এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ১৭:২৫ | 121.244.209.245
  • বোতিন্দা কি তামাক টানছে নাকি? থেলো হুঁকোয় মনে হচ্ছে...
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৭:২২ | 122.248.183.1
  • কিন্তু দেখে বোঝা যায় না!! দিব্যি ছিলিম!! ঃ-))
  • de | ০৪ জুলাই ২০১১ ১৭:২১ | 59.163.30.4
  • আহারে কুমুদি, আমারো যদি একটু বাই ইন্ডাকশন ভায়া ভাট এমন হতো! আমার আবার খেতে খারাপ লাগে এমন জিনিসই আমি খুঁজে পাই না! এমন পেটুক! ঃ))
  • kumudini | ০৪ জুলাই ২০১১ ১৭:১৫ | 122.160.159.184
  • দে,সত্যিই তাই,খুবই অদ্ভুত ব্যপার এটা,আমি মোটেই খেতে ভালোবাসি না,কেন কে জানে।ডাল আর মাছভাজা-এই দুটোকে অতিকষ্টে ভাল লাগাতে পেরেছি।

    তবে এত বচ্ছর সংসার করলাম,রান্না আরো কিছুকিছু কর্তে পারি,এক ডালই পারি,সেটা কথার কথা।
  • de | ০৪ জুলাই ২০১১ ১৭:১৩ | 59.163.30.4
  • বাড়িতে খোঁজ করেছো? নয়তো বিজ্ঞাপন দাও!
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৭:১৩ | 122.248.183.1
  • কি ধরণের খাবার??
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৭:১১ | 122.248.183.1
  • মুগের ডাল ভালোবাসে মানে কুমু দি ঘটি!!
    অবশ্য কুমু দি ভাল ঝগড়া করতে পারে না ঃ-((

    আমি ঝগড়া করতে পারে এমন মহিলা ঘটি র খোঁজ করছি!! সঙ্কÄর যোগাযোগ করুন ।
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ১৭:০৯ | 202.91.136.3
  • খাওয়াল। একজন দোকান পাল্টাচ্ছে সেই আনন্দে। আমরা দুঃখ দুঃখ মুখে খ্যাঁটন সেরে এলাম।

    ইন্ডিজো দেখছি কলকাতায় নাই।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৭:০৮ | 122.248.183.1
  • গ্রেট দে,!!!

    কী দিনকাল এলো। সিপিএম র লোকজন রা তৃণোমূলী মাছ রাঁধছে!!

    অর্পণ কি আনন্দে( বা দুঃখে)?
  • de | ০৪ জুলাই ২০১১ ১৭:০৫ | 203.197.30.2
  • ব্রতীন, এর পরের বার বেলুড়ে যাবৈ! অননননেক দূর হলেও যাবো :))

    কেসি, তিনোমূলী মাছ রেঁধেছিলুম কাল, খুব ভালো হয়েছিলো!

    কুমুদি, শুধু ভাজা মুগডাল রাঁধতে পারো সে ঠিক আছে -- কিন্তু খেতেও ভালোবাসো শুধু ঐটাই? :)
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ১৭:০৪ | 202.91.136.3
  • আমি ফাঁসির খাওয়া খেয়ে এলাম। ইন্ডিজো থেকে। বিন্দুমাত্র নড়তে চড়তে পারছি না।
  • kumudini | ০৪ জুলাই ২০১১ ১৬:১২ | 122.160.159.184
  • ব্রতীন,বেশ জম্পেশ করে ঘি দিয়ে মাছের মুড়ো দিয়ে/না দিয়ে ভাজা মুগডাল করো।
    আসলে আমি এই একটি জিনিসই মোটামুটি রাঁধতে পারি ও খেতে ভালবাসি।
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ১৫:৫৯ | 121.244.209.245
  • বেলুড়ে গঙ্গাতীরে সর্বদলীয় বৈঠক - লাইভ দেখুন প্ল্যানেটানন্দে !
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৫:৫৭ | 123.242.248.130
  • হ্যাঁ রাজকোটালকে খুব মিস করি। ক্কই কোটাল ক্কই?
  • kumudini | ০৪ জুলাই ২০১১ ১৫:৫৭ | 122.160.159.184
  • বেলুড় আবার দূর নাকি?দূর,এরা যে ক্ষী কয়!
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৫:৫০ | 122.248.183.1
  • বাম রা হালকা হয়ে যাচ্ছে বলে রাজদীপ কে আনার চেষ্টা হচ্ছে!! দেখা যাক।
  • kc | ০৪ জুলাই ২০১১ ১৫:৪৭ | 194.126.37.78
  • নাঃ। কলকাতা অননননেক দূর। সেটাও একটা কারণ হতে পারে।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৫:৪৫ | 122.248.183.1
  • আমার মেশিনের ব্যাক-আপ নেওয়া হচ্ছে। কিছুক্ষন পরেই IBM মেশিন J & J মেশিনে পর্যবসিত হবে।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৫:৪৪ | 122.248.183.1
  • আব্বে, তুমি কলকাতায় আচো নাকি?
  • kc | ০৪ জুলাই ২০১১ ১৫:৩৬ | 194.126.37.78
  • আমি সিপিএম বলে বোতীন আমায় নেমন্ত করেনি। করলেও অবশ্য, বোতীন তিণোমুল বলে কাটিয়ে দিতাম। ঃ)
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৫:৩০ | 122.248.183.1
  • চিংড়ি আর ইলিশ খাওয়াবো ( ঘটি এবং বাঙালদের কথা ভেবে ঃ-) ঠিক আছে)। বাকি টা ভাবি নি।
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৫:৩০ | 123.242.248.130
  • টই খুলছে না ক্যানোওওওও?
  • santanu | ০৪ জুলাই ২০১১ ১৫:২৪ | 91.226.168.2
  • বেলুড়ে নেমতন্নর মেনুটা কি হচ্ছে?
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৫:২১ | 123.242.248.130
  • শিক্ষা সিল্পো স্বাস্থ্যনীতির টই খোলে না কেন?
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৫:১৭ | 122.248.183.1
  • যারা আসবে না তাদের বাড়ি তে যদি নেমোতন্ন হয় বাংলা কাটিয়ে দেব। বলবো অননননেক দূর। ঃ-))
  • de | ০৪ জুলাই ২০১১ ১৫:১২ | 59.163.30.2
  • এইয়ো তোমাকেও খুঁজছে!

    পরবত্তী পদক্ষেপ্টা কি?
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১৫:১০ | 122.248.183.1
  • ঠিক। আমার বাড়ি বেলুড় বলে লোকে আমার বাড়ি যেতে চাইছে না। ঠিক আছে। আমি নজর রাখছি কারা কারা আসে , সেই মতো পরবর্তী পদক্ষেপ নেব!!
  • de | ০৪ জুলাই ২০১১ ১৫:০৯ | 59.163.30.2
  • পিছিয়ে পড়ে -- পাইকে আর মশামেসোকে বিহ্যাম্যাঅ্যা! সুতোকে হ্যাবাড্ডী!
  • de | ০৪ জুলাই ২০১১ ১৫:০৬ | 59.163.30.2
  • এছাড়াও ইচ্ছুক হয়ে আজকাল কোন লাভ নাই -- সবসময় অনিচ্ছুক হয়ে থাকতে হবে! সেটাই প্যাকটিস কচ্চি!
  • de | ০৪ জুলাই ২০১১ ১৫:০৪ | 59.163.30.2
  • টইতে যাও -- "কোথায় কোথায়" করে লোকে খুঁজছে -- খাওয়াবে বলেই বোধায় :))
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৪:৫৯ | 123.242.248.130
  • খুব খিদে পাচ্ছে। কেউ কি আমায় ফাঁসির খাওয়া খাওয়াতে ইচ্ছুক?
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১৪:৪৫ | 220.227.148.193
  • সিকি মুজরিম হ্যায় !!

    জুর্ম - "ব্যাং কা কিমা" বানায়া ঃ))

    সাতদিনের ফাঁসী হোক।
  • santanu | ০৪ জুলাই ২০১১ ১৪:০৮ | 91.226.168.2
  • অচিন্ত্যবাবু, একটু এই খবর টা দেখবেন। আপনার তো সাংবাদিক মহলে চেনা জানা আছে, কি ভাবে এই মেয়েটিকে যোগাযোগ করা যায় বলতে পারেন? http://www.telegraphindia.com/1110704/jsp/bengal/story_14194083.jsp

    আমার মেল হল csantanu at gmail
  • byaang | ০৪ জুলাই ২০১১ ১৪:০২ | 122.167.74.170
  • হম কাল দেখে গা। মত্‌লব ইচ্ছে হ্যায় দেখনে কা।
  • hno | ০৪ জুলাই ২০১১ ১৩:৪৭ | 61.12.12.83
  • ডেলিবেলি কে দেখলো?
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৩:৪৭ | 123.242.248.130
  • ব্যাঙ্কাকি ... মন্দ হবে না ঃ-)
  • byaang | ০৪ জুলাই ২০১১ ১৩:৪১ | 122.167.74.170
  • মন্দ কী! সিকি আমাকে কাকি বলে ডাকলে আমার ভারি নির্মল আনন্দ হবে।
  • Netai | ০৪ জুলাই ২০১১ ১৩:৩৯ | 121.241.98.225
  • অপিসে কেত্তন চলছে। কেউ একজন ভুল করে অন্য কাউকে পাঠাতে গিয়ে কমন আইডিতে মেল পাঠিয়ে ফেলেছে। আর সবাই তার রিপ্লাই করা শুরু করেছে। প্লিজ কিপ মি আউট অফ লুপ। প্লিজ স্টপ, মি টু। এই সব মেসেজ মেলবক্সে প্রতি নিয়ত আসছে। গত চারদিনের এই নাটকে কম সে কম ২০০-২৫০ মেল ডিলিট করলাম।
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৩:৩৭ | 123.242.248.130
  • তোমার বান্ধবীতুতো দাদা মানেই তো তোমার বান্ধবী আমার বান্ধবীর মা। ঃ)

    উরেবাবা, ব্যাংকে এরপর কি কাকিমা বলে ডাকতে হবে নাকি?
  • byaang | ০৪ জুলাই ২০১১ ১৩:৩৪ | 122.167.74.170
  • বরাটবাবু আমারও বান্ধবীতুতো দাদা কাম নাচের মাস্টার। আমার ভাণ্ডারে কিছু গপ্পো আছে ওনার নাচের দলের বিভিন্ন সদস্যকে নিয়ে। কিন্তু খোলা পাতায় এইসব খিল্লি করব কিনা বুঝে উঠতে পারছি না।
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৩:২৯ | 123.242.248.130
  • বরাটবাবু আমার বান্ধবীতুতো মামা ঃ-)
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৩:২৮ | 123.242.248.130
  • সুতোর জন্মদিন??? সুতো হ্যাবাড্ডি হ্যাবাড্ডি!!

    বিরহিনী কীসের? বলো প্রোষিতভর্তৃকা ঃ)
  • byaang | ০৪ জুলাই ২০১১ ১৩:২৬ | 122.167.74.170
  • হ্যাপ্পি বাড্ডে সুতো! খুব খুব ভালো থাক।
  • pi | ০৪ জুলাই ২০১১ ১৩:২১ | 72.83.103.132
  • সুতোকে জন্মদিনের শুভেচ্ছা। শীঘ্রই বিরহিনী দশা ঘুচুক ঃ)
  • pi | ০৪ জুলাই ২০১১ ১৩:১৯ | 72.83.103.132
  • আমি তো গেছিলাম ঘণ্টা পাঁচেকের জন্য।

    কৌশিকী খুব ভাল। শুনেছি আরো কিছু অনুষ্ঠান ভালো হয়েছে।
    'মিসড কল ' মিস করে গেছি।
    তবে গৌতম হালদারের বড়দা ভাল লাগেনি।

    তবে সে যাই হোক, সবার চাইতে ভালো হল কল্যাণ সেন বরাটের কনক্লুডিং সেরিমনি ঃ))
    প্রথমে কান্না পেয়েছিল। তারপর একটু একটু করে নির্মল আনন্দের অনুভব করতে শুরু করলাম।
    বুঝলাম, কোন সিচুয়েশনের জন্য কবি বলে গেছেন, হাসবো না কাঁদবো বুঝে পাইনে । ঃ)

    এরকম সিচুয়েশন অবশ্য আরো দু তিনবার হইলো। পরে কখনো বিস্তারিতে।
  • siki | ০৪ জুলাই ২০১১ ১৩:১১ | 123.242.248.130
  • এক ব্যাদড়া বালক। মাসির কান খেতে এবং ক্রিকেট খেলতে ভালোবাসত।
  • hno | ০৪ জুলাই ২০১১ ১৩:১০ | 61.12.12.83
  • যাদবপুর টু সল্টলেক ভায়া খিদিরপুর বাস আছে।
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১৩:০৩ | 220.227.148.193
  • ঃ))

    ঐ যাঃ, ভুবন যেন কে ছিল?
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১২:৫৯ | 220.227.148.193
  • আমার এক কলকাতাবাসী বান্ধবী উল্টোডাঙা থেকে বারাসাত যাওয়ার জন্য যাদবপুর গিয়েছিল।

    আমিও বেশ কদিন যাদবপুর যেতে উল্টোডাঙার বাস ধরতাম ঃ))

    সবই সম্ভব। সব রাস্তাই রাণাঘাট যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত