এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pik | ১৫ আগস্ট ২০১১ ১৮:০৮ | 72.83.74.17
  • কুমুদি, আমি তো ভালো কতাই কইলাম। কই নাই ?
  • kumu | ১৫ আগস্ট ২০১১ ১৮:০৭ | 115.241.204.35
  • আপুনেরা জন্মদিনে দুটি ভাল কতা কইতে পারেন্না?

    সর্ববিষয়ে ঐ লুঙ্গী?
  • Sibu | ১৫ আগস্ট ২০১১ ১৮:০০ | 71.103.149.170
  • এইটা কোন কথা হল, চ'ফুটিয়া লোকের লুঙ্গী হয় না!! কোন চিন্তা নেই কুমুবেন, ছ'ফুটিয়া লুঙ্গী যোগাড় হয়ে যাবে। লম্বা বলে কি আর লুঙ্গীর দেবতা ডিসক্রিমিনেট করবেন?
  • pi | ১৫ আগস্ট ২০১১ ১৭:৫৪ | 72.83.74.17
  • আমি তো ভাবলাম দু'দিন আগের বেঁচে যাওয়া কোন রাখি থাকলে দুখেদা সেইটা উপহার দেবার জন্য কুমুদিকে পরামর্শ দেবেন ঃ)
  • kumu | ১৫ আগস্ট ২০১১ ১৭:৫২ | 115.241.204.35
  • দুখে,সেই জ্যাগারিতে স্যান্ড।
    দাদা ছ ফুটিয়া,ঐ সাইজের লুঙ্গী হয় না।
  • siki | ১৫ আগস্ট ২০১১ ১৭:৩৫ | 122.162.75.232
  • আজ তো নেপোলিয়নেরও জন্মদিন। তাই।
  • kumu | ১৫ আগস্ট ২০১১ ১৭:২৬ | 115.241.204.35
  • ক্যানো হে সিকি?
  • siki | ১৫ আগস্ট ২০১১ ১৭:০৪ | 122.162.75.232
  • দাদা আর নেপোলিয়ন সমবয়েসী!
  • dukhe | ১৫ আগস্ট ২০১১ ১৬:৪১ | 117.194.231.196
  • দাদাকে আমার তরফ থেকে একখান নতুন চেক চেক লুঙ্গি ।
  • dukhe | ১৫ আগস্ট ২০১১ ১৬:৩৮ | 117.194.231.196
  • জন্মদিনে কালো ব্যাজ, থুড়ি, টাই লটকে ঘুরবেন ? এ কি 'ইয়ে বার্থডে ঝুটা হ্যায়' কেস ?
  • kumu | ১৫ আগস্ট ২০১১ ১৬:২৪ | 115.240.40.220
  • রান্না করে,খেয়ে,খাইয়ে এতক্ষণে টইম পেলুম এট্টু।

    আজ হোলো আমার কত্তার জন্মদিন।বিশ্বাস করা না করা আপুনাদের ইচ্ছা,তবে আমি তেনারে একখানা ঘোর কালো টাই দিয়েচি ও পায়েস রেদেঁচি।
  • kiki | ১৫ আগস্ট ২০১১ ১৬:০১ | 59.93.254.165
  • ফিক
  • dd | ১৫ আগস্ট ২০১১ ১৫:৫৮ | 122.167.25.168
  • তাঢ়াতাঢ়ীর মধ্যে কালিয়াটা লিখে দিচ্ছি। মুর্গ মুসল্লম বেশ বড়ো রেসিপি।

    স্রেফ প্যাজ ভাজুন, তার মধ্যে আরো দিন প্যাজ+আদা+রসুন। ফের ভাজুন। খ্যাল রাখবেন দুটো জিনিস, খুন কম আঁচে অকেনক্ষন ধরে ইনিয়ে বিনিয়ে ভাজবেন আর এট্টু অল্পো নুনের ছিটা দিবেন।

    আস্তো মশল্লা হাতে কুটুন। সেটা ভাজা প্যাঁজে দিন। ফেটায়িত দৈ দিন। কাঁচা আর শুকনো, দুরম লংকাই দিন। মাংস ঢালুন। লুন মিষ্টি দিন। বেশী আঁচে শুকিয়ে নিন।গরম জল দিয়ে সেদ্দো করুন।

    খান।
  • kiki | ১৫ আগস্ট ২০১১ ১৫:৪৭ | 59.93.254.165
  • আমার আবার ঘ্যানঘ্যান করা ছাড়া কিছুই ভাল্লাগেনা। ক্ষী জ্বালাতন।(মানে আমার না, আমার চারপাশে থাকে যারা,তাদের)
  • Jhiki | ১৫ আগস্ট ২০১১ ১৫:৪৩ | 182.253.0.98
  • মুর্গ মুসল্লম এর রেসিপিও দিন। রাঁধতে আর খেতে আমার বেশ ভালো লাগে..... তবে চুল বাঁধতে নয়।
  • kiki | ১৫ আগস্ট ২০১১ ১৫:৪২ | 59.93.254.165
  • ডিডিদাদা মনে করতে সেই সেলফিস জায়েন্টের মত করবেন্না যেন। মানে সেই দুদিন বলে দুবছর ঘুরে আসার মতম।তাড়াতাড়ি মনে করুন।(র না ড়?আশ্চর্য্য ঝামেলা)
  • dd | ১৫ আগস্ট ২০১১ ১৫:৩৫ | 122.167.41.119
  • সুরোজিত সেন তো খাসা লিখলেন। পড়েই চমৎকৃত।

    আর ঐ ক্লাসিফিকেশন যাইয়েন্না, টই= সিরিয়াস আর ভাট = ফ্যা ফ্যা। ভুগোল নয় মানুষই এয়ার্কির উৎস। কিছু লোক দু পাড়াতেই খালি ছ্যাবলামি করে , কয়েকজন সিরিয়াস ব্যাপারটা গম্ভীর ভাবে নেন, সর্বত্রই।

    গতো তিন দিনে রাঁদলাম মালাবারী ডিম, মাটন কালিয়া ও মুর্গ মুসল্লম। কালিয়ার রেসিপি দিমু খনে।

    এ ছাড়াও আরো কিছু,খুব দরকারী বিষয় আপনেদের জানানোর ছিলো।

    মনে পরলেই লিখে দেবো।
  • kiki | ১৫ আগস্ট ২০১১ ১৫:৩৪ | 59.93.254.165
  • আমার ছেলের ইতিহাস বইয়েতে রয়েছে,নাসিরুদ্দিন মামুদ মারা গেছেন ১২৬৫ AD তে আর রাজ্যকাল ১২৪৬-১২৬৬। এখন সে আমায় প্রশ্ন করছে , মারা যাবার ও পর সে কি করে রাজ্য শাসন করেছে?
  • Jhiki | ১৫ আগস্ট ২০১১ ১৫:৩২ | 182.253.0.98
  • আমি শনিবার খেলাম 'খাবজা (z) রাইস', UAE থেকে চলে আসার ঠিক ৫ বছর পরে middle eastern খাবার পেলাম!
  • dd | ১৫ আগস্ট ২০১১ ১৫:২৬ | 122.167.41.119
  • অনেকগুলো ইম্পর্ট্যান্ট কথা বলার ছিলো।

    এক তো, দেখুন ফেসবুকটা ঠিক রপ্ত হয় নি। ঐ খাতায় আমার নাম আছে। এইরকম। কিন্তু আমি ত্যামন অপারেট করতে পারি না। কেউ হয়তো একটা কমেন্ট করলো, সেটা যদি বা খুঁজে পেলাম কিন্তু উত্তর দিতে গিয়ে দেখলাম আমি নিজেই নিজের খায়ায় লিখে এসেছি।

    যারা ছেলে মানুষ তারা প্রতিমা বেদীর নাম ই শোনেন্নি। কি আর করা যাবে? উনি বছর পঁচিশ আগে ব্যাংগালুরু থেকে ত্রিশ চল্লিশ কিলোমিটার দুরে একটা নাচের শান্তিনিকেতন টাইপের রেসিডেন্সিয়াল গুরুগৃহ চালু করেন। নাম নৃত্যগ্রাম। তার সামনেই হোটেল। অতীব দুঃখের সংগে জানাই অতোদুরে বিশদ খরচা করে ঠেঙিয়ে গিয়ে বাধ্যতামুলক ভাবে ভেজু লাঞ খেয়ে আসতে হয়েছে গতোকাল। ড্রিং? হা হা হা। ছিলো বই কি। বাটার মিল্ক।এখনো রাগে কাঁপছি।

    এ ছাড়া আরো কিছু বক্তব্য আছে।
  • Jhiki | ১৫ আগস্ট ২০১১ ১৩:৪৬ | 182.253.0.98
  • স্বাধীনতা কি তা বুঝতে গেলে পরাধীনতা কি তা আগে বুঝতে হয়!!
    আজকে আমি বুঝছি, দেশে সবাই স্বাধীনতা দিবসে বর্ষনমুখর দুপুরে খিচুরি-ডিমভাজা খেয়ে ঘুমোচ্ছে, আর আমি সোসিত হয়ে চলেছি।
  • P | ১৫ আগস্ট ২০১১ ১৩:৪৬ | 193.28.178.61
  • @ suraji`t , :) .
  • Surojit Sen | ১৫ আগস্ট ২০১১ ১৩:৩৫ | 117.194.0.170
  • পনেরই অগাস্ট
    স্কুল জীবনের অর্ধেকটা মিশনারি স্কুলে কেটেছিল বলে তখন স্বাধীনতা দিবস ব্যাপারটা কিছু বুঝিনি। কারণ ওখানে পুরোটাই বিশ্বপিতার ব্যাপার। শশ্রুগুম্ফসম্বলিত শ্বেতশুভ্র পোশাকে তাঁকে দেখে একটাই গান মনে আসতো, ‘কাপড় এত সাদা কে করেছে বল? টিনোপল।’ ওনাকে খুশি রাখাটাই প্রধান কাজ। সব সময় খেয়াল রাখতে হতো, যে, মোগাম্বো খুশ হুয়া কী নহি। সেখানে ১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস- এই সব ছোটখাটো বিষয়ে কর্তৃপক্ষ মাথা ঘামাতো বলে মনে নেই, একটা ছুটি পাওয়া যেত, হোমটাস্কের ঠেলায় চোখে অন্ধকার।
    স্কুলের শেষ অর্ধটা বাংলা স্কুলে কাটলো বলে তখন স্বাধীনতা দিবস ব্যাপারটা একটু বুঝলাম। অগস্টের প্রথম সপ্তাহে ক্লাসে জিজ্ঞেস করা হতো কারা কারা ১৫ তারিখ স্কুলে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে আস্তে চাও, হাত তোলো। কয়েকজন হাত তুলতো, আমিও প্রথম দু বছর তুলেছিলাম। প্রথমবার গিয়ে দেখলাম, যারা ভাল গান গায় এরকম ছাত্ররা হারমোনিয়াম নিয়ে গাইল আর আমরা সমবেত কন্ঠে ওদের পিছনে গাইলাম। গান বলতে, একই সুত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, চল রে চল রে চল, হও ধরমেতে ধীর ইত্যাদি। তারপর প্রধান শিক্ষক মহাশয় পতাকা তুলতেন, সমস্বরে তিন বার জয় হিন্দ বলা, হাতে হাতে টিফিনের প্যাকেট(সিঙ্গাড়া,তেকোনা নিমকি,সন্দেশ,মিহিদানা, চানাচুর), বাড়ি ফেরা। দ্বিতীয়বার গিয়ে দেখলুম প্যাকেটে একটা আইটেম কম, মানে চানাচুর নেই, তার পরের বছর থেকে হাত তোলা বন্ধ করে দিলাম।
    কিন্তু স্বাধীনতা কী? এটা কেউ বলে দেয়নি। না অভিভাবক, না গৃহশিক্ষক, না স্কুলশিক্ষক, না পাঠ্যপুস্তক, কারণ এর সঙ্গে পরীক্ষায় পাশফেলের কোনও লেনাদেনা নেই। কোনটা স্বাধীনতা? স্কুল কেটে দল বেঁধে ফার্স্ট ডে ফার্স্ট শো ব্ল্যাকারদের সঙ্গে মারপিট করে শোলে দেখাটাই স্বাধীনতা? নাকি প্রথম বার আকণ্ঠ চোলাই(আমাদের এখানকার বিখ্যাত চাঁপা কলার চোলাই)খেয়ে বাড়িতে বমি করে ধিক্কৃত হওয়াটাই স্বাধীনতা? অথবা ঘোর সিপিএম আমলে কলেজে এস এফ আইয়ের বিরোধীতা করে গণধোলাই খাওয়া বা পাড়ার কাউন্সিলার বাড়িতে গণশক্তি দিতে এলে তাকে হেসে বলতে পারা যে, একটা বাংলা কাগজতো রাখি। আবার একটা পারব না, কি যেদিন হাওড়া স্টেশনের জি আর পি থেকে বাড়িতে খবর গেল যে ছেলে মারপিট করে ক্রিমিনালদের সঙ্গে ধরা পড়েছে।
    স্বাধীনতা কী? এ আমি জীবনের কাছে লাথিঝ্যাঁটা খেয়ে শিখেছি। এটা বুঝেছি যে যত স্বাধীন হয়েছি তত পরিশ্রম ও দায়িত্ব বেড়েছে । কেন না এই সমাজ সবসময় কানপট্টিতে রিভলবারের নল ঠেকিয়ে শাসিয়ে চলেছে ‘অব তেরা কেয়া হোগা কালিয়া’?
  • Sibu | ১৫ আগস্ট ২০১১ ১২:৫১ | 71.103.149.170
  • ঃ))

    হ্যাঁ, দুখে আজকে সিরিয়াস তক্কো করছে।

    ঘুনু কত্তে যাই, কাল আপিস।

    স্বাধীনতা দিবসের লুচি বোঁদে শুভ হৌক। আজকাল কি ঐ সব দেয়? আমাদের সময়ে ইস্কুলে, ক্লাবে দিত।
  • dukhe | ১৫ আগস্ট ২০১১ ১২:৪৮ | 117.194.241.196
  • কী জ্বালা ! kc আর দুখেকে মানুষ হতে দেবেন না ! আজ কী বলে এই ঘোর অমানিশার অবসানে -
    নজর দিয়েন না ।
  • kc | ১৫ আগস্ট ২০১১ ১২:৪৪ | 178.61.96.29
  • আজকে সত্যি স্পেশাল দিন। স্বাধীনতা দিবসের পুন্যলগ্নে দুখেবাবু সিরিয়াস পোস্ট করছেন।
    .... অরুণপ্রাতে তরুণদল ...
  • ppn | ১৫ আগস্ট ২০১১ ১২:৩১ | 112.133.206.18
  • ঃ)
  • Sibu | ১৫ আগস্ট ২০১১ ১২:২৩ | 71.103.149.170
  • আমার কত্তদিন সেরকম তেড়ে জ্বর আসে না। ভালো করে জ্বর এলে একদম ভালো হুইস্কি খাবার মত নেশা হয়, উইদাউট খচ্চা, উইদাউট অনি আনুষঙ্গিক প্রবলেম। তখন কম্ফর্টার মুড়ি দিয়ে শুয়ে শুয়ে স্বপ্ন দেখা।
  • Jhiki | ১৫ আগস্ট ২০১১ ১২:২২ | 182.253.0.98
  • ১০১ জ্বর তো বেশ ভালো, কেমন একটা তূরীয় অবস্থার মধ্যে থাকা যায় ঃ)
  • ppn | ১৫ আগস্ট ২০১১ ১২:১৭ | 122.252.231.10
  • আমার ১০১ জ্বর। কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছি আর থেকেই থেকেই মেয়ের মুখে বিচিত্র সব গান শুনছি। সবই জ্যানাগ্যানার সুরে।
  • Surojit Sen | ১৫ আগস্ট ২০১১ ১১:২৪ | 117.194.0.170
  • সেই অকালপক্কতার বয়স থেকে স্বাধীনতা দিবসে রেডিওতে আর পাড়ার মাইকে লতা মঙ্গেসকরের গলায় (এঁদের আবার গলায় বলা যাবে না, কন্ঠে বলতে হবে) 'আয় মেরে ওয়াতন কে লোগো' শুনে শুনে কান পচে গেল। এর থেকে যেদিন মুক্তি পাব, সেদিন আরেক স্বাধীনতার মুখ দেখব।
  • siki | ১৫ আগস্ট ২০১১ ১০:২৮ | 122.162.75.4
  • এভাবে লেখে না।

    ওপরে গিয়ে আগে ইউনিকোড ভার্সন সিলেক্ট করুন, তারপরে ইউনিকোডে লিখুন।
  • Surojit Sen | ১৫ আগস্ট ২০১১ ১০:০৯ | 117.194.0.170
  • #২৪৮৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৭;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৭৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৫৩;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৬;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৫৩; #২৪৭৬;#২৪৫৯;#২৪৮০; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭১;#২৪৯৬;#২৪৭২;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৮৮;#২৫০৩; #২৪৮০;#২৫০৩;#২৪৬৫;#২৪৯৫;#২৪৫১; #২৪৩৮;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৫৩;#২৫০৩; #২৪৮২;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩;#২৪৮৬;#২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৫;#২৪৮২;#২৪৯৪;#২৫২৭; '#২৪৩৮;#২৫২৭; #২৪৭৮;#২৫০৩;#২৪৮০;#২৫০৩; #২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৬৮;#২৪৭২; #২৪৫৩;#২৫০৩; #২৪৮২;#২৫০৭;#২৪৫৫;#২৫০৭;' #২৪৮৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৩; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৭২; #২৪৭৪;#২৪৫৮;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৮২;#২৪০৪; #২৪৪৭;#২৪৩৯; #২৪৫৫;#২৪৯৪;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭৬;,#২৪৮৮;#২৫০৩;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৮৯;#২৫২৭;#২৪৬৮;#২৫০৭; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭১;#২৪৯৬;#২৪৭২;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৮০;#২৫০৩;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৫৪;#২৪৯৭;#২৪৩৩;#২৪৬০;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭৬;#২৪০৪;
  • siki | ১৫ আগস্ট ২০১১ ০৮:৩১ | 122.162.75.4
  • আজ কাগজ আসতে পারে নি।

    এইমাত্র লাইট এল। পারফেক্ট রেনি ডে। খিচুড়ি দিবস।

    খারাপ লাগছে ঘুড়ি বেচা লোকগুলোর জন্য। আজ দিল্লিতে ঘুড়ি ওড়ানোর দিন।
  • byaang | ১৫ আগস্ট ২০১১ ০৮:২৩ | 122.178.202.197
  • লুরুতে রোদ্দুরে ঝকঝক করছে শরতের আকাশ। আজ পুজোসংখ্যা, আনন্দবাজার আর পত্রিকা কিনতে যাব।
  • pi | ১৫ আগস্ট ২০১১ ০৮:১৯ | 72.83.74.17
  • আমাদের মারাত্মক ঝড়-বৃষ্টি ! কী বাজ পড়ছে রে বাপ্স ! নেট, কারেন্ট দুইই নিভু নিভু। ঃ(
  • siki | ১৫ আগস্ট ২০১১ ০৮:১২ | 122.162.75.4
  • দিল্লি এল নিম্নচাপ। ভেসে যাচ্ছে সব ঃ-)

    অচিন্ত্য, বিক্রম সিংয়ের টইতে প্রচুর লিং আছে। সেখান থেকে শুনছো কি?
  • pi | ১৫ আগস্ট ২০১১ ০৭:২০ | 72.83.82.185
  • আহারে ! কী দুঃখের কথা ! বেচারী অভিনেত্রী !

    http://www.anandabazar.in/15raj1.html

    রিপোর্টিং এর কী ধরণ মাইরি !
  • fevi | ১৫ আগস্ট ২০১১ ০৪:৪৩ | 217.162.222.214
  • ঐ ডাক্তার গ্রেপ্তারের লেখাটাতে যে দুজনের নাম আছে, তারা কে? কোনো রাজনৈতিক পরিচয়?
  • achintyarup | ১৫ আগস্ট ২০১১ ০৪:৪০ | 59.93.255.203
  • এতক্ষণ বসে বসে মামুর লেখা পড়ে শেষ করলুম। এখন বিক্রম সিং-এর গান শুনছি
  • pi | ১৫ আগস্ট ২০১১ ০২:২৯ | 72.83.100.43
  • ঐ সব কিছু গেটেড হবার জন্য মামুর ঐ ২০৪০ অব্দি আর যেতে হবেনা, এই খবরগুলো পড়লে মনে হয় ....
  • pi | ১৫ আগস্ট ২০১১ ০২:২৮ | 72.83.100.43
  • মাম-মাটি-আই-টি ! ঃ)
  • P | ১৫ আগস্ট ২০১১ ০২:২৩ | 109.77.173.212
  • স্কুলের খবরটা পড়ে স্টান্ড হয়ে গেলাম !
  • P | ১৫ আগস্ট ২০১১ ০২:২১ | 109.77.173.212
  • ব্যাং , ( উফ্‌ফ কি খারাপ নাম। আসল নাম ধরে দাকা চলবে কি না তাও জানি না , আফটার অল তুই নিজে ইচ্ছে করে নিজেকে ব্যাং ডাকিস!!) ,
    মামুর লেখা শেয়ার করার জন্যে ধন্যযোগ। গো হাই টো গেট হাইট স্যাট করে মাথায় সেঁটে গেল , এদিক সেদিক ঠিক কোট করে দেবোখন ঃ)
  • S | ১৫ আগস্ট ২০১১ ০১:১০ | 90.200.14.201
  • সব school এরকম?। এটা বরখা বা কারুর কাছে কোনোভাবে পাঠানো যায় না?Electronic media তে এলে দু চারটে we the people হলে যদি কিছু হতো?
  • pi | ১৫ আগস্ট ২০১১ ০০:৫৩ | 72.83.100.43
  • ব্যাঙদি, স্কুলের টইয়ের তো গঙ্গা প্রাপ্তি হয়েছে ! ঃ(

    সিকি, সব স্কুলেই এমনি দশা ! :o

    একটা লেখা চটপট টাইপানোর জন্য কারুর সাহায্য পাওয়া যাবে ?
  • byaang | ১৫ আগস্ট ২০১১ ০০:৩৩ | 122.167.222.161
  • ঘুমোতে গেলাম। গুন্নাইট।
  • byaang | ১৫ আগস্ট ২০১১ ০০:২৮ | 122.167.222.161
  • সিকি, এগুলো একটু ঐ স্কুলের টইটায় তুলে দিবি, প্লিজ? আমি খুঁজে পাচ্ছি না।
  • byaang | ১৫ আগস্ট ২০১১ ০০:২৭ | 122.167.222.161
  • ছিঃ ছাড়া আর কী ই বা বলতে পারি! এর থেকে বাচ্চাগুলোকে ভর্তি না করা ভালো ছিল।
  • siki | ১৫ আগস্ট ২০১১ ০০:২৪ | 122.162.75.4
  • সেন্ট অ্যান্ড্রুজ স্কট স্কুলটা আমার বাড়ি থেকে সামান্য দূরে। স্কুলটা চিনি।

    গল্পটা ঐ স্কুলের নামে ছাপানো হয়েছে, এই আর কি। ডিপিএস নয়ডার ভেতরের কথা বলি? ঐ একই।

    ঐ ১০% এর কোটায় যারা আসে, তাদের ভরণপোষণের জন্য চার হাজার টাকা করে বাৎসরিক চাঁদা চাওয়া হয় বাকি পেরেন্টসদের কাছ থেকে, মোটামুটি অ্যাডমিশনের বছর ছাড়া আর কোনও বছরেই বিশেষ কেউ দেয় না।

    এই ১০%-দের ইউনিফর্মের রং আলাদা। বাকি ডিপিএস নয়ডা যেখানে সাদা ড্রেস, এদের জামার রং সেখানে ঈষৎ হলদেটে। দেখলেই চেনা যায় এরা ১০%।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত