এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৪৪ | 122.252.231.10
  • ব্যারেটো আছে এবারো? তালে আর চিন্তা নাই। ঃ)
  • prateek | ০৪ জুলাই ২০১১ ০০:৪২ | 67.9.224.157
  • পাই,অনেক দেরি হয়ে গেল,শু বি বা! ত্রিদিব কে বলিস এইবারে ওদাফা-ব্যারেটো-সুনীল মিলে ইব-র ভুশটিনাশঃ)
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৩৯ | 122.252.231.10
  • নয়ত কী!!
  • prateek | ০৪ জুলাই ২০১১ ০০:৩৯ | 67.9.224.157
  • তুমি ছাপোষা?? এও শুন্তে হল!!
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৩৭ | 122.252.231.10
  • বোঝো! চাইলাম বাজেট হোটেল।

    অরেঞ্জ কাউন্টি কি আর আমাদের মত ছাপোষা মানুষের জন্য ভাই! ঃ)
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৩২ | 122.252.231.10
  • মাডিকেরি, কুশলনগর উভয়েই চলিবে।
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৩১ | 122.252.231.10
  • সান্দা, কুর্গমে কোহি আচ্ছা খাসা বাজেট হোটেল/হোম স্টে পাতা হ্যায়? তিন নাইট স্টে করনা হ্যায় বাচ্চাবুড়ো লেকে।
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৩০ | 122.252.231.10
  • * আমার মেশিনে
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:২৮ | 122.252.231.10
  • য্যামোন ধরেন এই ন্যাড়াদার বঙ্গলিপি অ্যাডঅনটা। ফাফতে দিব্যি চলে। আমার অভ্র-ফভ্র ইন্সটল না করেই দিব্যি ইউনিকোডে লিখি।
  • SS | ০৪ জুলাই ২০১১ ০০:২৭ | 131.193.196.214
  • নাহ, গ্রীজ-মাঙ্কি ইত্যাদি শুনলে শুধু তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠার গল্প মনে পড়ে।
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:২৫ | 122.252.231.10
  • আমি আই-ই টা এখনো রেখেছি। কখনো সখনো আই-ই ট্যাবে জিনিসপত্র খোলার দরকার পড়ে।
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:২৪ | 122.252.231.10
  • কিন্তু অ্যাড-অনগুলো তো সব কাজের। আইইর জন্যও অ্যাড-অন পাওয়া যায়। তবে সংখ্যায় কম।
  • sayan | ০৪ জুলাই ২০১১ ০০:০৯ | 115.184.121.157
  • আপনেরা কেউ কি ফাফে গ্রীজমাঙ্কি স্ক্রিপ্ট চালান?
  • kc | ০৪ জুলাই ২০১১ ০০:০০ | 89.203.49.18
  • আরে আমার পিসিতে আইই, ফাফ, ক্রোম তিনটেই আছে। আইইটাই বেশী ভাল লাগে। ফাফতে মাঝে মাঝেই অ্যাডন অ্যাডাতে হয়, কিরকম জোর করে আঁতেল টাইপের ব্যাফার। ;)
  • siki | ০৩ জুলাই ২০১১ ২৩:৫৬ | 122.162.75.163
  • সান্দা, একঘর ঃ-)

    কেসি, না-না, পালিত বুড়ো টুড়ো নয়। ফাফ অনেক উন্নততর ব্যাপার স্যাপার। ও বলে বোঝানো চাপ আছে, ব্যবহার করতে শুরু করুন, নিজেই বুঝবেন।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ২৩:৫৪ | 115.184.121.157
  • আইই তে প্রবলেম হয় না তো আর। ইনফ্যাক্ট আইই-টাই তো উড়িয়ে দিয়েছি সো নো মোর প্রবলেম ;-)
  • kc | ০৩ জুলাই ২০১১ ২৩:৫৪ | 89.203.49.18
  • যা বুইলাম তা হল সরল গোল্গাল ভাইদের জন্য হল আইই। আর অন্য ইরিমিরিকিরিগুলো হল পলিটব্যুরোর মেংবারদের জন্যি।
  • siki | ০৩ জুলাই ২০১১ ২৩:৪৮ | 122.162.75.163
  • ফায়ারফক্সের টিমে নিশ্চয় কিছু ফ্রেশার ঢুকেছে। এই সেদিন বেরোল ফাফ ৪, এর মধ্যে পাঁচ বেরিয়ে গেল? লোকজনের সঙ্গে একবার কনসাল্ট করার প্রয়োজন পর্যন্ত বোধ করল না? আমরা গুরু করি বলে কি মানুষ নই? কী এমন হাতিঘোড়া আছে ফাফ ৫-এ?
  • siki | ০৩ জুলাই ২০১১ ২৩:৪৪ | 122.162.75.163
  • হ্যাঃ। সাতকাণ্ড রামায়ণের পরে সীতা কার পিতা।

    শোনেন স্যার, ফাফ হল অগতির গতি, অনাথের নাথ, পতিতের পতি। ফ্লেক্সিবিলিটি পোচুর, ইচ্ছেমত অ্যাড অন অ্যাডানো যায়, ট্যাব্‌ড ব্রাউজিং প্রথম আনে ফায়ারফক্সই, উইন্ডো ক্লোজ করে দেবার পরেও সেই সমস্ত ট্যাব একসাথে রিওপেন করা যায় ফাফ-তেই।

    অন্যদিকে আইই হল বুর্জোয়াব্রাউজার, মাইক্রোসফটের মনোপলি, ট্যাব মনে করে রাখতে পারে না, মাঝে মাঝেই হ্যাং করে চোখ উল্টে পড়ে যায়, জিডব্লুটির সঙ্গে কমপ্যাটিবিলিটি নেই (এখন যেন আবার জানতে চাইবেন্না জিডব্লুটি কেমন খেতে), এদিক ওদিক পাতা সাদা হয়ে পড়ে থাকে লোড হতে চায় না, আরও কত ক্ষী!

    ফায়ারফক্স কে পাস হ্যায় ফায়ারবাগ (এইখানটায় ইকো হবে, ফায়ারবাগ ... ফায়ারবাগ ... ফায়ারবাগ ...) আইই কে পাস কেয়া হ্যায়? কিচ্ছু নেহি। ফায়ারবাগ সে এক তুলকালাম জিনিস, ও আপ্নে বুঝবেন্না। কত কাজ সোজা করে দেয়, মানে ডেভেলপমেন্টের কাজ আর কি।
  • aka | ০৩ জুলাই ২০১১ ২৩:৪৪ | 24.42.203.194
  • কথিত আছে আইই তে নাকি কিসব হয়। তা আমার সে সমস্যা নয়, আমার সমস্যা হল মেশিনে পোকা আসার পর থেকে আর আইই টা খুলছে না। একটু চেষ্টা করলেই হয়, কিন্তু ল্যাদে আছি।
  • kc | ০৩ জুলাই ২০১১ ২৩:৩৭ | 89.203.49.18
  • আই ই তে আফনেদের ঠিক কী প্রোবলেম হয়? যে জন্য এইসব হরেকরকম ইরিমিরিকিরি লিয়ে লড়ে যান?
  • aka | ০৩ জুলাই ২০১১ ২৩:২৮ | 24.42.203.194
  • ফাফ ৫ অতি ঝাঁট। হেজে গেছি। বিভিন্নরকম সমস্যা।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ২৩:২৬ | 115.184.121.157
  • ঠিক। এটার ফিক্স রিলিজ না হওয়া পর্যন্ত গতি নাই।
  • siki | ০৩ জুলাই ২০১১ ২৩:১৮ | 122.162.75.163
  • ঃ)
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ২২:২২ | 117.194.96.151
  • লোকজন কী সব শক্ত শক্ত কথা বলছে রে ভাই!!
  • siki | ০৩ জুলাই ২০১১ ২২:১৩ | 122.162.75.163
  • মে বি। বাগটা গুরুর কোডে নেই। ফাফ-র রেন্ডারিং প্রবলেম। ফাফ ৫ বোল্ড ট্যাগে ঠিকঠাক ফন্ট রেন্ডার করতে পারছে না।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ২২:১০ | 115.184.107.6
  • ইউনিকোডে ঠিকঠাক।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ২২:০৬ | 115.184.107.6
  • এবং এই প্রতিটা হেডিং'এর কমন প্রপার্টি ফন্ট বোল্ড। ডোন্ট টেল মি দ্যাট'স ট্রিগারিং দিস বাগ!
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ২২:০৫ | 117.194.103.100
  • এ আবার কেমন কথা কুমু দি? আমার গাড়ির রং ডাস্টি ব্রাউন
    ঃ-))
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ২২:০২ | 117.194.103.100
  • সেকি রথের মেলায় মেয়ে রা যায় না নাকি? এ আবার কেমন কবি?
  • siki | ০৩ জুলাই ২০১১ ২২:০১ | 122.162.75.163
  • ফ্ল্যাশ দেখি নি। আপিসের মেশিনে তো ওসব টেস্ট হয় না। ফন্টের প্রবলেম হচ্ছে। টইতে গেলে দেখবি, কোনও টই খুললে টইয়ের হেডিং হিব্রুতে আসছে। সমস্ত হেডিং টাইপের লেখাগুলো হিব্রু হয়ে যাচ্ছে। হেডিং ট্যাগ ছাড়া লেখাগুলো বাংলাতেই আসছে।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ২১:৫৬ | 115.242.165.108
  • স্কাইপ একটু আগেও ঠিকঠাক চলছিল তো! কিন্তু ফাফে তোর কোনটা হচ্ছে? ফ্ল্যাশ না ফন্ট?
  • siki | ০৩ জুলাই ২০১১ ২১:৫৪ | 122.162.75.163
  • স্কাইপে কী সাংঘাতিক একটা পবলেম হচ্ছে। কল করা থেকে শুরু করে যতক্ষণ কথা চলছে, ব্যাকগ্রাউণ্ডে অনন্ত লুপে একটা ইংরেজি অ্যাড চলছে, চলেই যাচ্ছে, টয়োটা এটিওস ভিভা।

    আর কারুর হচ্ছে?
  • kumudini | ০৩ জুলাই ২০১১ ২১:৪০ | 14.98.86.217
  • এট্টা সবুজ রঙের গাড়ীর বেবস্তা হোক,ব্রতীন পিথিমীর যেকোন জায়গায় যাবে।
  • achintyarup | ০৩ জুলাই ২০১১ ২১:২৭ | 121.241.214.38
  • দেখা যাচ্ছে একমাত্র ব্রতীন-ই অহিংসভাবে চন্দ্রকেতুগড়ে যেতে উৎসাহী
  • achintyarup | ০৩ জুলাই ২০১১ ২১:২৩ | 121.241.214.38
  • ebong bangla:

    Snanayatrara কাজ -
    সকালে বৃষ্টি থেকে,
    সময় ফুরিয়ে যাবে না.
    সাম্প্রতিক
    ... যদিও এটি একটি খুশি মাতাল
    খুশি বেশী
    আমি একটি মেয়ে -
    মুক্ত এবং kiniche
    কার্পেট একটি পাইপ.

    বাজে বাঁশি, বাঁশি পৃষ্ঠা
    Anandasbare.
    হর্ষধ্বনি হাজার হাজার লোকের
    উপরোক্ত তালিকা.

    Thakurabari কনুই
    মানুষ নয়,
    ক্রমাগত brstidharaya
    রায় বাহু.
    আজ, যেমন বিষাদ একটি দিন
    আমি তার বিষাদ এর পাখনা মত,
    যে - যে আমি katara ভালবাসা
    দোকান - পানীয় cahi
    একটি লাল লাঠি
    . না দেওয়া

    Nimesahara বেশী আছে,
    নয়ন অরুণ -
    হাজার হাজার melatire
    এটি contents.See
  • achintyarup | ০৩ জুলাই ২০১১ ২১:২০ | 121.241.214.38
  • fer ingriji:

    Snanayatrara job -
    To rain in the morning,
    Do not run out of time.
    Most viewed
    ... Although it is a happy drunk
    More than happy
    I'm a girl -
    Free and kiniche
    A pipe in the carpet.

    O'clock whistle, flute page
    Anandasbare.
    Thousands of cheering people
    The above list.

    Thakurabari elbow
    People are not,
    Continuous brstidharaya
    The verdict arm.
    Today, as a day of sorrow
    I like the rays of his grief,
    That - that I love katara
    Shop - drink cahi
    By a red stick
    . Not provided

    There are more than Nimesahara,
    Nayan Arun -
    Thousands melatire
    It also contents.See
  • hno | ০৩ জুলাই ২০১১ ২১:২০ | 59.164.189.241
  • এককদা-র খোলা "আপনি যৌনসঙ্গম!' থ্রেডটা পড়তে পারো। ঃ-P
  • pi | ০৩ জুলাই ২০১১ ২১:১২ | 72.83.103.132
  • এটা যা-তা তো !

    সব কবিতাকে এবার বাংলা থেকে ইংরাজী হয়ে বাংলা করে দেখতে হচ্ছে তো !
  • siki | ০৩ জুলাই ২০১১ ২০:৫৬ | 122.162.75.163
  • সান্দা, আমারো হচ্ছে। আপিসের পিসিতে ফাফ পাঁচ করে দিয়েছিলাম, সেই থেকে এই বিপত্তি। ঘরেরটা এখনও ঠেকিয়ে রেখেছি।
  • hno | ০৩ জুলাই ২০১১ ২০:৫২ | 59.164.189.241
  • Snanayatrara কাজ -
    থেকে সকালে বৃষ্টি,
    রান আউট সময় না.
    আজ দেখা
    ... হলেও একটি সুখী মাতাল
    খুশি বেশী
    মেয়ে আমি -
    বিনামূল্যে এবং kiniche
    একটি বাঁশি মধ্যে কার্পেট.

    বাজে বাঁশি, বাঁশি পৃষ্ঠা
    Anandasbare.
    হর্ষধ্বনি হাজার হাজার লোকের
    উপরোক্ত তালিকা.

    Thakurabari কনুই
    মানুষ শেষ হয় না,
    ক্রমাগত brstidharaya
    দেশের রায় বাহু.
    আজ হিসাবে দিনের আক্ষেপ
    আমি তার বিষাদ এর পাখনা মত,
    যে - যে আমি katara ভালবাসা
    দোকান - পানীয় cahi
    একটি লাল লাঠি রহমান
    . প্রদান না

    Nimesahara বেশী আছে,
    নয়ন অরুণ -
    হাজার হাজার মানুষ melatire
    এর contents.See আরো
  • achintyarup | ০৩ জুলাই ২০১১ ২০:৪৪ | 121.241.214.38
  • পাই-এর ইংরিজি লেখাটা ফের গুগল-কে দিয়ে অনুবাদ করিয়ে যা দেখলাম সে অতি চমৎকার। কিন্তু সেখান থেকে লিঙ্ক কপি করা যাচ্ছে না
  • pi | ০৩ জুলাই ২০১১ ২০:৩৪ | 72.83.103.132
  • কুমুদি, উত্তরিয়েছি। ঃ)
  • kumudini | ০৩ জুলাই ২০১১ ২০:৩১ | 121.245.7.91
  • রথের মেলা,রথের মেলা বসেছে রথতলায়,
    আজ ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভীড় জমায়,
    রথের মেলা বসেছে-এ।

    আর মনে নেই।
  • kumudini | ০৩ জুলাই ২০১১ ২০:১৫ | 121.245.7.91
  • পাই,পাই,গতকালের মেলটা দেখো না এট্টু।
  • pi | ০৩ জুলাই ২০১১ ২০:০৬ | 72.83.103.132
  • Snanayatrara job -
    From the morning rain,
    Not run out of time.
    Meet today
    ...Even as a happy drunk
    More than happy
    The girl I was -
    A free and kiniche
    Carpet in a whistle.

    O'clock whistle, flute page
    Anandasbare.
    Thousands of people cheering
    The above list.

    Thakurabari elbow
    People are not the last,
    Continuous brstidharaya
    Ray arm of the country.
    Today, as the sorrow of the day
    I like the rays of its sorrow,
    That - that I love katara
    Shop - drink cahi
    Buy a red stick
    Not a payment.

    There are more than nimesahara,
    Nayan Arun -
    Thousands of people melatire
    Its contents.See More


    কীসের গুগল ট্রান্সলেশন , বলাই বাহুল্য ঃ)

    ঠাকুরবাড়ি এলবো টা কাকু জাস্ট যা-তা দিয়েছে ! ঃ)
  • pi | ০৩ জুলাই ২০১১ ২০:০৫ | 72.83.103.132
  • সক্কলকে থ্যাংকু। মশামেসো ও জানিয়েছে। কেবল নামটা নিয়ে কিঞ্চিৎ প্রতিবাদ সহ।ঃ)
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৯:৩৮ | 122.252.231.10
  • আরে শান্তনুদা, আমাকে আজ কল কোরো। কাল শেষ অব্দি তোমার ফোনটা ধরা হয়নি।

    GM Palya নিয়ে আমার আইডিয়া নেই। আমার কলিগকে জিগ্গেশ করতে হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত