এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ০৭ জুলাই ২০১১ ১২:৫৩ | 59.163.30.2
  • টু দ্য পাওয়ার বাদ গ্যাছে :))
    সিকি [ কুড়ি অর রিভার্স!
  • kumudini | ০৭ জুলাই ২০১১ ১২:৪১ | 122.160.159.184
  • ওকে ধরিলে তো ধরা দেবে না/ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে--
  • ph | ০৭ জুলাই ২০১১ ১২:৩৭ | 220.227.148.193
  • সিকির লগে কুড়ি - ফিরে চায়না
    কুড়ির লগে সিকি - এ কী ভাবনা ঃ))
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১২:৩২ | 173.163.204.9
  • এছাড়াও লগ নেওয়া যায়।
    সিকির লগে কুড়ি = ?
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১২:৩০ | 173.163.204.9
  • কিংবা কুড়ির ২৫% ঃ-))
  • ph | ০৭ জুলাই ২০১১ ১২:২৯ | 220.227.148.193
  • সিকি ভাগ কুড়ি - সিকি কুড়ি ভাগাচ্ছে - সর্দার খোলা কৃপাণ নিয়ে তাড়া করেছে ঃ))
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১২:২৯ | 173.163.204.9
  • আমার মনে কু নাই। ঃ-)
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ১২:২৮ | 202.91.136.71
  • যাঃ, টিম কয়ে দিল।

    সিকি অন টপ অফ কুড়ি - ওটা এমন করে বলতে হত।
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১২:২৬ | 173.163.204.9
  • ভাগটা করেনি। আমিই করেদি

    সিকি ভাগ কুড়ি = ১.২৫
  • byaang | ০৭ জুলাই ২০১১ ১২:২২ | 122.172.245.22
  • ঃ-)) ফরিদা এটা হেব্বি দিল।
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১২:২২ | 173.163.204.9
  • ঃ-))
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ১২:২২ | 202.91.136.71
  • আরেকটা বাজে রসিকতা মুখে এসে গেছিল। সামলে নিলাম। ঃ)
  • siki | ০৭ জুলাই ২০১১ ১২:২১ | 123.242.248.130
  • হ্যাঁ, আমায় ঠ্যাঙালে মিসেস সিকি তোকে ট্রিট দিতেও পারে। ওর দু একদিনের রেস্ট হবে। ঃ-))))
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ১২:২১ | 202.91.136.71
  • ঃ)))
  • ph | ০৭ জুলাই ২০১১ ১২:২০ | 220.227.148.193
  • সিকি প্লাস কুড়ি - ৪৫
    সিকি মাইনাস কুড়ি - ৫
    সিকি ইন্টু কুড়ি - ইন্টুমিন্টু

    খ্যাঃ খ্যাঃ খ্যা
  • siki | ০৭ জুলাই ২০১১ ১২:২০ | 123.242.248.130
  • টই খুলে দেব?
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১২:২০ | 173.163.204.9
  • আমার খাওয়া নয় নাই জুটলো, তোরে তো চাট্টি ঠ্যাঙ্গাবে! ;-)

    বলা যায়না, এই সুবাদে মিসেস সিকি হয়ত আমায় ট্রিট দেবে।
  • til | ০৭ জুলাই ২০১১ ১২:১৯ | 165.12.252.211
  • এক. ২৫ যুগ= ১৫ বছর
  • til | ০৭ জুলাই ২০১১ ১২:১৭ | 165.12.252.211
  • সওয়া যুগ আগের কথা, পাশাপাশি কিউবিকলে আমরা - তখনও ঘর জোটেনি, ভাগ্যিস! আমার পাশে এক ক্রোয়েশিয়ান, তার পাশে এক সিংহলী আর অন্য পাসে এক অবনক্সাস পমি (এদেশে ব্রিটরা পমি বলেই খ্যাত, যেমন পাকি)।
    ক্লীনার একটি নতুন কুড়ি এল। পরে জানা গেল সে সার্ব (মানে সর্বিয়ান)। বিকেলের দিকে বরং ৫.৩০/৬.০০ নাগাদ ডাষ্টবিন ক্লেয়ার করতে আসতো। অ্যানার বয়স ২৫ মতন, অপূর্ব সুন্দরী আর হ্রস্বতর স্কার্ট। দূর থেকে গন্ধ ভেসে আসতো; ক্লীনারদের রেট (হাওয়ার্লি wage রেট) সাধারনতঃ বেশীই, এবং তারা কেন জানিনা দামী দামী পারফিয়ুম মেখে আসে!

    পরে লিখবো। শুধু শেষটা বলে যাই, সিংহলী ছেলেটি তুলেছিল। সে অনেক লম্বা কাহিনী।
  • kumu | ০৭ জুলাই ২০১১ ১২:১৪ | 122.160.159.184
  • সিকির আপিস পিথিমীর শেষ মাথায় হলেও যেতে হবে,গুরুকুলরত্নের এই বিপদ চেয়ে চেয়ে দেকব?
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ১২:১০ | 202.91.136.71
  • সেম গোজ উইথ ম্যাঙ্গালোরিয়ান বিউটিজ।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১২:০৬ | 123.242.248.130
  • অপ্পনের লাখ কথার অ্যাক কথা। অ্যাকেবারে ইউ সেইড ইট।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১২:০৬ | 123.242.248.130
  • সিকির আপিস আসা খুব চাপ। সিকির আপিস গুরগাঁওয়ের শেষ মাথায়, রাজদীপের বাড়ির কাছাকাছি। তা রাজদীপ তো আর আসেই না, সুতরাং, জাসুসি করারও কেউ নেই। হি হি।
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ১২:০৫ | 202.91.136.71
  • লাবণ্য কারে কয়?

    পঞ্জাবন কুড়িরা হট হয়।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১২:০৫ | 123.242.248.130
  • পটাশম্যাম, লাবণ্য হোল্ড্‌স অন দা আইজ অফ ইত্যাদি।

    না, সেই কমনীয় লাবণ্য নেই। ঃ) বাকি যা যা কইলেন, সব ঠিক। অসাধারণ ফিগার, একেবারে কোমর অবধি লম্বা বিনুনি, আর দুধে আলতা, মানে টিপিকাল পঞ্জাবী কুড়ি য্যামন হয় আর কি ...

    আপ্নে ক্ষি অন্তর্যামী?
  • siki | ০৭ জুলাই ২০১১ ১২:০২ | 123.242.248.130
  • টিমের বোধ হয় ভ মা-র খাবার বিশেষ অপছন্দ, তাই এই সব ভুলভাল প্ল্যান দিচ্ছে। জীবনেও তোর খাওয়া জুটবে না ভ মা তে।

    তিল, হোক হোক, আরে আপনার তো পাশের কিউবি, আমার তো জাস্ট পাশের চেয়ার। দুটো চেয়ার মিলে একটা ডেস্ক, সেমি কিউবি।

    কুড়ি আজ আইপড এনেছে। কানে হেডফোং গুঁজে মহানন্দে টিওআই পড়ছে, মাঝে মাঝে কেমন বেসুরো গলায় গানের তালে ডাক ছাড়ছে। আমার আজ তাও মন্দ লাগছে না। কবি বলেছেন, আজ হোক না সুর ফ্যাকাশে কুড়ির সিকির আকাশে ইত্যাদি।
  • kumudini | ০৭ জুলাই ২০১১ ১২:০১ | 122.160.159.184
  • খুব কম পাঞ্জাবী মেয়ের মুখে লাবণ্য জিনিসটা দেখা যায়।অসাধারণ ফিগার,দুধে-আলতা গায়ের রং-সবই আছে,কিন্তু বাঙালী মেয়েদের মত লাবণ্য নেই।
    অবশ্য এটা আমার মত,একান্তভাবেই আমার।

    যাগ্গে,গুরুভাই/ভগিনীরা কি বলছো/ছেন?সিকির আপিসে গিয়ে সরেজমিনে সব দেকেশুনে এসে এট্টা রিপোট দেব কি?
  • til | ০৭ জুলাই ২০১১ ১১:৫৪ | 165.12.252.211
  • কুড়িঘটিত ব্যাপারে একটা রিয়্যাললাইফ (ডিঃ আমার লাইফে কিন্তু লাইফ আমার সহকর্মীর) কেস স্টাডি দেবার প্রবল ইচ্ছে-কিন্তু বিরত রইলাম, লোকে যাতা বলবে! ব্যাপারটা অফিসে, পাশাপাশি কিউবিকলে কিনা, এক্‌স্‌ট্‌রাপোলেট করা সহজ হতো।
  • Tim | ০৭ জুলাই ২০১১ ১১:৫০ | 173.163.204.9
  • আরে ছুটি হলে তবে তো ফ্রেশ প্ল্যান। এই সোসন শেষ হলো। যাই হোক, কবি বলেছেন, বেটার লেট দ্যান.. ইত্যাদি।

    প্ল্যান ১ঃ
    সিকি জনা কয়েক তাগড়া গুন্ডা ভাড়া করবে। রাতের দিকে, জনহীন রাস্তা (বোল্ড, আন্ডারলাইন) দিয়ে কুড়ি বাড়ি ফিরছে, এরকম সময় পথের ধারে সিকি দাঁড়িয়ে থাকবে। কুড়ি কাছাকাছি এলে সেই গুন্ডারা সিকির ওপর চড়াও হয়ে বেধড়ক মারবে। তারপর দুদ্দাড় করে পালাবে। সিকি কোনক্রমে গোঙাতে গোঙাতে কুড়ির সিমপ্যাথি আদায় করবে।

    প্ল্যান ২ঃ
    সিকি সর্দারজির সামনে ঐ একই নাটক করবে। এটা আরেকটু ইনডাইরেক্ট পাথ, তবে এতেও কাজ হবে।

    প্ল্যান ৩ঃ
    সিকি কুড়ির প্রিয় ডিশ রান্না করে নিয়ে যাবে। বলা বাহুল্য, অত্যন্ত বাজে খেতে হবে সেটা। কুড়ি খেতে পারবে না। তখন কম্পেনসেট কত্তে সিকি কুড়িকে রেস্তোরাঁয় খাওয়াবে। সর্দারজি জবরদস্তি সঙ্গে এলে তাঁর খাবারে মেশানোর জন্য কড়া পার্গেটিভ মজুত রাখতে হবে।

    প্ল্যান ৪ঃ
    সিকি কুড়িকে লা-জবাব দিল্লি দেবে, গিফ্‌ট। বলবে ঐটে গুচ বেস্টসেলার। পত্তে হয়, নইলে পিছলে পত্তে হয়। বাংলা হরপ দেখে হতভম্ব হলে বাংলা শেখাতে চাইবে। সপ্তাহে দুটো সিটিং, অন্তত বছর দুয়েকের জন্য নিশ্চিন্ত। সর্দারজি জোর করে সঙ্গে এলে ওনাকে কালী সিঙ্গির মহাভারত টুকতে দেবে।

    বিঃ দ্রঃ এই প্ল্যানগুলির যেকোনো একটি আংশিক সফল হলে সিকি আমায় ভ-মা তে খাওয়াবে।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১১:৪৬ | 123.242.248.130
  • কুড়ি বোধ হয় এখন বয়ফ্রেন্ড / বরের সাথে ফোনে পেম করছে। আমি পাশে বসে শুনছি ...
  • byaang | ০৭ জুলাই ২০১১ ১১:৪৬ | 122.172.245.22
  • আমিও দিই নি। আমি পোষ্কার মন নিয়ে সিকিকে সাহায্য কচ্ছিলুম। দে এসে যৎপরোনাস্তি বাজে বুদ্ধি দিয়েছে।
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১১:৩৮ | 117.194.101.121
  • কুমু দি, তুমি ই এর বিচার করো। দেখো একমাত্র আমি কোনো বাজে পরামর্শ দিই নি। ঃ-))
  • kumudini | ০৭ জুলাই ২০১১ ১১:৩৬ | 122.160.159.184
  • মাত্র দুদিন ছিলুম না,এর মধ্যে এই অবস্থা!!!!

    সিকি কোন কুড়ির জন্য আকুল হয়ে উঠেছে আর গুরুর লোকজন দল বেঁধে নানারকম দুর্বুদ্ধি দিচ্চে,ইনক্লুডিং ডিডিদা,তিলস্যার।

    এদিকে চিন্টুবাবু সহকর্মিনীর সাথে গড় চলে গ্যালো!!

    তাও গতরাত্রের ভাট পুরো পড়িনি।
  • kc | ০৭ জুলাই ২০১১ ১১:৩০ | 194.126.37.78
  • টইয়ের লাস্ট দিকের পোস্টগুলো উড়ে গেছে।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১১:০৬ | 123.242.248.130
  • দেখতে চাইলে পনেরো দিনও কম সময়। কইলাম তো। ডিগলিপুর, কার নিকোবর ...

    আমি তো জব চেঞ্জের মাঝে দেখেছি। যখন গেছিলাম, তখন নোটিস পিরিয়ডে ছিলাম। ঃ)
  • til | ০৭ জুলাই ২০১১ ১১:০১ | 165.12.252.211
  • ব্রতীন, নভে/ডিসে হলে দুজন সঙ্গী পাবে। অবশ্য আগেও একজনকে বলেছিলাম, আমায় বাদ দিল। কি দুঃখ, ইছামতী শুকিয়ে গেছে, নতুবা....
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ১০:৫৭ | 202.91.136.71
  • টইয়ের কন্টেন্ট আপডেট হচ্ছে, কিন্তু অথারলিস্ট আপডেট হচ্ছে না।
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১০:৫৬ | 117.194.101.121
  • দে, আমার তেমন ধারনা ছিল। দেখি শুধু আন্দামান দেখার জন্যেই জব চেঞ্জ করতে হবে। দুটি জবের ফাঁকে আন্দামান। আহা ভাবতেই মনটা উৎফুল্ল হয়ে উঠছে!!!
  • de | ০৭ জুলাই ২০১১ ১০:৫১ | 59.163.30.4
  • দশ দিনের কমে আন্দামান যাওয়া উচিত নয় -- কিচ্ছু দেখা যায় না!
  • de | ০৭ জুলাই ২০১১ ১০:৪৯ | 59.163.30.4
  • কেউ জিগায় নি তাও, আন্দামানে গেলে নীল আইল্যান্ড আর হ্যাভলক আইল্যান্ডে স্টে আর জলি বয় তে স্নরকেলিং মাস্ট -- সময় পেলে এলিফ্যান্ট আইল্যান্ডে স্নরকেলিং ও কত্তে হবে -- হ্যাভলক থেকে এলিফ্যান্ট আইল্যান্ডে অবশ্যই হোভারক্রাফটে করে যেতে হবে ইত্যাদী ইত্যাদী! কত্ত কিচু লেখার ছিলো -- :((
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১০:৪৩ | 117.194.101.121
  • এক সপ্তাহে আন্দামান হয়ে যাবে। ঢপ দিচ্ছো না তো?? আমার সেই কবে থেকে যাবার ইচ্ছে। দেখি কবে হয়।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১০:৩৮ | 123.242.248.130
  • দিল্লি এয়ারপোর্ট অত্যন্ত সুন্দরভাবে সাজানো। কোনও কত্থা হবে না। সেম ফর হায়দ্রাবাদের এয়ারপোর্ট।

    কলকাতা এয়ারপোর্ট অত্যন্ত নোংরা। স্পেশালি এয়ারপোর্টের বাইরেটা। হাওড়া স্টেশনের ইউরিনাল কলকাতা এয়ারপোর্টের ইউরিনালের থেকে পরিষ্কার।

    চেন্নাই এয়ারপোর্ট ততোধিক নোংরা।
  • siki | ০৭ জুলাই ২০১১ ১০:৩৬ | 123.242.248.130
  • দিন ১ - সকালে পৌঁছে দুপুর পর্যন্ত বিশ্রাম। খেয়ে দেয়ে বেরোও, কর্বিন্স কুভ বিচ, সেলুলার জেল, লাইট অ্যান্ড সাউন্ড।

    দিন ২ - ওয়ান্ডুর বিচ -- রেড স্কিন/জলি বয় (অবশ্যই স্নরকেলিং করবে)। ফিরে এসে সোজা চলে যাও চিড়িয়া টাপু, সেখানে সানসেট দ্যাখো। মাঝে সময় থাকলে রাবার প্ল্যান্টেশন দেখে চিড়িয়া টাপু যেতে পারো। রাতে আনন্দ রেস্টুরেন্টে খাও, আর পরদিনের জন্য বুকিং সেরে নাও, যদি না আগে থেকে বুক করা থাকে।

    দিন ৩ - থ্রি আইল্যান্ড ট্যুর। রস, ভাইপার, নর্থ বে।

    দিন ৪ - ভোর চারটেয় উঠতে হবে। বারাটাং আইল্যান্ড। সারাদিন।

    দিন ৫ - হ্যাভলক আইল্যান্ড। হাতে সময় থাকলে কইতাম হ্যাভলকে নাইট স্টে করতে। তা থাকবে না যখন, কী আর করা।

    দিন ৬ - লোকাল ভ্রমণ। চ্যাথাম হয়ে মাউন্ট হ্যারিয়েট, লোকাল মিউজিয়াম, এম্পোরিয়াম, কেনাকাটা। কতদূর কী হবে জানি না। সামুদ্রিকা মিউজিয়াম আছে, অ্যাকোয়ারিয়াম আছে, অ্যা®¾থ্রাপলজিকাল মিউজিয়াম আছে।

    খুব হেকটিক হয়ে যাবে। সপ্তমদিন ভোরবেলার ফ্লাইটে চেন্নাই ফেরত। কিন্তু আকাশ থেকে সুন্দরবন দেখা যাবে না, ওটা না দেখলে যাত্রা সম্পূর্ণ হবে না। দ্যাখো যদি কলকাতায় ফিরতে পরো ঃ)
  • Sibu | ০৭ জুলাই ২০১১ ১০:৩৪ | 107.25.229.29
  • ঘুনু কত্তে যাই। হরি বল মন রসনা ...
  • Netai | ০৭ জুলাই ২০১১ ১০:২৫ | 121.241.98.225
  • সার্চ করে দু একবার পাইনি। পরে তাই পাতা পাল্টে খুঁজতাম। আর চাপ খেতাম।
  • Du | ০৭ জুলাই ২০১১ ১০:২০ | 71.97.75.107
  • আমার কিছু খারাপ লাগে নি, বাঁশি বাজছিলো লাইভ, হেঁটে যেতে কষ্ট হয়নি, এমনকি শোবার কাউচও ছিলো, যেটা কোথাও থাকে না।
  • abastab | ০৭ জুলাই ২০১১ ১০:১৮ | 61.95.189.252
  • কেন খোঁজ করা চাপের কেন। আমি তো খুঁজে পাই।
  • pi | ০৭ জুলাই ২০১১ ১০:১৬ | 72.83.103.132
  • দিল্লি এয়ারপোর্ট প্রয়োজনাতিরিক্ত ভাবে শাইনিং। দেখে বেশ বিরক্তি লেগেছিল।
  • Netai | ০৭ জুলাই ২০১১ ১০:১৫ | 121.241.98.225
  • আর খোঁজ করাটাও বেশ চাপের।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত