ও নিশিকান্ত, আমি এখন উদ্ধারণপুরের ঘাটে পড়ে আছি। পড়েছ?
Paramita | ১৬ জুলাই ২০১১ ০১:৩৮ | 202.3.120.4
সলিড কিছু লোক আর আসে না। (যারা আসে তাদের ঘনত্ব নিয়ে কোন ইঙ্গিত করছি না জেন বাপু।)
nk | ১৬ জুলাই ২০১১ ০১:৩৬ | 151.141.84.194
ভালো গল্পের বই ই বা কোথায়? বড়াই, ভালো বাংলা গল্পের বই কোথায় পাই কও তো! বেশী অ্যাবস্ট্রাক্ট না,অথচ উপভোগ্য উপন্যাস, আছে কোনো লিস্ট? বঙ্কিমের দুর্গেশ নন্দিনী সুনীলের সেই সময় বনফুলের হাটেবাজারে র মতন?
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:৩৬ | 122.178.255.179
আমিও মিস করি অক্ষকে। ফেসবুকে দেখে খুব অ্যাডাতে লোভ হয়।
I | ১৬ জুলাই ২০১১ ০১:৩৫ | 14.99.120.161
তক্ক কি কিছু কম পড়িয়াছে?
aka | ১৬ জুলাই ২০১১ ০১:৩৪ | 168.26.215.13
হ্যাঁ অক্ষদা না থাকাতেও তক্কো করার লোক কমে গেছে। ওদিকে অক্ষদা আর এদিকে হনু।
nk | ১৬ জুলাই ২০১১ ০১:৩১ | 151.141.84.194
অক্ষদাকে আমিও খুব মিস করি।
I | ১৬ জুলাই ২০১১ ০১:৩১ | 14.99.120.161
আজকাল গল্পের বই পড়ার মত করে সিনেমা দেখি। নানান সিনেমা একটু একটু করে দেখে ফেলে রেখেছি।
Paramita | ১৬ জুলাই ২০১১ ০১:২৯ | 202.3.120.4
অক্ষকে খুব মিস করি। কেন যে আসে না?
kc | ১৬ জুলাই ২০১১ ০১:২৯ | 89.203.49.18
ব্রতীন, থেমোনা। যা যা বলার বলে যাও। এর পরে অন্যদের কথার উত্তরগুলোও দিয়ে যাও। চেপে রেখোনা কিছু। তাহলে পরে আবার অন্য কোনও ইস্যুতে মতপার্থক্য হলে এগুলোই ফুটে বেরুবে। তাই না ঘুমিয়ে উত্তরগুলো দিয়ে যাও।
আজকে লেবু তেঁতো লাগছে বটে, কিন্তু পরে সেটা পচে যাবে। চোঁয়া ঢেঁকুরের গন্ধ দেবে। তাই আমার অনুরোধ, তুমি সব কথার উত্তর দিয়েই ব্যাপারটাকে ক্লোজ কর।
nk | ১৬ জুলাই ২০১১ ০১:২৮ | 151.141.84.194
বড়াই, নতুন কোনো নাটক সিনেমা থিয়েটার দেখলে?
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:২৮ | 122.178.255.179
জাঁইবাবু, আমাকে একটা কড়া ডোজের ঘুমের ওষুধ দিন তো। মেজাজটা বিতিকিচ্ছিরি রকমের খিঁচড়ে গেল।
aka | ১৬ জুলাই ২০১১ ০১:২৮ | 168.26.215.13
মধ্যেখান থেকে সিংফট আমাকে কিসব বলে গেল, সেটা নিয়ে আর উত্তর দিতে ইচ্ছে করছে না।
r2h | ১৬ জুলাই ২০১১ ০১:২৮ | 198.175.62.19
আহা সবাই এরকম রিঅ্যাক্ট করছে কেন? একজন চেনা মানুষ সিন্টিমেন্ট অবুঝপনা ইত্যাদিতে বলে ফেলেছে। না বাপু আমি ভনভনাবো না। এমনিতেই আমি সহনশীলতা বাড়াচ্ছি।
"প্রমানেরও নেই কিছু/ সব এক, একই'
aka | ১৬ জুলাই ২০১১ ০১:২৭ | 168.26.215.13
উফ আর পারি না সত্যি। তবে একটা কথা হল এগুলো প্রবন্ধের ডেটা পয়েন।
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:২৭ | 122.178.255.179
আর ব্রতীন, তুই যখন সুপিয়রিটি কমপ্লেক্সের কথাটা বলেছিলিস, সেটাও খুব বাজে লেগেছিলো। পাইয়ের লেখা পড়ে একবারও আমার মনে হয় নি ও তোকে ইনফিরিয়র ভাবছে। ওটা তুই সম্পূর্ণ ভুল বুঝেছিস।
I | ১৬ জুলাই ২০১১ ০১:২৫ | 14.99.120.161
চালিয়ে যান। অভিনন্দন, বন্ধুরা।
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:২৩ | 122.178.255.179
ব্রতীন, এরকম অতর্কিত আক্রমণ গুরুর কারুর থেকেই এক্সপেক্ট করি না। তুই অনেক ভুল কথা বলেছিস, নাম করে বাজেভাবে আক্রমণ করেছিস, এগুলো এবার বন্ধ কর।
nk | ১৬ জুলাই ২০১১ ০১:২২ | 151.141.84.194
ভেবেছিলাম কিছু বলবো না। তাই নানা দিকে ঘোরাচ্ছিলাম কথা। এখন কয়েকটা কথা কই। আমাদের ভাটে র কথায় দেশ নীতি ধর্ম পররাষ্ট্র কিচ্ছু র কিছু আসবে না যাবে না, ওসব যেমন চলছিলো তেমনি চলবে। এখানে কাউকে অভিমন্যু বানিয়ে চারদিক ঘিরে আক্রমণ করে কী লাভ? তার মতবাদ তার থাকবে, অন্যেদের মতবাদ অন্যদের। কিছুতেই কিছু আসবে যাবে না, এটাই আমাদের বিরাট সুবিধা। লিবেরাল হয়েও আমরা উপকার করতে পারি না, উল্টোটা হয়েও অপকার করতে পারি না। মাঝখান থেকে নিজেদের মধ্যে কথার লড়াই লড়ে লাভ কী?
Bratin | ১৬ জুলাই ২০১১ ০১:২১ | 117.194.97.28
যাক আমার বক্তব্য শেষ । কালকে এসে কে কী নিন্দা করলো জেনে নেবো!! গুড নাইট!!
hu | ১৬ জুলাই ২০১১ ০১:২০ | 12.34.246.72
ব্রতীনদার 1.11র পোস্টটি অত্যন্ত কুরুচিকর লাগল।
Bratin | ১৬ জুলাই ২০১১ ০১:১৯ | 117.194.97.28
ধর একট লেবু যদি কেউ কচলে যায় সেক্ষেত্রে সেটা তেতো তো হবেই । তাই না?
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:১৮ | 122.178.255.179
তুইও তো কিছু কম কচলাচ্ছিস না !
Bratin | ১৬ জুলাই ২০১১ ০১:১৭ | 117.194.97.28
ধর একট লেবু যদি কেউ কচলে যায় সেক্ষেত্রে সেটা তেতো তো হবেই । তাই না?
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:১৭ | 122.178.255.179
না কেসি, আজ দেখবো ভেবেছিলাম, কিন্তু এক একটা টিকিট সাড়ে তিনশো করে বলে পোষালো না।
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:১৬ | 122.178.255.179
কিছু করবি না, চুপ করে থাকবি। যথেষ্ট বয়স হয়েছে, সেই অনুযায়ী আচরণ কর।
Bratin | ১৬ জুলাই ২০১১ ০১:১৬ | 117.194.97.28
আমি শুরু করি নি তো। অমি ও শেষ করতে চাই।
nk | ১৬ জুলাই ২০১১ ০১:১৫ | 151.141.84.194
আমার বাবর কে দেখার খুব শখ। কেউ যদি সিনিমা বানায়, আহা! যুদ্ধ আর কবিতা, কবিতা আর যুদ্ধ, আর দেশ থেকে দেশান্তরে দৌড়, আজ আছি কাল কোথায় রব, এই অবস্থাতেও সে তাঁবুতে বসে কবিতা লেখে, ডাইরি লেখে, ভাবা যায়!
kc | ১৬ জুলাই ২০১১ ০১:১৫ | 89.203.49.18
ব্যাং, 'জিন্দেগী না মিলেগি দোবারা' দেখলি? আমার হেব্বি লাগল।
এই ভাবে না বললেই পারতিস ব্রতীন। নতুন করে অকারণে শুরু করলি!
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:১২ | 122.178.255.179
ব্রতীন, খুব খারাপ লাগলো এই পোস্ট টা।
Tim | ১৬ জুলাই ২০১১ ০১:১২ | 198.82.20.25
তা, হাতির সাথে রিত্তিকের লড়াইতে কে জিতলো? আইশারিয়া?
nk | ১৬ জুলাই ২০১১ ০১:১২ | 151.141.84.194
না হে টিম, কিছু কিছু থেকে যায় বাকী! ঃ-)
hu | ১৬ জুলাই ২০১১ ০১:১২ | 12.34.246.72
যাক বাঁচা গেল! এমনিতে রোশনসাবকে ভালো লাগে না অতটা। কিন্তু এই সিনেমাটাতে বড় সোন্দর দেখাচ্ছিল। হাতির লড়াইটাও বেশ।
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:১১ | 122.178.255.179
আমার হৃতিক রোশান রে দেখলেই মনটায় আলোর রোশনাই হয়ে যায়।
Bratin | ১৬ জুলাই ২০১১ ০১:১১ | 117.194.97.28
শুতে গিয়েছিলাম কিন্তু ঘুম হলো না।
পাই,হুতো আর টিমের পুঙ্খানুপুঙ্খ বিবরণে এবং অধ্যবসায়ে এত ক্ষণে গুরু সব লোক জেনে গেছে
১। ব্রতীনের নীচতা, এক বিশেষ জাতির প্রতি দ্বেষ ,শিক্ষার অভাব ইত্যাদি। ২। এবং একই সঙ্গে তাদের সেই ব্যপার গুলোয় মহানুভবতা।
৩। এতক্ষন ভেবে দেখলাম, তাদের জন্যে গুরু আমার প্রিয় ছেড়ে যাবার দরকার নেই। এই পাই নামক ভদ্রমহিলা কে অ্যাভোয়েড/ইগনোর করলেই হবে।
Tim | ১৬ জুলাই ২০১১ ০১:১১ | 198.82.20.25
আদি না, শুরু হবে।
Tim | ১৬ জুলাই ২০১১ ০১:১০ | 198.82.20.25
আদি মধ্য আর অন্ত দেখে ফেল্লে আর বাকি কি থাকে? প্রিকুয়েল?
Arpan | ১৬ জুলাই ২০১১ ০১:১০ | 112.133.206.18
ঃ)
সবাইকে গুডনাইট।
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:১০ | 122.178.255.179
হাতির সঙ্গে হৃতিকের লড়াই। আর বিয়ের পরে সুফি গান
kc | ১৬ জুলাই ২০১১ ০১:১০ | 89.203.49.18
অপ্পনের 01:05 AM এর পোস্টে টাইপোটা ক্ষি ইচ্ছাকৃত? ;-)
pi | ১৬ জুলাই ২০১১ ০১:০৯ | 128.231.22.142
আমার কিছুই কবার নেই। রোশনসাবকেও সোন্দর লাগেনা। যাক, এই এক জায়গাতে হুচের সাথে কম্পি নাই ঃ)
nk | ১৬ জুলাই ২০১১ ০১:০৯ | 151.141.84.194
হাতির লড়াই আর সুফী গান? এ হে! তাইলে আমি তো স্কিপ করে গেছি মনে হয়। আবার ভালো করে দেখতে হবে। এমনিতে আমি শুরুর পার্ট, মাঝের পার্ট আর শেষের পার্ট দেখি। ঃ-)
Tim | ১৬ জুলাই ২০১১ ০১:০৯ | 198.82.20.25
যুদ্ধ নেই তেমন, তাই দেখিনি।
byaang | ১৬ জুলাই ২০১১ ০১:০৮ | 122.178.255.179
আমার এদিকে আগের হপ্তার সিনিমার ব্যাকলগ পড়ে আছে। চিলার পার্টি আর হ্যারি পটার আর তারও আগের দেল্লি বেলি। এদিকে আবার এই হপ্তার জিন্দেগি না মিলেগি দোবারা অ্যাড হয়ে গেছে। কখন যে কোনদিকটা সামলাই!
siki | ১৬ জুলাই ২০১১ ০১:০৮ | 122.162.75.202
যুদ্ধজয় করে ঘুমুতে চল্লুম। টাটা।
hu | ১৬ জুলাই ২০১১ ০১:০৭ | 12.34.246.72
যোধা-আকবর নিয়ে আর কি কইব! হৃতিক রোশনকে বড় সোন্দর দেখতে। এছাড়া আর কিই বা কবার আছে!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন