এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৫ জুলাই ২০১১ ২২:০৬ | 89.203.49.18
  • ওহ! নিশিকান্ত, সেই ঋতবান এখনও গুরু পড়ে। নীপা।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২২:০২ | 151.141.84.194
  • ডিডিকে কি কেউ গুম করলো????
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২২:০০ | 182.64.71.247
  • শান্তনুদার পোষ্ট যেন আমার পোষ্ট এর রিপ্লাই।
    ঃ)
  • Netai | ১৫ জুলাই ২০১১ ২১:৫৮ | 182.64.71.247
  • আকাদার 07:05 PM এর পোষ্টকে ক।

    গুরুর একমাত্র ব্রতীনদার সাথেই আমার ব্যাটেবলে হয়েছিল। ব্যাক্তিগত ভাবে খুব খারাপ লাগছে হয়তো এই কারনেই। ব্রতীনদা পাকিস্থানকে আক্রমন করার কথা বলেছিল। এটা ধর্মের নিরিখে জাতিবিদ্বেষ নয়। তবুও আমার সমর্থন নেই এতে। মোল্লা কথাটা মোল্লা নাসিরুদ্দিন অর্থে ব্যাবহার হয়েছিল। তাও লোকে ভুল বুঝলো। কেসিদা ব্যাখ্যা করার পরেও। মোল্লা মারার কথাটার সমর্থন কোখোনোই করা যায় না। কিন্তু ব্রতীনদার পোষ্ট পাইদির পোষ্ট এর নিরিখে। মুসলিম জাতিবিদ্বেষ এর কারনে নয়। ইনফ্যাক্ট মুসলিম জাতিবিদ্বেষ আমি তো খুঁজে পাইনি ব্রতীনদার কোনো পোষ্ট এ। যদি তা হয় তাহলে আমিও একটা ছিঃ লিখে রাখলাম ব্রতীনদার জন্যে।

    আমার মতে ব্রতীনদাকে আক্রমন করার ক্ষেত্রে আমরা আরেকটু সহনশীলতার পরিচয় দিতে পারতাম।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২১:৫৬ | 151.141.84.194
  • ওরে বাবা! সেকথা আর কইয়েন না শান্ত্বনু। সেই আরেসেসের কালে আপনে ছিলেন না বইলাই মনে করি। সে একেবারে কুরুক্ষেত্র ঘতেছিলো। এখন সেসব রেফ টানলে তো "একেই নাচিন্যা বুড়ী তায় পড়ছে ঢোলে বাড়ি"। ঃ-)
    তারচেয়ে চাট্টি ক্রিস্টাল স্ট্রাকচারো ভালো। কই হে নেতাই, অমিত? অভ্যুটাই বা কোথায় হাওয়া হোলো?????
  • santanu | ১৫ জুলাই ২০১১ ২১:৫১ | 95.141.130.90
  • এই যে এতো ঝড়, এতো কথা পক্ষে বিপক্ষে, একি অনেকে ব্রতীন কে ব্যাক্তিগত ভাবে চেনে বলে?

    মানে ধরুন, এই আমি - এই পাবলিক ফোরামে, দুম করে লিখে দিলাম, মোল্লাদের মারো। তাপ্পর হয়ত কেউ লিখল, যে এটা আমি ঠিক বলিনি। আমি খানিক পর এসে উত্তর দিলাম, দুর বাঃ আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, ঠিক লিখেছি।

    তাহলেও কি এতো জল ঘোলা হত?
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:৪৬ | 198.82.20.25
  • আমি অবিশ্বাসী কই? বিশ্বাস করছি তো। বিশ্বাসে মিলায় বস্তু....
    পলিটিকালি কারেক্ট থাকার তাড়নায় আমি লিংকডইনের লিং দেখতে চাইছিনা। তবে দুখেদা দেখে চাইলে নিতেই পারে। ;-)
  • siki | ১৫ জুলাই ২০১১ ২১:৪৩ | 122.162.75.202
  • টিম, দুখে ইত্যাদি অবিশ্বাসীদের জন্যঃ

    অবশেষে তাকে খুঁজে পেইছি লিংকডইনে। ঃ-) এ যাত্রা গৌতম দেব হবার হাত থেকে বেঁচে গেলাম। অতিরিক্ত কৌতূহলী কেউ হলে পরে তাকে মেলে লিংকডইন প্রোফাইলটা ভেজে দিতে পারি ঃ-)
  • nk | ১৫ জুলাই ২০১১ ২১:৪২ | 151.141.84.194
  • দেখেছ! জননী একেই বলে! ব্যাঙ, তোমার শাশুড়ীর সত্যি খুব বিবেচনা আর সংবেদনশীলতা! তাঁর ছেলেকে বিভীষণ বলাটা কি উচিত হচ্ছে? তাইলে তো উনি বাই ডিফল্ট নিকষা/ কৈকসী হয়ে যাচ্ছেন! ভেবে দেখো।
    ঃ-)
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:৩৭ | 122.178.255.179
  • দাঁড়াও হে নিশিকান্ত, হুতোবাবু আবার বলে গ্যাছেন উনি নাকি আবার করে পড়ে আবার করে এই নিয়ে লিখবেন! ঃ-(( এ কী অনন্ত গেরো রে বাবা!!
    ও বাবা হুতো, থাম না বাপু, চাট্টি ক্যালিফস খা।
    ক্যালিফস বলায় মনে পড়লো আমার শাশুড়ির কথা। বিয়ের তিন-চার মাসের মধ্যে আমি একটা কাজে কোলকাতা গেছিলাম একা। বিভীষণ বম্বেতে ছিল। তো গিয়ে শ্বশুরবাড়িতে উঠেছি। এবার রোজ রাত্তিরে আমার শাশুড়ি আমাকে চার-পাঁচট করে ছোট্ট ছোট্ট কিউট কিউট হোমিওপ্যাথির দানা খেতে দেন। আর বলেন ""ঘুম ভালো হবে, তাড়াতাড়ি ঘুম আসবে''। যত বলি আমার ঘুমের কোনো সমস্যা নেই শুলেই ঘুমিয়ে পড়ব। উনি বলেন ""তাও খা, উত্তেজনা কমবে''। তা বেশ, আমার হোমিওপ্যাথির দানা খেতে বেশ ভালৈ লাগে। আমিও খেয়ে ফেলতুম। তার অনেকদিন পরে নবনীতা দেবসেনের একটা উপন্যাস পড়ে জানলুম কী উদ্দেশ্যে আমাকে ঐ দানাগুলো খাওয়ানো হত। ঃ-))
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:৩৬ | 198.82.20.25
  • সিকি শারুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেটামরফসিস।
  • nk | ১৫ জুলাই ২০১১ ২১:৩১ | 151.141.84.194
  • এখানে উপস্থিত স পা রা যারা আছেন, তাদের মধ্যে কেউ কখনো কুম্ভমেলা গেছেন? পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভ? গিয়ে থাকলে তার একটা অভিজ্ঞতা বর্ণনা ইত্যাদি দেবেন? টই খুলে?
  • nk | ১৫ জুলাই ২০১১ ২১:২৮ | 151.141.84.194
  • এইসব ঝঞ্ঝাট-ঝামেলার পরে ডিডির দেওয়া একটা স্নিগ্‌ধ হাসির ঝড় দরকার! গরম কাটাতে। দইয়ের সরবতের মতন। ঃ-)
  • siki | ১৫ জুলাই ২০১১ ২১:২৭ | 122.162.75.202
  • কাশ ...
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:২৭ | 198.82.20.25
  • কে আসছে? কুড়ি?
  • siki | ১৫ জুলাই ২০১১ ২১:২৫ | 122.162.75.202
  • ব্যাং, নটা দশ পিএম,

    বোল্ড, আন্ডারলাইন, ক্রমশ আসিতেছে। ধৈর্য ধরুন!!
  • nk | ১৫ জুলাই ২০১১ ২১:২৫ | 151.141.84.194
  • ডিডি কোথায়?
  • M | ১৫ জুলাই ২০১১ ২১:২৩ | 59.93.240.237
  • এদিকে আমার ছেলের পি এস পি আমি লক করে দি রোব্বার রাত্রে, শুক্কুর বারে সেটা বেরোয়, আজ বলে গেস্লো চার্জে দিয়ে রাখবে। যথারীতি ভুলে মেরে দিয়েছি।সেকি অবস্থা, চোখ লাল করে ফেললো, আমি বললাম ওরম কচ্ছিস কেন? চার্জ দিতে কতক্ষন? ওরম চোখ লাল করেই বললো, যতক্ষন না চার্জ হবে তুমি গুরুচন্ডালি পড়তে পারবে না।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:২২ | 198.82.20.25
  • ব্যাঙদি, সানন্দে। ঃ-))

    হম্মকে,
    লাদেনকে মারা নিয়ে যা বললেন, খুবই ঠিক কথা।
    সহিষ্ণুতার অভাব নিয়ে যা বললেন, এগ্রি করছিনা। দূর্ভাগ্যজনকভাবে এরকম কিছু ""বলে ফেলা"" ও ""করে ফেলা"" কাজের সাক্ষী আমি।
  • M | ১৫ জুলাই ২০১১ ২১:২০ | 59.93.240.237
  • বোঝো, ব্যাঙের ইনার্শিয়ার বহর তো দ্যাখো,ব্রতীনকেও ছোট বানিয়ে দিলো।জানো কি বইমেলায় ব্রতীন আমার পিছনে পরে গেছিলো বোঝাতে যে আমি নাকি ওর থেকে ছোট,আর তুমি তো...... হে হে অবিশ্যি ছোটদের বড় হবার একটা কি যেন, যাগ্গে।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ২১:১৮ | 198.175.62.19
  • ব্রতীনদা জাতিবিদ্বেষী আর ব্রতীনদার 'মোল্লা মেরে" শব্দ দুটি জাতিবিদ্বেষমূলক এই দুই মন্তব্যে আমার মতে সূক্ষ্ম পার্থক্য আছে।

    অবশ্যই আমাদের নিজেদের ই®¾ট্রাস্পেকশনের দরকার আছে।
    আমি মোল্লার মত প্রসঙ্গ বুঝতে পারিনি, মোল্লা নাসিরুদ্দিনের গল্প জানতাম না;
    তারপরেও মোল্লা শব্দের বারবার অন্য অর্থ করা ... হয়েছিল কিনা মনে পড়ছেনা, আরেকবার পড়ে লিখছি।

    আমি মানছি, আমার ধৈর্যের অভাব আছে। সত্যিই আছে এই প্রসঙ্গে।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:১৫ | 122.178.255.179
  • আমি জানি না, আমার পোস্টগুলো পড়ে হয়তো তোরা ধরে নিবি আমি ব্রতীনকে সমর্থন করছি। কিন্তু সত্যি বলতে কি, পুরো ব্যাপারটাই আমার দুই পক্ষেরই ধৈর্য্যর অভাব বলে মনে হয়েছে। মাঝখানে সিকি, কেসি, সায়ন, আকা,বম্ম এরা অনেক যুক্তি দিয়ে চেষ্টা করেছে বোঝনোর, কিন্তু থামানো যায় নি ব্যাপারটা।
    তিমি, হুতো, পাই, ব্রতীন সব্বাইই আমার থেকে বয়সে অনেকটা ছোট, তাই দেখা হলে আমার থেকে গোটা চারেক করে কানমলা সকলেরই পাওনা হল।
  • M | ১৫ জুলাই ২০১১ ২১:১২ | 59.93.240.237
  • ইসে, খ্যাঁক তা হাসি,ঘ্যাঁক টাইপের কিছু নয়।
  • humm | ১৫ জুলাই ২০১১ ২১:১১ | 122.167.82.23
  • সারাক্ষন এই টেরিরিজম এর আতঙ্ক ,এত প্রান হানী হচ্ছে এই সব দেখে যে কোনো মানুষের ঘৃনা হতে বাধ্য । তাই রাগের বশে অমন বলা তে কোনো দোষ দেখছিনা । কিন্তু তার জন্য এমন গেল গেলো রব তোলার কোনো প্রয়োজন আছে কি ?
    এই যেমন আনন্দ আংকর হান্ট এ দেখলাম ধৃতিমান চ্যাটার্জী এক প্রতিযোগীকে বলছেন লাদেনকে মারা উচিত হয়নি আমেরিকার - এই নিয়ে বলো । আমি তো বলব আমেরিকা বেশ করেছে ।জানি গোপনে হত্যা করা পাপ , কিন্তু যে মানুষ টা এত এত মানুষের মৃত্যুর জন্য দায়ী তাকে মেরে আমেরিকা কিছু ভুল করেনি । আমেরিকা ঐ ভাবে না মারলে ওকে মারাই যেতোনা ।
  • M | ১৫ জুলাই ২০১১ ২১:১১ | 59.93.240.237
  • এদিকে আমি পুরো টাকা আদায়ের ব্যাপারে পটু হয়ে গেছি, ছেলের আগের স্কুলে ফোনের পর ফোন মেরে গেলাম,শেষে চার হাজার কি কারনে কেটে নিয়ে বাকিটা দিলো, তাও দিলো তো।

    পাক্কা কুড়িদিন কার পুলের লোকটার পিছনে পরে, আজ সেই কোন কোনে লুকিয়ে ছিলো, সেখেন থেকে বার করে টাকা নিয়েই ছাড়লাম।

    এবার মামুর পিছনে গন্ডারের পোশ্নের একশো টাকার জন্য পরে যেতে হবে। খ্যাঁক
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:১০ | 198.82.20.25
  • পোস্টের না, পোস্ট হবে। টাইপো।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:১০ | 122.178.255.179
  • আরেকটা কথা বলি, আমি একটু আগে আমার 9:01PM এর পোস্টে লিখতে চাইছিলাম একটু অন্যভাবে ব্রতীন হয়তো এই কথাগুলো বলি নি বলে কোটেশন মার্কের ভিতরে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে ইত্যাদিগুলো লিখতে চাইছিলাম। কিন্তু কোটেশন মার্কের ব্যবহার নিয়ে যেভাবে ঝামেলা হয়েছে, সেই সাতপাঁচ ভেবে থেমেই গেলাম।
    গুরুর কলে তো বোল্ড, আন্ডার্লাইন এগুলো করার উপায় নেই, তাই আমিও অনেক ক্ষেত্রে কোনো কিছু জোর দিয়ে বোঝাতে চাইলে কোটেশন মার্কের ব্যবহার করতাম এবং ধরেই নিতাম যে সবাই বুঝবে।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:০৭ | 198.82.20.25
  • ব্যাঙদির পোস্টের না দেখেই এইটা লিখলাম। কিন্তু স্টিল ভ্যালিড। নীনাদির অভিজ্ঞতা থেকে আমার আরো একটা কথা মনে হলো। পরে বলছি সময় করে।
  • M | ১৫ জুলাই ২০১১ ২১:০৬ | 59.93.240.237
  • দিদিয়া,
    আমার হয়েও ঐ কচি ছেলেটাকে একটু ছুঁয়ে থেকো।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২১:০৬ | 198.82.19.139
  • আমি মনে করিনা ব্রতীনদা ইচ্ছাকৃতভাবে বা জাতিবিদ্বেষী বলে ঐসব লিখেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে না ভেবে বলে ফেলা কথা, বা নি-জার্ক রিয়্যাকশন। থেমে যেতাম, যদি ব্রতীনদা ডিফেন্ড না করে এগুলো নিজে থেকে বলতো একবারও।
    যাই হোক, এবার সত্যিই থামা দরকার। ক্লান্ত লাগছে। যাদের বোর করলাম, তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:০৪ | 122.178.255.179
  • ওঃ, আকা আগেই বলে দিয়েছে এই এক কথাগুলো।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:০৪ | 122.178.255.179
  • আর দেগে দেওয়ার কথা যদি বলাই হয়, তাহলে জাতিবিদ্বেষী জাতীয় শব্দ দিয়ে ব্রতীনকেও দেগে দেওয়া হয়েছে।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:০২ | 122.178.255.179
  • আর দেগে দেওয়ার কথা যদি বলাই হয়, তাহলে জাতিবিদ্বেষী জাতীয় শব্দ দিয়ে ব্রতীনকেও দেগে দেওয়া হয়েছে।
  • byaang | ১৫ জুলাই ২০১১ ২১:০১ | 122.178.255.179
  • তিমি, আমিও ভেবেছিলাম এই ব্যাপারে আর একটাও কথা বলবো না, কিন্তু এখন তোর আর হুতোর পোস্ট পড়ে লিখেই ফেললাম। ব্রতীন হয়তো ঠিক এই সব বাক্যগুলো লেখে নি যে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ক্ষমা চাইছি। কিন্তু ও বার বার বোঝাতে চেয়েছে, কোন কথাটা কোন কারণে বলতে চেয়েছে। কিন্তু কয়েকটা শব্দের ব্যবহার নিয়ে এত বেশি প্রশ্ন করা , পুরানো পোস্ট পেস্ট করা ইত্যাদি হয়েছে, পুরো জিনিসটা বা ব্রতীনের বক্তব্যটা খেই হারিয়ে ফেলেছে বলে আমার মনে হয়েছে। আকার মত আমিও বলবো, ব্রতীনের কথাগুলো যথেষ্ট ধৈর্য্য দিয়ে পড়া হয় নি। আবারও বলবো যেভাবে ওকে প্রশ্নের পর প্রশ্ন করা হয়েছে, কৈফিয়ত চাওয়া হয়েছে, ততটা আগ্রহ দেখিয়ে ওর কৈফিয়ত শোনা হয় নি।
  • aka | ১৫ জুলাই ২০১১ ২০:৫৫ | 168.26.215.13
  • আই ক্যান নট স্পিক ফর ব্রতীন। আমি নিজে হলে বিনাশর্তে অ্যাপলজি চাইতাম। কিন্তু জাতিবিদ্বেষ ইত্যাদি কথাগুলোও খুবই কড়া।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ২০:৫১ | 198.82.19.139
  • হুতোদা মনে হয় বলতে চেয়েছে ব্রতীনদার থেকে একবার অনুরূপ ব্যাখ্যাটা পাওয়ার কথা। তুমি আর সিকি যেভাবে লিখেছো, ব্রতীনদা একবারও সেইভাবে লেখেনি। ব্রতীনদার কখনই মনে হয়নি যে কথাটা ভুল, এবং অন্যায় ( এতজনের প্রতিক্রিয়ার পরেও না)।
  • aka | ১৫ জুলাই ২০১১ ২০:৫০ | 168.26.215.13
  • হুতো তাহলে আরও একটা অনুরোধ আছে, খানিকটা ই®¾ট্রাস্পেকশনের দরকার কি আমাদের সবারই আছে? এই প্রশ্নটা করাটাও উচিত নয় কি? যদি ঔচিত্যেরই প্রশ্ন উঠে তাহলে ""মোল্লা"" কথাটার অন্য অর্থ করে বারবার ব্যবহার করলে অন্য কেউ প্রভোকড হতে পারে সে কথাটা কি মাথায় রাখা উচিত ছিল না? তাহলে আমাদেরও কি আরও সহনশীল হয়ে প্রতিটা পোস্ট মন দিয়ে পড়ে তারপরে মন্তব্য করা উচিত ছিল না? এই প্রসঙ্গে তোমার মতামত জানতে চাই।
  • aka | ১৫ জুলাই ২০১১ ২০:৪৩ | 168.26.215.13
  • হুতো তোমার বক্তব্য বুঝতে পারি নি। মানে কি হলে তোমার শান্তি হবে সেটা বুঝতে পারি নি।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ২০:৩৮ | 198.175.62.19
  • আকাদা, ব্রতীনদার নিজের মুখে মোল্লা সংক্রান্ত অনুরূপ ব্যাখ্যা, একবারও পেলে আমি নিশ্চয় এই প্রশ্ন বা এই প্রসঙ্গ বারবার ক্লান্তিকরভাবে খুঁচিয়ে তুলতাম না।
    বড়ম, না, বলিয়ে নেওয়ার দাবী করা অবশ্যই অনুচিত। কিন্তু এই মন্তব্য একটি গণমাধ্যমে এত লঘুভাবে নেওয়াটা মানতে পারছিলাম না। এখনো পারছিনা।
    আর হ্যাঁ, আমি আগেও ব্রতীনদার কাছেও ক্ষমা চেয়েছি, যাদের বোর করছি তদের কাছেও চাইছি। আমি অত্যন্ত উত্তেজিত, এখনো, নিশ্চয় আমার যুক্তি ঠিক কাজ করছে না। কিন্তু এই মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং এটা নিয়ে প্রশ্ন তুললে নিতান্ত বোর হয়ে যাওয়াটাও মানতে পারছিনা। সহজ ভাবে নেওয়াটাও না।
    আমি বুঝতে পারছি আমার চুপ করে যাওয়া উচিত, কিন্তু হয়ে্‌তা এর মানে এই, বা সাময়িক ঘটনার অভিঘাত, বা বোঝে না, বা সেন্টিমেন্ট, এই কোন ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছেনা। তাই, দুঃখিত, আবারও।
  • siki | ১৫ জুলাই ২০১১ ২০:৩২ | 80.239.243.119
  • নীনাদি, ছেলেটিকে আমার হয়ে একবার ভালোবাসা জানিও।
  • Nina | ১৫ জুলাই ২০১১ ২০:২৭ | 12.149.39.84
  • এক্ষুণি একটা ছোট্ট ঘটনা ঘটলো আমার অফিসে শেয়ার করে যাই

    আমাদের এখানে একটি পাকিস্তানি ছেলে কাজ করে , বছর ২৫/২৬ বুদ্ধিমান, অত্যন্ত ভদ্র , আমার সঙ্গে খুব ভাব। নানান ভাল বই এর সন্ধান দেয়, পকিস্তানি ভাল মুভির খোঁজ দেয়, Indian মুভির খোঁজ নেয়--ইত্যাদি। আজ শুক্রবার, আমাদের অফিসে ক্যাজুয়াল ড্রেস ডে। আজ ও একটা টি শার্ট পরে এসেছে --বুকে লেখা--
    I only look illigal
    অফিসে সবাই ( আমেরিকানরা) হাসছে, ওর সেন্স ওফ হিউমার কি দারুণ বলছে---
    আমার ঘরে এল --সোজা আমার দিকে তাকিয়ে আছে--আমিও--কেউ হাসছিনা--ওর চোখে ব্যাথা , আমারও।
    হঠাৎ হাত বাড়িয়ে দিল--বুকে জড়িয়ে ধরলাম! দুজনেই বড় শান্তি পেলাম। আমার চোখ এখনও ঝাপসা।
  • kk | ১৫ জুলাই ২০১১ ১৯:৪১ | 71.236.36.122
  • পাই, একটু মেল দেখো।
  • aka | ১৫ জুলাই ২০১১ ১৯:০৫ | 168.26.215.13
  • হুতো তুমি এবং পাই ব্রতীনের প্রথম বার ""মোল্লা'' কথাটা দেখে মনে করেছিলে সেটা জাতিবিদ্বেষ যদিও সেই কথাটা মোল্লা নাসিরুদ্দিনকে রেফার করা হয়েছিল। (Date :13 Jul 2011 -- 10:18 PM, Page - 16347)। তারপরের পেজ থেকে এটা ধরে নিয়ে তুমি এবং পাই দুজনেই বহুবার '''মোল্লার মতন' মানে? মোল্লা কে?"" বা পাই জিগ্যেস করেছিল ""ব্রতীনদা, এই ব্লাস্টগুলোতে আজ অব্দি কতজন 'মোল্লা' মারা গেছেন, খোঁজ নিয়েছো কখনো?' যদিও কেসি তার আগেই বলেছে মোল্লা মানে মোল্লা নাসিরুদ্দিন।

    এর পরে পাই বলেছে ""নাকি, অন্য দেশ মানেই তাঁরা মোল্লা অতএব তাদের হত্যা করা মানে ন্যায়ের প্রতিষ্ঠা?'' ( Date :13 Jul 2011 -- 11:49 PM এই কথা গুলো তো ব্রতীন তখনো বলে নি।

    এতবার করে যখন এই জিনিষ উঠেছে তখন প্রশ্ন হল ব্রতীনকে লক্ষ্য করে এতবার 'মোল্লা' কথাটা ব্যবহার করা হয়েছে কেন?

    ব্রতীন এর পরে আপত্তিজনক কথা বলেছে ""আর হ্যাঁ। প্রত্যেক দেশের ই নিজেদের লোকেদের বাঁচানোর অধিকার আছে। হ্যাঁ দরকার হলে মোল্লা মেরেও""।

    মুশকিল হল এই কথাটা বিচ্ছিন্ন ভাবে কোট করলে যতটা খারাপ লাগে ক্রনোলজিকালি ব্রতীন মোল্লা কথাটা এই অর্থে ব্যবহার না করা সঙ্কেÄও বা অন্য অর্থে ব্যবহার করা সঙ্কেÄও বারবার ইনসিস্ট করার পরে ব্যবহার করলে আর যাই হোক ব্রতীনের জাতিবিদ্বেষ প্রবল এটা প্রমাণিত হয় না। তবে আমি হলে আমি অ্যাপলজি চাইতাম বিশেষত আমার বন্ধুদের কথা মাথায় রেখে। শুধু সেইটুকুই।
  • achintyarup | ১৫ জুলাই ২০১১ ১৮:৫২ | 121.241.214.38
  • মাথায় ঢুকেছে চন্দ্রকেতুগড়। হপ্তাখানেক হয়ে গেল, বেরুচ্ছে আর না। অন্য সব কাজ মাটি। কাল ভাবছি বেহালার যাদুঘরে যাব।
  • M | ১৫ জুলাই ২০১১ ১৮:৪৮ | 59.93.197.142
  • হুতো,
    নিশ্চয় করবে, করাই উচিত।কিন্তু সেটা তো একবার বলেই করা যায়।যে এরকম বললে, আমার ভালো লাগে নি। মিটে গেলো। তাকে দিয়ে কিছু বলিয়ে নিতেই হবে কেন বলোতো?তোমরা কি সেটাই করছিলে না? যাগ্গে আমি যেমন বুঝি সেভাবে বললাম। সেটা ঠিক না হতেই পারে।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১৮:৩৬ | 67.96.80.214
  • আর যেকোন মিডিয়াতে জাতিবিদ্বেষের প্রচার দেখলে সাধ্যমতো রিঅ্যাক্ট করবো।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১৮:৩১ | 67.96.80.214
  • বড়ম, যেকোন মানুষকে ধর্মের ভিত্তিতে বিশেষ নামে দেগে দিয়ে হত্যার নিদান দিলে আমি যেকোন কনটেক্সেটে, যেকোন সেন্টিমেন্টে, যেকোন সম্পর্কে, জাতিবিদ্বেষী বলবো।
  • M | ১৫ জুলাই ২০১১ ১৮:২০ | 59.93.197.142
  • হুতো,
    ব্যাপারটা নিয়ে ছেড়ে দিতেই চাইছিলাম, তবু ও প্রশ্ন করেছো বলে তুললাম আরেকবার।

    দ্যাখো আমি সাদামাটা মানুষ, আমি যেভাবে দেখলাম সেভাবেই বলি,

    প্রথমে বোম্বে ব্লাষ্টের খবর এলো, দেবযানীকে আমরা যেহেতু জানি, প্রথমেই ওর খোঁজ করলাম, নিনা দিদি টেন্সড হয়ে ছিলো, ব্রতীন ও খানিক টেন্সড ছিলো, আর সবাই ও নিশ্চয় তাই ছিলো।তারপর ব্রতীন দমাস করে কিছু বলে ফেললো।আমি শুরু করলাম, ব্রতীন ওভাবে বলো না বলে।

    তার আগে আর একটা কথা বলা জরুরী, আমি অন্তত এই জীবনে যতটুকু দেখলাম ঐ ফালটু যুক্তির পিঠে যুক্তির কোন মুল্য আমার কাছে তেমন নেই, যদি না আমরা যার সাথে তর্ক জুড়েছি তাকে , তার সেন্টিমেন্ট কে বুঝতে না পারছি বা সেটা ভাবছি,কেবল নিজের মতটাই প্রতিষ্ঠা করে চলেছি।আর আমরা যারা ব্রতীনকে দেখেছি তারা কেন ওকে ধরতে পারছি না? যারা অচেনা তাদের রিয়াকশান আলাদা হবে, তাবলে আমাদেরো? আর একটা কথা আমি পাই, তোমায় আর ব্রতীনকে বলছিলাম এজন্যই , আমার মনে হয় কাউকে কাউকে আমি বলতে পারি, সে জায়গাটা আমার আছে।অনেক সময় ই বলি না। ব্রতীন যে গুলো কর্তব্য টই তে লিখলো তারপরেও তোমরা ওকে তারপরেও ধরতে পারলে না? যদি বেচারী বিন্দুমাত্র বড় হয়ে থাকতো অত অকপটে ওভাবে লিখে দিতো কি? আর বলোতো তাতে করেও কি কিছু প্রমান হলো? কেয়াকে তো আমার যথেষ্ট সুখী লাগে দেখে।সবাই ওকে পুরুষসিংহ বলে ডাকতে লাগলে, সেটা কিন্তু ও হাসি মুখেই মেনে নিলো, বন্ধু বলে,কি মনে হয় খোঁচাটা ব্রতীন ধরতে পারছে না?ব্রতীনের স্টেটমেন্টের পরে সমানে ওকে এটা বললে মানে এটা বোঝাতে চাইলে তাহলে এই হলো করে কথা বাড়িয়েই যাওয়া হলো,ব্রতীন কিন্তু বারবার প্রকাশ করছে যে আমি কি তাহলে এরকম, খারাপ পাচ্ছে, আমার ই বন্ধুরা আমাকে দেগে দিচ্ছে।প্রকাশ টা ওর পরিস্কার নয়।

    একমাত্র ব্যাঙকে দেখলাম কোনকিছুর তোয়াক্কা না করে লড়ে গেলো, অবশ্য এটাই ব্যাঙের বিউটি।

    আর পাই, ও জানে আমি এই পয়েন্টে ঠিক আছি, ও সেটা আঁকড়ে ধরে সমানে বলতেই থাকে, ঠিকাছে, কিন্তু সব সময় এটা কাজ করে না। আমি বলছি না ও ঠিক নয়। কিন্তু বাস্তব জীবনে এভাবে সমাধান আদেও আসবে না। অন্তত এই ধরনের অবস্থার ক্ষেত্রে।
  • Kaju | ১৫ জুলাই ২০১১ ১৭:৪৩ | 121.244.209.245
  • তিলুবাবু, না ও সমস্যা আমার তো হয় নাই। দগ্‌ধ, মুগ্‌ধ, উঙ্কÄল এসব নিয়েই কল বলচিলুম আর কি।
  • til | ১৫ জুলাই ২০১১ ১৭:৩০ | 124.169.5.110
  • কাজু।
    আপনি ই কি যার আমার মত কার্সর লাফানোর ঝামেলা হচ্ছিল?
    সমাধান পেয়ে গেছি। ঐ ল্যাপির কীবোর্ডই গোলমেলে।
    এক্‌স্‌ট্‌রা কীবোর্ড প্লাগ ইন করে নো সমস্যা অ্যাট অল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত