গল্প করার সময়ে অত চাপ নেওয়ারই বা কী দরকার!! চাপমুক্ত সোসনমুক্ত আড্ডা হোক।
Bratin | ০৩ জুলাই ২০১১ ০৯:২৬ | 117.194.97.52
ব্রুটাস তুমিও!! ঃ-((
pi | ০৩ জুলাই ২০১১ ০৯:২৪ | 72.83.81.130
কেন, কীবোর্ডে হাত দিয়ে কি ল্যাবে বা রান্নাঘরে গেলে কি গাল্প করা যায়না নাকি করিনা ? ঃ) য়াহোক, অনেক থ্যাঙ্কু ঃ)
byaang | ০৩ জুলাই ২০১১ ০৯:২৪ | 122.178.200.231
আমারও সিংহমশাই নামটা খাসা লেগেছে। ঃ-))
Arpan | ০৩ জুলাই ২০১১ ০৯:২৩ | 112.133.206.18
যাত্তারা। আমার পদবী কি সিংহ?
Bratin | ০৩ জুলাই ২০১১ ০৯:২০ | 117.194.97.52
অর্পণ টই খোলা হলে তুমি কি ২ পয়সা দেবে? ঃ-))
Arpan | ০৩ জুলাই ২০১১ ০৯:১৯ | 112.133.206.18
অস্ট্রেলিয়া হলে ঋভু রেসিস্ট কমেন্টের দায়ে কেস ঠুকতেই পারত।
Bratin | ০৩ জুলাই ২০১১ ০৯:১৬ | 117.194.97.52
তবেই বোঝ তোদের মেয়ে র এই মর্মভেদী আচরণ একটা বাচ্ছার মনেই এমন ছাপ ফেলতে পারি। তো বড়দের মনে সেই ছাপ কেমন হবে? 'হৃদয়হীন মেয়ে এবং নারী রা' এই নামে একটা টই খোলা যায়?
byaang | ০৩ জুলাই ২০১১ ০৯:০৯ | 122.178.200.231
পরশু সন্ধ্যেবেলা থেকে ঋভু অপমানে-যন্ত্রণায় ক্যামোন একটা থম মেরে আছে। কারণ সেদিনই তিনি জীবনে প্রথমবার দুটি মেয়ের থেকে আওয়াজ খেয়েছেন।
তিনি রোজ বিকেলে পাঁচটা থেকে ছটা ক্রিকেট খেলেন বন্ধুদের সঙ্গে, ছটার পর থেকে বল দেখতে অসুবিধা হয় বলে তখন সাতটা- সাড়ে সাতটা অব্দি ফুটবল চলে। সেদিনও সোয়াসাতটা বেজে যাওয়ায় আমি কানে ধরে ঘরে তুলে আনার জন্য নীচে নেমেছিলাম। তো আমাকে দেখে তিনিও বন্ধুদের ""বাই'' বলেটলে ফিরে আসছিলেন আমার সঙ্গে। তখনই তিনটি পুঁচকে মেয়ে, (তারা আমাদের বিল্ডিংএর সামনেই পুতুল খেলে, রান্নাবাটি খেলে) তারাও নিজেদের খেলা গুটিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তাদের দুজন ঋভুর সামনে এসে ""বাই বাই মাংকি'' বলে খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে পালিয়ে গেল। ঋভু তো একদম লিটার্যালি অ্যাত্তো বড় হাঁ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলো। তার আট বছরের জীবনে সে কখনো এত অপমানিত হয় নি। ওদিকে ঋভুর এক বন্ধু তাদের তিনতলার বারান্দা থেকে পুরো ঘটনাটা দেখে পরিত্রাহি চেঁচাচ্ছে ""ডোন্ট লেট দেম গো, ডা!! দে নিড আ বিগ স্ল্যাপ!!'' ঋভু একটু ধাতস্থ হয়ে ""ইট ওয়াজ নট অ্যাট মি! দে সেইড ইট টু দি আদার গার্ল। অ্যান্ড দে হ্যাভ লেফ্ট অলরেডি, নাথিং ক্যান বি ডান নাউ''। আর আমি তো হ্যা হ্যা করে হেসেই গড়াগড়ি।
pi | ০৩ জুলাই ২০১১ ০৮:৫৯ | 72.83.81.130
আরে কোম্পানী তো ভালো। ওটা বলিনি। D Company । ভারমা যাহা ছিলেন ও যাহা হইয়াছেন।
কামিনে ও দেখতে পারো।
pi | ০৩ জুলাই ২০১১ ০৮:৫৭ | 72.83.81.130
aare kompaanee to bhaalo. oTaa balini. D Company । bhaaramaa Jaahaa chhilen o Jaahaa haiyaachhen.
kaamine o dekhate paaro.
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:৫২ | 122.178.200.231
পাইকে আর মশামেসোকে অনেক অনেক শুভেচ্ছা। পাই দুইদিন আর কিবোর্ডে হাত ছোঁয়াবি না, রান্নাঘরে ঢুকবি না, ল্যাবে যাবি না, শুধু মশামেসোর সঙ্গে জমিয়ে আড্ডা দে।
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:৫১ | 122.178.200.231
সিন্মার টইয়ে গিয়ে সিন্মার নামগুলো লিখে কী লাভ!! আমি তো আর ভালোমন্দ কিছু লিখতে যাচ্ছি না। আর ওখানে লোকে লোকে এত কটিন কটিন সিন্মার কথা লেখে, ওখানে লিখতে গেলেই আমার হাত কাঁপে, পেট গুরগুর করে, গলা শুকিয়ে যায়।
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:৪৮ | 122.178.200.231
আকাকে যে সেদিন দু বললো শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা দেখতে! দেখিস নি এখনো? আকার মনের মত একটা গানও পাবি - গণপত, চল দারু লা।
aka | ০৩ জুলাই ২০১১ ০৮:৪৪ | 24.42.203.194
কোম্পানি তো ভালো সিনেমা সেদিনই দেখলাম আবার। আমি মনে হয় গোটা দশেক বার দেখেছি।
pi | ০৩ জুলাই ২০১১ ০৮:৩৮ | 72.83.81.130
D company দ্যাখো। কিন্তু তারপর চুল ছেঁড়ার ইচ্ছা হলে কোম্পানী দায়ী নহে। আগেই বলে রাখলাম।
pi | ০৩ জুলাই ২০১১ ০৮:৩৪ | 72.83.81.130
এই যো ব্যাঙদি, নিত্যিনতুন সিনিমা দেখছো, সেগুলো ঐ টৈতে এবার না লিখলে ব্যাঙ্গের ঠ্যাঙ ভাজা বানিয়ে খাবো। আমাকে আর আন্ডারএস্টিমেট কোরোনা। বিবাহবার্ষিকীর পুণ্য শনিবারে ম্যাগি থেকে চাউমিনে উত্তরিত হয়েছি। HHB ৪-)
aka | ০৩ জুলাই ২০১১ ০৮:৩২ | 24.42.203.194
আমার একটা ঝাড়পিটের সিনেমার নাম চাই। গ্যাং ফাইট হলে আরও ভালো।
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:২২ | 122.178.200.231
আমি ট্রান্সফর্মার ২ দেখে আসতে বাধ্য হলাম। দূদ্দূর, এর থেকে রজনীকান্তের সিন্মা দেখলেও পয়সা উসুল হত!
m | ০৩ জুলাই ২০১১ ০৮:২১ | 117.194.34.102
সেই ঢিপির ছবির পাশে থাকবে চিন্টুবাবুর হেডড্রেস- পেঁচার পালকের নীচে সারি করে লাগানো থাকবে ছোট সাইজের নুড়ি পাথর- কষ্ট করে আর পেরু যেতে হবে না।
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:২০ | 122.178.200.231
আর হ্যাঁ, ফ্যা ফ্যা রাজ্যে ঢোকার জন্য সবার ছোঁকছোঁকানি দেখে আমি তো পুরো হাঁ। এ কেমন ধারার আগ্রাসী আগ্রাসন!! প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটিওয়ালা, বিগজ্ঞানী, সবাই কেমন লাইন লাগিয়েছে !! আমার নিজের জন্য কি কিছুই থাকতে নেই!! ঐ ফ্যাফ্যা রাজ্যে শুধু আমারই প্রবেশাধিকার। এইচ এসে কেমিস্ট্রির পেপার শক্ত লেগেছিল বলে ঝাড়া দুই ঘন্টা ঘুমিয়েছিলাম, কলিকাতা ইউনিকে একটি পেপারে গোল্লা পেয়ে তাক লাগিয়ে দিয়েছিলাম, কাজ নাই, কম্মো নাই, রাঁধতে পারি না, এমনকি চুলও বাঁধি না। তাহলে আমি ছাড়া আর কেই বা আছে যোগ্যতম!!
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:০৮ | 122.178.200.231
বাঃ, বেশ!!
aka | ০৩ জুলাই ২০১১ ০৮:০৭ | 24.42.203.194
byaang | ০৩ জুলাই ২০১১ ০৮:০৫ | 122.178.200.231
ঃ-))
aka | ০৩ জুলাই ২০১১ ০৮:০৫ | 24.42.203.194
শিবুদা পরের বার দেশে গিয়ে ভাঙা পায়ের ঢিপিতে যাবে। সঙ্গী হিসেবে চিন্টুবাবুকে নিলে সুযোগ সুবিধা একটু বেশি। মাছ ভাতের সাথে লেবু ফ্রি।
আসলে রাজাদের ছিলো সেরেমোনিয়াল সোর্ড। সে গুলো ছিলো মনি মুক্তায় সজ্জিত অ্যান্ড ডেমোনস্ট্রেটেবলি হেভী। ও গুলো যুদ্ধের নয়। ভারতীয় ইতিহাস বড্ডো বেশী গুল্পো নির্ভর।
চিন্তা করুন, সোর্ড ইজ মাই ফেভারিট সাবজেক্টগুলির অন্যতম। তাই একটু হাইপার হয়ে যাই।
Sibu | ০২ জুলাই ২০১১ ২৩:১৫ | 72.62.82.16
ডিডিদার কতাটা মনে লাগল। সবশুদ্ধু ধরলে ঐ ৫৬ কেজি হতে পারে বটেক।
তবে দুটো ৯০ কেজি তরবাল হলে সেটা এট্টুস ইনহিউম্যান কইতে হবেক। পার্টিকুলারলি দুই-হাতে দুটো নিয়ে যুদ্ধু করলে।
এইবারে ফেভিদের পাড়ায় একটা বড় তলবার দেখে এলুম বটে। একটা চার্চের ক্রিপ্টে শার্লামেনের স্ট্যাচু (দাবী করে ১৫ শতক), তার কোলে রাখা বিশাল তলবার। সেই তলবার মানুষের চেয়ে বড়, ক্রিপ্টের আবহাওয়ায় ঐ স্ট্যাচু আর তলবার দেখলে বেশ ভয় ভয় করে।
Bratin | ০২ জুলাই ২০১১ ২২:৫০ | 117.194.97.51
পৃথ্বিরাজ সেজেছিল আমদের গ্রামের গৌর মামা( গৌর ভড়) । প্রফেশন্যাল যাত্রা দলে অভিনয় করতো। দলএর নাম ট এখন মনে পড়ছে না। যেমন সুন্দর চেহার তেমন গলা এবং গায়ের জোর। সংযুক্তা তো ভাড়া করা অভিনেতা।
Bratin | ০২ জুলাই ২০১১ ২২:৪৫ | 117.194.97.51
শিবু দা, ২০০৯ এ চিতোর গিয়ে জানলাম। সব সুদ্ধ মিউজিয়মে রাখা আছে।
dd | ০২ জুলাই ২০১১ ২২:৩৫ | 122.167.21.183
"এবং চৈতক ছিলো ঘোড়ার ছদ্মবেশে এক দৌড়বাজ গন্ডার".... ব্যদেয় আছে।
..... a 90 kg weight sword was used by Rana Pratap. Rana Pratap used to carry two swords with him always. Before any fight he used to offer one sword to his opponent if he is not armed. The 2nd sword was to intimidate the enemy. Rana Pratap is known for his ability to be a weight lifter. And fighting with 2x90 Kg swords was a piece of cake for him. His height was around 7.5 feet and had a broad look.
fevi | ০২ জুলাই ২০১১ ২২:৩০ | 82.130.98.70
.... in front of this Dhuni Mata is the gallery reflecting the rich saga of Rana Pratap Singh. The gallery displays the war ornaments used by Rana Pratap and his horse Chetak. The 25 Kg weight sword used by Rana Pratap Singh is displayed here. Rana Pratap use to carry two swords with him always. Before any fight he uses to offer one sword to his opponent if he is not armed.
dd | ০২ জুলাই ২০১১ ২২:২৯ | 122.167.21.183
দেখুন বাটখারা নিয়ে বসে তো আমি লিখছি না তবে ছাপ্পন্নো কে জি ইজ মোটামুটি রিলায়াবল এস্টিমেট।
নিজের বর্ম আর শিরস্ত্রান আছে, ঘোড়াতেও বর্ম পরতো। চেইন লিংকের। ইন্ডিয়ান সোর্ড অবশ্যি খুব হেভী হতো না,কেনোনা এক হাতেই লড়া ছিলো হিন্দুস্তানী সোর্ড ফাইটিং'এর ইউ এস পি, সেজন্যে হিন্দুস্তানী তরোয়ালের বাঁট খুব ছোট্টো হতো। নেক্স্ট টাইম মিউজিয়ামে গিয়ে খ্যাল করবেন। তার ওপর ঢাল ছিলো। আর বল্লমের ফলক বেশ লম্বা চৌড়া হতো,যাতে শত্রুর বর্ম ভেদ করতে পারে।
লাইট ক্যাভালরী ছিলো তীরন্দাজদের হন্যে। রাজা রাজরা অম্নি হাল্ক পুল্কো ঘোড়া নিয়ে দৌড়াতেন না।
ভালো কথা, আজ সারাদিন গান শুনলেম। শুভোমিতার গান শুনে মুগ্ধ হলাম। আর কবীর সুমেনের যে সিনেমায় গান গাইলেন সেটাতো উনি বৃদ্ধ হয়েই অ্যাক্টো করছেন। ছবি দেখে তো তাই মালুম হলো। তাইলে গলা কাঁপলে তো ঠিকই আছে। উনি তো স্টেজে গাইছেন্না। তবে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন