এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:১৫ | 128.231.22.133
  • তো কী করছে ?

    কোন পূজাবার্ষিকীর কোন পাতায় চোখ ?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:১২ | 122.167.108.6
  • নাঃ
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:০৯ | 128.231.22.133
  • ব্যাঙদি কি ঘুমোচ্ছ ?
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:০৮ | 128.231.22.133
  • লামাদা, দারুণ কাটুক আজ ও সামনের দিনগুলো। এলোপাথাড়ি। আবোলতাবোল । ঃ)
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৩:৪২ | 122.167.108.6
  • কেউ ভাটাচ্ছে না কেন? আমার যে ঘুম পেয়ে যাচ্ছে!
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০৩:১৪ | 66.102.14.1
  • আইল রয়্যাল।
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০৩:১৪ | 66.102.14.1
  • আর এখন গেলে আইল র্য়্যালে ক্যাম্পিং ভুলো না।
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০৩:১০ | 66.102.14.1
  • রং দেখতে হলে কিন্তু আরো কিছুদিন পরে। মিশিগানে ঐ দিকে একগাদা বেড অ্যান্ড ব্রেকফাস্ট আছে। সেগুলোতে থেকে রং দেখতে খুব মজা। হোস্ট যদি একটু গোপ্পে হয় তো তার কাছ থেকে অনেক লোকাল গপ্প শোনা যায়। মনে আছে, ঐ রকম এক হোস্ট একটা লোকাল পাহাড়ের গল্প করেছিল। সেই পাহাড় থেকে পড়ে এক কাঠুরে মারা যায়। কাঠুরের মেয়ে গিয়ে সেই পাহাড়ের নীচে বসে থাকত বাবা কবে ফিরবে। শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০২:৫৫ | 173.163.204.9
  • অরণ্যদা, নজর দিওনি। গত দু বচ্ছর হতে চল্লো বাড়ি যাইনি। উইকেন্ড ট্রিপ কচ্ছি, তাও আবার চুরিচামারি করে বাগানো ছুটি। নেহাত ঘোরাঘুরির জন্য পয়সা দরকার....
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০২:৪৭ | 122.167.108.6
  • হ্যাঁ রে আকা, তোর হয়েছেটা কী! যেই না ভাবলুম আজ এট্টু তোর পা ধরে টানি, অম্নি রেগে অগ্নিশর্মা হয়ে হাঁটা লাগিয়েছিলিস কেন?
  • aka | ১৮ আগস্ট ২০১১ ০২:৪১ | 168.26.215.13
  • লামা হ্যাবাডে।
  • hu | ১৮ আগস্ট ২০১১ ০২:৩৫ | 12.34.246.72
  • আপার মিশিগান নিয়ে আমিও ফান্ডা চাই। রঙ ধরার সময় তো হয়ে এল। একটা উইকএন্ড কি যথেষ্ট হবে?

    লামাদা, হ্যাপি বার্থডে।
  • mita | ১৮ আগস্ট ২০১১ ০২:৩৪ | 64.191.211.55
  • দেখিনি তো, তুই মেসেজ করেছিলি? দেখছি।
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০২:২৭ | 66.102.14.1
  • আপার পেনিনসুলা দারুন জায়্‌গা। আর যাবার জন্যে এই সময়টাই ভাল।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০২:২০ | 122.167.108.6
  • মিতাদি, ফেসবুকে মেসেজ পাও নি?
  • mita | ১৮ আগস্ট ২০১১ ০২:০৮ | 64.191.211.55
  • লামা, শুভ জন্মদিন। খুব আনন্দে কাটাও, সকলকে নিয়ে খুব ভালো থাকো।
  • aranya | ১৮ আগস্ট ২০১১ ০২:০৭ | 144.160.226.53
  • লামার জন্মদিন বুঝি? অনেক শুভেচ্ছা, হাতের কলম ও তুলি অক্ষয় হোক।
    দেড় বচ্ছর হয়ে গেল কোন জঙ্গল/পাহাড়/উপত্যকায় পা পড়ে নি, আর এই তিমিটা সমানে এত ঘুরে বেড়ায় কি করে? এই ইয়েলোস্টোন ঘুরে এল, আবার দ্যাখ না দ্যাখ, আপার মিশিগানে যাবার তাল তুলেছে।
    টিম, হু, ইন্দো, সায়ন .. - আর আরো সব প্রকৃতিপ্রেমিক জনতার সাথে ঘুরতে যেতে হবে কখনও......
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০২:০১ | 198.82.19.30
  • লামাদাকে হ্যাবাড্ডি। ভালো থেকো।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০১:৫৩ | 122.167.108.6
  • লামাবাবু হ্যাপ্পি বাড্ডে। পেটপুরে ভালোমন্দ খেয়ে, বগল বাজিয়ে মহানন্দে কাটুক জন্মদিনটা।
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০১:৫১ | 198.82.19.30
  • বেশি করে লেখার কি সময় পাবো? এখনও ছবিছাবাই বাছা হলোনা! চেষ্টা করছি। ঃ-)
  • hu | ১৮ আগস্ট ২০১১ ০১:৪১ | 12.34.246.73
  • টিম, হলুদ পাথরের গল্প বেশি করে লেখ না! এখানে নয়। হারিয়ে যাবে। ন্যাশনাল পার্কের টইটাতে।
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ০১:১৬ | 115.184.78.83
  • বজ্রলামাদাকে শুভজন্মদিনের গুড উইশেজ!
    এমনিতেই খনি লোক, আরও অনেক কিছুর খনি হোক ঃ-)
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০১:১৪ | 198.82.19.30
  • লামার ভ্যালি আর হেডেন ভ্যালি। বিস্তর জীবজন্তু দেখা যায়।
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০১:১৩ | 198.82.19.30
  • আপার পেনিনসুলা নিয়ে কারুর ফান্ডা আছে? ওদিকেও একবার ঢুঁ মারবো ভাবছি।
  • nk | ১৮ আগস্ট ২০১১ ০১:১৩ | 151.141.84.114
  • লামার ভ্যালি শুনে আমাদের লামার কথা মনে পড়লো। ঃ-)
  • aranya | ১৮ আগস্ট ২০১১ ০১:১০ | 144.160.226.53
  • ইয়েলোস্টোন-ই সেই স্বর্গ, আম্রিকার একমাত্র ন্যাশনাল পার্ক, যেখানে পোচ্চুর জন্তু জানোয়ারের অবাধ বিচরণ, ভারতে কাজিরাঙার মত। রুজভেল্ট থেকে পুবের রাস্তায় লামার ভ্যালিতে ভোর বেলা অন্য এক ট্যুরিস্টের বাইনোকুলার কেড়ে নিয়ে দেখেছিলাম দিগন্তবিস্তৃত ঘাসবনে ঢেউ খেলিয়ে দৌড়চ্ছে মা গ্রিজলি, পেছনে দুই বাচ্চা - কি গ্রেস, কি সৌন্দর্য !
    ফিরে এসে তিমির মতই অবস্থা হয়েছিল, কেরিয়ার পাল্টে পার্ক রেঞ্জারের চাকরীর খোঁজখবর নিতে শুরু করেছিলাম, তার পর যা হয়, আবার সেই কর্পোরেট ঘানীতে :-(
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০০:৫৭ | 66.102.14.1
  • ইয়োলোস্টোন যাইনি কখনো। এবারে একবার যেতে হবে।
  • aranya | ১৮ আগস্ট ২০১১ ০০:৫৬ | 144.160.226.53
  • টিম, নিশ্চয়ই ইয়েলোস্টোন, তাই না?
    ব্যাঙের বন্ধুর চাকরীটা আমার সেই নত্তুন বয়সের কালে পেলে বড় ভাল হত ঃ-(
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০০:৫৩ | 198.82.19.30
  • শিবুদা,
    হলুদপাথর।
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০০:৫৩ | 198.82.19.30
  • বাসায় না, দিব্যি নদীর ধারে বসেছিলো। বল্ড ঈগলের ছানা খয়েরি রঙের হয়।
    এসবই হচ্ছিলো গাড়ির রাস্তা থেকে অনেক দূরে, জলাভূমি পেরিয়ে উপত্যকার মধ্যে। খালি চোখে দেখা যায়না।
    নদীর জলে ভাসছিলো একটা মরা বাইসন। গ্রিজলি বা নেকড়ের শিকার হয়ত বা। দূরে ঝোপের মধ্যে যে দুটো জন্তুকে দেখে নেকড়ে মনে হয়েছিলো সেগুলো যে নেকড়েই, হলফ করে কইতে পারিনা। নেকড়ের মতই অনেকটা দেখতে হয় কয়োটি। সম্ভবত সেরকমই দুটো চরছিলো। ওরা জোড়ায় জোড়ায় শিকার করে।
    রুজভেল্ট টাওয়ার থেকে পূবের দিকে একটা রাস্তা চলে গ্যাছে। সে এক এলাহি উপত্যকা, রাস্তার দুদিকেই। এন্তার বাইসন চরে বেড়ায়, এক একটা পালে কয়েকশো বাইসন। সেখানেই একটা সবুজ ঘাসে ছাওয়া টিলার মাথায় নেকড়ের ডেন। সত্যিকারের ধূসর নেকড়ে। এক দঙ্গল বিতিকিচ্ছিরি মানুষ টেলিলেন্স বাগিয়ে সারা সকাল বসেছিলো বলেই কিনা জানিনা, তারা সেদিকপানে এলোনা। অথচ খবর ছিলো আসার। ছানারা আগেই এসে গিয়েছিলো। বড়োরা সেয়ানা, তারা নির্ঘাৎ রুট পাল্টে নিলো।
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০০:৪৯ | 66.102.14.1
  • এসব কোথায় দেখা গেল? মানে পিছিয়ে পড়া করতে ইচ্ছে করছে না।
  • nk | ১৮ আগস্ট ২০১১ ০০:৪৫ | 151.141.84.114
  • ছানাটা কেমন? বাসায় বাবা ছিলো না? মা ঈগল কি ছানাকে খাওয়াচ্ছিলো? বাসা কেমন? কত উপরে?
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০০:৪৩ | 198.82.19.30
  • বরং বাইসনগুলো অনেক ভদ্র। দল বেঁধে এসে গাড়ির হেডলাইট শুঁকলো। তারপর চাটলো কিনা কইতে পারিনা। শেষে হেলতে দুলতে অবজ্ঞাভরে চলে গ্যালো।
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০০:৪১ | 198.82.19.30
  • কিসুই বল্লো না! নির্বিকল্প বসে রইলো, ছানার দিকে চেয়ে। পেলিকানটাও একইরকম ঝিমোতে থাকলো। একটা ব্লু হেরনও ছিলো, সেও ঠায় স্থির, খালি মাছের দিকে খেয়াল। পাখিদের ব্যাপারস্যাপারই আলাদা। পাত্তাই দ্যায় নি।
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০০:৩৯ | 66.102.14.1
  • বল্ড ঈগল তিমি দেখে কি বলল?
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০০:৩৭ | 198.82.19.30
  • ক্যানো থাগবেনা ক্যানো? বরম উৎসাহ বেড়ে যেতেই পারে। ঃ-)

    বল্ড ঈগল দেখলাম, স-শাবক। ভালো একটা বাইনোকুলারের অভাব বোধ করলাম তখন। আর একটা ভালো টেলি লেন্স। এইজন্যই বলে অর্থই অনর্থের মূল।
  • Sibu | ১৮ আগস্ট ২০১১ ০০:৩৭ | 66.102.14.1
  • গাইডের চাগরি খুব ভাল, যদি শর্মিলা ঠাকুর থাকে।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০০:৩৫ | 122.167.108.6
  • না হে নিশিকান্ত। লটবহর থাকলে লোকে ঘনঘন ছুটি চায় কিনা। সেই জন্য।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০০:৩২ | 122.167.108.6
  • সে তো আমিও সাতাশ বছর ব্যাচেলর থেকেছি।
  • nk | ১৮ আগস্ট ২০১১ ০০:৩২ | 151.141.84.114
  • বললেই হবে ব্যাচেলর। ওরা কি পরীক্ষা করে দেখবে???? ঃ-)
  • achintyarup | ১৮ আগস্ট ২০১১ ০০:২৯ | 121.241.214.34
  • আমি তিন বছরের বেশি ব্যাচেলার থেকেছি
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০০:২৯ | 72.83.74.17
  • ওহ। এবার তিমিবাবুর ও আর উৎসাহ থাকবে কিনা দেখা যাক । ঃ)
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০০:২৭ | 72.83.74.17
  • কেন? তিমি তিমি বলে ?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০০:২৭ | 122.167.108.6
  • ঐ চাগ্রিটা পেতে হলে ব্যাচিলর হতে হয় বাপু। কম করেও প্রথম তিনবছর।
  • achintyarup | ১৮ আগস্ট ২০১১ ০০:২৪ | 121.241.214.34
  • এ কিরকম একচোখোমি
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০০:১৫ | 122.167.108.6
  • ঐ চাগ্রিটা পাওয়ার যোগ্যতা এখানে একমাত্তর তিমির আছে।
  • achintyarup | ১৮ আগস্ট ২০১১ ০০:১৩ | 121.241.214.34
  • এইয়ো ব্যাঙ, আমার এক্ষুণি ওই চাগ্রীটা চাই। যোগাযোগ দে
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০০:০৭ | 122.167.108.6
  • আমার ঐ বন্ধুটাকে প্রথম বছরে পাঠিয়েছিল গাড়োয়ালের জঙ্গলে, পরের বছর নেপালের জঙ্গলে।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০০:০১ | 122.167.108.6
  • পারমিতা তুমিও FBর মেসেজ দ্যাখো। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত