ভাট কবিতার মধ্যে উচ্চ রসবোধ বা বুদ্ধির ঝিলিক দেয়া স্যাটায়ার খোজার চেষ্টা বৃথা | প্রথমবার পড়ে এটাই লেগেছিল, 'আরে এর থেকে হাসির ছড়া তো জনতা বলে বলে লিখতে পারে, এই নিয়ে এত্ত' | কিন্তু হিউমার তৈরী করা মনে হয় না ভাট কবিতার প্রাইমারি উদ্দেশ্য | বরং ঐ গরিব সেন্স অফ হিউমার একটা ইচ্ছাকৃত টোন ডাউন - ভাট কবিতার চরিত্র | মালের আড্ডায়, পিকনিকে ,'পাতি' পাবলিকের হিউমার ক্রিয়েট করার যে ফিবল এটেম্প্ট দেখা যায় , এগুলো তার স্যাম্পল বিশেষ , আর বেশ রিয়ালিস্টিক স্যাম্পল | ভাট-কবিতায় হাসির ব্যাপার বলে বলে যদি কিছু থাকে তার একটা বড় পার্ট হল - ঐ বোকা বোকা প্রচেষ্টার উদ্দেশ্যে এক ধরনের সেল্ফ-স্যাটায়ার | জোর করে এখান সেখান থেকে অন্ত্যমিল দেয়া , ইত্যাদির মধ্যে একটা PJ সুলভ গুফিনেস আছে, যা সচেতন ভাবে প্রয়োগ করা হয় | এর পরিবর্তে সুক্ষ/তীক্ষ্ঞ/পেট্ফাতানি/ হাসির কবিতা হলে সেটা আর যায় হত , ভাট কবিতা হত না |
rimi | ০৭ আগস্ট ২০১১ ০২:৩৩ | 168.26.205.19
আরে পারমিতাদি, তুমি ভুলে যাচ্ছো যে ভারতের অভিনেতা অভিনেত্রীরা অনেক কিছুই করতে পারে, যা আমাদের নাগালে বাইরে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমাদের শান পর্যন্ত লন্ডন বা সুইজারল্যান্ড থেকে চিকিৎসা করিয়ে আসে, আর মৃ পারবে না? মৃকে কি আর তার দাদা বৌদি খরচ দিয়েছিল? দিয়েছিল সিডস ঃ-))
অ্যাডপ্টের হিসেব তো আরো সহজ। আমেরিকাতে অ্যাডপ্ট করলে মাসে বাচ্চা পিছু ১৫০০ ডলার, এবং বিরাট ট্যাক্স ছাড়। সেখানে এইরকম সুবর্ণ সুযোগ কে ছাড়বে বলো?
আর পালনকারী বাবা মা তো অনেক আগে থেকেই ভেবে রেখেছিল মেয়ে সত্যি মায়ের কাছে গিয়ে থাকতে চাইলে তারা অনুমতি দেবে। হাসিমুখে হয়তো দেয় নি। কিন্তু অতো ডিটেলস কি আর দেখানো যায়? ঃ-))
কিন্তু শেষটা নিয়ে এত গন্ডোগোল কিসের? সমরেশ মজুমদারও দেখলাম গুলিয়ে গ করেছেন ।
তবে হ্যাঁ, অপন্নার ছবিতে জোর করে সামাজিক সমস্যার বাণী ঢোকানোটা আমারো পছন্দ হয় না।
lcm | ০৭ আগস্ট ২০১১ ০২:২৬ | 69.236.187.211
ঋতুপন্নো তো ভাল ডিরেক্টর, কিন্তু তেনার ছবির সাবজেক্ট , ঐ এক জিনিস আর নিতে পারি না.... এখানে, হলে নৌকাডুবি দেখতে গেছিল বৌ, তার ঋতুপন্নোর সিনেমা ভাল লাগে... জিগ্গেস করলুম, কেমন দেখলে নৌকাডুবি --- বলল ভালো, তবে নৌকাডুবি দেখায় নাই, ঐ সময় স্ক্রিন অন্ধকার হয়ে যায় আর লোকজনের চীৎকার শোনা যায়।
অপোন্না-র ছবিতে কেমন যেন ঠুসে ঠুসে গা-জোয়ারি করে সামাজিক মেসেজ ভরা। ঐ যে কি যেন নাম সিনেমাটার, কংকনা খালি হুড়মুড় করে বমি করে গেল গোটা সিনেমা, তার ওপর সবাই স্পিডে ইংরেজি বলছে।
বার্গম্যান সাহেব তো মাঝে মাঝে পুরো ট্যানম্যান। সেই কি যেন, স্ট্রবেরি - সেই বুড়ো প্রফেসর সুইডেনের এমাথা থেকে থেকে ওমাথা গাড়ি চালিয়ে... সে তো তবু ভাল, শেষে উনি সারবুঝ বুঝে পটল তুললেন। কিন্তু, আওয়ার অফ দ্য উল্ফ - ওহ্ শেষ হয় না। সেভেন্থ সিল - নাহ্ থাক, লোকজন মারতে আসবে।
ডিসক্লেইমারঃ নিজস্ব মতামত, যে কথা ভয়ে লজ্জায় জনসমক্ষে কহিতে পারি না, তাহা নিশ্চিন্তে গুরুতে উগরাইয়া দিই।
aka | ০৭ আগস্ট ২০১১ ০২:০৯ | 24.42.203.194
shaun the ship দেখুন ভালো না লাগলে পয়সা ফেরত দেব। সিনেমা হত এইসা।
S | ০৭ আগস্ট ২০১১ ০১:৪০ | 90.200.14.201
নোপ ই মৃ ভলো লাগলো না, যদিও আমার চুলবুল পান্ডে কে ভালো লেগেছিলো। আমার মাথায় ঢোকে না সিনেমার সব কাজের লোকের কি স এর দোষ থাকে, আমার যতোগুলো মাসি ছিলো তাদের কারুর ছিলো বোলে মোনে পড়ছে না
Tim | ০৭ আগস্ট ২০১১ ০১:৩১ | 173.163.204.9
ঋ এর সিনিমায় একটা জেনেরাল গলদ থাকে। যেহেতু এখনও আমি এট্টু কম জানি, আইমিন দরকচা টাইপ সিনিমা রসিক হয়ে রয়ে গেচি তাই ব্যাপারটা বুইতে পাল্লেও বোঝাতে পারিনা (পামিতাদি কেমং সুন্দর লিখলো)। তো, হাইলি ইয়ে আর কি। ব্যাকরণগত সমস্যা তো আছেই নির্ঘাৎ (পড়াশুনো করলেই বেরোবে), কিন্তু তার থেকে বড়ো কথা অন্য কি একটা যেনও আছে। ঋ নিয়েই এত সমিস্যে, তাই রী দেখিনা। এত টেস্টেড সিনিমা আছে সব ভাষায়, সেসব না দেখে রিস্ক নিয়ে ক্ষি লাভ, যখন সময় নিয়েই টানাটানি! ঃ-)
pi | ০৭ আগস্ট ২০১১ ০১:১৬ | 72.83.100.43
সিঁফো, অপর্ণা ও ঋতুপর্ণর সিনেমা মাত্রই বোকা, এককথায় বাজে, প্রিটেনশাস আর সব ই চর্বিত চর্বণ বলে দেওয়ার জন্য যে লেভেল দরকার সেখানে জাস্ট উঠতে চাই না ভাই। আমার ভাল খারাপ বোঝার সম্পূর্ণ অক্ষমতা নিয়ে ঐ লেভেলের কারুর কাছ থেকেও জাজমেন্ট শুনতে চাইনা ঃ) আর সেসব অনেক পরে। কথায় কথায় যারা এভাবে অপমান করে তাদের সাথে কথাও বলার প্রয়োজন করিনা।
Paramita | ০৭ আগস্ট ২০১১ ০১:১১ | 122.172.37.246
তবে ঐটা দুর্দান্ত লেগেছে। প্র ঃ গপ্পের মৃনালিণী কেন সিনেমা করা ছেড়ে দিলেন?
উঃ কারণ মানিকদা মারা যাওয়ার পর মাণিকদার কাছ থেকে আর ডাক পাবেন না এটা নিশ্চিতভাবে জানবার পর আর মৃ-র সিনেমা করার আর কোন অর্থ রইল না। (সেইসঙ্গে মানিকদার শেষযাত্রার ক্লিপিং)।
Paramita | ০৭ আগস্ট ২০১১ ০১:০৫ | 122.172.37.246
দাঁড়াও শেষটা নিয়ে একটু ভেবে নি। দুবার রিওয়াইন্ড করে দেখে নিলাম।
মোটের উপর, ভাল্না। ঋ আর রী এর মধ্যে ঋ-এর গল্প বলা ইন জেনারাল আমার অনেক ভাল্লাগে। রীদি এখানে বড্ড বেশী ডিটেলে খুঁতো। চোখ বন্ধ করে থাকবো ভাবলেও থাকা যায় না। প্লাস এতো স্টিরিওটাইপিং আর "খাপে খাপ পঞ্চুর বাপ" - এক পিস ওরম দেশী দাদা ও বিদেশী বৌদি খুঁজে বার কর তো যে নর্থ আম্রিকার সুবিখ্যাত ইনশিওরেন্সের তোয়াক্কা না করে প্রেগন্যান্ট বোনের ডেলিভারি বিদেশে করালো, তারপর সেই বাচ্চা বিনা বাক্যব্যয়ে অ্যাডপ্ট করলো(অতই সোজা?)(তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, অবভিয়াসলি) ন বছর ধরে বড় করলো, ন বছরের বাচ্চাও অসম্ভব ম্যাচিওরিটির পরিচয় দিলো ক্যাজুয়ালি সত্যি মায়ের পরিচয় ডিসক্লোস করাতে, তারপর তারকছে অঙ্ক মেলানোর জন্য থাকতে চাওয়া, তারপর বোন যেই চাইলো পালনকারী পিতামাতা ক্যালকাটা ইন্টারন্যাশনাল ইশকুলে ভর্তির জন্য হাসিমুখে অনুমতি দিয়ে দিলো।
এছাড়াও অপন্নার ঐ ফস করে সিগারেট জ্বালানো আর নিতে পারি না। ইন্ডিপেন্ডেন্ট মহিলা বোঝাতে এর চেয়ে আর বেটার কিছু করা যায় না? প্লাস ক্লাইম্যাক্সে স্বার্থপর লম্পট পুরুষজাতির একটি বিরাশী সিক্কার থাপ্পর অবশ্যই যুহ যুগ ধরে প্রাপ্য। এছাড়াও দু-তিন রকম স্টিরিওপ্টাইপড সম্পর্ক। সিনেমার ডিরেকটর যখন, অবশ্যই ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবেন। কবিতাপ্রেমীর কি নকশালির প্রেম নিকষিত হেম। ইত্যাদি।
তবে শেষটা কি হোলো এই নিয়ে একটু ব্রেনস্টর্মিং দরকার।
Netai | ০৭ আগস্ট ২০১১ ০০:৫৭ | 124.124.247.140
একটা বাজলেই নেট ফুস। ধুর।
Netai | ০৭ আগস্ট ২০১১ ০০:৫২ | 124.124.247.140
ফরেস্ট গাম্প, কাস্ট আওয়ে কিন্তু ভালো লাগে। এদিকে দাবাং ভালো লাগেনি। তাই নিয়ে রুমমেটের সাথে কি মান অভিমান। কি আর করা যাবে।
Netai | ০৭ আগস্ট ২০১১ ০০:৫০ | 124.124.247.140
আমার কেমন আট ফিলিম দেখতে ভালো লাগেনা। একদিন প্রতিদিন আর তিন কন্যা বাদ দিয়ে। অন্তহীন, মিঃ এন্ড মিসেস আইয়ার, দোসর, তিতলি সমেত আরো কিচু ট্রাই নিয়েছিলাম। তারে জমিন পর ও ভালো লাগেনি। এগুলোর থেকে নাটের গুরু, সাত পাকে বাঁধা, সেদিন দেখা হয়েছিল দেখে অনেক বেশী তৃপ্তি পেয়েছি। দেব জিৎ যুগ যুগ জিও।
aka | ০৭ আগস্ট ২০১১ ০০:৪৮ | 24.42.203.194
আরে মতামত না দিয়ে ঘুমোতে গেলে পাপ হবে।
Paramita | ০৭ আগস্ট ২০১১ ০০:৪৬ | 122.172.37.246
ইঃ মৃঃ দেখে ফেললাম। এবার ঘুমোতে যাই।
saikat | ০৭ আগস্ট ২০১১ ০০:৪৩ | 180.215.56.196
"স্থানী সংবাদ"? দেখেছিলাম তো? কেন গেছিলাম দেখতে? মনে হয়েছিল সিনেমার মাস্টারমশাইরা কেমন সিনেমা বানান সেটা দেখা উচিত বলে। ভাল না খারাপ? উমম। ভালই তো। একদম সমসাময়িক। কলকাতা শহরে এত অটো চলে, অথচ সিনেমায় তো সেসব আসে না। তা ঐ সিনেমাটাটিতে অটো নিয়ে একটা দৃশ্য ছিল মনে পড়ে। আর কী ছিল? কলকাতা শহরের আলো-আঁধারি ছিল, দক্ষিন কলকাতার কলোনী ছিল আর পূর্ব দিকে নিউ ক্যালকাটা ছিল। নিঃশব্দে উচ্ছেদের একটা ইমেজ ছিল মনে পড়ে, কলোনীর বাড়ীগুলো ভাঙার। আর কিছুই নয়, মনে হয়েছিল নির্দেশকরা চেষ্টা করেছেন সমসময়টাকে সিনেমায় আনার, গত কয়েক বছরের উন্নয়ন-উচ্ছেদ ইত্যাদি বিষয়গুলোকে আনার। তা বলে কী খুব ভাল কিছু? না তেমন নয়।
sinfaut | ০৭ আগস্ট ২০১১ ০০:৩৩ | 117.194.244.204
প্রথমপাঠ তো অনেক পরে বললাম। সিনেমার খারাপ ভালো বুঝতে নেওয়ার কথা বললাম। তোমার সেসব বোঝার অক্ষমতা আছে বলে মনে হয়েছিল তাই নিতে বলেছিলাম। তার সাথেও তো ঐ লেভেলের কোন সম্পক্কো নেই।
aka | ০৭ আগস্ট ২০১১ ০০:৩১ | 24.42.203.194
হ্যাপি ১০০ বার্থডে টু লুসি বেল, আমার ছোটবেলার ফেভারিট শো।
বন্ধুরা কতো অনুনয় করলো, যুক্তি দ্যাখালো। শাস্ত্র থেকে কোট করলো। কিন্তু আমি অ্যাডামেন্ট। ওয়ান্স ডিসাইডেড কান নট বি খিসাইডেড।
ব্যাড ইজ ব্যাড।
aka | ০৭ আগস্ট ২০১১ ০০:২৭ | 24.42.203.194
না না ভুত নিয়ে আমার উৎসাহ প্রচূর কিন্তু এত ভয় লাগে কি বলব। শুনেছি আম্রিগায় ভুত প্রচূর। আরও শুনেছি ওনাদের নিয়ে বেশি চিন্তা করলেই এসে বসেন তাই এড়িয়ে চলি।
pi | ০৭ আগস্ট ২০১১ ০০:২৩ | 72.83.100.43
কিন্তু ডিডিদার la strada , la dolce vita এগুলো ভাল লাগে নাই ?
আর উডিবাবু আপুনার ভাল খারাপ দুই লিস্টি থেকেই বাদ ?
dd | ০৭ আগস্ট ২০১১ ০০:২২ | 122.167.14.131
নাঃ, সিকি ,তুমি ঘুমাতে যাও। নিচ্চিন্দে। আম্মো যাই। আমার সাথে ঝটপটি লাগানো খুব মোষ্কিল। আমি যে সিন গম্ভীর দেখলেই কেটে পরি।
হেথায় গান আর সিনিমায় আর ফোটোগ্রাপিতে প্যাশনেট লোকজন প্রচুর। হবেই। বয়সের ধর্মো।
যাঃ, আর এই ঈশেনমামু কিনা ইতি মৃণালিনী দেখার জন্য রেকো কল্লো ! ঃ(
pi | ০৭ আগস্ট ২০১১ ০০:১৯ | 72.83.100.43
সবকিছু জেনেরালাইজ করে বেসিক্যালি ভাট বলে দেওয়াটা ( এবং প্রশ্ন করলে তার সপক্ষে কোন কারণ দর্শাতে না পারাটা, বা ভাটের কারণ দর্শানো ) বেসিক্যালি ভাট জানলে থোড়াই জানতে চাইতাম ! ঃ)
যেহেতু সব সিনেমা নিয়েই এই জাজমেন্ট ছিল- যে তারা চর্বিত চর্বণ, বোকা ও বাজে। সব সিনেমা নিয়ে এই জেনেরেলাইজেশনের কারণ বুঝিনি, জ?আনতে সত্যি আগ্রহী ছিলাম । এইভাবে প্রত্যুত্তর আসবে জানলে হতাম না।
তবে আর যাই হোক, প্রথম পাঠ নিয়ে আসা ইত্যাদি এগুলো তো দর্শকের লেভেল নিয়ে কোন কথাই না ঃ)
pierrot le fou? চরিত্রটার নাম কী ছিল যেন? ফার্দিনান্দ? বড় ভাল একটা কথা ভেবেছিল। সেই যে ঐ কথাটা -
জীবন নিয়ে একটা উপন্যাস লিখব। মানুষের জীবন নিয়ে নয়, শুধু জীবন নিয়ে। জয়েস চেষ্টা করেছিল, কিন্তু আরও ভাল করা যায় ....
dd | ০৭ আগস্ট ২০১১ ০০:১৩ | 122.167.14.131
কোন সিনেমাটা ভালো,কোনটা খারাব, কোনটায় টক টক গন্ধো, এ সব শেখানোর ইশ্কুল আছে। ইয়েস,ইয়েস।
জানেন, আমাদের ঈশেন অমন ইশকুলে গিয়ে শিখে এসেছে। এখন আঁক কষে বা কুষ্ঠি দেখে বলতে পারে কোনটা ভালো আর কোনটা খারাব।
এমন কি আমিও। হা হা হা। হেথায় হোথায় গিয়ে চিদানন্দ বাবুর কহানী শুনে এসছিলাম। অযান্ত্রিক ক্যানো ভালো, বুঝিয়ে দিয়েছিলেন সত্যজিত বাবু। চোখ ছল ছল করে।
গর্বের সাথে বলত পারি, কিস্যুটি বুঝি নি। ডাহা ফ্যাল।
sinfaut | ০৭ আগস্ট ২০১১ ০০:০৪ | 117.194.244.204
জানতে আগ্রহী নও তো ক্রমাগত জিজ্ঞেস করে যাও কেন? ক্রমাগত বেড়ে ওঠা লিস্ট নিয়ে? ঋ বা রী এর সিনেমা বেসিকালি ভাট বললে, তাদের ফিল্মোগ্রাফির প্রতিটি সিনেমা এক এক করে উল্লেখ করে কোনটা কোথায় ভাট, কত শতাংশ ভাট, চর্বিই বা কোথায়, কাজের লোক ক'ছটাক এইসব প্রশ্ন তুমি আমাকে করছ, আমি তোমাকে নয়। তাই, তুমি আগ্রহী নও কিনা তুমি বলবে। আমি শুধু একটা কথা বলতে পারি। সেটা ঐ লেভেল প্রসঙ্গে। কেসি বলেছিল, আমি দিপু অক্ষ এরা নাকি এত লেভেলের সিনেমা দেখি যে ইঃ মৃ খারাপ লাগতেই পারে। সাধারন মানুষ হলে ভালই লাগবে। তাতে আমি বললাম, এই সিনেমা খারাপ লাগার জন্য কোনো লেভেলেরই প্রয়োজন নেই। অর্থাৎ এই এই বিশেষ সিনেমা দেখি বলেই এটা ভালো লাগছে না এমন না। এটা এমনিই বাজে। তার অর্থ তুমি করলে, আমি বলতে চাইছি যাদের এই সিনেমা দেখে ভালো লাগছে তাদের লেভেল খারাপ। এটা আমি কী করে বলি? যাদের এই সিনেমা দেখে ভালো লাগছে, তারা অন্য কী সিনেমা দেখেন, সিরিয়াস সিনেমাই শুধু দেখেন কিনা এসব আমি কি করে জানব। এখানে তো দর্শকের লেভেলের কথা হচ্ছিলই না, হচ্ছিল সিনেমার লেভেলের কথা। তো, তার অমন লাইনের মধ্যে থেকে অর্থ নিষ্কাশনের তোমার প্রচেষ্টা দেখে মনে হলো তোমার সাথে কথাবার্তা বলতে গেলে অযথা চোয়াল ব্যাথা আর নিজেকে ও বাকি লোকেদের বোর করা হয়। তাই থামলাম।
aka | ০৭ আগস্ট ২০১১ ০০:০৩ | 24.42.203.194
পুরন্দর ভাট ঐ আমাদের ভাটের থেকে এট্টু খারাপ। আর এট্টু ভালো লিখলেই গুরুর ভাটে জায়গা দিতাম।
pi | ০৭ আগস্ট ২০১১ ০০:০৩ | 72.83.100.43
আকাদা, ওটা যে ভুল, সেটা একদম ঠিক ঃ)
aka | ০৭ আগস্ট ২০১১ ০০:০৩ | 24.42.203.194
এটা কবিতা না সিনেমা?
pi | ০৭ আগস্ট ২০১১ ০০:০২ | 72.83.100.43
ডিডিদা, pierre le fou ভাল লেগেছিল ?
dd | ০৭ আগস্ট ২০১১ ০০:০২ | 122.167.14.131
ইয়েস। ইট ইজ অ জাজমেন্ট ডে। আমি আজ কল্পোতরু , সকলের মীমাংসা করে দেবো।
ঐ যে পুরন্দর ভাট। তার কবিতা নিয়ে ছেলে পুলেরা আদিখ্যতা করে? মনে আছে?
একদম বাজে। মিনিমাম কবিত্ব আর খুবই গরীব সেন্স অব হিউমার। একেবারে ইশকুলের ছেলের বাথরুমের দেওয়াল লিখনের মতন। ধুদ্ধুর। একেবারে ফালতু।
আর কিছু জান্তে চান ?
aka | ০৭ আগস্ট ২০১১ ০০:০০ | 24.42.203.194
অ্যাঁ ভুল! সত্যি!
aka | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫৮ | 24.42.203.194
হ্যাঁ মানিকদার সিনেমা দেখতে অতীব সুন্দর। কিন্তু সিনেমা দেখার পাঠ কোথায় নেওয়া যায়?
pi | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫৮ | 72.83.100.43
আকাদা, বিলকুল ভুল ঃ)
aka | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫৪ | 24.42.203.194
আর অমিতাভ মালাকার == হনু। এটা কোন জাজমেন্ট নয়।
dd | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫৩ | 122.167.14.131
আঃ, আমি সব ডিসাইড করে দিচ্ছি। অপর্না সেন ফাটাফাটি ডিরেক্টর। লেটেস' টা দেখিনি। বাকী সব গুলান ভালো ইজ ইকুয়ালটু দুর্দান্তো। সো ইজ রিতুপোন্নো। হুলিয়ে ভালো।
বাজের মধ্যে পরেন বার্গম্যান আর ফেলিনি। ফেলিনি খুবই অখাদ্য। আরো কিছু জাজমেন্ট দিতে পারতাম, দিলাম না। বেশীর ভাগের নাম আর মনে পরছে না,প্লাস বানান গুলো ও কিরকম কঠিন টাইপের। না ঘাঁটানোই ভালো।
গদার ভালো, কুরুজোয়াসান ও চমৎকার। কিন্তু সবার চাইতে ভালি মানিকদা।
ব্যাস।
pi | ০৬ আগস্ট ২০১১ ২৩:৫১ | 72.83.100.43
নাঃ, আমার লিস্টের সিনেমায় এই কমনগুলো ঠিক খুঁজে পেলাম না।হয়ত সেটা পেতে গেলেও প্রথম পাঠ পড়া দরকার।
তুমি অনেক বেশি জানতে বা দেখে থাকতেই পারো। কিন্তু প্রথম পাঠ না নিয়ে এসে কথা বলতে বারণও করতে পারো না।
১৫ পার্ক এভিন্যু , মিঃ এন্ড মিসেস আয়ার, রেইনকোট , দহন, চোখের বালি, মেমোয়রস ইন মার্চ, লাস্ট লীয়র ... (লিস্টটা আরো লম্বা হবে) এগুলোতে নায়িকা একই ভাবে পরিস্থিতির শিকার হয়ে গেছে , যে প্রথম পাঠ পত্ড়লে এটা বুঝতে শেখা যাবে, সেটা পড়ারও খুব ইচ্ছে নেই।
বয়স্কা কাজের লোককেই তো এদের বেশিরভাগের মধ্যে খুঁজেই পেলাম না !
যাইহোক। আমি ভেবেছিলাম আমার দেওয়া লিস্টে (বোল্ড এন্ড আন্ডারলাইনড) চর্বিতচর্বণের কোন ভাল ইন্টারেস্টিং কারণ জানতে পাবো।
এগুলো খুব বোরিং লাগলো। আর জানতে আঅমিও অগ্রহী নই।
sinfaut | ০৬ আগস্ট ২০১১ ২৩:৩২ | 117.194.244.204
হ্যাঁ ঢুকবে। আয়ার, ১৫ পার্ক অ্যা অবশ্যই ঢুকবে।
বোঝা তো খুব সোজা, এই সব কটাই প্রিটেনশাস বোকা ও বাজে সিনেমা। তারই চর্বিত চর্বন। আর তুমি সেটা না বুঝতে পারলে সিনেমার প্রাথমিক পাঠ নাও। আরও বিভিন্ন সিনেমা দেখো। ভাবো বাংলায় এখন সিনেমা বানানোর ট্রেন্ড কেমন? কী কী দিক বাদ যায়। কী কী কমন (দুটো উদাহরনঃ নায়িকা মুখ্য চরিত্র ও পরিস্থিতির স্বীকার এটা ঋ ও রী দুজনের প্রায় কমন, বয়স্ক কাজের লোক যারা মালকিনের বিরল আনন্দের মুহুর্তে শাড়িতে মুখ ঢেকে হেসে ওঠে তারা কমন ) পাওয়া যায় খুঁজে বের করো। যা বাদ যায় তা বাদ যাওয়া কী স্বাভাবিক নাকি নয়। এইসব নিজে নিজেই পারবে, আমাকে জিজ্ঞেস করে বোর কোরো না।
dosar, aabahamaan, khelaa, sa cha kaa , u: e:, i : mRi, Jugaant, paa: e: ... এগুলোকে একসাথে ফেললএ তাও একটা প্যাটার্ন পাওয়া যায়।
আর, প্পনের পদমসি কে ? তিনিও বাঙালা সিনেমার নায়িকা? কোন ছবি ?
sinfaut | ০৬ আগস্ট ২০১১ ২৩:০৫ | 117.194.244.204
ধুর এটা শুধু বাংলা সিনেমার নাইকা লিস্ট।
আরেকটি প্রেমের গল্প কেন ধরব? এটা না ঋতু না রীনা।
শুভ মহরত বাড়িওয়ালী ভালোই লেগেছিল। বাকি সব ধরেই। তাছাড়া আছে পারমিতার একদিন। আর কী লাগে।
pi | ০৬ আগস্ট ২০১১ ২৩:০০ | 72.83.100.43
এখনকার ফা ফ ভার্শনঃ 3.6.18
ppn | ০৬ আগস্ট ২০১১ ২২:৫৪ | 112.133.206.18
ডাউনগ্রেড টু ফাফ 4.x।
pi | ০৬ আগস্ট ২০১১ ২২:৫৩ | 72.83.100.43
এক্সপ্লোরারে নতুন কল খোলে না। মতামত দিনে পাশে বাংলা আসেনা। নতুন এক্সপ্লোরার ডাউনলোড করতে বলে, কিন্তু সেই পেজে গেলে কিছুই কিছু ডাউনলোড করা যায় না। ফ ফ খালি ঝুলে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন