এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppi | ০৬ জুলাই ২০১১ ২০:৫৭ | 72.83.103.132
  • *মশাএমেসো ভালো।
  • Tim | ০৬ জুলাই ২০১১ ২০:৫২ | 198.82.22.231
  • প্রতি পনেরো মিনিট অন্তর ভালো আছো?
  • pi | ০৬ জুলাই ২০১১ ২০:৪৯ | 72.83.103.132
  • এক তাল জলের মধ্যে থেকে পার্স পেয়েছি। আশা করি কার্ড কাজ করবে।
    মশামেসো।
    আমিও ভাল । কিন্তু প্রতি পনের মিনিট অন্তর অন্তর ঃ(
  • Tim | ০৬ জুলাই ২০১১ ২০:৪৮ | 198.82.22.231
  • সিকি কোনো কলিগকে শিখিয়ে পড়িয়ে আপিসে ডাকুক। যেতেই "" কি বে, আমার নামে ক্ষি বলেচিস?!"" বলে ঝাঁপিয়ে পড়ুক। গদাম গদাম করে কটা কিল মাত্তেই (পিঠে চেস্টগার্ড পরে নিতে য্যানো না ভোলে কলিগ) সে হাউমাউ করে স্বীকার করে ক্ষমাটমা চেয়ে ভাব করে নেবে।
    পরে চলে যেতেই কুঁড়িকে বলুক, "" ব্যাটা বক্সিং চ্যাম্পিয়ন বলে ধরাকে সরা জ্ঞান কচ্ছিলো। ইয়ে, কফি খাবেন্নাকি?""
  • Tim | ০৬ জুলাই ২০১১ ২০:৪২ | 198.82.22.231
  • যাহ্‌ ডিঃ দিয়ে দিয়েছে। ঃ-(
  • M | ০৬ জুলাই ২০১১ ২০:৩৯ | 59.93.209.3
  • ইসে মানে মেয়েদের মতো হাবভাব কত্তে গিয়ে।

    নো নেত্য, নো চিল্লামিল্লি ,ওখে? আমার এমন লাগলো, বললাম, বেশ কল্লাম।
  • M | ০৬ জুলাই ২০১১ ২০:৩৮ | 59.93.209.3


  • পার্ট ওয়ান /টু করে এগিয়ে চলবে,

    বা ইউ টিউবে গিয়ে
    memories in march full movie, part 1

    অ্যায়সেও এগিয়ে চলতে পারো।

    রিতুপন্নো মেয়ে হয়ে গিয়ে আরো খিউট হয়ে গ্যাসে।
  • hu | ০৬ জুলাই ২০১১ ১৯:৪৯ | 12.34.246.72
  • বিগেম, লিঙ্কটা দাও। আজ বাড়ি গিয়ে দেখব।
  • M | ০৬ জুলাই ২০১১ ১৮:৪২ | 59.93.209.3
  • আমি নেট থেকে মেমোরিস অফ মার্চ দ্যাখতাসি।ইউ টুবে পার্ট পার্ট করে দেওয়া আছে।

    ইদিকে ভাগবত বলে কেউ আমাকে হাই কিকি বলে ফেস বুকে ইনভিটেশন পাইঠেছিলেন,আমি তারে খুঁজে টুজে যখন রিকো পাঠালাম আর সারা কল্লেন না। ক্ষী ইনছাল্ট।
  • Bratin | ০৬ জুলাই ২০১১ ১৮:৩১ | 122.248.183.1
  • কথায় বলেছে মুনীনাঞ্চ মতিভ্রম!! অর্থাৎ কিনা তেমন সুন্দরী মহিলা দেখলে মুনি রাও পেগলে যায়।

    আর আমদের সিকি তো শিশু। ঃ-))
  • til | ০৬ জুলাই ২০১১ ১৭:৫১ | 124.169.30.142
  • ঘাবড়ানেকা নেহি। পদ্মপত্রে নীর!
  • de | ০৬ জুলাই ২০১১ ১৭:৪৯ | 59.163.30.3
  • মিডলাইফ ক্রাইসিস অ্যাতো তাড়াতাড়ি শুরু হয়? সিকি তো সব্ব রকম সিম্‌প্‌টম দেকাচ্চে :))
  • Kaju | ০৬ জুলাই ২০১১ ১৭:৪০ | 59.163.201.173
  • কুঁড়ির কিউবিকল বদল হোক অচিরে, আউট অব সাইট, আউট অব মাইন্ড। এসেই আমাদের সিকিকে কেমন পেগলে দিলে গো !
  • til | ০৬ জুলাই ২০১১ ১৭:২৫ | 124.169.30.142
  • সিকিবাবু,
    এই সব বালখিলে্‌য়্‌দর মধ্যে একটা কথা বলি? HR এ খবর নাও ভাই, কে, কি কোথাকার,মায় সিভি অবধি; সেখানকার ইতিহাস, ভুগোল জানো। সেম টপিক পেয়ে যাবেন গ্যারন্টী।
    আরে পঞ্জাবী কেন Bosnia Herzegovinaর কুঁড়িয়া ভি উঠে আসবে।
    (বিস্তারিত পদ্ধতির নিমিত্ত ইমেল করুন ... অ্যাত জিমেল)
  • Bratin | ০৬ জুলাই ২০১১ ১৭:১৩ | 122.248.183.1
  • কেন কেন? সিকি কি নাক-উঁচু??
  • til | ০৬ জুলাই ২০১১ ১৭:১২ | 124.169.30.142
  • "WORLD'S LARGEST MANGO FOREST"
  • til | ০৬ জুলাই ২০১১ ১৭:১০ | 124.169.30.142
  • "ঊঋ আঋট আণ ঋট"

    এই মাত্র দেখলাম, যিটিভিতে অ্যাড, বাংলাদ্যাশের; হায় হায় mangrove কে বাংলাদেশীতে mango কয়!
  • Netai | ০৬ জুলাই ২০১১ ১৭:০৩ | 121.241.98.225
  • নিখরচার সুন্দর ও টেকসই ল্যাটেক্স ইনস্টল কিভাবে করি?
    নেট ঘেঁটে একটু বিভ্রান্ত।
  • Arpan | ০৬ জুলাই ২০১১ ১৬:৪৭ | 202.91.136.71
  • ডিও ইউজ করেছে তো? অবশ্য সিকি আর এসব বোঝাবুঝির পর্যায়ে নাই!
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • sigh ...
  • Kaju | ০৬ জুলাই ২০১১ ১৬:৩৬ | 121.244.209.245
  • আহা, এত কাছে তবু কত দূরে...
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৬:০৭ | 123.242.248.130
  • অর্পণ, হ্যাঁ।

    কাজু, আড়মোড়া ভাঙা। আট্টু হলেই তার হাতটা আমার কনুইতে লেগে যাচ্ছিল ঃ-)
  • Kaju | ০৬ জুলাই ২০১১ ১৫:৫৮ | 121.244.209.245
  • এই সেরেচে, আংরাইয়া কতাটা আগে শুনিচি বটে, কিন্তু মানে কি তাহার?
  • Arpan | ০৬ জুলাই ২০১১ ১৫:৫৫ | 202.91.136.71
  • আইটি রিটার্নে HUF মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাই তো সিকি?
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৫:৪৮ | 123.242.248.130
  • নাম ফাম নিয়ে ক্ষী হবে, কাজু? পঞ্জাবনদের নাম তো ঐ ধরণেরই হয়, জসপ্রীত, মনদীপ, বলজিৎ ... এসবেরই কাছাকাছি কিছু একটা নাম।

    এইমাত্র বসে বসে গোটা এক প্যাকেট ফ্রুটকেক খেল, আমাকে অফারও কল্লো না। অবিশ্যি আমিও আজ বেলার দিকে টিপিনকৌটো খুলে শসা খেইছি, কুড়িকে অফার করি নি ঃ-)

    তবে হ্যাঁ, বেশ বেঁকা অ্যাকসেন্টে একটি ঝুল পাব্লিকের ইন্টারভিউ নিচ্ছিলাম ফোনে, তখন দেখলাম কুড়ি দুএকবার আমার দিকে ঘুরে তাকালো। তারপরে একটা বিকট আংরাইয়া দিল। ঃ-))
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৫:৪৫ | 123.242.248.130
  • না না, সিকি ম্মু নয়। সত্যিই দেখেছি। স্কাইপে অ্যাডানো আছে, ভিডিও চ্যাট করেছি, টিমভিউয়ার দিয়ে ওঁয়ার মেশিনে হাতড়ে হাতড়ে বাংলা কলের প্রবলেম সলভও করে দিয়েছি।

    কেসি কে একগাদা স্মাইলি।

    দে-কে, কয়েক পাতাই পোস্ট করে দাও না।
  • Kaju | ০৬ জুলাই ২০১১ ১৫:৪৫ | 121.244.209.245
  • আচ্ছা, কুঁড়ি কি নাম ক্যা হৈ?
  • de | ০৬ জুলাই ২০১১ ১৫:৪০ | 203.197.30.2
  • সিকি কাল লিখলাম তো -- কয়েক পাতা লেখার পর থেমে গেছে চাপে!

    আমার ম্মু কে নিয়েও একটা প্রশ্ন আছে -- সিকি ছাড়া আর কেউ ম্মু কে দেখেছে? কেমন একটা সাজানো টাইপ বলে মনে হয়! সিকিই কি ম্মু? :))) (এক্‌খুনি পোতিবাদের বন্যা আসবে :)))
  • Netai | ০৬ জুলাই ২০১১ ১৫:৩৬ | 121.241.98.225
  • দেদি আর কেসিদা ভয় খেলে নাহয় বোঝন যায়। বাকিরা ভয় খায় ক্যান?
  • kc | ০৬ জুলাই ২০১১ ১৫:৩৬ | 194.126.37.78
  • এরপরেও নির্লজ্জ বেহায়াদের পোস্ট করেই যাব, যতক্ষণ না ম্মু আসে। সিকির কাছে এ আমার অঙ্গীকার।
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৫:২৯ | 123.242.248.130
  • ঃ)

    সব্বাই ভয় খেয়ে চুপ করে গেছে।
  • Bratin | ০৬ জুলাই ২০১১ ১৫:২৯ | 122.248.183.1
  • ডিডি দা জাস্ট গোলা!! ঃ-)))
  • dd | ০৬ জুলাই ২০১১ ১৪:৫৮ | 124.247.203.12
  • আচ্ছা তাইলে এটা কল্লে হয়।

    কেসিকে বলো আন্দামান নিয়ে লিখতে আর দে বরম গান গেয়ে দিক।

    দেখি ক্ষি হয় ।
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৪:৩৬ | 123.242.248.130
  • দে কেসি-র পন্থা নিয়েছে। পোস্ট করে যাচ্ছে, কিন্তু আন্দামানের কথাবার্তা আর নেই। যেমতি কেসি ভাটায়, কিন্তু গানের রিকোয়েস্ট এলে মোট্টেই তার উত্তর দেয় না। ঃ(
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৪:১৭ | 123.242.248.130
  • এমআইটির এম এ -টা জাস্ট একঘর। গোলা। কোনও কত্থা হবে না। ঃ)
  • Arpan | ০৬ জুলাই ২০১১ ১৪:১৪ | 202.91.136.71
  • উফ্‌ফ, এই ডিডিদাটা জাস্ট যাতা। ঃ))))
  • de | ০৬ জুলাই ২০১১ ১৪:০৯ | 203.197.42.100
  • কাঁটা তুলে আবার কি করবে? ছুঁড়ে ফেলে দেবে -- নইলে বিঁধবে!
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৪:০৯ | 122.172.224.163
  • পঞ্জাবনরা অবিশ্যি আরশোলা দেখলে চটি খুলে ফটাস ফটাস করে থেঁতলে মারে।

    তবে এবারে সত্যি সত্যি গ্র্যান্ড ফিনালে টা টা।
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৪:০৬ | 123.242.248.130
  • আমার আপিস বাড়ি থেকে ৬৫ কিলোমিটার দূরে। আর উইকডে-তে বউয়েরও আপিস থাকে। আর ইয়ে, কমবয়েসের সেইসব মধুর সম্পক্কো আর নেই-টেই ঃ-) আমি এখন রামভজন হয়ে গেছি। এই বেলায় পঞ্জাবন-এর গল্প শোনালে চাপ হয়ে যেতে পারে।

    সে না হয়, আপিসের অন্য কিছু মেয়েদের সাথে আমার আলাপ আছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করা যেতেই পারে। কেউই কিছু মনে করবে না তাতে।

    কিন্তু তুলে কী করব? এ ব্যাপারে কবি কিছু ভাবেননি এখনো পর্যন্ত। গাছে কাঁঠাল হয় নি এখনও।
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৪:০৬ | 122.172.224.163
  • ফাইনাল টা টা আজকের মতন।
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৪:০৫ | 122.172.224.163
  • ওদিকে ফেসবুক খুলে দেখি, দুইজন মিউচুয়াল বন্ধু থাকার কারণে ফেসবুক আমাকে ফুয়াদ হালিমকে বন্ধু বলে অ্যাড করতে বলেছে। দুইজন মিউচুয়ালের একজন হল গিয়ে আবার আমাগো ডাগ্‌দার। ফুয়াদ হালিমের নীচেই আবার মামুর ছবি দেখিয়ে ১৫জন মিউচুয়াল বন্ধু দেখিয়ে অ্যাডাতে বলছে। ঃ-))
  • de | ০৬ জুলাই ২০১১ ১৪:০৩ | 59.163.30.6
  • আরে, বৌ কে বলে আনলেই হয় প্রবলেমটা :)) -- গঞ্জনা দেবে কেন? বউয়ের সিমিলার সিচুয়েশনে সিকিও তো হেল্প কত্তে পারবে!
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৪:০১ | 122.172.224.163
  • হমারা লাঞ্চ ওভার। যাই এবার। দিনের বেলার ভাটুরেদের টা টা। ঃ-((
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৩:৫৯ | 122.172.224.163
  • দের প্রথম বুদ্ধিটা তো যাকে বলে কুড়ুলের উপরে নিজের পা চালিয়ে দেওয়ার মতন। দুটি এক্ষট্রা চায়ের পয়সাও খচ্চা হবে আর সারা জীবনের মতন বৌয়ের "" আমাকে ডেকেও, তারপরে একা আমার সঙ্গে সময় না কাটিয়ে ঐ মেয়েটাকেও নিয়ে গেছিলি'' জাতীয় গঞ্জনা একদম বাঁধা।

    অবিশ্যি দ্বিতীয় বুদ্ধিটা চাপের হলেও বেশ মাখোমাখো।
  • de | ০৬ জুলাই ২০১১ ১৩:৫৫ | 59.163.30.6
  • নাহলে কোথাও থেকে খান বারো আরশোলা প্লাস্টিক প্যাকেটে করে আপিসে নিয়ে এসো -- তাপ্পর মেয়েটি আসার আগে ডেস্কের ওপরে ছেড়ে দাও -- অবিশ্যি তার আগে যাতে সারা আপিসে ছড়িয়ে না যায় তাই আর্শোলাদের পায়ে একটুখানি করে কুইকস্টিক লাগিয়ে দিও -- পাশের টেবিলের সাহায্য দরকার হবেই এমতাবস্থায় :))
  • de | ০৬ জুলাই ২০১১ ১৩:৫১ | 203.199.33.2
  • :))))

    শুধু চা খেতে যাওয়াটাই যদি উদ্দেশ্য হয় তাইলে একদিন শ্রীমতি সিকিকে আপিসে ডাকো, আসার পর খানিকক্ষণ গপসপ করে দুজনে চা খেতে ওঠো আর সাথে পঞ্জাবন কেও অফার করো সঙ্গে যেতে -- ব্যাস আলাপও হয়ে যাবে!
  • siki | ০৬ জুলাই ২০১১ ১৩:৪৯ | 123.242.248.130
  • ডিডিদা, আধঘণ্টা দাঁড়াও ... কঙ্খলে আছি।

    উরেবাবা ঃ-)))))))))
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৩:৪৬ | 122.172.224.163
  • ডিডিদা, ঃ-)))))))
    মাগো, হাসতে হাসতে পেটে খিল ধরে গেল!
  • dd | ০৬ জুলাই ২০১১ ১৩:৪৫ | 124.247.203.12
  • তাইলে সিকি আমায় একটা মিস' কল দিও, আমি অম্নি কল ব্যাক করে দেবো।

    তুমিও সোরগোল তুলে বলো "ডাবোল পি হেইচড ডি? সো হোয়াট? আমার আন্ডারে কাজ কত্তে হলে আরো এলেম লাগে হে ছোগরা' বলে ফোন জ্যাং করে কেটে দেবে। ফের ফোন কর্লে বলো "এমাইটির এম এ বলে আমার কাছে কোনো আলাদা পাত্তা পাবে না।" আবার ঝ্যাং।
    আবার ফোন,এবার রেগে যাও "আরে পোনোব মুখাজ্জীর নাতি তো কি হয়েসে? কি হয়েসে শুনি? অম্নি শমীক মুখুজ্জের আন্ডারে চাগরীর যোগ্যতা পেয়ে গ্যাছো?" এবার খুব জোরে ঢ্যাং।

    চোখ কপালে তুলে পাশের উনিশ কুরিকে কও, "এখনো ছবি দেখে নি। শুদু নাম শুনেই এদের কিরকম ঝুলোঝুলি দেখুন। লসসি খাবেন,ওরেফে চা?"

    মনে হয় কাজ দিবে।
  • byaang | ০৬ জুলাই ২০১১ ১৩:৪১ | 122.172.224.163
  • তুই এমনি এমনিই ক্যাল খাবি। কারণ এখন থেকে দেড়েল সর্দারজী মেয়েটার সঙ্গে কথা বলতে এলেই তোর এইসব কথা মনে পড়ে যাবে আর তুই ফিকফিকিয়ে হাসবি। আর প্রচুর সন্দেহ উৎপাদন করিয়া, সর্দারজীর সন্দেহভাজনের লিস্টের একদম উপরে উঠিয়া, একদিন না একদিন ক্যাল খাবিই খাবি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত