এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ১০ আগস্ট ২০১১ ১৩:১৭ | 165.12.252.211
  • পুরষ্কার বিজয়? প্রমাণ তো লোপাট!
  • Netai | ১০ আগস্ট ২০১১ ১৩:১১ | 121.241.98.225
  • দেখেচো কান্ড!!!
    একই বিষয় নিয়ে তিনজন কবিতা লিখে রেখেছে।
    কবি ডিডি। কবি নেতাই। আর একজন বিখ্যাত কবি স্বনামধন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার বিজয়ী।
  • til | ১০ আগস্ট ২০১১ ১৩:০৯ | 165.12.252.211
  • দে-দি, স্টীল বলিয়া অশ্রদ্ধা করিবেন না কারণ ইহা অক্ষয়। সেই কবে কোনকালে পাতলা টিনের ন্যায় স্টীলের গামলা ও ভাত খাইবার থালা কিনেছিলাম, চার যুগ ও সাত সমুদ্দুর পেরিয়ে এখনও রান্নাঘরে শোভা দেয়! অ্যালুমিনিয়ামের কড়াতে যে কত ট্যাম্‌কার ভর্তি মুসুর ডাল রান্না হল!
  • de | ১০ আগস্ট ২০১১ ১৩:০৭ | 59.163.30.4
  • এতো বুড়ো কোনদিন হবো নাকো আমি
    হাসি-তামাসারে যবে কবো ছ্যাবলামি

    এটা কি?
  • Netai | ১০ আগস্ট ২০১১ ১৩:০৫ | 121.241.98.225
  • ডিডিদা আপনি সঠিক হবেন নিশ্চয়। তবে হাসি তামাসাই হবে মনে হয় হাসি ঠাট্টা লয়। আমারটা লয় কবিগুরু দ্বারা অনুপ্রাণিত আমার স্বরচিত কবিতা হয়েই থাক।
  • dd | ১০ আগস্ট ২০১১ ১২:৪৪ | 124.247.203.12
  • এতো বুড়ো কোনোদিন হবো নাকো আমি
    যবে হাসি ঠাট্টারে কবো ছ্যাবলামি।

    কোনটি সঠিক পাঠ?
  • Netai | ১০ আগস্ট ২০১১ ১২:৩৩ | 121.241.98.225
  • বুড়ো এবং কৌতুকপ্রেমী প্রসঙ্গে আরেন্টিস্যারের একটা এরম কি দু ছত্র আছে-
    প্রভু, তেমন বুড়ো না যেন কভু হই আমি
    হাসি তামাসারে কহিব যেদিন ছ্যাবলামি।
  • til | ১০ আগস্ট ২০১১ ১২:২৯ | 165.12.252.211
  • ভেবেছিলাম কেজি খানেক সোনা কিনে রাখবো (!), কিন্তু আজকাল সব চোরেরা আসে মেটাল ডিটেক্তর নিয়ে এবং বেছে বেছে সব কালুয়া বাড়ীতে!
    http://www.perthmint.com.au/metalPrices.aspx
    গ্রাফ দেখেছেন!
  • bb | ১০ আগস্ট ২০১১ ১২:১৮ | 117.195.188.165
  • আগের দিন গোলাপী আর আজ কালোর ওপর হলুদ শার্ট পরলে সে বুড়ো নয়, পটাশম্যাম বরং বাড়ী যাবার পথে চোখ দেখিয়ে নিন।
    ভাবনাওকো সমঝিয়ে, দিখায়াপে মত যাইয়ে ঃ)
  • kumu | ১০ আগস্ট ২০১১ ১২:১২ | 122.160.159.184
  • তিলস্যার-বেঁচে গেছি?ক্যানো?
    দে- না, এই সুচেতনার সাথে আলাপ হয় নি।

    আগের মিটীনে একটা বুড়ো গোলাপী শার্ট পরেছিল,আজ দেখলাম সে কালোর ওপর হলুদ ফুলছাপ শার্ট পরেছে।
  • de | ১০ আগস্ট ২০১১ ১২:১১ | 59.163.30.4
  • তিলুবাবু,

    আমি পাতি মদ্দবিত্ত -- সর্ষের তেল আর ইস্টিলের উপরে উঠতেই পাল্লাম না কখনো -- ওসব আপনাদের জন্য :)) -- ভালো আছেন তো?
  • til | ১০ আগস্ট ২০১১ ১২:০১ | 165.12.252.211
  • কুমুবেন, অল্পের জন্য আমার সহপাঠী হতে হতে বেঁচে গেছেন! আমিও বেঁচে গেছি হারাকিরি থেকে।
  • til | ১০ আগস্ট ২০১১ ১১:৫৮ | 165.12.252.211
  • দে-দি, সোনা না পেট্রল কি কিনলেন?
  • de | ১০ আগস্ট ২০১১ ১১:৫৫ | 59.163.30.3
  • কুমুদি, সুচেতনা-দি!
  • Kaju | ১০ আগস্ট ২০১১ ১১:৫৩ | 121.244.209.245
  • না ওটা আসলে একটু টিভির মত কল্লাম, দেখেন নি 'চ্যা-নিবি-না' তে? আজকাল মীরের কথাতেও পিঁক দিতে হচ্চে।
  • i | ১০ আগস্ট ২০১১ ১১:৫০ | 137.157.8.253
  • পিঁক না দিয়ে বিসর্গ দিলেই তো হয়। মেজোমাসি যেমন কয়েছেন।
  • kumu | ১০ আগস্ট ২০১১ ১১:৪৭ | 122.160.159.184
  • দে,সু-দি কে ঠিক বুঝলাম না।পুরো নাম কী?
  • de | ১০ আগস্ট ২০১১ ১১:৪৩ | 203.197.30.2
  • লন্ডনের অবস্থা তো সাংঘাতিক! সু-দি দের কি খবর কেউ জানে?
  • Netai | ১০ আগস্ট ২০১১ ১১:৩৭ | 121.241.98.225
  • খাল হয়ে গেছে তো ডিঙি চড়ে অফিস গেলেই হয়।
    বেলা বয়ে যায়
    ছোট্ট মোদের পানসি তরি
    সঙ্গে কে কে যাবি আয়
  • kumudini | ১০ আগস্ট ২০১১ ১১:৩৬ | 122.160.159.184
  • হেঃ,বাচ্চা বাচ্চা ছেলে সব এইটুকু সাঁতরাতে পাচ্চে না!আমরা রেগুলার প্রেসি থেকে শ্যামবাজার মোড় অব্দি হাঁটুজল ভেঙে বাড়ী ফিত্তুম।
  • lcm | ১০ আগস্ট ২০১১ ১১:৩২ | 69.236.187.211
  • ছুটির ফোয়ারা!
  • Kaju | ১০ আগস্ট ২০১১ ১১:২৯ | 59.163.201.173
  • আর এই জম্মাষ্টমী এলে আমাদের ওদিকে জে কী দশা হয় রাস্তার, সে দুঃখ আর কারে কই? ওদিন আবার লোকনাথের জম্মোদিন-ও বটে। সব ব্যাটারা বাঁক কাঁধে হু হা কচুয়া কত্তে কত্তে রাস্তার দুধার দিয়ে চল্ল। একে তো বাসটাস চলচে না, রাস্তা খুঁড়ে খাল করে রেখেচে, অটো অব্দি গলতে পারছে না। কী করে যে আসছি আপিস সেতো বলেইচি। ওইদিন আর বোধায় বাড়ি-ই ফিরব না। মা-গো !
  • dukhe | ১০ আগস্ট ২০১১ ১১:২৮ | 122.160.114.85
  • আয়ান ঘোষ কোথাকার লোক ? গুজরাটি ঘোষ হয় ?
  • kumu | ১০ আগস্ট ২০১১ ১১:২৭ | 122.160.159.184
  • ডিডিদা-১১-১৭ প্রবল সাপোট,এই ভ্রমণবেত্তান্ত গুলো পড়ে নিলেই অনেক পয়সা,সময় ও পরিশ্রম বেঁচে যায়।
    যেমন গত বছর সিকি আন্দামান যাওয়ার খচ্চা বাঁচিয়ে দিল।
  • siki | ১০ আগস্ট ২০১১ ১১:২৪ | 123.242.248.130
  • কিস্নো বঙ্গদেশের কেহ নহে। সত্য। কিস্নো টিপিক্যাল উত্তরপ্রদেশীয়। বাংলায় বলে নর্থ ইন্ডিয়ান। যাদব।

    কিম্বা গুজরাতিও হতে পারে।
  • Kaju | ১০ আগস্ট ২০১১ ১১:২৩ | 59.163.201.173
  • এ বাবা সানন্দা হয়ে গেছে, আ-কাট্টা বাদ্দ্যান।
  • dd | ১০ আগস্ট ২০১১ ১১:২২ | 124.247.203.12
  • দক্ষিন ভারতে এসেন গো আপুনেরা।

    ৩১ তারিখ ঈদ আর পয়লা গানেশ চতুর্থী। শুক্কুরটা এট্টু ছুটি নিলেই টানা পাঁচদিন ছুটী।

    বল্লে হবে ?
  • Kaju | ১০ আগস্ট ২০১১ ১১:২২ | 59.163.201.173
  • দিল্লিতে দুটো সানন্দা সোম্বার, আমাদের একটা। ঃ-( বলি কিস্নোর জম্মোদিনে ছুটির কী আছে অ্যাঁ? যত্তোসব। কিস্নো কি বঙ্গদেশের কেহ নহে?
  • dukhe | ১০ আগস্ট ২০১১ ১১:২২ | 122.160.114.85
  • ছিঃ, বড়াই । ডাগদাররে কেউ অমন কয় ? দুখের জিভ খসে যাবে না ?
  • siki | ১০ আগস্ট ২০১১ ১১:২০ | 123.242.248.130
  • পনেরো তাং - স্বাধীনতা দিবস
    বাইশ তাং - জন্মাষ্টমী
    একতিরিশ তাং - ঈদ
  • Kaju | ১০ আগস্ট ২০১১ ১১:১৮ | 121.244.209.245
  • *আপিসের স টা হাপিস হয়ে গেছে।
    *একটা
  • lcm | ১০ আগস্ট ২০১১ ১১:১৭ | 69.236.187.211
  • দিল্লীতে কিসের ছুটি কাজু - দিল্লী তে বেশী ছুটি?
  • dd | ১০ আগস্ট ২০১১ ১১:১৭ | 124.247.203.12
  • আর সেই পারমাদন কি একটা জংগুলে ভ্রমন বিত্তান্তো? সেটা বাকী আছে তো।

    এটা আইন। ঘুড়ে আসলে সেটা নিয়ে লিখতে হবে।
  • lcm | ১০ আগস্ট ২০১১ ১১:১৭ | 69.236.187.211
  • ও, তাইলে আমার পুরো পড়া হয় নাই, অর্ধসমাপ্ত রয়েছে। প্যাথোলজিক্যালি পিছিয়ে পড়ছি।
  • Kaju | ১০ আগস্ট ২০১১ ১১:১৭ | 121.244.209.245
  • পরের উইকেন্ডে কিসের ছুটি দিল্লির জনতার? আমাদের দোকানেরও দিল্লি শাখায় ছুটি ওইদিন। আর এখেনে দ্যাকো, ১৫ই এর সাথে একতা দিন জুড়ে নিয়ে কটা দিন বিষ্টি, জল-কাদা-পরিখাখনন-করা রাস্তা ঠেঙিয়ে আপি আসা থেকে রেহাই নোবো, তার জো আছে। কত (পিঁক) হলে লোকে ম্যাঞ্জার হতে পারে মাইরি !

    আচ্ছা এই পিঁক গুলো ধরতে পারেন তো কমরেডরা?
  • I | ১০ আগস্ট ২০১১ ১১:১৪ | 14.99.46.156
  • হ্যাঁ তো।
  • lcm | ১০ আগস্ট ২০১১ ১১:১৩ | 69.236.187.211
  • বড়াই,
    তোমার বাঁকুড়া ভ্রমন বেত্তান্ত কি সমাপ্ত হয়েছে।
  • I | ১০ আগস্ট ২০১১ ১১:১২ | 14.99.46.156
  • আমারে কিছু কইলেন? দুখে?
  • siki | ১০ আগস্ট ২০১১ ১১:১১ | 123.242.248.130
  • গিন্নীর বিশেষণ শুনে বিষম খেয়ে গেলাম ঃ-)))
  • dukhe | ১০ আগস্ট ২০১১ ১১:০৭ | 122.160.114.85
  • বানরের আজকের ওঠাও কি পতনের পূর্বাভাস ?
  • kumu | ১০ আগস্ট ২০১১ ১১:০৭ | 122.160.159.184
  • সিকিটা যে কী কয়!ঘরে অমন লক্ষ্মীমন্ত কেসচা রিসেসনপুরুফ গিন্নী,নিজে অ্যামোন ডাকসাইটে আইটি-
  • siki | ১০ আগস্ট ২০১১ ১১:০৭ | 123.242.248.130
  • দু-দুখানা লম্বা লম্বা উইকেন্ড। এমন প্রতি বছর জোটে না। ক্ষী আর করা!
  • Du | ১০ আগস্ট ২০১১ ১১:০৪ | 14.99.37.246
  • এতদিন শুদু ঘুড়ায় হাসতো অখন ঘুড়িয়ে হাসতাসে
  • siki | ১০ আগস্ট ২০১১ ১১:০২ | 123.242.248.130
  • না পটাশম্যাম, হটাৎ করে খুব গরীব হয়ে পড়িচি। চতুর্দিকে বাজেট কাট। কেবল ঘরে বসে পরের্বছর কোথাও বেড়াতে যাবার প্ল্যান কষছি।
  • lcm | ১০ আগস্ট ২০১১ ১১:০২ | 69.236.187.211
  • হো হো হো হা হা হা (ঘুড়িয়ে হাসলাম)
  • dd | ১০ আগস্ট ২০১১ ১১:০১ | 124.247.203.12
  • সবাই কি রদাবাঁ? (ঘুড়িয়ে বাঁদর কইলাম - হা হা হা হো হো হো)
  • kumudini | ১০ আগস্ট ২০১১ ১০:৫৯ | 122.160.159.184
  • সিকি,কোথাও যাচ্চো নাকি উইকেন্ডে?
    আমার এট্টু বেড়াতে কী-ই ইচ্ছে,কিন্তু বাড়ীতে কয়েকজন গেস্ট(ইঃ আমার কত্তা)আসবেন।
  • siki | ১০ আগস্ট ২০১১ ১০:৫৬ | 123.242.248.130
  • সবাই কি শেয়ার বাজারে চলে গেল?
  • Netai | ১০ আগস্ট ২০১১ ১০:০৭ | 121.241.98.225
  • আজ বেড়েছে। ৮২ চলছে।
    http://www.oil-price.net/
  • siki | ১০ আগস্ট ২০১১ ১০:০৩ | 123.242.248.130
  • আর ওদিকে জিবিপি এখন চুয়াত্তর। উফ্‌ফ, এই মওকায় একবার যদি রানীর দেশটা ঘুরে আসা যেত!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত