এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ২১:৩২ | 59.93.206.155
  • হ্যাঁ, অ্যাখুন তো বাড়িতে। ঃ-)
  • Netai | ০৫ জুলাই ২০১১ ২১:৩১ | 121.241.98.225
  • কাজুর অপিস ছুটি। আম্মো কাটবো।
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ২১:২৩ | 59.93.206.155
  • নেতাইবাউ তো মুডে আছে, সকাল থেকে কাঁপিয়ে দিচ্চে। বৃষ্টি আনিয়ে টানিয়ে যা-তা কান্ড তো। চালিয়ে যাও দাদা। ঃ-)
  • Du | ০৫ জুলাই ২০১১ ২১:২১ | 216.110.92.7
  • 'এ বাড়ি আমার - তবু এ ঠিক আমার বাড়ি নয়' এই বোধ আমি এখন আমার সন্তানের মধ্যে চাড়িয়ে দিতে চাইছি - কতটা আন্তরিকতায় জানি না কিন্তু ঘটছে এমনটাই।

    বাড়ি খালি করার দরকারে টিভিটা দিয়ে দিয়েছিলাম মো করেন যিনি ওনাকে ।।। দিয়ে দেশে যাই।।। ফিরে এসে টিভির জন্যে কেঁদে আকুল আমার ছেলে। বোঝাতে চাই ওরে এ তো অনেক পুরোনো সিআর্টি tv পরে আমরা বিরাট বড় টিভি কিনবো -- কিন্তু সে নাছোড় ।। কিচ্ছু চাই না শুধু ঐ টিভি ই চাই ( tay sTori, little toaster এর কুফল(?) সব কিছুতেই প্রাণ আছে ভাবে কিছুই ফেলতে চায় না। এদিকে ১০৫ জ্বর উঠে যাচ্ছে। শান্ত করতে বলি , ফিরিয়ে আনবো। এদিকে ঐ ভদ্রলোক ওটা স্যালভেশনে দিয়ে দিয়েছে, ফোন করে জানতে পাই। এখন আজ আমার টিভি হান্ট শুরু হয়েছে স্যালভেশের অফিসে ২ ফোন করে মেসেজ রেখেছি এবারে জাবো। পাবো কিনা জানি না। পেলেও কি করবো জানি না।

    ছোটরা আমাদের জীবনের রাইডের অদিকারহীন, বক্তব্যহীন যাত্রী যাদেরকে বুঝতে হয় , তাদের আশৈশব টিভি, বাড়ি , শহর, দেশ কিছুই তাদের নয়
  • Netai | ০৫ জুলাই ২০১১ ২১:২০ | 121.241.98.225
  • আরো অনেক/ কথার কথা/আসছে মনে/থাক সেগুলো/মনেই থাকুক।
    ------কবি নেতাই
    ঃ-)
  • Nina | ০৫ জুলাই ২০১১ ২১:০৭ | 12.149.39.84
  • বঙ্গসন্মেলনে কত্ত কি ভাল ভাল হল---কত্ত ভাল ভাল বাংলা-মুখ, চোখে কি আরাম, কত্ত ভাল ভাল বাংলায় ডাক, কানে কি আরাম, কত্ত বাংলার গুনিজনের গুন-পরিবেশন , মনে কি আরাম-- -----কত্ত কি লিখতে ইচ্ছে করছে--কিন্তু আমি যে গোলাম ঃ-((
    দিস রিপোর্ট ডিউ দ্যাট রিপোর্ট ডিউ --সক্কাল থেকে --ভ্যাঁ আ আ আ
  • aka | ০৫ জুলাই ২০১১ ২১:০০ | 168.26.215.13
  • তা বঙ্গ সম্মেলনে কি কি হল?
  • Netai | ০৫ জুলাই ২০১১ ২০:৫৭ | 121.241.98.225
  • নয়ডায় বর্ষা ঠিক আসেনি। মেঘ এসেছিল অনেকগুলো। ঝুলকালো।
  • nk | ০৫ জুলাই ২০১১ ২০:৫৬ | 151.141.84.194
  • নিনা কে আবার আমি পড়েছিলাম নিতাই। ঃ-)
  • Netai | ০৫ জুলাই ২০১১ ২০:৫৪ | 121.241.98.225
  • @ nk
    ঃ-)
  • Ananya | ০৫ জুলাই ২০১১ ২০:৫২ | 150.148.218.189
  • ঠিক বলেছো নীনা দি, এখন ও কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি।
  • Nina | ০৫ জুলাই ২০১১ ২০:৪৯ | 12.149.39.84
  • বঙ্গসন্মেলন থেকে ফিরে---

    কেমন যেন বড্ড ফাঁকা
    চারিপাশে শুধুই এখন
    নাম না জানা ভাষার ভীড় !ঃ-(
  • nk | ০৫ জুলাই ২০১১ ২০:৪৬ | 151.141.84.194
  • দেখেছেন নিতাই, আপনি মেঘমল্লার গাইলেন, আর বৃষ্টি শুরু হলো। ঃ-)
    আপনাকে গুর্চ তানসেন উপাধি দেয়ার জন্য সুপারিশ করলাম। ঃ-)
  • nk | ০৫ জুলাই ২০১১ ২০:৪৫ | 151.141.84.194
  • আচ্ছা গুরুচন্ডালী ১৩ এর পরে আর বেরোয় নি?
  • Netai | ০৫ জুলাই ২০১১ ২০:৪৩ | 121.241.98.225
  • ব্রেভো
  • Tim | ০৫ জুলাই ২০১১ ২০:২৫ | 198.82.21.128
  • মনেই থাকুক
    কাগজ খালি, কলম থেমে
    দোয়াত বন্ধ করাই থাকুক, ছুটির শেষে।

    কথাই থাকুক, বাষ্পীভূত, অসাবধানে
    বলার পরে, ইচ্ছে হয়ে ছড়িয়ে থাকুক
    লেখার আগে, মনেই থাকুক, অলসকথন।
  • pharida | ০৫ জুলাই ২০১১ ১৭:৪২ | 220.227.148.193
  • মনেই থাকুক
    লিখতে গিয়ে ভাবনাচিন্তা
    আসছে যারা তাদের নিয়ে খেলতে থাকুক।

    শব্দ যারা জন্ম নিচ্ছে ঠিক এখনই
    তাদের সবাই এক একটি রং দিক বুলিয়ে
    আরো কিছু অক্ষর নয় আবার ডাকুক।
    মনে থাকুক।
  • de | ০৫ জুলাই ২০১১ ১৭:৩৪ | 59.163.30.6
  • আগে পড়িনি ওনার কবিতা -- পড়ে একঝলক বিষাদ-বাতাস ছুঁয়ে গেলো!
  • m | ০৫ জুলাই ২০১১ ১৭:৩০ | 117.194.43.219
  • সুমন, তাপসকে বহুকাল আগে ব্যক্তিগতভাবে চিনতাম।এখন আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিলো না- কিছুক্ষণ আগে এক বন্ধু ফোনে খবরটা জানালো, সঙ্গে এসেমেসে ঐ কটা লাইন।

    পোস্টটি নিতান্তই আমার ব্যক্তিগত খারাপলাগা। ঐ বহুপুরোনো কোনো চেনাজন চলে যাবার খবর পেলে কেমন একটা থমকে যাবার অনুভূতি হয়- সেটাই হচ্ছে।

    ওর কোনো বই আমার কাছে নেই।
  • Arpan | ০৫ জুলাই ২০১১ ১৭:২৫ | 202.91.136.71
  • মোবাইল হ্যান্ডসেটটা হাত থেকে পড়ে গিয়ে এলসিডি ডিসপ্লেতে ক্র্যাক হয়ে গেছে। দেখতে বাজে লাগছে। কিন্তু কাজ সব ঠিকঠাক হচ্ছে।

    এনি আইডিয়া সারাতে কী রেঞ্জের খচ্চা কপালে লেখা আছে?
  • pi | ০৫ জুলাই ২০১১ ১৭:১৩ | 72.83.103.132
  • গুরুর ফেসবুকের গ্রুপে কবি মিতুল দত্ত তাপসকুমার লায়েকের 'নাও' কাব্যগ্রন্থ থেকে বেশ কিছু কবিতা দিয়ে গেছেন ঃ

    .

    এ বাড়ি আমার। তবু, এ ঠিক আমার বাড়ি নয়।

    ...

    .

    যে কোনো কারণে হোক শুয়ে আছি এখানে ওপারে

    দূরের আকাশ জ্বলে পুড়ে যায় সন্ধ্যাতারা সব

    শব যদি ছুঁয়ে যাবি এ ছাই লেখার মানে নেই

    অতিবাস্তবের দেশে আমি এক সংকীর্ণতা খালি

    শরীর চেয়েছি বলে কথা বলা হল না আমার

    স্নায়ুর অক্ষম দেশ তোমার আঁচলে মৃদু কাচ

    যেটুকু ঠেকায় তার দাবি মুছে দেওয়া রক্তপাত

    সম্পূর্ণ পোশাকে ঢাকো দুটি চোখ ইশারা ইঙ্গিত

    সমস্ত ফিরিয়ে নেওয়া চালু হোক যে আমার ছায়াতে প্রবাস

    নিজের বাছানা ছাড়া ছুঁতে ভালো লাগেনা তোমায়

    .

    এভাবে ওভাবে সবভাবে ভাবে আগুনের পাশে

    রেখেছি নির্বাক অস্থি সে যদি আবার কথা বলে

    যদি সে এবার আরো গাঢ়তম বিষাদের চাপে

    আলপনা এঁকেছে তাকে নির্দ্বিধায় বিস্মৃত অঞ্চলে

    আবার বসানো যায় এভাবে ওভাবে কাটাছেঁড়া সন্দেহে

    সংশয় পেরোনো স্তব্ধ মধ্যরাত্রি ঘুমের প্রলেপে

    যেটুকু বলার যদি রাখা থাকে ক্ষোভে বা প্রক্ষোভে

    যে পথ তোমাকে শাখা নদীর কিনারে ডাকা তোকে

    জড়ানো ভুলের থেকে যদি আরো শ্রুতিময় লোহিতকণায়

    দেহমজ্জা স্মৃতিকোষে শুধু তার তারই কথা উপস্থাপনায়

    আমার অজস্র ভুল শুরু হয়, হোক, এই প্রবাহের ধারে

    একান্ত তোমাকে নাও ভাসিয়েছিলাম নাও

    যে যেভাবে যেরকম পারে

    ১১.

    ও স্পর্শকাতর তুমি রাধাচূড়া এখানের পথে

    অভিসার লিখেছ নীল ধূসর আলোর মায়াখেলা

    প্রেমিক প্রেমিকা যারা দুপুর মানে না কালক্রমে

    বিষণ্ন দাম্পত্যে একা কত শূন্য ফাঁকা নিয়ে থাকে

    সেসব বলেছ তুমি হতাশায় দাগ কাটা নখে

    সমুদ্র ঝিনুক বালি অতর্কিত পায়ের তলায়

    ছড়ায় সন্ত্রাস ঝাউ হলুদের তীব্র মনভাঙা

    সূর্যাস্তের দিকে কিছু রাজহাঁস আমাদের একলা ফেলে যায়

    ও স্পর্শকাতর আমি কৃষ্ণোত্তর জীবন পেরৈ

    ১৮.

    ক্রমশঃ নিস্তব্ধ এক অরণ্যের সীমানায় আমি

    বোঝাতে চেয়েছি সব পুড়ে যাওয়া সনাক্তকরণ

    আকাশের পথে পথে যে অনন্ত গোধূলিগঙ্গায়

    তোমার অসীমে সন্ধ্যাতারা ছায়া ঝলক উড়ান

    যে প্রবেশ দেয় সেই বাসা হয়ে থেকেছে মরণ।
  • pharida | ০৫ জুলাই ২০১১ ১৭:১০ | 220.227.148.193
  • মামী, অসময়ে খাতা কেড়ে নেওয়া বড় নাড়া দেয়।

    কবিতাটি খুব ভালো, এঁর লেখা আরো কিছু আছে নাকি তোমার কাছে?
  • kumu | ০৫ জুলাই ২০১১ ১৭:০৪ | 122.160.159.184
  • মিঠু,সুন্দর কবিতা।
    কবি চলে গেছেন শুনে খারাপ লাগল।
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১৬:৫৬ | 121.241.98.225
  • জন্মদিন বিষয়ে একটি প্যারাডক্স ছিল। একটি জমায়েতে ২৩ জন কিংবা ২৩ জনের থেকে বেশী লোক থাকলে যেকোনো দুজনের জন্মদিন ম্যাচ করার সম্ভবনা ৫০% এর বেশী। ডিটেল জানিনা।
  • m | ০৫ জুলাই ২০১১ ১৬:৫৬ | 117.194.43.219
  • এ বাড়ি আমার। তবু ঠিক, আমার বাড়ি নয়।
    কত সহজেই লেখা এইসব সরলরেখা তোমার মাথাম ঢুকে পড়ে।
    যেমন সিঁদুর দূরে দিগন্ত নামায়,দূরে জল ও আকাশ
    আশ্চর্য সম্পর্ক।এক ছাড়া ছাড়া ভালোবাসা ,লোক দেখানোর
    সমগ্র বৃষ্টির ধারা আমার এই আজীবন পর হয়ে থাকা
    সে এক সরলবাক্য ক্রমশ জটিল জামাকাপড়...

    তোমার কাছেই আমি কল্পনাপ্রবণ হাতেখড়ি

    বহুবছর আগে একদা পরিচিত কবিবন্ধু তাপসের লেখা। তাপস কুমার লায়েক গতকাল মারা গেছেন।
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ১৬:৫১ | 121.244.209.245
  • তা পরবাসে থাকলে লোকে একটু দুখে তো থাকেই। এ আবার নতুন কি?
  • kumudini | ০৫ জুলাই ২০১১ ১৬:৪৮ | 122.160.159.184
  • আমার সন্দ হয়,দুখে পরবাসে লিখতো-টিখতো।
  • dd | ০৫ জুলাই ২০১১ ১৬:৪৭ | 124.247.203.12
  • ভীষন জন্মোদিন হয় চেন্নাইতে। হুঁদো হুঁদো লোকেদের হয়। হতেই থাকে।

    সত্তি সত্তি একটা খুন খারাবী গোছের গুলাবী কেক আসে নিয়মিত। তাতে অসুবিধে হয় না, আমার খুব শুগার, বলে মিষ্টি হেসে কাটিয়ে দিতে পারি। এইসব সামোসা টাম,ওসা আসলেই বড্ডো মুশকিল হয়। একেক সময় চিনি কুটকুটে বরফি তাইপের ময়দার পিন্ড আসে।

    যারা সামান্য সিঙারা বানাতে পারে না তাদের এতো জন্মোদিনের ঘটা ক্যানো,সেটাও বুঝি না।
  • dukhe | ০৫ জুলাই ২০১১ ১৬:৩৯ | 122.160.114.85
  • কুমুদিনীর কথা খাঁটি । শুধু মুখোশ নয়, রামদেবের আদর্শে সালোয়ার এবং ওড়নাও ব্যবহার করা উচিত ।
    কাল আবার কারো জন্মদিন নেই ?
  • til | ০৫ জুলাই ২০১১ ১৬:৩৬ | 124.169.30.142
  • আহা,সিঙ্গাড়ার স্মৃতি উদয় হলো। দেশপ্রিয় পার্কের কাছে এক বন্ধুর খালি ফ্ল্যাটে থাকতাম দেশে গিয়ে, কাছেই অক্সফোর্ড বুক কোং এর পাশে সিঙ্গাড়া ও কচ্রীর দোকান।
    অমৃত। কে আর ঋআঁধে কষ্ট করে!
    সে কি দিনই না ছিল।
    শালা দেববাবুর রাজারহাটে ফক্কা, কেবল বিশুদ্ধ বাতাস মেলে।
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ১৬:৩৬ | 121.244.209.245
  • কিন্তু কেউ সন্দ কল্ল না, আপিসে বেগুনী উদ্বেড়াল আয়া কাহাঁ সে? ওর চেয়ে সিকির স্টেপগুলো ভালো ছিল। একদ্ম ফুলস্টপ। ব্যাগে পুরলে আবার ওটার অন্য গতি করতে হবে।
  • kumudini | ০৫ জুলাই ২০১১ ১৬:৩২ | 122.160.159.184
  • বাড়ী গিয়ে সর্বাগ্রে ওটি ব্যাগ থেকে বের করে ফেলে দেবেন।
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ১৬:৩১ | 59.163.201.173
  • বিশেষ করে ডিডিদা, যিনি সত্যবচনে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ থেকেছেন।
  • dd | ০৫ জুলাই ২০১১ ১৬:২৯ | 124.247.203.12
  • পেরেছি ! পেরেচ্ছি !
    "ঐ রে ঐ রে, গোলাপী কেকটাকে বেগুনী উদবেড়ালের ধরে নিয়ে গেলো। ইল্লে প্পোঃ। আপপ্পা গিগরিংসে তিত্তিরিংসে প প।" এইসব বলে চেঁচাতে লোকে ইদিক উদিকে তাকাতেই স্যাঁট করে পেপার ন্যাপকিনে মুড়ে ব্যাগে ঢুকিয়ে দিইছি।

    কিন্তু দু এক কামড় বীন আর গাজোর যা পেটে গ্যাছে, তাতেই কেমন শরীলটা গোলাচ্ছে।
  • til | ০৫ জুলাই ২০১১ ১৬:২৮ | 124.169.30.142
  • জনগণ, সত্যের মোকাবিলা করুন; বীরদর্পে বলুন, এই সমোসা অখাদ্য এবং ডাষ্টবিনে নিক্ষেপ করুন। এইটুকুর জন্যে অনৃতভাষণ? ধিক, ধিক!
  • kumu | ০৫ জুলাই ২০১১ ১৬:২৬ | 122.160.159.184
  • মুখে মুখোশ পল্লেই সে ডিডিদাকে চিন্তে পার্বে না?
    ক্ষী বুদ্ধি!
  • de | ০৫ জুলাই ২০১১ ১৬:২৫ | 59.163.30.4
  • ওয়েস্ট পেপার বিন নেই টেবিলের তলায়? নীচু হয়ে তার মধ্যে ফেলে দিন -- পরে সবাই চলে গেলে, অন্য কোথাও ফেলে দেবেন তুলে :))
  • dukhe | ০৫ জুলাই ২০১১ ১৬:১৯ | 122.160.114.85
  • আর ভেতরে কেউ থাকলে তার মুখে ঠুসে ধরুন । একটা মুখোশ পরে নিলে ভালো হয় ।
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৬:০২ | 123.242.248.130
  • মুঠো করে নিয়ে, খুব যেন খাচ্ছেন এইরকম ভাব করে পায়চারি করতে করতে বাথরুমের দিকে চলে যান। ভেতরে যদি কেউ না থাকে, টুক করে পায়খানায় ঢুকে দরজা বন্ধ করুন। কমোডে ফেলুন, ফ্লাশ করুন, বেরিয়ে আসুন বীরদর্পে। এসে এক গ্লাস জল খেয়ে নিন।
  • Ishan | ০৫ জুলাই ২০১১ ১৫:৫৭ | 122.248.183.1
  • ওপেন আপিস তো কম্পুটারোলাদের সম্পত্তি। ডিডিদাদা সেখানে কি করেন? ঃ)
  • dd | ০৫ জুলাই ২০১১ ১৫:৪৭ | 59.97.120.176
  • চিন্তা করা যায় না এরকম একটা অসম্ভব মোটকা এবং জঘন্ন সামোসা খেতে হচ্ছে। ভিতরে বিন্স আর গাজরে ভরপুর। কেনো না একটি বাচ্ছার জন্মদিন, তার আহ্লাদ হয়েছে সবাইকে খাওয়াবে।

    এরপর একটা ভেজিটেবল কাটলেটও আছে। আমার নিতান্ত কান্না পাচ্ছে।

    চারিদিকে কাঁচে ঢাকা ওপেন আপিস, না পারছি ফেলে দিতে না ব্যাগে ভরতে।
  • pharida | ০৫ জুলাই ২০১১ ১৫:৪৬ | 220.227.148.193
  • সিকি ফেল !!
  • de | ০৫ জুলাই ২০১১ ১৫:৪০ | 59.163.30.4
  • আর বোলো না সিকি! কয়েক পাতা লিখেওছিলাম, তারপর আবার কাজের চাপে সব গুলিয়ে গেলো :((
    সীমান্তের চোরাকারবারীদের কাছে ইলিশমাছ একটা টার্ম -- বোধহয় রিভলভারকে বলে!
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১৫:২১ | 121.241.98.225
  • মাছ ছাড়া ইলশেগুঁড়ি বৃষ্টি হয়।
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ১৫:১৫ | 121.244.209.245
  • অবাস্তব, ঠিকই, না জানলে লিখবেনই বা কি করে? আন্দাজে ভুলভাল সই মারার চেয়ে না মারাই ভালো। তাতে অকারণ কনফিউসন বাড়ে। ঃ-)
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৫:০৯ | 123.242.248.130
  • দে তাহলে আন্দামানের গপ্পোটা কাটিয়েই দিলে?

    (এইবার দে আর কোনও পোস্ট করবে না আজকের মত ঃ))
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৫:০৮ | 123.242.248.130
  • ইলিশ কি মাছ ছাড়া আরও কিছু হয়??
  • de | ০৫ জুলাই ২০১১ ১৫:০৬ | 59.163.30.2
  • মাছ হলে চাই -- উইকেন্ডে!
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৪:৫৪ | 123.242.248.130
  • ঘরে পিচকিরি আছে? ইসবগুল জলে গুলে আকাশের দিকে স্প্রে করে দে।
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১৪:৫৩ | 121.241.98.225
  • দেদির কি ইলিশ চাই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত