এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ২১ জুলাই ২০১১ ১২:০১ | 121.244.209.245
  • আসলে কোনো ছাত্তরকে 'অমলকান্তি' হতে দেখলেই দিদিমণির মনে বেজে ওঠে -

    তুমি ক্লাসে থাকো-ও-ও-ও
    আমার পানে চেয়ে চেয়ে
    ক্লাসে থাকো
    আমি বোর্ডের ওপর বেড়াই যখন লিখে
    ক্লাসে থাকো

    ইত্যাদি।

    সত্যি দাদু ওয়াজ আ জিনিয়াস !
  • pharida | ২১ জুলাই ২০১১ ১২:০০ | 220.227.148.193
  • না না একটুও বিরক্তিকর নয় তো।

    (এইবার ঝগড়া হবে, হবেই।)
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১২:০০ | 122.160.114.85
  • আর ফেসবুক খুললে দেখি এ তোমাকে স্মাইল পাঠিয়েছে, অমুকে ফার্মভিল রিকোয়েস্ট পাঠিয়েছে । আরো সব হাবিজাবি । আমি এসব চাই না, এসব কী জানতেও চাই না । কেউ পারেন ? বাঁচাতে ?
  • siki | ২১ জুলাই ২০১১ ১১:৫৮ | 123.242.248.130
  • ওগুলো ক®¾ট্রাল করা যায়। তা ছাড়াও, জিমেলে সেটিং করে ওগুলোকে সব স্প্যামে পাঠানো যায়। তারপরে দিনের শেষে স্প্যাম খালি করা তো একটা ক্লিকের ব্যাপার।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১১:৫৭ | 122.178.192.104
  • হ্যাঁ, ঐ ইমেলে আপডেট পাঠানোটা হেব্বি বিরক্তিকর।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১১:৫৪ | 122.160.114.85
  • সোস্যাল নেটওয়ার্কিং কী চাপের জিনিস রে ভাই । ফেসবুক, অর্কুট, লিঙ্কডিন, এখন আবার গুগল যোগ । সারাদিন শুধু অঢেল মেল আসে - এ নিজের লিস্টিতে তোমাকে জুড়েছে, অমুক তমুকের বন্ধু হয়েছে, এ ওর দেওয়াল লিখন করেছে - ধুত্তোর । এগুলো ব্যান করে দেয় না কেন কে জানে ।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১১:৪৮ | 122.178.192.104
  • ওদিকে ফেসবুকের একটা পাতায় কঠিন ঝগড়া বেঁধেছে, মার্ক জুকারবার্গ লাল-সবুজ কালারব্লাইন্ড নাকি লাল-নীল কালারব্লাইন্ড তাই নিয়ে।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১১:৪৭ | 122.160.114.85
  • সিকিও ঝগড়া না করে আড়ি করে দিচ্ছে । ধুস ।
  • byaang | ২১ জুলাই ২০১১ ১১:৪৪ | 122.178.192.104
  • আমি বেশ একটা সিরিয়াস ঝগড়া পাকানোর চেষ্টা করছিলাম। শান্তনু আমার সব চেষ্টায় জল ঢেলে দিলেন।
  • abastab | ২১ জুলাই ২০১১ ১১:৪২ | 61.95.189.252
  • পরের ক্লাসের অঙ্ক শেখাতো ভাল। গতবারে দিদির বাড়ি গিয়ে দেখি ভাগ্নী বেজার মুখে অঙ্ক কষছে মুখ গোমড়া কেন জানতে চাওয়ায় বলল ওগুলো স্কুলে একবার করেছে, আবার করতে হচ্ছে প্রাইভেট টিউটরের জন্য। তাকে নিয়ে তখনি অঙ্কের ধাঁধাঁ দিয়ে দেখা গেলো তুমুল উৎসাহ।
  • siki | ২১ জুলাই ২০১১ ১১:৪১ | 123.242.248.130
  • দুখের সঙ্গে আড়ি।
  • santanu | ২১ জুলাই ২০১১ ১১:৪০ | 91.226.168.2
  • তাহলে ঐ 'বেশ ভালো' টা ভুল ইন্‌ফার। সরি।
    কোনভাবে আপনার ছেলে, তখন টিচার যেটা পড়াচ্ছে,সেটা জানে (না হলে আর উত্তর দেবে কি করে) - বাকি টা সেম সেম।
  • s | ২১ জুলাই ২০১১ ১১:৩৮ | 117.194.96.174
  • ধন্যবাদ নেতাই।

    একটা ছবি খুঁজছিলাম আসলে। আবাপা-র সেরা বাঙালী পুরস্কার পেয়েছে আমাদের মাহবুব। ভাল নাম মাহবুবুর রহমান। আবাপা অবশ্য তাকে 'মেহবুবুর' করে দিয়েছে।
    কাজোতে একখান ছবি দিয়েছে, মঞ্চে আর সকলের সঙ্গে মাহবুব। ভাবলাম অনলাইনও পাওয়া যাবে, নেই। মানে আমি খুঁজে পেলাম না আরকি।

    নেতাইকে আরেকবার ধন্যবাদ
  • byaang | ২১ জুলাই ২০১১ ১১:৩৬ | 122.178.192.104
  • আরে আমি বলেছি নাকি পরের ক্লাসের অঙ্ক শিখতে! যারা বলেছে তাদের গিয়ে ধমকান। আমি বরং ধমক খেয়েছি তাকে সিনেমা দেখিয়ে বখানোর জন্য।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১১:৩৫ | 122.160.114.85
  • সিকির টিমের সবাই বুঝি রাজমা-চাওলের ভক্ত ?
  • prateek | ২১ জুলাই ২০১১ ১১:৩৩ | 24.162.193.106
  • উপরের ক্লাসের অন্‌ক কষার দর্কারটা কি? যা শিখছে ভাল করে শিখুক না!
  • byaang | ২১ জুলাই ২০১১ ১১:২৭ | 122.178.192.104
  • শান্তনু, এই অলিম্পিয়াডটায় যে কেউ বসতে পারে, পরীক্ষার ফি দিলেই হল। আর সে কেন উপরের ক্লাসের অঙ্ক কষতে পারে না, সেইজন্যই তো তার মা মরমে মরে আছে। আপনি সব কিছু উল্টো উল্টো ইনফার করলে কেমন করে চলবে?
  • Netai | ২১ জুলাই ২০১১ ১১:২৬ | 121.241.98.225
  • s | ২১ জুলাই ২০১১ ১১:২২ | 117.194.96.174
  • আনন্দবাজারের ইউনিকোড লিঙ্কটা কেউ একটু দেবেন প্লিজ
  • santanu | ২১ জুলাই ২০১১ ১১:২১ | 91.226.168.2
  • আরে এটা এক্ষপ্লেইন করা সোজা।

    আপনার ছেলে অংকে বেশ ভালো (ম্যাথ্‌স অলিম্পিয়াড এ গেসল বা প্রস্তুতি নিচ্ছিল, ক্লাস ৩ এ ৪ এর অংক শিখে ফেলেছে - এই সব পড়েছি)। এখন ক্লাস এ দিদিমনি ক্লাস ৩ এর সরল শেখাচ্ছে। সে তো এটা জানে, তাই তখন সে ভাবছে আজ শচিনের সেনচুরীটা হবে কি না। দিদিমনি খচে গিয়ে জিগেস করলে, সে উঠে অংকটা করে দিচ্ছে।

    দিদিমনি ভাবছে তাকে ইগনোর করছে।

    ঐ ডিডিদার দাওয়াই টাই মোক্ষম, দিদিমনির দিকে হাঁ করে তাকিয়ে, আকাশ পাতাল ভাবলেই হল।
  • siki | ২১ জুলাই ২০১১ ১১:২০ | 123.242.248.130
  • কুড়ি আজ নীলাম্বরী। বেশি না, মাত্র একটা পার্টিশনের ওপারে গিয়ে বসেছেন এখন। আকাশনীল সালোয়ার কামিজ, আকাশনীল টিপ।

    কুড়ি গুরুকে ঝোলাতেই পারেন না। শুক্রবার কুড়ির টিম আর আমার টিমের একটা জয়েন্ট লাঞ্চে যাবার চেষ্টা চলছে। ঃ-)
  • pharida | ২১ জুলাই ২০১১ ১১:১৮ | 220.227.148.193
  • গুরু বেশি চল্লে থমকে যায়। না চল্লে স্মুথ চলে - জানি ।
  • dukhe | ২১ জুলাই ২০১১ ১১:১৭ | 122.160.114.85
  • কুড়ির জন্যই ঝুলে যাচ্ছিল মনে হয় । তিনিও গেছেন, আর -
  • Netai | ২১ জুলাই ২০১১ ১১:১৭ | 121.241.98.225
  • তুক করে তাক/ কে লাগালো
  • siki | ২১ জুলাই ২০১১ ১১:১৫ | 123.242.248.130
  • আজ তো গুরু বেশ স্মুথ চলছে! কেউ কিছু তুক করল নাকি?
  • byaang | ২১ জুলাই ২০১১ ১০:০৫ | 122.178.192.104
  • ঃ-)))
  • dd | ২১ জুলাই ২০১১ ১০:০৪ | 124.247.203.12
  • পোলারে কও এক দৃষ্টিতে ম্যামের দিয়ে তাকায়ে থাকতে আর কিছুক্ষন পর পরেই হুঁ ওকে হুঁ ওকে কইতে।

    শুনিচি, এতে বিস্তর কাজ দেয়।
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:৫৯ | 122.178.192.104
  • এদিকে আমি একটু ঘেঁটে আছি, স্কুলে পেরেন্টস-টিচার মিটিং ছিল। প্রথমে নিয়মমাফিক প্রশংসা করে নিল, তারপর বললো ওর নাকি অ্যাটিচুড প্রবলেম আছে। আমি তো সেই শুনেই ঘাবড়ে গেছি। ভাগ্যিস, ছেলের বাবাও গেছিলেন মিটিংয়ে। তিনি বললেন - অ্যাটিচুড প্রবলেম মানে? একটু বুঝিয়ে বলবেন প্লিজ? দিদিমণি বললেন - আপনাদের ছেলে অসম্ভব অন্যমনস্ক। সব সময়ে অন্য জগতে বাস করছে। চোখ দেখলেই বোঝা যায় পড়া শুনছে না। কিন্তু যেই ওকে প্রশ্ন করা হয়, ও অমনি বলে ""আই নো দিজ'' বলে উত্তরটাও ঠিকঠাক দিয়ে দেয়। আমি মেনে নিচ্ছি ওর এই ব্যবহার, কিন্তু ক্লাস ফোর-ফাইভে গেলে তখন কী হবে? সব টিচাররা তো সমান হন না, তাঁরা মনে করতেই পারেন, যে ও টিচারদের পড়া শোনার দরকার নেই মনে করছে বলেই পড়া শুনছে না। এরকম ব্যবহারে সব টিচারই অপমানিত হন। প্লিজ ওকে একটু বুঝিয়ে বলবেন?

    ছেলেকে বাড়ি এসে বললাম, ""তুই পড়া শুনিস না, আর টিচার জিজ্ঞেস করলে বলিস ""আই নো দিজ, এই বলে উত্তর দিয়ে দিস'' ছেলে খুব অবাক হয়ে বললো - টিচার পড়া জিজ্ঞেস করলে উত্তর দেব না? আর আই নো দিজ আমি কখনো ই বলি না। তুমি আমার ক্লাসের সব বন্ধুদের জিজ্ঞেস করে দ্যাখো।

    এবারে আমি ঘেঁটে গেছি, ছেলেকে বুঝিয়ে কী বলবো?
  • pi | ২১ জুলাই ২০১১ ০৯:৫৮ | 72.83.103.132
  • অগস্ত্য যাত্রা হবে না ?
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:৪৭ | 122.178.192.104
  • অগাস্টে হবে না রে। এই যাত্রায় যদি না হয়, তাহলে সেই দিওয়ালির আগে আর হয়ে উঠবে না।
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:৪৬ | 122.178.192.104
  • রিশিডিউল করার কারণ কী? না, আজ আর আগামীকাল ইন্টারস্কুল ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল হবে ওদের স্কুলের মাঠে, কিন্তু সারাদিন পড়াশুনা হবে আর খেলা হবে সন্ধ্যেবেলায়, নোটিস পাঠিয়েছে ৫টা থেকে রাত্তির ৯টা অব্দি খেলা চলবে। ছেলে বেরিয়েছে সকাল সাতটায়, ফিরবে সেই রাত্তিরে।
  • siki | ২১ জুলাই ২০১১ ০৯:৪৩ | 123.242.248.130
  • পরের মাসে দুটো লং উইকেন্ড আছে। পনেরোই আগস্ট ভপ্পর ভোঁ, বাইশে আগস্ট জন্মাষ্টমী।

    সেই বুঝে তাক করে চলে এসো। আমরা দিল্লিতেই থাকছি।
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:৩৩ | 122.178.192.104
  • এই শুক্কুরবার মানে কাল? না রে কাল কী করে হবে? কাল তো ছেলের প্রথম সেমেস্টার শুরু হওয়ার কথা ছিল। এক হপ্তা ধরে চলার কথা ছিল। পরের শুক্কুরবারে শেষ। তো গতকাল নোটিস এসেছে, আগামীকালের পরীক্ষা রিশিডিউল করে পরের হপ্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং পরের শুক্কুরবারও শিওর নয় এখন।
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:৩০ | 122.178.192.104
  • আজকাল খুব আপশোস হয়, কলেজে পড়ার সময়ে যদি মোবাইল ফোন এবং ইউটিউব থাকতো! কত্তো কত্তো ভালো ভালো গান, স্কিট এইসব আপলোডানো যেত।
  • pi | ২১ জুলাই ২০১১ ০৯:২৯ | 72.83.103.132
  • বি ভী ঈ সো ও ও ও ও ন এর চেয়েও ?
  • siki | ২১ জুলাই ২০১১ ০৯:২৯ | 123.242.248.130
  • আমি তো সবই মিস করছি। লিংকের নিচে দু লাইন লিখে দিতে কী হয়?

    এই শুক্কুরবার কি দিল্লি আসছো?
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:২৮ | 122.178.192.104
  • দিয়ে দিয়েছি
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:২৫ | 122.178.192.104
  • ভী ঈ সো ও ও ও ও ও ন
  • pi | ২১ জুলাই ২০১১ ০৯:২৩ | 72.83.103.132
  • তোমার ভিডিওটা প্যারোদির টইতে দিয়ে দাও না !
  • pi | ২১ জুলাই ২০১১ ০৯:২৩ | 72.83.103.132
  • ইচ্ছে হল।
    ভাল্লাগলো না ?
  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:২১ | 122.178.192.104
  • এইটে ইসপেশ্যালি ব্যাঙদিকে দেওয়ার কী কারণ? উপল-অনিন্দ্যর (যদুপুর) স্কিটের সঙ্গে এটার কী সম্পক্কো?
  • pi | ২১ জুলাই ২০১১ ০৯:১৮ | 72.83.103.132
  • ব্যাঙদিকে এইটে দিলুম।
    আহা সিকি , কী মিস ই না কল্লে এটা !

  • byaang | ২১ জুলাই ২০১১ ০৯:১৩ | 122.178.192.104
  • আমিও একটা পচা দেওয়ার লোভ সামলাতে পারলুম না কিছুতেই।

  • pi | ২১ জুলাই ২০১১ ০৮:৫৮ | 72.83.103.132
  • *কি ?
  • pi | ২১ জুলাই ২০১১ ০৮:৫৩ | 72.83.103.132
  • *করিয়া
  • pi | ২১ জুলাই ২০১১ ০৮:৫২ | 72.83.103.132
  • আপন করে চাহিনি ও খুব সুন্দর।
    'কখনো মেঘ' কী ?
  • pi | ২১ জুলাই ২০১১ ০৮:৫১ | 72.83.103.132
  • ছায়াসূর্য।

    ইন ফ্যাক্ট, কাল যখন 'এসো আমার ঘরে এসো' দিয়েছিলাম, এই সিনেমার গানটার কথা ভেবেই দিয়েছিলুম।
  • siki | ২১ জুলাই ২০১১ ০৮:৫১ | 123.242.248.130
  • আরেকটা গান মনে পড়ে গেল। আশা ভোঁসলের গাওয়া।

    আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন করেছো।

    কোন সিনেমা?

    পার্থ ঘোষ গৌরী ঘোষের শ্রুতিনাটকের ক্যাসেট, প্রেম। সেখানে টেলিফোন প্রেম সংক্রান্ত নাটকে একটা গান ছিল গৌরী ঘোষের গলায়। রইল কথা তোমার হে নাথ, তুমিই জয়ী হলে। বোধ হয় অতুলপ্রসাদ।
  • siki | ২১ জুলাই ২০১১ ০৮:৪৮ | 123.242.248.130
  • এই দ্যাখো। এই রোববারেই টেলিফোন গেয়ে এলাম একটা জমায়েতে ঃ-)

    পটাশম্যাম, জাতিস্মর পেয়েছেন কাল?
  • siki | ২১ জুলাই ২০১১ ০৮:৪৭ | 123.242.248.130
  • জয়জয়ন্তী সিনেমার ঐ গানটা আছে? যেটা জয়জয়ন্তী রাগের ওপর বেস করে? "কেন ডাকো ...' কী যেন?

    আমার ওক্কুট ভিডিওতে একটা গান তোলা আছে। বর্ষার সিকোয়েন্সে শর্মিলা ঠাকুর। ব্যাকগ্রাউণ্ডে হেমন্তর গলায় ধীরলয়ে, এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে।

    এটা কোন সিনেমা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত