এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r2h | ১৫ জুলাই ২০১১ ০৮:৪৯ | 67.96.80.214
  • আকাদা, খুব সত্যি কথা। জটিল রাজনীতি অতি জটিল তার আবর্ত। রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল, এইসব। কিন্তু তথাকথিত "মোল্লা'ও যে আমারই মত ছাপোষা ফুর্তিসন্ধানী হতে পারে, সেটা আমরা মনে রাখবো না? "মোল্লা মেরে' শব্দবন্ধ আমার মাথা থেকে জাস্ট বেরুচ্ছে না। কখনো এমন কথা শুনিনি তা নয়। কিন্তু আমার ধারনা ছিল ভাটিয়ালি কিঞ্চিৎ সেই প্রবাদপ্রতিম আস্তানা, "যেখানে নিরাপদ পাখিরা ডাকিছে'
  • aka | ১৫ জুলাই ২০১১ ০৮:৪৬ | 24.42.203.194
  • পয়েন্ট ওয়েল টেকেন। কিন্তু আদতে এই জটিল সমস্যা শেষমেষ ছেলেমানুষিতে পরিণত হয়েছিল। অবশ্য পরিণত বয়সে ছেলেমানুষিরও লিমিট থাকে। যাক আমার আর খুব বেশি বক্তব্য নেই।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ০৮:৩৯ | 67.96.80.214
  • যেকোন সময়েই, যেকোন প্রেক্ষিতেই, "মোল্লা মেরে' আমার সমান ক্ষতিকর লাগে। ইনফ্যাক্ট প্রবল অস্বস্তি রাগ সবই হয়।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ০৮:৩৫ | 67.96.80.214
  • আর আমি আগেই বলেছি রাষ্ট্রনাম থাকলে আমার কোন বক্তব্য থাকতো না।
  • aka | ১৫ জুলাই ২০১১ ০৮:৩৪ | 24.42.203.194
  • হুতো আমার মনে হয় এটা আউট অফ কন্টেক্সট কোট। ব্রতীন এই কথাটা বলার আগে যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। যদিও কথাটা আপত্তিকর এবং আমি নিজে হলে অ্যাপলজি চাইতাম, যদি কখনো আউট অফ কনটেক্সটেও আমার কথার এমন একটা মানে থাকত।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ০৮:৩৩ | 67.96.80.214
  • এটা জাতিবিদ্বেষ নয়?

    (এটা কিন্তু সত্যি উদ্ধৃতি, উদ্ধৃতি চিহ্নের ভেতর নিজের কথা নয়)
  • r2h | ১৫ জুলাই ২০১১ ০৮:৩১ | 67.96.80.214
  • "হ্যাঁ দরকার হলে মোল্লা মেরেও"...?
  • aka | ১৫ জুলাই ২০১১ ০৮:২৬ | 24.42.203.194
  • হুতো সমস্ত উগ্রপন্থা এক নয় আবার সমস্ত উগ্রপন্থার প্রতি মানুষের প্রতিক্রিয়াও এক নয়। গতকালের ঘটনা এক একজনের মনে এক একরকম প্রতিক্রিয়া তৈরি করেছে। মৃত্যু দেখতে কারুরই ভালো লাগে না, বিশেষত যে মৃত্যুর সাথে মানুষ নিজেকে আইডেন্টিফাই করে। এই জাতীয় ঘটনার বীভৎসতা এবং তার সাথে ভাটপাতার তক্কাতক্কি মিলে মিশে অনেক কিছুই তৈরি হয়। বোতিনের বক্তব্য (যুদ্ধ পাকিস্তান ইত্যাদি সংক্রান্ত) আপত্তিকর কিন্তু তার মানেই এই নয় বোতিনের অ্যাক্ট জাতিবিদ্বেষমূলক। রিয়েল অবস্থানটা বোধহয় আর একটু ফাজি। যেমন পাকিস্তান মানেই টেররিস্ট নয় কিন্তু পাকিস্তানের অনেক সমস্যা রয়েছে এটাও সত্যি। বোতিনের কথায় পাকিস্তানের প্রতি যতটা বিদ্বেষ আছে পাকিস্তানের লোকেদের প্রতি ততটা বোধহয় নেই। তাই পাকিস্তানের প্রতি যুদ্ধ প্রস্তাব অনেকটাই হয়ত হতাশা থেকে। তারমানে এই নয় ব্রতীনের যুদ্ধের প্রস্তাবের সাথে আপোষ করছি।

    আর দ্বিতীয়ত এই ঘটনাগুলো গভীর রাজনৈতিক সমস্যা। ভারত-পাকিস্তান এবং তারসাথে আম্রিগা-চায়না মিলে সাব কন্টিনেন্টের পলিটিক্স অত্যন্ত জটিল। তা শুধু একটি বা দুটি লোকের কথায় আটকে গেলে তার প্রাপ্য সিরিয়াসনেস হারায়। তা এই মায়াপাতায় যদি তক্কাতক্কিই করতে হয় তাহলে একটি লোকের বিশেষ কিছু বক্তব্য নয় বরং পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা/তক্কাতক্কি/মান অভিমান চলুক, মর্মপীড়ের সৌগন্ধ এক ইঞ্চি জমি ছেড়ে দেব না।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ০৭:৫৯ | 67.96.80.214
  • সমাধিটা জমছেনা।
    না না।
    দেশরক্ষা বিষয়ে দুচারকথা হবেনা?
    যবন কিংবা কাফের বধ ইত্যাদি সংক্রান্ত ভাটপাতার স্ট্যান্ড না জানতে পারাটা আমার মোক্ষ আটকে দিচ্ছে।

    হ্যাঁ, খুঁচিয়েই তুলছি, ঝগড়া। কিন্তু এই প্রায় অলীক ঠেকখানায় সাধ্যমত লড়ে যাই আরকি, একটি স্পষ্ট জাতিবিদ্বেষমূলক মন্ত্যব্যের বিরুদ্ধে।
    আর কোথায় কিছু উৎপাটন করার ক্ষমতা নেই বলেই হয়তো। যদ্দুর পারা যায়।
  • kallol | ১৫ জুলাই ২০১১ ০৪:২২ | 115.184.53.140
  • হ্যাঁ, মনে পড়েছে।
    দ্বিতীয় স্তবক।

    শিয়রের পাশে খাড়া জো কে বললাম
    সল্ট লেকে মারা গেছো তুমি মাইরী
    ফাঁসালো তোমাকে ওরা খুনের দায়ে
    জো বলে মরিনি আমি
    জো বলে মরিনি আমি
  • nk | ১৫ জুলাই ২০১১ ০৪:২২ | 151.141.84.114
  • সৈন্যদল।
  • nk | ১৫ জুলাই ২০১১ ০৪:২১ | 151.141.84.114
  • আহা, সব ভাবের গানই কুচকাওয়াজ। ঐন্যদল চলেছে কেন, তাঁরই সাথে মিলতে না? " ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ... মানে যা যা ছিলো আরকি!
    "তটিনীর স্রোত যথা রঙ্গলীলায়
    সিন্ধুর বক্ষেতে অঙ্গ মিলায়
    তেমনি এ বিপুল সেনা পারাবার
    পশিতেছে কী ভীষণ বক্ত্রে তোমার"

    আহা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন থেকে সমস্কিতোটা টুকে দিন না কেউ, আমার ভাঙা দাঁত।

    ডিঃ এটা একটা এমনি মঃ। ঃ-)
  • kallol | ১৫ জুলাই ২০১১ ০৪:১৮ | 115.184.53.140
  • এই গানটা নিয়ে ঘাঁটা ঘাঁটি করতে গিয়ে এই গানটা পেলাম। এটাও আমরা খুব গাইতাম। জো হিল।
    পল রবসন-এর গাওয়া থেকে জোন বায়েজের গাওয়া কতো আলাদা। কিন্তু তাতে গানটা নষ্ট হয় নি। মুডটা পাল্টে গিয়ে প্রত্যয়ী জোশ থেকে কান্না ভেজা প্রত্যয়ে বদলে গেছে। আমরা অবশ্য পল রবসনের গায়কি অনুসরন করতাম এই গানটাতে।
    পল রবসন

    জোন বায়েজ


    কাল রাতে জো হিলকে স্বপ্নে দেখেছি
    জো হিল বেঁচে আছে
    তোমার আমার মতনই
    আমি বলি জো তুমি বহুকাল মৃত
    জো বলে মরিনি আমি
    জো বলে মরিনি আমি
    #
    তোমায় তামার খনির মালিকেরা খুন করেছে
    ওরা গুলি করে মারলো তোমায়
    বন্দুকে মারা যায় মানুষ থোড়াই
    জো বলে মরিনি আমি
    জো বলে মরিনি আমি
    #
    সান্দিয়াগো থেকে মেইন অঞ্চল
    প্রতি খনি গহ্বর থেকে মিল
    যেখানেই মজদুর করছে লড়াই
    সেখানেই থাকবে জো হিল
    সেখানেই থাকবে জো হিল

    হেমাঙ্গদার (বিশ্বাস) অনুবাদ।
    হয়তো একটা স্তবক বাদ পড়েছে। প্রায় গত জন্মের কথা, তাই.....
  • kallol | ১৫ জুলাই ২০১১ ০৩:৫০ | 115.184.53.140
  • ইন্দো, কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো। এতোদিনে ঠিকঠাক গানটা শুনলাম।
    লেড বেলির গানটা শোনার পর বুঝলাম আমরা যখন এই গানটা গাইতাম (১৯৭৭-১৯৮৫) তখন গানটার কি দুর্দশা করেছি (অবশ্যই সৌজন্য ভূপেন হজারিকা)। পরে অবশ্য এটা পল রবসনের গলায়ও শুনেছি। সেখানেও গায়কি আলাদা, এবং ঐ একটাই স্তবক। সম্ভবতঃ ভুপেন হজারিকা পল রবসনের গায়কিটা থেকে অনুপ্রানিত হয়েছেন, তারপর সেটাকে বাংলা ""গণসঙ্গীত""এর ধাঁচায় ফেলে গানটার তেরোটা বজিয়েছেন।

    আমরা একই নৌকার ভাইয়োঁ হো
    আমরা একই নৌকার ভাইয়োঁ হো
    নৌকার একদিক হেললেই
    যেন হেলবে অপরদিক ঠিক তাই - ওহো
    আমরা একই নৌকার ভাইয়োঁ হো
    #
    দ্যাখো দ্যাখো রে
    চেয়ে দ্যাখোরে
    দ্যাখো দ্যাখো রে
    চেয়ে দ্যাখোরে
    উত্তাল এই সমুদ্দুরে
    আমরা ভাসছি ভাই একই সঙ্গে যে
    আমরা কেউ সাদা কেউ পীত কেউ বা কালো
    আমরা সকলেই দেখি এক ভোরের আলো
    আমরা সকলেই জানি
    মন থেকে মানি
    আকাশ একটা পৃথিবী একটাই

    এটা বিপুলের (চক্রবর্তি) অনুবাদ।
    আমাদের তখনকার আদর্শে ""লর্ড""এর জায়গা ছিলো না। তাই Lord look down / O Lord look down / From your holy place / From your holy place / O Lord me what a sea of space / What a place to launch / The human raceএর বাংলা হলো - দ্যাখো দ্যাখো রে / চেয়ে দ্যাখো রে.........
    গানটাকে লয় বাড়িয়ে বেশ ঝম্পর ঝম্পর করে গাওয়া হতো, এবং সেটা একটা মার্চিং সং-এ বদলে যেতো।
    ঠিক আজকে নানান বাংলা লোকসঙ্গীত নিয়ে আনুশা বা ভূমি বা আরও অনেকে যেটা করে।
    ফিউশন ঠিক আছে। আগম যেভাবে করছেন বা জুনুন যেভাবে করে। তাতে গানটা পাল্টে যায় না, অ্যারেঞ্জমেন্ট পাল্টে গানটাকে একটা অন্য চেহারা দেওয়া হয়।
    আমরা তো একটা ভাবের গানরে দিয়া কুচকাওয়াজ করাইসি। ছ্যাঃ।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ০২:১৬ | 198.82.21.123
  • টইতে দিব্যি আমরা ওরা চলছে। ঃ-)
  • aka | ১৫ জুলাই ২০১১ ০১:০২ | 168.26.215.13
  • এইটা এনার গাওয়া, ছেলেবেলায় ভূপেন হাজারিকার গানটা খুব ফেভারিট ছিল।
  • I | ১৫ জুলাই ২০১১ ০০:৫৬ | 14.96.132.11
  • সবসে বিখ্যাতটাই দিই-

  • aka | ১৫ জুলাই ২০১১ ০০:৫২ | 168.26.215.13
  • সেইটা কোনটা? লিং দাও।
  • I | ১৫ জুলাই ২০১১ ০০:৫১ | 14.96.132.11
  • আকাদা, লেডবেলি শুনেসেন? না শোনলে শুইন্যা দ্যাখেন। ( পুরানো বলিয়া চেয়ো না ইত্যাদি)
  • sayan | ১৫ জুলাই ২০১১ ০০:৫০ | 115.184.52.84
  • হার্ড রক ক্যাফে'তে ইনি মাঝেসাঝে লাইভ ব্যান্ড নিয়ে পারফর্ম করেন। এছাড়া "ব্যাঙ্গালুরু হাব্বা"য় (ব্যাঙ্গালোর ফেস্টিভ্যাল) এনার স্টেজ-শো দেখেছি। খুব সম্ভবত এবছরের আইআইএম ফেস্ট'এ "উন্মাদ'এ ইনি ছিলেন। কার্নাটিক ফিউশন
    , গীটার রিফ আর রেন্ডিশন অসম্ভব ভালো।
  • aka | ১৫ জুলাই ২০১১ ০০:৪৯ | 168.26.215.13
  • নাঃ অতটা ভালো না, সবই একই রকম ভ্যারাইটি কম।
  • aka | ১৫ জুলাই ২০১১ ০০:২৪ | 168.26.215.13
  • আরে জ্জিও আগম কাঁপিয়ে দিয়েছে। ব্যপক।
  • I | ১৫ জুলাই ২০১১ ০০:১৪ | 14.96.132.11

  • I | ১৫ জুলাই ২০১১ ০০:১৩ | 14.96.132.11
  • গুরু'র লুরুবাসীরা ( ও বাকিরা) কেউ আগম-এর গান-বাজনা শুনেছেন?
  • nk | ১৪ জুলাই ২০১১ ২৩:৫৩ | 151.141.84.194
  • আহ, গুড! থ্যাংক্স হু।
    ঃ-)
  • nk | ১৪ জুলাই ২০১১ ২৩:৪৮ | 151.141.84.194
  • ব্রুক সাহেবের মহাভারতে গান গেয়েছেন যে শর্মিলা রায় পোমো, তাঁর সেই সব গানগুলো একসাথে কি কোথাও পাওয়া যায়? একেবারে শুরু থেকে সেই অন্তর মম, ধীরে ধীরে ধীরে, শৃন্যন্তু বিশ্বে, সবগুলো একসাথে করে?
  • hu | ১৪ জুলাই ২০১১ ২৩:৪৫ | 12.34.246.72
  • আমিও। সিডি কিনে আনলাম আগেরবার। এক্কেবারে পোষালো না।

    ইন্দোদার থ্যাঙ্কু পাওনা আছে। অমিতাভ মালাকার দারুন লেখেন।
  • nk | ১৪ জুলাই ২০১১ ২৩:৪২ | 151.141.84.194
  • বাপরে, সব পড়ে উঠলাম এতক্ষণে! এর পরে গান শুনতে যাবো, কেসির গান, "মাসী গো, কাহে করতো মেসো ঝগড়া। "
    ঃ-)
  • I | ১৪ জুলাই ২০১১ ২৩:৪০ | 14.96.132.11
  • শুভমিতা'র (টাইপো নয়) রবীন্দোসঙ্গীত কক্‌খনো শুনবেন্না। আমি ঠগে ও রেগে গেছি।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২৩:৩৬ | 198.82.21.123
  • ছেলেটা বেশ জোরে দৌড়োয় কিন্তু।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ২৩:৩৩ | 115.184.52.84
  • কান্নাডা রক, রঘু দীক্ষিত ঃ-)
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২৩:৩৩ | 198.82.21.123
  • কবি বলেছেন, র' ইজ ওয়ার। বালিশের না তোষকের, সে বিষয়ে কবি নীরব।
  • I | ১৪ জুলাই ২০১১ ২৩:৩০ | 14.96.132.11
  • র-এই তো সব রঙ্গ। সেইজন্যে কবি বলে গেছেন-এই ছোগড়া, র কথা বোলো না !
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ২৩:২৯ | 117.194.100.97
  • kc গান কই?? ঃ-))
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২৩:২৯ | 198.82.21.123
  • স্রিফ নামহি কাফি হ্যায়!
  • kc | ১৪ জুলাই ২০১১ ২৩:২৮ | 89.203.49.18
  • তবুও তো অসলি 'র' শীতঘুমে গেছেন।
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২৩:২০ | 198.82.21.123
  • শুধু একটা র, এতেই ক্ষি টেনশন।
  • dukhe | ১৪ জুলাই ২০১১ ২৩:১৯ | 117.194.228.183
  • টিম আমাকেও চিন্তায় ফেলে দিয়েছিল ।
  • amit | ১৪ জুলাই ২০১১ ২৩:১৮ | 128.103.93.210
  • দূর দূর, এগুলো এখনও লিখছে চন্দ্রিল। এসব পড়ে আর বলে পচে গেছে।
  • I | ১৪ জুলাই ২০১১ ২৩:১৭ | 14.96.132.11
  • অঃ, তাই বলো ! আমি আকাশ-পাতাল ভাবতে বসে গেছিলাম, দুখে'র কী ট্রমাটাইজড ও আমিও সমব্যথী হবো কিনা ইত্যেদি...
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২৩:১৫ | 198.82.21.123
  • শুধু দুখেদা, র টা হবেনা। টাইপো। ঃ-)
  • Tim | ১৪ জুলাই ২০১১ ২৩:১৪ | 198.82.21.123
  • দুখেদার বেশ ভালোরকম ট্রমাটাইজ্‌ড। ঃ-)
    (রেফঃ টই)
  • Arpan | ১৪ জুলাই ২০১১ ২৩:১৩ | 112.133.206.18
  • বাপরে। মেয়ের সুর‌্যিয়াল গল্পটা কী পছন্দ হয়েছে! রোজ একবার করে শোনা চাই। এদিকে রোজ শুনে শুনে আমাদের অবস্থা খারাপ। ঃ(

    http://www.magickeys.com/books/bitaba/index.html
  • I | ১৪ জুলাই ২০১১ ২৩:০৮ | 14.96.132.11

  • amit | ১৪ জুলাই ২০১১ ২৩:০৮ | 128.103.93.210
  • পেয়েছি।
  • amit | ১৪ জুলাই ২০১১ ২৩:০৫ | 128.103.93.210
  • অনলাইন?
  • I | ১৪ জুলাই ২০১১ ২৩:০৪ | 14.96.132.11
  • রোববারে লিখেছে।
  • kc | ১৪ জুলাই ২০১১ ২২:৫৬ | 89.203.49.18
  • চোন্দিলকে আমিও খুব খারাপ খারাপ কথা বলি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত