এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৬ জুন ২০১১ ০৮:৫২ | 117.194.97.156
  • সিকি যাতা তো!! আমাকে এখন বাজার যেতে হবে। আজকে মনে হয় খিচুড়ি!!
  • Bratin | ২৬ জুন ২০১১ ০৮:৪৭ | 117.194.97.156
  • আচ্ছা!! ঃ-))

    যেমন বলবেন দিদি।

    এখানে কালকে সারারাত(এবং দিন) বৃষ্টির পরে আজকে আপাততঃ ক্ষান্ত দিয়েছে।

    সায়ন ৫ ঘন্টা কেন ভিজল??
  • siki | ২৬ জুন ২০১১ ০৮:৪১ | 217.212.230.50
  • ও, তা হলে এটা বর্ষমঙ্গলের এফেক্ট? তাই বলি, রাত থাকতে এমন তেড়ে বিষ্টি শুরু হল কী করে।

    বিয়াপ্পোক ওয়েদার, বর্ষার গান চালিয়ে ঘরে বসে ল্যাদ খাচ্ছি।
  • kumudini | ২৬ জুন ২০১১ ০৮:৩৬ | 14.99.220.22
  • ব্রতীন ১০-২৬ পি এম
    ম্মোটেই ন্না।আমরাও তো সাড়ে চার বচর প্রেমের পর বিয়ে করেচি,আমাদের এইরকম কোন সমস্যাই নাই।

    কুমুদি ও কুমুজামাইবাবুর কাছে ক্র্যাশ কোর্স করো-
    How to be happy though married(ঋণ-পরশুরাম)।

    সিকি,আমার নেমন্তন্ন ছিল এবারের পুজোর প্রথম মিটিং-এ।সে বড়ো সুখের সময় নয়।
    বর্ষামঙ্গল পুরোটা বলতে/গাইতে হবে ছাদে চড়ে।কাল রাতে আমি বারো লাইন মত বল্লুম চেঁচিয়ে,আজ কেমন ঘন মেঘে অন্ধকার সকাল-সেইটে দ্যাখো।পুরোটাই বলতুম।যদি না পাশের বাড়ীর ছাদে----
  • aka | ২৬ জুন ২০১১ ০৭:১০ | 24.42.203.194
  • হুম - ভুম
  • achintyarup | ২৬ জুন ২০১১ ০৬:১১ | 59.94.2.149
  • হুম
  • lcm | ২৬ জুন ২০১১ ০২:০৩ | 69.236.168.97
  • তাহলে একটু যন্ত্রসংগীত... ইরানিয়ান বাদক ফারহাদ বেসারাতি, ইরানিয়ান যন্ত্র ক্যানুন (মতান্তরে টার্কিশ) -- বাজিয়েছেন এক অতি জনপ্রিয় গানের সুর --
  • nk | ২৬ জুন ২০১১ ০১:১৩ | 151.141.84.114
  • নেটে ভানুসিংহের পদাবলির গানের সাথে বহু নাচ পেলাম, বিশেষ সুবিধার না বেশীরভাগ। কিন্তু এই একটা পারফর্ম্যান্স পেলাম, শিলিগুড়ির, ভালো লাগলো গান আর নাচ দিয়ে এই রবীন্দ্রপ্রণাম সার্ধ শতবর্ষে। দেখুন যদি আপনাদের ভালো লাগে-
  • dd | ২৬ জুন ২০১১ ০০:২৬ | 122.167.26.22
  • ক্ষেয়ে অ্যালাম।

    সিকেন কবাব, তন্দুরী সিকেন,আস্তো মাছ ভাজা, আরো ছিলো কিন্তু খাই নি রুমালি রোটি আর কালি ডাল। পানের মধ্যে স্মার্নফ। তিনটে ফেমিলি।

    এখন এট্টু দোটানায় পরেছি - বাড়ীতে ফিরে ভাঁড়ার ঘেঁটে দেখি সামান্য ব্যাকার্ডি আছে আর আছে যৎসামান্য ভোদকা, একটা কিছু তো শেষ করতেই হবে।

    ঐ,স্নান করবো না গা ধোবো, এটা একটা ডিসাইড করতে হবে।
  • sayan | ২৫ জুন ২০১১ ২৩:২৩ | 115.242.196.35
  • পাঁচ ঘন্টা বৃষ্টিতে ভিজলাম। গায়ের শার্ট দুবার গায়েই শুকনো হল। যদি নিমোনিয়া নাও হয়, সোম্বার সিক লিভ প্ল্যান করে রাখলাম। হ্যাঁচ্চো!
  • Bratin | ২৫ জুন ২০১১ ২২:৩২ | 117.194.101.190
  • @ সৈকত/পাই, আজকে সুনীল দার কাছ থেকে এবারের গুরু বিক্রীর টাকা নিয়ে এসেছি। ৪ টে সংখ্যা বিক্রী হয়েছে। ৫ নম্বর টা ফেরত এনেছি।
  • Bratin | ২৫ জুন ২০১১ ২২:২৭ | 117.194.101.190
  • ন্যাড়া দা তুমিও একপিস শোনাও না। দিব্যি গলা তো!!
  • Bratin | ২৫ জুন ২০১১ ২২:২৬ | 117.194.101.190
  • লোকে আমাকে ক্যালাতে পারে তবু আমি সত্য থেকে বিচ্যুত হব না।

    অনেক দিন প্রেম করার পরে সেই প্রেমিকা কে বিয়ে করলে 'প্রেমিকা' বৌ কে 'মানানো' শক্ত। আমার করা দুটি প্রেম এবং একটি বিয়ে থেকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি।
    ঃ-)))

    গুরুর অন্তঃত চার জন কে জানি যারা হয়তো আমার সাথে একমত হবে। এর মধ্যে তিন জনের স্ত্রী গুরু পড়ে না, তাদের চাপ নেই কিন্তু চতুর্থ জনের সেই সুবিধা নেই। ঃ-))
  • nyara | ২৫ জুন ২০১১ ২২:২৬ | 122.172.39.228
  • অনেক রাজনীতি-টিতি হয়েছে। কেসি, গান শোনা। নিজের।
  • siki | ২৫ জুন ২০১১ ২২:০৪ | 122.162.75.163
  • ক্র্যাশকোর্স কল্লেই কি কেউ পুরুষসিংহ হতে পারে? ওসব হল গিফট অফ দা গ্যাব। আমরা আজীবন চেষ্টা করেই যাব, কিন্তু কোনওদিনও পেরে উঠবো না, ব্রতীনের কাছে এসব অ্যাট ইজ্‌।
  • Bratin | ২৫ জুন ২০১১ ২১:৪১ | 117.194.101.190
  • উৎসাহী জনগন আমার কাছে একটা ক্রাশ কোর্স করে নিও। ' How to deal with 'baraf-shital' drishhTi ঃ-))
  • Bratin | ২৫ জুন ২০১১ ২১:৩৯ | 117.194.101.190
  • আজকে সারাদিন প্রচুর অ্যাকভিটি করলাম। সকালে বৌ, শাসু মা আর শ্বশুর মশাই কে খেতে নিয়ে গেলাম BBQ Nations এ। খেয়ে দেয়ে T- shirt কিনতে গেলাম ( আমার বরাবরের দুর্বলতা)। গোটা চারেক T-shirt কেনা হল। একটা শ্বশুর মশাই দিলেন ( যা পাওয়া যায় এই মার্কেটে!!)। তারপর শ্বশুর বাড়ি গিয়ে হালকা করে একটা ঘুম। স্টারে 'নৌকাডুবি' দেখতে যাবার প্ল্যান ছিল। কিন্তু ভাত-ঘুমের প্রাবল্যের জন্যে সেটা চটকে গেল।
  • Arpan | ২৫ জুন ২০১১ ২০:৫১ | 122.252.231.10
  • ক্ষী কুকুরবিড়ালের মত বিষ্টি হচ্ছে রে ভাই! তার উপর রাস্তার আলো চলে গেছে।

    বরপশীতল দিষ্টির ভয়ে আমারো ডিম আর পেন্সিল ব্যাটারি কিনতে যাবার কথা ছিল। বিষ্টি এসে এযাত্রা বাঁচিয়ে দিল।
  • siki | ২৫ জুন ২০১১ ২০:০১ | 122.162.75.163
  • প্রশ্ন এইখানেই। দিল্লিতে তো আমিও থাকি, আমার কেন রাতে এক এক জায়গায় নেমন্তন্ন থাকে না? কেন আমাকে সন্ধ্যেগুলো বরপশীতল দৃষ্টি অগ্রাহ্য করে রান্নাঘরের পাশে বসে গুরুচন্ডালি খুলতে হয়?

    পটাশম্যামের চাহিদামত আজ ভোররাতে খানিক বৃষ্টি পাঠিয়েছি, যদিও তাতে অবস্থা আরও কাহিল হয়ে উঠেছে, আজ সারাদিন আমি-হেন মানুষও এক বালতি ঘেমেছি।

    এর পরেও কেউ নেমন্ত করে না। ক্ষেউ না।
  • kumudini | ২৫ জুন ২০১১ ১৭:৩৯ | 122.160.159.184
  • হ্যাঁ তিলস্যার,আমারো সেই কথা।ঈশ্বর বড়োই পার্শিয়াল।
    শনিবারের বাজারে সক্কলের আপিস ছুটি,তাই ভাটের আঙিনা শুনশান।এক আমি আপিসে পড়ে রয়েচি।
  • til | ২৫ জুন ২০১১ ১৬:১৮ | 124.169.20.209
  • ঈশ্বর এতো পক্ষপাত করেন কেন?
    যাই লীক সুপ আর পাউরুটি খেয়ে শুয়ে পড়ি, কাল বাগানে pruning!
  • kumu | ২৫ জুন ২০১১ ১৫:৫১ | 122.160.159.184
  • রাত্তিরে সকলেরি নেমন্তন্ন,এক একজনের এক এক জায়গায়।তাই মেন্যুর সমস্যা নাই।
  • til | ২৫ জুন ২০১১ ১৪:০২ | 124.169.20.209
  • ও কুমুবেন, শনিবারেও অফিস? অত আবিষ্কার করে হবেটা কি শুনি? রাত্তিরে কি মেনু আজ?
  • kumu | ২৫ জুন ২০১১ ১৩:০৫ | 122.160.159.184
  • টই তুলে দিতে পারি,কিন্তু শিবুর ফেলাইট মিস হলে কেউ "রে রে কুমু" করে তেড়ে এসতে পারবে না।
  • kumudini | ২৫ জুন ২০১১ ১৩:০০ | 122.160.159.184
  • না,না।ভূত নামে টই ছিল একটা,নীনা অসাধারণ লিখেছিল তাতে।

    ২০১১,জানুয়ারীর প্রথম দিকে চালু ছিল টইটা।
  • Sibu | ২৫ জুন ২০১১ ১২:৪৯ | 193.247.250.59
  • গপ্পোটা কি ভুল টইতে গেছিল? সরকম হলে লোকে হয়ে্‌তা বুঝতে পারে নি।
  • kumudini | ২৫ জুন ২০১১ ১২:৪১ | 122.160.159.184
  • ন্না,ভূতের গল্প লিখেছিলুম একবার,তাই নিয়ে সবাই প্রবল খিল্লি করেছিল।
    বড়াই আর চিন্টুবাবু বাদে।
    অথচ ঐ টইএর অন্য গল্প সবাই শান্তভাবে শুনেচিল,ভয়ের জায়গায় ভয়ও পেয়েছিল।
  • Sibu | ২৫ জুন ২০১১ ১২:২৮ | 193.247.250.59
  • উউপ্‌প্‌প্‌প্‌স্‌, কুমু না, কেসি।

    এটা বেথের বকলমে।
  • Sibu | ২৫ জুন ২০১১ ১২:২৭ | 193.247.250.59
  • কুমু কি ভুতের গপ্পো লিখবে নাকি? সুতো খুলে দেব?
  • kc | ২৫ জুন ২০১১ ১২:২১ | 89.203.49.18
  • বরপশীতল দৃষ্টি খুব কটিন ব্যাপার। সকালে উঠে কম্পু খুললাম। কিছুক্ষণবাদে একটা ঠক করে চায়ের কাপ নামানোর শব্দ ও সেই বরপশীতল দৃষ্টি। চুপচাপ খেইয়ে নিলাম। মেল চেক কত্তে কত্তে একবার তাকালাম, চোখাচোখি---- আবার সেই বরপশীতল দৃষ্টি। দশ মিনিট পরেই নিজেকে আবিস্কার করলাম বাজারে দাঁড়িয়ে আচি।
  • Sibu | ২৫ জুন ২০১১ ১২:০৬ | 193.247.250.59
  • ছ'দিনে হপ্তা একটু চাপের। আমারও এই উইক ছ'দিনে। এট্টুস বাদে প্লেনে চাপবো।
  • kumudini | ২৫ জুন ২০১১ ১১:৪৯ | 122.160.159.184
  • বল্লাম না,আপিসে আচি,ছদিনে হপ্তা।
    বর অন্য শহরে আছেন,এখানে থাকলেও সকাল সাতটার মধ্যে চা পর্ব শেষ।
  • Sibu | ২৫ জুন ২০১১ ১১:৪৫ | 193.247.250.59
  • শনিবার বারোটা সকাল নয়? বলে কি? বরকে চা দিয়েছিস?
  • kumudini | ২৫ জুন ২০১১ ১১:৪০ | 122.160.159.184
  • ইকী রে,ক্ষী বলে রে?সকাল?
    ঘরের ঊনকোটি সেরে আপিসে এইচি,মেলটেল সব চেকিয়েচি,কেমিস্টরা হাসিহাসি মুকে চা খাচ্চিল,তাদের দিকে বরপশীতল দৃষ্টিতে তাকালুম,আর কিচু কর্তে হল না,হ্যাঁচরপ্যাচর করে তারা ল্যাবকোট গলাল।

    তাপ্পর ঘরে এসে এট্টু গুরু খুলেচি।
  • Sibu | ২৫ জুন ২০১১ ১১:৩৪ | 193.247.250.59
  • এই সকালে উঠে কুমুটা কি শুরু করল। তোকে কি কাঠবিড়ালীরা তাড়িয়ে দিল?
  • kumudini | ২৫ জুন ২০১১ ১১:১৮ | 122.160.159.184
  • সারারাত ধরে এই কচ্চিলেন আপনারা?ভাবা যায় না।
    পায়ের তলায় সর্ষেগুলো কি বেটে খেয়ে ফেল্লেন?
    কেডিদা কি এখনও আম্রিগায়?এইবারে ফিরে আসুন দাদা,এদের একটু শাসন টাসন করুন।
  • Bratin | ২৫ জুন ২০১১ ১০:০৫ | 117.194.96.187
  • সব্বাই বলছে। আমি ও বাদ যাই কেন?

    তিন(তীন) - ব্রতীন
  • Binary | ২৫ জুন ২০১১ ০৯:০৩ | 70.76.78.47
  • ঊর্দ্ধ দেব - বুদ্ধদেব ('র' সাইলেন্ট)
  • Netai | ২৫ জুন ২০১১ ০৪:৪০ | 182.64.70.218
  • আমি সাহায্য করতে পারলাম না।
  • Binary | ২৫ জুন ২০১১ ০৩:৪৪ | 198.169.6.50
  • একা এনকে রক্ষাকরে নকল বুঁদিগড়
  • nk | ২৫ জুন ২০১১ ০২:০৪ | 151.141.84.114
  • হানি(যেমন কিনা শত্রু হানি)----ভানি(যেমন কিনা ধান ভানি )
  • nk | ২৫ জুন ২০১১ ০২:০১ | 151.141.84.114
  • হিত(ভালো)-ভিত(ভিত্তি)
  • nk | ২৫ জুন ২০১১ ০১:৫৮ | 151.141.84.114
  • এইসূত্রে আসে
    হরি-ভরি
    হরা-ভরা
    হরকরা-ভরকরা( যেমন কিনা ভুতে ভর করা ঃ-))
  • nk | ২৫ জুন ২০১১ ০১:৫৬ | 151.141.84.114
  • আগেরটা টাইপো।
    হর-ভর
  • Binary | ২৫ জুন ২০১১ ০১:৫৫ | 198.169.6.50
  • এটা নতুন

    এনকে - বিকে
  • bk | ২৫ জুন ২০১১ ০১:৫৪ | 151.141.84.114
  • বড়-ভড়
  • Binary | ২৫ জুন ২০১১ ০১:৫২ | 198.169.6.50
  • হ্যাঁ এনকে ঃ-)

    বর্বর - ভড়ভড়
  • nk | ২৫ জুন ২০১১ ০১:৫১ | 151.141.84.114
  • লুম-ব্লুম(ইং)
  • sayan | ২৫ জুন ২০১১ ০১:৫০ | 115.242.251.4
  • হানু = ভানু
  • kc | ২৫ জুন ২০১১ ০১:৫০ | 89.203.49.18
  • এনকে, 01:49 AM টা হেব্বি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত