এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ০৯ আগস্ট ২০১১ ০১:৫৮ | 59.93.244.104
  • আরে, সামুর জন্মদিন চলে গেল? দুখেরও? অনেক শুভেচ্ছা দুজনকেই। খুব ভাল থাক
  • kk | ০৯ আগস্ট ২০১১ ০১:৪৭ | 69.245.8.145
  • খুব চলতি ধরণের হলেই ভালো হয়।
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০১:৩৬ | 151.141.84.194
  • প্রতিমূর্তি হতে পারে কি? নাকি আরেকটু চলিত ধরনের লাগবে?
  • kk | ০৯ আগস্ট ২০১১ ০১:৩২ | 69.245.8.145
  • কাউন্টার পার্টের বাংলা কি?
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০১:৩০ | 151.141.84.194
  • কোথায় লিখলেন দ্রি?
    দ্রি আছেনই বা কোথায়?
  • pi | ০৯ আগস্ট ২০১১ ০১:২৯ | 72.83.100.43
  • এখানে লিখেছিলাম কিনা মনে পড়ছে না। ক'দিন আগে ভিকিবাবুর ও জন্মদিন গেল তো।
  • pi | ০৯ আগস্ট ২০১১ ০১:২৯ | 72.83.100.43
  • দ্রি ক'দিন আগেই লিখলেন তো !
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০১:২৮ | 151.141.84.194
  • নিশি তো বেগুণ, তার আবার চৈতন্য কোথা????? ঃ-)
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০১:২৭ | 151.141.84.194
  • দ্রি কে খুব মিস করি। সেই ইলুমিনাতি, সেই নাইট টেম্পলার সেই স্কালস অ্যান্ড বোনস, সেই বিশ্বব্যাপী কন্সপিরেসি-
    ভালো কথা, দ্রি এখন কোথায়? কেউ জানেন?
  • Tim | ০৯ আগস্ট ২০১১ ০১:২৭ | 128.173.185.64
  • নিশিরও তো কম সে কম এক ডজন ইনকার্নেশন। তব কি নিশি দ্বিজ?
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০১:২১ | 151.141.84.194
  • দ্বিজগণের হয়। একটা হলো এমনি জন্মদিন, ভৌত। আরেকটা হলো চৈতন্যজন্ম, চেতনা বিকশিত হলো যেদিন। ঃ-)
  • aka | ০৯ আগস্ট ২০১১ ০১:১৪ | 168.26.215.13
  • কেন এই যে কদিন আগে নেতাইয়ের জন্মদিন গেল। একই জন্মদিনে দুইজন লোক নিয়ে প্রোবাবিলিটির অংক আছে কিন্তু একই লোকের দুই জন্মদিন নিয়ে নেই।
  • Netai | ০৯ আগস্ট ২০১১ ০১:১২ | 182.64.70.53
  • দুখেদা আর নেতাই আলাদা আলাদা। দুজনেই কবি ও সাহিত্যক এবং দুজনারই গোঁপ আছে। এছাড়া উনাদের মধ্যে কোনোরকম মিল খুঁজে পাওয়া যায়নি।
    দুখেদাকে অল্পের জন্যে বিলেটেড হ্যাপি বার্থডে।
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০১:০০ | 151.141.84.194
  • আচ্ছা, দুখে আর নেতাই কি একই?
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০০:৫৭ | 151.141.84.194
  • আহা ও কি দুখে একা খাবে? গুরুভাইবোনদের দিয়ে থুয়ে খাবে তো! ঃ-)
  • Tim | ০৯ আগস্ট ২০১১ ০০:৫৫ | 128.173.185.64
  • নিশি ভাচ্চুয়ালি দরাজ। ;-)
  • nk | ০৯ আগস্ট ২০১১ ০০:৫৩ | 151.141.84.194
  • দুখের জন্মদিনে একধামা লুচি, এক গামলা ঘুগনি আর এক বারকোশ সন্দেশ। ঃ-)
  • Tim | ০৯ আগস্ট ২০১১ ০০:৪৮ | 128.173.185.64
  • দুখেদাকে হ্যাবাড্ডি। সুখে থাকুন। ঃ-)
  • nk | ০৮ আগস্ট ২০১১ ২৩:৫৫ | 151.141.84.194
  • নৌকাডুবিও দেখে ফেল্লাম। ঃ-)
    তবে এই "চিত্র" আমাত্তো বেশ ভালোই লাগলো, ঐ খাজা গপ্পোকে বেশ গান টান দিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষধরন করেছে। ঃ-)
  • agantuk | ০৮ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 128.48.44.220
  • পুঃ সেদিন স্টারানন্দতে দেখলাম একজন ফোন করে অপর্না সেনকে বারবার 'আপনার প্রথম চিত্র', 'আপনার প্রথম চিত্র' ইত্যাদি বলে গদগদ হচ্ছেন। অনেক পরে বুঝতে পারলাম যে উনি 'সমাপ্তি'-র কথা বলতে চাইছেন।
  • agantuk | ০৮ আগস্ট ২০১১ ২৩:৪০ | 128.48.44.220
  • ই মৃ নিয়ে কথাটা যখন আবার উঠল, তখন আমার একটা বহুদিনের 'কনফ্যুজন' আবার বাজারে ছেড়ে দি। চিদানন্দবাবু যখন 'বই নয় ছবি' বলে আমাদের ধমকে দিলেন, তখন সেটা আমার হেব্বি এলিটিস্ট লেগেছে। বাঙ্গালি দর্শকের ফিল্মকে বই (book) বলার অভ্যাস যদি ভুল হয়, তাহলে তো ছবি (painting/photograh) বলাও ঠিক *একইরকম* ভুল, তাই না?
  • kumu | ০৮ আগস্ট ২০১১ ২৩:৩৭ | 122.176.2.249
  • তুমি তোমার কতা লিকবা,সে-এ-ই যেমন সচকা দেইখ্যা লিখসিলা,কে কী লিখসে তা দিয়া তোমার প্রয়োজন কী?
  • kumu | ০৮ আগস্ট ২০১১ ২৩:৩৩ | 122.176.2.249
  • ক্যানো,আহা,দ্যাখো দেখি ছেলেটার খালি পেট!
    দিল্লী আসো পরের উড়ানে,করিমসে খাওয়াইতাসি।
  • I | ০৮ আগস্ট ২০১১ ২৩:৩১ | 14.96.55.89
  • এছাড়াও লেখালিখির কী আর কিছু বাকি রেকেছেন মাঠাকরুন?
  • I | ০৮ আগস্ট ২০১১ ২৩:৩০ | 14.96.55.89
  • খালি পেটে ধর্ম হয় না মহায় !
  • kumu | ০৮ আগস্ট ২০১১ ২৩:২৯ | 122.176.2.249
  • অ বড়াই,ই মৃ-র রিভ্যুটা এইবার ল্যাখো।
  • amit | ০৮ আগস্ট ২০১১ ২৩:২৭ | 128.103.93.150
  • বুবুভা পড়া যাচ্ছে না।
  • I | ০৮ আগস্ট ২০১১ ২৩:২৪ | 14.96.55.89
  • দুখেরও শুভ জন্মদিন!! দুখেও জন্মেছিলেন নাকি !!! ক্ষী কাণ্ড !

    যাইহোক, জন্মেই ফেলেছেন যখন-হ্যাপি বাড্ডে ঃ-)
  • kumudini | ০৮ আগস্ট ২০১১ ২৩:১৯ | 122.176.2.249
  • এই যে,এই যে আমিও এসেচি।
    দুখে,শুভ জন্মদিন,শুভ জন্মদিন।
    হলদিরামের মিষ্টির প্যাকেট,হলুদ গোলাপ ফুল,আর খুব পছন্দের বই।
  • byaang | ০৮ আগস্ট ২০১১ ২৩:০৫ | 122.167.79.206
  • হ্যাপ্পি বাড্ডে দুখে। অনেক শুভেচ্ছা রইলো।
  • siki | ০৮ আগস্ট ২০১১ ২৩:০৪ | 122.162.75.242
  • এখনো টাইম আছে। দুখে হ্যাবাড্ডি।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২২:৫৫ | 168.26.215.13
  • দুখে শুভ জন্মদিন।
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২২:৫৩ | 178.61.96.29
  • দুখেকে হ্যাবাড্ডি।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:৪৯ | 72.83.100.43
  • কী কাণ্ড ! বিলম্বিত শুভেচ্ছা ! ( নাকি, এখনো সময় আছে ?)
    তা, এমনি দিনে জন্ম যখন দুখেদাকে দাদুর কিছু তো দিতেই হয়। এদিকে হাতের কাছে তো নৌকাডুবি আর চোখের বালির ইউটিউব লিং ই পাচ্ছি। দেবো ? ঃ)
  • agantuk | ০৮ আগস্ট ২০১১ ২২:৪১ | 128.48.44.220
  • এদিকে দুখেবাবুর জন্মদিনটা যে চুপিচুপি চলে গেল, সেটা কারো খেয়াল আছে?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২২:৪০ | 117.194.37.143
  • 'ইমি' দেখে এক বন্ধুর ফোন-
    দেখলে, এরকম অখাদ্য সিনেমা হবে আশা করিনি।
    কেন
    বয়ফ্রেন্ডের সঙ্গে শুয়েছিস, কোনো সিরিয়াসনেস নেই, মাছ দেখছে- ন্যাকামি যত!

    কি বলবো ভাবছি, তারমধ্যেই,
    আর ডিগনিটির কি অভাব- তুই একটা জনপ্রিয় নায়িকা,পরিচালকের ভালোবাসা পাবার জন্যে একি হ্যাংলামি! আত্মসম্মানের অভাব -ছিঃ ছিঃ
    মিনমিনে স্বরে বলি, আসলে ভালোবাসলে কোনো কোনো সময়... উত্তেজিত স্বরে আরে না না, ওটা নাকি ওর আত্মজীবনী,যে কোনো বয়সে সব সময় ই নিবেদিতপ্রাণ-কেন ,কি বাজে ,জঘন্য।অসহ্য লেগেছে- এই সব নানা কথা বলে রেখে দিলো।

    অনেকদিন বাদে খুব হাসলাম।
  • samran | ০৮ আগস্ট ২০১১ ২২:৩১ | 117.194.100.211
  • একে রোজা, তায় এই ঝুম বর্ষা। তায় জন্মদিন। মাইয়া নাই লগে। বাজারে মাছ নাই। ভাল্লাগে? এই আকালে পোলাডাই ভর্সা। বাসস্ট্যান্ডের পাশের মনজিনিস মানে মনের জিনিস না হইলেও কেক-পেস্ট্রি পাওয়া যায় বটেক। তা কাইল সন্ধ্যায় পোলায় এই মনজিনিস দিয়াই মন ভাল করিয়া দিল। বড়সড় এক চকোলেট কেক। স্বাদ? কেকে থুড়ি! পোলার নিজের গরজে-খরচে মনজিনিস। আহা। তার স্বোয়াদ কি বলে বোঝানো যায়!

    এই পাতায় এতজন শুভেচ্ছা জানিয়েছেন। কৃতজ্ঞ হয়ে রইলাম..

    সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ..
  • siki | ০৮ আগস্ট ২০১১ ২২:১৯ | 122.162.75.242
  • এটা ভালো আইডিয়া।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:১৪ | 72.83.100.43
  • না না, সুযোগ করে নিতে হয়।শুধু উইল থাকলেই হইল।

    সুভাষ বোসের মৃত্যুর বছর তো ওপেন।
    সেরকম হলে ১৯৬৫ তে মারা আবার কোন প্রমাণ বের করে ২০১৫ তে মৃত্যুর অর্ধশতবার্ষিকী পালন করে ফেলাই যেতে পারে।
    দিদির মাথায় যদি এই আইডিয়াটা এসে না থাকে, তো খসড়ার কোন একটা সংস্করণে দিয়ে দেওয়া যায়। কী মামু ?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২২:১১ | 117.194.37.143
  • সুভাষের চরিত্রে অনিন্দ্য ব্যানার্জী- 'এক আকাশের নীচে'র ডিরেক্টর
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:০৯ | 72.83.100.43
  • আর তারপরে আসছে 'বাইশে শ্রাবণ'। এই পুজোয়।

    সেই গল্প কী নিয়ে কেউ জানেন ? জানলে গায়ের কাঁটাকে অত যত্রতত্র ব্যবহৃত হতে দিতেন না !!

    গেস ! গেস !
  • m | ০৮ আগস্ট ২০১১ ২২:০৯ | 117.194.37.143
  • দিদির আসলে কিছু করার নেই- পরের জম্পেশ অনুষ্ঠান করার সুযোগ আসবে ধরতে গেলে ৫০ বছর পর। মোটামুটি উৎসবের সুযোগ আসবে ২৫ বছর পর- এইবারের জন্মদিনটা একটুর জন্যে মাকুদের হাতে রয়ে গেলো-
    এক্ষতি পূরণ হবার নাঃ(
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২২:০৯ | 168.26.215.13
  • Ishan | ০৮ আগস্ট ২০১১ ২২:০৭ | 117.194.37.143
  • মিঠুন্দা বোধ হয় সুভাষ নন। দেখে জানাব।

    "আমি সুভাষ বলছি'র পরে দেখব "উড়োচিঠি'। "বারোজন লোক, বারোটা এসেমেস, একটাই গল্প।' গায়ে কাঁটা দেয় ভাবতেই।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:০৬ | 72.83.100.43
  • সিকি, আমাকে পুরানো সেই দিনের কথার সুরে গাইতে দ্যায়নি।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:০৫ | 72.83.100.43
  • মিঠুন্দা সুভাষ !! :o

    মেক্যাপম্যানের ন্যাশানাল অ্যাওয়ার্ড বাঁধা !

    তবে, বলা যায় না। রামকেষ্টঠাকুর তো ভালই মানিয়ে গেসলো।
  • siki | ০৮ আগস্ট ২০১১ ২২:০৪ | 122.162.75.242
  • সুভাষ ঘাই আমি শুরুতেই খ্যাল করিচি।

    আমার মা বিশুদ্ধ রাবীন্দ্রিক টোনে গাইত, খিলতে হ্যায় গুলিয়া হাঁ। সম্ভবত এখনো গায়। আর গানটা যদি তেরে মেরে মিলন কি ইয়ে র‌্যায়না হয়, তাহলে তো কথাই নেই।

    পুরানো সেই দিনের কথা-র সুরে ঊর্বশী ঊর্বশী গান আমাদেরও র‌্যাগিং পিরিয়ডে গাইতে হয়েছিল। খুব ভালো লাগে শুনতে। এ ছাড়াও আছে, ওম জয় জগদীশ হরে-র সুরে জাদি তেরি নজর গাওয়া।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২২:০৩ | 168.26.215.13
  • আমরা দাদার নেতৃত্বে দাদু, সুভাষ ও ১৫ ই আগস্ট পুজো করতাম তো। সবেতেই ফ্ল্যাগ তোলা হত, বাতাসা আর ফুল দিয়ে পুজো হত। সেদিন ঐ ফ্ল্যাগের বেদিই উইকেট হত। আমাদের দেখে দেখে আশেপাশের বাড়ির ছেলেরাও শিখেছিল। ছোট থেকেই আমরা কেমন মসীহা টাইপ। দিদিও মসীহা।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:০২ | 72.83.100.43
  • তবে ছুটি নিয়ে যে লোকের কীসের এত আপত্তি !
    এমনি পড়ে পাওয়া ছুটি পেলে, তাও আবার এমন ঘনঘোর বরিষার দিনে, আমি তো দিদিকে পোচ্চুর আশীব্বাদ করতুম ! ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত