইয়োলোস্টোন যেতে হলে হোটেল/মোটেল রিজার্ভেশন অবশ্য কিনা ? নর্থ সাইড দিয়ে ঢোকার ইচ্ছে, এদিক দিয়ে কেউ গিয়েছে কিনা ? হোটেল/মোটেল/বি-বি এর রেট কত এই সময় .... ইত্যাদি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত