এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১০:৪৭ | 173.163.204.9
  • হুতোদার সহনশীলতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একি পীড়ের কৃপা না অন্য কিছু? ঃ-)
    পাইয়ের মধ্যে বামফ্রন্টের ৩৪ বছর মূর্ত হচ্ছে!! মধুর প্রতিশোধ। ;-)
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:৩৯ | 72.83.103.132
  • ও হ্যাঁ, আমরা যখন সিনেই ছিলাম না, মানে আমি এসে আগে হয়ে যাওয়া আলোচনা পড়তে গিয়ে ঐ 'মর্কটদের' শব্দটা দেখি।
    তখন তো পাকিস্তানকে আক্রমণ করার কথা হচ্ছিল।
    মর্কটদের বলতে কাদের বোঝানো হয়েছিল?

    এটাও বলতে না চেয়ে ( তালে কি তোমার প্রোভোকেশনে? ) বলা নাকি এটা কোদালকে কোদাল বলা ?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:৩৪ | 72.83.103.132
  • ঃ))
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:২৭ | 67.96.80.214
  • পাই খালি মানে বই চায়। ৩৪ বছরের শিক্ষানীতির কুফল এসব। আমি তো নিজে নিজে বোঝার চেষ্টা করছি।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:২৫ | 72.83.103.132
  • আর ধেড়ে খোকাখুকুদের কচি বয়েসের ভালোমানুষ সাজতে চাওয়া বলতে কী বল্লে, কাদের বল্লে একটু স্পষ্ট করে বুঝিয়ে দিও।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:২৪ | 67.96.80.214
  • গোলাপ ও কোদাল নিয়ে আমি একটা কাব্য লিখবো। তবে সবই পীড়ের ইচ্ছা।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:২৩ | 72.83.103.132
  • বড় ম, ঠিকাছে।

    কিন্তু বলতে না চেয়েও আমাদের প্রোভোকেশনে বলা কথা কোনটা ?

    আমাদের দেশের মুসলমান হলে তাদের মোল্লা বলবো না, তারা ভারতবাসী। এইটা ?

    এই কথাটার কী মানে হয় ?

    আর এই কথার বেসিসে আমি তো কোন জাতি বা ধর্মবিদ্বেষী বলেও দাগাতে চাইনি, এটার পর জানতে চেয়েছি, এই কথার মানে কী।
    খুব ভালোভাবে একটা আলোচনায় যেতে চেয়েছি কিন্তু তার কী উত্তর এসেছে দেখো।
    এইগুলো প্রোভোকেশন ?

    আর, এই তো শুনলাম, ব্রতীনদা সবসময় কোদালকে আর কোদাল আর গোলাপকে গোলাপ বলে। এটার সাথে তো বলতে না চেয়ে বলে ফেলাটা (মানে, গোলাপকে কোদাল বলা ? ) একেবারে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে !
  • mita | ১৭ জুলাই ২০১১ ১০:১৮ | 71.191.42.195
  • শিবু, রুচির প্রশ্ন, তাই let us agree to differ.
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১০:১৪ | 117.194.233.117
  • না, শুভবুদ্ধির সপক্ষে তর্ক করা অবশ্যই ঐ দাগিয়ে দেওয়াটার চাইতে ভালো অবস্থান এটা মানছি।

    আপাতত তুষ্টুকে নাচের স্কুলে নিয়ে চললাম ঃ)
  • til | ১৭ জুলাই ২০১১ ১০:১৪ | 124.169.9.170
  • সবাইকে একটা অনুরোধ করবো। একটা অন্ততঃ একটা দিনের জন্য এই আলোচনায় বিরতি দিলে হয় না!
    অ্যান্ড দ্য টাইম স্টার্তস NOW!!!
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:১৩ | 67.96.80.214
  • বড়ম, খচর মচর (এটাও ভালো বুঝতে পারিনি মনে হচ্ছে), বা কে কি ভাবলো সেটা নিয়ে আমি এমনিতে প্রচুর ভাবি, তবে এই বিষয়ে বিশেষ ভাবার সুযোগ হয়নি, কারন এই টেনে নেওয়াটাকে প্রায় কেউই ভালো ভাবছেনা, সেদিক দিয়ে দেখলে আমার অনেক আগেই চেপে যাওয়ার কথা।
  • M | ১৭ জুলাই ২০১১ ১০:১১ | 59.93.201.88
  • আবার বলছি, সুপিরিয়রিটি কমপ্লেক্স, থেকে শুরু করে ডিলিটানো আর শেষে ঐ মহিলা বলে কি বললো, অত্যন্ত অসহ্য লেগেছে। অন্ততঃ এত ধেরে বয়েসে কথাটা ঠিক করে বলতে শেখা উচিত ছিলো ব্রতীনের।কিন্তু তাতে করেও আগের ভাবনাটা ফেলা যাচ্ছে না।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:১০ | 67.96.80.214
  • আর আত্মপ্রসাদের লোভে অসার তক্ক করে যাওয়া তার মানে সাদা সুতো ইত্যাদির ভিত্তিতে মানুষকে দাগিয়ে দেওয়ার প্রসঙ্গে বিপজ্জনক মন্তব্য করা থেকেও বেশী আপত্তিকর?
  • M | ১৭ জুলাই ২০১১ ১০:০৮ | 59.93.201.88
  • পাই,
    প্রতিটার প্রতিবাদ করে গেছি, তোমার চোখে পড়লো না?
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:০৬ | 67.96.80.214
  • নিজের হাতে মেরে ফেলা বা নিজের হাতে বাঁচানোর প্রশ্ন নয়। যারা নিজের হাতে মেরে ফেলে, তাদের দৃষ্টিভঙ্গীকে একটি গণমাধ্যমে এন্ডর্স করাটা আমার কাছে আপত্তিকর।

    এসব নিয়ে তর্কাতর্কি সময়ের অপচয় তো বটেই, কিন্তু খুনোখুনি যে হয় সেটাও বাস্তব। এবং সম্মিলিত ব্যাক্তি মানুষের এন্ডর্স করায় এই খুনোখুনি গুলি প্রশ্রয় পায় তাও বাস্তব।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:০২ | 72.83.103.132
  • ব্রতীনদা আমাকে কীভাবে নামিয়েছে ( এবং বলতে না চেয়েও বলে ফেলা কথার ভিত্তিতে নয়, আদৌ না বলা কথা মুখে বসিয়ে) সেগুলো তোমার নজরে পড়েনি ? ঃ)
  • M | ১৭ জুলাই ২০১১ ১০:০১ | 59.93.201.88
  • পাই, ভনভনানো শব্দটার জন্য স্যরি বলেছি।

    এতদুর গড়াবে সত্যি ভাবিনি।

    ব্রতীনের এই গোঁয়ারতুমির দিকটা জানতাম না।বিরক্ত লাগছে।
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১০:০১ | 117.194.233.117
  • হিন্দু-মুসলিম হিন্দুস্তান-পাকিস্তান কনসেপ্টগুলোই একটু ঢপের কেত্তন বলে মনে হয় না?

    এক আধটু গীতা টীতা বা কোরান টোরান পড়ে দেখিচি- কার বুকের চুলে সাদা সুতো লেপটে অছে, বা কার কিসের ডগাটা একটুখানি কাটা - এসব নিয়ে খুনোখুনি তো দূরের কথা তর্কাতর্কিটাও সময়ের অপচয় নয় কি? (এটা আমার ব্যক্তিগত মতামত- হয়তো অল্পবিদ্যা ভয়ংকরী বলেই)

    তো, এখন দাঁড়াচ্ছে এই- ব্রতীন কাউকে বলেছে "মোল্লা" আর কারো কারো সম্পর্কে অসহিষ্ণু ধরনের কথাবার্তাও বলেছে। তো সবাই জানে ব্রতীন এসব মুখেই বলবে- কখনো কাউকে নিজের হাতে মেরে ফেলবে না (শিক্ষিত মধ্যবিত্ত বাঙালীর সেই ধক থাকে না)।

    এবার, ধরা যাক আমরা অনেকে মিলে ব্রতীনকে বললাম "বাপু হে, যা বলেছ ঠিক নয়'। ধরা যাক ব্রতীন (চাপ খেয়ে গিয়ে/ লেবু আর কচলাবে না ভেবে/নিজের আগের মতামত ভুল ছিল এ ব্যাপারে কনভিন্সড হয়ে) মত পরিবর্তন করল। ব্রতীন মত পরিবর্তন না করলেও কারুর জানের খতরা ছিল না, ব্রতীনের হৃদয় পরিবর্তনের ফলেও কারো প্রাণ বাঁচল না।

    হ্যাঁ আমরা কয়েকজন নিজেদের মতামতে স্টিক করে থাকার, আর ভুলভাল ধর্মান্ধতার ঊর্দ্ধে থাকার আত্মপ্রসাদ পেলাম।

    যারা সাদা সুতো, কাটা মুদো, টুপি-দাড়ি-টিকি এসবের ভিত্তিতে মানুষ মারে তাদের কানে আমাদের ঝগড়াঝাঁটি কিছুই পৌঁছল না। বছর বছর উত্তরদক্ষিনপূবপশ্চিমে লোক মরতে লাগল।

    হাতে রইল মাউস।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:০১ | 67.96.80.214
  • না না, চুষি কাঠি নিয়ে আমার কোন বক্তব্য নেই। তি সম্পূর্ন ব্যাক্তিগত মত, এমনকি ওপেন ফোরামে হলেও।

    আর বাকী কথা ভালো বুঝতে পারিনি।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:০০ | 72.83.103.132
  • যেটা বলছিলোই না, সেটা বলিয়ে নিতে চেয়েছি ?

    কোনটা ?
  • pi | ১৭ জুলাই ২০১১ ০৯:৫৯ | 72.83.103.132
  • আর বড়ম, তুমিও একটু ভাল করে পড়ে দেখো, এটাই আমার প্রশ্ন ছিল। আমাদের দেশবাসী নয়, এমন সব মুসলমানকেই, কি পাকিস্তানের সব মানুষকেই মোল্লা বলছে কিনা।
    তার কী উত্তর এসেছে সেটাও দেখো।

    আর আমি কিন্তু এককথায় ধর্মবিদ্বেষী , জাতিবিদ্বেষী কিছু বলেই দাগাই নি। এই প্রশ্নগুলোর উত্তর চেয়েছিলাম।
  • M | ১৭ জুলাই ২০১১ ০৯:৫৭ | 59.93.201.88
  • শোনো হুতো,
    এবার কিছু আরো কড়া কথা বলবো, কারন আমার অত খচর মচর হয় না, কে কি ভাবলো সে ভেবে,মাইরি পাত্তাই দি না, কারন কিভাবে কাউকে নামিয়ে দেওয়া হয় সমাজে বহুবার দেখেছি,আর অন্য লোকে বিচিত্রতা খুঁজতে কেমন নেত্য করে নেয় সুযোগ পেলে তাও দেখলাম কিছু কম না।ব্রতীন যেটা বলছিলোই না, তোমরা ওর পিছনে পরে সেগুলো বলিয়ে নিতে কেন চাইছিলে? আমি তো বার বার বলছিলাম, যে অন্যের যারা জানিনা রিয়াকশান আলাদা হবে, কিন্তু যারা জানি তারা কেন এটা করছি, মাঝে পরে সিঁফো বলে গেলো,আকার নাকি ভয় হচ্ছে চেনা মানুষটা নাকি জাতিবিদ্বেষী না বেরোয়।তাত বুঝে আরো তাতিয়ে চেগে দেবে,নিজেরা পলিটিকালি কারেক্ট থেকে, জানো আমাদের যুক্তিতে আমরা ঠিক, এইখানে ও রিয়াক্ট করছে, চেপে ধর, কি মনে হয়, সবাই চুষী কাঠি চোষে নাকি?
  • pi | ১৭ জুলাই ২০১১ ০৯:৫৫ | 72.83.103.132
  • বড় ম এর লাস্ট পোস্টের মানে আমিও ঠিক বুঝলাম না।

    যাই হোক, তোমাকে আর দেদিকে আমার বিশেষ করে প্রশ্নটা ছিল। কারণ আমার ভনভনানো , প্যানপ্যানোনা না কি , তারপর ঝগড়া করার অভিযোগগুলো তোমরাই সবচে স্পেসিফিক্যালি এনেছিলে।

    ভাটপাতার সুন্দর বন্ধুত্বময় পরিবেশে চাপান উতোর যখন এতটাই বর্জ্যনীয়, তখন প্রথম থেকেই ব্রতীনদা আমার কথাকে ভুল বুঝছে যখন, তখন ধরিয়ে দিলে না কেন ? বা, পরেও ?
    ফুরফুরে মেজাজে war and peace নামক ডকুমেন্টারি দেখে পাকিস্তানের সাধারণ মানুষের কথা শুনতে বলাকে war and peace নামক ভারত-পাকিস্তান সংক্রান্ত কোন হাল্কা গোছের ব্রতীনদার বোধগম্য বই পড়তে বলা হয়েছে নামক আদ্যন্ত ভুল বোঝাটাকে ধরিয়ে দিলে না কেন ?
    তারউপর আমার না বলা সেই কথাকে কোটেশন মার্কের মধ্যে এনে সম্পূর্ণ বিকৃতভাবে পরিবেশন করে তার ভিত্তিতে আমার উপর
    সুপিরিয়রিটি কমপ্লেক্সের অবিযোগ আনা।

    ব্রতীনদার কথা যখন আমাদেরকে এতবার বোঝানোর চেষ্টা করছো, এই চেষ্টাটা একটি বার করলেও আমাকে এতবার ভনভনিয়ে যেতে হত না হয়তো।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:৫০ | 67.96.80.214
  • তবে সরাসরি গালাগাল খেলে মনে একটা স্ফুর্তি আসে। এতক্ষণ বেশ বিরক্ত হয়ে গেছিলাম।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:৪৭ | 67.96.80.214
  • তখন বলা হয় আম্রিকার বিদেশনীতি। তখন আম্রিকার লোককে মর্কট ইত্যাদি বলে দাগিয়ে দেওয়া হয়না।
    আর আমি এত বুঝি কই? অনেককিছুই বুঝিনা। যেমন ঐ চারবছরের ইনায়াক্টিভিটি বিষয়ক প্রশ্নের কারন, কিচ্ছুটি বুঝতে পারছিনা, এক্কেরে সিরিয়াস।
  • M | ১৭ জুলাই ২০১১ ০৯:৪৫ | 59.93.201.88
  • এই হুতো শোনো,আম্রিগা-র বিদেশ নীতি নিয়ে যখন লোক হাঁকে তখন সারা দেশ নিয়ে ভেবে বলে নাকি সবাই? এত বোঝো এটা মাথায় সেঁধোচ্ছে না কেন বলোতো?
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:৪৪ | 67.96.80.214
  • সেটা নিশ্চিত ভাবে জানলে আমার মনের খচখচানি বিষয়ে আঋএট্টু এক্সপার্ট ওপিনিয়ন চাইতাম, কিন্তু জানি না তো।
    আর গালাগালটা আমাকে নাহলে স্বস্তির নিশ্বাস ফেলে ক্ষমাপ্রার্থনা। তবে সে আশা খুব একটা দেখতে পাচ্ছিনা।
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ০৯:৪৪ | 14.98.65.152
  • ১৩ জুলাই রাত থেকেই নানাভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম।তার ওপর অফিসে গুরু খুলছে না কিছুতেই,১৪ সকালে একবার খুলেছিল,তারপর থেকেই বন্ধ।

    প্রায় ১০০ পাতা এগিয়ে গেছে ভাট,পুরোটা পড়তে হবে সময় করে।তারপরেই কোন মন্তব্য করা উচিত হবে।
  • pi | ১৭ জুলাই ২০১১ ০৯:৪৪ | 72.83.103.132
  • কনটেক্‌স্‌ট আর সব ভালো করে পড়ে দেখার কথা বারবার উঠছে বলেই প্রশ্নটা করছি, আমাদের দেশের লোক হলে তাদের মোল্লা মনে করিনা, এ কথাটারই বা কী মানে ?
    এই কথার প্রেক্ষিতেই তো প্রশ্ন ছিল, পাকিস্তানের লোক মাত্রেই মোল্লা আর তারা মারার যোগ্য কিনা।

    'মর্কট' আর ঐ 'ব্যাটার ছেলে', এগুলোও কি কোদাল ?

    নাকি আমার superiority complex টা ?
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:৪২ | 67.96.80.214
  • এই যাহ বড়ম কি আমাকে গালাগাল দিল?
    ক্কী কান্ড।
  • dukhe | ১৭ জুলাই ২০১১ ০৯:৩৮ | 117.194.236.61
  • ব্রতীন সমস্ত বাউন্সার ডাক করে যাচ্ছে । দাদা হলে এতক্ষণে উইকেট ছুঁড়ে দিত । :)
  • M | ১৭ জুলাই ২০১১ ০৯:৩৭ | 59.93.201.88
  • আর হ্যাঁ, যারা বিরাট ভারী দায়বদ্ধতা নিয়ে ঘোরা ফেরা করেন, নিজের মনের খচখচানি চাপতে আর কাউকে টেনে নামিয়ে দিতে ভালোবাসেন, তাদের একটু অনুরোধ, সব ভালো করে পড়বেন মহাই রা। তাগিদ ভালো জিনিস।

    মাঝে মাঝে শালা ধেরে খোকা খুকুদের কচি বয়সের মতন ভালোমানুষ সাজতে চাওয়া দেখে ঝাঁট পিত্তি জ্বলে যায়।সকালটাই তেতো হয়ে গেলো মাইরি।
  • q | ১৭ জুলাই ২০১১ ০৯:৩৬ | 59.164.99.142
  • kkদি, হুঁ, সেই এলিয়েন। হালফিলের মানে বছর দুয়েক আগের বোধয়, আমি গতমাসে দেখলুম।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:৩৫ | 67.96.80.214
  • আর কোন দেশের কাজকে পছন্দ না করা আর জাতিগত ভাবে বাঞ্চ অফ মর্কটদের বারোটা বাজিয়ে দেওয়ার মধ্যেও বিশাল ব্যবধান আছে, আমার কাছে অন্তত।
    "মোল্লা মেরে' ইত্যাদি তো ছেড়েই দিলাম, এই শব্দবন্ধ এতবার টাইপ করেছি, যে নিজের ওপরেই চূড়ান্ত বিরক্তি লাগছে।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:২৯ | 67.96.80.214
  • আর বড়ম, স্যরি, তোমার কথায় বড় রূঢ়ভাবে রিঅ্যাক্ট করেছি, সেটা অত্যন্ত অনুচিত হয়েছে। বারবার তোমার সঙ্গে মতপার্থক্য হচ্ছে যদিও, কিন্তু সেটা আমার এমন ভাবে বলা অন্যায় হয়েছে।

    যেমন এখন, তোমার মনে হচ্ছে ব্রতীনদা "রাগের চোটে' ভুল বলে যাচ্ছে, কিন্তু আমি নিশ্চিত নই, এগুলো রেগে গিয়ে ভুল না গভীর বিশ্বাসের জায়গা। এবং একটি গণমাধ্যমে অনেক পাঠক থাকেন, যাঁদের আমাদের ব্যাক্তিগত আবেগের জায়গা বুঝতে চাওয়ার কোন দায় নেই। আমার কাছে এই ওপেন প্ল্যাটফর্ম ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ, এটাই কোন ব্যক্তিগত গল্পগাছায় হলে আমি হয়তো এতদূর টেনে নিতাম না, ব্যাক্তিগত বিশ্বাস ইত্যাদি ভেবে।
  • M | ১৭ জুলাই ২০১১ ০৯:২৮ | 59.93.201.88
  • আরেকটা কথা প্রথম থেকেই মুসলমান কথাটা ব্রতীন কিন্তু বলেনি, ও পাকিস্তানের বিরুদ্ধে রাগ প্রকাশ করছিলো। বরং আমি ই ভুল করে পাকিস্তান থেকে মুসলমান তুলে ফেলে ছিলাম, আসলে ইসলামিক কাϾট্র বলেই এটা হয়তো হয়। সেই দায়বদ্ধতা থেকেই এত কিছু বলে গেলাম।ব্রতীন বরং এই বলেছিলো ওর মুসলমানে অসুবিধা নয়, মানে জাতিবিদ্বেষী ও নয়, ও কোনো দেশের কাজকে পছন্দ করছে না।এটা একটু ক্লিয়ার হলেই এত জল ঘোলা হত না।

    যাগ্গে।
  • aka | ১৭ জুলাই ২০১১ ০৯:২৪ | 24.42.203.194
  • ব্রতীন ত্তুমি কোদালকে কোদাল বলো অথচ কাকে কোদাল বলো সেটা বলতে পারো না।
  • M | ১৭ জুলাই ২০১১ ০৯:১৮ | 59.93.201.88
  • ব্রতীন,
    লেখা ভীষন উচিত ছিলো তোমার।খুব দরকারি ছিলো।তুমি কেবল রাগের চোটে ভুল বলে যাচ্ছো, আর সেটা ঠিক করবে না?

    কোদাল তুমি কি পাকিস্তানকে বললে না মোল্লা শব্দটাকে, নাকি মুসলমান বোঝাতে, এটুকু বলতে তোমার কোন ইগোতে লাগছে?

    আর এখানে যে আলোচনা হচ্ছে সেটা এখানে না করে অন্য কোথাও করবো তুমি বলে যাচ্ছো ই বা কেন? তুমি নিজের ব্যাপারে এত রেগে যাচ্ছো, অন্যদের সেন্টিমেন্ট কেন বুঝবে না? আকা বা মামু তো ঠিক ই বলেছে।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ০৯:১৬ | 67.96.80.214
  • লিখবে না সেটা কোন নতুন তথ্য নয়। কারন তোমার লেখা নিয়ে কোন দায়িত্বজ্ঞানের পরিচয় এখন অবধি তুমি দেখাও নি। তোমার লেখার কিছু নেই।
    তোমার লেখা পড়ে এটাই বোঝা যায় কোদাল, গোলাপ, একটি উন্মুক্ত গণমাধ্যমে কিভাবে নিজের বক্তব্যের দায়িত্ব নিতে হয় এসব নিয়ে তোমার দুচার কথা শেখার বাকী আছে, কিন্তু শেখার অগ্রহ মোটেই নেই।
  • Bratin | ১৭ জুলাই ২০১১ ০৯:১২ | 117.194.99.39
  • ইশান , আচ্ছা।
  • Bratin | ১৭ জুলাই ২০১১ ০৯:১১ | 117.194.99.39
  • অনেকের লেখা পড়া আবার নতুন করে লিখতে ইচ্ছ করছে কিন্তু লিখবো না।
  • Bratin | ১৭ জুলাই ২০১১ ০৯:০৭ | 117.194.99.39
  • এই 'স' টা কি সামরান?
  • Bratin | ১৭ জুলাই ২০১১ ০৯:০৭ | 117.194.99.39
  • অনেকে আমার 'কোদাল' কে 'কোদাল' বলা দেখে রেগে গেছেন। তা 'কোদাল' কে কী বলবো তা যদি বলে দেন দয়া করে। তো পরের বার থেকে সেই নামেই ডাকতে পারি।
  • M | ১৭ জুলাই ২০১১ ০৮:৫৮ | 59.93.201.88
  • সামু,
    ঃ)

    এই প্রথম আমারে কেউ ভালো মা কইলো। থ্যাঙ্কু।

    আমি ভ্যাট যার কারনে ঘেঁটে এসেছিলাম, তিনি তখন টেন্সিত হয়ে সোফায় ল্যাদ খাচ্ছিলেন।গর্‌র্‌র্‌র্‌র

    আমি ব্যাঙের টই য়ে হা পিত্যেস করে বসে ছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আরেট্টা টই দরকার হবে, মন থেকে কি করে খেদানো যায় বলে।:P
  • Lama | ১৭ জুলাই ২০১১ ০৮:২৮ | 117.194.233.117
  • হেরম্ব মানে গনেশ
  • prateek | ১৭ জুলাই ২০১১ ০৬:২৯ | 24.162.193.106
  • হার্জেন্টিনা ঃ)
  • Arpan | ১৭ জুলাই ২০১১ ০৬:২৮ | 122.252.231.10
  • আবারো কোয়ার্টার ফাইনালে হারল। খ্যা খ্যা খ্যা।
  • Arpan | ১৭ জুলাই ২০১১ ০৬:২৫ | 122.252.231.10
  • মাইরি! আর্জেন্টিনা পেনাল্টি মারার কোন প্রস্তুতিই নেয়নি।
  • til | ১৭ জুলাই ২০১১ ০৬:১৬ | 124.169.9.170
  • ভাই অর্পণ, এখন ভাট ফাঁকা তাই জিগাই। এই নীল মহিষের রহস্যটা কি? আমার কাছে জলবৎ তরল ঠেকলো না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত