আহা এ নিয়ে এত বিচলিত হবার কি আছে। "সিধু কানুর ডহর' - এটাকে তিনজনের নাম ভেবেছে। এরকম অজ্ঞানতা জনিত ভুলভাল কথা তো মানুষ বলেই থাকে। আর মমতা সাধারন মানুষের প্রতিনিধি, সুতরাং....।
Kaju | ০১ জুলাই ২০১১ ১৫:১৭ | 59.163.201.173
আর গণশক্তি মেহনতী মানুষের পক্ষে বলে কি অবরে-সবরে একটু সংযোজন করে কিঞ্চিৎ হাস্যরসও পরিবেশন করতে পারে না? মেহনতী মানুষকে কি কখনো হাসতেও নেই?
তা না হলে রাজনৈতিক জোকসের উদ্ভব হবে কি করে যেগুলো আমরা মাঝেমধ্যে শুনে থাকি?
de | ০১ জুলাই ২০১১ ১৫:১৭ | 203.197.42.100
উফ! একটা ভুলের জন্য ভদ্রমহিলাকে সকাল থেকে হ্যাঠা দিচ্ছে -- একটা ওয়ার্ডের মানে জানতেন না, পরে জেনে নেছেন -- এ নিয়ে অতো আপিসের কাজ কামাই করে ঘ্যান ঘ্যানের মানে কি? অ্যাঁ? :))
Kaju | ০১ জুলাই ২০১১ ১৫:১৩ | 59.163.201.173
আচ্ছা মমদির মোবাইল নম্বরটা জানা যায় না, তাইলে গুরুর তরফে মমদিকে জিগেস করা যেত "আমরা গুরুপত্রিকা থিকা আইতাছি, ইয়ে ডহরবাবু আখির হৈ কৌন?" আমি এযাবৎ জহর, কহর এমনকি লহর নামও শুনিচি, কিন্তু ডহর তো শুনি নাই !
পাঠক-১ বলল - দেখেছ, কাগজ-খ টা কিরকম মিথ্যেবাদী দেখেছ, আজ যে রোববার সেটা লিখলই না।
এরকম...
Ishan | ০১ জুলাই ২০১১ ১৫:০৩ | 122.248.183.1
যাক্কলা শুধু মমতাপন্থী মিডিয়ার ঘাড়ে চাপালে হবে? ওখানে ক্যামেরা ঘাড়ে সিপিএম পন্থী মিডিয়াও হাজির ছিলেন। বক্তিমেটা চান্স পেলে তাঁরা দেখাতেন না নাকি?
মমতা পোচ্চুর উল্টোপাল্টা কথা কয়েছেন, কয়ে থাকেন, এবং আশা করা যায় কইবেন। কিন্তু কোন আমলার কানে-কানে তিনি কি ছড়িয়েছেন, সেটা নিউজ করা একমাত্তর গণশক্তির পক্ষেই সম্ভব। বাংলা অন্য মিডিয়া যতই জালি হোক, তাদের এইটুকু কান্ডজ্ঞান আছে। ঃ)
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:০০ | 69.236.183.118
বাংলা মিডিয়া মিথ্যে লেখে না তো! কবীর সুমন-ও মিথ্যে লেখে না। পাঠকের চশমার ওপর নির্ভর করে কিভাবে দেখছে - সত্যি না মিথ্যে।
siki | ০১ জুলাই ২০১১ ১৫:০০ | 123.242.248.130
ধারাবাহিকতা কোথায় দেখলি? দীর্ঘ নীরবতা ছিল তো মাঝে!
nyara | ০১ জুলাই ২০১১ ১৪:৫১ | 203.110.238.17
বাকি সব ছেড়ে দাও - এই দেখ গুরু। এর একটা যে রিডিমিং ফিচার ছিল - কূটকচালি, সে এখন "ইতিহাসে আলীবর্দি খান" হয়ে গেছে। শালার প্রথম পাতায় গুচ্ছের শক্ত শক্ত ভারি ভারি প্রবন্ধ। প্রতি সোমবার আরও কটি যোগ হয় ও হবে।
আমাদের কোষ্ঠকাঠিন্য ও নাটক দেখতে গিয়ে মা-কালি মা-কালি বেগ হবে না তো কার আসবে?
Bratin | ০১ জুলাই ২০১১ ১৪:৫১ | 122.248.183.1
হাসির বাকি টুকু কোথায় গেল??
Bratin | ০১ জুলাই ২০১১ ১৪:৫০ | 122.248.183.1
ঃ
e | ০১ জুলাই ২০১১ ১৪:৪৭ | 61.12.12.83
ঃ-D
sinfaut | ০১ জুলাই ২০১১ ১৪:৪৭ | 121.241.218.132
তোমার ধারাবাহিকতা সত্যই প্রশংসনীয়। :P
siki | ০১ জুলাই ২০১১ ১৪:৪২ | 123.242.248.130
আরে সরি সরি। অন্য সিনেমা থেকে ঢুকে পড়েছে। আমি অনুরাধা প্যাটেল কইছিলাম। বর্ষা নয়।
h | ০১ জুলাই ২০১১ ১৪:৩৬ | 203.99.212.54
ন্যাড়া ঠিক ই। দোষ আর কি দেবো, সব মিডিয়াতেই হচ্ছে, আর পাঠক ও সেরকম আল ফাল। গণতন্ত্র একটা আজব কল, এটা যারা নিয়মিত প্র্যাকটিস করে, তারা প্রায় কেউ ই গণতান্ত্রিক নয় ;-) ভালো/খারাপ সুদু না, এইটা আরো বিস্তৃত সমস্যা।
h | ০১ জুলাই ২০১১ ১৪:২৯ | 203.99.212.54
অগের মহান প্যারাটি , এক্স, এ, কাজু, পারমিতা (ডাঃ), সইকত (২ য়) এদের জন্য লিখলাম। মানে যারা 'ডহর' নিয়ে কথা বলছিল। এর পরে হয়তো কেউ বললো মেট্রো আর চ্যানেল দুটি পাশাপাশি প্রাচীন সিনেমা হল যেখানে বাংলা সিনেমার হৃত গৌরব ফিরে আসবে। উত্তমকুমার থেকে ট্রেন আছে সরাসরি।
nyara | ০১ জুলাই ২০১১ ১৪:২৮ | 203.110.238.17
ফক্স মিডিয়া তো ইংরিজি। ন্যাশনাল নিউজ তো হিন্দিতে হয়। শুধু বাংলা সাংবাদিকদের দোষ দিয়ে কী হবে?
তবে বাঙালী জাতি হিসেবে এর থেকে ভাল কী কিছু আমরা ডিজার্ভ করি?
kc | ০১ জুলাই ২০১১ ১৪:২৫ | 89.203.49.18
বর্ষা উসগাঁওকর ইজাজতে? ওম পুরীও? ঘেঁটে গেল।
h | ০১ জুলাই ২০১১ ১৪:২৪ | 203.99.212.54
ট্র্যাক রেকর্ড, কি আর বলবো। যাক সে কথা। এন্টায়ার বাংলা মিডিয়া, এত মিথ্যে কথা বলে, আমার যেটা অদ্ভুত লাগে, সাংবাদিক দের বা অ্যানালিস্ট দের কে নিজেদের প্রেস্টিজ বলে কিসু নেই? অবশ্য তার পরেই মনে হয়, স্ট্রাকচারটা তো কর্পো। এবং সি ই ও এবং চ্যালা ঘাড়ের উপরে। কি ই বা আর করবে। চাগরি বাকরি র যা অবস্থা। গরীব আদর্শবাদী এই টাইপ টা এখন খোরাক মাত্র। ইন ফ্যাক্ট self made man এর আদর্শ থেকে capitalism নিজেই অনেক সরে এসেছে। এই জুকারবার্গ আর শ্মিড্ট এরা আবার কিছুটা ফিরিয়েছে, আমাদের আর কি, দেখা আর দেখে ফ্রি ব্লগে লাথখোর বাতেলা মারা, কিন্তু যাকে মরালিটি বেচে খেতে হয় সেই সাংবাদিকের খুব ই চাপ ঃ-)
nyara | ০১ জুলাই ২০১১ ১৪:২৪ | 203.110.238.17
ইজাজতে বর্ষা উসগাঁওকর আবার কে?
siki | ০১ জুলাই ২০১১ ১৪:২১ | 123.242.248.130
সরি, ওমপুরি না, নাসিরুদ্দিন শা।
siki | ০১ জুলাই ২০১১ ১৪:২১ | 123.242.248.130
ও হ্যাঁ, ইশেনের সেদিন "প্রাক্তন প্রেমিকা পছন্দ' পড়ে আমার সাথে সথে কেমন যেন বর্ষা উসগাঁওকার এবং ইজাজত মনে পড়ে গেল, সেখান থেকে মেরা কুছ সামান টাইপের দাবিদাওয়ার মুখে ইশানকে পড়তে হবে ভেবে দুঃখ পেলাম, তারপরে মনে পড়ল, দাবিসমূহের মধ্যে ছিল কবে কোন চৌকিদার ওমপুরিকে একটা আটানা দিয়েছিল, সেই অঠান্নি মে সে চোয়ান্নি মেরি হ্যায়, মুঝে ও চোয়ান্নি লৌটা দো বলে যদি কান্না জোড়ে, এদিকে বাজারে আজ থেকে চোয়ান্নি বন্ধ হয়ে গেছে ...
অনেক কথা একসাথে গুছিয়ে লিখতে পারি না বলে সেদিন কিছু লেখা হয় নাই ...
siki | ০১ জুলাই ২০১১ ১৪:১২ | 123.242.248.130
দীপু, একঘর!!!
P | ০১ জুলাই ২০১১ ১৪:১০ | 193.28.178.61
খুব শিগ্গিরি বুশিজমের মতন মমিজমের ইউটিউব ভিডিও পাওয়া যাবে !
saikat | ০১ জুলাই ২০১১ ১৪:০৮ | 202.54.74.119
খবরটা খুব চাপের।
গণশক্তি বাদে কেউ ছাপেনি, আর গণশক্তির ট্র্যাক রেকর্ড তুলে খবরটা চেপে দেওয়া যাবে। ঃ-)
kc | ০১ জুলাই ২০১১ ১৪:০৭ | 89.203.49.18
আমার পুত্র আর্টিফিসিয়াল ইন্সেমিনেশন নিয়ে অনেকটা এরকম করেই আমাকে প্রায় ঝাড়া দশ মিনিটের লেকচার দিয়েছিল মাস ছয়েক আগে। শুনে টুনে আমি জিজ্ঞাসা করলাম যেখানে আর্টিফিসিয়ালের দরকার নেই সেখানে? গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে থাকল। একটুও হাসেনি।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৪:০৬ | 122.248.183.1
আজকে একটি ছেলের ঘাড় ভাঙা হবে চায়না টাউনে। তার অপরাধ কলকে একপিস চাকরী পেয়েছে।
h | ০১ জুলাই ২০১১ ১৪:০৩ | 203.99.212.54
আজ সকালে গিন্নি কে বলছিলাম, এই খবরটা মমতার মিডিয়া করতে পারবে না, করতে গেলে, অ্যাস্ট্রোলোজি-অ্যাস্ট্রোনমি ইত্যাদি নিয়ে বলে নিতে হবে ;-) বাংলা মিডিয়া এত বোগাস আর তার সঙ্গে আমাদের পরিচয় উপায়ের অভাবে এতটাই ঘনিষ্ঠ, যে খবর বা তর্জা অলমোস্ট প্রেডিকট করা সম্ভব। এডিটোরিয়াল তো আরো ঃ-)
Bratin | ০১ জুলাই ২০১১ ১৩:৫৯ | 122.248.183.1
তোর ছেলে তো ব্যাপক জানে রে!! ঃ-))
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৫৬ | 122.172.244.50
আব্বে, বড়দের গল্প ছোটদের করে লেখা যায় না?
কালকেই আমার পুত্রের থেকে জ্ঞান লাভ করলাম। মা-রা সান বা ডটার চাইলে নাকি হস্পিটালে যেতে হয়, গিয়ে নাকি ""ক্রোমোজম ইঞ্জেকশন'' নিতে হয়। ইঞ্জেকশন নেওয়ার পরে নাকি পেটের মধ্যে বেবির বডি তৈরি হতে শুরু করে। তৈরি হতে নাকি ""অ্যারাউন্ড ওয়ান ইয়ার'' সময় লাগে। তারপর পেট কেটে বেবি বার করা হয়। আর হ্যাঁ, ডাক্তার যদি দুটো এক্স ক্রোমোজম দেয়, তাহলে মেয়ে আর একটা এক্স আর একটা ওয়াই দিলে ছেলে।
আমায় প্যাঁক দিল। আরে বাবা এই 'ডহর' কেস, এটা জাস্ট অসম্ভব বলে মনে হচ্ছে কি করবো ঃ-))
Bratin | ০১ জুলাই ২০১১ ১৩:৫০ | 122.248.183.1
kc , গ্রীক দের বেশীর ভাগ গল্প বড়দের। তাই খুঁজতে হবে!! ঃ-)
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৪৯ | 122.172.244.50
হুঁ কেসি, মনে হয় পারবো। তবে রাত্তির অব্দি সময় দে।
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৪৯ | 122.172.244.50
আমি কাটলুম। তোমরা সব জমিয়ে ভাটাও। রাতে এসে পড়ে নেব।
kc | ০১ জুলাই ২০১১ ১৩:৪৮ | 89.203.49.18
এইও ব্যাঙ, আমাকে গ্রীক দেবতাদের নিয়ে বাচ্চাদের উপযোগী কোনও বইএর খপর দিতে পারবি? আমার পুত্রের জন্য।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৩:৪৫ | 122.248.183.1
আচ্ছা ব্যাঙ!!
kc 'মেঘ-মল্লার' গাও না। ( এটা বর্ষার রাগ ধরে নিয়ে। আমার ডোমেন নলেজ আবার খুব কম!!)
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৪৪ | 122.172.244.50
* নীনাদি, দে-র (দেবযানী)
e | ০১ জুলাই ২০১১ ১৩:৪৩ | 61.12.12.83
The hair, baldness The clouds are The pot belly fur Dhekechila Who?
The topmost ash The corpse fry Dhake charges We and all.
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৪১ | 122.172.244.50
কেসির ইমেলের উত্তরও আজ অব্দি দেওয়া হয়ে ওঠে নি। তিমি, হুচি, কুমু, বম্মা, নীনাদিদের ইমেলের উত্তরও দেওয়া হয় নি। আকা ফেসবুকের ওয়ালে পোস্ট করেছিল, সেটারও উত্তর দেওয়া হয়ে ওঠে নি। কিন্তু মনে আছে যে দিতে হবে। কবে দেব, সেটাই কোশ্নো! এত কি আর লিখে উঠতে পারবো !! ঃ-(
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৩৭ | 122.172.244.50
বোতিন, এসেমেস আর মিসড কল দুটৈ দেখেছি। ল্যাদ খেয়ে আর তোকে ফোন করা হয়ে ওঠে নি। রাগ কোরিস নি।
kc | ০১ জুলাই ২০১১ ১৩:৩৬ | 89.203.49.18
বোতীন, মুড হচ্ছেনা। ঃ-((
byaang | ০১ জুলাই ২০১১ ১৩:৩৬ | 122.172.244.50
আমার এই চ্যালেঞ্জ টা দেখার খুব ইচ্ছে ছিল, প্রথম এপিসোডটা দেখেওছিলাম। কিন্তু তারপর সময় আর দিনটা ভুলে যাওয়ায় আর দেখা হয়ে ওঠে না।। কবে আর কখন হয়? আর রিটেলিকাস্টই বা কখন হয়? স্বস্তিকা কি এখনো আছে? নাকি বেরিয়ে গেছে? শিলাজিৎ আর দিব্যেন্দুও কি এখনো আছে?
Bratin | ০১ জুলাই ২০১১ ১৩:৩৩ | 122.248.183.1
আচ্ছা দিন পাঁচেক আগে, kc যে গান শোনাবে বলে ভয় দেখালো। তার কী হল অ্যাঁ??
Ishan | ০১ জুলাই ২০১১ ১৩:২৪ | 122.248.183.1
চ্যালেঞ্জ আর দেখা হচ্ছে কই। ঃ(
তবে সিপিএমের সিরিয়াস রিব্র্যান্ডিং দরকার। অরিন্দম শীল আদর্শ। রাজ্য-জেলা স্তরে আর কাউকে খুঁজে পাচ্ছি না কি করব। ঃ(
Kaju | ০১ জুলাই ২০১১ ১৩:১৯ | 121.244.209.245
নেতা নন, অভিনেতা। কি স্ট্যামিনা এই বয়েসে ! যা কোদাল চালালো না ভুলে দমের বালাই, না দেকলে বিশ্বাস করবে না। তবে শেষ হতে বেশ জোর জোর নিশ্বাস ফেলছিলেন। আমি ভাবলুম এই বুঝি কিচু হয়ে গেল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন