এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ০১ জুলাই ২০১১ ২৩:০৬ | 115.242.250.137
  • কাল রাতে ম-দিয়ে হওয়া খেলাটার নিয়মগুলো কী?
  • Lama | ০১ জুলাই ২০১১ ২২:৫৪ | 117.194.228.194
  • ইউ এক্সটা আমারও চাই। ফ্যাফ্যা টাও। লাইসেন্স আছে কিন্তু গাড়ি চালাতে পারে না এমন লোকদের জন্য যদি কিছু থাকে। বা ভুঁড়ি দিবস।

    ভ্যা দিবসের পক্ষে আমার আবার বয়েসটা একটু বেশি। আর বাবা দিবসের শুভেচ্ছা জানাবার পক্ষে আমার মেয়ের বয়েসটা একটু কম।

    তবে সবচে ভালো কর্মবিরতি দিবস। মানে রোব্বার
  • sayan | ০১ জুলাই ২০১১ ২২:৫১ | 115.242.250.137
  • হ্যাঁ, কোন্‌ সাহসে চান শ্রী পীড়ের সেবায়ত শ্রী হুতো!
    ফ্যা ফ্যা ল্যান্ডে কেবল ডিডিদা ও আমি।
  • pi | ০১ জুলাই ২০১১ ২২:৪৯ | 128.231.22.142
  • ল্যালা দিবস করলে হয় না ?
  • dd | ০১ জুলাই ২০১১ ২২:৪৮ | 122.167.3.213
  • r2h
    স্যার, আপুনে না কবি অ্যান্ড এনজিনীয়ার তায় বিলাৎ ফেরৎ? বোধয় কম্পিউটারোয়ালাও। নইলে আম্রিগা যান কোন লজ্জায়?

    কোন সাহসে আপুনে ফ্যা ফ্যা নেশনের পাসপোর্ট চান? শুনি।
  • r2h | ০১ জুলাই ২০১১ ২২:৪৪ | 198.175.62.19
  • আমিও আমিও
    আমাকেও জানাবেন
  • dd | ০১ জুলাই ২০১১ ২২:৪৩ | 122.167.3.213
  • ফ্যা ফ্যা দিবস হয় না?

    ধরুন কেউ যোদি ডাক্তার এনজিনিয়ার কম্পিউটারোয়ালা রামকেষ্টো মিশন (প্রাক্তন ছাত্র)কবি কুস্তিগীর সিপিয়েমের দালাল মমতার বশংবদ,খুব বদ,মৌলবাদী, গৌনবাদী, ইত্যকার কিছুই না হন। আবাদী তিনফসলী প্রতিবাদী গবাদি, কিসুই না।

    স্রেফ গোলগাল চিমসে মতন ন্যাকাকাত্তিক ঢ্যাপস মার্কা ষাঁড়ের ইয়ের গোছের একটা নেবুলাস স্টেজের - বেসিক্যালি সাতে নেই, পাঁচে নই, ছয়, সাড়ে তিন, পৌনে আড়াই, কোথাও নেই - মানে পাতি ফ্যা ফ্যা পাব্লিক হন, তাদের কোনো দিবস টিবস নেই?

    থাকলে, জানাবেন? প্লিজ।
  • r2h | ০১ জুলাই ২০১১ ২২:৩৮ | 198.175.62.19
  • *টা
  • r2h | ০১ জুলাই ২০১১ ২২:৩৮ | 198.175.62.19
  • আমি কোন দিবসতা নেবো ভাবছি, বিয়ে পাস দিবস না ইউএক্স ডিজাইনার দিবস।
  • Lama | ০১ জুলাই ২০১১ ২২:১৩ | 117.194.228.194
  • ইঞ্জিনিয়ার দিবস পনেরই সেপ্টেম্বর। এইসব দিবসগুলো আমার মনে থাকে না লোকজন মনে করিয়ে না দিলে। তবে ইঞ্জিনিয়ার দিবসটা অন্য কারনে (তুষ্টুর জন্মদিন) মনে থাকে। সেদিন আমি আর আমার ইঞ্জিনিয়ার শ্বশুরমশাই এসেমেস বিনিময় করে থাকি।
  • M | ০১ জুলাই ২০১১ ২১:৩৭ | 59.93.213.100
  • এই যে যারা চলে যায়, তা এখেনেই বলো আর ও পাড়াই ই বলো, রোজ এসে একবার করে পড়ে যায়,ত্যামন কিছু কিছু সময় মনে হয় আর কি,তো তারা ল্যাখেনা কেন?

    মানে সত্যি জানতে চাইছি, কতবার নী পা হবো ভাবি, আবার টুকুস করে নাক গলিয়ে ফেলি কিনা। নইলে ক্যামন (আবাজ নাহি দেনেকা)একা একা লাগে।
  • M | ০১ জুলাই ২০১১ ২১:৩২ | 59.93.213.100
  • আমি চিনলাম্না। ক্ষেন?

    আর ক্ষ কি অক্ষ হাফ হয়ে ফিরে এলো? যদিও আমাত্তা লাগ্লোনা।
  • pi | ০১ জুলাই ২০১১ ২০:৫৮ | 128.231.22.142
  • ফেভিকে আমিও চিনলুম মনে হচ্ছে ঃ)

    তা, গুরুতে বাওয়াল দেবার জন্য সঙ্গীসাথী যোগাড় হইল ? ঃ)
  • hno | ০১ জুলাই ২০১১ ২০:৪৭ | 59.164.189.103


  • উইকিলিক্সের অ্যাড। ভালো হয়েছে।
  • hno | ০১ জুলাই ২০১১ ২০:৪১ | 59.164.189.103
  • ইঞ্জিনিয়ার দিবস কবে?
  • Lama | ০১ জুলাই ২০১১ ২০:১৪ | 117.194.228.194
  • শুভ চিকিৎসক দিবসে সকল চিকিৎসককে (ইনক্লুডিং ইন্দোডাক্তার) জানাই সশ্রদ্ধ শুভেচ্ছা।
  • M | ০১ জুলাই ২০১১ ১৯:৪৪ | 59.93.210.108
  • হ্যাঁ , আমিও,ব্রতীন আবার কোনো নিয়মাবলী ঝোলাচ্চে কিনা দেখে এলুম!
  • Du | ০১ জুলাই ২০১১ ১৯:২৪ | 216.110.92.7
  • আমি আবার রসবতী টই দেখে কনফিউজড হয়ে গেলাম। ব্রতীন খুলেছে দেখে আরো ঃ)
  • M | ০১ জুলাই ২০১১ ১৯:১৮ | 59.93.210.108
  • তাতে ক্ষী হলো? আমাদের স্টেট গ্যারাজে তো আবক্ষ ব্রঞ্জের মুর্তি উদ্বোধন না ক্ষী আছে তো।সেখেনে তেরঙ্গা বিরাট প্যান্ডেল হয়েচে। হুঁ !!! এই জন্য বেহালা নে তুচ্ছ তাচ্ছিল্ল কত্তে নেই।
  • kumu | ০১ জুলাই ২০১১ ১৮:৩০ | 122.160.159.184
  • আনন্দবাজারের প্রথম পাতায় যে "আজকের দিনে" থাকে,সেখানে ডঃ বিধানচন্দ্র রায়ের জায়গা হল না?
    যদিও তাঁর স্মৃতিতে আজ ডক্টর'স ডে!
  • h | ০১ জুলাই ২০১১ ১৭:৪৫ | 203.99.212.53
  • মিঠু, তুমি কিনা আমার প্রাচীন ভট-সলিডারিটি, তুমি ও প্যাঁক দিলা? আরে আমার সমস্যা হল আমি বরাবরি সরল মতি বেঁড়ে পাকা। একটা আইডিয়া নিয়ে আগ্রহ হলে লড়ে যাই... এই যেমন সোশাল সাইন্সে র‌্যাপিড রিডার। আরেকটা কেস হল, শান্তিনিকেতনে অসম্ভব কিছু ভালো মাশ্‌টার্মশাই-দিদিমনি কে অল্প বয়সে পেয়েছিলাম। ওনারাই পাত্তা দিয়ে পাকিয়েছিলেন। ওনারা বিশ্বাস করতেন, পৃথিবীর প্রায় সকলের মধ্যেই বিরাট সম্ভাবনা। তবে ওঁদের পরিশ্রম কোন কাজে লাগে নি। এই ব্লগে একটু এটা ওটা নেম ড্রপ করে সুখ পাই মাইরি সে তো জানো, তাও তুমি প্যাঁক দিলা। যাক দেখা হলে এট্টু কাবাব খাইয়ে দিও ঃ-)
  • kc | ০১ জুলাই ২০১১ ১৭:২৫ | 89.203.49.18
  • এইও বোতীন, রেগোনা।।
    ক্ষ্‌বাউ, দুপুরের মেনুটা কী?
  • x | ০১ জুলাই ২০১১ ১৭:২২ | 193.200.150.82
  • যাউগ্গিয়া, দুকুরের খাওয়া খাইগে।
  • x | ০১ জুলাই ২০১১ ১৭:২১ | 193.200.150.82
  • ক্কিক্কেলো - আমি কারো নাম নিইচি?
  • de | ০১ জুলাই ২০১১ ১৭:১৮ | 59.163.30.3
  • ব্রতীন, রিঅ্যাক্ট কোরো না জাস্ট!
    ক্ষ-বাবু, নাম লুকিয়ে এই খেলাটা বিচ্ছিরি!
  • m | ০১ জুলাই ২০১১ ১৭:১৬ | 117.194.37.227
  • হনু কোন গুলি দিয়া পড়তা! ইনসাইজারগুলোতেই হইতো নাকি অন্যডিও লাগতো!!
  • Kaju | ০১ জুলাই ২০১১ ১৭:১৬ | 121.244.209.245
  • বাপরে প্রশ্ন আউট, ইতিহাসে ঝাড় নামা শুনে শিউরে উঠলাম ! একে তো ওই ৬ টা ৯ নম্বর আর ১ টা ১২ নম্বর, তাতে কমন না এলে তো পুরো ছবি !
  • h | ০১ জুলাই ২০১১ ১৭:১৫ | 203.99.212.54
  • ব্রতিন রেগে যাচ্ছে যখন দেখছো, কেন বাজে বুলি করছো কেন এক্স, আমাকে খেপাও, আমি রেগে যাই ও মাঝে মাঝে, বড় বড় কথা বলে অনেক লোপ্পা ও দেব, তুমি আনন্দ -ও পাবেঃ-) this is getting nasty, lets not do this. will you? please?

    bratin, please don't react for a while.please?
  • x | ০১ জুলাই ২০১১ ১৭:০৫ | 193.200.150.82
  • সারা পালিন অব্দি ছিলো? এত্ত এত্ত কটিন বই পড়ার পরেও?

    সিংহমশাই শুনলেন? এরে কয় দাঁত।
  • Bratin | ০১ জুলাই ২০১১ ১৭:০২ | 122.248.183.1
  • এই যে UKx ফ্যাক্টর .....

    আপাততঃ এই....
  • h | ০১ জুলাই ২০১১ ১৭:০১ | 203.99.212.54
  • ছিল। সারা পালিন কে ধার দিয়েছিলাম, এখনো ফেরত পাই নি ;-)
  • Bratin | ০১ জুলাই ২০১১ ১৭:০১ | 122.248.183.1
  • দুঃখের কথা আর বোলো না। আমদের বছরে ইতিহাস প্রশ্ন আউট হয়ে গিয়েছিল। একে সাজেশন করে পড়া ; পুরো ঝাড় নেমে গিয়েছিল। আমাদের বেলায় ইম্পোর্টান্ট ছিল। 'মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন' । প্রশ্ন ফাঁস হওয়ায় এল ' বাংলায় বিপ্লবী আন্দোলন'। আমার এক বন্ধু আর কাউকে না পেয়ে লিখলো দ্বারকানাথ ঠাকুর বিরাট বিপ্লবী তার পরে এক প্যারা তার বিবরণ!! ঃ-)
  • h | ০১ জুলাই ২০১১ ১৬:৫৯ | 203.99.212.54
  • যাক, লাথখোর শিক্ষা-দার্শনিক হিসেবে আজ যে মহান বক্তব্যটি পেশ করে আমি যাবো, সেটা হল, সোশাল সাইন্সে র‌্যাপিড রিডার করা যেতেই পারে। ভালো টেক্‌স্‌ট গপ্পের মত করে পড়ে ফেলা হল, নম্বর ফম্বর এর চাপ রইলো না।

    ইত্যাদি ঃ-)
  • x | ০১ জুলাই ২০১১ ১৬:৫৯ | 193.200.150.82
  • হ-দা - আপনার দাঁত আছে?
  • h | ০১ জুলাই ২০১১ ১৬:৫৪ | 203.99.212.54
  • আমাদের দু দিন দু পিস ক্লাস হয়েছিল। অশীন দাশগুপ্ত আর্য সভ্যতা সম্পর্কে বলেছিলেন, ঘন্টা দুয়েক। আর সন্তোষ বসু দু দিন দু ভাবে সিন্ধু সভ্যতা আর অন্যান্য নাগরিক সভ্যতা ইত্যাদি নিয়ে বলেছিলেন। সব মিলিয়ে ঘন্টা দুয়েক। পিসি আর জেঠুর মুখে শোনা গল্প, লাইব্রেরি তে NCERT র বই উল্টোনো -এইসব দিয়ে পাশ হয়ে গেল। তারপরে 'ভালো' ছেলে হিসেবে ফিজিক্স পড়তে ঢুকলাম, আর 'নানা দিকে ট্যালেন্ট' থাকায় ল্যাহাপড়ি যারপরনাই তাড়াতাড়ি বিদেয় নিলাম ;-)
  • x | ০১ জুলাই ২০১১ ১৬:৫১ | 193.200.150.82
  • কী মুশকিল!
  • Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:৪৮ | 122.248.183.1
  • আমি লোক কে বাজে কথা বলার বিরোধী। কিন্তু সেটা আমার দুর্বলতা ভাবলে ভুল হবে।
  • x | ০১ জুলাই ২০১১ ১৬:৪৫ | 193.200.150.82
  • গির-এর যাওয়ার আর দরকার নেই। বচ্চনসায়েবের অ্যাডটা বৃথা গেলো।
  • nyara | ০১ জুলাই ২০১১ ১৬:৪৪ | 203.110.238.17
  • কিরণ-কল্যাণ বাপ-বেটা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়।
  • x | ০১ জুলাই ২০১১ ১৬:৪৩ | 193.200.150.82
  • আরে সত্যিই তো ঠাকুরঘরে কে রে কেস। আরো কি যেন বলে - পড়লো কথা হাটের মাঝে ইত্যাদি।
  • Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:৪২ | 122.248.183.1
  • কিরণ চৌধুরী বই তে দাঁত ভাঙা বাংলা লেখা থাকতে। ওটা পড়তে গিয়ে আমার কষের ২ টো দাঁত আলগা হয়ে গিয়েছিল। ঃ-((
  • siki | ০১ জুলাই ২০১১ ১৬:৪১ | 123.242.248.130
  • নাহ্‌। রোলব্যাক, রোলব্যাক।

    আমি কিসু কই নাই।
  • siki | ০১ জুলাই ২০১১ ১৬:৪০ | 123.242.248.130
  • একটা তো রসগোল্লা। আর কী?

    ও হ্যাঁ, বিবেকানন্দ। রবীন্দ্রনাথ। লিচ্চয়ই নেতাজিও আছেন। আর কী?

    তাও তো দিদি-কে ধরলামই না। ঃ)
  • Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:৪০ | 122.248.183.1
  • Mr or Mrs x, DID U NOT SEE MY PREVIOUS POST ???!!

    বাংলা বুঝতে অসুবিধে হলে ইংরেজী তে লিখলাম!
  • h | ০১ জুলাই ২০১১ ১৬:৩৯ | 203.99.212.54
  • সরি সরি কিরন বোধ হয়।
  • h | ০১ জুলাই ২০১১ ১৬:৩৮ | 203.99.212.54
  • কল্যান চৌধুরি র বই খুব খারাপ না, তবে ভীষণ বাজে বোরিং ভাবে লেখা। আমাদের পড়ানো হত নিমাইসাধন বোস, অসহ্য খারাপ বই। আমাদের ক্লাসের কেউ পড়ে ইতিহাস পড়ে নি, ইন ফ্যাক্ট শান্তিনিকেতন এর স্কুল থেকে আমার ব্যাচের আশে পাশে বড় হয়ে ইতিহাস সিরিয়াস পড়েছে কেউ নেই ইন্সিডেন্টালি। আমার এই বইগুলো পড়তে অসহ্য লাগতো। শোনা গপ্প দিয়েই কোন মতে মাধ্যমিক পাশঃ-)
  • x | ০১ জুলাই ২০১১ ১৬:৩৭ | 193.200.150.82
  • নাঃ সিংহশাইয়ের গব্বের ঢের ঢের কারণ আছে;-)
  • Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:৩৭ | 122.248.183.1
  • প্রসঙ্গতঃ জানিয়ে রাখি 'ছৌ নাচ' নিয়ে আমার কোন গর্ব নাই!!ঃ-))
  • x | ০১ জুলাই ২০১১ ১৬:৩৫ | 193.200.150.82
  • না মশয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত