এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • amit | ১৪ জুলাই ২০১১ ২২:৫৫ | 128.103.93.210
  • কোথায় লিখেছে চন্দ্রিল?
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২২:৫৩ | 198.82.21.123
  • চোন্দিল আসলে নিজেই মধ্যবিত্ত। চোন্দিলের মধ্যবিত্ত ব্যাশিং দেখলে আমার আমেরিকান বিউটির সেই লোকটার কথা মনে পড়ে, যে নিজে সমকামী ছিলো বলে অন্য সমকামীদের ঘেন্না করতো।
  • I | ১৪ জুলাই ২০১১ ২২:৫০ | 14.96.132.11
  • গুরুতে কোনো মধ্যবিত্ত আছে? থাকলে চোন্দিল তাকে খুব খারাপ খারাপ কথা বলেছে।
  • dukhe | ১৪ জুলাই ২০১১ ২২:৪৮ | 117.194.237.198
  • ঐ লোভে এককালে সিনেমাহলে যেতাম ।
    এখন আর সে সুখ নেই - ডলবি মলবি কী সব হয়েছে - সারাক্ষণ কানের পাশে ঠাস ঠাস দুম দুম হতে থাকে । হলে যাওয়া ছেড়ে দিয়েছি ।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২২:৪৭ | 198.82.21.123
  • ঘুমের সময় এবং অন্য সময় সব সময়ই ঘুম্পায়।
    একমাত্র ঘুত্তে গেলে পায়না।
  • I | ১৪ জুলাই ২০১১ ২২:৪৭ | 14.96.132.11
  • ইদিকে কেসির মেসোর ঝগড়া আর শোনাই হল না!
  • amit | ১৪ জুলাই ২০১১ ২২:৪০ | 128.103.93.210
  • সবচে ভালো ঘুম আসে লেকচার শুনতে গেলে, আধো অন্ধকার ঘর, এসির ঠান্ডা ইত্যাদি। হাততালি দেওয়ার সময় ঘুমটা ভাঙ্গে।
  • I | ১৪ জুলাই ২০১১ ২২:৩৬ | 14.96.132.11
  • ঘুমের সময় ঘুম্পায় না। বাকি সবসময় ঘু-উ-উ-ম.....
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ২১:১৬ | 117.194.96.10
  • আরে মিটিং তো ঘুমোনো জন্যেই রে বাবা!!
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২১:১৫ | 198.82.21.123
  • আমার তো খালি মনে হয় কেউ জৃম্ভনাস্ত্র মেরেছে। সেদিন বাড়িতেই বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম।
  • aka | ১৪ জুলাই ২০১১ ২১:১১ | 168.26.215.13
  • না অসময়ে ঘুম পাওয়া বন্ধ করতে পারলেই মোক্ষ। সেদিন তো মিটিংয়েই প্রায় ঘুমিয়ে পড়ছিলাম।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২১:০৬ | 198.82.21.123
  • টাইমে টাইমে কলে জল আসার মত খিদে পাওয়াটা বন্ধ করতে পারলেই মোক্ষ। বুঝলে আজ্জোদা।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ২১:০৪ | 117.194.96.10
  • দু দির মন তো ভালো হবেই । দেশে ফিরছে না। ঃ-))
  • aka | ১৪ জুলাই ২০১১ ২১:০২ | 168.26.215.13
  • কেমন জানি খিদে পাচ্ছে।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২০:৫৫ | 198.82.21.123
  • আমি দেদির পোস্ট অব্দি ফিরে পড়লাম। যেইখানে পাই আর ব্রতীন্দা দুজনকে লক্ষীসোনা বলা হয়েছে। ঐ অবধি পড়তেই সবটা বুঝে গেলাম। আমার ক্ষি বুদ্ধি!

    ইয়ে, লক্ষীসোনাটা পড়ে থেকে কেমন ফুরফুরে লাগছে। বাকি ঝগড়াটা আর পড়লাম না। হনুদার পর এই কাউকে লক্ষীসোনা বলতে শুনলাম। হেব্বি হয়েচে!ঃ-))))
  • byaang | ১৪ জুলাই ২০১১ ২০:১৮ | 122.178.193.161
  • আমি ভাবছি কালকেই জিন্দেগি না মিলেগি দোবারা দেখতে যাব। ফার্স্ট শো হয়তো হয়ে উঠবে না, কিন্তু ফার্স্ট ডে তো হবে। তাইই বা মন্দ কী!
  • r.huto | ১৪ জুলাই ২০১১ ২০:১৭ | 198.175.62.19
  • তো কাদের মেরে আমরা নিজের দেশের লোকেদের রক্ষা করবো তার কোন সুরাহা হলো?
    (এখন আমি নির্বিকল্প সমাধি থেকে ভাবসমাধির দিকে যাচ্ছি, এইসময় একটু আধটু কথা বলা যায়। শরীরটাকে তো রাখতে হবে।)
    আসলে মাঝে মাঝে শান্তিকল্যাণ শুনে কান চিড়বিড় করে। এস্পার ওস্পার হবে না জানি, কিন্তু মনে হয় অন্তত চোখের সামনে থাকুক, আমাদের উদারতার রান্নাবাটি।
    মিডিয়াকে পুরোপুরি দোষ আমি তো দিই না। আমরা নিজের মত মিডিয়া বেছে নিই। কেউ গণশক্তি কেউ জাগোবাংলা কেউ ফক্স নিউজ কেউ উইকি।
    যার যেমন অভিরুচি। যাদের সেই অ্যাক্সেস নেই তাদের কথা আমি বলছিনা।

    ওং ওং ওং
  • siki | ১৪ জুলাই ২০১১ ১৯:৫৫ | 80.239.243.70
  • আমার কোনও গানই শোনা হয় না। আপিসে বসে ইউটিউব মিডিয়াফায়ারের লিং পাই, আপিসে এসব খোলে না, বাড়ি যখন আসি ততক্ষণে তারা হারিয়ে যায়।
  • Du | ১৪ জুলাই ২০১১ ১৯:৫০ | 216.110.92.7
  • জানতাম, কেসিরও ভালো লাগে। ঠিক জানতাম ঃ)
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৯:৪৮ | 89.203.49.18
  • দুদি, গানটা কেমন্‌করে এক্কেবারে ভিতরে সেঁধিয়ে যায়। তাই না?
    ''মোরা পিয়া ঘর আয়া, মোরা পিয়া ঘর আয়া
    মোরা পিয়া ঘর আয়া, মোরা পিয়া ঘর আয়া....''
  • Du | ১৪ জুলাই ২০১১ ১৯:৩১ | 216.110.92.7
  • এইটা শুনছি

    Darare darare hain maathe pe maula,
    Murammat muqadaar ki kar do maula,
    Mere maula..
    Tere darr pe jhuka hu, mita hu bana hu,
    Tere darr pe jhuka hu, mita hu bana hu,
    Murammat muqadaar ki kar do maula,
    Murammat muqadaar ki kar do maula..
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৯:০৩ | 122.248.183.1
  • আজকে আর কাজ নাই। কাটিলাম!!
  • aka | ১৪ জুলাই ২০১১ ১৮:৩৯ | 168.26.215.13
  • ইসে কুড়ির একটা ছবি দেখলে হত না।
  • dukhe | ১৪ জুলাই ২০১১ ১৮:৩৬ | 122.160.114.85
  • সে তো সেই সকালে । গান-ফান শোনালেন কুড়িকে । সে গুঁপোর সঙ্গে গেল । কিন্তু তাপ্পর ? ফিরল কি ? আর গান শুনল ?
    পুরো কুড়ি কেসটা কবির কল্পনা নয় তো ?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৮:২৩ | 122.248.183.1
  • দিল তো । গোলাপী জামা। কালো ট্রাউজার!!
  • dukhe | ১৪ জুলাই ২০১১ ১৮:১৮ | 122.160.114.85
  • মাঝখান থেকে সিকি পর্যন্ত কুড়ির আপডেট দিতে সাহস করছেন না । কী গরম দিনকাল !
  • aka | ১৪ জুলাই ২০১১ ১৮:০৮ | 168.26.215.13
  • আহা ওখানে কবি কাব্যি করেছেন, উহা রূপক জোলাপ।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৮:০৭ | 122.248.183.1
  • না না অপেরেশান র আগে সেই কী একটা খাওয়ায় না? হ্যাঁ মনে পড়েছে ডালকুল্যাক্স!! সেই খান দুই.....
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৮:০৫ | 121.242.29.160
  • অথবা এক চামচে ক্যাস্টর অয়েল।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৮:০৩ | 121.242.29.160
  • জোলাপের কী দরকার আকাদা? সঙ্গে করে আগের রাতের ফ্রোজেন পীজ্জার একটি স্লাইস খাইও, ক্লাস-এ ল্যাক্সেটিভ, গ্রান্টি। ঃ-)
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৮:০০ | 61.95.189.252
  • না না গোলাপের অভাব নয়, পেট পরিষ্কার না হলে তর্ক ভাল হয় না।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৮:০০ | 121.242.29.160
  • এই জমানার হীরো, যেমন অক্ষয় কুমার, বেদম মার খান, সেই নিয়ে সিনেমা তীস মার খান।
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৯ | 61.95.189.252
  • তবলায় কে খেয়াল নেই এ হচ্ছে কম বয়সী আমীর খান। এর সাথে তুলনা চলে ভীমসেনের সেই মূলতানীর বা মিঞা মল্লারের youtube-এ আছে এটা।
  • Kaju | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৮ | 59.163.201.173
  • খাঁ-টাই ঠিক। কারণ...

    অনেককে বলতে শুনি, নিশুতি রাতে যখন চারদিক খাঁ খাঁ করে, সেই সময় দূর থেকে মৃদুস্বরে ভেসে আসে সরোদের আওয়াজ। এই খাঁ খাঁ করার ব্যাপারটা খাঁ থেকেই এসেছে বলেছে মনে হয়।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৮ | 122.248.183.1
  • উহা ক্লিয়ার হলে কি তর্ক পায়? ঃ-))
  • Lama | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৮ | 203.132.214.11
  • বাজারে গোলাপ পাওয়া যাচ্ছে না বলে
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৭ | 122.248.183.1
  • কেন কেন? জোলাপ কেন??
  • Lama | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৬ | 203.132.214.11
  • আর আমাদের বাল্যকালে এক বলিউডি ফিলমস্টারের ক্ষুধামান্দ্য হয়েছিল, তাঁর নাম "রাজেশ খান না"।

    আর আধুনিককালের দুয়েকজন অভিনেতা খুব পেটুক। যেমন "সলমন খান" বা "শাহরুখ খান"।
  • aka | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৫ | 168.26.215.13
  • হানু কম লেখায় মুশকিল হয়েছে তক্কো করার লোক কমে গেছে। দুর সেই জোশই আসে না, সে ছিল দিঙ্কাল। মাঝে মাঝে এদিক ওদিকে আশা করে গিয়ে দেখি এক লাইন, দুই লাইন। এর পরের বার হনুকে এক বোতল বিলিতির সাথে দুই শিশি জোলাপ গিফট করব।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:৫৪ | 121.242.29.160
  • খান টাই ঠিক।
    হার্জে'ও লিখেছেন, "খান সাহেব'।
    বাদশাহী হেঁসেলে খানসামা।
    ইয়োরোপীয়রাও লেখে ডানখান।
    হোয়াট মোর, খাতেপীতে ঘরের লোকেদের উদ্দেশ্যে বলা হয়, ওনার ভালো খানদান।
  • Lama | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৯ | 203.132.214.11
  • খান বলতেই তো শুনি সবাইকে
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৬ | 194.126.37.78
  • পাগলাটে মালকোষ মানে ওই ক্যাসেটটার উল্টোপিঠে হংসধ্বনি? তবলায় আফাক আহমেদ খান?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৫ | 122.248.183.1
  • যাক। বাঁচা গেল!! ঃ-))
  • Lama | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৫ | 203.132.214.11
  • এই প্রসঙ্গে তারাপদ রায়-

    একজন ঘুমের ঘোরে "জুলি, জুলি" বলে চেঁচাত। আর বৌএর সন্দিগ্‌ধ প্রশ্নের উত্তরে বলত, "মাঝে মাঝে রেসের মাঠে যাই কিন, তাই ঘুমের ঘোরে ঘোড়াগুলোর নাম মুখে এসে যায়।

    কদিন পর একটা ফোন এসেছে। লোকটির স্ত্রী ফোনটা তুলেই রাগতঃ ভাবে নামিয়ে রেখেছে। লোকটি জিজ্ঞেস করল, "কার ফোন ছিল।"

    "ও কিছু না, রেসের মাঠের সেই ঘোঋহাটা তোমার খোঁজ করছিল"
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৫ | 121.242.29.160
  • ** এজ
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৪ | 121.242.29.160
  • গিন্নি। আহা, ঊর্দু'র মত জুবান যাঁর। লামাদা, ওনারা আছেন বলেই না পৃথিবীর সৌরকক্ষে আবর্তন। নইলে কবে আইস এক শুরু হয়ে যেত ;-)
  • santanu | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৪ | 91.226.168.2
  • এই ঝগড়াটা চমৎকার হচ্ছে
    - এই আমার পুতুল ফেরত দে, তোকে কাল স্টিকার দিয়েছিলাম, বিকেলে দিয়ে দিবি - বিকেলে পড়তে গিয়ে দেখা হলে একদম কথা বলবিনা
    না, ঐ স্যারের কাছে আজ থেকে পড়তেই যাবো না।

    লোকে ভালো কাজে ক্যানো এতো বাগড়া দেয়?
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৭:৪৪ | 194.126.37.78
  • বোতীন, ইনশাল্লাহ আজকে হয়ে যাবে।
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:৪২ | 72.83.103.132
  • ফুরফুরে মেজাজে সিনেমা দেখতে বলার মানে যে করে ভারী লেখা পড়তে পারবে না, তাকে কোনো বাংলায় বোঝানোর সাধ্য আমার নেই।
    ভুল বুঝছো , তোমাকে বোঝাবুঝি নিয়ে কোনোরকম খারাপ ইঙ্গিত আমি করিনি, একথা বারবার বলার পর ও আমাকে 'সুপিরিয়রিটি কমপ্লেক্স' জাতীয় আজেবাজে অভিযোগ শুনতে হয়েছে আর সেগুলো ডিফেন্ড করে চলা। তারপর যা বলিনি সেগুলো কোট করা।

    মিটমাট করার ইচ্ছে না থাকলে আমি সকালে এক্সপ্লেইন করতে যেতাম না। বহুবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি।

    কিন্তু না, এখন আর মেটানোর সে চেষ্টা করবো না। ইগনোর করবো।
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৭:৪২ | 61.95.189.252
  • আচ্ছা বাঙলায় লিখলে কি লেখা উচিত আমীর খান নাকি খাঁ। খানটাই ভাল দেখাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত