এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ২৩ জুলাই ২০১১ ১৮:৫৯ | 121.241.214.38
  • আমি আছি কিন্তু নাই
  • kc | ২৩ জুলাই ২০১১ ১৭:৪০ | 89.203.49.18
  • test
    ???????? ?? ?????? ?? ????? ??? ??? ??
    ????? ?? ???? ????? ?????-?-?????? ??? ??
  • Netai | ২৩ জুলাই ২০১১ ১৬:২৫ | 182.64.70.130
  • আমিও দিল্লী বেরুবো এই এখনি।
  • kumudini | ২৩ জুলাই ২০১১ ১৪:৩৯ | 122.160.159.184
  • সময় কর্তে পারলে ফোনাবেন,সিকি নং জানে।
  • santanu | ২৩ জুলাই ২০১১ ১৪:২৬ | 91.226.168.2
  • সামনের শনিবার রাত ৯-১০ এ আসবে।
  • kumu | ২৩ জুলাই ২০১১ ১৪:০৭ | 122.160.159.184
  • শান্তনু,দিল্লীতে কবে আসবে/আসবেন?
  • santanu | ২৩ জুলাই ২০১১ ১৩:৩৯ | 91.226.168.2
  • ও ভাই কেসি,

    আমার চাকরি সাইটে, ৬ দিন অফিস (সে কাজ থাকুক আর না থাকুক)। ছুটি জমানোর কোন ব্যাপার নাই।

    নিতাই,

    শনিবার হুইস্কি বা ভদকার রাত। বিয়ার রা কাঁদলেই তো আর হবে না, তাদের পালা রবিবার ঘুম থেকে উঠে - একটা ডিসিপ্লিন নেই?
  • kc | ২৩ জুলাই ২০১১ ১৩:৩৬ | 89.203.49.18
  • কুমুদি, মেল দ্যাখেন।
  • Netai | ২৩ জুলাই ২০১১ ১৩:৩১ | 182.64.70.130
  • প্রসেনজিৎ
    এই বয়সেও কি ভালো অ্যাক্টো করছে।
  • kumudini | ২৩ জুলাই ২০১১ ১৩:২৯ | 122.160.159.184
  • কেসি,একটা গান হোক।তোমার পছন্দ মত বা প্যারডি টইতে দুখের লেখা গানটা শুনিও।
    অফ কোর্স,তোমার সময়,সুবিধা অনুযায়ী।
  • kc | ২৩ জুলাই ২০১১ ১৩:২৪ | 89.203.49.18
  • শান্তনুদা, শনিবারে আপিস করে ছুটি জমাচ্ছে। আম্মো করি।
  • kumu | ২৩ জুলাই ২০১১ ১৩:২২ | 122.160.159.184
  • নেতাই,তোমার নাম কী?সোজাসুজি কইয়্যা দাও।
  • Netai | ২৩ জুলাই ২০১১ ১৩:১৭ | 182.64.70.130
  • শান্তনুদা অফিসে? বিয়ারগুলো কাঁপছে আর কাঁদছে ফিজের মধ্যে ঠান্ডায় ঠকঠক।
  • Netai | ২৩ জুলাই ২০১১ ১৩:১৫ | 182.64.70.130
  • সিঁফোদা শেষপর্যন্ত চিনতে পেরেছে। ঃ)
    আমি অবশ্য আগে থেকেই জানতাম।
  • sanatnu | ২৩ জুলাই ২০১১ ১৩:০০ | 91.226.168.2
  • এই শনিবার সকাল টা খুব খারাপ। দেশের লোকের অফিস বন্ধ, শেয়ার বাজার বন্ধ। ইউরোপ, মধ্যপ্রাচ্য সব দোকান বন্ধ।

    ভাট ও প্রায় বন্ধ।

    আমি কাজ নেই, অফিসে পিদিম জ্বেলে বসে আছি - জঘন্য ব্যাপার।
  • kumu | ২৩ জুলাই ২০১১ ১২:৫৩ | 122.160.159.184
  • ক্ষেউ নাই?
    জান্তাম।
    সবাই উইকেন্ডে ল্যাদ খাচ্ছে/বেড়াচ্ছে/বাজার করছে/ফিলিম দেখছে।
    এমনকি ডিডিদা পজ্জন্ত!!
  • sinfaut | ২৩ জুলাই ২০১১ ১১:৫৪ | 117.194.244.176
  • নেতাই ভালো লেখে।
  • nk | ২৩ জুলাই ২০১১ ০৭:১৩ | 151.141.84.194
  • থ্যাংকু অরণ্য। বুঝলাম। ঃ-)
  • lcm | ২৩ জুলাই ২০১১ ০৭:০৩ | 69.236.169.213
  • অভিজিৎ অখাদ্য।
  • aranya | ২৩ জুলাই ২০১১ ০৬:৪৬ | 144.160.226.53
  • প্রোগ্রাম মোটামুটি ভালই হয়, তবে কয়েক বছর ধরে বম্বের সেকেন্ড গ্রেড শিল্পীদের নিয়ে এসে হিন্দী গান গাওয়ানো হচ্ছে, এবার কুমার শানু, গতবার অভিজিৎ। আমার ভাল লাগে না, কারো কারো নিশ্চয়ই ভাল লাগে।
    অভিজিৎ বোধহয় ৪০ হাজার ডলার নিয়েছিল , টোটাল অপচয়। অলকা ইয়াগনিক-ও গাইলেন এবার, তিনি হয়ত বম্বের সেরা পাঁচ গায়িকার মধ্যেই পড়েন এখনও, তবে এই বঙ্গসম্মেলনে তেড়ে হিন্দী গান জিনিসটাই কেমন যেন লাগে।
  • aranya | ২৩ জুলাই ২০১১ ০৬:১০ | 144.160.226.53
  • বঙ্গসম্মেলনে ৯৯% পশ্চিমবঙ্গের বাঙালী, ১% বাংলাদেশী, মানে আমার যা মনে হয়। বাংলাদেশী-দের নিজস্ব সম্মেলন একটা নিউইয়র্কে জ্যাকসন হাইটে হয়, মুক্তধারা প্রকাশনীর মালিক বিশ্বজিত সাহার ব্যবস্থা পনায় - হু আ ইত্যাদিরা আসেন, কলকাতার বিগ শট লেখক রাও আসেন - নীরেন চক্কোত্তি, সমরেশ প্রমুখ। শ্রোতা, দর্শকের অনুপাতটা বোধহয় বঙ্গর বিপরীত, ৯৯% বাংলাদেশী, ১% পশ্চিমবঙ্গের বাঙালী।
  • nk | ২৩ জুলাই ২০১১ ০৪:২৯ | 151.141.84.114
  • বঙ্গমেলা বা বঙ্গ-সম্মেলন এগুলোতে কারা যান? মানে সব বাঙালিরাই যান? ভারত ও বাংলাদেশের? নাকি উভয় দিকের বাঙালিরা আলাদা আলাদা সম্মেলনে যান? দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেরকম টেনশন দেখলাম! তার উপরে এক্সট্রা জটিলতা হিসাবে আছে ধর্ম আচার-অনুষ্ঠান ভাষার নানা টান আর ইগো প্রবলেম। এসব কী ভাবে সমাধান হয়ে বেশ মিলনমেলা হয় জানতে ইচ্ছা হয়।
    কেউ প্লীজ সচক্ষে দেখা অভিজ্ঞতা পেশ করুন যদি তেমন কেউ থাকেন।
  • A | ২৩ জুলাই ২০১১ ০২:৩১ | 99.183.187.229
  • @ ব্রতীন,

    ২০০৮-এ কলম্বাস-এ যেটা হয়েছিলো সেটা বঙ্গ মেলা, যেটা নতুন। আর ২০০৮ বঙ্গ সম্মেলন টা হয়েছিল টরন্টো তে।
  • Netai | ২৩ জুলাই ২০১১ ০১:৩২ | 182.64.70.130
  • দিল্লী থেকে জয়পুর খুবই ভালো রাস্তা। ২৫০ কিমি NH। রেস্টের অসুবিধা হবেনা। জয়্‌পুর থেকে আজমীরও রাস্তা ভালো হবে নিশ্চয়ই। ১১০ কিমি। আজমীর আর পুস্করের দূরত্ব ৩০ কিমি।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:২০ | 68.84.239.41
  • তাও তো বটে, দেশে এখন বর্ষা --আমাদের এখানে টগবগ করে ফুটছে সব, এখন।
    রাস্তাঘাট কেমন , মানে রাস্তায় থেমে ভাল রেস্ট এরিয়া আছে?
  • Netai | ২৩ জুলাই ২০১১ ০১:১৩ | 182.64.70.130
  • এখন গরম তো অনেক কম। আর অসহ্য হলে এসি তো আছেই। কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাবে অবশ্য।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:১১ | 68.84.239.41
  • এই গরমে গাড়ী চালিয়ে--বাপরে!!
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:১০ | 68.84.239.41
  • আরে বাহ! আমাদের এখানে দিলীপ শ্যামলী যায় প্রতি বছর ওদের ও গ্রামের পুরোনো কালী পূজো---কি পোদ্দরের কালী যেন বলেস্বপ্নে পাওয়া!
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০১:০৯ | 117.194.102.31
  • না এই বার কাটি । বেজায় ঘুম পাচ্ছে। নেতাই,নীনা দি , LCM দা শুভ রাত্রি এবং দিন।
  • Netai | ২৩ জুলাই ২০১১ ০১:০৮ | 182.64.70.130
  • পুস্কর যাওয়াটাই চাপের। গাড়ী চালিয়ে যাবো ঠিক করেছি। এদিকে এতো লম্বা চালাইনি কোনোদিন। এক রুমমেটের বাড়ী আজমীরের কাছে। ওখানেই রাত্রিবাস।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:০৮ | 68.84.239.41
  • পুষ্করে ব্রহ্মা মন্দির --কত কত মন্দির ওখানে ! তোমাদের কি মজা কি সুন্দর সব জায়গায় ঘুরে বেড়াও!
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০১:০৭ | 117.194.102.31
  • আমরা তো প্রতি বার যাই । তবে কালী পুজোয়। আমাদের বাড়ির পুজো প্রায় ৬৫/৭০ বছরের পুরোনো।আগে বলি হত। বছর দশেক বন্ধ হয়েছে।
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০১:০৬ | 117.194.102.31
  • কলম্বাস,ওয়াইহো।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:০৫ | 68.84.239.41
  • আমি একবারই গ্রামের পূজো দেখেছি --বাহিড়ি (বোলপুরের কাছে) তে, খুউউব ভাল লেগেছিল।
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০১:০৫ | 117.194.102.31
  • পুষ্কর র গেলে সাবিত্রী মন্দিরে উঠো চাপ নিয়ে। হাতে সময় রেখো। অনেক টা উঠতে হয়।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:০৩ | 68.84.239.41
  • শ্রীকান্ত এবার বড়ই হতাশ করেছে --একেবারে শ্রীহীন কান্ত--২০০৮ এ কি অ্যাটলান্টায় ছিল বঙ্গ?
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০১:০৩ | 117.194.102.31
  • আমদের গ্রামে আছে ২ টো পুজো । তারা ৫ বাড়ির পুজো আর আট বাড়ির পুজো নামে খ্যাত। তবে এখানের বৈশিষ্ট্য হল এক চালার ঠাকুর।
  • Netai | ২৩ জুলাই ২০১১ ০১:০৩ | 182.64.70.130
  • ১৫ আগস্ট আমরা যাচ্ছি আজমীর, পুস্কর।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:০২ | 68.84.239.41
  • বতীনবাবু এখন যদি শ্বশুরবাড়ী থাকতে এই রাত-দুপুরে কম্পুতে কুটকুট কত্তে হোতোনি ঃ-))
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০১:০১ | 117.194.102.31
  • ২০০৮ র বঙ্গ-সন্মেলনের শ্রীকান্ত র গাওয়া ' বঁধুয়া তোমার( নাকি আমার) চোখে জল ' ব্যাপক লেগেছিল। গানটা আসলে জটিলেশ্বর মুখো র ।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০১:০০ | 68.84.239.41
  • কখনও গ্রামের বনেদী বাড়ীর পূজো দেখ, একেবারে অন্য রকম--ঠিক মনে হয় মাদূর্গা বাপের বাড়ী এসেছেন
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০০:৫৮ | 117.194.102.31
  • হ্যাঁ ঠিক বলেছো। পুজোর সময় কলকাতা আমি ছাড়তে চাই না। এখন অবধি কোন পুজোয় বেড়াতে যাই নি।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০০:৫৮ | 68.84.239.41
  • গান গাইতেই তো ডেকেছিল কিন্তু আজকাল গায়করা বকবক বেশি করে
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০০:৫৭ | 68.84.239.41
  • মথুরা বৃন্দাবনে দোল, গোয়াতে ক্রীসমাস, আর নর্থ কলকাতার বনেদি বাড়ীর দূর্গা পূজো --যে না দেখল তার জীবন বৃথা
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০০:৫৬ | 117.194.102.31
  • ইয়ে, শানু কে গান গাইবার সুযোগ দেয় নি?....
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০০:৫৪ | 68.84.239.41
  • ঃ-) এক ওভারে কটা বল ছোঁড়ে ক্রিকেটে
    ছটা
    না একটা বল ছবার
    এবার শানু এই জোকটা বল্ল বঙ্গতে
  • Bratin | ২৩ জুলাই ২০১১ ০০:৫২ | 117.194.102.31
  • রিভ্যিয়ু করে দেখলাম, নীনা দির রেসিপি তে ভুল আছে। গরম জল স্টোভে বসাতে বলেছে। ঃ-))
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০০:৫০ | 68.84.239.41
  • *নিট
    উফ!!
  • lcm | ২৩ জুলাই ২০১১ ০০:৫০ | 69.236.169.213
  • বেন্দাবনে না মথুরায় কোথায় জানি কোন মন্দিরে সোনার তালগাছ ছিলো। একবার দেখার ইচ্ছে আছে।
  • Nina | ২৩ জুলাই ২০১১ ০০:৪৯ | 68.84.239.41
  • তাহলে কষে একখান হুইস্কি মেরে দাও নীত, ল্যাদ ও সর্দ্দি দুই কাটবে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত