ব্যাঙের 14 Jul 2011 -- 09:15 AM পোস্ত-টা খুব দামি!
h | ১৪ জুলাই ২০১১ ১২:১৪ | 203.99.212.53
দুখের মত শখের প্রতিক্রিয়াশীলের সমস্যা হল, কশ্ট করে নেওয়া রাজনৈতিক অবস্থানটা আদৌ কনভিন্সিং ভাবে বলতে পারে না। অবশ্য তার জন্য সমবেদনা জানাচ্ছি না। রাজনৈতিক আলোচনায় অর্থহীন ফুটকাটা ছাড়া আর বিশেষ পথ নিজের সামনেই খোলা নেই।
'যে যা বলে বলুক/পাখিটিকে বান্চতে দাও/যার ভাল্লাগবে না আসবে না' - ইত্যাদি, এটা একান্তই সংখ্যাগুরু লাক্সারি। কারণ যাই বলা হোক, রেসিস্ট কমেন্ট বা জোক ই হোক আর জেনুইন ভুল বোঝা হোক, কোনোটারি অভিমুখে সে নেই, ব্যক্তি হিসেবে থাকলেও সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নেই। সংখ্যালঘুদের, এমনকি শান্তিপ্রিয় সংখ্যালঘুদের ও সমস্যা হল তাঁকে কথা বলতে দেওয়া হোক, এইটে প্রথমে প্রতিষ্ঠা করতে হয়। তারপরে প্রচুর ভেবে চিন্তে একটি মেনস্ট্রীম সুলভ কথা বলতে হয়, এইটেই ভদ্দরলোক সংখ্যালঘুর সারভাইভাল স্ট্র্যাটেজি হয়ে ওঠে। জাভেদ আখতার বা টাইগার উডস বা হল বেরি দের কিছু স্টেটমেন্ট দেখলেই এটা স্পষ্ট হবে। শখের র্যাডিকাল তার আর হওয়া হয় না। কারণ সে র্যাডিকাল হলে সমুহ বিপোদ, লোকে সন্ত্রাসবাদী বলবে।
সংখ্যা গুরু / সংখ্যালঘু শব্দ গুলো খুব ভেবেচিন্তেই বলা। কারণ এই ক্যাটেগোরি গুলো বহুদিন ধরে প্রতিষ্ঠিত আর আমার প্রতিটি কথাই ধর্মীয় সংখ্যাগুরু বা সংখ্যালঘু দের জন্য আলাদা করে বলা না। অন্য রেসিজম এর আলোচনার এই কথা বলা যাবে।
ডিডি/সিকি, থ্যাংক্স ফর দ্য অ্যাডভাইস, আই নো ইট ইজ ওয়েল মেন্ট। তবে কথা শোনার কোন সম্ভাবনা নেই। ব্যক্তিগত লেখাপড়ার ব্য়্পারে আপনাদের/তোমাদের মতামত একান্তই আনইম্পর্টান্ট আমার কাছে।
kumudini | ১৪ জুলাই ২০১১ ১১:৫৪ | 122.160.159.184
দেবযানী,তোমার ও পরিবারের জন্য চিন্তায় ছিলাম।ব্রতীনের কাছে খবর পেয়ে নিশ্চিন্ত হলাম।
এইসব বীভৎসতা অসহ্য।
de | ১৪ জুলাই ২০১১ ১১:২৭ | 59.163.30.6
কাল আপিস থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটা নাগাদ, ক্রেশ থেকে মেয়েকে তুলে একটু বাজারে যাওয়ার ছিলো, তাড়া-হুড়োয় খবরও দেখিনি, বেরিয়ে পড়েছিলাম -- সায়ন আর দাদারের মাঝামাঝি একটা জায়গায় যাওয়ার ছিলো। চেম্বুর পেরিয়ে খানিকদূর এসেই অসংখ্য পুলিশ-ভ্যান, রাস্তা কর্ডন্ড - একটা একটা করে গাড়ি পাস করাচ্ছে -- তখনি সন্দেহ হচ্ছিলো কিছু একটা হয়েছে -- প্রচন্ড জ্যাম, কোনমতে সায়ন অব্দি যেতেই দেড় ঘন্টা লেগে গ্যালো, পাশের ট্যাক্সিওলার থেকে জানা গেলো -- ব্লাস্ট হয়েছে তিন জায়গায়, আগে সব রাস্তা বন্ধ -- সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, কোনমতে গাড়ি ঘুরিয়ে ফেরত আসতে আসতেই দশটা বেজে গেলো। ঘরে ঢুকেই ব্রতীনের ফোন পেলাম। আর যাঁরা যাঁরা গুরুতে চিন্তা করেছে/করেছেন, বিশেষত: নীনা-দি, সক্কলকে সরি -- রাত্তিরে আর গুরুতে আসা হয়নি! ব্রতীনকে অনেক ধন্যবাদ সবাইকে বলার জন্য!
নীনা-দি, বম্ম, শুচি -- আমরা ঠিক আছি, মুম্বই টান-টান, কদিন এমন চলবে -- তারপরেই কেনো জানিনা সবাই কেমন ভুলে যাবে, ঢিলেঢালা হয়ে যাবে নিরাপত্তা --আর সেই সুযোগে আবার একবার, তারপরে আবারো একবার -- এমনটাই তো এখন নিয়মে দাঁড়িয়েছে। ২৬/১১ তে কিছু পশ লোকজন মারা গেছিলো, সাথে বিদেশী রাও, তুলকালাম তাই একটু বেশীই ছিলো! এবার খুব শিগ্গিরী সবাই ভুলে যাবে-- পথচলতি কিছু সাধারণ মানুষ, বাড়ি ফেরার জন্য যাঁরা ভিড় করে বাসস্ট্যাণে্ন্ড বা রেল স্টেশনে, জাভেরি বাজারের সাধারণ গরীব মুটে মজুর কারিগরেরা যাঁরা সেই সময় টিফিন সারছিলেন কাছের দোকানে -- কোন এক অজ্ঞাত কারণে তাঁদের সকলের ঠাঁই হলো হাসপাতালে বা মর্গে! অসহ্য অকর্মণ্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন -- জাভেরি বাজারের মতো জায়গা, যেখানে ২০০৩ থেকে তিন বার ব্লাস্ট হলো এই নিয়ে, রবিবারেও যেখানে তিল ধারণের ঠাঁই থাকে না, অসংখ্য মানুষ, ঘিঞ্জি গলি, ঠেসাঠেসি করা দোকানপাট -- ব্লাস্ট কেন, সামান্য একটা চকোলেট বোম ফাটালেও ওখানে বোধহয় স্টাম্পেডে কয়েকশো লোক আহত হবেন -- কেউ কেন ভাবে না যে এই জায়গা আর তার পারিপার্শ্বিককে ঠিকঠাক করার প্রয়োজন আছে? এসব কিছুরই উত্তর মেলে না তো -- তাই নিস্পৃহতারই প্রাকটিস করে চলেছি!
ph | ১৪ জুলাই ২০১১ ১১:২৩ | 220.227.148.193
বাঃ। ভালো। থ্যাংকু।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১১:১৭ | 117.194.101.166
ব্রাজিলের পক্ষে। যা দিনকাল!! ঃ-))
y | ১৪ জুলাই ২০১১ ১১:১৬ | 61.12.12.83
৪-২
ph | ১৪ জুলাই ২০১১ ১১:১৩ | 220.227.148.193
আজ ব্রাজিলের খেলার রেজাল্ট দেবে কেউ? link দিও না plz।
বরং বলা যেতে পারে আমাদের 'সাংবিধানিক অধিকার' এমন ভাবা!! ঃ-))
Bratin | ১৪ জুলাই ২০১১ ১১:০৩ | 117.194.101.166
তুমি যা লিখেছো তার ভিত্তি তেই বলা। বললাম তো আমরা সব্বাই নিজেকে বেশী বুদ্ধিমান ভাবি। তাতে দোষের কিছু নাই!!ঃ-))
bhut | ১৪ জুলাই ২০১১ ১১:০১ | 220.227.148.193
এখন রতনবাবুর মতো টাটা। পালাতে হবে এবার।
নকল করি নাই ঃ))
byaang | ১৪ জুলাই ২০১১ ১১:০০ | 72.83.103.132
*১১ঃ০০
byang | ১৪ জুলাই ২০১১ ১১:০০ | 72.83.103.132
কীভাবে আমাকে নকল করা হল ১০ঃ৫৮ র পোস্টে।
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৫৭ | 122.178.193.161
আমি যেন রাজেশ খান্না, গুরুকোট পরতেই হবে সব্বাইকে! কীভাবে আমাকে নকল করা হল ১০ঃ৫৬র পোস্টে!!
bhut | ১৪ জুলাই ২০১১ ১০:৫৭ | 220.227.148.193
এখানে ভুতাছে!!
pi | ১৪ জুলাই ২০১১ ১০:৫৬ | 72.83.103.132
রাতেরবেলার মত টাটা সব্বাইকে। ঘুমোতে হবে এবার।
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৫৪ | 122.178.193.161
আজকের দিনেরবেলার মত টা টা সব্বাইকে। বেরোতে হবে এবার।
pi | ১৪ জুলাই ২০১১ ১০:৫৩ | 72.83.103.132
আমার এক পিসির এই রোগ ছিল ঃ(
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৫৩ | 122.178.193.161
দুখের লাস্ট লাইন!! ঃ-)))))
dukhe | ১৪ জুলাই ২০১১ ১০:৫১ | 122.160.114.85
সেই তো কই - মহঙ্কÄ দেখায়ে কাম নাই । কেউ সরাসরি মুসলমান বলেন, কেউ ঘুরায়ে বলেন সংখ্যালঘু । এ নিয়ে সেলফ-সেন্সরশিপ ছাড়া আর কোন সেন্সরশিপ নাই । যারা আসার, যতদিন পোষাবে, আসবে । এই যে বিবাহিত পুরুষদের শ্রাদ্ধ হয়, তবু কি তারা গুরু থেকে নড়ে ?
pi | ১৪ জুলাই ২০১১ ১০:৫১ | 72.83.103.132
গুরুতে জোরালো আলোর বন্দোবস্ত করা হউক। পোচ্চুর ভূতে বাসা বেঁধেছে।
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৫০ | 122.178.193.161
ঘামাচি এবং পিঠ চুলকানো বললেই আমাদের স্কুলের একটি মেয়ের কথা মনে পড়ে। সে খুব ঘামাচি মারতে ভালোবাসতো। স্কুলে পড়তেই সে আমাদের খুব জ্বালাতো আমাদের পিঠ চুলকে ঘামাচি মেরে দেবে বলে। কলেজে গিয়েও তার এই বিদ্ঘুটে স্বভাব গেল না। সে তখন ক্লাসের ছেলেদের ডেকে ডেকে বলতে লাগলো "এই তোর ঘামাচি হয়েছে, আমাকে একটু চুলকাতে দিবি''। ছেলেগুলোর সে কি আনন্দ, এমন অদ্ভুত প্রস্তাব পেয়ে।
siki | ১৪ জুলাই ২০১১ ১০:৪৮ | 123.242.248.130
এইডা কী হইল? আমি পোস্ট করলুম একটা, তিন টুকরো হয়ে গেল কেং কয়ে?
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৪৩ | 122.178.193.161
ঐসব কিচ্ছু না, বিল্ডারের নামে।
siki | ১৪ জুলাই ২০১১ ১০:৪৩ | 123.242.248.130
তবে সে যাই হোক, পিঠ চুলকানো পোচুর হল, হনুর পিঠের সবকটা ঘামাচি বোধ হয় এতক্ষণে অ্যাক্কেবারে মরে গ্যাচে, হনু এইবারে ল্যাখা শুরু করো। ঐ ডিডিদা যেমন কইলেন, পড়ো কম, লেখো পোচুর। তাইলে বাংলা সাহিত্য একটু হালে পানি পায়, এই আর কি, আমার পানি না পেলেও চলবে, আমি তো সাঙ্কিÄক নিরামিষাশী ঃ-)))
আমি এখন একটা এফাইআর করতে যাচ্ছি। ভয় পাবেন না বন্ধুরা, ইতি গজটা হল - ঘরের বিবাহিত পুরুষটির নামে এফাইআর করতে যাচ্ছি না। আপনারা নিশ্চিন্ত থাকুন।
r2h | ১৪ জুলাই ২০১১ ১০:৪০ | 67.96.80.214
আমার নির্বিকল্প সমাধি হয়েছে।
pi | ১৪ জুলাই ২০১১ ১০:৩৯ | 72.83.103.132
পাখামেলা ব্যাংএর ছবি চাই। ও হুতো-ও-ও-ও-
pi | ১৪ জুলাই ২০১১ ১০:৩৫ | 72.83.103.132
ব্রতীনদা, আমিও আর তোমার সাথে আলোচনায় যেতে চাই না। কিন্তু ভীষণ খারাপ লাগলো, এভাবে বারবার আমি যা বলিনি, সেগুলো আমার নাম দিয়ে কোট করায়। এগুলো আর কখনো না করলে ভালো লাগবে।
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৩৫ | 122.178.193.161
ভাই ছোটাই, আমি তোমার কী ক্ষতি করেছি ভাই? এমনি করে লজ্জা দিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে তোমার কী লাভ হবে ভাই?
h | ১৪ জুলাই ২০১১ ১০:৩৪ | 203.99.212.54
আলোচনার বৈচিত্র বাড়ানোর জন্য বা ভাবনার সহজতা প্রমাণ করার জন্য মজা করে রেসিস্ট কমেন্ট সকলে মিলে করাটা কি যাকে বলে খুব শিষ্টতা হবে? তাহলে একটা নোটিস ঝোলাতে হয়, সংখ্যা লঘুরা প্লিজ এখন আসবেন না, আমরা একটু মজা করে নি, তার পরে আমরা আবার আপিস-আপিস-ভদ্রতা-ভদ্রতা-এথিক্স-এথিক্স খেলবো,তখন ইউ আর মোস্ট ওএল্কাম। তখন না এলে চাপ, কাকে মহত্ব দেখাবো আমরা?
byaang | ১৪ জুলাই ২০১১ ১০:৩৩ | 122.178.193.161
আমি সবচাইতে আগে ডিডিদার পাখা। দ্বিতীয় স্থান অধিকার করে আছেন দুখেবাবু এবং হনুবাবু।
i | ১৪ জুলাই ২০১১ ১০:৩০ | 137.157.8.253
ব্যাঙের পাখা তো বটেই।
একদিন সময়মত বড় করে লিস্টি দেব।
i | ১৪ জুলাই ২০১১ ১০:২৯ | 137.157.8.253
ডিডির টইবোন কিনা তাই পাখা না।
i | ১৪ জুলাই ২০১১ ১০:২৮ | 137.157.8.253
আমি দুখেরও পাখা।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:২৮ | 117.194.99.240
মজার ল্যাখায় ডি ডি দার তুলনা নেই। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়। লতায় পাতায় আপনি শিবরামের কেউ হন নিশ্চয় ই। এইরকম নির্মল হাস্যরস।
dukhe | ১৪ জুলাই ২০১১ ১০:২৬ | 122.160.114.85
আরে ধুর । সবাই বসে বসে পলিটিকালি কারেক্ট মাল লিখতে থাকলে গুরু শাস্ত্রীর কমেϾট্রর মত বোরিং হয়ে যাবে । আসুন - যা প্রাণে চাই বলি, তা নিয়ে ভার্চুয়াল লাঠালাঠি করি । কে না জানে এতে কারো কিস্যু এসে যায় না । ধরুন যদি পাকিস্তানই থাকে, হবেটা কী ? আবার একটা চকচকে ডোসিয়ার পাক সরকারের হাতে তুলে দেওয়া হবে । কিছুদিন ক্ষোভ প্রকাশ হবে, আলোচনা বন্ধ থাকবে । তাপ্পর আবার আলোচনা হবে । উচ্চপর্যায়ের । আরো উচ্চপর্যায়ের । অঢেল আলোচনা । অনেকটা ভাটিয়ালি গোছের । যেমন কেউ রেগে কিছুদিন ইস্তফা দেন, আবার ফিরে আসেন, আবার একখান ফাটাফাটি হলে রেগে যান - ঐরকমই । বিবাহিত পুরুষ কি আর চিরতরে গৃহত্যাগী হয় ?
Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:২৫ | 117.194.99.240
no worries!! ঃ-))
dd | ১৪ জুলাই ২০১১ ১০:২৫ | 124.247.203.12
ঐ লিস্টিতে আমার নামটি লিখো।
শ্রী দাশগুপ্ত মজার কহানী মারাত্মক ভালো লেখেন। খুব নির্বিকল্প পরমহাঁস গোছের এক মনে বিড় বিড় করে কথা বলার ভংগী। কোনো ভাষার ক্যদ্দানি নেই। কিন্তু মজা হুল্লাট।
আর সিরিয়াস ল্যাখায় বোধয় অনেক গুলো পড়া বই নিয়ে এমন আকুল হয়ে পরেন যে কোনটা আগে সামলাবো,ছান করবো না গা ধোবো,কোন কোটেশন/মতবাদ বেশী লিখবো এই সমস্যায় এমনই ঘেঁটে যান যে এক চক্রব্যুহ রচনা করে ফ্যালেন।
আমি বলি? বই একটু কম পড়ুন, তাইলে ল্যাখাও সহজ সরল গোলগাল হয়ে যাবে।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:২৫ | 117.194.99.240
বোধি, ঃ-))
এখন আবার দোকানে যেতে হবে। কাটলুম!!
i | ১৪ জুলাই ২০১১ ১০:২৪ | 137.157.8.253
আম্মো তো হনুজীর পাখা।
i | ১৪ জুলাই ২০১১ ১০:২৪ | 137.157.8.253
ঘৃণা শব্দটা খুব বাজে ব্রতীন। কোনদিন ব্যবহার কোরো না। আমিও করি নি। ঐ ছোটো শব্দটা ধিক্কার হিসেবে নিও। খুব কষ্ট হয়েছে সকালে উঠে তোমার পোস্ট দেখে। একাক্ষরটিকে এড়াতে পারি নি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন