বাবা কেসি,তুমি কষ্ট করে পুরোহিত দর্পণ খানা পড়ে নাও না ভাই।নেটে না পেলে কল্কেতা থে আনিয়ে নাও।
abastab | ০৪ আগস্ট ২০১১ ১৫:২৪ | 61.95.189.252
কোথায় পুরোহিত দর্পণ আর কোথায় পঞ্জিকার ক পৃষ্ঠা।
kc | ০৪ আগস্ট ২০১১ ১৫:২২ | 194.126.37.78
ল্যাও ঠ্যালা। এরা এত সব বই পড়ে ফেলেছে, অথচ দ্যাখো, ভালো করে পঞ্জিকাটাও পড়ে লাই। যেকোনও বিশুদ্ধ সিদ্ধান্ত বা গুপ্তপ্রেসের ফুল পঞ্জিকাতে নিত্য পূজা পদ্ধতি দেওয়া থাকে। হুঃ।
kumu | ০৪ আগস্ট ২০১১ ১৫:১১ | 122.160.159.184
পঞ্জিকা দেখে পুজো? হায় ভগবান,কিসব ক্যান্ডিডেট?
abastab | ০৪ আগস্ট ২০১১ ১৪:৪৯ | 61.95.189.252
পঞ্জিকা দেখে পূজো করা যায় নাকি। আমি নিত্যকর্ম পদ্ধতি আর পুরোহিত দর্পণ ব্যবহার করি।
Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৪:৩২ | 121.244.209.245
দে-দি, একদম ঠিক। ম্যাঞ্জাররা নিজেরা ডাহা নন-টেকনিকাল বলেই না টেকনিকালি এক্ষপার্ট রিসোর্স খুঁজে বেড়ায়, যাদের ঘাড়ে যতই বোঝা চাপাও, রা কাটবে না। ইহা তো সর্বত্রই প্রযোজ্য। ;-)
কুমুদি, এর সবকটা কাজ আমি জানি, আমায়ও নিতে পারো :))
kumu | ০৪ আগস্ট ২০১১ ১৩:১৯ | 122.160.159.184
কাজের কাজ এগোচ্চে না,পদ্দই হোক তবে। ল্যাব থেকে ঘুরে আসি ততক্ষণ।
dd | ০৪ আগস্ট ২০১১ ১৩:১৬ | 124.247.203.12
নার্কেল নাড়ু খেতে পারি,বানাতে পারি,শক্ত হলে তাগ করে ছুঁড়ে বিড়ালের ঠ্যাং ভাঙতে পারি, ঝুরু ঝুরু হলে এইসক্রীমের উপর ছরিয়ে ফিউসন ডিশ কর্তে পারি। নার্কেল নাড়ুর উপর পদ্দ লিখতে পারি।
আমি ডবোল আঁতেল।
lcm | ০৪ আগস্ট ২০১১ ১৩:১৬ | 69.236.187.211
নারকেল নাড়ু বানানো খুব সোজা। নাড়ুর মন্ড একটু হাতে নিয়ে চেপে গোল কোরে ঘোড়ালেই নাড়ু।
dukhe | ০৪ আগস্ট ২০১১ ১৩:০৫ | 122.160.114.85
নারকেল নাড়ু খেতে পারি কিন্তু বানাতে পারি না । হাফ আঁতেল আর কি ।
kc | ০৪ আগস্ট ২০১১ ১২:৩৮ | 194.126.37.78
গুরুর ছোঁড়াছুঁড়িরা সবাই পারে ওসব কত্তে। ওসব যারা পারেনা তাদেরকেই আঁতেল বলা হয়।
dukhe | ০৪ আগস্ট ২০১১ ১২:৩৮ | 122.160.114.85
একদল প্যাকার্স অ্যান্ড মুভার্সের সঙ্গে আঁতাত করুন । কেউ সাষ্টাঙ্গে আটকে গেলে তুলে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ।
siki | ০৪ আগস্ট ২০১১ ১২:৩৭ | 123.242.248.130
কাজু, অতি পুরনো পরিচিত বাগ। সব বাগ এ মাসের শেষাশেষি মরে যাবে আশা করছি। ধৈর্য ধরো।
kumu | ০৪ আগস্ট ২০১১ ১২:২৮ | 122.160.159.184
@ব্যাঙ,এত্তকিছু পারো জেনে বড় আল্লাদ হল,এই গুরুর ছোঁড়াগুলো ভাবে গুরুনীরা কিচুই পারে না।
তবে কিনা, ঐ অজ্ঞানদের কতা ধরে কে!
Kaju | ০৪ আগস্ট ২০১১ ১২:১৪ | 59.163.201.173
kartrI লিখতে গেলাম। কী হল দেখো !
সিকি another bug।
Kaju | ০৪ আগস্ট ২০১১ ১২:১১ | 59.163.201.173
এই দ্যাখো, ব্যাঠিও তলে তলে আউটসোর্সের প্ল্যান করছে। তাহলে তো ইহাও ক্যান্সেল হবার মুখে। সিঙ্গল রিসোর্স উইথ মাল্টিস্কিল এক ও একমাত্র শর্ত। অদিতি আল্পনা বাদে সবই satisfy কচ্চেন। উনি পেয়ে গেলেন বলে। আল্পনা নাহয় গৃহক?Ñ£ নিজেই দিয়ে নেবে। শুধু শুধু ওটার জন্যে আর ডবোল রিসোর্স কি দক্কার?
Netai | ০৪ আগস্ট ২০১১ ১২:১১ | 121.241.98.225
দুব্বোঘাস আর কোথায় পাওয়া যাবে? সেসব কি আর আছে? গোবর ও তো দুর্লভ। ভঁইসের গোবরে তো কাজ হবেনা। তার চাইতে সিন্থেটিক গোবর আবিস্কার করলেই তো হয়। আর ফ্লেবারড চোনা?
siki | ০৪ আগস্ট ২০১১ ১২:০৫ | 123.242.248.130
একান্তই উঠতে না পাল্লে সুর করে করে গাইবেন, "আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই হুঁহুঁ হুঁহুঁ ইসে করো'।
কেউ না কেউ তুলে দেবে।
kumu | ০৪ আগস্ট ২০১১ ১২:০২ | 122.160.159.184
ক্ষী আশ্চর্য!!!!!
আপ্নেরা ক্ষী ভাবেন,কুমুর বন্ধুরাও সব কুমুর মতই ৯০ কেজি। ন্না,আমার বন্ধু অদিতি একজন নৃত্যশিল্পীও বটে,চমৎকার ফিগার,সাষ্টাঙ্গ প্রণাম তার কাছে জলবৎ।
byaang | ০৪ আগস্ট ২০১১ ১২:০২ | 122.167.209.136
ও হ্যাঁ, আমি চাঁদমালা, কাগজের শিকলি বানাতে এবং সাজাতেও পারব। চন্দন বাটতে পারব। কাজু আর নেতাইকে দুব্বোঘাস তুলে আনার কাজ দেওয়া হোক। আর নিতান্তই দরকার পড়লে গোবর আর চোনা আনার কাজটাও কাজু আর নেতাই ছাড়া কে করবে! তাই ওদেরকেও কোংয়ে রাখা হোক।।
Kaju | ০৪ আগস্ট ২০১১ ১২:০২ | 59.163.201.173
আচ্ছা কুমুদি, আমি বলে দিচ্ছি। নেতু-উ-উ, বকবক কোরো না।
কিন্তু ব্যাঠি রিসোর্স হিসেবে এগিয়ে কুমু + অদিতির তুলনায়।
siki | ০৪ আগস্ট ২০১১ ১২:০০ | 123.242.248.130
দিল্লির প্রান্তে থাকি, এখানে গাজিয়াবাদের গায়ে লাগোয়া গাজিপুর মন্ডী। মাছ মাংস ডিম সব্জী ফুল ইত্যাদির আড়ত।
ইদানিং এখানে খুব ট্র্যাফিক জ্যাম হচ্ছে। পালে পালে ভেড়া নিয়ে আনা হয়েছে। অসংখ্য, শয়ে শয়ে, হাজারে হাজারে ভেড়া, তারা মাঝে মাঝে দল বেঁধে রাস্তা পার হতে গেলেই বিপত্তি বাধছে।
সব বক্র-ঈদের জন্য আজমের না কোথা থেকে নিয়ে আসা।
kumu | ০৪ আগস্ট ২০১১ ১১:৫৭ | 122.160.159.184
ব্যাঙ,কুমু,অদিতি(কুমুর বন্ধু),র অ্যাপয়েন্টমেন্ট হইল। ডিডিদা উলু দেবেন ক্যানো?উনি তো এমডি। কাজু,নেতাই যেন বকবক না করে।
kc | ০৪ আগস্ট ২০১১ ১১:৫৬ | 194.126.37.78
আমার গপ্পটা শুনবেন? এখন চলছে রমজান, এরা বলে রমাদান। সে জন্য আপিস শুরু হয় সকাল সাড়ে নটায়, ছুটি হয়ে যায় বিকেল সাড়ে তিনটেতেই। তারপর বাড়ি ফিরে একটু হ্যাড্ডামাড্ডা কত্তে কত্তেই ইফতারি আর গাব্গার নেমতন্ন। রোজ লেগেই আছে। ভাল ভাল খানাদানা খেয়ে মুখ টকে গেল মশাই। পাঁচফোড়্ন টোম্যাটো দিয়ে আলুবড়ির ঝোলকে খুব মিস করি এসময়।
dd | ০৪ আগস্ট ২০১১ ১১:৫৫ | 124.247.203.12
তা কুমু, সাষ্টাংগে প্রনাম করে নিজে নিজেই উঠতে হবে। ক্লায়েন্টকে তো কইতে পারবে না "আমারে টেনে তুলুন"। সব দিকেই খ্যাল রাখতে হবে।
আরেকটা বিজিনেস প্ল্যান আমার অনেকদিনের, সেটা একেবারে দারুন। আরেক ফোরামে একবার লিখেওছিলাম, কিন্তু কেউ গা করে নি।
দেখুন, বিয়ে বাড়ীর কাজটাজ সবই তো প্রায় আউটসোর্স করেছেন কিন্তু নেমন্তন্ন করাটা এখনো হয় নি। ওটা, যতোটা সম্ভব নিজেই বাড়ী বাড়ী গিয়ে কর্তে হয়। তো ধুতিটুতি (নো লুংগি) পরে লোকের বাড়ী গিয়ে গিয়ে (সস্ত্রীক হলে খচ্চা ডাবোল) হাসি হাসি মুখে নেমন্তন্নো করবো। "আমার ক্লায়েন্টের বড়ো ছেলের বিয়ে। প্লিজ যাবেন, উদোম গিলবেন, ঠিক তো?"
শ্রাদ্ধতেও যাবো, দাড়ি না কামিয়ে, "আমার ক্লায়েন্টের জ্যাডাশ্বশুর আর নেই। উপ্ফ। অমুক দিন যাবেন, মেনু কিন্তু পিওর ভেজ।' এই সব বলে আসবো।
এই বিজিনেস হুলিয়ে চলবে।
Kaju | ০৪ আগস্ট ২০১১ ১১:৫৫ | 59.163.201.173
ব্যাঠি কিন্তু ভালো কম্পিটিটর। ঃ-))
byaang | ০৪ আগস্ট ২০১১ ১১:৫৩ | 122.167.209.136
আমি প্রায়শই সিন্নি মাখতে মাখতেই গামলা আধা সাফ করে ফেলি।
siki | ০৪ আগস্ট ২০১১ ১১:৫৩ | 123.242.248.130
বিটিডাব্লু, এ বছরের শারদীয়া আনন্দমেলা জুলাই মাসেই বেরিয়ে গেছে।
siki | ০৪ আগস্ট ২০১১ ১১:৫২ | 123.242.248.130
সিন্নি খাবার লোক না পেলে আমি আছি। গামলা ধরে চুমুক মেরে খাবো।
ক্লায়েন্ট হিসেবে ভাবুন কমরেড। যে কারুর কাছে একটা অ্যাসাইনমেন্টের জন্যে যেখানে যে কোং চারজন রিসোর্স পাঠায়, তাচ্চেয়ে অন্য জাগায় একজন সব জানা রিসোর্স-ই বেশী গ্রহণযোগ্য। ইহাই রিয়ালিটি। রিসোর্স কস্ট-ও তো বিচার্য না কি?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন