এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৭ জুলাই ২০১১ ২১:১২ | 115.242.144.128
  • আয় না খড়ম নিয়ে, তোর টিকি কেটে দেবো।
  • siki | ১৭ জুলাই ২০১১ ২০:৫৩ | 122.162.75.15
  • সান্দা, আরেকবার প্রতিবাদ করে দ্যাখ! তোর টাকে যদি খড়মপেটা না করেছি, শালা ...
  • pi | ১৭ জুলাই ২০১১ ২০:৩৮ | 72.83.103.132
  • অল্টারনেটিভলি, টিপিনকেরিয়ার করে কুড়ি সিকিকে ধোঁকা দেবে।
  • sayan | ১৭ জুলাই ২০১১ ২০:৩২ | 115.242.144.128
  • সিকি, প্রতিবাদের ঝড়! ঝড়!! আই কনডেম (কনডেম)। এখুনি এক্সপ্লেইন করো। ;-)
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ২০:৩১ | 14.98.45.67
  • পাই,আমি ঠিক টাইমে কাঠবেড়ালীদের তৈরী করে দেব,নো টেনশন।
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ২০:২৯ | 14.98.45.67
  • কেসির লিংটা খুলে রাত্রে পড়ব।
    এখন অতিথিদের জন্য ধোঁকার ডালনা/কারি/ঝোল রাঁধতে যাই।
  • siki | ১৭ জুলাই ২০১১ ২০:২২ | 122.162.75.15
  • প্রতিবাদের অসহ্য ঝড় থেমেছে দেখে খুশি হলাম।

    কুড়িকে নিয়ে সব্বাই অ্যামং ইয়ার্কি ক্যানো করছে? কুড়ি আমায় মোট্টেই রাজমা চাওল খাওয়াবে না। যদি খাওয়ায় তাইলে আম্মো কুড়িকে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাইয়ে দেব। তারপরে মুড়িঘণ্ট।
  • sayan | ১৭ জুলাই ২০১১ ২০:১৯ | 115.184.74.119
  • কেসিদা', ভেজে দিয়েছি।
  • pi | ১৭ জুলাই ২০১১ ২০:১৪ | 72.83.103.132
  • ঠিক আছে কুমুদি, ঠিকঠাক বিস্কিট অ্যারেঞ্জ করা লামাদার দায়িত্ব।

    তবে, মনে রেখো, আমাদের এ গোলাপ কুড়ি কুঁড়ি নহে।
    তার প্রতি ধেয়ে যাবার ব্যাপারে তোমার কাঠবিড়িলীদের একটু কন্ডিশন কত্তে হবে না ?
  • dukhe | ১৭ জুলাই ২০১১ ২০:০৮ | 117.194.245.26
  • তারপরেই কাঠবেড়ালিদের গণহত্যার দৃশ্য । ঘাতকের ভূমিকায় শিবুদা ।
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ২০:০৭ | 14.98.45.67
  • কেসি,অনেক অনেক থাঙ্কু।
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ২০:০৫ | 14.98.45.67
  • পাই,এই রোল দৌড়োবে।

    তবে কাঠবেড়ালীরা মারী খায় না,গুড ডে,ক্রীম ওয়েফার,চকোলেট ক্রীম দেয়া বিস্কিট খায়।
  • pi | ১৭ জুলাই ২০১১ ২০:০২ | 72.83.103.132
  • *
    প্রথম খেয়ে টা ধেয়ে হবে।
  • pi | ১৭ জুলাই ২০১১ ২০:০১ | 72.83.103.132
  • আমার মেইলবাক্সোও নেমনতন্নের ঠ্যালায় উপচে পড়েছে। এই সব ঝেঁটিয়ে বিদেয় করছিলুম।
    এদিকে আমি কোনোকিছুতে ক্লিক না করতেই গুগল প্লাস দিয়ে জনতার গুচ্ছ আপডেট আমার কাছে চলে আসছ !
  • pi | ১৭ জুলাই ২০১১ ২০:০০ | 72.83.103.132
  • কুমুদির কাঠবিড়েলীরা গোলাপ কুড়ি খেতে খেয়ে আসছে, আর কুমুদি তাদের ব্রিটানিয়া মারি দিয়ে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতে উল্টোদিক থেকে ধেয়ে আসছে, এই রোল চলবে ?
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ১৯:৫৮ | 14.98.45.67
  • দুখে,করবো তো,হাসিমুখে করবো।যুদ্ধুর ফিলিম, একটা মোটা লোক ছাড়া মানাবে?
    রক্ত এম্নিতেই গরম,আমারে কী খুব ঠান্ডা মানুষ মনে হয় নাকি?
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ১৯:৫৪ | 14.98.45.67
  • অনেক চেষ্টাতেও আজকের রবিবার,প্রতিদিন(বাদল সরকারের ছবি) খুলতে পারলাম না,গত সপ্তাহের রবিবারটাই আসছে বারে বারে।

    সম্ভব হলে কেউ এট্টু লিং দিও।
  • dukhe | ১৭ জুলাই ২০১১ ১৯:৫৪ | 117.194.245.26
  • বেজায় যুদ্ধুমার্কা সিনিমা কিন্তু । ঠাণ্ডা রক্তের লোক চলবে না ।
    তাছাড়া কার একটা যেন রাজমা-চাওল খাওয়ার রোল আছে । করবেন ?
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ১৯:৫১ | 14.98.45.67
  • আহা, পাই চটো ক্যানো?এই নাও চিকেন্নাগেট খাও।

    তা কই নাই,কেউ পাট দেলো না তাই দুক্ষু কচ্চিলুম।
  • sayan | ১৭ জুলাই ২০১১ ১৯:৪৪ | 115.184.74.119
  • কারও Google+ ইনভি চাই?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৯:৩১ | 72.83.103.132
  • আর এর মানে কী দাঁড়ালো, পাইয়ের ভাল চোখই নেই ?
  • kumudini | ১৭ জুলাই ২০১১ ১৯:২৫ | 14.98.45.67
  • শতাধিক পাতা ভাট পড়া হয় নি,নজ্জায় এখানে মুখ দেখাতে পাচ্ছি না।

    কিন্তু একটা কথা,সসঙ্কোচে ও সবিনয়ে,ঐ যে এট্টা চিত্রনাট্য তৈরী হচ্ছে,তাতে কুমুর কোনো পার্ট নাই?
    মাত্র সাড়ে তিন্দিন ছিলাম না,তাতেই সবাই ভুলে গেল?
    টিম নাহয় কোনদিনই আমায় তেমন ভাল চোখে দেখে না(সেই আর্শোলা-চা খাওয়ার পর থেকে),কিন্তু ব্যাং?হুতো?

    ভীষণ অভিমানের ইমোটিকন।
  • byaang | ১৭ জুলাই ২০১১ ১৩:৩৪ | 122.167.94.91
  • আজকের রোব্বারটা ভর্তি অজস্র দুর্মূল্য সব ছবি, কেউ সংগ্রহে রাখতে চাইলে এক্ষুনি কোলকাতায় ফোনিয়ে বলে দাও - একটা করে প্রতিদিন কিনে রাখতে।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৩:৩২ | 72.83.103.132
  • কিন্তু অপ্পনের ঐ ভিডিও দেখার পর ঘুমুনোর চেষ্টা ছাড়া উপায় নেই। হাসতে হাসতে মাথা ব্যথা হয়ে গেল ঃ(
  • y | ১৭ জুলাই ২০১১ ১৩:৩১ | 59.164.99.142
  • oy আমি না X-(
  • Arpan | ১৭ জুলাই ২০১১ ১৩:৩০ | 112.133.206.18
  • oyটা মনে হয় দেফু!
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৩:৩০ | 72.83.103.132
  • এবং আরো কিছু কথা।
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১৩:৩০ | 173.163.204.9
  • সবাইকে গুড মর্নিং বলে ঘুমোতে গেলাম। ঃ-)
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১৩:২৯ | 173.163.204.9
  • oy
    আপনার কথা বুঝেছি। আসলে কি জানেন, মহানুভব দেখানোর চেষ্টা, হোলিয়ার দ্যান দাউ, আর কচিপনা এইসব চামড়ায় কেটে বসে থাকে। তাই হয়ত আমরা অনেক সময় এসব বলে ফেলছি।
    আমি আর এই ধরণের কথা না লেখার চেষ্টা করবো।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৩:২৭ | 72.83.103.132
  • দাউ হোক কি কাউ, তার সাথে তো কবি ঘ্রাউ কে মিলিয়েই দিয়েছেন।
    অতএব ম্যুজিক ডিরেক্টরের উপর দায়িত্ব রইলো,এই woof woof এর জায়গায় ঘ্রাউ ঘ্রাউ বসানোর আর এর সাথে কাহে করত মোসে ঝগড়ার ফিউশন বানানোর।
  • byaang | ১৭ জুলাই ২০১১ ১৩:২৬ | 122.167.94.91
  • আজকের রোব্বারের সুমন মুখোর লেখাটা খুব ভালো লাগল।
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১৩:২৫ | 173.163.204.9
  • অপ্পনকে বিদূষকের রোলটা অফার করলাম। পহাকড়ি নিয়ে কাল কথা হবে।
  • Arpan | ১৭ জুলাই ২০১১ ১৩:২১ | 112.133.206.18
  • এবার একটু হাসা হোক।

  • oy | ১৭ জুলাই ২০১১ ১৩:১৮ | 14.99.22.84
  • রেসিষ্ট পোস্টও যেমন প্রতিবাদযোগ্য এই দেখতে-শুনতে খিল্লি খিল্লি টাইপ পোষ্টগুলো-ও আরও নিম্বু কচকায়িতে উদ্দিষ্ট প্রোভোকেশন বই কিছু নয়।

    প্লিজ
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১৩:১৮ | 173.163.204.9
  • মাইরি! এর থেকে কমল মিত্তির-উত্তম কুমারেরে ঐ ভিডিওটা অনেক কাজের।

    তবে এই ভিডিওটা কেসিদাকে ফরোয়ার্ড করলাম। টেররিজমের টইতে কেসিদা লিখেছিলো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মাচরণ শেখানোটাই প্রেফার করবে। সেই প্রসঙ্গে।
  • Arpan | ১৭ জুলাই ২০১১ ১৩:১৬ | 112.133.206.18
  • আজকের কুইজ।

    "মোল্লা' মারবেন কী দিয়ে?

    - মেঘমোল্লার গেয়ে।

    ডিঃ পলিটিকালি ইনকারেক্ট অক্ষম একটি রসিকতা।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৩:১৩ | 72.83.103.132
  • ঃ)
    দাউ র জায়গায় কাউ হোক।
    দেশ থেকেও বেশ কিছু ভাল বিনিয়োগ আসবে।
  • y | ১৭ জুলাই ২০১১ ১৩:১২ | 59.164.99.142
  • আমি কমল মিত্তির-উত্তম কুমার ডায়লগ ভেবে খুলেছিলুম। এখন ঘনঘন চোখ মুছছি ঃ(
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১৩:১০ | 173.163.204.9
  • সিন্মার নাম হোলিয়ার দ্যান দাউ হলে কিছু বিদিশি বিনিয়োগ আসবে। পোডিউসাররা রাজি?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৩:০৭ | 72.83.103.132
  • *ছাতি

    এই ছাতির সাথে ব্যাংএর ছাতাকে কোনোভাবে মেলানো যায়, চিত্রনাট্যকার বাবু ?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১৩:০৬ | 72.83.103.132
  • পুরোটাই থাক।

    এই রাবণ বধে মন্দোদরীর ছাতো চাপড়ানো সংক্রান্ত ডায়লগটি আমার ভারি পছন্দ হইচে ঃ

  • pi | ১৭ জুলাই ২০১১ ১২:৫৯ | 72.83.103.132
  • তবে মাঝখানে এইরকম কিচু ডায়লগ চাই ঃ
  • pi | ১৭ জুলাই ২০১১ ১২:৫৮ | 72.83.103.132
  • আমি কোপানোর হিন্দি করতে গেসলুম।
    কৌপীন ছাড়া কিছু মনে এলো না ঃ(
  • byaang | ১৭ জুলাই ২০১১ ১২:৫৫ | 122.167.231.189
  • লামা ঃ-)))
    নেপথ্যে কেসির গলায় একখানা টাইটেলগীতিও রাখা যেতে পারে - কুদালিয়া কোপানো থামাআআআআআ
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১২:৫৩ | 117.194.233.117
  • কোদালকে কুদাল বলাটা বঙ্গভাষীর হিন্দি বচন টইতে যেতে পারে
  • byaang | ১৭ জুলাই ২০১১ ১২:৫২ | 122.167.231.189
  • চিত্রনাট্যকার মশাই আমাকে আরেকখানা অণুচিত্রনাট্য লেখার সুযোগ দিন প্লিজ। আকাবাবু ও কেসিবাবুকে নিয়ে।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১২:৫০ | 67.96.80.214
  • আহা, সে নিয়ে বক্তা তো চিন্তিত নন। সেসব তিনি সাক্ষাতে বা ফোনে ছাড়া বলতে পারবেননা। এসব ভুলতে না পারা আসলে ছদ্মদায়বদ্ধত কিংবা কচিপনার অভিনয়। কিন্তু আমি চারবছরে এত অ্যাক্টিভ না হয়ে কেন আজ হলাম সেই অপরাধবোধে আমি ক্লিষ্ট। বড় যাতনা।
    চিত্রনাট্যে মন দিই।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১২:৪৪ | 72.83.103.132
  • তবে এসব হলে সিনিমাটার নাম আবার বদলাতে হয়। ঠিক আছে। এখনকার সিনিমাগুলোর হিন্দি-ইংরাজী নোমেনক্লেচার ফলো করা হউক।

    কুদাল অউর গুলাব - war and peace
  • pi | ১৭ জুলাই ২০১১ ১২:৪০ | 72.83.103.132
  • ও হ্যাঁ, এই কথাটা এখনো ভুলতে পারছিনা বটে।

    এই মোল্লা মেরে দেশের বারোটা বাজানো। যা বোঝা গেল, ওগুলো কোনো প্রোভোকেশন ছাড়াই বলা। বলতে চেয়েই বলা।
    তাই আপত্তিগুলো রয়েই গেল।

    হ্যাঁ,কেসিদার 11:14 র পোস্ট রিপিট করে গেলুম।

    টা টা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত