এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২৬ জুন ২০১১ ১৪:১৫ | 122.167.4.34
  • "ঝেঁপে" দিতে হবে, মানে টুকে নিতে হবে।
  • dd | ২৬ জুন ২০১১ ১৪:১৪ | 122.167.4.34
  • স্যার তেকোনার পদ্য উদাসী ঠিক ঠাক উদ্ধৃত করে নি বোতিন।
    সেকেন' প্যারায় একটা লাইন বাদ গেছে।

    এক কথায় অদ্ভুতুড়ে ভালো কবিতা, ওটা নির্ঘাত ঝেঁওর দিতে হবে।
  • siki | ২৬ জুন ২০১১ ১৪:০৫ | 122.162.75.163
  • কিন্তু ব্রতীন এইডা কী কইলা, অ্যাঁ? দেশে লেখা বেরোলে তবেই গব্ব করে লোককে বলা যায়? লোককে গর্ব করে বলা যায় না, আমার বন্ধুর লেখা গুচ-তে বেরিয়েছে? অ্যাঁ? দেশে লেখা বেরোলে এত গব্ব ক্ষীসের? ঃ-)
  • Bratin | ২৬ জুন ২০১১ ১৩:৩৫ | 117.194.103.55
  • ঈশশ!! বাংলা সাহিত্য এক অসাধারণ প্রতিভার লেখার রস-স্বাদন থেকে বঞ্চিত হল ঃ-((
  • Bratin | ২৬ জুন ২০১১ ১৩:২৮ | 117.194.103.55
  • kc র কাছে তো সব খবর থাকে !! লোকের আসল নাম থেকে শুরু করে সব। জলি গুড!!
  • kc | ২৬ জুন ২০১১ ১৩:১৩ | 194.126.37.78
  • ফরিদা।
  • siki | ২৬ জুন ২০১১ ১৩:০৬ | 122.162.75.163
  • আর আমি শেষ কবিতা লিখেছি ষোল বছর বয়েসে। তারপরেই পোতিভার অকালমিত্যু ঘটে।
  • siki | ২৬ জুন ২০১১ ১৩:০৪ | 122.162.75.163
  • লেপ্পচা!! আমি নই, আমি নই!!! আমি দেশে কস্মিনকালেও লেখা দিই নাই, দেবার ইচ্ছেও নাই। অন্য কেউ, অন্য কেউ।

    ক্ষী ঝামেলা ...
  • Bratin | ২৬ জুন ২০১১ ১৩:০২ | 117.194.103.55
  • আরিব্বাস শমীকের নাকি? যাতা তো!! লোককে গর্ব করে বলতে পারবো আমার বন্ধুর লেখা দেশে বেড়িয়েছে!!
  • Bratin | ২৬ জুন ২০১১ ১২:৫৯ | 117.194.103.55
  • আর
    ' মন মোর মেঘের ও সঙ্গী
    উড়ে চলে দিক দিগান্তের ও পারে'

    সদ্দ গান শেখা মেয়ে গুলি এই গান করে করে পাড়ার যেকোন লোকের কানের পোকা বার করে দিত।
  • kumudini | ২৬ জুন ২০১১ ১২:৫৭ | 59.161.143.119
  • অ শমীক,পরের দেশে তোমার কবিতা?কনগ্রা,কনগ্রা,কনগ্রা।

    আরেকবার ওক্যা হোক।
  • siki | ২৬ জুন ২০১১ ১২:৫০ | 122.162.75.163
  • অ। ঃ(
  • kumu | ২৬ জুন ২০১১ ১২:৪৮ | 59.161.143.119
  • স্নিগ্‌ধসজল মেঘকজ্জল দিবসে
    বিবশ প্রহর অচল অলস আবেশে।
    শশীতারা হীনা অন্ধ তামসী যামিনী,
    কোথা তোরা পুরকামিনী।

    আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে,
    জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে,
    চমকে দীপ্ত যামিনী,
    শূন্য শয়নে কোথা জাগে পুরকামিনী।

    যুথীপরিমল আসিছে সজল সমীরে,
    ডাকিছে দাদুরী তমালকুঞ্জ তিমিরে,
    জাগো সহচরী, আজিকার নিশি ভুলো না,
    নীপশাখে বাঁধো ঝুলনা।

    কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে
    অধরে অধরে মিলন অলকে অলকে,
    কোথা পুলকের তুলনা!
    নীপশাখে সখী ফুলডোরে বাঁধো ঝুলনা।

    এই অংশটা গীতবিতানে নেই।
  • kc | ২৬ জুন ২০১১ ১২:৩৭ | 194.126.37.78
  • ফেসবুক। সাধে কি বলে বেথে?
  • siki | ২৬ জুন ২০১১ ১২:৩৫ | 122.162.75.163
  • ফেবু কে? ফেভি?
  • hno | ২৬ জুন ২০১১ ১২:২৩ | 61.12.12.83
  • সাইটটা ফেবু ক্যালকম করে ফেল্ল।
  • siki | ২৬ জুন ২০১১ ১২:১৮ | 122.162.75.163
  • সাবন বিতো জায়ে পহরবা
    সাবন বিতো জায়ে পহরবা
    মন মেরা ঘাবড়ায়ে
    মন মেরা ঘাবড়ায়ে
    অ্যায়সো গয়ে পরদেস পিয়া তুম
    অ্যায়সো গয়ে পরদেস পিয়া তুম
    চ্যায়ন হমে নহি আওয়ে
    চ্যায়ন হমে নহি আওয়ে

    মোরা সাইয়াঁ মোসে বোলে না
    ম্যায় লাখ জতন কর হারি
    ম্যায় লাখ জতন কর হার রহি
    মোরা সাইয়াঁ মোসে বোলে না ...
  • Kaju | ২৬ জুন ২০১১ ১২:১৬ | 59.93.240.117
  • এইখেনেই তো আচে। এত কষ্ট করার কী দরকার? বরঞ্চ সমগ্র গানখানি স্বকন্ঠে গাহিয়া রেকর্ড কইরা ভাজা লিংকটি এখেনে দ্যান।

    http://www.rabindra-rachanabali.nltr.org/node/4890
  • Bratin | ২৬ জুন ২০১১ ১২:০০ | 117.194.99.197
  • কুমু দি, কি সব লিখছে রে ভাই!!

    'স্মৃতি মেদুরতা' টই তে আমার লেখা পড়ে এসো। ঃ-))
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৫৯ | 117.194.99.197
  • 'বলো বলো কৌন হ্যাউ ও'....??
  • siki | ২৬ জুন ২০১১ ১১:৫৭ | 122.162.75.163
  • রিম ঝিম গিয়ে শাওন, থাম্বস ডাউন। পচুন্দো নয়।

    ও হ্যাঁ, পরের্বারের দেশে আরেকজন চণ্ডালের কবিতা বেরোচ্ছে।
  • kumu | ২৬ জুন ২০১১ ১১:৫৪ | 59.161.143.119
  • ঘনবনতলে এসো ঘননীলবসনা,
    ললিতনৃত্যে বাজুক স্বর্ণরসনা,
    আনো বীণা মনোহারিকা,
    কোথা বিরহিণী,কোথা তোরা অভিসারিকা।।
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৫১ | 117.194.99.197
  • কবে পোস্টাবে সে আশায় না থেকে আজকে দেশ টা কিনে এনে নিজেই চাপ নিয়ে পোস্টিয়ে দিলাম।

    kc প্লিজ 'রিম ঝিম গিরে শাওন' শোনাও।
  • kc | ২৬ জুন ২০১১ ১১:৪৩ | 194.126.37.78
  • বোতীন, ব্যাপারটা কী? সঙ্গীতা নিজে পোস্টাতে পারছেনা?
  • kc | ২৬ জুন ২০১১ ১১:৪১ | 194.126.37.78
  • দেখি আজকে সন্ধেবেলায় যদি রেকর্ড কত্তে পারি তো শোনাব। সবাই মিলে এত লজ্জা দাও কেনে তোমরা?
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৪০ | 117.194.100.31
  • আর ' রিমঝিম গিরে শাওন'??
  • siki | ২৬ জুন ২০১১ ১১:৩৯ | 122.162.75.163
  • কেসি, খালি লিস্টি বানলেই হবে? একদুটো গান শোনাও না! সব্বাই এতবার করে সাধছে, হ্যাঁ ভাই ...
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৩৯ | 117.194.100.31
  • উদাসী (TKN)
    ..................

    কখনও ভেবেছি বলে দিই
    কখনও ভেবেছি নাঃ থাক
    কখনও চেয়েছি চোখ তুলে
    কখনও ভেবেছি ভেসে যাক

    আম্মর লেখার খেলাধুলো
    ফিরচে বাতাসকণা চিনে
    নজরে রেখেছি দক্ষিণে

    যে-পথে তোমার আসা-যাওয়া
    সে-পথে আমারও পরবাস
    ছন্দে মেপেছি পায়ের ছাপ
    চিনেছি তোমার সেই সুবাস।
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৩৫ | 117.194.100.31
  • অভ্যু যাতা করছো তো। শিগ্গির ২ পিস নাড়ু আমায় ভেজে দাও নাহলে এমন লোভ দেব যে
    নিশ্চিত পেট-খারাপ।ঃ-))
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৩৪ | 117.194.100.31
  • মান্না আমার অল টাইম ফেভ।

    রিমঝিম ঝিম বৃষ্টি
    মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে
    আমার সার দিন কি ভাবে কেটে যায় শুধু তুমি তুমি করে
  • kc | ২৬ জুন ২০১১ ১১:৩৩ | 194.126.37.78
  • ওরে ওরে, বর্ষা মানে মিঞা মল্লার, মানে 'করিম নাম তেরো...' মনে আমীর খান। মানে ইলিশ মাছ ভাজা, মানে ব্যাকার্ডি রাম, মানে বরপশীতল দৃষ্টি- দূর হটো, মানে বিলম্বিত ঝুমরায় কেদারা - 'বরখা ঋতু আয়ে...' মানে মাছের ডিমের বড়া, ব্যাকার্ডি রাম, মানে একতাল, মানে নৌকার দোল....
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:৩১ | 117.194.100.31
  • ছলনাময়ীকে....( TKN )
    ---------------------
    আশকারাতে মিশেল দিয়ে ছদ্ম আবেগ
    রাঙিয়ে তোলো দু'-একমুঠো ইচ্ছেকুটো
    স্বপ্ন খোঁজো ঘুমভাঙানি জোছনমায়ায়
    ছল করে রোজ চাঁদনি আলোয় নাইতে ওঠো

    এসব যখন মিথ্যে ভাবো তখন আবার
    সন্ধে নামাও অফিসপাড়ায় সময় চিনে
    বেচাকেনার চোরাবালি বাড়াচ্ছে হাত
    পছন্দসই আকাশ্‌কুসুম নিচ্ছ কিনে

    একের পিঠে দুই চড়িয়ে নাগরদোলায়
    গাজনমেলার আমোদ তোমার বেজায় জমাট
    আজ ভেঙেছে কাচের শিশি অসাবধানে
    কাল ভেঙেছ সুখছোপানো আস্ত ললাট

    লিখনটুকু ছড়িয়ে দিয়ে তাই তো এখন
    ছটফটিয়ে ধুলোয় মাঝে একলা কাঁদে
    ভোর থেকে যে গাইছিল গান নিজের মনে
    সেই কোকিলো না জেনে পা দিচ্ছে ফাঁদে....
  • siki | ২৬ জুন ২০১১ ১১:২২ | 122.162.75.163
  • হেমন্ত ... চলতে পারে, তবে হেমন্তে আমার ত্যামন ভাব আসে না।

    বর্ষা মানে মান্না দে (ওগো বর্ষা তুমি, শাওন রাতে যদি) মহম্মদ রফি (দিন ঢল জায়ে, আজ মৌসম বড়া বেইমান, অভি ন জাও ছোড়কর) আর ঢেলে আরেন্টিস্যার ... শ্রীকান্ত-জর্জদাদু-বিক্কংসিং-মোহর-লতা ...
  • Abhyu | ২৬ জুন ২০১১ ১১:১৬ | 97.81.106.113
  • মুখ গোমড়া করে থাকবেন না

  • Abhyu | ২৬ জুন ২০১১ ১১:১৩ | 97.81.106.113
  • খোয়া ক্ষীর দিয়ে নারকেলের নাড়ু বানালাম। মোটে আটখানা হল, এক দিনেই উঠে যাবে ঃ(

    প্রচুর পরিমাণ চিংড়িমাছ দিয়ে কাঁচকলার কোফতা - সেটাও খুব ভালো হয়েছিল। আর একটু দেশিমতে পাঁঠার ঝোল...
  • Binary | ২৬ জুন ২০১১ ১১:০৮ | 70.76.78.47
  • নো, আই ডিফার উইথ ন্যাড়া। ইলিশের তেল + ডিম, ইন গরম ভাতে উইথ কাঁচা লঙ্কা। নো কম্পারিজন।
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:০৮ | 117.194.100.31
  • 'কতদিন পরে এলে একটু বসো
    তোমায় অনেক কথা বলার ছিল
    যদি শোনো.....'
  • Bratin | ২৬ জুন ২০১১ ১১:০৭ | 117.194.100.31
  • ঠিক, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে । জমে যাবে!!
  • Binary | ২৬ জুন ২০১১ ১১:০৬ | 70.76.78.47
  • বরষামঙ্গল, ইলিশ, ইলিশের ডিম, খিচুরি, তেলমুড়ি, পচার দোকানের বেগুনি (ওন রিসাইকেলড রেপসিড অয়েল), এসব কি আর আলাদা ?
  • nyara | ২৬ জুন ২০১১ ১১:০৪ | 122.172.156.124
  • ইলিশের ডিম ভাল, তবে রুই কাতলার ডিমের বড়ার কাছে 'সব শালা হারে'।
  • kumudini | ২৬ জুন ২০১১ ১০:৪৯ | 59.161.143.119
  • বর্ষামঙ্গল থেকে ইলিশের ডিমে চলে যাবেন্না।

    কেসি,এতদিন পরে এলে,একটু গান শোনাও।
  • kc | ২৬ জুন ২০১১ ১০:৪৫ | 194.126.37.78
  • বোতীন যাতা মেনু বললে তো। এত আরাম ধম্মে সইবে না। হিংসে দিলাম।
  • Bratin | ২৬ জুন ২০১১ ১০:২৮ | 117.194.100.31
  • ইলিশের ডিম অবশ্যি ই ভালো । কিন্তু সেরকম পরিমানে পাওয়া চাপ।ঃ-((
  • Binary | ২৬ জুন ২০১১ ১০:২৪ | 70.76.78.47
  • মাছের ডিম টা মনে লয় ইলশের-ই বেশী ভাল, রুই-কাতলের টা তেমন নয় ... নাকি ?
  • Bratin | ২৬ জুন ২০১১ ১০:১২ | 117.194.100.31
  • /'সীমানায়' নয় 'অলকায়' মনে হয়।
  • Bratin | ২৬ জুন ২০১১ ১০:১১ | 117.194.100.31
  • এদিকে বাজার থেকে নিয়ে এলাম ইলিশ মাছ আর মাছের(কাতলা/রুই) ডিম। সাথে খিচুড়ি। জমে যাবে!!
  • Bratin | ২৬ জুন ২০১১ ১০:০৯ | 117.194.100.31
  • হেমন্ত গাইতে পারো তোঃ

    ' ও গো মেঘ তুমি ওড়ে যাও কোন সীমানায়(?)
    কে তোমায় নিয়ে যায় দূর অজানায়
    বলো না আমায়'

    ইত্যাদি, প্রভৃতি....
  • kumudini | ২৬ জুন ২০১১ ১০:০২ | 59.161.143.119
  • ডাঁড়াও,আরেকবার ছাদে উটতে হবে,কিন্তু পাশের বাড়ীর ছাদে--------ওরে বাবা!!
  • siki | ২৬ জুন ২০১১ ০৯:৫৭ | 122.162.75.163
  • অত যাতাও নয়। আকাশ কুচকুচে কালো, ঘরের ল্যাপিতে ভানুসিংহ, কিন্তু প্যাচপেচে গরমের সঙ্গে "ছিটফুট' বিষ্টি, মানে এক আকাশ কোষ্ঠকাঠিন্যে এক চামচ ইসবগুল দিলে যা হয় আর কি ... চাদ্দিক ভাসানো বিষ্টি হয়েছিল বটে গেলবার কমনওয়েলথের আগে।

    বেসিক্যালি মরুভূমি তো ...
  • kumudini | ২৬ জুন ২০১১ ০৯:০৮ | 14.99.220.22
  • nk,ভানুসিংহের পদাবলী বেশ ভালো লাগল।সকালটা সুন্দর হয়ে গেল।
    তবে মঞ্চের পর্দায় বরণ বানানটা ভুল,বড় চোখে লাগে।

    "আবহমানে" যে অংশটুকু আছে,সেটিও বেশ।রিহার্সাল দেখতে আমি বড় ভালবাসি।
    এই নাও-তোমার জন্য
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত